Class 11 History Chapter 11 আধুনিকতার বিভিন্ন দিশা

Join Roy Library Telegram Groups

Class 11 History Chapter 11 আধুনিকতার বিভিন্ন দিশা, is a textbook prescribed by the Assam AHSEC Board Class 11 History Question Answer in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 11 History Chapter 11 আধুনিকতার বিভিন্ন দিশা The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 11 History Chapter 11 আধুনিকতার বিভিন্ন দিশা are free to use and easily accessible.

Class 11 History Chapter 11 আধুনিকতার বিভিন্ন দিশা

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Assam AHSEC Class 11 History in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 11 History Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 11 History Notes in Bengali will be able to solve all the doubts of the students. Class 11 History Suggestion in Bengali, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 11 History Solution. Class 11 History Notes in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

 আধুনিকতার বিভিন্ন দিশা

ঘ- বিভাগ– আধুনিকতার পথে

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

উত্তরঃ চীন।

2. চীন প্রজাতন্ত্র কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দের ১লা অক্টোবর।

3. আধুনিক চীনের নির্মাতা বা জনক কাকে বলা হয়? 

উত্তরঃ ডঃ সান ইয়াং-সেন।

4. ডঃ সান ইয়াৎ-সেন কত খ্রিস্টাব্দে চীনের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন?

উত্তরঃ ১৯১২ খ্রিস্টাব্দে।

5. ডঃ সান ইয়াৎ-সেন কখন পরলোক গমন করেন? 

উত্তরঃ ১৯২৫ খ্রিস্টাব্দে।

6. মাও জে দং কত খ্রিস্টাব্দে চীনের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন?

উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে।

7. চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রবক্তা কে?

উত্তরঃ মাও জে দং।

8. চীনের সাংস্কৃতিক বিপ্লব কখন আরম্ভ হয়? 

উত্তরঃ ১৯৬৬ খ্রিস্টাব্দে।

9. মাও জে দং কত খ্রিস্টাব্দে চীনে প্রথম কমিউনিস্ট সরকার গঠন করেন? 

উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে।

10. চীনে কখন প্রথম কমিউনিস্ট সংবিধান চালু হয়?

উত্তরঃ ১৯৫৪ খ্রিস্টাব্দে। 

11. কুওমিনতাং পার্টি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ডঃ সান ইয়াৎ-সেন।

12. চীনের কমিউনিস্ট পার্টি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তরঃ ১৯২১ খ্রিস্টাব্দে।

13. আফিং-এর যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? 

উত্তরঃ ১৮৩৯ খ্রিস্টাব্দে। 

14. চীনের লং-মার্চ কখন আরম্ভ হয়েছিল?

উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

15. চীনে বক্সার যুদ্ধ কখন হয়েছিল?

উত্তরঃ ১৮৯৯-১৯০১ খ্রিস্টাব্দে।

16. চীনের কমিউনিস্ট বিপ্লব কখন হয়েছিল?

উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে।

17. চীনে ‘মুক্তদ্বার নীতি কে গ্রহণ করেছিল? 

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

18. চীনের প্রধান নৃ-গোষ্ঠী কোনটি?

উত্তরঃ ‘হান’ চীনের প্রধান নৃগোষ্ঠী।

19. চীনে কখন গৃহযুদ্ধের অবসান ঘটে?

উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে।

20. প্রাচীন চীনের সর্বশ্রেষ্ঠ ইতিহাসকার হিসাবে কাকে গণ্য করা হয়?

উত্তরঃ সিমা কোয়ান।

21. নেইটো কোনান কে?

উত্তরঃ একজন পণ্ডিত। উনি চীনদেশের ইতিহাস সম্বন্ধে গভীর চর্চা করেছেন।

22. চীনে কখন প্রচলিত প্রাচীন পরীক্ষাপদ্ধতি বাতিল করা হয়?

উত্তরঃ রুশো-জাপানী যুদ্ধের পর ১৯০৫ খ্রিস্টাব্দে। 

23. ৪-র্থ মে আন্দোলন কোথায় সংগঠিত হয়?

