Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি

Join Roy Library Telegram Groups

Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি, is a textbook prescribed by the Assam AHSEC Board Class 11 History Question Answer in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি are free to use and easily accessible.

Class 11 History Chapter 10 দেশীয় লোকদের স্থানচ্যুতি

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Assam AHSEC Class 11 History in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 11 History Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 11 History Notes in Bengali will be able to solve all the doubts of the students. Class 11 History Suggestion in Bengali, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 11 History Solution. Class 11 History Notes in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

দেশীয় লোকদের স্থানচ্যুতি

ঘ- বিভাগ– আধুনিকতার পথে

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. ‘আমেরিকান’ মহাদেশটি কার নামে নামাঙ্কিত? 

উত্তরঃ আমেরিগো ভেসপুচির নামে।

2. উত্তর আমেরিকার প্রাচীনতম অধিবাসী কখন এই দেশে এসেছিল?

উত্তরঃ প্রায় ৩০,০০০ বছর পূর্বে (এশিয়া থেকে)।

3. আমেরিকার গৃহযুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? 

উত্তরঃ ১৮৬১ খ্রিস্টাব্দ হতে ১৮৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।

4. উত্তর আমেরিকায় ‘সুবর্ণ অভিযান’ কখন আরম্ভ হয়েছিল?

উত্তরঃ ১৮৪০ দশকে। 

5. উত্তর আমেরিকায় স্বর্ণের সন্ধান কখন পাওয়া গিয়েছিল?

উত্তরঃ ১৮৪০-এর দশকে। 

6. মার্কিন যুক্তরাষ্ট্রে কখন রেলপথ সম্পূর্ণ হয়েছিল?

উত্তরঃ ১৮৭০ খ্রিস্টাব্দে। 

7. ১৮৩২ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখ্য ন্যায়াধীশ কে ছিলেন?

উত্তরঃ জন মার্শাল।

8. আমেরিকা আবিষ্কার করা নাবিকের নাম কী ছিল? 

উত্তরঃ কলম্বাস।

9. কলম্বাস কখন আমেরিকা আবিষ্কার করেন?

উত্তরঃ ১৪৯২ খ্রিস্টাব্দে।

10. আমেরিকায় আবিষ্কৃত প্রাচীনতম মানবনির্মিত উপাদান কি? 

উত্তরঃ একটি তিরবিন্দু, যা প্রায় ১১,০০০ বছর পুরাতন। 

11. উত্তর আমেরিকায় ইউরোপীয় বণিকরা কিসের ব্যবসার জন্য গিয়েছিল?

উত্তরঃ মাছ ও পশুলোম।

12. আমেরিকার গৃহযুদ্ধের ফলাফল কি?

উত্তরঃ আমেরিকার গৃহযুদ্ধে উত্তরাঞ্চল জয়ী হয় এবং কৃতদাসপ্রথার বিলুপ্তি হয়।

13. কোন ইউরোপীয় দার্শনিক আমেরিকার স্থানীয়দের ‘বিশেষ অসভ্য’ বা The Noble Savage বলে সম্বোধন করেছিলেন?

উত্তরঃ ফরাসি দার্শনিক রুশো।

14. অস্ট্রেলিয়া কে আবিষ্কার করেন? 

উত্তরঃ ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক।

15. অস্ট্রেলিয়া কখন আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ ১৭৭০ খ্রিস্টাব্দে।

16. ক্যানবেরা কখন অস্ট্রেলিয়ার রাজধানী হয়েছিল?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

17. ক্যানবেরা শব্দটির অর্থ কি?

উত্তরঃ মিলনভূমি।

18. অস্ট্রেলিয়ার সুবর্ণ অভিযান’ কখন হয়েছিল?

উত্তরঃ ১৮৫১ খ্রিস্টাব্দে।

19. অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কখন গঠিত হয়েছিল? 

উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দে।

20. অস্ট্রেলিয়ার অধিবাসীরা কি নামে পরিচিত? 

উত্তরঃ ‘এবোরিজিন’ (Aborigine)।

21. Dreamtime বা ‘কল্পনাকাল’ বলতে অস্ট্রেলিয়ার স্থানীয়রা কোন সময়কালকে বোঝায়? 

উত্তরঃ অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের আগমনের পূর্ববর্তী সময়কালকে ‘কল্পনাকাল’ বা Dreamtime বলে সম্বোধন করেন। 

22. অস্ট্রেলিয়ার চীনা শ্রমিকদের আগমনে নিষেধাজ্ঞা জারির কারণ কি?

উত্তরঃ অ-শ্বেতাঙ্গ লোকের সংখ্যাবৃদ্ধির ভয়ে অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ সরকার এই পদক্ষেপ নেয়।

23. কে এবং কখন The Great Australian Silence বা ‘অস্ট্রেলিয়ার মহামৌনতা’-এর তত্ত্বটি তুলে ধরেছিলেন?

