SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share With You, The Complete Syllabus of SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল Question Answer in Bengali. সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই প্রশ্ন উত্তর Are you a Student of (Secondary Education Board of Assam). SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল Notes in Bengali Which you can Download PDF Notes SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল Solutions for free using direct Download Link Given Below in This Post.

SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল

Today’s We have Shared in This Post, SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল Solutions in Bengali for Free with you. SEBA Class 7 Science Chapter 13 গতি ও বল in Bengali Notes I Hope, you Liked The information About The Class 7th Science Question Answer in Bengali. if you liked SEBA Class 7 Science Textbook Question Answer in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

গতি ও বল

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। নীচের দেওয়া গতিগুলোকে রৈখিক বৃত্তীয় বা দোলন গতিতে ভাগ করো ।  

( ক ) দৌড়ানোর সময় তোমাদের হাতের গতি । 

( খ ) সোজা রাস্তায় চলা ঘোড়ার গতি । 

( গ ) নাগরদোলাতে শিশুর গতি । 

( ঘ ) শিশুদের খেলনা ঢেকি বলের গতি । 

( ঙ ) বৈদ্যুতিক ঘণ্টার গতিশীল হাতুড়ি । 

( চ ) একটি সোজা সেতুর উপর গতিশীল রেলগাড়ি । 

উত্তরঃ ( ক ) দোলন গতি ।

( খ ) সরলরৈখিক গতি । 

( গ ) বৃত্তীয় গতি । 

( ঘ ) দোলন গতি । 

( ঙ ) দোলন গতি ।

( চ ) সরলরৈখিক গতি । 

প্রশ্ন ২। নীচের কোনগুলি অশুদ্ধ? 

( ক ) সময়ের প্রাথমিক একক সেকেণ্ড । 

উত্তরঃ শুদ্ধ । 

( খ ) প্রত্যেক বস্তু একটি নির্দিষ্ট দ্রুতিতে চলে । 

উত্তরঃ অশুদ্ধ । 

( গ ) দুটি নগরের দূরত্ব কিলোমিটারে মাপা হয় । 

উত্তরঃ শুদ্ধ । 

( ঘ ) একটি দোলকের পর্যায়কাল নির্দিষ্ট নয় । 

উত্তরঃ অশুদ্ধ । 

( ঙ ) রেলগাড়ির গতি মি / ঘণ্টায় প্রকাশ করা হয়। 

উত্তরঃ শুদ্ধ ।

প্রশ্ন ৩। ২০ দোলনে পূর্ণ করতে একটি দোলকের ৩২ সেকেণ্ড লাগে । দোলকটির পর্যায়কাল কত । 

উত্তরঃ প্রদত্ত ক্ষেত্রে , 

          দোলনের সংখ্যা = ২০

          দোলনের জন্য প্রয়োজনীয় সময় = ৩২ সেকেণ্ড 

আমরা জানি যে , একটি দোলন সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়কে বলা হয় পর্যায়কাল । 

অতএব সরল দোলকটির পর্যায়কাল হবে ১.৬ সেকেণ্ড । 

প্রশ্ন ৪। দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ২৪০ কি.মি. । সেটা অতিক্রম করতে একটি রেলগাড়ির ৪ ঘণ্টা সময় লাগে । রেলগাড়িটির দ্রুতি নির্ণয় করো । 

উত্তরঃ এখানে দেওয়া আছে , 

          দুটি স্থানের মধ্যেকার দূরত্ব = 240 কি.মি . 

          এই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় = 4 ঘণ্টা 

অতএব রেলগাড়িটির দ্রুতি ৬০ কি.মি / ঘণ্টা

প্রশ্ন ৫। সকাল ৮.৩০ মিনিটে একটি গাড়ির অডোমিটারের রিডিং ৫৭৩২১.০ কি.মি .। যদি সকলে ০৮.৫০ মি . অডোমিটারের রিডিং পরিবর্তন হয়ে ৫৭৩৩৬.০ কিমি হয় তবে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করল? এই সময় গাড়িটির দ্রুতি কি.মি. মিনিটে বের করো । 

উত্তরঃ এখানে দেওয়া আছে , 

          ওডোমিটারের প্রারম্ভিক পাঠ = ৫৭৩২১.০ কি.মি 

          ওডোমিটারের অন্তিম পাঠ = ৫৭৩৩৬.০ কি.মি 

         এখন , মোট অতিক্রম করা দূরত্ব = ওডোমিটারের অন্তিম পাঠ— ওডোমিটারের প্রারম্ভিক পাঠ = ( ৫৭৩৩৬.০ ৫৭৩২১.০ ) কি.মি. 

