SEBA Class 6 Social Science In Bengali Chapter 18 উন্নত জীবনের প্রয়োজনসমূহ

Join Roy Library Telegram Groups

SEBA Class 6 Social Science In Bengali Chapter 18 উন্নত জীবনের প্রয়োজনসমূহ Provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. Question Answer is made for Assam Seba Board students. SEBA Class 6 Social Science In Bengali Chapter 18 উন্নত জীবনের প্রয়োজনসমূহ We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and buy PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.

SEBA Class 6 Social Science In Bengali Chapter 18 উন্নত জীবনের প্রয়োজনসমূহ

SEBA Class 6 Social Science In Bengali Chapter 18 উন্নত জীবনের প্রয়োজনসমূহ Here we will provide you complete Bengali Medium SEBA Class 6 Social Science Suggestion in Bengali, SEBA Class 6 Social Science Question Answer in Bengali, SEBA Class 6 Social Science Notes in Bengali, SEBA Class 6 Social Science Solution in Bengali, SEBA Class 6 Social Science In Bengali Chapter 18 উন্নত জীবনের প্রয়োজনসমূহ ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সাজেশন, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সমাধান, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বই প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের PDF, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বাংলা প্রশ্নোত্তর Question Answer absolutely free of cost. If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.

উন্নত জীবনের প্রয়োজনসমূহ

অর্থনীতি ও রাজনীতি খণ্ড

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। মানুষের প্রয়োজনগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী? উদাহরণসহ লেখো।

উত্তরঃ মানুষের প্রয়োজনসমূহকে দুটি ভাগে ভাগ করতে পারি। যেমন-

(ক) ব্যক্তিগত প্রয়োজন।ও

(খ) সামাজিক প্রয়োজন।

(ক) ব্যক্তিগত প্রয়োজন- মানুষ নিজের আরাম ও সুবিধার জন্য বিজুলী, রন্ধন গ্যাস, ফ্রিজ, কাপড় ধোয়া মেসিন, ধূলা, বালি ইত্যাদি পরিষ্কার মেসিন, রান্না ঘরের চিমনি ইত্যাদির ন্যায় অনেক বস্তু ব্যবহার করে। এইগুলো হল মানুষের ব্যক্তিগত প্রয়োজন।

(খ) সামাজিক প্রয়োজন- সামাজিক প্রয়োজনগুলি হল- জনস্বাস্থ্য (খাওয়ার জলের ব্যবস্থা, চিকিৎসালয় ইত্যাদি), শিক্ষা (বিদ্যালয়, গ্রন্থাগার ইত্যাদি), ধর্ম-সংস্কৃতি (নামঘর, মন্দির, মসজিদ গীর্জা, সংঘ ইত্যাদি) মানবীয়গুণ (মায়া-মমতা, ভ্রাতৃতত্ববোধ, সহনশীলতা, দায়বদ্ধতা, শৃঙ্খলাবোধ, ন্যায়ালয়, মানবাধিকার আয়োগ ইত্যাদি)।

