SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share Assam SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল Notes in Bengali PDF Download. SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল Solutions in Bengali. Which you Can Download PDF Notes Class 8 Science Textbook Question Answer in Bengali for using direct Download Link Given Below in This Post.

SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল

Today’s We have Shared in This Post SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল Suggestions in Bengali. SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল Notes PDF Download. I Hope, you Liked The information About The SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল If you liked SEBA Class 8 Science Chapter 14 বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল Then Please Do Share this Post With your Friends as Well.

বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। শূন্যস্থান পূর্ণ করো :

(ক) বেশির ভাগ তরল পদার্থ যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় সেগুলো____,এবং_____ এর দ্রব।

উত্তরঃ অম্ল, ক্ষার লবণ।

(খ) কোনও দ্রবে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করা হয় তার ফলে_____ক্রিয়া হয়।

উত্তরঃ রাসায়নিক।

(গ) কপার সালফেটের দ্রবে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে মেরুর সংগে সংযোগ করা পাতের উপর তামার অবক্ষেপণ ব্যাটারির____ প্রান্তে হবে ।

উত্তরঃ ঋণাত্মক।

(ঘ) বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যে পদ্ধতিতে একটি ধাতুতে অন্য ধাতুর আবরণ দেওয়া হয় তাকে____বলে।

উত্তরঃ বিদ্যুৎ-লেপন।

প্রশ্ন ২। যখন টেস্টারের মুক্ত দিকগুলো দ্রবে ডুবানো হয়, তখন চুম্বকের কাটাটি নড়ে। কেন হয় বর্ণনা করো?

উত্তরঃ যখন একটি টেস্টার-এর মুক্তপ্রান্ত দুটি একটি দ্রবে ডুবিয়ে দেওয়া হয় তখন চুম্বক শলাকা বিচ্যুতি দেখায়। এর কারণ হল দ্রবটি বিদ্যুতের সুপরিবাহী ।

প্রশ্ন ৩। তিনটি তরল পদার্থের নাম বলো যখন সেগুলোকে চিত্র ১৪.৯ এর মতো পরীক্ষা করা হয় তখন, সেগুলো চুম্বকের কাটাটি নাড়াতে পারবে।

উত্তরঃ কলের জল, সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড।

প্রশ্ন ৪। ১৪.১০ চিত্রে দেখানো ব্যবস্থায় বাল্বটি জ্বললো না। সম্ভবপর কারণগুলো লিখো। তোমার উত্তর ব্যাখ্যা করো।

উত্তরঃ চিত্রে দেখানো ব্যবস্থায় বাল্বটি না জ্বলার সম্ভাব্য কারণগুলি হল- বর্তনীটির সংযোগ ঢিলা হয়ে আছে অথবা বাল্বটি ফিউজড্ অবস্থায় আছে অথবা বিদ্যুৎকোষটি কাজ করছে না। বর্তনীর সকল সংযোগগুলি ঠিক মতো টান করে লাগানো আছে কি না তা দেখে নিতে হবে। যদি দেখা যায় সংযোগগুলি ঠিকমতো আছে তাহলে নতুন একটি বাল্ব এনে পূর্বের বাল্বটি পরিবর্তন করতে হবে। এরপরও যদি বাল্বটি না জ্বলে তাহলে বুঝতে হবে যে বিদ্যুৎকোষটি কাজ করছে না অথবা দ্রবটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না।

S.L. No.সূচীপত্র
অধ্যায় -1শস্য উৎপাদন  ও পরিচর্যা
অধ্যায় -2অনুজীব সমূহঃ শত্ৰু ও মিএ
অধ্যায় -3কৃত্রিম তন্তু ও প্লাষ্টিক
অধ্যায় -4পদার্থ: ধাতু ও অধাতু
অধ্যায় -5কয়লা ও পেট্রোলিয়াম
অধ্যায় -6দহন ও শিখা
অধ্যায় -7উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ
অধ্যায় -8কোষ – গঠন ও কার্য
অধ্যায় -9প্রাণীর প্রজনন
অধ্যায় -10বয়ঃসন্ধির দোরগোড়ায়
অধ্যায় -11বল ও চাপ
অধ্যায় -12ঘর্ষণ
অধ্যায় -13শব্দ
অধ্যায় -14বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল
অধ্যায় -15কিছু প্রাকৃতিক পরিঘটনা
অধ্যায় -16আলোক
অধ্যায় -17তারকা ও সৌরজগত
অধ্যায় -18বায়ু ও জল প্রদূষণ

