SEBA Class 6 Social Science In Bengali Chapter 19 জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব Provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. Question Answer is made for Assam Seba Board students. SEBA Class 6 Social Science In Bengali Chapter 19 জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and buy PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.
SEBA Class 6 Social Science In Bengali Chapter 19 জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব
SEBA Class 6 Social Science In Bengali Chapter 19 জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব Here we will provide you complete Bengali Medium SEBA Class 6 Social Science Suggestion in Bengali, SEBA Class 6 Social Science Question Answer in Bengali, SEBA Class 6 Social Science Notes in Bengali, SEBA Class 6 Social Science Solution in Bengali, SEBA Class 6 Social Science In Bengali Chapter 19 জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সাজেশন, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সমাধান, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বই প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের PDF, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বাংলা প্রশ্নোত্তর Question Answer absolutely free of cost. If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.
জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব
অর্থনীতি ও রাজনীতি খণ্ড
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। প্রযুক্তি কাকে বলে ? তোমার জানা কয়েকটি প্রযুক্তি নির্ভর সামগ্রীর নাম লেখো।
উত্তরঃ কোন কার্য পরিচালনা ও সম্পাদনা করার জন্য বৈজ্ঞানিক চিন্তা-চর্চা, যন্ত্রপাতি ও কৌশল ইত্যাদি করাকে প্রযুক্তি বলে।
কয়েক প্রকারের প্রযুক্তি সম্বলিত বস্তুর নাম হ’ল- টেলিফোন, টেলিগ্রাফ, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, টেক্টর, পাওয়ার টিলার, পাওয়ার পাইপ, শস্য কাটার যন্ত্র, শস্য ঝাড়াইয়ের যন্ত্র, মোটর গাড়ি, রেলগাড়ি, এরোপ্লেন, বিদ্যুৎ কলকারখানা ইত্যাদি। প্রযুক্তিবিদ্যার সাহায্যে শিল্প স্থাপন করা হয়, শিল্পের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নতি হয়।
প্রশ্ন ২। আমাদের জীবন-যাপনের মান উন্নয়নে প্রযুক্তি কীভাবে সাহায্য করছে লেখো।
উত্তরঃ প্রকৃতি মানুষকে নানাবিধ প্রাকৃতিক সম্পদের জোগান দেয়। মানুষের প্রযুক্তিগত জ্ঞান প্রাকৃতিক সম্পদকে নানাভাবে ব্যবহারযোগ্য করে তোলে। প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মানুষ বিভিন্নপ্রকার যানবাহন, রেডিও, টেলিভিশন, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি তৈরি করছে। ফলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানুষ জমি চাষের জন্য ট্রাক্টর, পাওয়ারটিলার ইত্যাদি ব্যবহার করছে। উৎপাদন বৃদ্ধির জন্য কীটনাশক দ্রব্য, রাসায়নিক সার এবং জলসেচের ব্যবস্থা করছে। উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা পৃথিবীকে ক্ষুদ্র করেছে। মানুষের আয় বৃদ্ধি হয়েছে। জীবনযাত্রার মানদণ্ড উন্নত হয়েছে।
S.L. No. | সূচিপত্র |
পাঠ | ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী ) |
পাঠ-১ | সৌরজগতে আমাদের পৃথিবী |
