Class 4 Bengali Question Answer Chapter 9 অসমের কাঁসা শিল্প

Join Roy Library Telegram Groups

Class 4 Bengali Question Answer Chapter 9 অসমের কাঁসা শিল্প, is a textbook prescribed by the Assam SEBA Board Class 4 Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 4 Bengali Question Answer Chapter 9 অসমের কাঁসা শিল্প The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 4 Bengali Question Answer Chapter 9 অসমের কাঁসা শিল্প Solutions are free to use and easily accessible.

Class 4 Bengali Question Answer Chapter 9 অসমের কাঁসা শিল্প

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Class 4 Ankuran in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 4 Bengali Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA Board Class IV Bengali Textbooks Solutions will be able to solve all the doubts of the students. Class 4 Bengali Suggestion, Class 4 Bengali Notes Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam SEBA Board Class 4 Model Activity Task. Assam SEBA Board Class 4 Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

অসমের কাঁসা শিল্প

ক্রিয়াকলাপ

• পাঠটি পড়ো, উত্তর বলো ও লেখো।

1. অম্লান ও অনন্যা কার বাড়িতে বেড়াতে এসেছে?

উত্তরঃ অম্লান ও অনন্যা লামডিং-এ ‘মাসির বাড়িতে বেড়াতে এসেছে।

2. মাসি তাদের কীসের বাটিতে জলখাবার খেতে দিয়েছিলেন?

উত্তরঃ মাসি তাদের সুন্দর ঝকঝকে কাঁসার বাটিতে জলখাবার খেতে দিয়েছিলেন।

3. কাঁসার বড়ো বাটিকে কী বলা হয়?

উত্তরঃ কাঁসার বড়ো বাটিকে জামবাটি বলা হয়।

4. কাঁসা-পিতলের কারখানায় কীভাবে বাসন-কোসন গড়া হয়?

উত্তরঃ কারখানায় হাতুড়ি পিটিয়ে এবং যন্ত্রপাতি ব্যবহার করে নানা ধরনের বাসন-কোসন গড়া হয়।

5. অসমে কাঁসা শিল্প কোন শিল্পের অন্তর্গত?

উত্তরঃ অসমে কাঁসা শিল্প ‘কুটির শিল্পের’ অন্তর্গত।

6. কাঁসা শিল্প সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো।

উত্তরঃ কাঁসা এক ধরনের মিশ্র ধাতু। তামা আর রাং পরিমাণ মত মিশিয়ে আগুনে গলিয়ে কাঁসা তৈরি করা হয়। তারপর কারখানায় হাতুড়ি পিটিয়ে ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে নানাপ্রকার বাসন-কোসন, শিল্পসামগ্রী তৈরি করা হয়। অসমের সার্থেবাড়ি কাঁসাশিল্পের জন্য খুব বিখ্যাত। কাঁসা শিল্পে অসমের কুটির শিল্পের পর্যায়ে পড়ে। কাসা শিল্প অসমের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং বহু অসমবাসীর জীবিকা নির্বাহের মাধ্যম।

7. পাঠে উল্লিখিত বিভিন্ন ধরনের কাঁসার সামগ্রীর নাম লেখো।

উত্তরঃ জামবাটি, ঘণ্টা, পিলসুজ, প্রদীপ, থালা, বাটি, গ্লাস, শরাই, গন্ডার, তরোয়াল, রেকাবি ইত্যাদি।

8. অসমের কোন কোন শহর কাঁসা-পিতলের শিল্পের জন্য বিখ্যাত?

উত্তরঃ সার্থেবাড়ি, হাজো।

9. পাঠে ‘ফুটফুটে জ্যোৎস্না’, ‘ঝকঝকে বাটি’, ‘ছটফটে অরুন্ধতী ‘ শব্দগুলো পেয়েছ। নিম্নরেখ শব্দগুলোর অর্থ জেনে নিয়ে খাতায় লেখো।

উত্তরঃ ফুটফুটে- অত্যন্ত উজ্জ্বল। ঝকঝকে- অত্যন্ত পরিষ্কার। ছটফটে—দুরন্ত।

10. শব্দ-সম্ভার থেকে নীচের শব্দের অর্থগুলো খুঁজে নিয়ে লেখো।

শোভা, জ্যোৎস্না, কাঁসা, রাং, ঢাল

উত্তরঃ

শোভাসৌন্দর্য, দীপ্তি, কান্তি, বাহার
জ্যোৎস্নাচাঁদের আলো, চন্দ্রকিরণ
কাঁসাতামা ও রাং-এর এক মিশ্র ধাতু
রাংটিন
ঢালবর্ম

11. নীচের বাক্যটির ভাব বুঝে নিয়ে লেখো।

“কাঁসা-শিল্প আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ।”

