SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share Assam SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা Notes in Bengali PDF Download. SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা Solutions in Bengali. Which you Can Download PDF Notes Class 8 Science Textbook Question Answer in Bengali for using direct Download Link Given Below in This Post.

Table of Contents

SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা

Today’s We have Shared in This Post SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা Suggestions in Bengali. SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা Notes PDF Download. I Hope, you Liked The information About The SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা If you liked SEBA Class 8 Science Chapter 6 দহন ও শিখা Then Please Do Share this Post With your Friends as Well.

দহন ও শিখা

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। কী কী পরিস্থিতিতে দহন হয় তার একটি তালিকা প্রস্তুত করো।

উত্তরঃ নিম্নলিখিত পরিস্থিতিতে পদার্থের দহন ঘটে —

(a) দাহ্য পদার্থের প্রয়োজন।

(b) অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে।

(c) দহন সংঘটিত হবার মত উত্তাপের প্রয়োজন।

প্রশ্ন ২। শূন্যস্থান পূর্ণ করো :-

(ক) কয়লা এবং কাঠের জ্বলনে বায়ুতে___ উৎপন্ন হয়।

উত্তরঃ প্রদূষণ ।

(খ) বাড়িতে ব্যবহৃত একটি তরল ইন্ধন হলো ___। 

উত্তরঃ এল. পি. জি (LPG) ।

(গ) জ্বলন আরম্ভ হওয়ার পূর্বে ইন্ধনকে এর_____ উত্তপ্ত করতে হয় ।

উত্তরঃ প্রজ্বলন উষ্ণতায় ।

(ঘ) তেলে আগুন লাগলে_____ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।

উত্তরঃ জল।

প্রশ্ন ৩। যানবাহনে সংকুচিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করলে কীভাবে আমাদের শহরের প্রদূষণ কমবে ব্যাখ্যা করো।

উত্তরঃ CNG একটি সস্তা, সহজে পাওয়া যায় এবং অতি দহনীয়। এর কলরি মূল্য অধিক। এর দহনে ধোয়া বা কোন অবশেষ থাকে না ফলে গাড়ি ঝাড়া চলাচলেও কোন প্রদূষণের সৃষ্টি করে না। এটি সবচেয়ে পরিষ্কার ইন্ধন ফলে এর দহনে কোন প্রকার বিষাক্ত গ্যাসের উদ্ভব হয় না। ফলে বায়ুমণ্ডল প্রদূষিত হয় না।

প্রশ্ন ৪। ইন্ধন হিসেবে কাঠ এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের তুলনা করো ।

উত্তরঃ 

তরলীকৃত পেট্রোলিয়ামকাঠ
(১) দহনের পর কোন অবশিষ্ট থাকে না।(১) দহনের পর প্রচুর ছাই থাকে ।
(২) অতি সহজে পরিবহন করা যায় ।(২) সহজে পরিবহণ করা যায় না ।
(৩) অতি সহজেই দহন হয় ।(৩) দহনের জন্য কষ্ট করতে হয় ‌।
(৪)‌ প্রজ্জ্বলন উষ্ণতা কম ।(৪) প্রজ্জ্বলন উষ্ণতা অধিক ।
(৫) দহনে কোন ধোঁয়ার সৃষ্টি হয় না ।(৫) প্রচুর ধোঁয়ার সৃষ্টি করে ।

প্রশ্ন ৫। কারণ দর্শাও –

(ক) বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আগুন ধরলে জল দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।

উত্তরঃ জল তাপ ও বিদ্যুতের সুপরিবাহী তাই বৈদ্যুতিক যন্ত্রে আগুন লাগানো তা জল দ্বারা নিভাতে গেলে ক্ষতি হ‌ওয়ার সম্ভাবনা বেশি । সেই জন্যই বৈদ্যুতিক যন্ত্রে আগুন লাগানো জল ব্যবহার করা হয় না ।

(খ) কাঠ অপেক্ষা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ( LPG) বাড়িতে ব্যবহৃত উওম ইন্ধন ।

উত্তরঃ ঘরে জ্বালানি হিসাবে কাঠের থেকে বেশি অগ্ৰাধিকার দেই কারণ কাঠ জালালে ধোঁয়া হয় । প্রচুর অবশিষ্টাংশ থাকে কিন্তু LPG – তে ধোঁয়া হয় না । কোন রকমের অবশিষ্টাংশ থাকে না আর কোন বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় না ফেলে বায়ু প্রদূষণ হয় না ।