উত্তরঃ চীনে।

24. ড. সান ইয়াত সেন-এর পর কে Kuomintang Party-র নেতা হন। 

উত্তরঃ চিয়াং কাই সেক।

25. চীনে কখন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতা মাও জে দং-এর নেতৃত্বে। 

26. প্রথম আফিমের যুদ্ধের সময় চীনে কোন বংশের শাসন ছিল ?

উত্তরঃ কিং বংশ।

বিষয়সূচী-পত্ৰ
ক-বিভাগ–(আদিম সমাজ)
অধ্যায় – ১মানব সভ্যতার ঊষালগ্ন
অধ্যায় – লিখন পদ্ধতি ও নগর জীবন
খ-বিভাগ–(সম্রাজ্য)
অধ্যায় – ৩তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন
অধ্যায় – ৪মধ্য ইসলামীয় ভূমি
অধ্যায় – ৫যাযাবর সাম্রাজ্য
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা
অধ্যায় – ৬তিনটি শ্রেণী
অধ্যায় – ৭পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
অধ্যায় – ৮বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব
ঘ- বিভাগ– আধুনিকতার পথে
অধ্যায় – ৯শিল্প বিপ্লব
অধ্যায় – ১০দেশীয় লোকদের স্থানচ্যুতি
অধ্যায় – ১১আধুনিকতার বিভিন্ন দিশা

27. ‘Red Guards’ বা ‘লাল গ্রহরী’ কি?

উত্তরঃ চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় পুরানো কৃষ্টি, সংস্কৃতি, প্রথা, অভ্যাস ইতালি বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ছাত্র ও সেনাবাহিনিকে নিয়ে গঠিত দল হে ‘Red Guards’ বা ‘নাল প্রহরী”।

28. Life Weekly সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ জাও তাওফেন।

29. জাপানে মেইজি সরকার কখন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।

উত্তরঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে।

30. এশিয়ার একটি উল্লেখযোগ্য শিল্পোন্নত দেশের নাম লেখ।

উত্তরঃ জাপান।

31. জাপান ১৯১৫ খ্রিস্টাব্দে ২১ দফা দাবি উত্থাপন করেছিল কার কাছে?

উত্তরঃ চীন।

32. মেইজি সংবিধান কখন প্রণীত হয়েছিল?

উত্তরঃ ১৮৮৯ খ্রিস্টাব্দে।

33. চীন-জাপান যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ১৮৯৪-৯৫ খ্রিস্টাব্দে।

34. ইয়েন কী?

উত্তরঃ জাপানের মুদ্রা।

35. “আদেশ বা নির্দেশ অপেক্ষা স্বাধীনতা অধিক মূল্যবান।” এই উক্তিটি কার?

উত্তরঃ জাপানের সাম্যবাদী নেতা ইউ এ পি ইমেরিয়ের উক্তি।

36. জাপানের সম্রাটের পদবি কি ছিল?

উত্তরঃ মিকাডো।

37. জাপানীরা তাদের দেশকে কোন অপর নামে অবিহিত করে?

উত্তরঃ নিম্নন অর্থাৎ সূর্য উদয়ের দেশ।

38. ‘মাস্তান’ বলতে কি বোঝানো হয়?

উত্তরঃ ‘মাস্তান’ শব্দের অর্থ প্রধান সেনাপতি। ১১৯২ খ্রিস্টাব্দে এই পদের সৃষ্টি হলে এই পদাধিকারী সম্রাটের হয়ে জাপান শাসন করতেন।

39. তোকুগাওয়া শোগানরা কত দিন শাসন ক্ষমতায় ছিলেন?

উত্তরঃ ১৬০৩ খ্রিস্টাব্দ থেকে ১৮৬৭ খ্রিস্টাব্দ।

40. কখন শোগানতন্ত্রের অবসান ঘটে জাপানে? 

উত্তরঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে।

41. ‘দাইমিও’ কারা?

উত্তরঃ ‘দাইমিও’ বলতে শক্তিশালী সামরিক সামস্তদের বোঝায়। 

42. ‘সামুরাই’ বলতে কাদের বোঝায়?

