Hello Viewers Today’s We are going to Share SEBA Class 6 Social Science Chapter 1 সৌরজগতে আমাদের পৃথিবী Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 6 Social Science Chapter 1 সৌরজগতে আমাদের পৃথিবী Solutions in Bengali. Which you Can Download PDF Notes SEBA Class 6 Social Science Chapter 1 সৌরজগতে আমাদের পৃথিবী Notes in Bengali Textbook Solutions for using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Social Science Chapter 1 সৌরজগতে আমাদের পৃথিবী
Today’s We have Shared in This Post SEBA Class 6 Social Science Chapter 1 সৌরজগতে আমাদের পৃথিবী Suggestions in Bengali. I Hope, you Liked The information About The SEBA Class 6 Social Science Part – I History, Social Science Part – II Political Science, Social Science Part – IIII Economics. If you liked SEBA SEBA Class 6 Social Science Solutions in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.
সৌরজগতে আমাদের পৃথিবী
ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী )
প্রশ্ন ১। গ্রহ ও উপগ্রহের মধ্যে কী কী পার্থক্য আছে বলাে ?
উত্তরঃ গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ-
(ক) গ্রহ সূর্য হতে বিচ্ছিন্ন একটি অংশ কিন্তু উপগ্রহ গ্রহ হতে বিচ্ছিন্ন একটি অংশ।
(খ) গ্রহের আকার বড় কিন্তু উপগ্রহের আকার ছােট।
(গ) গ্রহ সূর্যের চারদিকে ঘােরে কিন্তু উপগ্রহ গ্রহের চতুর্দিকে ঘােরে।
প্রশ্ন ২। প্লুটোকে কেন সৌরজগতের অন্যান্য গ্রহের মতাে গ্রহ বলে ধরা হয় না ?
উত্তরঃ প্লুটো নিজের কক্ষপথে ঘােরার উপরেও অন্যান্য গ্রহের কক্ষ-পথে ঘুরতে দেখা যায়। এজন্য একে গ্রহ হিসেবে ধরা যায় না।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। নীচের প্রশ্নগুলাের উত্তর লেখাে-
(ক) সৌরজগৎ বলতে কী বােঝ ?
উত্তরঃ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা এবং গ্রহাণুপুঞ্জকে নিয়ে সৃষ্টি হওয়া সূর্যের পরিবারকে সৌরজগৎ বলে।
(খ) সূর্য থেকে দূরত্ব অনুসারে একাদিক্রমে গ্রহগুলাের নাম লেখাে।
উত্তরঃ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। কিন্তু বর্তমানে প্রমাণিত হয়েছে প্লুটো অন্যান্য গ্রহের মত গ্রহ নয়।
(গ) সূর্য কী ? সূর্য সম্বন্ধে সংক্ষেপে লেখাে।
উত্তরঃ সূর্য অতি উত্তপ্ত একটি নক্ষত্র।
সূর্য হল পৃথিবীর সব থেকে কাছে থাকা একটি অতি উত্তপ্ত নক্ষত্র। সূর্য সকল শক্তির উৎস এবং এজন্যই পৃথিবীগ্রহে জীবনধারণ সম্ভব হয়েছে। পৃথিবীতে দিন-রাত্রি, ঋতু পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের প্রধান কারণ হ’ল সূর্য। সূর্য থেকে অক্সিজেন ও কার্বন পাওয়াতে জীবজগৎ তথা উদ্ভিদজগৎ বেঁচে আছে। সূর্যের উপর অংশের উত্তাপ প্রায় ৬০০০ ডিগ্রী সেলসিয়াস। সূর্যের বয়স প্রায় ৫০০ কোটি বৎসরের কাছাকাছি।
প্রশ্ন ২। উত্তর দাও।
(ক) নিজের আলাে আছে এমন তারকাকে কী বলে ?
উত্তরঃ নক্ষত্র।
(খ) পৃথিবী থেকে সবচেয়ে নিকটে অবস্থিত গ্রহটির নাম কী ?
উত্তরঃ বুধ।
(গ) আমাদের তাপ ও আলাে প্রদানকারী নক্ষত্রটির নাম কী ?
উত্তরঃ সূর্য।
(ঘ) রাত্রিকালে আকাশে দ্রুত ধাবমান ধ্বংসপ্রাপ্ত উজ্জ্বল পিণ্ডগুলােকে কী বলে ?
উত্তরঃ উল্কা।
প্রশ্ন ৩। পাঠ চিত্র ২-এর সৌরজগতের চিত্রটি পর্যবেক্ষণ করে নীচের প্রশ্নগুলাের উত্তর লেখাে-
(ক) সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহটির নাম কী ?
উত্তরঃ নেপচুন।
(খ) ইউরেনাস গ্রহটি কোন্ দুটি গ্রহের মধ্যে ?
