Class 11 Political Science Chapter 11 রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা, AHSEC Class 11 Students will find the solutions very useful for exam preparation. Class 11 Political Science Chapter 11 রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 11 Political Science Chapter 11 রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা Solutions are free to use and easily accessible.
Class 11 Political Science Chapter 11 রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বই PDF, Assam Board Class 11 Political Science Question Answer in Bengali Class 11 Political Science Chapter 11 রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা The sole purpose of the solutions is to assist students in learning the language easily. HS 1st Year Political Science Notes in Bengali, Class 11 All Books PDF File Download in Bengali Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 11 Political Science Solution in Bengali, HS 1st Political Science Suggestion in Bengali, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান Question answer in Bengali, Class 11 Political Science Chapter 11 রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. NCERT Class 11 Political Science Solution, will be able to solve all the doubts of the students. একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর, Class XI Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 11 Political Science Textbooks Solution. একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023 Assam AHSEC Class 11 Political Science Suggestion are present on Roy Library’s website in a systematic order.
রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
দ্বিতীয় খণ্ড
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান।
প্রশ্ন ২। কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়
উত্তরঃ অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
প্রশ্ন ৩। ‘পলিস’ (Polis) শব্দের অর্থ কী?
উত্তরঃ গ্রিক শব্দ ‘পলিস’- এর অর্থ নগর রাষ্ট্র।
প্রশ্ন ৪। “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে।”- কে এই মন্তব্য করেছেন?
উত্তরঃ অধ্যাপক গার্নার।
প্রশ্ন ৫। “আমরা কেউ ইচ্ছাকৃতভাবে রাজনীতি হতে দূরে থাকতে পারি না।”- উক্তিটি কার?
উত্তরঃ গান্ধীজীর।
প্রশ্ন ৬। ‘ভোট দানের অধিকার শুধু অধিকার নয়, কর্তব্যও বটে।’- উক্তিটি কার?
উত্তরঃ গান্ধীজীর।
প্রশ্ন ৭। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক মেকিয়াভেলি।
প্রশ্ন ৮। “মানুষ রাজনৈতিক জীব।” – একথা কে বলেছেন?
উত্তরঃ অ্যারিস্টটল।
প্রশ্ন ৯। মানুষের সংঘবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি কী?
উত্তরঃ মানুষের সংঘবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি হল রাষ্ট্র।
প্রশ্ন ১০। কে রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলেছেন?
উত্তরঃ লর্ড ব্রাইস।
প্রশ্ন ১১। “রাষ্ট্রের উদ্দেশ্য হল, মানুষের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে তোলা।” একথা কে বলেছেন?
উত্তরঃ অ্যারিস্টটল।
প্রশ্ন ১২। ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি কে সর্বপ্রথম প্রয়োগ করেন?
উত্তরঃ লিবনিজ সর্বপ্রথম ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি প্রয়োগ করেন।
প্রশ্ন ১৩। কত সালে সর্বপ্রথম ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি ব্যবহার করা হয়?
উত্তরঃ ১৭০১ সালে।
প্রশ্ন ১৪। কত সালে আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রন্থতালিকাতে রাষ্ট্রবিজ্ঞান প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৯০ সালে।
প্রশ্ন ১৫। কোন্ গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞান কথাটি আধুনিক অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রন্থতালিকাতে।
প্রশ্ন ১৬। কে রাষ্ট্রবিজ্ঞানকে ‘শ্রেষ্ঠ বিজ্ঞান’ বলেছেন?
উত্তরঃ অ্যারিস্টটল।
প্রশ্ন ১৭। ‘রিপ্লাবিক’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ প্লেটো।
প্রশ্ন ১৮। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কোটিল্য (চাণক্য)।
প্রশ্ন ১৯। ‘দ্যা প্রিন্স’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ মেকিয়াভেলি।
প্রশ্ন ২০। ডাঃ বি. আর. আম্বেদকর রচিত একটি গ্রন্থের উল্লেখ করো?
উত্তরঃ দি আনটাচেবল।
প্রশ্ন ২১। ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ রুশো।
প্রশ্ন ২২। ‘The Political Men’ গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ ‘The Political Men’ গ্রন্থটি লিপসেট রচনা করেছেন।
প্রশ্ন ২৩। “ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতার জোগান দেয়।”- উক্তিটি কার?
উত্তরঃ উফিটি উইলোবির।
প্রশ্ন ২৪। কাকে বৈজ্ঞানিক সমাজবাদের জনক বলা হয়?
