SEBA Class 5 Environment Chapter 9 আমাদের সামাজিক সমস্যা Question Answer in Bengali provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. is made for SEBA Board students. We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and BUY PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.
SEBA Class 5 Environment Chapter 9 আমাদের সামাজিক সমস্যা
Here we will provide you Bengali Medium SEBA Class 5 Environment Chapter 9 আমাদের সামাজিক সমস্যা Textbook Question Answer absolutely free of cost. If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.
আমাদের সামাজিক সমস্যা
অনুশীলনী প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। উত্তর লেখো ―
(ক) সামাজিক সমস্যা বলতে কী বুঝ ?
উত্তরঃ সামাজিক নিয়ম-শৃঙ্খলাগুলি না মেনে চলার জন্য সমাজে বসবাসকারীদের যে অসুবিধা হয় তাকে সামাজিক সমস্যা বলা হয়।যেমন―ভেদাভেদ,আন্তরিকতার অভাব, কুসংস্কার, অবিশ্বাস ইত্যাদি।
(খ) সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুনের প্রয়োজন হয় ?
উত্তরঃ জনকসাধারণের মধ্যে সচেতনতা, সহযোগিতা,পারস্পরিক বুঝা-পড়া, আন্তরিকতা, বিশ্বাস ইত্যাদি মানবীয় গুনের প্রয়োজন হয় ।
(গ) সামাজিক সমস্যাগুলো কী কী ?
উত্তরঃ অন্ধবিশ্বাস,কু-সংস্কার, লিঙ্গ-বৈষম্য,শিশু-শ্রমিক, যৌতুক প্রথা, নিরক্ষরতা ইত্যাদি।
(ঘ) সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলি দায়ী ?
উত্তরঃ সামাজিক সমস্যা সৃষ্টিতে দায়ী কারণগুলি হলো―মানুষের মধ্যে ভেদাভেদ, উচ্চ-নীচ ভাব, আন্তরিকতার অভাব, অবিশ্বাস,কুসংস্কার ইত্যাদি।
প্রশ্ন ২ । শূন্যস্থান পূরণ করো―
(ক) আমরা সবাই____ভাবে বাস করি।
উত্তরঃ সমাজবদ্ধ।
(খ)____হল সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারনা।
উত্তর অন্ধবিশ্বাস ।
(গ) দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে____সৃষ্টি হয়।
উত্তরঃ অশান্তি।
(ঘ)জনসাধারণের সচেতনতা এবং_____না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না।
উত্তরঃ সহযোগিতা ।
(ঙ) যারা লেখা পড়া জানে না তাদেরকে_____বলে।
উত্তরঃ নিরক্ষর ।
প্রশ্ন ৩। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও―
‘ক’ | ‘খ’ |
অন্ধবিশ্বাসের কোনো | শিশু শ্রমিকের সৃষ্টি হয়। |
পরিবারের আর্থিক অনটনের জন্য | ডাইনি বিশ্বাস। |
অন্ধবিশ্বাস, লিঙ্গ-বৈষম্য,শিশু-শ্রমিক ইত্যাদি | সামাজিক সমস্যা। |
মানব সমাজের সব চেয়ে যুক্তি-হীন ধারণা | বৈজ্ঞানিক ভিত্তি নাই। |
উত্তরঃ