উত্তরঃ ১৯৬৮ খ্রিস্টাব্দে ডব্লিউ ই এইচ স্টেনার এই তত্ত্বটি তুলে ধরেছিলেন। 

24. ‘বহু সংস্কৃতিবাদ’ কখন থেকে অস্ট্রেলিয়ার সরকারি নীতি হিসাবে গৃহীত হয়েছে?

উত্তরঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে।

25. কানাডা শব্দটি কোন্ শব্দ হতে উদ্ভূত হয়েছে? 

উত্তরঃ কানাটা।

26. কানাডার সুবর্ণ অভিযান কখন হয়েছিল?

উত্তরঃ ১৮৫১ খ্রিস্টাব্দে।

27. কানাডা যুক্তরাষ্ট্র কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে।

28. নিউজিল্যান্ড’ নামটি কে দিয়েছিলেন?

উত্তরঃ হল্যান্ডের টাসমেন।

29. ক্যাপ্টেন কুককে কোথায় হত্যা করা হয়েছিল?

উত্তরঃ হাওয়াই নামক স্থানে। 

30. স্থানীয় বলতে কী বোঝ?

উত্তরঃ কোন একটি স্থানে জন্মগ্রহণ করে সেই স্থানে বাস করা জনগণকে স্থানীয় বলা হয়। 

31. ওলন্দাজ শব্দ জি (Zee)-এর অর্থ কি?

উত্তরঃ সমুদ্র।

32. হোপি জাতিগোষ্ঠীর বর্তমানে কোথায় বসবাস করে?

উত্তরঃ ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী অঞ্চলে।

33. কার্ল মার্ক্স কে ছিলেন? 

উত্তরঃ একজন জার্মান দার্শনিক।

34. ‘কলোনী’ (Colony) বলতে কি বোঝ?

উত্তরঃ একটি দেশ বা জায়গা যা সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণে এবং ওই দেশের অধিবাসীরাই অধিকার করেছে, এমন ব্যবস্থা বোঝাতে কলোনী শব্দ ব্যবহার করা হয়। 

35. কখন কাঁটাতারের বেড়া আবিষ্কৃত হয়?

উত্তরঃ ১৮৭৩ খ্রিস্টাব্দে।

36. ‘চেরোকী’ জনগোষ্ঠী কোথায় বসবাস করত?

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে।

বিষয়সূচী-পত্ৰ
ক-বিভাগ–(আদিম সমাজ)
অধ্যায় – ১মানব সভ্যতার ঊষালগ্ন
অধ্যায় – লিখন পদ্ধতি ও নগর জীবন
খ-বিভাগ–(সম্রাজ্য)
অধ্যায় – ৩তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন
অধ্যায় – ৪মধ্য ইসলামীয় ভূমি
অধ্যায় – ৫যাযাবর সাম্রাজ্য
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা
অধ্যায় – ৬তিনটি শ্রেণী
অধ্যায় – ৭পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
অধ্যায় – ৮বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব
ঘ- বিভাগ– আধুনিকতার পথে
অধ্যায় – ৯শিল্প বিপ্লব
অধ্যায় – ১০দেশীয় লোকদের স্থানচ্যুতি
অধ্যায় – ১১আধুনিকতার বিভিন্ন দিশা

37. Reservation কি?

উত্তরঃ স্থানীয়দের উচ্ছেদের ফলে যেখানে তাদের স্থানান্তরিত করা হয় সেখানে তারা সম্পূর্ণ অপরিচিত জায়গায় আবদ্ধ হয়ে পড়ে, একেই Reservation বলে।

38. টমাস পেইন কে ছিলেন?

উত্তরঃ টমাস পেইন ছিলেন একজন ইঙ্গ-আমেরিকিয় রাজনৈতিক কার্যকর্তা, দার্শনিক এবং বিপ্লবী। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা। 

39. ‘ভারতীয় পুনর্গঠন আইন’ কখন প্রণয়ন করা হয়েছিল?

উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে।

40. মূল বাসিন্দা কাদের বলা হয়?

উত্তরঃ মূল বাসিন্দা বলতে তাদেরই বোঝায় যারা যে দেশে বাস করছে সেখানেই তাদের জন্ম হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. নৃতত্ত্ব বিষয়টির বিকাশ কোথায় হয়েছিল? উত্তর আমেরিকাতে এই বিষয়টির অধ্যয়ন কেন আরম্ভ করা হয়েছিল? 

