SEBA Class 6 Bengali Chapter 2 তিন পণ্ডিত যুবক

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share SEBA Class 6 Bengali Chapter 2 তিন পণ্ডিত যুবক Textbook Question Answer. Are you a Student of SEBA (Secondary Education Board of Assam). Class 6 Bengali Chapter 2 তিন পণ্ডিত যুবক Which you Can Download PDF Class 6 Bengali Chapter 2 তিন পণ্ডিত যুবক for free using direct Download Link Given Below in This Post.

SEBA Class 6 Bengali Chapter 2 তিন পণ্ডিত যুবক

Today’s We have Shared in This Post, Class 6 Bengali Textbook Question Answer Chapter 2 তিন পণ্ডিত যুবক for Free with you. Class vi Bengali Question Answer I Hope, you Liked The information About The Class 6th Bengali Solutions. if you liked SEBA Solutions for Class Six Bengali Notes Then Please Do Share this Post With your Friends as Well.

তিন পণ্ডিত যুবক

ক-পাঠভিক্তিক ক্রিয়াকলাপ

প্রশ্ন ১। গল্পটি একক এবং দলগতভাবে নিজেদের মধ্যে আলোচনা করো।

উত্তরঃ নিজেরা আলোচনা করো।

প্রশ্ন ২। গল্পের কাহিনি অভিনয়ের মাধ্যমে অনুশীলন করো।

উত্তরঃ নিজেরা অভিনয়ের মাধ্যমে অনুশীলন করো।

প্রশ্ন ৩। ‘ক’ বৃত্তের শব্দগুলোর অর্থ ‘খ’ বৃত্তে সাজানো আছে। প্রত্যেকটি পাশাপাশি সাজিয়ে অর্থ জেনে নিই এসো।

উজান, গাভিননদীর স্রোতের বিপরীত দিক
জিজ্ঞাসাবাদ,কারাগারগর্ভবতী, জিজ্ঞেস করে জানা
নিশ্চিত, অধ‍্যয়ন, পরখজেল বা বন্দিগৃহ, সঠিক, পাঠ করা
সদ্যোজাতপরীক্ষা, এইমাত্র জন্ম হয়েছে যায়

উত্তরঃ 

(ক)(খ)
১। উজান১। নদীর স্রোতের বিপরীত।
২। গাভিন২। গর্ভবতী।
৩। জিজ্ঞাসাবাদ৩। জিজ্ঞেস করে জানা।
৪। কারাগার৪। জেল বা বন্দিগৃহ।
৫। নিশ্চিত৫। সঠিক।
৬। অধ‍্যয়ন৬। পাঠ করা।
৭। পরখ৭। পরীক্ষা।
৮। সদ্যোজাত৮। এইমাত্র জন্ম হয়েছে যায়।

প্রশ্ন ৪। সংক্ষেপে উত্তর দাও।

(ক) গল্পটির লেখকের নাম কী ?

উত্তরঃ গল্পটির লেখকের নাম রসরাস লক্ষ্মীনাথ বেজবরুয়া।

(খ) যুবকেরা পড়াশোনা করতে কোথায় গিয়েছিল ?

উত্তরঃ যুবকেরা পড়াশোনা করতে নবদ্বীপে গিয়েছিল।

(গ) বাড়ি ফেরার সময় পথে তারা কী দেখল ?

উত্তরঃ বাড়ি ফেরার সময় পথে তারা একটি মোষের পায়ের ছাপ দেখেছিল।

(ঘ) প্রথম যুবক পায়ের ছাপ দেখে কী বলেছিল ?

উত্তরঃ প্রথম যুবক পায়ের ছাপ দেখে বলেছিল—এটি একটি মেয়ে মোষের পায়ের ছাপ।

(ঙ) মোষটি কার ছিল ?

উত্তরঃ মোষটি ছিল রাজামশাইয়ের।

(চ) রাজা যুবকদের কী করলেন ?

উত্তরঃ রাজা যুবকদের কারাগারে বন্দি করে রাখলেন।

(ছ) যুবকেরা কারাগারে বন্দি অৱস্থায় রাজাকে কীসের সঙ্গে তুলনা করেছিল ?