পাঠ -২ | পৃথিবীর আকার ও আকৃতি |
পাঠ -৩ | পৃথিবীর গতি |
পাঠ -৪ | পৃথিবীর প্রধান মণ্ডলসমূহ |
পাঠ -৫ | ভূগোল অধ্যয়নের উপকরণ- মানচিত্র |
পাঠ -৬ | পৃথিবীর প্রধান ভূ-অবয়ব |
পাঠ -৭ | অসম: জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদ, বন্যপ্রাণী ও কৃষি |
পাঠ -৮ | আমাদের ভারতবর্ষ |
পাঠ | ইতিহাস খণ্ড ( আমাদের অতীত ও ঐতিহ্য ) |
পাঠ – ৯ | কী, কোথায়, কখন ও কিভাবে |
পাঠ -১০ | আদি প্রস্তর যুগ |
পাঠ -১১ | আদিম মানুষের জীবিকা ও স্থায়ী বসবাস (নব্য প্রস্তর যুগ) |
পাঠ -১২ | প্রাচীন নাগরিক সভ্যতা |
পাঠ -১৩ | বৈদিক সভ্যতা |
পাঠ -১৪ | মহাজনপদ |
পাঠ -১৫ | নতুন ভাবের অভ্যুদয় |
পাঠ -১৬ | মৌর্য সাম্রাজ্য মহামতি অশােক ও কৌটিল্যের অর্থশাস্ত্র |
পাঠ | অর্থনীতি ও রাজনীতি খণ্ড (আমাদের অর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবন) |
পাঠ -১৭ | আমাদের মৌলিক প্রয়ােজনসমূহ |
পাঠ -১৮ | উন্নত জীবনের প্রয়োজনসমূহ |
পাঠ -১৯ | জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২০ | কৃষি, শিল্পোদ্যোগ এবং সেবাখণ্ডে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২১ | সরকারের ধারণা ও বিভিন্ন ধরনের সরকার |
পাঠ -২২ | গণতন্ত্র এবং এর নীতিসমূহ |
পাঠ -২৩ | কেন্দ্রীয় এবং রাজ্য সরকার |
পাঠ -২৪ | স্থানীয় স্বায়ত্ত শাসনব্যবস্থা |
প্রশ্ন ৩। প্রযুক্তি না থাকলে আমাদের জীবনযাত্রা কীরকম হত বর্ণনা করো।
উত্তরঃ প্রযুক্তির অভাবে আমাদের জীবনধারণ প্রণালী আধুনিক জীবনধারণ প্রণালী মত উন্নত ও সুবিধাজনক হত না। মানুষের অভাব অর্থাৎ চাহিদা সৃষ্টি করা প্রত্যেক মানুষেরই স্বাভাবিক ধর্ম। কিন্তু অভাব পূরণের উপায় সীমিত। প্রযুক্তির সাহায্যে বিভিন্ন প্রকার সাজ-সরঞ্জাম তৈরি করে মানুষের ক্রমবদ্ধমান চাহিদা পূরণ করা হয়। প্রযুক্তির সাহায্যে সম্পদকে নানাভাবে ব্যবহারযোগ্য করে তোলা হয়। প্রযুক্তির অভাবে আধুনিক উন্নত জীবন যাপন সম্ভব নয়। প্রযুক্তির অবর্তমানে মানুষ মধ্যযুগীয় অনুন্নত পর্যবসিত হত।
প্রশ্ন ৪। “নদীর জল প্রকৃতির দান” এইরকম আর কী কী প্রকৃতির দান আছে ? সেগুলো আমরা কী কাজে ব্যবহার করি? ব্যাখ্যা করো।
উত্তরঃ সূর্যরশ্মি প্রকৃতির দান। সূর্যরশ্মি থেকে আমরা সৌরশক্তি আহরণ করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। নানাপ্রকার বনজ সম্পদও প্রকৃতির দান। বনজ সম্পদের ব্যবহার সীমাহীন। বনজ সম্পদকে আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করে থাকি। বায়ু বা বাতাস প্রকৃতির দান। বায়ুশক্তিকেও নানা কাজে ব্যবহার করা যায়। নানাপ্রকার খনিজ সম্পদ প্রকৃতির দান। খনিজ সম্পদকে নানা কাজে নানাভাবে ব্যবহার করা হয়।
প্রশ্ন ৫। শূন্যস্থান পূর্ণ করো-
(ক) মানুষের __________ কোনো __________ নেই।
উত্তরঃ অভাবের/সীমা।
(খ) জীবন ধারণের মান __________ করার প্রচেষ্টা প্রত্যেক মানুষের স্বাভাবিক __________।
উত্তরঃ উন্নত/ধর্ম।
(গ) মানব সভ্যতা হল __________ এবং __________ সমন্বয়ের ফল।
উত্তরঃ প্রকৃতি/প্রযুক্তির।
(ঘ) প্রযুক্তি আমাদের জীবন আগের তুলনায় অধিক __________ এবং __________ করে তুলেছে।
উত্তরঃ উন্নত/আরামদায়ক।
(ঙ) গোবর থেকে __________ এবং সূর্যের রশ্মি থেকে __________ প্রস্তুত করা হয়।
উত্তরঃ গোবর গ্যাস/সৌরশক্তি।
প্রশ্ন ৬। অশুদ্ধ শব্দ কেটে বাক্যটি শুদ্ধ করে লেখো-
(ক) চাহিদা পূরণের উপায় বা উপকরণ সীমিত/সীমাহীন।