                                                                = ১৫.০ কি.মি. 

প্রয়োজনীয় সময় = অন্তিম সময় – প্রারম্ভিক সময়

                          = ( সকাল ০৮.৫০ – সকাল ০৮.৩০ ) 

                          = ২০ মিনিট 

আমরা জানি যে , দ্রুতি = অতিক্রম করা দূরত্ব/প্রয়োজনীয় সময়

                                   = ১৫ কি.মি/২০ মিনিট

                                   = ০.৭৫ কি.মি / মিনিট 

                     ১ ঘণ্টা = ৬০ মিনিট 

১ মিনিট সময়ে গাড়িটির দ্রুতি ০.৭৫ কি.মি. 

অতএব ৬৯ মিনিট ” ” ” ” ০.৭৫ x ৬০ = ৪৫ কি.মি. 

অতএব কি.মি. / ঘণ্টা এককে গাড়িটির দ্রুতি হবে ৪৫ কি.মি / ঘণ্টা ।

S.L. No.সূচীপত্র
অধ্যায় -1উদ্ভিদের পরিপুষ্টি
অধ্যায় -2প্রাণীর পরিপুষ্টি
অধ্যায় -3তন্ত্র থেকে বস্ত্ৰ
অধ্যায় -4তাপ
অধ্যায় -5অম্ল , ক্ষার ও লবণ
অধ্যায় -6ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন
অধ্যায় -7আবহাওয়া , জলবায়ু এবং জলবায়ুর সঙ্গে প্রাণীর অভিযোজন
অধ্যায় -8বাতাস , ঝড়বৃষ্টি এবং ঘূর্ণিবায়ু
অধ্যায় -9মাটি
অধ্যায় -10জীবদেহে শ্বসন
অধ্যায় -11প্রাণী ও উদ্ভিদের পরিবহনতন্ত্র
অধ্যায় -12উদ্ভিদের প্রজনন
অধ্যায় -13গতি ও বল
অধ্যায় -14বিদুৎ প্রবাহ ও তার প্রভাব
অধ্যায় -15আলোক
অধ্যায় -16জল একটি অমূল্য সম্পদ
অধ্যায় -17বনাঞ্চল : আমাদের জীবনরেখা
অধ্যায় -18বর্জিত জলের গল্প

প্রশ্ন ৬। সালমা সাইকেলে চড়ে তার বাড়ি থেকে স্কুলে পৌঁছোতে ১৫ মিনিট সময় লাগে । যদি সাইকেলের দ্রুতি ২ মি / সে হয় তবে স্কুল থেকে বাড়ির দূরত্ব নির্ণয় করো ।

উত্তরঃ প্রশ্নমতে , 

           সাইকেলটির দ্রুতি = ২ মি . / সে     

           প্রয়োজনীয় সময় ১৫ মিনিট = ৯০০ সেকেণ্ড 

আমরা জানি , 

অতিক্রান্ত দূরত্ব = দ্রুতি × সময় = ২ মি / সে. x ৯০০ সে . 

                         = ১৮০০ মিটার ।

প্রশ্ন ৭। নিম্নলিখিত গতিশীল ক্ষেত্রে বস্তুর সময় দূরত্বের নমুনা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো । 

( ক ) নির্দিষ্ট দ্রুতিতে একটি চলমান গাড়ি । 

( খ ) রাস্তার পাশে দাঁড় করানো একটি গাড়ি । 

উত্তরঃ                

প্রশ্ন ৮। নিম্নলিখিত সম্পর্কগুলোর মধ্যে কোন্‌টি শুদ্ধ? 