‘ক’ | ‘খ’ |
অন্ধবিশ্বাসের কোনো | বৈজ্ঞানিক ভিত্তি নাই। |
পরিবারের আর্থিক অনটনের জন্য | শিশু শ্রমিকের সৃষ্টি হয়। |
অন্ধবিশ্বাস, লিঙ্গ-বৈষম্য,শিশু-শ্রমিক ইত্যাদি | সামাজিক সমস্যা। |
মানব সমাজের সব চেয়ে যুক্তি-হীন ধারণা | ডাইনি বিশ্বাস। |
প্রশ্ন ৪। নীচের বাক্যগুলোর অশুদ্ধ অংশ বেছে শুদ্ধ করে লেখো―
(ক) গ্রাম পঞ্চায়তে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাসমূহ সমাধানে সহায়তা করতে পারে ।
উত্তরঃ শুদ্ধ ।
(খ) কু-সংস্কার থেকে সমাজের ক্ষতি হয়।
উত্তরঃ শুদ্ধ।
(গ) লিঙ্গ-বৈষম্য হলো একটি সামাজিক সমস্যা।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কু-সংস্কার দূর করতে পারে।
উত্তরঃ অশুদ্ধ।
(ঙ) টাকা-পয়সার অভাব হলে ছোট ছোট ছেলে-মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করতে হয়।
উত্তরঃ অশুদ্ধ।
Unit | সূচীপত্র | Link |
পাঠ – ১ | আমাদের পরিবেশ | Ans |
পাঠ – ২ | পরিস্থিতি তন্ত্র | Ans |
পাঠ – ৩ | অসমের সংস্কৃতি | Ans |
পাঠ – ৪ | প্রাকৃতিক সম্পদ | Ans |
পাঠ – ৫ | সম্পদ সংরক্ষণ | Ans |
পাঠ – ৬ | আবহাওয়া | Ans |
পাঠ – ৭ | আহারের প্রয়োজনীয়তা | Ans |
পাঠ – ৮ | জীবনধারণ প্রণালী | Ans |
পাঠ – ৯ | আমাদের সামাজিক সমস্যা | Ans |
পাঠ – ১০ | পরিবেশ প্রদূষণ | Ans |
পাঠ – ১১ | যাতায়াত | Ans |
পাঠ – ১২ | উদ্যোগ | Ans |
পাঠ – ১৩ | দুর্যোগ | Ans |
পাঠ – ১৪ | স্বাধীনতা আন্দোলনে অসমের ভূমিকা | Ans |
পাঠ – ১৫ | আমাদের সংবিধান | Ans |
পাঠ – ১৬ | গ্রাম পঞ্চায়েত | Ans |
পাঠ – ১৭ | আমাদের দেশ ভারতবর্ষ | Ans |
পাঠ – ১৮ | আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ | Ans |
প্রশ্ন ৫। সংক্ষিপ্ত টিকা লেখো―
(ক) অন্ধবিশ্বাস।
(খ) কু-সংস্কার।
(গ) যৌতুক।
উত্তরঃ (ক) অন্ধবিশ্বাস :- সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হলো অন্ধবিশ্বাস।কোনো বিষয় ভালো ভাবে যাচাই না করে সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলে।অন্ধবিশ্বাসের ফলে সমাজে এক বৃহৎ সমস্যার সৃষ্টি হয়।সাধারণত অর্থনৈতিক ভাবে অনগ্রসর অঞ্চলের বা অশিক্ষিত লোকের মধ্য নানারকম অন্ধবিশ্বাস দেখা যায়।অন্ধবিশ্বাস যুক্তি ও বৈজ্ঞানিক চিন্তাধারায় কথাগুলো সূক্ষ্মভাবে বিচার করতে বাধা দেয়।তার ফলে মন ও বুদ্ধির বিকাশ হয় না।অন্ধবিশ্বাস এইরূপে আমাদের সমাজের প্রগতিতে বাধার সৃষ্টি করে। যেমন― ডাইনি বিশ্বাস।
(খ) কু-সংস্কার :-
সাপে কামড়ালে ওঝা ডেকে চিকিৎসা করানো, কোনো রোগ হলে ঝাড়-ফুককারীর মন্ত্র দ্বারা রোগ ভালো করার চেষ্টা করা ইত্যাদি।