উত্তরঃ যুবকেরা কারাগারে বন্দি অৱস্থায় রাজাকে ‘গরু’ সঙ্গে তুলনা করেছিল।

SL.No.সূচীপত্র
পাঠ -১বলো বলো বলো সবে
পাঠ -২তিন পণ্ডিত যুবক
পাঠ -৩সংহতির সাধক হেমাঙ্গ বিশ্বাস
পাঠ -৪হ্যালো বরাক
পাঠ -৫কৃত্রিম উপগ্রহ
পাঠ -৬বাংলা ভাষা ও সাহিত্য
পাঠ -৭চলো যাই ভ্রমণে
পাঠ -৮সবার আমি ছাত্র
পাঠ -৯অমল ও দইওয়ালা
পাঠ -১০অবিস্মরণীয়া দুই নারী
পাঠ -১১ভারতের স্বাধীনতা সংগ্রামে ‘আজাদ হিন্দ ফৌজ’
পাঠ -১২খাই খাই
পাঠ -১৩প্রকৃতির খেয়াল
পাঠ -১৪ ঠাকুমাকে কীভাবে পড়তে শিখিয়েছি
পাঠ -১৫ধামাইল
পাঠ -১৬শব্দ- সম্ভার

খ-ভাষা অধ‍্যয়ন (ব‍্যবহারিক ব‍্যাকরণ)

প্রশ্ন ৫। নীচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।

যেমন : মেয়ে—ছেলে।

উজান ____বন্দী _____
পুত্র_____নিশ্চিত _____
সত‍্য _____অনুরোধ _____
যুবক _____বিচার _____

উত্তরঃ    

উজানভাটাবন্দীস্বাধীন, মুক্ত
পুত্রকন্যানিশ্চিতঅনিশ্চিত
সত‍্যমিথ‍্যাঅনুরোধআদেশ, আজ্ঞা
যুবকবৃদ্ধবিচারঅবিচার

প্রশ্ন ৬। এক কথায় প্রকাশ কর।

(ক) যিনি বিচার করেন ____ 

উত্তরঃ বিচারক।

(খ) এইমাত্র যার জন্ম হয়েছে ____

উত্তরঃ সদ‍্যোজাত।

প্রশ্ন ৭। ছাত্র-ছাত্রীদের মধ্যে তিনজন করে কয়েকটি দল তৈরি করো এবং এই কথোপকথনের মাধ্যমে গল্পটির অভিনয় করো। নাটকের সংলাপ তোমরা নিজেরাই তৈরি করো।

যেমন_রাজা (মেয়েটিকে)তোমার নাম কী,মা ?
মেয়েটি চন্দনা।
রাজাতুমি কার কাছে গান শিখেছ ?
মেয়েটিমা-র কাছে।

উত্তরঃ নিজেরা চেষ্টা করো।

প্রশ্ন ৮। যদি কোনো ভালো কাজের জন‍্য কেউ পুরস্কার হিসাবে তোমায় একটি কলম দেন তুমি তখন তাঁর কাছে কি আরেকটি কলম চেয়ে বসবে ? যদি কেউ এরকম চেয়ে বসে তাহলে সে কী ধরনের মানুষ হতে পারে, বলো তো ?

উত্তরঃ লোভী মনে করা হবে সেই মানুষটিকে ; যে পুনঃ প্রত‍্যাশা করে। প্রত‍্যেক ছাত্র-ছাত্রী এই প্রশ্নোওরে অংশগ্রহণ করবে । প্রত‍্যেককে নিজের মতের পক্ষে যুক্তি দিতে হবে।

ঘ-প্রকল্প

প্রশ্ন ৯। সাহিত‍্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়ার বিভিন্ন গল্পে কী কী জীবজন্তুর প্রসংগ আছে তার একটি তালিকা প্রস্তুত কর।

উত্তরঃ সাহিত‍্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়ার বিভিন্ন গল্পে যে যে জীবজন্তুর প্রসঙ্গ আছে তার একটি তালিকা নিম্নরূপ–

(১) মেয়ে মোষ।

(২) সদ‍্যোজাত পুরুষ মোষ।

(৩) গোরু।

(৪) ঘোড়া,ইত্যাদি।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top