প্রশ্ন ৫। দুটো তরল পদার্থে বিদ্যুৎ প্রবাহ পরীক্ষা করার জন্য একটি টেস্টার ব্যবহার করা হয়েছে। A তে বাল্বটি খুব উজ্জ্বল হয়ে জ্বলছে কিন্তু B তে বাল্বটি স্বল্পালোকিত হয়েছে। এটার কারণ-

(i) ‘B’ তরল পদার্থ থেকে ‘A’ তরল পদার্থ বিদ্যুৎ-এর সুপরিবাহী।

(ii) ‘A’ তরল পদার্থ থেকে ‘B’ তরল পদার্থ বিদ্যুৎ-এর সুপরিবাহী।

(iii) দুটো তরল পদার্থই সমানে বিদ্যুৎ প্রবাহ করে ।

(iv) তরল পদার্থের বিদ্যুৎ প্রবাহের গুণকে এভাবে তুলনা করা যায় না।

উত্তরঃ (ক) ‘B’ তরল পদার্থ থেকে ‘A’ তরল পদার্থ বিদ্যুৎ-এর সুপরিবাহী।

প্রশ্ন ৬। বিশুদ্ধ জল কি বিদ্যুৎ প্রবাহ করতে পারে? যদি না করে, আমরা কি করলে বিশুদ্ধ জলকে বিদ্যুৎ-এর সুপরিবাহী বানাতে পারব?

উত্তরঃ বিশুদ্ধ জল বিদ্যুৎ পরিবহণ করে না। কিন্তু বিশুদ্ধ জলে যদি সাধারণ লবণ দ্রবীভূত করা হয় তাহলে দ্রবটি বিদ্যুতের পরিবাহী হয়। এভাবে আমরা বিশুদ্ধ জলকে বিদ্যুতের পরিবাহী করতে পারি।

প্রশ্ন ৭। যখন কোথাও আগুন লাগে, অগ্নিনির্বাপক বাহিনী জল ব্যবহার করার আগে ঐ এলাকার বিদ্যুৎ যোগান বন্ধ করে দেয়। কেন এরকম করা হয় বর্ণনা করো।

উত্তরঃ জল বিদ্যুতের সুপরিবাহী। সেইজন্য অগ্নিকাণ্ডে অগ্নিনির্বাপক কর্মীরা জলের পাইপ ব্যবহার করার পূর্বে সেই স্থানের মূল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেন যাতে এরা নিজেরা এবং অন্যান্য লোকেরা জলের মাধ্যমে বিদ্যুত প্রবাহের দ্বারা প্রাণ বিনাশ থেকে রক্ষা পেতে পারেন।

প্রশ্ন ৮। সমুদ্রতীরে বাস করা একটি ছেলে টেস্টার দিয়ে তা পানীয় জন ও সমুদ্রের জল পরীক্ষা করল। সে দেখল সমূদ্রের জলের ক্ষেত্রে কম্পাসের কাঁটা বেশি নড়ল। তার কারণ বর্ণনা করতে পারবে কি?

উত্তরঃ আমরা জানি সাধারণ লবণের দ্রব বিদ্যুতের সুপরিবাহী। পানীয় জলে প্রাকৃতিকভাবে সামান্য পরিমাণে খনিজ লবণ থাকে। অপরদিকে সাগরের জলে খুব বেশি পরিমাণে সাধারণ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। সাগরের জলে পানীয় জলের তুলনায় সাগরের জলে অধিক পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, সেজন্য সাগরের জলের ক্ষেত্রে চুম্বক শলাকা অধিক বিচ্যুত হয়েছে।

প্রশ্ন ৯। অধিক বৃষ্টিপাতের সময় একজন বিদ্যুৎকর্মী বিদ্যুতের কিছু সামগ্রী ঠিক করার জন্য যদি ঘরের বাইরে গিয়ে কাজ করে সেটা কি নিরাপদ হবে? বর্ণনা করো।

উত্তরঃ মুষলধারে বৃষ্টির সময় ঘরের বাইরে বৈদ্যুতিক মেরামতির কাজ করাটা একজন ইলেক্ট্রিশিয়ান-এর জন্য নিরাপদ নয়। কারণ জল বিদ্যুতের সুপরিবাহী। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তিটির প্রাণনাশের আশঙ্কা থাকে।

প্রশ্ন ১০। প্রহেলিকা শুনেছে যে বৃষ্টির জল, পাতিত জলের মতোই ভাল। তাই ও কিছু পরিমাণ বৃষ্টির জল জমিয়ে টেস্টার দিয়ে সেই জল পরীক্ষা করল। সে দেখল কম্পাসের কাঁটা নড়ছে। কেন এরকম হল?