উত্তরঃ নৃতত্ত্ব বিষয়টির বিকাশ হয় ফ্রান্সে।

উত্তর আমেরিকাতে এর ব্যবহার করা হয়েছিল কৌতূহলবশত। স্থানীয় লোকদের জনগোষ্ঠীগুলি ও ইউরোপের সভ্য লোকদের জাতিগোষ্ঠীগুলির মধ্যেকার পার্থক্যসূচক ব্যবধান সম্পর্কে অধ্যয়ন করার জন্য।

2. বসবাসকারী বলতে কি বোঝ?

উত্তরঃ বসবাসকারী বলতে সেই সকল মানুষকে বোঝায় যারা বাইরে থেকে এসে রা কোন একটি স্থানে বসতি স্থাপন করেছে। দক্ষিণ আফ্রিকার ওলন্দাজ, নিউজিল্যান্ড, প্রশ্ন অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড- এ ব্রিটিশগণ ও আমেরিকায় ইউরোপীয়গণ হল বসবাসকারী মানুষ।

3. আমেরিকায় ইউরোপীয় উপনিবেশসমূহের সরকারি ভাষা কি ছিল? 

উত্তরঃ একমাত্র কানাডা ব্যতীত অন্যান্য সব ইউরোপীয় উপনিবেশগুলিতে ইংরেজি ছিল সরকারি ভাষা। কানাডায় ফরাসি ভাষার পাশাপাশি ইংরেজিও সরকারি ভাষা ছিল। 

4. ‘নেটিভ’ শব্দের অর্থ কি?

উত্তরঃ নেটিভ বলতে তাদেরই বোঝায় যারা যে দেশে বাস করছে সেখানেই তাদের জন্ম হয়েছে। বিংশ শতক পর্যন্ত ইউরোপীয়গণ তাদের উপনিবেশের স্থানীয় বাসিন্দাদের নেটিভ বলত।

5. আমেরিকানদের সূর্যাস্তের দিন বলতে কি বোঝ?

উত্তরঃ ইউরোপীয়গণ যেদিন আমেরিকায় পৌঁছায় এবং সেই দেশের আমেরিকা নামকরণ করে সেইদিনকে ‘আমেরিকার সূর্যাস্তের দিন’ বলা হয়। 

6. উত্তর আমেরিকার আদিম আদিবাসীদের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ উত্তর আমেরিকার আদিম আদিবাসীদের যে-কোন দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ

(ক) উত্তর আমেরিকার আদিম বাসিন্দাগণ গ্রামে নদীর তীরে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করত।

(খ) তারা মাছ, মাংস ও শাকসবজি আহার করত।

7. উত্তর আমেরিকার আদিম বাসিন্দাদের পরম্পরা বা ঐতিহ্যের বৈশিষ্ট উল্লেখ কর।

উত্তরঃ আনুষ্ঠানিক মিত্রতা ও বন্ধুত্বতা স্থাপন এবং উপহার বিনিময়। 

8. আমেরিকায় ইউরোপীয়গণ কি কি শস্য উৎপাদন করত এবং কেন?

উত্তরঃ ইউরোপীয়গণ প্রধানত ধান ও কার্পাস উৎপাদন করত, কারণ এই সকল শস্য ইউরোপে উৎপাদিত হত না। এইজনা ইউরোপীয়গণ এইগুলি আমেরিকায় উৎপাদন করত। 

9. মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কিভাবে বিলোপ করা হয়েছিল? 

উত্তরঃ ১৮৬১ খ্রিস্টাব্দ হতে ১৮৬৫ খ্রিস্টাব্দের মধ্যে দাস ব্যবস্থা সমর্থনকারী প্রদেশ ও দাস ব্যবস্থা বিরোধী সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয়। দাস ব্যবস্থা বিরোধী প্রদেশসমূহ। জয়লাভ করে এবং দাস ব্যবস্থা বিলুপ্ত হয়। 

10. সুবর্ণ অভিযান’ বলতে কি বোঝ?

উত্তরঃ ঊনবিংশ শতকে ইউরোপীয় দেশসমূহের সোনার লোভে উত্তর আমেরিকায় যাওয়াকে সুবর্ণ অভিযান বলে।

11. ‘সুবর্ণ অভিযান’ উত্তর আমেরিকার আশীর্বাদস্বরূপ ছিল কেন?

উত্তরঃ সুবর্ণ অভিযানের ফলে সমগ্র উত্তর আমেরিকায় রেলপথ সম্প্রসারিত হয়ে মহাদেশের ব্যাপক উন্নতিসাধন করেছিল। সুতরাং তা আশীর্বাদস্বরূপ ছিল। 

12. উপনিবেশ বলতে কী বোঝ?