উত্তরঃ কার্ল মার্ক্সকে।
প্রশ্ন ২৫। “রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারের কার্যকলাপ অনুসন্ধান করে।”– উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি অধ্যাপক শেলীর।
প্রশ্ন ২৬। ‘আর্ন্তজাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ফ্রান্সের প্যারিস শহরে।
প্রশ্ন ২৭। কোন্ রাজনৈতিক চিন্তাবিদের প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়েছে?
উত্তরঃ অধ্যাপক গার্নারের সংজ্ঞা।
প্রশ্ন ২৮। অ্যারিস্টটল কোন্ দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ গ্রিস দেশের।
প্রশ্ন ২১। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ পলিটিক্স।
প্রশ্ন ৩০। “ইতিহাস ছাড়া রাজনীতি বিজ্ঞান সারশূন্য, রাজনীতি বিজ্ঞান ছাড়া ইতিহাস নিষ্ফল।”– এটি কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক জন সীলী (Prof. John Seeley)।
প্রশ্ন ৩১। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর পরিধি সম্পর্কে অধ্যাপক সীলী (Prof. Seeley)-র অভিমতটি কী?
উত্তরঃ অধ্যাপক সীলীর মতে, – “রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারের কার্যকলাপের অনুসন্ধান করে।”
প্রশ্ন ৩২। রাজনৈতিক তত্ত্বের একটি বৈশিষ্ট্য লেখো?
উত্তরঃ রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা।
S.L. No. | সূচীপত্র |
প্রথম খণ্ড | |
পাঠ – ১ | সংবিধান প্রণয়নঃ সংবিধানঃ কেন এবং কিভাবে? |
পাঠ – ২ | ভারতীয় সংবিধানে অধিকার |
পাঠ – ৩ | নির্বাচন ও প্রতিনিধিত্ব |
পাঠ – ৪ | সংসদীয় সরকারের কার্যপালিকা |
পাঠ – ৫ | কেন্দ্র ও রাজ্য |
পাঠ – ৬ | বিচার বিভাগ |
পাঠ – ৭ | যুক্তরাষ্ট্রবাদ |
পাঠ – ৮ | স্থানীয় সরকার |
পাঠ – ৯ | জীবন্ত দলিলরূপে সংবিধান |
পাঠ – ১০ | সংবিধানের রাজনৈতিক দর্শন |
দ্বিতীয় খণ্ড | |
পাঠ – ১১ | রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা |
পাঠ – ১২ | স্বাধীনতা |
পাঠ – ১৩ | সমতা |
পাঠ – ১৪ | সামাজিক ন্যায় |
পাঠ – ১৫ | অধিকার |
পাঠ -১৬ | নাগরিকত্ব |
পাঠ -১৭ | জাতীয়তাবাদ |
পাঠ -১৮ | ধর্মনিরপেক্ষতা |
পাঠ -১৯ | শান্তি |
পাঠ -২০ | উন্নয়ন |
সঠিক উত্তর বেছে লেখোঃ
প্রশ্ন ১। Theory শব্দটি Theoria শব্দ হতে উদ্ভূত। ‘Theoria’ শব্দটি–
(ক) গ্রিক।
(খ) ইংরাজি।
(গ) রোমান।
(ঘ) ল্যাটিন।
উত্তরঃ (ক) গ্রিক।
প্রশ্ন ২। পলিটিক্স (Politics) কোন্ শব্দ হইতে উদ্ভূত হয়েছে?
(ক) গ্রিক শব্দ পলিস (Polis)।
(খ) ল্যাটিন শব্দ পলিস (Polis)।
(গ) ইংরেজি শব্দ পলিটিক্যাল (Political)।
(ঘ) গ্রিক শব্দ নগর–রাষ্ট্র (City-State)।
উত্তরঃ (ক) গ্রিক শব্দ পলিস (Polis)।
প্রশ্ন ৩। আমরা গান্ধীবাদী নীতিসমূহ ভারতীয় সংবিধানে সন্নিবেশিত …………. তে পাই।
(ক) মৌলিক অধিকারগুলো।
(খ) রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলো।
(গ) মৌলিক কর্তব্যগুলো।
(ঘ) উপরের সব কয়টি।
উত্তরঃ (খ) রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলো।
প্রশ্ন ৪। ‘পলিটিক্স’ শব্দ সর্বপ্রথম ব্যবহার করেন?
