Class 3 Bengali Question Answer Chapter 11 কারিগর পাখি, is a textbook prescribed by the Assam SEBA Board Class 3 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 3 Bengali Question Answer Chapter 11 কারিগর পাখি The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 3 Bengali Question Answer Chapter Class 3 Bengali Question Answer Chapter 11 কারিগর পাখি Solutions are free to use and easily accessible.
Class 3 Bengali Question Answer Chapter Class 3 Bengali Question Answer Chapter 11 কারিগর পাখি
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Class 3 Ankuran in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 3 Bengali Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA Board Class III Bengali Textbooks Books Solutions will be able to solve all the doubts of the students. Class 3 Bengali Suggestion, Class 3 Bengali Notes Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam SEBA Board Class 3 Model Activity Task. Class 3 Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.
কারিগর পাখি
ক্রিয়াকলাপ |
ক— পাঠভিত্তিক |
১। পাঠটি পড়ো এবং নীচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(ক) বাবুই পাখি কোথায় থাকে?
উত্তরঃ ভারতবর্ষের প্রায় সব অঞ্চলে বাবুই পাখি থাকে
(খ) বাবুই পাখি কী কী খায়?
উত্তরঃ বাবুই পাখি ধান , সরষে , ডাল, ঘাসের বিচি, ফলমূল, কীটপতঙ্গ প্রভৃতি খায় ।
গ) বাবুই পাখির বাসার বর্ণনা দাও।
উত্তরঃ খেজুর, সুপারি , নারকেল,তাল ইত্যাদি উঁচু গাছের বাবুই পাখি বাসা বানায়। এসব গাছের লম্বা পাতা থেকে আঁশ বের করে সেই আঁশ দিয়ে এই বাসা তৈরী হয়। বাসগুলি দেখতে অনেকটা উল্টানো কুঁজোর মতো। বাসা গুলি যথেষ্ট শক্ত পোক্ত, ঝড়বৃষ্টিতে এর কোন ক্ষতি হয় না ।বাসার উপরের ও নীচের অংশ সরু এবং মাঝের অংশ বেশ প্রশস্ত। নীচের দিকে একটা ছোট্ট ফুটো থাকে সেখানে থেকে শুধুমাত্র বাবুই পাখিই যাতায়াত করতে পারে। মাঝের প্রশস্ত অংশে বাবুই পাখি ডিম পাড়ে ও বাচ্চা লালন পালন কর।
২। শব্দগুলোর অর্থ লেখোঃ
আঁশ, পার্থক্য, বিভিন্ন, নিপুণ, কারিগর, প্রজাতি, প্রশস্ত, চিহ্নিত,পোক্ত,অঞ্চল ।
উত্তরঃ
৩। বাবুই পাখিকে কারিগর পাখি কেন বলা হয়, বলো ও লেখো।
উত্তরঃ দর্জিরা যেমন তুলো ও সুতো দিয়ে কাপড় বানায়, বাবুই পাখি তেমনি লম্বা পাতার আঁশ বের করে সেই আঁশ দিয়ে নিপুণতার সঙ্গে বাসা বানায় । বাসা বানানোর নিপুণতার জন্য বাবুই পাখিকে কারিগর পাখি বলা হয়।
৪। পাঠটি থেকে শব্দ খুঁজে এনে শূন্যস্থানে বসাও।
আমি _______ পাখি। আমাদের _______ প্রজাতি আছে। _______ প্রায় সব অঞ্চলেই আমরা থাকি। ধান, সরষে , ডাল _______ ফল মূল আর কীট – পতঙ্গ আমাদের প্রিয় _______
উত্তরঃ আমি বাবুই পাখি। আমাদের বিভিন্ন প্রজাতি আছে। ভারতবর্ষের প্রায় সব অঞ্চলেই আমরা থাকি। ধান, সরষে, ডাল, ঘাসের বিচি , ফল – মূল আর কীট – পতঙ্গ আমাদের প্রিয় খাদ্য।
S.L. No. | সূচি-পত্র |
অধ্যায় -১ | আমাদের গ্রাম |
অধ্যায় -২ | একতার বল |
অধ্যায় -৩ | আমাদের গ্রাম |
অধ্যায় -৪ | উচিত শিক্ষা |
অধ্যায় -৫ | সুমনার চিঠি |
অধ্যায় -৬ | ময়ূরের জন্মকথা |
অধ্যায় -৭ | সবরমতী আশ্রমে গান্ধিজি |
অধ্যায় -৮ | ছড়ার মজা / গানের ভুবন |
অধ্যায় -৯ | সেই সাহসী মেয়েটি |
অধ্যায় -১০ | আব্দুলদের নতুন ট্র্যাক্টর |
অধ্যায় -১১ | কারিগর পাখি |
অধ্যায় -১২ | চলো, শিবসাগর বেড়িয়ে আসি |
অধ্যায় -১৩ | শ্রমের মর্যাদা |
অধ্যায় -১৪ | আমার মা |
খ — ভাষা অধ্যয়ন ব্যবহারিক ব্যাকরণ |
১। এসো, বাক্য গঠন করি।