উত্তরঃ ইউরোপীয় এবং অন্যান্য দেশের লোকগণ প্রব্রজনের মাধ্যমে কোন একস্থানে বাস করে অধিকার করা স্থানসমূহকে উপনিবেশ বলা হয়।

13. আমেরিকাকে কেন নূতন পৃথিবী বলা হয়? 

উত্তরঃ কলম্বাস দ্বারা প্রথম আবিষ্কার করা স্থানসমূহকে নূতন পৃথিবী বলে গণ্য করা হয়। কারণ এর পূর্বে তিনি এইরূপ কোন নূতন স্থান দেখতে পাননি। পরে এই নুতন পৃথিবীর নাম আমেরিকা হয়।

14. নূতন পৃথিবীর অন্তর্গত দেশ চারটির নাম লেখ।

উত্তরঃ উল্লেখিত দেশ চারটি হল-আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। 

15. ১৮৬১-১৮৬৫ খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংঘটিত হওয়া যুদ্ধের কারণ কি ছিল?

উত্তরঃ উত্তর আমেরিকার দাস প্রথার অবসান হওয়ার বিপরীতে দক্ষিণ আমেরিকা এই ব্যবস্থা বহাল রাখতে সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে দুটি দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। অবশ্য এই যুদ্ধে উত্তর আমেরিকা জয়লাভ করে। এইভাবে দাসপ্রথার অবসান ঘটেছিল।

16. কখন ও কারা উত্তর আমেরিকাতে খনিশিল্প ও কৃষির প্রসার ঘটিয়েছিলেন?

উত্তরঃ ১৯ শতকে ইউরোপ, আফ্রিকা ও চীন থেকে আগত উদ্বাস্তুরা। 

17. ইউরোপীয়রা স্থানীয় আমেরিকার জনগোষ্ঠীর নাম ব্যবহার করেছেন এমন কয়েকটি উদাহরণ দাও। 

উত্তরঃ ইউরোপীয়রা স্থানীয় আমেরিকার জনগোষ্ঠীর নামগুলি প্রায়ই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে। সেগুলির সাথে এই জনগোষ্ঠীগুলির কোন সম্পর্ক ছিল না।

(ক) ডাকোটা — উড়োজাহাজের নাম।

(খ) চেরকী — জীপগাড়ির নাম। 

(গ) পেনটিয়াক — ছোট গাড়ির নাম।

(ঘ) মোহাক — চুল কাটার ধরন।

18. স্থানীয়দের দেওয়া নামাঙ্কিত কয়েকটি জায়গার নাম লেখ।

উত্তরঃ স্থানীয়দের দেওয়া নামাঙ্কিত কয়েকটি জায়গার নাম নিম্নরূপঃ 

(ক) ওহাইও-আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।

(খ) মিসিসিপি – আমেরিকাতে নদীর নাম।

(গ) সিয়াটেল – আমেরিকা যুক্তরাষ্ট্রে জায়গার নাম ।

(ঘ) ওলংগং এবং পাররামাত্তা – অস্ট্রেলিয়াতে জায়গার নাম।

19. উত্তর আমেরিকায় স্থানীয়রা এবং ইউরোপীয়রা কোন্ কোন্ নেশায় আসক্ত হয়ে পড়েছিল? 

উত্তরঃ উত্তর আমেরিকায় স্থানীয়রা এবং ইউরোপীয়রা নিম্নোক্ত নেশায় আসক্ত হয়েছিল-

(ক) স্থানীয়রা আসক্ত হয়ে পড়েছিল মদে, যা তারা চিনত না তবে লাভ করেছিল। ইউরোপীয় বণিকদের নিকট থেকে।

(খ) ইউরোপীয়রা স্থানীয়দের নিকট থেকে তামাক সেবনে আসক্ত হয়ে পড়ে।

20. দুইজন বিখ্যাত ইউরোপীয় ব্যক্তির নাম লেখ যারা আমেরিকার স্থানীয়দের অসভ্য ও বর্বর বলে সম্বোধন করতেন? 

উত্তরঃ আমেরিকার স্থানীয়দের অসভ্য ও বর্বর বলে সম্বোধন করা দুইজন বিখ্যাত ইউরোপীয় ব্যক্তিত্ব হলেন- 

(ক) ফরাসি দার্শনিক রুশো। এবং 

(খ) ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।

21. ইউরোপীয়দের আমেরিকায় প্রব্রজন বা স্থায়ীভাবে বসবাসের কারণ কি কি?

উত্তরঃ ইউরোপীয়দের আমেরিকায় প্রব্রজন বা স্থায়ীভাবে বসবাসের কারণ হচ্ছে- 

(ক) লাভজনক ব্যবসা ও সমৃদ্ধির সম্ভাবনা। এবং 

(খ) ভিন্ন খ্রিস্টীয় মতবাদের বিশ্বাসীদের রাজনৈতিক শাস্তি থেকে বাঁচার জন্য ইউরোপ ত্যাগ করে, নতুন জীবনের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা করেছিল স্থায়ী বসবাসের জন্য।

22. জঙ্গলকে নিয়ে আমেরিকার স্থানীয় এবং ইউরোপীয়দের মতপার্থক্য কি ছিল? 