উত্তরঃ ইউরেনাস গ্রহটি শনি ও নেপচুন গ্রহ দুটির মধ্যে অবস্থিত।
(গ) সূর্য থেকে পৃথিবীর অবস্থান কত নম্বর ?
উত্তরঃ সূর্য থেকে পৃথিবীর অবস্থান তৃতীয় স্থানে।
(ঘ) সৌরজগতের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহটির নাম কী ?
উত্তরঃ সৌরজগতের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহটির নাম হল বৃহস্পতি।
(ঙ) গ্রহাণুপুঞ্জ কোন্ দুটি গ্রহের মধ্যে দেখা যায় ?
উত্তরঃ গ্রহাণুপুঞ্জগুলি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে দেখা যায়।
প্রশ্ন ৪। শুদ্ধ উত্তরটি লিখি এসাে।
(ক) পৃথিবীর যমজ কোন্ গ্রহকে বলা হয় ?
১। বুধ।
২। শুক্র।
৩। মঙ্গল।
৪ শনি।
উত্তরঃ শুক্র।
(খ) সৌরজগতে কিছুদিনের জন্য হঠাৎ দেখা যায় এরূপ উজ্জ্বল। বাষ্পপিণ্ডগুলাে হল-
১। ধূমকেতু।
২। গ্রহাণুপুঞ্জ।
৩। উপগ্রহ।
৪। নক্ষত্র।
উত্তরঃ ধূমকেতু।
S.L. No. | সূচিপত্র |
পাঠ | ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী ) |
পাঠ-১ | সৌরজগতে আমাদের পৃথিবী |
পাঠ -২ | পৃথিবীর আকার ও আকৃতি |
পাঠ -৩ | পৃথিবীর গতি |
পাঠ -৪ | পৃথিবীর প্রধান মণ্ডলসমূহ |
পাঠ -৫ | ভূগোল অধ্যয়নের উপকরণ- মানচিত্র |
পাঠ -৬ | পৃথিবীর প্রধান ভূ-অবয়ব |
পাঠ -৭ | অসম: জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদ, বন্যপ্রাণী ও কৃষি |
পাঠ -৮ | আমাদের ভারতবর্ষ |
পাঠ | ইতিহাস খণ্ড ( আমাদের অতীত ও ঐতিহ্য ) |
পাঠ – ৯ | কী, কোথায়, কখন ও কিভাবে |
পাঠ -১০ | আদি প্রস্তর যুগ |
পাঠ -১১ | আদিম মানুষের জীবিকা ও স্থায়ী বসবাস (নব্য প্রস্তর যুগ) |
পাঠ -১২ | প্রাচীন নাগরিক সভ্যতা |
পাঠ -১৩ | বৈদিক সভ্যতা |
পাঠ -১৪ | মহাজনপদ |
পাঠ -১৫ | নতুন ভাবের অভ্যুদয় |
পাঠ -১৬ | মৌর্য সাম্রাজ্য মহামতি অশােক ও কৌটিল্যের অর্থশাস্ত্র |
পাঠ | অর্থনীতি ও রাজনীতি খণ্ড (আমাদের অর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবন) |
পাঠ -১৭ | আমাদের মৌলিক প্রয়ােজনসমূহ |
পাঠ -১৮ | উন্নত জীবনের প্রয়োজনসমূহ |
পাঠ -১৯ | জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২০ | কৃষি, শিল্পোদ্যোগ এবং সেবাখণ্ডে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২১ | সরকারের ধারণা ও বিভিন্ন ধরনের সরকার |
পাঠ -২২ | গণতন্ত্র এবং এর নীতিসমূহ |
পাঠ -২৩ | কেন্দ্রীয় এবং রাজ্য সরকার |
পাঠ -২৪ | স্থানীয় স্বায়ত্ত শাসনব্যবস্থা |
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। পৃথিবীর আনুমানিক বয়স কত ?
উত্তরঃ প্রায় ৪৫০০ নিযুত বৎসর।
প্রশ্ন ২। পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, কত সময় লাগে ?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫-৪৭ সেকেণ্ড সময় লাগে।
প্রশ্ন ৩। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত ?
উত্তরঃ ১৪৯,৫৯৭,৯০০ কি.মি. প্রায়।
প্রশ্ন ৪। পৃথিবী কত বেগে সূর্যের চারদিকে ঘােরে ?