উত্তরঃ জাপানের যোদ্ধা সম্প্রদায়কে বোঝায়।

43. জাপানের রাজধানীর নাম কি ছিল? 

উত্তরঃ সম্রাটের শাসনে কিয়োটো, কিন্তু শোগানতন্ত্রের সময়কালে রাজধানী হয় এড়ো, পরবর্তীতে এর নাম হয় টোকিও। ‘

44. গেঞ্জীর কাহিনী বা Tale of the Genji এর লেখক কে?

উত্তরঃ মুরাশাকি মিকি।

45. ‘টোকিও’ নামের অর্থ কি?

উত্তরঃ প্রাচ্যের রাজধানী।

46. ‘মেইজি’ শব্দের অর্থ কি?

উত্তরঃ মেইজি শব্দের অর্থ ‘জ্ঞানদীপ্তি’।

47. জাপানে কখন মেইজি পুনঃপ্রতিষ্ঠা হয়? 

উত্তরঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে (মেইজি প্রতিষ্ঠার পর জাপানের রাজধানী হয় এডো)।

48. হক্কাইডো দ্বীপের অধিবাসীদের কি বলা হত?

উত্তরঃ আইনু।

49. জাপানের আইনসভা বা সংসদের নাম কি ছিল?

উত্তরঃ ডায়েট।

50. ফুকুজাওয়া ইউকিচি কে ছিলেন?

উত্তরঃ ফুকুজাওয়া ইউকিচি ছিলেন একজন মেইজি বুদ্ধিজীবী। 

51. দাইমিওদের নিয়ন্ত্রণে রাখতে শাওন কি পদক্ষেপ নিয়েছিলেন?

উত্তরঃ দাইমিওদেরকে রাজধানী এডোতে দীর্ঘকাল থাকতে হত। যাতে তারা কোন ষড়যন্ত্র গড়ে তুলতে না পারে শাওনের বিরুদ্ধে। 

52. ১৯৬০ খ্রিস্টাব্দে পারদজনিত বিষক্রিয়া জাপানের কোথায় সংগঠিত হয়?

উত্তরঃ মিনাসতাতে।

53. কখন রুশো-জাপানী যুদ্ধ সংগঠিত হয়?

উত্তরঃ ১৯০৫-০৫ খ্রিস্টাব্দে, যাতে জাপান জয়লাভ করে।

54. হক্কাইডোতে বাস করা স্থানীয় লোকদের কি বলে জানা যায়?

উত্তরঃ হক্কাইডোতে বাস করা স্থানীয় লোকদের ‘আইনু’ বলে জানা যায়।

55. সিনকানসেন’ কি?

উত্তরঃ ১৯৬৪ খ্রিস্টাব্দে জাপানে প্রবর্তিত হওয়া দ্রুতগামী বুলেট ট্রেনের নাম সিনকানসেন’। এর ঘণ্টায় গতিবেগ ছিল ৩০০ কিমি।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. চিয়াং কাই-শেক কে ছিলেন? তিনি মহিলাদের সম্পর্কে কী বলেছিলেন?

উত্তরঃ চিয়াং কাই-শেক ছিলেন গুয়োমিত্তাং পার্টির নেতা। চিনের উন্নতিতে মহিলাদের অবদান রাখা উচিত।

2. চীনের প্রধান জাতিগোষ্ঠী ও ভাষার নাম উল্লেখ কর।

উত্তরঃ চীনের প্রধান জাতিগোষ্ঠী ছিল হান এবং চীনা ভাষা ছিল প্রধান ভাষা। 

3. আফিং-এর যুদ্ধ সম্পর্কে কি জানো?

উত্তরঃ চীনে অবৈধ আফিং-এর ব্যবসার জন্য আফিং-এর যুদ্ধ সংঘটিত হয়েছিল। ব্রিটিশ বণিকগণ চীনে বিপুল পরিমাণ আফিং নিয়ে আসত। এর ফলে চীনের জনগণ আফিং-এর প্রতি আসক্ত হয়ে পড়ে। ফলে তাদের দৈহিক ও মানসিক বিপর্যয় ঘটে।

এইজন্য চীনের জনগণ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। একে আফিং-এর যুদ্ধ’ বলা হয়।

4. কে, কোথায় মুক্তদ্বার নীতি গ্রহণ করেছিল? 