পতঙ্গ আঁশ
উত্তরঃ পতঙ্গ — প্রজাপতি একটি পতঙ্গ।
আঁশ — পাট গাছের আঁশ দিয়ে বস্তা হয়।
২। এবার, নীচের যুক্তবর্ণগুলো গঠন করো।
চিহ্ন — হ্ন হ + ন হ এ ন হ্ন
পূর্বাহ্ল — হ্ল হ + ণ হ এ ণ হ্ল
ঞ্চ স্ত ষ্ট চ্চ যুক্তবর্ণগুলো নীচের সঠিক খালি ঘরগুলোতে বসিয়ে শব্দগুলো সম্পূর্ণ করো ও পড়ো।
আরও কিছু যুক্তবর্ণ জেনে নাও, গঠন করো ও পড়ো।
চ + ছ চ-এ ছ _____ ঞ + জ ঞ-এ জ _____
উত্তরঃ চ + ছ চ – এ ছ চ্ছ
ঞ + জ ঞ – এ জ জ্ঞ
৩। এসো, নতুন শব্দগুচ্ছের সঙ্গে পরিচিত হই।
‘ তাসের ঘর ‘ মানে যা সহজেই ভেঙ্গে যায়।
‘ চোখের মণি ‘ মানে আদরের
‘ একাই একশো ‘ মানে সব কাজে সমান পারদর্শী
‘ চোখে চোখে রাখা ‘ মানে সতর্ক দৃষ্টি রাখা।
এখন ওপরের শব্দগুচ্ছ দিয়ে নীচের বাক্যগুলো পূর্ণ করো।
( ক ) ভূমিকম্পে বাড়ি – ঘরগুলো _________ ঘরের মতো ভেঙ্গে গেল।
উত্তরঃ ভূমিকম্পে বাড়ি – ঘরগুলো তাসের ঘরের মতো ভেঙ্গে গেল।
( খ ) আমরা ঠাকুমার চোখের _________।
উত্তরঃ আমরা ঠাকুমার চোখের মণি।
( গ ) রুপম খুব দুষ্টু, ওকে _________ রাখা দরকার।
উত্তরঃ রুপম খুব দুষ্টু, ওকে চোখে চোখে রাখা দরকার ।
( ঘ ) আমাদের দিদিমণি একাই _________।
উত্তরঃ আমাদের দিদিমণি একাই একশো।
গ — জ্ঞান সম্প্রসারণ |
১। কাকে কী বলে লেখো।
( ক ) যিনি বিশেষ উপকরণের সাহায্যে শিল্পদ্রব্য নির্মাণ করেন। — কারিগর
( খ ) যিনি কাপড় বোনেন —
( গ ) যিনি লোহার সামগ্রী তৈরি করেন —
( ঘ ) যিনি সোনা – রূপার অলংকার গড়েন —
উত্তরঃ ( খ ) যিনি কাপড় বোনেন — তাঁতি।
( গ ) যিনি লোহার সামগ্রী তৈরি করেন — কামার।
( ঘ ) যিনি সোনা – রূপার অলংকার গড়েন — স্বর্ণকার।
২। আমি কে বলো।
( ক ) আমি বসন্তকালে মিষ্টি সুরে ডাকি, কাকের বাসায় ডিম পাড়ি ।
আমার নাম ___________।
উত্তরঃ কোকিল।
( খ ) আমার ঠোঁট লাল, শরীর সবুজ, আমি মানুষের মতো কথা বলি।
আমার নাম ___________।
উত্তরঃ টিয়া।
( গ ) আমার শরীর সাদা , পা দুটি লম্বা , আমি খাল – বিল থেকে মাছ খুঁজি ।
আমার নাম ___________।
উত্তরঃ বক/সারস।
( ঘ ) আমার শরীর নীল, বুকটি লাল – হলদে আর আমি লম্বা ঠোঁট দিয়ে জল থেকে মাছ ধরে খাই।
আমার নাম ___________।
উত্তরঃ মাছরাঙা।
৩। এসো, পড়ি।
রঞ্জন ভালো ছেলে। সে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। ওদের অঞ্চলে অনেক উচ্চ শিক্ষিত লোক আছেন। রঞ্জনের ইচ্ছা মে সে বড়ো হয়ে একজন দক্ষ কারিগর হবে। তার মা-বাবার মনোবাঞ্ছা পূর্ণ করতে চায়।
ওপরের অংশটি থেকে মুক্ত বর্ণ যুক্ত শব্দ বেছে বের করে খাতায় লেখো।
উত্তরঃ
৪। এসো,সবাই মিলে কবি রজনীকান্ত সেনের বিখ্যাত ‘বাবুই ও চড়াই’ কবিতাটি পাঠ করি।
বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই
“ কুঁড়ে – ঘরে থেকে কর শিল্পের বড়াই?
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে!”
বাবুই হাসিয়া কহে, “ সন্দেহ কি তায়?
কষ্ট পাই , তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।”
৫। কবিতার মধ্যে যুক্তবর্ণের শব্দগুলো খুঁজে বের করে গোলচিহ্ন দাও ও পড়ো।
উত্তরঃ ল্প, ট্ট, ষ্ট, ন্দ
৬। দিলে বিভক্ত হয়ে বর্ণ জালটি থেকে বর্ণ খুঁজে পাখির নাম গঠন করে তোমার খাতায় লেখো। যে দল বেশি নাম লিখতে পারবে সেই দলটি জয়ী হবে।
উত্তরঃ চিল, কাকাতুয়া, কাক, কোয়েল, ঘুঘু, কাঠঠোকরা, ময়ূর, বুলবুলি, ময়না, চড়ুই, শালিক।
ঘ — প্রকল্প |
১। কিছু পাখির ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো। ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সেগুলোর ঠোঁট ও গায়ের রঙের বর্ণনা লেখো।
বাবুই পাখির বাসার ছবি এঁকে তোমার পছন্দমতো রং দাও।
উত্তরঃ নিজে করো।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.