উত্তরঃ ঘণ্টায় ১৬৭০ কি.মি. বেগে।
প্রশ্ন ৫। শুক্র গ্রহ ও অন্যান্য গ্রহের একটি পার্থক্য লেখ।
উত্তরঃ শুক্রগ্রহের ঘূৰ্ণন অন্যান্য গ্রহের উল্টো ; পূর্ব থেকে পশ্চিম দিকে ঘােরে।
প্রশ্ন ৬। শুক্র গ্রহের অপর দুটো নাম লেখ।
উত্তরঃ শুকতারা এবং সাঁজতারা।
প্রশ্ন ৭ বৃহস্পতি গ্রহের আয়তন পৃথিবীর আয়তন অপেক্ষা কতগুণ বেশি ?
উত্তরঃ ১৩১৭ গুণ।
প্রশ্ন ৮। কত সন পর্যন্ত প্লুটোকে নবম গ্রহ হিসেবে গণ্য করা হত ?
উত্তরঃ ২০০৬ সনের আগস্ট মাস পর্যন্ত।
প্রশ্ন ৯। তারকা রাজ্য বলতে কি বােঝ ?
উত্তরঃ বহুসংখ্যক তারা কোনাে একটি অঞ্চলে একত্রিত হয়ে থাকলে তাকে তারকা রাজ্য বলে।
প্রশ্ন ১০। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান আমাদের কি উপকার সাধন করে ?
উত্তরঃ কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান সৌরজগৎ এবং মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য আমাদের দিয়ে থাকে।
প্রশ্ন ১১। ভারতবর্ষ থেকে উৎক্ষেপণ করা কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ।
উত্তরঃ ইনসাট, আই. আর, এস, এডুসেট ইত্যাদি।
প্রশ্ন ১২। গ্রহাণুপুঞ্জ কি ?
উত্তরঃ গ্রহাণুপুঞ্জ কিছু সংখ্যক ছােট ছােট পদার্থের সমষ্টি।
প্রশ্ন ১৩। সর্বপ্রথম কে দূরবীণ দিয়ে চন্দ্রকে পর্যবেক্ষণ করেন ?
উত্তরঃ গ্যালিলিও।
প্রশ্ন ১৪। চন্দ্রে পদার্পণ করা প্রথম জন মানবের নাম কি ?
উত্তরঃ নীল আর্মস্ট্রং।
প্রশ্ন ১৫। কত সনে মানব সর্বপ্রথম চন্দ্রে অবতরণ করে ?
উত্তরঃ ১৯৬৯ সনের ২৯ শে জুলাই।
প্রশ্ন ১৬। কত তারিখে ভারতবর্ষ চন্দ্রায়ন -১ নামের মহাকাশযান চন্দ্রে প্রেরণ করে ?
উত্তরঃ ২০০৮ সনের ২২ শে অক্টোবর।
প্রশ্ন ১৭। বর্তমান সময় পর্যন্ত কতটি ধূমকেতুর বিষয়ে জানা গিয়েছে ?
উত্তরঃ প্রায় ৭৫০টি।
১৮। শূন্যস্থান পূর্ণ কর।
(ক) সূর্যের উপর অংশের উত্তাপ প্রায় __________ ডিগ্রী সেলসিয়াস।
উত্তরঃ ৬০০০।
(খ) সূর্যের বয়স __________ কোটি বৎসরের কাছাকাছি।
উত্তরঃ ৫০০।
(গ) সৌরজগতে গ্রষ্মে সংখ্যা __________ টি।
উত্তরঃ ৯ টি।
(ঘ) পৃথিবীর আনুমানিক বয়স প্রায় __________ বৎসর।
উত্তরঃ ৪৫০০ নিযুত।
(ঙ) সূর্য একটি __________।
উত্তরঃ নক্ষত্র।
(চ) সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম __________ এবং ক্ষুদ্রতম গ্রহের নাম__________।
উত্তরঃ বৃহস্পতি, বুধ।
(ছ) ভারতের শ্রীহরিকোটা থেকে ছাড়া মহাকাশযানটির নাম __________।
উত্তরঃ চন্দ্রায়ন-১।
১৯। শুদ্ধ উত্তরটি লেখ।
(ক) সূর্যের নিকটতম গ্রহটির নাম বৃহস্পতি/ পৃথিবী/ বুধ।
উত্তরঃ বুধ।
(খ) সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহটির নাম বুধ/ শনি/ শুক্র।
উত্তরঃ শনি।
(গ) আকাশে হঠাৎ বেগে চলমান অবস্থাতে থাকা হঠাৎ জ্বলে ওঠা পদার্থের পিণ্ডগুলিই হল ধূমকেতু/ উপগ্রহ/ উল্কা।
উত্তরঃ উল্কা।
(ঘ) বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৩০ টি/ ১৫ টি/ ১৬ টি।
উত্তরঃ ১৬ টি।
(ঙ) শনির উপগ্রহের সংখ্যা ১ টি/ ৩০ টি/ ৮ টি।
উত্তরঃ ৩০ টি।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.