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৯০-এর দশকে চীনে ‘মুক্তদ্দ্বার নীতি’ গ্রহণ করেছিল। 

5. সান ইয়াৎ-সেনের তিনটি নীতি কি কি ছিল?

উত্তরঃ সান ইয়াৎ-সেনের তিনটি নীতি হল—

(ক) জাতীয়তাবাদ। 

(খ) গণতন্ত্র। এবং 

(গ) সমাজবাদ।

6. ১৯১১ খ্রিস্টাব্দে চীন বিপ্লবের দুইটি কারণ লেখ।

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে চীন বিপ্লবের দুইটি কারণ নিম্নরূপঃ 

(ক) মাঞ্চু সরকার অজনপ্রিয় হয়ে যায় এবং এর বিরুদ্ধে জনগণের অসন্তোষ দেখা দেয়। 

(খ) মাঞ্চু সরকারের রেলনীতির ফলে নানাপ্রকার সমস্যা দেখা দেয় যা বিপ্লবের একটি প্রধান কারণ। 

7. চীনে সাংস্কৃতিক বিপ্লবের প্রভাব কি ছিল?

উত্তরঃ চীনে সাংস্কৃতিক বিপ্লবের প্রভাব নিম্নরূপ ছিলঃ

(ক) সাংস্কৃতিক বিপ্লব চীনে অরাজকতার সৃষ্টি করেছিল, যাহা কমিউনিস্ট পার্টিকে দুর্বল করে তোলে।

(খ) দেশের অর্থনীতি ও শিক্ষার বিস্তার ক্ষতিগ্রস্ত হয়।

8. কুওমিনতাং কি ছিল? 

উত্তরঃ কুওমিনতাং চীন দেশের জনক সান ইয়াৎ-সেন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল । চীনে এই দল সর্বপ্রথম সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলে। 

9. চীনের কমিউনিস্ট পার্টির চারটি আধুনিকীকরণ কি কি ছিল?

উত্তরঃ চীনের কমিউনিস্ট পার্টির চারটি আধুনিকীকরণ নিম্নরূপঃ 

(ক) বিজ্ঞানের আধুনিকীকরণ।

(খ) শিল্পের আধুনিকীকরণ।

(গ) কৃষির আধুনিকীকরণ 

(ঘ) প্রতিরক্ষার আধুনিকীকরণ।

10. চীনের তিনটি প্রধান নদীর নাম লেখ।

উত্তরঃ চীনের তিনটি প্রধান নদী হল- 

(ক) হুয়াংহো। 

(খ) ইয়াংসিকিয়াং। ও

(গ) পার্ল নদী।

11. চীন আধুনিকীকরণের জন্য কী নীতি গ্রহণ করেছিল? 

উত্তরঃ চীন উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গাড়ার জন্য বিপ্লবী কমিউনিস্ট শাসন ব্যবস্থার পৃষ্ঠপোষকতা করেছিল।

12. চীনের জনগোষ্ঠী কীভাবে গঠিত?

উত্তরঃ চীনের প্রধান নৃগোষ্ঠী হল ‘হান’। কিন্তু হানদের বাইরেও অন্যান্য জনগোষ্ঠীর লোক আছে, যেমন—উইঘুর, ই, মাঞ্চু, ও তিব্বতী।

13. কে এবং কখন চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল?

উত্তরঃ ডঃ সান ইয়াৎ-সেনের নেতৃত্বে ১৯১১ খ্রিস্টাব্দে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেইজন্য তাকে আধুনিক চীনের নির্মাতা বলা হয়।

14. চীনের গ্রামীণ সমাজের সম্মুখীন হওয়া দুইটি সমস্যার কথা উল্লেখ কর।

উত্তরঃ চীনের গ্রামীণ সমাজের সম্মুখীন হওয়া দুইটি সমস্যা হল- 

(ক) প্রাকৃতিক ভারসাম্য। এবং 

(খ) আর্থ-সামাজিক অবস্থা।

15. কিং বংশের শাসনকালের দুইজন চীনা সংস্কারকের নাম লেখ। 

উত্তরঃ কিং বংশের শাসনকালে দুইজন চীনা সংস্কারক হলেন—

(ক) কেং ইউয়েই। এবং 

(ঘ) লিয়াং কিচাও।

16. কখন, কার নেতৃত্বে চীনে রাজতন্ত্রের অবসান ঘটে? 