উত্তরঃ বৃষ্টির জলে বাতাসে ভাসমান অবিশুদ্ধ পদার্থগুলি মিশ্রিত হয়ে পড়ে। যদিও বৃষ্টির জল পাতিত জলের মতো বিশুদ্ধ অবস্থায় থাকতে পারে না এবং বিদ্যুতের পরিবাহী হয়। সেজন্য বিদ্যুৎপ্রবাহ চৌম্বিক ক্রিয়ার সৃষ্টি করে, সেজন্য বৃষ্টির জলের ক্ষেত্রে চুম্বক শলাকার বিচ্যুতি ঘটেছে।

প্রশ্ন ১১। তোমার চারপাশে থাকা বৈদ্যুতিক প্রলেপ দেওয়া আছে এমন কিছু বস্তুর তালিকা প্রস্তুত করো।

উত্তরঃ বিদ্যুৎ-লেপন করা আছে এরূপ কতকগুলি বস্তুর একটি তালিকা নীচে উল্লেখ করা হল—বাথরুমের নল, রান্নাঘরের গ্যাস বার্ণার, সাইকেল-এর হেণ্ডেল দণ্ড, চাকার রিম, গাড়ীর যন্ত্রাংশ, দরজা জানালার হেণ্ডেল, বাসনপত্র, ধাতব আলমিরা ইত্যাদি।

প্রশ্ন ১২। ক্রিয়াকলাপ ১৪.৭ যে পদ্ধতি ব্যবহার দেখেছ ঐ পদ্ধতিতেই তামা শুদ্ধ করা হয়। বিশুদ্ধ তামার পাতলা পাত ও অশুদ্ধ তামার ভারী দণ্ড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হয়। অশুদ্ধ তামার দণ্ড থেকে বিশুদ্ধ তামা পাতলা তামার পাতে নিয়ে আসতে হবে। ব্যাটারির ধনাত্মক প্রান্তে কোন তড়িৎদ্বার যুক্ত করতে হবে এবং কেন?

উত্তরঃ অশুদ্ধ তামার পুরু দণ্ডটি ব্যাটারীর ধনাত্মক মেরুতে সংযোগ করা উচিত। কারণ মুক্ত তামা ব্যাটারীর ঋণাত্মক মেরুর সঙ্গে সংযোগ করা ইলেক্ট্রোডের দিকে গতি করে এবং সেটির ওপর অবঃক্ষিপ্ত হয়। এভাবে অশুদ্ধ দণ্ডের তামাগুলি পাতলা তামার পাতে স্থানান্তরিত করা যেতে পারে।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। বিদ্যুৎ পরিবাহী কি?

উত্তরঃ যে সব পদার্থের মধ্য দিয়া বিদ্যুৎ চলাচল করতে পারে সেই সব পদার্থকে বিদ্যুৎ পরিবাহী বলে, সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী।

প্রশ্ন ২। কতগুলি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম কর।

উত্তরঃ কতগুলি বিদ্যুৎ পরিবাহী পদার্থ—এলুমিনিয়াম, কপার, সোনা, জল ইত্যাদি।

প্রশ্ন ৩। অপরিবাহী পদার্থ কাকে বলে? উদাহরণসহ লেখ।

উত্তরঃ যে সব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালিত হতে পারে না সেগুলিকে সুপরিবাহী পদার্থ বা অন্তরক বলে। উদাহরণ রাবার, প্লাস্টিক, শুষ্ক কাঠ ইত্যাদি।

প্রশ্ন ৪। ভিজা হাতে বা ভিজা মেঝেতে কখনও বৈদ্যুতিক যন্ত্রপাতি স্পর্শ করা উচিত নয়। এর কারণ কী?

উত্তরঃ স্বাভাবিক জলে প্রাকৃতিকভাবে থাকা কম পরিমাণের খনিজ লবণগুলি জিলকে সুপরিবাহী করে তোলে। সেজন্য ভিজা হাতে বা ভিজা মেঝেতে দাঁড়িয়ে কখনও বৈদ্যুতিক যন্ত্রপাতি স্পর্শ করা উচিত নয়।

প্রশ্ন ৫। একটি বাল্বের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে বাল্বটি জ্বলে ওঠে কেন?