উত্তরঃ জঙ্গলকে নিয়ে আমেরিকার স্থানীয় এবং ইউরোপীয়দের দৃষ্টিভঙ্গির মধ্যে বিশাল পার্থক্য ছিল এই মতপার্থক্যগুলি নিম্নরূপঃ

(ক) স্থানীয়রা জঙ্গলে অদৃশ্য লোকের পদচিহ্ন দেখতে পেত, যা ইউরোপীয়দের দৃষ্টিগোচর হত না।

(খ) ইউরোপীয়রা জঙ্গলকে দেখতে পেত বিশাল ভূমিখণ্ড, যাকে পরিষ্কার করে ভুট্টা চাষ সম্ভব। 

23. জেফারসন কেন আমেরিকার স্থানীয়দের ‘অসভ্য’ বলে অভিহিত করেছেন?

উত্তরঃ আমেরিকার স্থানীয়রা শস্য উৎপাদন করত তাদের খাদ্যের প্রয়োজনের জন্য, নাকি বিক্রয় এবং লাভের জন্য। এ ধরনের তাদের কোনও প্রচেষ্টাও ছিল না। এমনকি তারা জায়গাকেও তাদের অধীনস্থ করার চিন্তা করত না, তাই জেফারসন স্থানীয়দের অসভ্য বলে অভিহিত করেছেন।

24. আমেরিকা যুক্তরাষ্ট্র কিভাবে তার ভৌগোলিক সীমানা বৃদ্ধি করেছিল? 

উত্তরঃ ১৮ শতাব্দীতে আত্মপ্রকাশের পর পরবর্তী একশ বছরের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার ভৌগোলিক সীমানা বুদ্ধি করে অর্থের জোরে ক্রয় করে বা যুদ্ধ জয়ের মাধ্যমে। বর্তমান ভৌগোলিক পরিধি এরই পরিণাম।

(ক) বিশাল অঞ্চল ক্রয় করে, যেমন ফ্রান্সের নিকট থেকে লুসিয়ানা এবং রাশিয়ার নিকট থেকে আলাস্কা।

(খ) আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মেক্সিকোর থেকে যুদ্ধে জয়লাভ করে দখল করা। 

25. দক্ষিণাঞ্চলীয় আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্রীতদাস ব্যবস্থা প্রচলন রাখার কারণ কি?

উত্তরঃ দক্ষিণাঞ্চলীয় আমেরিকা যুক্তরাষ্ট্রে কৃষি উৎপাদন ছিল মূল ভিত্তি। কিন্তু অত্যন্ত উষ্ণ জলবায়ু থাকার দরুন ইউরোপীয়রা খামারে কাজ করতে সক্ষম ছিল না। তাছাড়া দক্ষিণ আমেরিকায় স্থানীয়দের বলপূর্বক ক্রীতদাস করার ভয়ঙ্কর পরিণতি এবং চাষক্ষেত্রে শ্রমিকের প্রয়োজনীয়তার ফলে খামার মালিকরা আফ্রিকা থেকে ক্রীতদাস আনত এবং কৃষিকাজে ব্যবহার করত।

26. কখন, কেন আমেরিকা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সংগঠিত হয়? 

উত্তরঃ ১৮৬১-১৮৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়। গৃহযুদ্ধ হয়েছিল কৃষিপ্রধান দক্ষিণাঞ্চল এবং শিল্পপ্রধান উত্তরাঞ্চলের মধ্যে। বিবাদের কেন্দ্র ছিল ক্রীতদাস প্রথাকে বাতিল করাকে কেন্দ্র করে। কৃষিপ্রধান দক্ষিণাঞ্চল শ্রমিকের প্রয়োজনীয়তায় ক্রীতদাস প্রথা বহাল রাখার পক্ষে ছিল, কিন্তু শিল্পকেন্দ্রীক উত্তরাঞ্চল এই অমানবিক প্রথা আইনীয়ভাবে বাতিলের পক্ষে ছিল। এটাকে কেন্দ্র করেই গৃহযুদ্ধ হয়।

27. আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এনড্রো জেকসন চেরোকী জনগোষ্ঠীর প্রতি কী মনোভাব গ্রহণ করেছিলেন?