উত্তরঃ চাহিদা পূরণের উপায় বা পদ্ধতি সীমিত।
(খ) দূর-দূরান্তে যাতায়াত ও যোগাযোগ করতে আজকাল বেশি সময় লাগে/লাগে না।
উত্তরঃ দূর-দূরান্তে যাতায়াত ও যোগাযোগে আজকাল বেশি সময় লাগে না।
(গ) প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে দিবারাত্রি সুবিধা/অসুবিধা করছে।
উত্তরঃ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে দিবারাত্রি সুবিধা করে থাকে।
(ঘ) প্রযুক্তির সাহায্য না-নিয়ে নিয়ে মানুষ সূর্যরশ্মি থেকে সৌরশক্তি আহরণে সক্ষম হয়েছে।
উত্তরঃ প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষ সূর্যরশ্মি থেকে সৌরশক্তি আহরণ করতে সক্ষম হয়েছে।
(ঙ) পৃথিবী এখন আমাদের কাছে ছোট এবং পরিচিত/ অপরিচিত।
উত্তরঃ পৃথিবী এখন আমাদের কাছে ছোট এবং পরিচিত।
প্রশ্ন ৭। প্রকল্প।
নীচে উল্লেখ করা সামগ্রীগুলোর ছবি সংগ্রহ করে প্রতিটির তুলনামূলক মন্তব্য লেখো-
(ক) সাইকেল/ মোটর সাইকেল।
(খ) টেলিফোন/ মোবাইল ফোন।
(গ) টেলিভিশন/ কম্পিউটার।
(ঘ) কাঠের উনুন/ গ্যাসের উনুন।
উত্তরঃ শিক্ষার্থীগণ উপরোক্তগুলোর ছবি নিজেরা সংগ্রহ করবে।
(ক) সাইকেল/ মোটর সাইকেল- সাইকেল হল পদচালিত। কিন্তু মোটর সাইকেল যন্ত্রচালিত। সাইকেল আরোহী দেহের শক্তি দিয়ে সাইকেল চালায়। কিন্তু মোটর সাইকেল আরোহীর ইহা চালানোর জন্য দৈহিক শক্তির প্রয়োজন হয় না। ইহা যন্ত্রের দ্বারাই চালিত হয়। সাইকেলে কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করা যায় না কিন্তু মোটর সাইকেল অল্প সময়ে অধিক দূরত্ব অতিক্রম করা যায়। সাইকেল অপেক্ষা মোটর সাইকেল অধিক ব্যয় সাপেক্ষ।
(খ) টেলিফোন/ মোবাইল ফোন- টেলিফোন স্থলকেন্দ্রের মধ্যে তার দ্বারা সংযুক্ত থাকে। কিন্তু মোবাইল ফোনের তার দ্বারা সংযুক্ত থাকে না। টেলিফোন গৃহাবদ্ধ হয়ে থাকে। ইহা বহনযোগ্য নহে। কিন্তু মোবাইল ফোন বহনযোগ্য। ইহা পকেটে অথবা ব্যাগে বহন করা যায়। টেলিফোন কম সুবিধাজনক। কিন্তু মোবাইল ফোন অপেক্ষাকৃত অধিক সুবিধাজনক।
(গ) টেলিভিশন/ কম্পিউটার- টেলিভিশন ও কম্পিউটারের মধ্যে বিস্তর তফাৎ পরিলক্ষিত হয়। টেলিভিশন অর্থাৎ দূরদর্শনে বহু দূরে দৃশ্যাবলী নির্দিষ্টকেন্দ্র থেকে প্রচারিত হয়। কিন্তু কম্পিউটারে সাধারণ দূরের কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হয় না। অদৃশ্য ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের নানাপ্রকার তথ্যাদি শোনাতে পারা যায়। টেলিভিশনে টাইপিং বা প্রিন্টিং হয় না। অন্যদিকে কম্পিউটারে টাইপিং, প্রিন্টিং, স্কেনিং প্রভৃতি করা যায়।
(ঘ) কাঠের উনুন/ গ্যাসের উনুন- কাঠের উনুন ও গ্যাসের উনুন মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। কাঠ জ্বালিয়ে রান্না করা হয়। কিন্তু গ্যাসের উনুনে গ্যাস জ্বালানো হয়। কাঠের উনুন সাধারণত মৃত্তিকা নির্মিত। কিন্তু গ্যাসের উনুন বিশেষ উপাদানে বিশেষ ভাবে নির্মিত। কাঠের উনুন অপেক্ষা গ্যাসের উনুনে কম সময়ে রন্ধন করা যায়। কাঠের উনুন অপেক্ষ গ্যাসের উনুন অধিক সুবিধাজনক। গ্যাসের উনুন কাঠের উনুন অপেক্ষ পরিবেশ বান্ধব।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। তর্ক প্রতিযোগিতার আয়োজন করো।
বিষয়- মদনের মতে ‘দূরদর্শন ছাত্রছাত্রীর অধ্যয়নে ব্যাঘাত জন্মাছে।’
উত্তরঃ শিক্ষকের সাহায্য নিয়ে শ্রেণিকক্ষে আয়োজন করো।
প্রশ্ন ২। নিম্নলিখিত বিষয়গুলোর উপর আকস্মিক বক্তৃতার আয়োজন করো।
কম্পিউটার, চিকিৎসা এবং টেলিভিশন।