উত্তরঃ একটি বাল্বের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে বিদ্যুতের তাপীয় উত্তাপন ক্রিয়ার জন্য বাল্বটির ফিলামেন্ট উচ্চ উষ্ণতায় উত্তাপিত হয় এবং বাল্বটি জ্বলে ওঠে।

প্রশ্ন ৬। কোনো একটি বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ যদি অতি দুর্বল হয় তখন বর্তনীর সংগে সংযোগ করা বাল্বটি জ্বলে উঠবে কি?

উত্তরঃ কোনো একটি বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ যদি অতি দুর্বল হয় তাহলে বর্তনীর বাল্বটির ফিলামেন্ট যথেষ্ট পরিমাণে উত্তাপিত হয় না, সেজন্য বাল্বটি জ্বলে ওঠবে না।

প্রশ্ন ৭। LED-এর অর্থ কি?

উত্তরঃ  Light Emitting Diodes

প্রশ্ন ৮। LED লাইটের ব্যবহার লিখ।

উত্তরঃ ট্র্যাফিক সিগনেলের লাইট এবং CFL বাল্বগুলিতে CFL ব্যবহার করা হয়।

প্রশ্ন ৯। CFL বাল্ব কেন সাবধান ব্যবহার করতে হয়?

উত্তরঃ CFL বাল্বে পারা ব্যবহার করা হয়। এটি বিষাক্ত তাই CFL বাল্ব সাবধান ব্যবহার করতে হয়।

প্রশ্ন ১০। এমিয়াম কেন বিদ্যুৎ লেপনে ব্যবহার করা হয়?

উত্তরঃ এমিয়াম ধাতু উজ্জ্বল চিকচিক্ করতে থাকে । এটি ক্ষয় হয় না সহজে, মরিচা পড়ে না এবং সহজে ঘষা খেয়ে দাগ পড়ে না।

প্রশ্ন ১১। পাতিত জল কি বিদ্যুৎ পরিবাহী? যদি না হয়, পরিবাহী করা যায় কি?

উত্তরঃ পাতিত জল বিদ্যুৎ পরিবাহী নহে, কিন্তু ইহাতে সাধারণ লবণ (Macl) মিশালে এই পাতিত জল বিদ্যুৎ পরিবাহী হয় ।

প্রশ্ন ১২। ক্রমিয়াম কেন বিদ্যুৎ লেপনে ব্যবহার করা হয়।

উত্তরঃ ক্রমিয়াম ধাতু উজ্জ্বল, চিকচিক্ করতে থাকে, ইহা ক্ষয় হয় না সহজে, মরিচা পড়ে না এবং সহজে ঘষা খেয়ে দাগ পড়ে না ।

প্রশ্ন ১৩। ক্রমিয়াম ছাড়া অন্য কোন কোন ধাতু সাধারণত বিদ্যুৎ লেপনে ব্যবহার করা হয়।

উত্তরঃ অলংকার তৈরি করার জন্য কম মূল্যবান ধাতুর উপর সোনা ও রূপার প্রলেপ দেওয়া হয়। লোহার কৌটার উপর টিনের প্রলেপ দিয়া খাদ্যবস্তু বা অন্য জিনিস নিশ্চিন্তে রাখা যায়, বড় বড় সেতুতে লোহার মরিচ পড়া এবং ক্ষয়রোধ করার জন্য জিংকের বিদ্যুৎ লেপন করা হয়।

FAQ

Question: Where can students find the Class 8 Science Bengali Textbook solutions for free?

Answer: Students can find the solutions for the Class 8 Science Bengali textbook for free on Roy Library’s website. Solutions for the textbook questions are concise and accurate. Students can find the solutions very helpful while studying for the examination.

Question: How can students use the solutions for exam preparation?

Answer: Students can use the solutions for the following:

  • Students can use solutions for revising the syllabus.
  • Students can use it to make notes while studying.
  • Students can use solutions to understand the concepts and complete the syllabus.

IMPORTANT NOTICE

We have uploaded this Content by Roy Library. You can read-write and Share your friend’s Education Purposes Only. Please don’t upload it to any other Page or Website because it is Copyrighted Content.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top