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে ড. সান ইয়াত সেন-এর নেতৃত্বে মাঞ্চু রাজবংশের শাসনের পতন হয় এবং চীনে গণরাজ্য প্রতিষ্ঠা হয়। 

17. চীনের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দলের নাম লেখ। 

উত্তরঃ চীনের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল হল- 

(ক) ওয়োমিনতাং/কুয়োমিনতাং পার্টি (The National People’s Party), যার প্রতিষ্ঠাতা ড. সান ইয়াত সেন। এবং 

(খ) চীনা কমিউনিস্ট পার্টি।

18. ‘সান মিন তুই’ বা ‘ত্রিনীতি’ কি?

অথবা,

ড. সান ইয়াত সেনের মুখ্য কার্যসূচি কি ছিল?

উত্তরঃ ড. সান ইয়াত সেনের মুখ্য কার্যসূচি “সান মিন চুই’ বা ‘রিনীতি’ বলে আখ্যায়িত। এই তিনটি নীতি নিম্নরূপ:

(ক) জাতীয়তাবাদ – মানচু ও অন্যান্য বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিকে উৎখাতের মাধ্যমে জাতীয়তাবাদের সৃষ্টি।

(খ) গণতন্ত্র – গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।

(গ) জীবিকার উন্নয়ন – সম্পদ ও জমির সমবণ্টনকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজতন্ত্রের স্থাপনা। 

19. কখন ও কাদের মধ্যে আফিমের যুদ্ধ সংগঠিত হয়? 

উত্তরঃ ১৮৩১-১৮৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম আফিমের যুদ্ধ সংঘটিত হয় ইংরেজ এবং চীনা সরকারের মধ্যে।

20. চীনের দুইজন কমিউনিস্ট এবং কুওমিনতাং দলের নেতার নাম লেখ।

উত্তরঃ দুইজন কমিউনিস্ট নেতা হলেন—

(ক) মাও জে দুং। এবং 

(খ) চৌ এন লাই । 

কুওমিনতাং দলের নেতা হলেন – 

(ক) চিয়াং কাই শেক। এবং 

(খ) ড. সান ইয়াত সেন।

21. কুওমিনতাং পার্টি কোন উপাদানগুলিকে মানুষের মৌলিক চাহিদা বলে গণ্য করত?

উত্তরঃ ড. সান ইয়াত সেনের নীতি-আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল কুওমিনতাং এটি এবং এই দলের দর্শন ও আদর্শ। এই দল—

(ক) খানা। 

(খ) বস্তু। 

(গ) বাসস্থান। ও 

(খ) যোগাযোগ — এই চারটি উপাদানকে মানুষের মৌলিক উপাদান বলে ঘোলা করেছিল।

22. নতুন গণতন্ত্র নীতি কি?

উত্তরঃ চীনে ১৯৪৯ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়। সমাজের সর্বশ্রেণীর সমন্বয়ে গঠিত সরকারের পরিচালনা ও রাষ্ট্রব্যবস্থার নীতিকেই ‘নতুন গণতন্ত্র নীতি’ বলে অবিহিত করা হয়েছে। 

যে ব্যবস্থায় অর্থনীতির জটিল বিষয়গুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হয়, জমির ব্যক্তিগত মালিকানা ও ব্যক্তিগত উদ্যোগ ক্রমশ লুপ্ত হয়। এই কার্যসূচী ১৯৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। এরপর সমাজতান্ত্রিক কার্যসূচি সরকার গ্রহণ করে। 

23. ‘The Great Leap Forward Movement’ কখন শুরু হয় ? এর উদ্দেশ্য কি ছিল? 