S.L. No.সূচিপত্র
পাঠভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী )
পাঠ-১সৌরজগতে আমাদের পৃথিবী
পাঠ -২পৃথিবীর আকার ও আকৃতি
পাঠ -৩পৃথিবীর গতি
পাঠ -৪পৃথিবীর প্রধান মণ্ডলসমূহ
পাঠ -৫ভূগোল অধ্যয়নের উপকরণ- মানচিত্র
পাঠ -৬পৃথিবীর প্রধান ভূ-অবয়ব
পাঠ -৭অসম: জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদ, বন্যপ্রাণী ও কৃষি
পাঠ -৮আমাদের ভারতবর্ষ
পাঠ ইতিহাস খণ্ড ( আমাদের অতীত ও ঐতিহ্য )
পাঠ – ৯কী, কোথায়, কখন ও কিভাবে
পাঠ -১০আদি প্রস্তর যুগ
পাঠ -১১আদিম মানুষের জীবিকা ও স্থায়ী বসবাস (নব্য প্রস্তর যুগ)
পাঠ -১২প্রাচীন নাগরিক সভ্যতা
পাঠ -১৩বৈদিক সভ্যতা
পাঠ -১৪মহাজনপদ
পাঠ -১৫নতুন ভাবের অভ্যুদয়
পাঠ -১৬মৌর্য সাম্রাজ্য মহামতি অশােক ও কৌটিল্যের অর্থশাস্ত্র
পাঠ অর্থনীতি ও রাজনীতি খণ্ড
(আমাদের অর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবন)
পাঠ -১৭আমাদের মৌলিক প্রয়ােজনসমূহ
পাঠ -১৮উন্নত জীবনের প্রয়োজনসমূহ
পাঠ -১৯জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব
পাঠ -২০কৃষি, শিল্পোদ্যোগ এবং সেবাখণ্ডে প্রযুক্তির প্রভাব
পাঠ -২১সরকারের ধারণা ও বিভিন্ন ধরনের সরকার
পাঠ -২২গণতন্ত্র এবং এর নীতিসমূহ
পাঠ -২৩কেন্দ্রীয় এবং রাজ্য সরকার
পাঠ -২৪স্থানীয় স্বায়ত্ত শাসনব্যবস্থা

প্রশ্ন ২। মানুষের জীবন ধারণের মান উন্নয়নে ব্যক্তিগত সামগ্ৰীসমূহ কীভাবে সাহায্য করে? শিক্ষকের সঙ্গে আলোচনা করে লেখো।

উত্তরঃ প্রত্যেকের নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রীগুলি হল-

১। বসবাস করবার জন্য বাড়ি ঘর।

২। বিভিন্ন ধরনের বাসনপত্র।

৩। বিভিন্ন ধরনের ফার্নিচার। যেমন- ঘাট, আলমারী, চেয়ার, টেবিল, সোফাসেট ইত্যাদি।

৪। বাড়িতে বা ঘরে জলের ব্যবস্থা, লাইট, ফোনের ব্যবস্থা, টেলিফোন, বাথরুম, পায়খানা, ফুলের বাগান, বাড়ির জল যাওয়ার নালা-নর্দমা ইত্যাদি।

প্রশ্ন ৩। প্রদূষণমুক্ত পরিবেশের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণ করবে ?

উত্তরঃ সুস্থ, সুন্দর ও প্রদূষণমুক্ত পরিবেশের জন্য সমাজে বৃক্ষ রোপণ বা সামাজিক বনানীকরণ, প্রকৃতি সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি যথেষ্ট প্রয়োজনীয়।

প্রশ্ন ৪। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তোমরা কীভাবে উপকৃত হচ্ছ বিস্তারিতভাবে লেখো।

উত্তরঃ শিক্ষানুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা হয়। শিক্ষা সামাজিক প্রয়োজন। সামাজিক প্রয়োজনে শিক্ষার গুরুত্ব অত্যধিক। শিক্ষিত মানুষ সমাজে সম্পদস্বরূপ। শিক্ষানুষ্ঠানে শিক্ষা গ্রহণ করে অর্থাৎ শিক্ষিত হয়ে আমরা দেশ ও দশের সেবা করতে পারি। শিক্ষানুষ্ঠানে শিক্ষিত হয়ে একদিকে যেমন নিজের জীবিকা ও আত্মতুষ্টি লাভ হয় অন্যদিকে সমাজের মানুষকে শিক্ষিত করতেও সহায়তা করা হয়।

প্রশ্ন ৫। শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।

(ক) সুখ, সমৃদ্ধি ও সুস্থ জীবনের জন্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্য কোনো সামগ্রীর প্রয়োজন নেই।

উত্তরঃ অশুদ্ধ।

(খ) আদিম যুগের মানুষ সুতার তৈরি পোশাক পরিধান করত।

উত্তরঃ অশুদ্ধ।

(গ) জীবন ধারণের প্রণালী উন্নত করার জন্য মানুষের প্রয়োজনের সীমা দিন দিন বেড়ে যায়।