উত্তরঃ সংস্কৃতির মাধ্যমে একটি জাতির পরিচয় ফুটে ওঠে। সংস্কৃতি সভ্যতাজনিত অনুশীলন। অবিচ্ছেদ্য কথাটির অর্থ যার সঙ্গে কখন‌ও ছাড়াছাড়ি হয় না। অসমের মানুষ দীর্ঘদিনের প্রচেষ্টায় বিভিন্ন শিল্পকর্ম আয়ত্ত্ব করেছে। কাঁসা শিল্প এই প্রকার এক শিল্প যা অসমের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। যেমন- সার্থেবাড়ির নাম উঠলেই সবার আগে কাঁসার কথা মনে পড়ে।

S.L. No.সূচি-পত্র
অধ্যায় -১সকল দেশের সেরা
অধ্যায় -২একটি মিশমি রূপকথা
অধ্যায় -৩কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা
অধ্যায় -৪ফলার বর্ণন
অধ্যায় -৫কাচ আবিষ্কার
অধ্যায় -৬নেপাল ও গোপাল
অধ্যায় -৭প্রভাতি
অধ্যায় -৮বীরাঙ্গনা মুলাগাভরু
অধ্যায় -৯অসমের কাঁসা শিল্প
অধ্যায় -১০ঝড়
অধ্যায় -১১মহাবাহু ব্রহ্মপুত্র
অধ্যায় -১২অবসরের ব্যবহার
অধ্যায় -১৩জন্মদিনের আয়োজন
অধ্যায় -১৪মজার দেশ

খ—ভাষা অধ্যয়ন (ব্যবহারিক ব্যাকরণ)

1. এসো, যুক্তবর্ণ ভেঙে পড়ি ও লিখি:

তীক্ষ্ণক্ষ+ণক্ষ-এ  ণক্ষ্ণতীক্ষ্ণ
প্ৰাহ্নহ+ণহ-এ   ণহ্নপ্ৰাহ্ন
অহ্নহ+নহ-এ   নহ্নঅহ্ন

2. এসো, যুক্তবর্ণ গঠন করি:

ক্ষ+ণক্ষ-এ   ণক্ষ্ণ
হ+ণহ-এ    ণহ্ন
হ+নহ-এ    নহ্ন

3. পাঠের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও:

4. নীচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রত্যেকটি যুক্তবর্ণ দিয়ে দুটি করে শব্দ লেখো।

ক্ত   ক্র  অন্ত

উত্তরঃ 

5. বাক্য রচনা করো।

ঢাল-তরোয়াল, বাসন-কোসন, থালা-বাটি, কাঁসা-পিতল, যন্ত্রপাতি, শিল্পসামগ্রী

উত্তরঃ ঢাল-তরোয়াল- প্রাচীনকালে যুদ্ধের প্রধান হাতিয়ার ঢাল- তরোয়াল ছিল।

বাসন-কোসন- রান্নাঘরের বাসন-কোসন পরিষ্কার রাখবে।

থালা-বাটি- কাঁসা দিয়ে থালা-বাটি তৈরি হয়।

কাঁসা-পিতল- কাঁসা-পিতল দিয়ে বাসন-কোসন তৈরি হয়।

যন্ত্রপাতি- কারখানায় বহু যন্ত্রপাতি থাকে।

শিল্পসামগ্রী- কারখানায় বিভিন্ন ধরনের শিল্পসামগ্রী তৈরি হয়।

6. বাক্যের পাশের বন্ধনীর মধ্য থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করো।

(ক) সার্থেবাড়িতে কাঁসার বাসন-কোসন ____________ (তৈরি/নির্মাণ) করা হয়।

উত্তরঃ সার্থেবাড়িতে কাঁসার বাসন-কোসন তৈরি করা হয়।

(খ) রাঁধুনি ভাত ____________ (রাঁধেন/বানান/তৈরি করেন)।

উত্তরঃ রাঁধুনি ভাত রাধেন

(গ) অঞ্চলের জনগণ মিলে পথটি ____________ (তৈরি

করেছেন/গঠন করেছেন/নির্মাণ করেছেন/ গড়ে তুলেছেন)।

উত্তরঃ অঞ্চলের জনগণ মিলে পথটি নির্মাণ করেছেন।

7. উদাহরণের মতো বাক্য গঠন করো।

আমি ভাত খাইআমি ভাত খেয়েছিলামআমি ভাত খাব
ময়না নাচে………………..………………
অজয় গান গায়…………………………………
রিনা পড়ে……………………………………
মলয়া কবিতা লেখে……………………………………

উত্তরঃ

আমি ভাত খাইআমি ভাত খেয়েছিলামআমি ভাত খাব
ময়না নাচেময়না নেচেছিলময়না নাচবে
অজয় গান গায়অজয় গান গেয়েছিলঅজয় গান গাইবে
রিনা পড়েরিনা পড়েছিলরিনা পড়বে
মলয়া কবিতা লেখেমলয়া কবিতা লিখেছিলমলয়া কবিতা লিখবে