উত্তরঃ ১৯৫৮ খ্রিস্টাব্দে ‘The Great Leap Forward Movement’ চীনে শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল দেশে উন্নত শিল্পায়ন তরান্বিত করা।

24. কে, কখন ও কোথায় প্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে চিয়াং কাই শেক তাইওয়ানে গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠা করেন।

25. মেইজি পুনঃপ্রতিষ্ঠা বলতে কি বোঝ?

উত্তরঃ ১৮৬৭-৬৮ খ্রিস্টাব্দে জাপানে সোগান শাসনের অবসান ঘটে এবং নুতন বিষয়ক ও উপদেষ্টা দ্বারা শাসনব্যবস্থা পরিচালিত হতে থাকে। এইসব মানুষ জাপানের সম্রাটের নামে দেশ শাসন করত। এইভাবে সম্রাট দেশে আবার সর্বেসর্বা হয়ে ওঠেন। তিনি ‘মেইজি’ উপাধি গ্রহণ করেন। এই ঘটনাকে জাপানের ইতিহাসে ‘মেইজি পুনঃপ্রতিষ্ঠা’ বলে অভিহি করা হয়েছে।

26. মেইজি সরকার কর্তৃক জাপানের দুইটি পরিবর্তন উল্লেখ কর।

উত্তরঃ মেইজি সরকার কর্তৃক জাপানের নিম্নোক্ত দুইটি পরিবর্তন সাধিত হয়ঃ

(ক) বিশ বছরের অধিক সকল যুবককে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সামরিক সেবা করতে হত। 

(খ) আধুনিক সামরিক বাহিনীকে উন্নতও করা হয়।

27. জাপানের চারটি বৃহৎ দ্বীপের নাম লেখ।

অথবা,

জাপান প্রধানত চারটি দ্বীপের সমষ্টি। এদের নাম কী? 

উত্তরঃ জাপানের চারটি বৃহৎ দ্বীপ হল- 

(ক) ইনসু।

(খ) কিউসিউ।

(গ) সিকোকু। ও 

(ঘ) হাইডো।

28. মেইজি শাসনকালে জাপানের অর্থনীতিকে আধুনিকীকরণ করার জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল? 

উত্তরঃ জাপানের অর্থনীতিকে আধুনিকীকরণ করার জন্য মেইজি শাসনকালে নিম্নোক্ত ব্যবস্থা অবলম্বন করা হয়েছিলঃ

(ক) তহবিল পরিপূর্ণ করিবার জন্য কৃষি কর ধার্য করা হয়েছিল। 

(খ) ইউরোপ হতে বনে শিল্পের যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল।

(গ) টোকিও ইয়াকুহামার মধ্যে ১৮৭০-৭২ খ্রিস্টাব্দে রেলপথ প্রতিষ্ঠিত হয়েছিল।

29. জাপানের উপর ১৯৪৫-৪৭ খ্রিস্টাব্দে মার্কিন নিয়ন্ত্রণের ফল কি ছিল? 

উত্তরঃ ১৯৪৫-৪৭ খ্রিস্টাব্দে জাপানের উপর মার্কিন নিয়ন্ত্রণের ফল নিম্নরূপঃ 

(ক) জাপানকে সামরিক শাসন হতে মুক্ত করা হয়।

(খ) জাপানে ৯টি ধারাযুক্ত একটি সংবিধান বলবৎ করা হয়। 

30. জাপানের উত্থানের দুইটি কারণ উল্লেখ কর।

উত্তরঃ জাপানের উত্থানের দুইটি কারণ নিম্নরূপঃ 

(ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযোগ ও আদান-প্রদান জাপানের উত্থানের একটি প্রধান কারণ।

(খ) জাপানের শিক্ষার্থী ও যুব সম্প্রদায়ের মধ্যে দেশপ্রেমের আদর্শ জাগরণ জাপানের উত্থানে যথেষ্ট সহায়তা করে।

31. জাপান কার কাছে, কখন ২১ দফা দাবি উত্থাপন করেছিল?

উত্তরঃ জাপান ১৯১৫ খ্রিস্টাব্দে চীনের কাছে ২১ দফা দাবি উত্থাপন করেছিল।

32. জাইবাতসু বলতে কি বোঝ?