(গ) যৌতুক :- বিবাহের সময় নববধূর সঙ্গে দেওয়া বিভিন্ন বস্তু-সামগ্রীকে যৌতুক বলা হয়। পিতা-মাতা বা অভিভাবক – অভিভাবিকা নিজের মেয়েকে একটি নতুন ঘরে গিয়ে যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয় সেজন্য কিছু প্রয়োজনীয় বস্তু-সামগ্রী যৌতুক হিসেবে সঙ্গে দেন।এটি একটি সামাজিক প্রথা অতীত কাল থেকে সমাজে এই যৌতুক প্রথা চলে আসছে।কখনও বরের ঘর থেকে অধিক যৌতিক দাবী করতে দেখা যায় এবং সেগুলো দিতে না পারলে বিবাহের পর নববধূকে অশেষ নির্যাতন ভোগ করতে হয়। সমাজে সকলেরই এই প্রথার কু-ফল থেকে সজাগ থাকা উচিত।মেয়েরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভশীল হলে সমাজ থেকে এই প্রথা নির্মূল করা যাবে।
প্রশ্ন ৬। সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কী লেখো ।
উত্তরঃ সামাজিক সমস্যা সমাধানে একতার বিশেষ ভূমিকা আছে।সমাজ থাকলে সমস্যা থাকবেই।এই সমস্যাগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করতে আমাদের যত্নশীল হওয়া উচিত।একতার মাধ্যমে হিংসা, দ্বেষ,ভেদাভেদ ভুলে একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারি ।
ক্রিয়াকলাপ
● ভাঙা-চোরা রাস্তার জন্য জনসাধারনের কী ধরনের অসুবিধা হতে পারে ?
উত্তরঃ ভাঙা-চোরা রাস্তার জন্য জনসাধারনের চলাফেরার অসুবিধা হতে পারে।এছাড়া, জিনিস-পত্র আনা-নেওয়ার অসুবিধা হতে পারে।অসুস্থ রোগীর জীবন বিপন্ন হতে পারে ইত্যাদি।
● জনসাধারণ সম্মিলিতভাবে আলোচনা করে কিছু সমস্যা সমাধানের উপায় বের করতে পারেন।পরের পৃষ্ঠায় কথোপকথন থেকে আমরা বুঝার চেষ্টা করি এসো ।
● দেবীপুর গ্রামের গ্রামবাসীরা নাট-মন্দিরের সামনে সমবেত হয়ে আলোচনা করছেন ।
● দেবীপুর গ্রামের রাস্তা-ঘাট ঠিক করার জন্য জনসাধারণ কী সিদ্ধান্ত নিয়েছিলেন ?
উত্তরঃ দেবীপুর গ্রামের রাস্তা-ঘাট ঠিক করার জন্য জনসাধারণ মিলে মিশে মেরামত করার সিদ্ধান্ত নিয়েছিলেন ।
● তোমাদের অঞ্চলে সর্বজনীনভাবে করা হয়েছে এমন একটি কাজের উল্লেখ করো ।
উত্তরঃ নিজে নিজে লিখতে হবে।
● তোমাদের অঞ্চলে সর্বজনীনভাবে কী কী কাজ করতে পারা যায় তার একটি তালিকা প্রস্তুত করো ।
উত্তরঃ নিজে নিজে করতে হবে।
অতিরিক্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। সামাজিক সমস্যা সৃষ্টিতে ইন্ধন কারা যোগায় ?
উত্তরঃ মানুষের মধ্য সামাজিক সমস্যা সৃষ্টিতে ইন্ধন যোগায় ভেদাভেদ,উচ্চ-নিচ ভাব,আন্তরিকতার অভাব, বিশ্বাসহীনতা ইত্যাদি।
প্রশ্ন ২। বিভিন্ন গণমাধ্যমগুলি সামাজিক সমস্যা গুলো নির্মূল করতে কিভাবে উৎসাহ যুগিয়ে থাকে ?