(গ) কাগজ সহজে জ্বলে কিন্তু এলুমিনিয়াম পাইপের উপর মোড়া কাগজ আগুনের কাছে ধরলে সহজে জ্বলে না ।

উত্তরঃ কাগজে সহজেই আগুন লাগে কারণ কাগজের জ্বলন উষ্ণতা কম কিন্তু এলুমিনিয়ামে মোড়ালে তার জ্বলন উষ্ণতা কমে যায় সেই জন্য সহজে আগুন লাগে না ।

প্রশ্ন ৬। একটি মোমবাতির শিখার চিএ আঁকো।

উত্তরঃ

প্রশ্ন ৭। ইন্ধনের ক্যালরি মানের এককটির নাম লিখো ।

উত্তরঃ ইন্ধনের ক্যালরি মান প্রকাশ করার এককটি হল কিলো জুল প্রতি কে. জি.(kj/kg)

প্রশ্ন ৮। কার্বন ডাই – অক্সাইড কীভাবে অগ্নিনির্বাপক হিসেবে কাজ করে ব্যাখ্য করো?

উত্তরঃ CO₂ অক্সিজেন থেকে ভারি তাই এটি আগুনের উপর একটি চাদরের মত আবরণের সৃষ্টি করে আগুনকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে । ফলে আগুন অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না । ফলে এ নিভে যায় ।

প্রশ্ন ৯। শুকনো পাতা সহজে জ্বলে কিন্তু সবুজ (কাঁচা) পাতার স্তূপ সহজে জ্বলে না, ব্যাখ্যা করো ।

উত্তরঃ কাঁচা পাতার জ্বলন উষ্ণতা বেশি কিন্তু শুকনো পাতার জ্বলন উষ্ণতা কম হ‌ওয়ার জন্য স‌হজেই আগুন লাগানো যায়। আবার কাঁচা পাতায় জলের পরিমাণ বেশি থাকে কিন্তু শুকনো পাতায় – জলের পরিমাণ থাকে না তাই শুকনো পাতা কাঁচা পাতা থেকে সহজে জ্বলানো যায় ‌।

প্রশ্ন ১০। স্বর্ণকার সোনা এবং রূপা গলানোর সময় শিখার কোন ভাগটি ব্যবহার করে এবং কেন করে?

উত্তরঃ বণকার সোনা বা রূপা গলাবার জন্য অগ্নিশিখার বহিঃ মণ্ডল ব্যবহার করে ‌। কারণ বহিঃ মণ্ডলের উষ্ণতা সবচেয়ে বেশী ( প্রায় (800⁰c) এবং এটি দীপ্তিহীন মণ্ডল।

প্রশ্ন ১১। একটি পরীক্ষায় ৪.৫ কে. জি. ইন্ধন সম্পূর্ণরূপে জ্বলায় ১৮০,০০০ KJ তাপ উৎপন্ন হয় । ইন্ধনটির ক্যালরিমান নির্ণয় করো ।

উত্তরঃ ইন্ধনের ক্যালোরিমান =

                                           = 180,000/4.5  Kj/ kg

                                           = 40,000 kj/kg

প্রশ্ন ১২। মরিচা ধরা কি দহন? আলোচনা কর।

উত্তরঃ মরিচা ধরা প্রক্রিয়াকে মৃদু দহন বলে । এখানে লোহার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়। জলীয় বাষ্পের অনুপস্থিতিতে মরিচা ধরা সংঘটিত হয় না ।

প্রশ্ন ১৩। একটি পরীক্ষায় আবিদা ও রমেশকে বাকীরের সাহায্যে জল গরম করতে দেওয়া হল। আবিদা বীকারটিকে জ্বলন্ত মোমবাতির সলতের শিখার হলুদ অংশের কাছে রাখল। রমেশ বীকারটিকে শিখার একেবারে বাইরের অংশে রাখল । জল গরম হতে কার কম সময় লাগবে ।

উত্তরঃ রমেশের জলটি তাড়াতাড়ি গরম হবে কারণ জলন্ত শিখার বাইরের অংশের উষ্ণতাই সবচেয়ে বেশি হয় ।

