Class 11 Political Science Chapter 14 সামাজিক ন্যায়, AHSEC Class 11 Students will find the solutions very useful for exam preparation. Class 11 Political Science Chapter 14 সামাজিক ন্যায় The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 11 Political Science Chapter 14 সামাজিক ন্যায় Solutions are free to use and easily accessible.
Class 11 Political Science Chapter 14 সামাজিক ন্যায়
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বই PDF, Assam Board Class 11 Political Science Question Answer in Bengali Class 11 Political Science Chapter 14 সামাজিক ন্যায় The sole purpose of the solutions is to assist students in learning the language easily. HS 1st Year Political Science Notes in Bengali, Class 11 All Books PDF File Download in Bengali Solution gives you a better knowledge of all the chapters. AHSEC Class 11 Political Science Solution in Bengali, HS 1st Political Science Suggestion in Bengali, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান Question answer in Bengali, Class 11 Political Science Chapter 14 সামাজিক ন্যায় The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. NCERT Class 11 Political Science Solution, will be able to solve all the doubts of the students. একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর, Class XI Political Science Question Answer in Bengali provided are as per the Latest Curriculum and covers all the questions from the NCERT/AHSEC Class 11 Political Science Textbooks Solution. একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023 Assam AHSEC Class 11 Political Science Suggestion are present on Roy Library’s website in a systematic order.
সামাজিক ন্যায়
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
দ্বিতীয় খণ্ড
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। প্লেটো তার কোন্ গ্রন্থে ন্যায়ের তত্ত্ব সম্পর্কে ধারণা নিয়েছেন?
উত্তরঃ “দি রিপ্লাবিক” (The Republic)।
প্রশ্ন ২। অ্যারিস্টটল তাঁর কোন্ গ্রন্থে ন্যায় সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তরঃ “দ্যা পলিটিক্স” (The Politics)।
প্রশ্ন ৩। ‘ A Theory of Justice’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ জন রাওলস্ (John Rawls)।
প্রশ্ন ৪। অ্যারিস্টটল প্রদত্ত যে কোনো এক প্রকার ন্যায়ের উল্লেখ করো?
উত্তরঃ বিতরণ মূলক ন্যায়।
প্রশ্ন ৫। ভারতীয় সংবিধানের কোন্ ধারায় আইনগত ন্যায়ের উল্লেখ আছে?
উত্তরঃ ২১ নং ধারায়।
প্রশ্ন ৬। ভারতীয় সংবিধানের কোন্ অনুচ্ছেদ অনুসারে ভারতে অস্পৃশ্যতা নিষিদ্ধ ঘোষিত হয়েছে?
উত্তরঃ ১৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।
প্রশ্ন ৭। ভারতে MNREGA ও IRDP কার্যসূচী কোন্ প্রকার ন্যায় প্রতিষ্ঠার জন্য চালু করা হয়েছে?
উত্তরঃ অর্থনৈতিক ন্যায়।
প্রশ্ন ৮। কোন প্রকার ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জমিদারি প্রথা নির্মূল করা হয়েছে?
উত্তরঃ সামাজিক ন্যায়।
প্রশ্ন ৯। ম্যাগসাই পুরস্কার কোন্ রাষ্ট্র বিনোভা ভাবেকে প্রদান করেছিল?
উত্তরঃ ফিলিপাইনস্ সরকার।
প্রশ্ন ১০। প্লেটোর “গণরাজ্য” বা Republic- এর ভিত্তি কী ছিল?
উত্তরঃ ন্যায়।
প্রশ্ন ১১। “ন্যায় হচ্ছে এমন কিছু একটা, যেটি শুধুমাত্র করা ন্যায়সঙ্গত এবং না–করা অসঙ্গত বুঝায় না, কিন্তু কিছু ব্যক্তিবর্গ আমাদের কাছে তাদের নৈতিক অধিকার হিসেবে দাবি করতে পারে।” – একথা কে বলেছেন?
উত্তরঃ জন স্টুয়ার্ট মিল।
প্রশ্ন ১২। বাজার বিতরণের স্বপক্ষে যে যুক্তিটি উপস্থাপিত হয়েছে সেটি উল্লেখ করো?
উত্তরঃ বাজার বিতরণের স্বপক্ষে যে যুক্তিটি উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে বাজার বিতরণ আমাদেরকে অধিকতর পছন্দের সুযোগ করে দেয়।
প্রশ্ন ১৩। “সত্য বলা এবং অপরের ঋণ পরিশোধের মাধ্যমে ন্যায় নিহিত।” – এটি কোন্ দার্শনিকের অভিমত?