উত্তরঃ শুদ্ধ।

(ঘ) গ্রন্থাগার জনস্বাস্থ্য বিভাগের অন্তর্গত বিষয়।

উত্তরঃ অশুদ্ধ।

(ঙ) প্রদূষণমুক্ত পরিবেশের জন্য বৃক্ষরোপণের প্রয়োজন।

উত্তরঃ শুদ্ধ।

(চ) সামাজিক প্রয়োজন হিসাবে মানবীয় গুণগুলোর কোনো আবশ্যকতা নেই।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ৬। প্রকল্প-

তোমাদের নিজ নিজ অঞ্চলে সামাজিকভাবে প্রয়োজনীয় কী কী সামগ্রী বা ব্যবস্থা আছে? শিক্ষকের সাহায্যে পর্যবেক্ষণ করে একটি তালিকা প্রস্তুত করো। সেগুলো কীভাবে তোমাদের জীবনে সহায়তা করছে লেখো।

উত্তরঃ মানুষ সামাজিক জীব। ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও মানুষের নানাপ্রকার সামাজিক প্রয়োজন আছে। সামাজিক প্রয়োজনে নানাপ্রকার সামাজিক প্রতিষ্ঠানও থাকে। আমাদের অঞ্চলে সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্র, বিদ্যালয়, ক্লাব বা সংঘ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্র মানুষকে স্বাস্থ্য বিষয়ে নিরাপত্তা প্রদান করে। শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে শিক্ষিত করে তুলছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান মানুষের আমোদ-প্রমোদ ও অবসর বিনোদনের ব্যবস্থা করছে। ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের মনে আধ্যাত্মিক চেতনা দিতেছে। এ ছাড়া কিছু বে-সরকারী প্রতিষ্ঠান সমাজের সার্বিক কল্যাণের জন্য নানাপ্রকার কার্য সম্পাদন করছে।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। জীবনের গুণগত রক্ষার জন্য যে-সব বস্তুর প্রয়োজন সেইগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ?

উত্তরঃ দুই ভাগে ভাগ করা যায়, যথা-

(ক) ব্যক্তিগত প্রয়োজন।ও

(খ) সামাজিক প্রয়োজন।

প্রশ্ন ২। মানুষের মৌলিক প্রয়োজনগুলো কী কী ?

উত্তরঃ খাদ্য, বস্ত্র ও বাসস্থান।

প্রশ্ন ৩। মানুষের অনুভূত প্রয়োজনগুলো কী কী ?

উত্তরঃ অবসর বিনোদন, আরামদায়ক বিলাসসামগ্রী প্রভৃতি।

প্রশ্ন ৪। মানুষের ব্যক্তিগত প্রয়োজনসমূহ উল্লেখ করো।

উত্তরঃ মানুষের ব্যক্তিগত প্রয়োজনসমূহ হল- খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিনোদন, আরামদায়ক বিলাস-সামগ্রী প্রভৃতি।

প্রশ্ন ৫। মানুষের সামাজিক প্রয়োজনসমূহ উল্লেখ করো।

উত্তরঃ মানুষের সামাজিক প্রয়োজনসমূহ হল- জনস্বাস্থ্য, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সহনশীলতা প্রভৃতি।

প্রশ্ন ৬। মানুষের প্রয়োজনসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ দুইভাগে।

প্রশ্ন ৭। যেকোনো একপ্রকার ব্যক্তিগত প্রয়োজনের উল্লেখ করো।

উত্তরঃ আহার।

প্রশ্ন ৮। মানুষের যেকোন একপ্রকার সামাজিক প্রয়োজনের উল্লেখ করো।

উত্তরঃ জনস্বাস্থ্য।

প্রশ্ন ৯। মানুষের যেকোনো একপ্রকার মৌলিক প্রয়োজন উল্লেখ করো।

উত্তরঃ খাদ্য বা আহার।

প্রশ্ন ১০। মানুষের যেকোন একপ্রকার অনুভূত প্রয়োজনের উল্লেখ করো।

উত্তরঃ অবসর-বিনোদন।

প্রশ্ন ১১। শিক্ষা কী ধরনের প্রয়োজন ?