উত্তরঃ রাষ্ট্রপতি এনড্রো জেকসন ১৮৩২ খ্রিস্টাব্দের চেরোকী সম্বন্ধীয় রায়কে প্রত্যাখ্যান। করে সেনাবাহিনীর দ্বারা চেরোকী জনগোষ্ঠীকে তাদের বাসভূমি থেকে উচ্ছেদ করেন এবং গ্রেট আমেরিকান মরুভূমিতে স্থানান্তরিত করেন।

28. স্থানীয়দের উচ্ছেদের ফলে তারা কিভাবে সমস্যার সম্মুখীন হয়? সংক্ষেপে লেখ।

উত্তরঃ স্থানীয়দের উচ্ছেদের মাধ্যমে পশ্চিমাঞ্চলের দিকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়। অন্যত্র তাদের ভূমি দেওয়া হয় চিরস্থায়ীভাবে বসবাসের জন্য। কিন্তু সে অঞ্চলে খনিজ বা অন্য সম্পদের আভাস পেলে আবার তাদের স্থানান্তরিত করা হত। এভাবে ভ্রাম্যমান জীবনের সাথে লড়াই করে তারা অসহা হয়ে পড়ে এবং নিজেদের বসবাসের জায়গা দখলের প্রয়োজনে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

29. উত্তর আমেরিকাতে শিল্প সম্প্রসারণের কারণ কি?

উত্তরঃ উত্তর আমেরিকাতে শিল্পায়নের কারণ হচ্ছে- 

(ক) রেলপথ ব্যবস্থার সম্প্রসারণের জন্য কলকব্জা, যন্ত্রপাতি তৈরি। এবং 

(খ) বৃহৎ কৃষি উৎপাদনে যন্ত্রপাতি তৈরি করা। 

30. আমেরিকা যুক্তরাষ্ট্রের দুটি উপনিবেশের নাম লেখ।

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের দুটি উপনিবেশ হল – 

(ক) ফিলিপাইনস। এবং 

(খ) হাওয়াই দ্বীপ।

31. কখন এবং কেন The Indian Reorganization Act পাশ করা হয়?

উত্তরঃ বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে আমেরিকার শ্বেতাঙ্গরা স্থানীয়দের প্রতি সহানুভূতিশীল হয়, কারণ তারা উপলব্ধি করতে পারে যে স্থানীয়রা তাদের কৃষ্টি, সংস্কৃতি যেমন উপভোগ করেছ না সমানভাবে নাগরিকত্বের লাভ থেকেও তারা বঞ্চিত। তাই স্থানীয়দের কিছু অধিকার সাব্যস্ত করতে ১৯৩৪ খ্রিস্টাব্দে The Indian Reorganization Act পাশ করা হয়। এবং সংরক্ষিত এলাকায় স্থানীয়দের জমি ক্রয় ও ঋণ গ্রহণের অধিকার দেওয়া হয়।

32. ‘অস্ট্রেলিয়া’ শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে? 

উত্তরঃ ‘অস্ট্রেলিয়া’ শব্দটি ল্যাটিন শব্দ ‘অস্ট্রাল’ শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হল ‘দক্ষিণ’।

33. ইতিহাস পুস্তকে অস্ট্রেলিয়ার স্থানীয় লোকদের কেন বাদ দেওয়া হয়েছিল? 

উত্তরঃ ইউরোপীয়গণ অস্ট্রেলিয়ার স্থানীয় লোকদের সভ্যতা ও সংস্কৃতিকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। সেইজন্য তারা সেই লোকদের জন্য ইতিহাস-বিষয়ক গ্রন্থ লেখার ইচ্ছা প্রকাশ করেনি।

34. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? এর কখন নির্মাণ করা হয়েছিল? রাজধানীটির নামের অর্থ কি?

উত্তরঃ অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা। 

১৯১১ খ্রিস্টাব্দে এই রাজধানী নির্মাণ করা হয়েছিল। ক্যানবেরা একটি স্থানীয় নাম। এর অর্থ হল মিলনভূমি। 

35. অস্ট্রেলিয়ার রূপান্তর প্রবাহে প্রেরণা যোগানকারী দুইজন ব্যক্তির নাম লেখ।

উত্তরঃ অস্ট্রেলিয়ার রূপান্তর প্রবাহে নিম্নোক্ত দুইজন প্রেরণা যোগানকারীঃ

(ক) ১৬৬৮ খ্রিস্টাব্দে প্রখ্যাত নৃতত্ত্ববিদ এইস স্টেনারের ‘অস্ট্রেলিয়ার মঞ্চমৌনতা’ শীর্ষক জনপ্রিয় বক্তৃতা। 

(খ) হেনরী রেনল্ড-এর ‘আমামে বলেই বলা ছিল না’ নামক গ্রন্থে অস্ট্রেলিয়ার রূপান্তরে প্রেরণা যোগান দিয়েছিল।

36. অস্ট্রেলিয়ার অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? 