উত্তরঃ গ্রিক দার্শনিক সেফালাস।
প্রশ্ন ১৪। “অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজ কার্য সুচারুরূপে সম্পন্ন করাকেই ন্যায় বলে।” – কার অভিমত?
উত্তরঃ প্লেটো।
প্রশ্ন ১৫। কোন জার্মান দার্শনিক ন্যায়ের ধারণাকে মানুষের মর্যাদার সঙ্গে যুক্ত করেছেন?
উত্তরঃ ইমানুয়েল কান্ট (Immanuel Kant)।
প্রশ্ন ১৬। বিতরণমূলক সুবিচারের ধারণাটি কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ অ্যারিস্টটল।
সঠিক উত্তর বেছে লেখোঃ
প্রশ্ন ১। ন্যায় বা ইংরেজি ‘জাস্টিস’ (Justice) শব্দটি জাস্ (Jus) শব্দ হতে উদ্ভূত হয়েছে। ‘জাস্’ (Jus) শব্দটি কোন্ ভাষার অন্তর্ভুক্ত?
(ক) ল্যাটিন ভাষা।
(খ) গ্রিক ভাষা।
(গ) ইংরেজি ভাষা।
(ঘ) ফরাসি ভাষা।
উত্তরঃ (ক) ল্যটিন ভাষা।
প্রশ্ন ২। ভারতীয় সংবিধানে কোনপ্রকার ন্যায়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে?
(ক) সামাজিক।
(খ) রাজনৈতিক।
(গ) অর্থনৈতিক।
(ঘ) বৃষ্টিগত।
উত্তরঃ (ক) সামাজিক।
প্রশ্ন ৩। কোন ধরনের শাসনব্যবস্থায় জনগণ সঠিক ন্যায় পেতে পারে?
(ক) একনায়কতন্ত্র।
(খ) সমষ্টিতন্ত্র।
(গ) রাজতন্ত্র।
(ঘ) গণতন্ত্র।
উত্তরঃ (ঘ) গণতন্ত্র।
S.L. No. | সূচীপত্র |
প্রথম খণ্ড | |
পাঠ – ১ | সংবিধান প্রণয়নঃ সংবিধানঃ কেন এবং কিভাবে? |
পাঠ – ২ | ভারতীয় সংবিধানে অধিকার |
পাঠ – ৩ | নির্বাচন ও প্রতিনিধিত্ব |
পাঠ – ৪ | সংসদীয় সরকারের কার্যপালিকা |
পাঠ – ৫ | কেন্দ্র ও রাজ্য |
পাঠ – ৬ | বিচার বিভাগ |
পাঠ – ৭ | যুক্তরাষ্ট্রবাদ |
পাঠ – ৮ | স্থানীয় সরকার |
পাঠ – ৯ | জীবন্ত দলিলরূপে সংবিধান |
পাঠ – ১০ | সংবিধানের রাজনৈতিক দর্শন |
দ্বিতীয় খণ্ড | |
পাঠ – ১১ | রাজনৈতিক তত্ত্বঃ এক ভূমিকা |
পাঠ – ১২ | স্বাধীনতা |
পাঠ – ১৩ | সমতা |
পাঠ – ১৪ | সামাজিক ন্যায় |
পাঠ – ১৫ | অধিকার |
পাঠ -১৬ | নাগরিকত্ব |
পাঠ -১৭ | জাতীয়তাবাদ |
পাঠ -১৮ | ধর্মনিরপেক্ষতা |
পাঠ -১৯ | শান্তি |
পাঠ -২০ | উন্নয়ন |
প্রশ্ন ৪। সামাজিক ন্যায় দাবি করে –
(ক) আইনগত ও রাজনৈতিক সমতা।
(খ) বৈষম্য সমূহের অনুপস্থিতি ও সমান সুযোগের উপস্থিতি।
(গ) অর্থনৈতিক সমতা ও পূর্ণ কর্ম সংস্থান।
(ঘ) সমান অধিকার ও স্বাধীনতা।
উত্তরঃ (খ) বৈষম্যসমূহের অনুপস্থিতি ও সমান সুযোগের উপস্থিতি।
প্রশ্ন ৫। নীচের কোনটি ন্যায়ের মৌলিক নীতি নয়?