উত্তরঃ জাইবাতসু হল জাপানের বিশাল একচেটিয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান যা জাপানের অর্থনীতিতে বিশেষ অধিকার অর্জন করেছিল।

33. জাইবাতসুর দুটি উদাহরণ দাও।

উত্তরঃ জাইবাতসুর দুটি উদাহরণ হল- 

(ক) মিতসুবিশি। এবং 

(খ) সুমিটমো।

34. বর্তমান কোন দুটি পার্শ্ববর্তী দেশে জাপান তার উপনিবেশ স্থাপন করেছিল?

উত্তরঃ তাইওয়ান (১৮৯৫ খ্রিস্টাব্দে) এবং কোরিয়া (১৯১০ খ্রিস্টাব্দে)।

35. জাপান কোন দুটি পার্শ্ববর্তী শক্তিধর দেশকে পরাজিত করেছিল? 

উত্তরঃ চীন (১৮৯৪ খ্রিস্টাব্দ) এবং রাশিয়া (১৯০৫ খ্রিস্টাব্দে)।

36. জাপানে কিভাবে ‘শোগানতন্ত্রে’র উদ্ভব হয়?

উত্তরঃ ১১৯২ খ্রিস্টাব্দে জাপানে একনায়কতন্ত্রের প্রধান জোরিটোমো সম্রাটের কাছ থেকে শোগান অভিধা লাভ করেন এবং সম্রাটের হয়ে শাসন পরিচালনা করেন। এই সময় থেকেই জাপানে শোগানতন্ত্রের উদ্ভব হয়।

37. জাপানের দুটো বৃহৎ শহরের নাম লেখ। 

উত্তরঃ জাপানের দুটো বৃহৎ শহরের নাম হল-ওসাকা ও কিয়োটো।

38. “এডোতে লোকেরা এক বাটি নুডুলস্ এর মূল্যের বিনিময়ে একটি বই ভাড়া করতে পারত।” এই উক্তিটির তাৎপর্য কি?

উত্তরঃ এই উক্তি থেকে তৎকালীন জাপানের দুটি দিক ফুটে ওঠে—

(ক) পড়াশুনার জনপ্রিয়তা। এবং 

(খ) মুদ্রণশিল্পের প্রচার ও প্রসার ইত্যাদি।

39. কমোডোর ম্যাথিউ পেরী কখন এবং কেন জাপানে এসেছিলেন? 

উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে কমোডোর পেরী আমেরিকা যুক্তরাষ্ট্রের দূত হিসাবে জাপানে এসেছিলেন, ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।

40. কমোডোর পেরীর জাপান আগমনের দুটি ফলাফল লেখ। 

উত্তরঃ কমোডোর পেরীর জাপান আগমনের দুটি ফলাফল নিম্নরূপঃ 

(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে চুক্তি মাধ্যমে জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমিত বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। এর ফলে জাপানের দীর্ঘ বিচ্ছিন্নতা দূর হয়। 

(খ) জাপান সম্রাট পুনরায় একজন গুরুত্বপূর্ণ ক্ষমতার কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করেন, যা সাগুনরা নিয়ন্ত্রিত করেছিলেন। 

41. জাপানে কখন এবং কোন জায়গাগুলির মধ্যে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়?

উত্তরঃ ১৮৭০-৭২ খ্রিস্টাব্দে, টোকিও এবং ইয়কোহামা বন্দরের মধ্যে।

42. কে এবং কখন জাপানে প্রথম শিল্পকেন্দ্রিক প্রদূষণের প্রতিবাদ করেন? 

উত্তরঃ তানাকা সুজো, ১৮৯৭ খ্রিস্টাব্দে প্রথম শিল্পকেন্দ্রিক প্রদূষণের প্রতিবাদ করেন।

43. তানাকা সুজো কে ছিলেন? 

উত্তরঃ তানাকা সুজো অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। তিনি সাংবিধানিক সরকারের দাবিতে, প্রদূষনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জাপানে। জাপানের আইনসভা ডায়েটের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top