S.L. No.সূচীপত্র
অধ্যায় -1শস্য উৎপাদন  ও পরিচর্যা
অধ্যায় -2অনুজীব সমূহঃ শত্ৰু ও মিএ
অধ্যায় -3কৃত্রিম তন্তু ও প্লাষ্টিক
অধ্যায় -4পদার্থ: ধাতু ও অধাতু
অধ্যায় -5কয়লা ও পেট্রোলিয়াম
অধ্যায় -6দহন ও শিখা
অধ্যায় -7উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ
অধ্যায় -8কোষ – গঠন ও কার্য
অধ্যায় -9প্রাণীর প্রজনন
অধ্যায় -10বয়ঃসন্ধির দোরগোড়ায়
অধ্যায় -11বল ও চাপ
অধ্যায় -12ঘর্ষণ
অধ্যায় -13শব্দ
অধ্যায় -14বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল
অধ্যায় -15কিছু প্রাকৃতিক পরিঘটনা
অধ্যায় -16আলোক
অধ্যায় -17তারকা ও সৌরজগত
অধ্যায় -18বায়ু ও জল প্রদূষণ

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। সঠিক উত্তরে (✓) চিহ্ন দাও ।

(ক) যে পদার্থগুলি বায়ুর উপস্থিতিতে জ্বলে সেগুলোকে ( দাহ্য/ অদাহ্য) পদার্থ বলে।

উত্তরঃ দাহ্য ।

(খ) দহনের জন্য ( অক্সিজেন/ কার্বন – ডাই – অক্সাইড ) প্রয়োজন।

উত্তরঃ অক্সিজেন।

(গ) দাহ্য পদার্থের জ্বলন উষ্ণতা ( বেশি/ কম )।

উত্তরঃ কম।

(ঘ) ইন্ধনের অসম্পূর্ণ জ্বলনে ( অক্সিজেন/ কার্বন মনোক্সাইড) গ্যাস উৎপন্ন হয়।

উত্তরঃ কার্বন মনোক্সাইড।

প্রশ্ন ২। দহন ও মরিচা ধরা কি এক‌ই রকম বিক্রিয়া?

উত্তরঃ দহন ও মরিচা ধরা এক‌ই রকম বিক্রিয়া নয়, কারণ দহনের সময় দাহ্য পদার্থের সঙ্গে বায়ু O₂ যুও হয়ে নতুন পদার্থ অক্সাইড তৈরি হয়। আবার মরিচা ধরার সময় বায়ু এবং জলীয় বাষ্পের সঙ্গে লোহার বিক্রিয়াতে জলযুক্ত অক্সাইড উৎপন্ন হয়।

প্রশ্ন ৩। অক্সিজেন ছাড়া দহন ক্রিয়ার একটি উদাহরণ দাও ।

উত্তরঃ ক্লোরিন গ্যাস দ্বারা গ্যাসজারকে পূর্ণ করে তার ভিতর উত্তপ্ত অ্যান্টিমণি ধাতুর গুঁড়ো ধীরে ধীরে ফেললে দেখা যাবে ধাতুর গুঁড়োগুলি উজ্জ্বল স্ফুলিঙ্গের সৃষ্টি করে জারের মধ্যে জ্বলতে শুরু করেছে। এ পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে, অক্সিজেন ছাড়াও কোলরিন গ্যাসে দহন ক্রিয়া  ঘটে।

2Sb + 3C1₂ = 2SbC1₃ ( অ্যান্টিমণি ট্রাইক্লোরাইড ) 

প্রশ্ন ৪। জল কেন পেট্রোলের বা তৈল জাতীয় পদার্থের  আগুন লাগলে ব্যবহার করা হয় না ।

উত্তরঃ জল তেল এবং তৈল জাতীয় পদার্থের থেকে ভারি । তেল জলের উপর ভাসতে থাকে এবং আগুন নেভে না তাই পেট্রোল বা তৈলজাতীয় আগুনে জল ব্যবহার করা হয় না ।

প্রশ্ন ৫। দহন কি?