(ক) সত্য।
(খ) আইনের দৃষ্টিতে সমান।
(গ) স্বাধীনতা।
(ঘ) সম্পত্তি।
উত্তরঃ (ঘ) সম্পত্তি।
প্রশ্ন ৬। ন্যায় পরিচালিত হয় ……. দ্বারা।
(ক) শাসন বিভাগ।
(খ) বিচার বিভাগ।
(গ) আইন বিভাগ।
(ঘ) রাজনৈতিক দলসমূহ।
উত্তরঃ (খ) বিচার বিভাগ।
প্রশ্ন ৭। কে যুক্তি দেখিয়েছেন যে রাজার ন্যায় রক্ষাকল্পে দোষীকে শান্তি এবং সাধুকে পুরষ্কৃত করা উচিত?
(ক) প্লেটো।
(খ) কনফুসিয়াস।
(গ) সক্রেটিস।
(ঘ) অ্যারিস্টটল।
উত্তরঃ (খ) কনফুসিয়াস।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। যে কোনো দুটি পৌর অধিকার উল্লেখ করো?
উত্তরঃ দুটি পৌর অধিকার হল–
(ক) জীবনের অধিকার। এবং
(খ) স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার।
প্রশ্ন ২। যে কোনো দুপ্রকার রাজনৈতিক অধিকার উল্লেখ করো?
উত্তরঃ দু প্রকার রাজনৈতিক অধিকার হল–
(ক) ভোটাধিকার। ও
(খ) নির্বাচিত হওয়ার অধিকার।
প্রশ্ন ৩। যে কোনো দু প্রকার অর্থনৈতিক অধিকার উল্লেখ করো?
উত্তরঃ দু প্রকার অর্থনৈতিক অধিকার হলঃ
(ক) কর্মের অধিকার। ও
(খ) পর্যাপ্ত পারিশ্রমিকের অধিকার।
প্রশ্ন ৪। ন্যায়ের যে কোনো দুটি মৌলিক নীতি উল্লেখ করো?
উত্তরঃ (ক) সততা।
(খ) স্বাধীনতা।
(গ) আইনের দৃষ্টিতে সমান।
প্রশ্ন ৫। ন্যায়ের যে কোনো দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তরঃ ন্যায়ের দুটি মৌলিক বৈশিষ্ট্য হল নিম্নরূপঃ
(ক) সততাঃ সততা হল ন্যায়ের প্রধান ভিত্তি। সততার অর্থ হল ঘটনার প্রকৃত তথ্য উপস্থাপন করা।
(খ) আইনের চক্ষে সমানঃ সকল নাগরিকই আইনের চক্ষে সমান। জাতি, বর্ণ, ধর্ম প্রভৃতির ভিত্তিতে নাগরিকদের বৈষম্য করা উচিত নয়।
প্রশ্ন ৬। ন্যায়ের যে কোন দুটি নীতি উল্লেখ করো?
উত্তরঃ ন্যায়ের দুটি নীতি হল নিম্নরূপঃ
(ক) সকলের প্রতি সম–আচরণ।
(খ) সমানুপাতিক ন্যায়।
(গ) বিশেষ প্রয়োজনের স্বীকৃতি।
প্রশ্ন ৭। দুজন মহান চিন্তাবিদদের নাম করো যাদের মতে, অন্যায় ন্যায় অপেক্ষা অধিকতর ভাল।
উত্তরঃ গ্লৌকন (Glaucon) এবং অ্যাডিমেন্টাস (Adeimantus )।
প্রশ্ন ৮। মুক্ত বাজার অর্থনীতির দুটি সুবিধা উল্লেখ করো?
উত্তরঃ মুক্ত বাজার অর্থনীতির দুটি সুবিধা হলঃ
(ক) মুক্ত বাজার অর্থনীতি ব্যক্তির সর্বোচ্চ মুনাফা লাভের জন্য স্বাধীনভাবে প্রতিযোগিতার সুযোগ প্রদান করে।
(খ) জনগণকে অধিকতর পছন্দের সুযোগ করে দেয়।
প্রশ্ন ৯। মুক্ত বাজার অর্থনীতির দুটি অসুবিধা উল্লেখ করো?