(ক) প্লেটো।
(খ) অ্যারিস্টটল।
(গ) সক্রেটিস।
(ঘ) মার্ক্স।
উত্তরঃ (খ) অ্যারিস্টটল।
প্রশ্ন ৫। Theory শব্দটি কোন্ শব্দ হতে উদ্ভূত?
(ক) Theoria.
(খ) Theoritical.
(গ) Theorem.
(ঘ) Theoring.
উত্তরঃ (ক) Theoria.
প্রশ্ন ৬। রাজনৈতিক চিন্তাবিদ কৌটিল্য (চাণক্য) কোন্ দেশের অধিবাসী ছিলেন?
(ক) দক্ষিণ আফ্রিকা।
(খ) শ্রীলঙ্কা।
(গ) গ্রিস।
(ঘ) ভারত।
উত্তরঃ (ঘ) ভারত।
প্রশ্ন ৭। ‘সাধারণ ইচ্ছা’-র ধারণাটি কে উদ্ভাবন করেছিলেন?
(ক) হবস্।
(খ) রুশো।
(গ) মন্টেস্কু।
(ঘ) লক।
উত্তরঃ (খ) রুশো।
প্রশ্ন ৮। কোনটি মার্ত্তবাদের বৈশিষ্ট্য নয়?
(ক) উদ্বৃত্ত মূল্য।
(খ) শ্রেণী সংগ্রাম।
(গ) ব্যক্তি স্বাধীনতা।
(ঘ) সর্বহারাদের একনায়কত্ব।
উত্তরঃ (গ) ব্যক্তি স্বাধীনতা।
প্রশ্ন ৯। কে রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা হতে পৃথক করে উল্লেখ করেছেন?
(ক) মেকিয়াভেলি।
(খ) কার্লমার্কস।
(গ) প্লেটো।
(ঘ) কৌটিল্য।
উত্তরঃ (ক) মেকিয়াভেলি।
প্রশ্ন ১০। কে ‘শ্রেণী সংগ্রাম’ তত্ত্বের উপস্থাপন করেছেন?
(ক) কার্লমার্কস।
(খ) অ্যারিস্টটল।
(গ) প্লেটো।
(ঘ) কৌটিল্য।
উত্তরঃ (ক) কার্লমার্কস।
প্রশ্ন ১১। নীচের কোন্ বাক্য রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য বা প্রকৃতি নয়?
(ক) রাজনৈতিক তত্ত্ব মানুষ, সমাজ ও রাষ্ট্রের ব্যাখ্যা করে।
(খ) রাজনৈতিক তত্ত্ব রাজনীতির সঙ্গে সামজিক, অর্থনৈতিক, নৈতিকতা ইত্যাদির সম্পর্ক আলোচনা করে।
(গ) রাজনৈতিক তত্ত্ব সমতা ও স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করে।
(ঘ) রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করে।
উত্তরঃ (ঘ)রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করে।
প্রশ্ন ১২। কে গণতন্ত্রের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন?
(ক) উড্র উইলসন।
(খ) আব্রাহাম লিংকন।
(গ) উইনস্টন চার্চিল।
(ঘ) রুজভেল্ট।
উত্তরঃ (খ) আব্রাহাম লিংকন।
প্রশ্ন ১৩। “রাজনীতি বিজ্ঞানের আরম্ভ এবং অন্ত রাষ্ট্রকে নিয়ে” – কথাটি বলেছেন লাস্কি/গার্ণার/বার্জেস (সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো)।
উত্তরঃ গার্ণার।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। রাজনৈতিক তত্ত্বের দুটি সংজ্ঞা দাও?
উত্তরঃ জে. জি. প্লেনো এবং আর. ই. রিগস এর মতে- “রাজনৈতিক তত্ত্ব হল একগুচ্ছ দর্শন বা চিন্তা যা রাজনৈতিক ঘটনাবলীর মূল্যায়ন, ব্যাখ্যা এবং ভবিষ্যদ্বাণী কৰে।”
জন প্রেমেন্ট–এর মতে– “রাজনৈতিকতত্ত্ব ধারা আমি সরকারের কতকগুলি কার্যের ব্যাখ্যা মনে করি না, সরকারের উদ্দেশ্যের সুবিন্যস্ত চিন্তাকেই মনে করি। ”
প্রশ্ন ২। পাশ্চাত্যের দু’জন বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদের নাম উল্লেখ করো?