উত্তরঃ যে রাসায়নিক প্রক্রিয়ায় একটি দ্রব্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাকে দহন বলে ।

প্রশ্ন ৬। ইন্ধন কি? কয়প্রকার ও কি কি? প্রত্যেকের দুইটি করে উদাহরণ দাও।

উত্তরঃ যে বস্তু জ্বলে বা জ্বালিয়ে তাপ বা উত্তাপ পাই তাকে ইন্ধন বলে । ইন্ধন তিন ধরনের পাওয়া যায় ।

(১) গ্যাসীয় – যথা প্রাকৃতিক গ্যাস  LPG. ।

(২) তরল – কেরোসিন, পেট্রোল ।

(৩) কঠিন – কাঠ, কয়লা ।

প্রশ্ন ৭। আমাদের খাদ্য ইন্ধন? ব্যাখ্যা কর ।

উত্তরঃ হ্যা, আমাদের খাদ্য একটি ইন্ধন । কারণ

অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাপ ও শক্তি উৎপন্ন করে ।

প্রশ্ন ৮। সূর্যে কি প্র‌ক্রিয়ায় তাপ ও আলোর উৎপন্ন করে । 

উত্তরঃ সূর্য নিউক্লিয় বিক্রিয়ার দ্বারা তাপ ও আলোর উৎপত্তি করে ।

প্রশ্ন ৯। মানুষের গায়ে আগুন লাগলে কিরূপে আগুন নেভানো হয়?

উত্তরঃ মানুষটিকে সঙ্গে সঙ্গে একটি কম্বল দিয়ে জড়িয়ে ফেলতে হয় । কম্বল জড়ানোর ফলে লোকটির শরীর বায়ুর সংস্পর্শহীন হয়ে যায় এবং অক্সিজেনের অভাবে আগুন নিভে যায় ।

প্রশ্ন ১০। দিয়াশলাই কাঠির মাথায় কি রাসায়নিক দ্রব্য থাকে?

উত্তরঃ দিয়াশলাইয়ের মাথায় এন্টিমণি ট্রাই সালফাইড ও পটাসিয়াম কোলরেটের মিশ্রণ মেশানো থাকে ।

প্রশ্ন ১১। দাহ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ মে সকল দ্রব্যের খুব কম জ্বলন উষ্ণতা

থাকে এবং সহজেই আগুন  লাগে । সেই পদার্থগুলিকে  দাহ্য  পদার্থ বলে । যেমন LPG ( তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ।

প্রশ্ন ১২। বৈদ্যুতিক যন্ত্রে বা পেট্রোলের জিনিসের আগুন কিরূপে নেভানো যায়?

উত্তরঃ Co₂( কার্বন – ডাই – অক্সাইড) এর দ্বারা পেট্রোলের ও বিদ্যুতিক যন্ত্রের আগুন নেভানো যায় ।

প্রশ্ন ১৩। দ্রুত দহন, স্বতঃস্ফূর্ত দহন ও বিস্ফোরণ কাকে বলে?

উত্তরঃ দ্রুত দহন—যে গ্যাস দ্রুতভাবে জ্বলে এবং তাপ ও আলোর উৎপন্ন করে সেই রূপ দহনকে দ্রুত দহন বলে। 

স্বতঃস্ফূর্ত দহন : যে দহন কোন নির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ দহনের সৃষ্টি হয় সেরূপ দহনকে স্বতঃস্ফূর্ত দহন বলে।

বিস্ফোরণ : যখন তাপ, আলো এবং শব্দ সৃষ্টির সঙ্গে কোন আকস্মিক বিক্রিয়া ঘটে, এই রূপ হঠাৎ সংঘটিত হওয়া বিক্রিয়াকে বিস্ফোরণ বলে।

প্রশ্ন ১৪। কেলরি মান কাকে বলে?

উত্তরঃ ১ কিলোগ্রাম পরিমাণের কোন ইন্ধন সম্পূর্ণ দহনে উৎপন্ন হওয়া তাপ শক্তির পরিমাণকে ইন্ধনটির কেলরি মান বলে।

প্রশ্ন ১৫। কেলরি মানের একক কি?

উত্তরঃ কিলো জুল প্রতি কে.জি বা কিলোগ্রাম (kj/kg).

প্রশ্ন ১৬। ইন্ধন জ্বলনের ফলে বায়ু কি রূপে প্রদূষণ হয়?

উত্তরঃ (১) কাঠ, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি কার্বন যুক্ত ইন্ধন জ্বালালে সূক্ষ্ম কার্বনের কণাগুলি থেকে যায়। এগুলি প্রাণীর ক্ষতি করে।

(২) এই ইন্ধনগুলি জ্বালালে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করে যা প্রাণীর মৃত্যুরও কারণ হতে পারে।

(৩) বেশির ভাগ ইন্ধন দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় যারা গোলকীয় উত্তাপ বৃদ্ধি করে।

(৪) কয়লা ও ডিজেল দহনে সালফার ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে। যা প্রাণীর শ্বাসকষ্টের কারণ।

প্রশ্ন ১৭। এসিড বৃষ্টি কি?