উত্তরঃ কম্পিউটার- কম্পিউটার আধুনিকযুগের একটি চমকপ্রদ আবিষ্কার। আধুনিক সভ্যতার অগ্রগতিতে ইহা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, মুদ্রণ ও প্রকাশন প্রভৃতি নানাকাজে কম্পিউটারের ব্যবহার লক্ষণীয়। চিকিৎসা ক্ষেত্রেও কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটারে নানাপ্রকার তথ্য সঞ্চয় করে রাখা যায়। ইন্টারনেটের মাধ্যমে দূর-দূরান্তের তথ্যাদি অতি সহজেই সংগ্রহ করা যায়। অফিসের নানাকাজেও কম্পিউটার নানাভাবে ব্যবহৃত হয়।
চিকিৎসা- চিকিৎসা একটি অন্যতম প্রধান সেবাকার্য। ডাক্তার, নার্স চিকিৎসাকার্যে নিযুক্ত থাকেন। প্রাচীনকালে মানুষ কবিরাজী চিকিৎসার উপর নির্ভরশীল ছিল। বর্তমানে এলোপ্যাথি চিকিৎসা অধিক জনপ্রিয়। প্রযুক্তিবিদ্যার ফলে চিকিৎসাবিজ্ঞান বিপুল সফলতা লাভ, করেছে। শল্যচিকিৎসার উন্নতির ফলে অনেক দুরারোগ্য রোগের হাত থেকে মানুষ মুক্ত হতে পেরেছে। রুগ্ন অঙ্গপ্রত্যঙ্গ বদল করে সুস্থ অঙ্গপ্রত্যঙ্গ সংস্থাপনের ফলে সুস্থ জীবন ধারণের উপায় হয়েছে।
টেলিভিশন- টেলিভিশন মানব সভ্যতার একটি উল্লেখযোগ্য আবিষ্কার। বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী জে. এল. বেয়ার্ড ১৯৩৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন। ভারতে ১৯৫৯ সালে প্রথম টেলিভিশনের ব্যবহার আরম্ভ হয়। টেলিভিশনে নানাপ্রকার অনুষ্ঠান দেখা ও শোনা যায়। ইহা শিক্ষার একটি বিশেষ মাধ্যম। টেলিভিশনের মাধ্যমে দেশবিদেশের সংবাদ, খেলাধূলা প্রভৃতি দেখা যায়। কৃষি, শিল্প, যোগাযোগ প্রভৃতির উন্নতি-সাধনে টেলিভিশন বিশেষ ভূমিকা পালন করে।
প্রশ্ন ৩। টেলিভিশন (টি.ভি.) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জন বেয়ার্ড।
প্রশ্ন ২। রেডিও কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মার্কনি।
প্রশ্ন ৩। টেলিফোন কে আবিষ্কার করেন ?
উত্তরঃ গ্রাহাম বেল।
প্রশ্ন ৪। টেলিগ্রাম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মস।
প্রশ্ন ৫। কোন ব্যবস্থায় মাইক্রোওয়েভের সাহায্য লওয়া হয় ?
উত্তরঃ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভের সাহায্য লওয়া হয়।
প্রশ্ন ৬। আধুনিক যোগাযোগের দুটি উপায় উল্লেখ কর।
উত্তরঃ ১। টেলিগ্রাফ।ও
২। টেলিফোন।
প্রশ্ন ৭। ঠাণ্ডাজল গরম করতে কি যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তরঃ গীজার হ’ল জল গরম করার যন্ত্র।
প্রশ্ন ৮। নদীর জলের দুটি ব্যবহার লেখ।
উত্তরঃ ১। নদীর জল হতে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
২। নদীর জল দ্বারা জমিতে জলসিঞ্চনের ব্যবস্থা করা হয়।
প্রশ্ন ৯। সূর্যরশ্মি থেকে কি আহরণ করা হয় ?
উত্তরঃ সৌরশক্তি।
প্রশ্ন ১০। গোবর থেকে কি প্রস্তুত করা হয় ?
উত্তরঃ গোবর গ্যাস।
প্রশ্ন ১১। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রভাবে কি কি সামাজিক পরিবর্তন ঘটেছে ?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রভাবে সামাজিক পরিবর্তনগুলি হল- কৃষি, শিল্প, পরিবহণ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি।
প্রশ্ন ১২। বর্তমানে মানুষ প্রচণ্ড তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবহার করে ?
উত্তরঃ বর্তমানে মানুষ প্রচণ্ড তাপের থেকে রক্ষা পাওয়ার জন্য বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে এয়ারকুলার (বাতাস শীতলকরণ যন্ত্র) এয়ারকণ্ডিশনার (বাতানুকুল যন্ত্র) ইত্যাদি ব্যবহার করে।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.