উত্তরঃ প্লেটো এবং অ্যারিস্টটল।
প্রশ্ন ৩। দু’জন মহান ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদের নাম উল্লেখ করো?
উত্তরঃ কৌটিলা এবং মহাত্মা গান্ধী।
প্রশ্ন ৪। রাজনীতি বলতে কী বোঝ?
উত্তরঃ বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে রাজনীতি শব্দের মূল্যায়ন করেছেন। রাজনীতি একটি সার্বজনীন কার্যকলাপ’। রাজনীতি রাষ্ট্র ও সরকার, সমাজ, সংস্থা, শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল, স্বার্থান্বেষী গোষ্ঠী ইত্যাদির বিষয়ে আলোচনা করে। রাজনীতি হল ‘ক্ষমতার লড়াই’। তাই এই লড়াইয়ে জড়িত প্রতিটি কার্যকলাপই রাজনৈতিক কার্যকলাপ। এক কথায় বলা যায় যে সমাজের উন্নতির কারণে ব্যক্তির সঙ্গে ব্যাক্তির সম্পর্ক সামগ্রিক কার্যকলাপে লিপ্ত হলে রাজনীতিতে পরিণত হয়।
প্রশ্ন ৫। রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত যে কোনো দুটি বিষয়–এর উল্লেখ করো?
উত্তরঃ রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত বিষয় দুটি নিম্নরূপঃ
(ক) রাষ্ট্র ও সরকার হল রাজনৈতিক তত্ত্বের মূল বিষয়।
(খ) ক্ষমতা ও রাজনৈতিক আদর্শবাদ অধ্যয়ন।
প্রশ্ন ৬। সনাতনী রাজনৈতিক তত্ত্বের যে কোনো দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
উত্তরঃ সনাতনী রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ
(ক) সনাতনী রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হল নৈতিকতা ও মূল্যবোধ।
(খ) সনাতনী–রাজনৈতিক তত্ত্ব প্রধানত বিবরণমূলক; বিশ্লেষণমূলক নয়।
প্রশ্ন ৭। আধুনিক রাজনৈতিক তত্ত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তরঃ আধুনিক রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ
(ক) আধুনিক রাজনৈতিক তত্ত্বের মূল ভিত্তি হল বাস্তব ঘটনা ও তথ্যাদির অধ্যয়ন।
(খ) আধুনিক রাজনৈতিক তত্ত্ব বাস্তবতা ও মূল্যবোধকে পৃথক করে।
প্রশ্ন ৮। রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের পথে উদ্ভূত যে কোনো দুটি সমস্যার উল্লেখ করো?
উত্তরঃ রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নে দুটি সমস্যা নিম্নরূপঃ
(ক) বিজ্ঞান সম্মত তত্ত্বের অভাব।
(খ) মানুষের আচরণ পর্যবেক্ষণ করার অসুবিধা।
(গ) রাজনৈতিক তত্ত্বের যে-কোন বিষয়ে সর্বসম্মত নির্দিষ্ট সংজ্ঞার অভাব।
প্রশ্ন ৯। রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের যে–কোন দুটি উপযোগিতার উল্লেখ করো?
উত্তরঃ রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের দুটি উপযোগিতা নিম্নরূপঃ
(ক) রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন নূতন রাজনৈতিক তত্ব গঠনে সহায়তা করে।
(খ) রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় সমস্যা সমাধানে সহায়তা করে।
প্রশ্ন ১০। সনাতনী রাজনৈতিক তত্ত্ব ও আধুনিক রাজনৈতিক তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো?
উত্তরঃ সনাতনী রাজনৈতিক তত্ত্ব ও আধুনিক রাজনৈতিক তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপঃ
সনাতনী রাজনৈতিক তত্ত্ব
(ক) সনাতনী রাজনৈতিক তত্ত্বের পরিসর সংকীর্ণ।
(খ) সনাতনী রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হল নৈতিকতা।
আধুনিক রাজনৈতিক তত্ত্ব
(ক) আধুনিক রাজনৈতিক তত্ত্বের পরিসর ব্যাপক।
(খ) আধুনিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হল বাস্তবতা।
প্রশ্ন ১১। তুমি কি মনে করো তোমার একটি ভাল/দৃঢ় প্রত্যয় তর্ক অন্যকে বাধ্য করে তোমাকে শোনতে?