( ক ) দ্রুতি = দূরত্ব × সময়। 

( খ ) দ্রুতি = দূরত্ব/সময়।

( গ ) দ্রুতি = সময়/দূরত্ব।

( ঘ ) দ্রুতি = ১/দূরত্ব × সময়।

উত্তরঃ ( খ ) দ্রুতি = দূরত্ব/সময়।

প্রশ্ন ৯। দ্রুতির প্রাথমিক একক হল— 

( ক ) কি.মি. / মিনিট। 

( খ ) মি . / মিনিট।

( গ ) কি.মি / ঘণ্টা।

( ঘ ) মি . / সে।

উত্তরঃ ( ঘ ) মি . / সে। 

প্রশ্ন ১০। ১৫ মিনিটে একটি গতিশীল গাড়ির দ্রুতি হচ্ছে ৪০ কি.মি. / ঘণ্টা পরবর্তী ১৫ মিনিট তার দ্রুতি হচ্ছে ৬০ কিমি / ঘণ্টা ।

( ক ) ১০০ মি .। 

( খ ) ২৫ কি.মি.।

( গ ) ১৫ কি.মি.।

( ঘ ) ১০ কি.মি.। 

উত্তরঃ ( খ ) ২৫ কি.মি.।

প্রশ্ন ১১। মনে করো চিত্র ১৩.১ এবং ১৩.২ – তে দেখানো চিত্র দুটি ১০ সেকেণ্ড ব্যবধানে তোলা হয়েছে । এই দুটো ছবিতে ১০০ মিটারের দূরত্ব যদি ১ সে.মি. দেখানো হয় তবে নীলগাড়িটির দ্রুতি নির্ণয় করো । 

উত্তরঃ চিত্রটি দেখে উত্তরটি নিজে করার চেষ্টা করবে ।

প্রশ্ন ১২। চিত্র ১৩.১৫ – এ দুটো গতিশীল গড়ি A এবং B- এর সময় দূরত্বের লেখ দেখানো হয়েছে । তাদের মধ্যে কোনটি দ্রুততর? 

উত্তরঃ উপরের লেখচিত্রটি থেকে সহজেই বোঝা যায় যে A গাড়ীটি বেশি দ্রুততার সঙ্গে গতি করছে। 

প্রশ্ন ১৩। নিম্নে দেখানো সময় – দূরত্বের লেখ দুটোর মধ্যে কোনটি প্রকাশ করছে যে একটি ট্রাক ছুটছে কিন্তু একনাগাড়ে নয় । 

উত্তরঃ আমরা জানি , এক নির্দিষ্ট দ্রুতিতে গতি করতে থাকা কোনো বস্তুর দূরত্ব – সময় লেখ একটি সরল রেখা হয় । যেহেতু উপরের ( iii ) নং লেখটির আকার সরল রেখা নহে সুতরাং এই লেখটি গতি করতে থাকা একটি ট্রাক গাড়ীর অনিয়মিত দ্রুতি নির্দেশ করে । 

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ 

প্রশ্ন ১। দ্রুতি কাকে বলে? দ্রুতির সূত্র লেখো । 

উত্তরঃ একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে , তাকে বলা হয় দ্রুতি । 

সুতরাং দ্রুতি হচ্ছে অতিক্রম করা মোট দূরত্ব এবং এই দূরত্ব অতিক্রম করার জন্য প্রয়োজনীয় মোট সময় এই দুইয়ের অনুপাত । অর্থাৎ 

দ্রুতি = অতিক্রম করা মোট দূরত্ব / মোট প্রয়োজনীয় সময় ।

প্রশ্ন ২। দ্রুতি এবং সময়ের প্রাথমিক একক কী? 

উত্তরঃ দ্রুতির প্রাথমিক একক হলো মিটার / সেকেণ্ড এবং সময়ের প্রাথমিক একক হলো সেকেণ্ড । 

প্রশ্ন ৩। সুষম গতি এবং অসম গতি বলতে কী বোঝ? 

উত্তরঃ কোনো বস্তু সরল রেখায় একই দ্রুতিতে গতি করতে থাকলে তাকে সুষম গতি বলা হয় । আবার একটি সরল রেখায় গতি করতে থাকা কোনো বস্তুর দ্রুতি পরিবর্তন হতে থাকে তখন এরূপ গতিকে অসম গতি বলে । 

প্রশ্ন ৪। সরল দোলকের গতির নাম কী? 