উত্তরঃ পেট্রোলিয়াম দহনের ফলে নাইট্রোজেন ও সালফার গ্যাস বায়ুমণ্ডলে মিশে বৃষ্টিরূপে পৃথিবীতে পড়ে, এটাই এসিড বৃষ্টি।

প্রশ্ন ১৮। আদর্শ ইন্ধনের ধর্ম কি?

উত্তরঃ (i) এর মূল্য কম হতে হবে।

(ii) একে সহজে জ্বলতে হবে মধ্যম উষ্ণতায়।

(iii) এতে তাপ বেশি হতে হবে অর্থাৎ কেলরিমান বেশি হতে হবে।

(iv) এটি সহজে লভ্য হইতে হইবে।

(v) দহনে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে না।

(vi) দহনের পর কোন অবশিষ্ট থাকবে না।

প্রশ্ন ১৯। আগুন জ্বালাবার জন্য কি কি আবশ্যকীয় পদার্থের প্রয়োজন।

উত্তরঃ আগুন জ্বালাবার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি—

(i) ইন্ধন ।

(ii) বায়ু (অক্সিজেন) ।

(iii) উষ্ণতা।

প্রশ্ন ২০। কেন CNG গ্যাস পেট্রোল ও ডিজেল থেকে বেশি পছন্দ করা, হয় যানবাহন চলাচলে?

উত্তরঃ CNG বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস পেট্রোল বা ডিজেল থেকে বেশি পছন্দের কারণ –

(i) এটি দহনের পর কোন অবশিষ্ট রাখে না।

(ii) ইহা সস্তা।

প্রশ্ন ২১। কার্বন-ডাই-অক্সাইড কি রূপে সিলিণ্ডারে সংরক্ষণ করা হয়?

উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড তরলরূপে সিলিণ্ডারে সংরক্ষণ করা হয়।

প্রশ্ন ২২। ‘বিশ্ব উষ্ণতা’ বলতে কি বোঝ?

উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড আবহাওয়ায় মিশে যায়। বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড-এর পরিমাণ বৃদ্ধি পায় ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় একেই বিশ্ব উষ্ণতা বলে।

প্রশ্ন ২৩। বিশ্ব উষ্ণতার ফলে কি হবে?

উত্তরঃ বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পেলে পৃথিবীর বরফ অঞ্চলগুলি গলে যাবে এবং পৃথিবী জলের নীচে চলে যাবে।

প্রশ্ন ২৪। দাহিত পদার্থকে ইন্ধন বলা যায় কি? কয়েকটি ইন্ধনের লেখো।

উত্তরঃ দাহিত পদার্থকে ইন্ধন বলা যায়। কয়েকটি ইন্ধনের নাম, যথা— করু কাঠ, অঙ্গার, গোবর, পেট্রোল, ডিজেল, সি. এন. জি ইত্যাদি।

প্রশ্ন ২৫। মোমবাতি এবং কয়লার দহনের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ মোমবাতির দহনে শিখাসহ আলোক উৎপন্ন হয়। কিন্তু কয়লার দহনে আভাযুক্ত আলোক উৎপন্ন হয়।

প্রশ্ন ২৬। কি প্রকারের বিক্রিয়ার দ্বারা সূর্য থেকে তাপ ও আলোক উৎপন্ন হয়?

উত্তরঃ নিউক্লীয় বিক্রিয়া দ্বারা সূর্য থেকে তাপ ও আলোক উৎপন্ন হয় ।

প্রশ্ন ২৭। প্রজ্জ্বলন উষ্ণতা কী?

উত্তরঃ ভিন্ন ভিন্ন পদার্থের দহনের জন্য নিম্নতম উষ্ণতা ভিন্ন ভিন্ন হয়। যে নিম্নতম উষ্ণতায় কোনো পদার্থে আগুন ধরে তাকে পদার্থটির প্রজ্জ্বলন উষ্ণত বলে।

প্রশ্ন ২৮। কেরোসিন তেল এবং কাঠ এই দুটির মধ্যে কোনটির প্রজ্জ্বলন উষ্ণতা কম তা তুমি কীভাবে জানবে?