উত্তরঃ অস্ট্রেলিয়ার অর্থনীতি মূল ভিত্তি ছিল- 

(ক) সুবিশাল মেষ খামার। 

(খ) খনি শিল্প। 

(গ) আঙুর খেত। 

(ঘ) তিমি শিকার ইত্যাদি।

37. কখন এবং কোথা থেকে প্রথম মানুষ অস্ট্রেলিয়ায় আসে ?

উত্তরঃ প্রায় ৪০,০০০ হাজার বছর পূর্বে নিউগিনি থেকে একটি স্থলসেতুর মাধ্যমে। মানুষ প্রথম অস্ট্রেলিয়াতে আসে। 

38. যুডিথ রাইট কে ছিলেন?

উত্তরঃ যুডিথ রাইট একজন অস্ট্রেলীয় লেখক অধিকারের একজন রক্ষক বা প্রবক্তা। তিনি তার কবিতার মাধ্যমে শ্বেতাঙ্গ এবং স্থানীয়দের পৃথকতার ক্ষতি বর্ণনা করেছেন। যিনি ছিলেন অস্ট্রেলীয় আদিবাসীদের।

39. অস্ট্রেলিয়ার মিশ্র রক্তের (স্থানীয় ইউরোপীয়) শিশুদের বিষয় কি সিদ্ধান্ত নেওয়া হয়?

উত্তরঃ মিশ্র রক্তের শিশুদের তাদের স্থানীয় সম্পর্কিতের নিকট থেকে বলপূর্বক পৃথক করা হয়েছিল। পরবর্তীতে তাদের প্রতি যে এই অন্যায় তার সমাধানে নিম্নোক্ত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়ঃ

(ক)স্থানীয়দের এই ভূমির সাথে থাকা গভীর ঐতিহাসিক সম্পর্ককে স্বীকৃতি দেওয়া, এই ভূমি তাদের নিকট খুব পবিত্র। 

(খ) যদিও ঘটে যাওয়া ঘটনার শুদ্ধিকরণ সম্ভব নয়, তবে এইসকল শিশু যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি সার্বজনীক ক্ষমা প্রার্থনা করা। 

40. ‘কানাডা’ শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছিল?

উত্তরঃ জেকুইস কাটিয়ের নামে ভৌগোলিক অন্বেষণকারী হরণ ইরোকুয়সগণ ভাষার উপর ভিত্তি করে কানাডা নামটি সৃষ্টি করেছিল। কানাডা শব্দটি ‘কানাটা’ শব্দের অপভ্রংশ এবং এর অর্থ হল ‘গ্রাম’।

41. ‘মেটি’ কারা? কখন তারা সশস্ত্র বিদ্রোহ করেছিল? 

উত্তরঃ কানাডার স্থানীয় ইউরোপীয় বংশোদ্ভূত মানুষ হচ্ছে মেটিরা। ১৮৬৯ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দে তারা ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিল।

42. ‘নিউজিল্যান্ড’ শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে?

উত্তরঃ হল্যান্ডের তাসমেন নামক একজন ব্যক্তি অস্ট্রেলিয়ার দাঁতি কাষরীর তলানি দ্বীপ আবিষ্কার করে তার নাম ‘নিউজিল্যান্ড’।

(নিউ = নূতন, জি = সাগর, ল্যান্ড = ভূমি) দিয়েছিলেন। জি — ডাচ শব্দ এবং এর অর্থ হল সাগর।

43. কখন স্থানীয় আমেরিকীরা তাদের অধিকার সাব্যস্ত করতে এবং কি পদক্ষেপ নিয়েছিল?

উত্তরঃ ১৯৫৪ খ্রিস্টাব্দে স্থানীয় আমেরিকীরা তাদের অধিকার সাব্যস্ত করতে Declaration of Indian Rights প্রস্তাব করে। এর মাধ্যমে তারা আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে এই শর্তে যে তাদের সংরক্ষণ বাতিল করা যাবে না এবং তাদের কৃষ্টিতে কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না।

44. Jefferson’s Dream বা ‘জেফারসনের স্বপ্ন’ কি ছিল?

উত্তরঃ ‘জেফারসনের স্বপ্ন’ ছিল আমেরিকার জঙ্গল পরিষ্কার করে একটি সমৃদ্ধশালী দেশ যা ইউরোপীয়দের দ্বারা জনবহুল এবং সঙ্গে তাঁদের ছোট ছোট খামার দ্বারা পরিবৃত। এটা ছিল আমেরিকাকে নিয়ে ইউরোপীয় পরিকল্পনার প্রকাশ।

45. ‘এই ভূমি কারো নয়’ বা Terra Nullius বলতে কী বোঝ? 