উত্তরঃ সামাজিক সমস্যা গুলো নির্মূল করতে বিভিন্ন গণমাধ্যমে, যেমন―টি.ভি.,রেডিও, প্রচার পত্রিকা,খবরের কাগজ,পথ নাটিকা, পোস্টার ইত্যাদি জনসাধারণের মধ্যে সজাগতা এনে উৎসাহ যুগিয়ে থাকে।
প্রশ্ন ৩। বর্যমানে কোন আইন প্রণয়ন করে শিশুকে শ্রমিক হিসেবে কাজে লাগানো বন্ধ হয়েছে ?
উত্তরঃ ‘শিশু শ্রমিক আইন’।
প্রশ্ন ৪। নিরক্ষরতা দূরীকরণের প্রয়াজন কেন ?
উত্তরঃ নিরক্ষরতা দূরীকরণের জন্য আমাদের দেশে ‘শিক্ষার অধিকার আইন–২০০৯’ প্রবর্তন করে সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যমুলক
করা হয়েছে।নিরক্ষর হলেসেই ব্যক্তি বই-পত্র, খবরের কাগজ ইত্যাদি পড়া থেকে বঞ্চিত হয় এবং অনেক কথা জানতে পারে না।কোনো কোনো ক্ষেত্রে ঠগ-প্রবঞ্চকের দ্বারা প্রতারিতও হয়।সেই কারণে নিরক্ষরতা দূরীকরণের প্রয়াজন আছে।
প্রশ্ন ৫। শিশুরা শ্রমিক হিসেবে কাজ করে থাকে এমন কয়েকটি ক্ষেত্র উল্লেখ করো।
উত্তরঃ শিশুরা শ্রমিক হিসেবে কাজ করে থাকে এমন কয়েকটি ক্ষেত্র হলো–ইট-ভাটা,কয়লা খনি,রাস্তা-ঘাটের পাথর বালু বহন, হোটেল ইত্যাদি।
প্রশ্ন ৬। কোন কোন ক্ষেত্রে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলাদেরও সম অধিকার দেওয়া হয়েছে ?
উত্তরঃ শিক্ষা,চাকরি ইত্যাদি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলাদেরও সম অধিকার দেওয়া হয়েছে । রাজনীতি, সমাজনীতি ইত্যাদির ক্ষেত্রেও পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলাদেরও সম অধিকার দেওয়া হয়েছে ।
প্রশ্ন ৭। আমাদের সমাজের প্রগতিতে ‘অন্ধবিশ্বাস’ কিভাবে বাধা সৃষ্টি করে থাকে ?
উত্তরঃ অন্ধবিশ্বাসে সমাজে এক বৃহৎ সমস্যার সৃষ্টি হয়।সাধারণত অর্থনৈতিক ভাবে অনগ্রসর অঞ্চলের বা অশিক্ষিত লোকের মধ্য নানারকম অন্ধবিশ্বাস দেখা যায়।অন্ধবিশ্বাস যুক্তি ও বৈজ্ঞানিক চিন্তাধারায় কথাগুলো সূক্ষ্মভাবে বিচার করতে বাধা দেয়।তার ফলে মন ও বুদ্ধির বিকাশ হয় না।
প্রশ্ন ৮। শূন্যস্থান পূর্ণ করো ―
(ক) কোনো বিষয় ভালো ভাবে যাচাই না করে সত্য বলে বিশ্বাস করাকে_____বলে।
উত্তরঃ অন্ধবিশ্বাস ।
(খ) পরিবার,প্রতিবেশী,গ্রাম ইত্যাদি হলো সমাজের একটি____।
উত্তরঃ সমষ্টি ।
(গ) ____মানে ছেলে-মেয়েদের মধ্যে ভেদাভেদ রাখা।
উত্তরঃ লিঙ্গ-বৈষম্য।
(ঘ) জনসাধারণ একসঙ্গে মিলেমিশে কাজ করলে অনেক____সমাধান হয়।
উত্তর সমস্যার ।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.
Thank you sar
Eyar pora mur bohut help hol
Wlcm Moi 2malukor Logot Hodai Asu kiba Lagile Comment Boxt Jonaba I Always With you Thank You Verry Much 4 your Valuable Feedback