গ—জ্ঞান সম্প্রসারণ

8. গণ্ডার অসমের জাতীয় পশু। ভারতের জাতীয় পাখি ময়ূর।

অন্যান্য রাজ্যের জাতীয় প্রাণীর নাম জেনে নাও।

রাজ্যের নামজাতীয় প্রাণীজাতীয় পাখি
অন্ধ্রপ্রদেশকৃষ্ণমৃগভারতীয় রোলার
অরুণাচল প্রদেশমিথুনহর্ণবিল
বিহারগৌড়রোলার
ছত্তিশগড়বুনো মোষময়না
গোয়াগৌড়বুলবুল
গুজরাটসিংহফ্ল্যামিংগো
হরিয়ানাকৃষ্ণমৃগ……………
হিমাচলপ্রদেশহরিণমোনাল
জম্মু ও কাশ্মিরহাঙ্গুলচিনার
ঝাড়খণ্ডহাতিকোয়েল
কেরালাহাতি হর্ণবিল
মধ্যপ্রদেশহরিণ ………….
মহারাষ্ট্রকাঠবেড়ালী পায়রা
মণিপুরসাংগাই ………….
মেঘালয়চিতাবাঘ ময়না
মিজোরামগিবণ………….
নাগাল্যাওমিথুন………….
উড়িষ্যাহাতিময়ূর
পাঞ্জাবকৃষ্ণমৃগ………….
রাজস্থানচিংকারাবাস্টার্ড
সিকিমলাল পাণ্ডা………….
তামিলনাড়ুনীলগিরি গাইঘুঘু
ত্রিপুরালেঙ্গুরপায়রা
উত্তরাঞ্চলহরিণমোনাল
উত্তরপ্রদেশহরিণসারস
পশ্চিমবঙ্গবিড়ালমাছরাঙা

9. নয়াদিল্লি ভারতবর্ষের রাজধানী। দিশপুর অসমের রাজধানী। তোমরা ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যাণ্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, পশ্চিমবঙ্গ, বিহার ইত্যাদি রাজ্যের রাজধানীর নাম জেনে নাও এবং খাতায় লেখো।

রাজ্যরাজধানীরাজ্যরাজধানী
অন্ধ্রপ্রদেশহায়দ্রাবাদমহারাষ্ট্রমুম্বাই
অরুণাচল প্রদেশইটানগরমণিপুরইম্ফল
অসমদিসপুরমেঘালয়শিলং
উড়িষ্যাভুবনেশ্বরমিজোরামআইজল
বিহারপাটনানাগাল্যাণ্ডকোহিমা
গুজরাটগান্ধীনগরপশ্চিমবঙ্গকোলকাতা
হরিয়ানাচণ্ডীগড়পাঞ্জাবচণ্ডীগড়
গোয়াপানাজিরাজস্থানজয়পুর
হিমাচল প্রদেশসিমলাসিকিমগ্যাংটক
জম্মু ও কাশ্মীরশ্রীনগরতামিলনাড়চেন্নাই
কর্ণাটকব্যাঙ্গালরুত্রিপুরাআগরতলা
কেরালাত্রিবান্দ্রমউত্তরপ্রদেশলক্ষ্ণৌ
মধ্যপ্রদেশভূপালউত্তরাখণ্ডদেরাদুন
ছত্রিশগড়রায়পুরঝাড়খণ্ডবাঁচি

10. কাঁসা-শিল্প অসমের এক উল্লেখযোগ্য কুটির শিল্প। অসমের অন্যান্য কয়েকটি কুটির শিল্পের কথা শিক্ষক/শিক্ষয়িত্রীর কাছ থেকে জেনে নিয়ে তোমাদের খাতায় লেখো।

উত্তরঃ মুগার কাপড় তৈরি, মাটির পুতুল, পিতল-শিল্প, বাঁশের কাজ, হস্তশিল্প, পাট-শিল্প, মাটির পাত্র তৈরি, কাঠের কাজ, মাদুর তৈরি বেতের কাজ, রেশম, ইত্যাদি।

11. তোমাদের বাড়ির বাসন-কোসনগুলোর একটি তালিকা তৈরি করো। কোন বাসন কোন ধাতুর দিয়ে তৈরি তা বড়োদের কাছ থেকে জেনে নিয়ে লেখো।

নামধাতুর তৈরীনামধাতুর তৈরি
থালাকাঁসা/কলঙ্কহীন ইস্পাতসাঁড়াশিলোহা
বাটিকাঁসা/ কলঙ্কহীন ইস্পাতহাড়িঅ্যালুমিনিয়াম
গ্লাসকাঁসা/ কলঙ্কহীন ইস্পাতসসপ্যানঅ্যালুমিনিয়াম
বালতিপিতলহাতা ও খুন্তিকলঙ্কহীন ইস্পাত
মগঅ্যালুমিনিয়ামচামচকলঙ্কহীন ইস্পাত
ঘড়াপিতলজগপিতল

12. ছবির সঙ্গে মিলিয়ে নাম লেখো।

ঘ – প্রকল্প

1. অসমের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ‘ফুলাম গামোছা ও শরাই’। এগুলোর একটি করে ছবি তোমার খাতায় আঁকো।

উত্তরঃ নিজেরা আঁকতে হবে।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top