উত্তরঃ সামাজিক প্রয়োজন।

প্রশ্ন ১২। বিনোদন কী ধরনের প্রয়োজন ?

উত্তরঃ অনুভূত প্রয়োজন।

প্রশ্ন ১৩। মানবীয় গুণাবলী কী প্রকার প্রয়োজন ?

উত্তরঃ সামাজিক প্রয়োজন।

প্রশ্ন ১৪। প্রদূষণমুক্ত পরিবেশ রক্ষার একটি উপায় লেখো।

উত্তরঃ বৃক্ষরোপণ।

প্রশ্ন ১৫। আদি মানব কি পরিধান করতো।

উত্তরঃ গাছের ছাল।

প্রশ্ন ১৬। ব্যক্তিগত প্রয়োজন বলতে কি বোঝ ?

উত্তরঃ মানুষ ব্যক্তিগতভাবে জীবন অতিবাহিত করতে যেগুলি সামগ্রীর প্রয়োজন অনুভব করে সেইগুলিই হ’ল ব্যক্তিগত প্রয়োজন। যেমন- রান্নার গ্যাস, ফ্রিজ, কাপড় ধোওয়া মেসিন ইত্যাদি।

প্রশ্ন ১৭। সামাজিক প্রয়োজন বলতে কি বোঝ ?

উত্তরঃ সমাজে সুস্থ, সবল ও শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে মানুষের যেগুলি ব্যবস্থা বা সামগ্রীর প্রয়োজন হয়, সেইগুলিই হল সামাজিক প্রয়োজন। যেমন- বিদ্যালয়, চিকিৎসালয়, সামাজিক নিরাপত্তা ইত্যাদি।

প্রশ্ন ১৮। টেলিভিশন কে আবিষ্কার করেন ?

উত্তরঃ জন বেয়ার্ড।

প্রশ্ন ১৯। ভারতে কোন সনে টেলিভিশনের প্রচলন হয় ?

উত্তরঃ ১৯৫১ সনের ১৫ই সেপ্টেম্বর ভারতে টেলিভিশন অর্থাৎ দূরদর্শন-যুগে পদার্পণ করে।

প্রশ্ন ২০। মানুষের ব্যক্তিগত প্রয়োজনসমূহ ভিন্ন ভিন্ন হয় কেন ?

উত্তরঃ জীবিকা ও উপার্জন ভেদে মানুষের ব্যক্তিগত প্রয়োজনসমূহ ভিন্ন ভিন্ন বা পৃথক হয়। যেমন- একজন কৃষক ও একজন চিকিৎসকের নিজের নিজের প্রয়োজনসমূহ পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন।

প্রশ্ন ২১। শূন্যস্থান পূর্ণ কর।

(ক) আদিম যুগের মানুষ __________ মাংস কাঁচাই খেয়েছিল।

উত্তরঃ জীব-জন্তুর।

(খ) বর্তমানে মানুষ বিভিন্ন __________ দ্বারা তৈরি সাজ-পোশাক পরিধান করে।

উত্তরঃ সুতার।

(গ) আমাদের গ্রামের পরিবেশটি সুস্থ ও __________।

উত্তরঃ শান্তিপূর্ণ।

(ঘ) একজন কৃষক ও একজন __________ নিজের নিজের প্রয়োজনসমূহ ভিন্ন ভিন্ন।

উত্তরঃ চিকিৎসকের।

(ঙ) সুস্থ, সুন্দর ও প্রদূষণমুক্ত পরিবেশের জন্য সমাজে __________ যথেষ্ট প্রয়োজনীয়তা আছে।

উত্তরঃ বৃক্ষরোপণের।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top