উত্তরঃ হ্যাঁ; আমাদের মতে ভাল/দৃঢ় প্রত্যয় যুক্তি অন্যকে আমাদের কথা শোনতে বাধ্য করবে।
প্রশ্ন ১২। ‘আর্ন্তজাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন’ কোথায়, কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ আর্ন্তজাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন’ ফ্রান্সের প্যারিস শহরে ১৯৪৮ সালে অনুষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন ১৩। রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলা হয় কেন?
উত্তরঃ রাষ্ট্রগুলি বর্তমানে বহুমুখী সমস্যার সমাধান করতে রাষ্ট্রবিজ্ঞানের সহায়তা নিচ্ছে। এই ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলক আলোচনা ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মতামত দিয়ে রাষ্ট্রকে সহায়তা করছে। এই কারণেই রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলা হয়।
প্রশ্ন ১৪। “ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতার যোগান দেয়” উইলোবির এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানীরা আধুনিক সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলি তুলে ধরে তুলনামূলক আলোচনার মাধ্যমে আদর্শ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে অভিমত দিতে ঐতিহাসিক তথ্যগুলিকে ভিত্তি স্বরূপ ধরেন। তাই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গভীরতা যোগান দেয়। এই কারণেই উইলোবির এই অভিমত যথার্থ।
প্রশ্ন ১৫। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গার্নারের অভিমত লেখো?
উত্তরঃ গার্নারের মতে, “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে।”
প্রশ্ন ১৬। রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন করে শেখা যায় এই রূপ যে কোন দুটি বিষয়ে লেখো?
অথবা,
রাজনৈতিক তত্ত্ব আমাদের কেন অধ্যয়ন করা উচিত? দুটি যুক্তি দাও।
উত্তরঃ রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন করে আমরা নিম্নবর্ণিত দুটি বিষয়ে শিক্ষা লাভ করতে পারিঃ
(ক) রাজনৈতিক তত্ত্ব আলোচনা করে কিছু নির্দিষ্ট ধারণা ও নীতি সম্পর্কে শিক্ষা লাভ করে সংবিধান, সরকার ও সামাজিক জীবন সম্পর্কে সুষ্ঠুভাবে ধারণা পোষণ করতে পারা যায়।
(খ) রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন করে কিছু বিশেষ নীতি, যেমন – আইনের নিয়ম (Rule of Law), ক্ষমতা পৃথকীকরণ (Separation of Power), বিচার সংক্রান্ত পুনর্বিচার (Judicial Review) ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।
প্রশ্ন ১৭। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রচিত বিখ্যাত দুটি গ্রন্থের উল্লেখ করো?
উত্তরঃ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রচিত বিখ্যাত দুটি গ্রন্থ হল– পলিটিক্স (Politics) এবং কনস্টিটিউশন (Constitution).
প্রশ্ন ১৮। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি দাও?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণা ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি ও তার কার্যাবলী, সরকার ও নাগরিকের সম্পর্ক, নাগরিকের আচার আচরণ সম্পর্কে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। রাজনৈতিক বিষয়ের শ্রেণীবিভাগ, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ হতে কতিপয় সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়, যা উপরোক্ত অবস্থায় প্রযুক্ত হতে পারে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়।
প্রশ্ন ১৯। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার পক্ষে একটি যুক্তি দাও?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর পরিধি বিস্তৃত এবং তা জটিল ও অনিশ্চিত। রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো নয়। রাষ্ট্রবিজ্ঞানে বিষয়বস্তুর পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও শ্রেণীবিন্যাস যা গবেষণাগারে পরীক্ষা–নিরীক্ষা করা সম্ভব নয়। এই জন্যই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যুক্তিযুক্ত নয়।
প্রশ্ন ২০। আধুনিক অর্থে কখন, কোথায় রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৮৯০ সালে আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রন্থ তালিকায় ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি আধুনিক অর্থে ব্যবহৃত হয়।
প্রশ্ন ২১। রাজনীতি ও রাজনীতিবিজ্ঞানের মধ্যে দুটি পার্থক্য দেখাও?
উত্তরঃ রাজনীতি ও রাজনীতিবিজ্ঞানের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপঃ
(ক) রাজনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। কিন্তু রাজনীতিবিজ্ঞান হল রাজনীতির তত্ত্বগত দিক।
(খ) রাজনীতি বিজ্ঞানে রাজনৈতিক নীতি ও মতবাদ সমূহ নিয়ে আলোচনা করা হয়। কিন্তু রাজনীতিতে রাজনৈতিক ক্রিয়াকলাপের বিষয় আলোচিত হয়।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.