উত্তরঃ সরল দোলকের গতির নাম হলো দোলন গতি বা পর্যাবৃত্ত গতি । 

প্রশ্ন ৫। সরল দোলক কাকে বলে? সরল দোলকের পর্যায়কালের সংজ্ঞা দাও । 

উত্তরঃ একটি দৃঢ় ষ্টেণ্ডে একটি সূতা দ্বারা ঝুলিয়ে রাখা একটি ধাতব ছোটো বল যাকে দোলক পিণ্ড বলা হয় সেটিকে সাম্য অবস্থান থেকে সামান্য দূরে টেনে এনে তারপর ছেড়ে দিলে দোলক পিণ্ডটি এদিক সেদিক দুলতে শুরু করে । একে বলা হয় সরল দোলক । 

সরল দোলকের পর্যায়কলি :- চিত্রে দেখানো মতে একটি দোলক পিণ্ডকে সাম্য অবস্থায় O হতে সামান্য দূরে টেনে এনে A অবস্থান থেকে ছেড়ে দিলে পিণ্ডটি A হতে B পর্যন্ত গিয়ে আবার A- তে ফিরে এলে একটি দোলন সম্পূর্ণ হয় । একটি সম্পূর্ণ দোলনের জন্য দোলকের যে সময় লাগে তাকে বলা হয় দোলকের পর্যায়কাল । 

প্রশ্ন ৬। কোয়ার্টজ ঘড়ি বলতে কী বোঝ? 

উত্তরঃ আজকাল অধিকাংশ ঘড়িতে একটি বা ততোধিক বেটারীযুক্ত একটি বৈদ্যুতিক বর্তনী সংযোগ করা থাকে । এই ঘড়িগুলিকে বলা হয় কোয়ার্টজ ঘড়ি ।

প্রশ্ন ৭। একটি নির্দিষ্ট দোলকের পর্যায়কাল ধ্রুবক —–— এই সত্যটি প্রথমে কে আবিষ্কার করেছিলেন? 

উত্তরঃ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি । 

প্রশ্ন ৮। সরল রৈখিক গতি কাকে বলে? একটি উদাহরণ দাও । 

উত্তরঃ একটি বস্তু যখন এক স্থান থেকে অপর স্থানে একই রেখায় গতি করে তখন সেই গতিকে বলা হয় সরল রৈখিক গতি । সোজা রাস্তায় চলতে থাকা একটি গাড়ীর গতি সরল রৈখিক গতির একটি উদাহরণ । 

প্রশ্ন ৯। বৃত্তীয় গতি কাকে বলে? একটি উদাহরণ দাও । 

উত্তরঃ বৃত্তাকার পথে একটি বস্তু যখন গতি করে তখন সেই গতিকে বলা হয় বৃত্তীয় গতি । গতি করতে থাকা সাইকেলের পেডেলের গতি বৃত্তীয় গতির একটি উদাহরণ । 

প্রশ্ন ১০। এক মাইক্রো সেকেণ্ড এবং এক নেনো সেকেণ্ড বলতে কী বোঝায়? 

উত্তরঃ এক মাইক্রো সেকেণ্ড হলো এক সেকেণ্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ এবং এক নেনো সেকেণ্ড হলো এক সেকেণ্ডের এক শত কোটি ভাগের এক ভাগ । 

প্রশ্ন ১১। নীচে বিভিন্ন প্রকারের গতির কয়েকটি উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটি ক্ষেত্রে গতির প্রকার সনাক্ত করো । 

গতির উদাহরণগতির প্রকার ( সরল রৈখিক / বৃত্তীয় / পর্যাবৃত্ত )
কুচকাওয়াজ করতে থাকা সৈন্য দল
একটি সোজা রাস্তায় চলতে থাকা গরুগাড়ী
গতি করতে থাকা সাইকেলের পেডেল
সূর্যের চারদিকে গতি করতে থাকা পৃথিবী
দোলনার গতি

উত্তরঃ 

গতির উদাহরণগতির প্রকার 
কুচকা আওয়াজ করতে থাকা সৈন্য দলসরল রৈখিক
একটি সোজা রাস্তায় চলতে থাকা গরুগাড়ীসরল রৈখিক
দৌড়ানো অবস্থায় দৌড় বীরের হাতপর্যাবৃত্ত
গতি করতে থাকা সাইকেলের পেডেলবৃত্তীয়
সূর্যের চারদিকে গতিপর্যাবৃত্ত
করতে থাকা পৃথিবী । দোলনার গতিপর্যাবৃত্ত

প্রশ্ন ১২। যানবাহনের স্পিডোমিটার এবং অডোমিটার – এর কার্য উল্লেখ করো । 

উত্তরঃ স্পিডোমিটার মোটরগাড়ী , বাস এবং অন্যান্য যন্ত্র চালিত যানবাহনের দ্রুতি কি.মি / ঘণ্টা এককে নির্দেশ করে এবং অডোমিটার যানবাহনের অতিক্রম করা দূরত্ব নির্দেশ করে ।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top