উত্তরঃ মুক্ত বাজার অর্থনীতির অসুবিধাগুলো হল নিম্নরূপঃ
(ক) মুক্ত প্রতিযোগিতা ধনিক শ্রেণীর জন্য কল্যাণকর হলেও এটা দরিদ্র শ্রেণীর জন্য ক্ষতিকর।
(খ) মুক্ত বাজার অর্থনীতি সকলকে মৌলিক দ্রব্য ও সেবা সমূহের যোগান দিতে পারে না।
প্রশ্ন ১০। অ্যারিস্টটলের দু প্রকার ন্যায় উল্লেখ করো?
উত্তরঃ অ্যারিস্টটলের দুপ্রকার ন্যায় নিম্নরূপঃ
(ক) সংশোধনমূলক ন্যায় (Corrective Justice)।
(খ) বিতরণ মূলক ন্যায় (Distributive Justice)।
প্রশ্ন ১১। ন্যায়ের যে কোনো দুটি সংজ্ঞা দাও?
উত্তরঃ গ্রিক দার্শনিক সেফালাস–এর মতে “সত্য বলা ও অপরের ঋণ পরিশোধের মধ্যে ন্যায় নিহিত।”
প্লেটোর মতে – “অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজ কার্য সুচারুরূপে সম্পন্ন করাকেই ন্যায় বলে।”
প্রশ্ন ১২। ভারতীয় রাষ্ট্রে নাগরিকদের সামাজিক ন্যায় রক্ষাকল্পে গৃহীত যে কোনো দুটি ব্যবস্থা উল্লেখ করো?
উত্তরঃ ভারতীয় রাষ্ট্রের নাগরিকদের সামাজিক ন্যায় রক্ষার্থে গৃহীত ব্যবস্থা দুটি হলঃ
(ক) সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ সমাজে অস্পৃশ্যতা নিষিদ্ধ করেছে।
(খ) ভূমি সংস্কার কার্যকরী হয়েছে।
প্রশ্ন ১৩। সামাজিক ন্যায় বলতে তুমি কী বোঝ?
উত্তরঃ সামাজিক ন্যায় কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সংখ্যালঘুর নিরাপত্তা প্রদান, দারিদ্রতা দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ, বেকার সমস্যার সমাধান প্রভৃতি সামাজিক ন্যায়ের বিষয়বস্তু। প্রয়োজনীয় দ্রব্যের স্বাভাবিক যোগানও সামাজিক ন্যায়ের বিষয়। সমাজে দরিদ্র শ্রেণীর উন্নতি সামাজিক ন্যায় স্থাপনের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। জনগণের অধিকার ও সামাজিক স্বার্থ রক্ষার সামঞ্জস্য রক্ষার মাধ্যমেই সামাজিক ন্যায় পরিলক্ষিত হয়।
প্রশ্ন ১৪। অর্থনৈতিক ন্যায় বলতে তুমি কী বোঝ?
উত্তরঃ অর্থনৈতিক ন্যায় সামাজিক ন্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থনৈতিক ন্যায় ব্যতীত অন্যান্য সকলপ্রকার ন্যায় অর্থহীন। অর্থনৈতিক ন্যায় স্থাপনের জন্য জনগণকে কাজের ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করতে হবে এবং যথাযথ পারিশ্রমিক প্রদান করতে হবে। অর্থনৈতিক ন্যায় সমাজে প্রতিষ্ঠা হলে ধনিক শ্রেণী দরিদ্র শ্রেণীকে শোষণ করতে পারবে না। সমাজের জনগণ সমানভাবে অর্থনৈতিক নিরাপত্তা লাভ করবে এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে।
প্রশ্ন ১৫। সামাজিক ন্যায়ের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তরঃ সামজিক ন্যায়ের দুটি বৈশিষ্ট্য হল নিম্নরূপঃ
(ক) সমাজের সকল ব্যক্তির জন্য সমান সুযোগ প্রদান করা।
(খ) জাতি, ধর্ম, বর্ণ অথবা জন্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্যের সৃষ্টি না করা।
প্রশ্ন ১৬। বিতরণমূলক ন্যায়ের সংজ্ঞা দাও?
উত্তরঃ সমাজব্যবস্থায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য আইন ও নীতির সমানভাবে বাস্তবায়ন করা একান্ত জরুরি। সামাজিক ন্যায় সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণের মধ্যে সেবা ও সুবিধা সমভাবে বণ্টনের ব্যবস্থা করবে। আর্থিক ও সামাজিক বৈষম্য দূর করে গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে সমাজের সর্বস্তরে পূর্ণবণ্টন করা উচিত।
প্রশ্ন ১৭। সামাজিক ন্যায় ও অর্থনৈতিক ন্যায়ের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো?