উত্তরঃ কেরোসিনকে অল্প পরিমাণে গরম করলে সেটিতে আগুন ধরে যায় কিন্তু কাঠকে অল্প পরিমাণে গরম করলে সেটিতে আগুন ধরে না। সুতরাং কাঠের চেয়ে কেরোসিন তেলের প্রজ্জ্বলন উষ্ণতা কম।

প্রশ্ন ২৯। বিস্ফোরণ বলতে কী বুঝ?

উত্তরঃ কোনো কোনো পদার্থের ওপর তাপ বা চাপ প্রয়োগ করলে হঠাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাপ, আলোক এবং কখনও প্রচণ্ড শব্দেরও সৃষ্টি হয় এভাবে অতি দ্রুতগতিতে সংঘটিত হওয়া দহন ক্রিয়াকে বিস্ফোরণ বলা হয়।

প্রশ্ন ৩০। বিস্ফোরণের কয়েকটি উদাহরণ দাও।

উত্তরঃ দেয়াশলাই-এর কাঠি জ্বালানো, পটকা-ফাটানো, বোমবাজি, বন্দুকের গুলির বারুদের বিস্ফোরণ ইত্যাদি।

প্রশ্ন ৩১। আজকাল দিয়াশলাই-এর কাঠির মাথায় যে বারুদ লাগানে থাকে তা কীসের দ্বারা গঠিত?

উত্তরঃ আজকাল দিয়াশলাই-এর কাঠির মাথায় যে বারুদটি লাগানো হয় সেটি হলো অ্যান্টিমনি ট্রাই-সালফাইড এবং পটাসিয়াম ক্লোরেট-এর মিশ্রণ।

প্রশ্ন ৩২। শিখা কাকে বলে?

উত্তরঃ কোনো দাহ্য গ্যাস বা বাষ্প জ্বলতে থাকা অবস্থায় যে অঞ্চল জুড়ে তাপ ও আলোকের সৃষ্টি হয় তাকে শিখা বলে।

প্রশ্ন ৩৩। কোক বা অঙ্গারের দহনে কেন শিখার সৃষ্টি হয় না।

উত্তরঃ শিখার সৃষ্টি হতে হলে দাহ্য পদার্থটি গ্যাসীয় অবস্থায় থাকতে হয়। কিন্তু কোক বা অঙ্গারকে পুড়ালে বা জ্বালালে সাধারণত কোনো দাহ্য গ্যাস উৎপন্ন হয় না। সেইজন্য কোক বা অঙ্গারের দহনে কোনো শিখারও সৃষ্টি হয় না।

প্রশ্ন ৩৪। পেট্রোল, কেরোসিন, ডিজেল এই তিনটির মধ্যে কোনটির প্রজ্জ্বলন উষ্ণতা সবচেয়ে কম?

উত্তরঃ পেট্রোল, কেরোসিন এবং ডিজেল এই তিনটির মধ্যে পেট্রোলের প্রজ্জ্বলন উষ্ণতা সবচেয়ে কম। কারণ পেট্রোলে কেরোসিন এবং ডিজেলের তুলনায় বেশি সহজে আগুন ধরে।

প্রশ্ন ৩৫। ইন্ধনের ক্যালোরিমান বা তাপন মূল্য বলতে কী বোঝ?

উত্তরঃ এক কিলোগ্রাম ইন্ধন সম্পূর্ণভাবে দহন করলে যতটুকু তাপশক্তি উৎপন্ন হয় তার পরিমাণকে ইন্ধনটির ক্যালোরিমান বা তাপন মূল্য বলে।

FAQ

Question: Where can students find the Class 8 Science Bengali Textbook solutions for free?

Answer: Students can find the solutions for the Class 8 Science Bengali textbook for free on Roy Library’s website. Solutions for the textbook questions are concise and accurate. Students can find the solutions very helpful while studying for the examination.

Question: How can students use the solutions for exam preparation?

Answer: Students can use the solutions for the following:

  • Students can use solutions for revising the syllabus.
  • Students can use it to make notes while studying.
  • Students can use solutions to understand the concepts and complete the syllabus.

IMPORTANT NOTICE

We have uploaded this Content by Roy Library. You can read-write and Share your friend’s Education Purposes Only. Please don’t upload it to any other Page or Website because it is Copyrighted Content.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top