উত্তরঃ Terra Nullius এর অর্থ হল এই ভূমি কারো নয়। এখানে উল্লেখ করা যায় যে ইউরোপীয়গণ অস্ট্রেলিয়ায় নিজের নামে ভূমি অধিগ্রহণ করতে আগ্রহী ছিল। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এই কার্যের বিরোধিতা করে অস্ট্রেলিয়ার ভূমি ‘তেরা নুলিউস’ বা এই ভূমি কারো নয় বলে উল্লেখ করেছিল।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ? সাম্রাজ্যবাদে উৎসাহদানকারী ইউরোপীয় দেশসমূহের নাম লেখ।

উত্তরঃ সাম্রাজ্যবাদ হল এমন একটি প্রক্রিয়া যার দ্বারা যে-কোন দেশ অন্য কোন দেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। উপনিবেশিক শোষণ হল সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্য।

সাম্রাজ্যবাদে উৎসাহদানকারী ইউরোপীয় দেশসমূহ হল – 

(ক) ব্রিটেন। 

(খ) ফ্রান্স।

(গ) হল্যান্ড।

(ঘ) পর্তুগাল। এবং 

(ঙ) স্পেন।

2. কখন এবং কে আমেরিকা আবিষ্কার করেছিলেন? তিনি সেখানে বসবাসকারী লোকদের ভারতীয় (Indian) কেন বলেছিলেন?

উত্তরঃ কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দের ১২ই অক্টোবর আমেরিকা আবিষ্কার করেছিলেন। আমেরিকার দেশীয় লোক বা আমেরিকার আদি জনজাতি বা জনগোষ্ঠী অর্থাৎ Red Indian বা তামাটে রংয়ের লোক বা জনজাতি (তামাটে রংয়ের সংমিশ্রণে গঠিত জনজাতি) যাদেরকে কলম্বাস ভারতীয় বলে ভুল করেছিলেন। বস্তুত কলম্বাস আমেরিকায় পৌঁছে ভারতে এসেছেন বলে মনে করেছিলেন। 

3. আমেরিকার আদি বাসিন্দারা ইউরোপীয়ানদের দ্বারা কিভাবে বিতাড়িত হয়েছিল?

উত্তরঃ ইউরোপীয় ব্যবসায়ীদের পরেই সাধারণ ইউরোপীয়ানরা তাদের স্ব স্ব দেশের কারাদণ্ড থেকে বাঁচতে এবং জীবিকা নির্বাহের স্বার্থে আমেরিকায় বসতি স্থাপন করতে থাকে। এই সকল ইউরোপীয়ানরা নিম্নলিখিতভাবে আমেরিকার আদি বাসিন্দাদের বিতাড়িত করেছিলঃ

(ক) আমেরিকার বিভিন্ন অঞ্চলের পতিত জমি দখলের পর ইউরোপীয়ানরা অভ্যন্তরে অবস্থিত আদি বাসিন্দাদের গ্রামের নিকটে পৌঁছাতে থাকে। তারা জঙ্গল সাফ করে বড় বড় ক্ষেতের জমিতে রূপান্তরিত করে। এভাবে আদি বাসিন্দারা তাদের বসতি জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে।

(খ) আদি বাসিন্দাদের কৌশল ও বলে বাধ্য করেছিল অতি অল্প মুল্যে তাদের ভূমি বিক্রি করতে। 

(গ) উচ্চপদস্থ ইউরোপীয় শাসক শ্রেণীর কর্মচারীরা আমেরিকার আদি বাসিন্দাদের ইউরোপীয়ানদের দ্বারা সর্বপ্রকার বঞ্চনাতে নীরব ভূমিকা অবলম্বন করত, এমনকি এই অন্যায়কে ন্যায়সঙ্গত বলে মনে করত। 

(ঘ) আমেরিকার রাষ্ট্রপতি এনড্রো জ্যাকসন দেশের সৈন্যবাহিনী দিয়ে চেরোকিজ নামের জাতিগোষ্ঠীকে মরুভূমি অঞ্চলে বলপূর্বক স্থানান্তরিত করেন। এর মধ্যে অনেকেই পথেই মৃত্যুবরণ করে। 

(ঙ) ইউরোপীয়ানরা আমেরিকার আদি বাসিন্দাদের সবদিক দিয়ে অক্ষম বলে প্রতিষ্ঠিত করতে চাইত যাতে তাদের ভূমি থেকে শুরু করে সব ধরনের সম্পদ তারা উপভোগ করে। আমেরিকার আদি বাসিন্দারা এভাবে স্থানান্তরিত হতে হতে খুব ছোট ছোট অঞ্চলে বিচ্ছিন্নভাবে বাস করতে থাকে। 

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top