উত্তরঃ সামাজিক ন্যায় ও অর্থনৈতিক ন্যায়ের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপঃ
(ক) সামাজিক ন্যায় দাবি করে সামাজিক বৈষম্যের অনুপস্থিতি এবং সকলের জন্য সুযোগের উপস্থিতি। আর অর্থনৈতিক ন্যায় জনগণের অর্থনৈতিক নিরাপত্তা দাবি করে।
(খ) সংখ্যালঘুর নিরাপত্তা প্রদান, দারিদ্র দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ প্রভৃতি সামাজিক ন্যায়ের বিষয়বস্তু। অন্যদিকে কাজের অধিকার লাভে সমান সুযোগ–সুবিধা, উপযুক্ত মজুরি লাভ ইত্যাদি অর্থনৈতিক ন্যায়ের বিষয়বস্তু।
প্রশ্ন ১৮। মুক্ত বাজার এবং বেসরকারি উদ্যোগের সমর্থনে যে যুক্তিটি প্রায়ই প্রদর্শন করা হয়, সেটি উল্লেখ করো?
উত্তরঃ মুক্ত বাজার এবং বেসরকারি উদ্যোগের সমর্থনে যে যুক্তিটি প্রায়ই প্রদর্শন করা হয়, সেটি হল তাদের প্রদান করা গুণগত সেবা এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি প্রতিষ্ঠান থেকে অধিকতর উন্নত মানের হয়।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। গান্ধীজীর “বিশ্বস্ততা নীতি” – র অর্থ লেখো?
অথবা,
গান্ধীজীর বিশ্বস্ততার ধারণা দাও?
উত্তরঃ গান্ধীজীর মতে, সমাজের ধনিক শ্রেণী নিজেদেরকে তাদের সম্পত্তির একমাত্র মালিক বলে ভাবা উচিত নয়। তারা নিজেদেরকে কেবল সমাজের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করার বিশ্বস্ত হিসেবে ভাবা উচিত। তারা মানব সেবার জন্য তাদের সম্পত্তির ব্যবহার করা উচিত। গান্ধীজীর মতে, আমাদের প্রয়োজনের অতিরিফ সম্পদ হাতে রাখা উচিত নয়।
প্রশ্ন ২। ন্যায় সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের অভিমত লেখো?
উত্তরঃ ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে, – “ন্যায় হচ্ছে এমন কিছু একটা যেটি কেবলমাত্র করা ন্যায় সঙ্গত এবং তা না করা অসঙ্গত বোঝায় না, কিন্তু কিছু ব্যক্তি বর্গ আমাদের কাছে তাদের নৈতিক অধিকার হিসাবে দাবি করতে পারে।”
জন স্টুয়ার্ট মিলের ন্যায় অধিকারও স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। তাঁর মতে ন্যায় হল সেই অধিকার যা বাতীত মানুষের নিরাপত্তা বিপদাপন্ন হয়ে পড়বে। ব্যক্তি ন্যায়কে নৈতিক অধিকার হিসেবে সমাজের কাছে দাবি করতে পারে।
প্রশ্ন ৩। বিনোভা ভাবের ভূ–ধন যজ্ঞ বা ভূ–খন আন্দোলন সম্পর্কে ধারণা দাও।
উত্তরঃ আচার্য বিনোভা ভাবে গান্ধীজীর একজন মহান শিষ্য ছিলেন। তিনি ১৯৫০ সালে ভূ–ধন যজ্ঞ বা ভূ–ধন আন্দোলন আরম্ভ করেন। এই আন্দোলনের নীতি হল চাষীদের ভূমিদান। সকলের কল্যাণ বা সর্বোদয় ছিল তাঁর আদর্শ। তিনি হয় নিযুতের চেয়েও বেশি ভূমি সংগ্রহ করে সেই ভূমি ভূমিহীনদের মধ্যে বণ্টন করেছিলেন। তিনি ১৯৫৯ সালে তাঁর মহান কার্যের জন্য ফিলিপাইন সরকার কর্তৃক প্রদত্ত ম্যাগসাই পুরস্কার পেয়েছিলেন।
প্রশ্ন ৪। বিভিন্ন প্রকার ন্যায় সম্পর্কে আলোচনা করো?
অথবা,
বিভিন্ন প্রকার ন্যায় আলোচনা করো?
উত্তরঃ বিভিন্ন প্রকার ন্যায় নিম্নে আলোচনা করা হলঃ
(ক) আইনগত ন্যায়ঃ এই ন্যায়ের ভিত্তি হল আইন। প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। যে কোনো ব্যক্তিকে তার অপরাধ অনুযায়ী আইনের মাধ্যমে শান্তি দেওয়া হয়।
(খ) রাজনৈতিক ন্যায়ঃ একটি নির্দিষ্ট বয়সে জনগণকে ভোটাধিকার প্রদান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকারকে রাজনৈতিক ন্যায় বলে। শাসনকার্যে অংশ গ্রহণ করবার অধিকারকে সংক্ষেপে রাজনৈতিক ন্যায় বলা হয়।
(গ) সামাজিক ন্যায়ঃ সামাজিক ন্যায় কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সংখ্যালঘুর নিরাপত্তা প্রদান, দারিদ্রতা দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ, বেকার সমস্যার সমাধান প্রভৃতি সামাজিক ন্যায়ের বিষয়বস্তু। প্রয়োজনীয় দ্রব্যের স্বাভাবিক যোগানও সামাজিক ন্যায়ের বিষয়। সমাজে দরিদ্র শ্রেণীর উন্নতি সামাজিক ন্যায় স্থাপনের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। জনগণের অধিকার ও সামাজিক স্বার্থ রক্ষার সামঞ্জস্য রক্ষার মাধ্যমেই সামাজিক ন্যায় পরিলক্ষিত হয়।
(ঘ) অর্থনৈতিক ন্যায়ঃ অর্থনৈতিক ন্যায় সামাজিক ন্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অর্থনৈতিক ন্যায় ব্যতীত অন্যান্য সকলপ্রকার ন্যায় অর্থহীন। অর্থনৈতিক ন্যায় স্থাপনের জন্য জনগণকে কাজের ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করতে হবে এবং যথাযথ পারিশ্রমিক প্রদান করতে হবে। অর্থনৈতিক ন্যায় সমাজে প্রতিষ্ঠা হলে ধনিক শ্রেণী দরিদ্র শ্রেণীকে শোষণ করতে পারবে না। সমাজের জনগণ সমানভাবে অর্থনৈতিক নিরাপত্তা লাভ করবে এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে।
প্রশ্ন ৫। অর্থনৈতিক ন্যায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো?
উত্তরঃ অর্থনৈতিক ন্যায়ের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ
(ক) মুষ্টিমেয় কয়েকজনের হাতে সমাজের সকল সম্পদ কেন্দ্রিয়ভূত হওয়ার বিরোধী।
(খ) ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে বৈষম্যের বিরোধী।
(গ) দরিদ্র শ্রেণীর জীবনধারণের ন্যূনতম মানদণ্ড বজায় রাখা।
প্রশ্ন ৬। মুক্ত বাজার অর্থনীতি বলতে কী বোঝ? এর সুবিধাসমূহ কী কী?
উত্তরঃ মুক্ত বাজারের সমর্থকগণ মনে করেন যে যতটুকু সম্ভব সম্পত্তির মালিক হতে এবং অন্যদের সহিত মূল্য ও পারিশ্রমিক এবং লাভ সম্পর্কিত অঙ্গীকারে আবদ্ধ হতে ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া উচিত। তাদের প্রত্যককে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্যে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় স্বাধীনতা দেওয়া উচিত। এরূপ অর্থনীতিকে মুক্ত বাজার বা মুক্ত অর্থনীতি বলা হয়।
মুক্তবাজার অর্থনীতির সুবিধাগুলো নিম্নরূপঃ
(ক) জনগণকে অধিকতর পছন্দের সুযোগ করে দেয়।
(খ) সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য পারস্পরিক প্রতিযোগিতায় স্বাধীনতা দেওয়া হয়। ফলে সমাজে উৎপাদন বৃদ্ধি পায়।
(গ) সম্পত্তির মালিক হতে এবং অন্যদের সঙ্গে মূল্য ও পারিশ্রমিক এবং লাভ সম্পর্কিত অঙ্গীকারে আবদ্ধ হতে ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া হয়।
(ঘ) বাজারে রাষ্ট্রীয় হস্তক্ষেপ না থাকার দরুন লেনদেন, লাভ ও বণ্টন ব্যবস্থা সুন্দর হয়।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.