Class 11 History Chapter 7 পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য, is a textbook prescribed by the Assam AHSEC Board Class 11 History Question Answer in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 11 History Chapter 7 পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 11 History Chapter 7 পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য are free to use and easily accessible.
Class 11 History Chapter 7 পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 11 History Chapter 7 পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Assam AHSEC Class 11 History in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 11 History Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 11 History Notes in Bengali will be able to solve all the doubts of the students. Class 11 History Suggestion in Bengali, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 11 History Solution. Class 11 History Notes in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.
পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
1. আধুনিক যুগের সূচনা হয় কখন?
উত্তরঃ সামন্তপ্রথা বিলোপের পর।
2. নবজাগরণ কোন্ দেশে সর্বপ্রথম আরম্ভ হয়েছিল?
উত্তরঃ ইটালিতে।
3. নবজাগরণে প্রেরণা গ্রহণকারী একজন মনীষীর নাম লেখ।
উত্তরঃ পেট্রার্ক।
4. পয়েট লরিয়েট উপাধি কাকে দেওয়া হয়েছিল?
উত্তরঃ পেট্রার্ককে।
5. পেট্রার্ক কোন্ শহরের নাগরিক ছিলেন ?
উত্তরঃ ফ্লোরেন্স।
6. একজন প্রধান মানবতাবাদীর নাম লেখ।
উত্তরঃ পেট্রার্ক।
7. লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?
উত্তরঃ বিখ্যাত চিত্রশিল্পী, বিজ্ঞানী, ভাস্কর ও কবি।
8. ‘মোনালিসা’ ছবিটি কে তৈরি করেছিলেন?
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি।
9. Principia গ্রন্থের লেখক কে ছিলেন?
উত্তরঃ নিউটন।
10. পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে?
উত্তরঃ গ্যালিলিও।
11. The Motion গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ গ্যালিলিও।
12. কোপারনিকাস কে ছিলেন?
উত্তরঃ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী।
13. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে—এই সূত্র কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ কোপারনিকাস।
14. De Revolutionibus-এর লেখক কে?
উত্তরঃ কোপারনিকাস।
15. সংস্কার আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন?
উত্তরঃ মার্টিন লুথার।
16. Utopia গ্রন্থের লেখক কে ছিলেন?
উত্তরঃ স্যার টমাস মোর।
17. জিন কেলভিন কে ছিলেন?
উত্তরঃ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা।
18. রেনেসা বলতে কি বোঝ?
উত্তরঃ রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জন্ম। চতুর্দশ শতাব্দীর পরবর্তী ইটালিতে সংগঠি সাংস্কৃতিক বিবর্তনকে রেনেসাঁ বা নবজাগরণ বলে ঐতিহাসিকরা অভিহিত করেন।
19. ‘নবজাগরণের সন্তান’ কাকে বলা হয়?
উত্তরঃ গিয়েট্রো বা ‘জিয়োটোকে।
20. ১৫ শতাব্দীর কোন্ আবিষ্কারকে শতাব্দীর সর্বাপেক্ষা বড় অগ্রগতি বা বিপ্ল বলে সম্বোধন করা হয়?
উত্তরঃ মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
21. ‘Realism’ বা ‘বস্তুবাদ’ কি?
বিষয় | সূচী-পত্ৰ |
ক-বিভাগ–(আদিম সমাজ) | |
অধ্যায় – ১ | মানব সভ্যতার ঊষালগ্ন |
অধ্যায় – ২ | লিখন পদ্ধতি ও নগর জীবন |
খ-বিভাগ–(সম্রাজ্য) | |
অধ্যায় – ৩ | তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন |
অধ্যায় – ৪ | মধ্য ইসলামীয় ভূমি |
অধ্যায় – ৫ | যাযাবর সাম্রাজ্য |
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা | |
অধ্যায় – ৬ | তিনটি শ্রেণী |
অধ্যায় – ৭ | পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য |
অধ্যায় – ৮ | বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব |
ঘ- বিভাগ– আধুনিকতার পথে | |
অধ্যায় – ৯ | শিল্প বিপ্লব |
অধ্যায় – ১০ | দেশীয় লোকদের স্থানচ্যুতি |
অধ্যায় – ১১ | আধুনিকতার বিভিন্ন দিশা |
উত্তরঃ নবজাগরণকালীন ইতালিতে শরীরতত্ত্ব, পদার্থবিদ্যা, জ্যামিতি এবং সুন্দরতার গভীর অনুভুতি নির্ভর করে এক কলাশিল্প গড়ে ওঠে। পরবর্তীতে সৌর “Realism’ বা ‘বস্তুবাদ’ বলে পরিচিত হয়।
22. টলেমি কে ছিলেন?
উত্তরঃ টলেমি হলেন ভূগোল বিষয়ক পুঁথির জনক।
23. Almagest বইটির লেখক?
উত্তরঃ টলেমি (Ptolemy)
24. ইউরোপের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
উত্তরঃ ইতালিতে (প্রথম দুটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়)।
25. আমেরিকার আবিষ্কারক কে?
উত্তরঃ কলম্বাস।
26. কোন সময়কে পণ্ডিতরা অন্ধকারময় যুগ হিসাবে আখ্যায়িত করেছেন?
উত্তরঃ পঞ্চম থেকে নবম শতাব্দী পর্যন্ত সময়কালকে।
27. বিশ্ব কখন আধুনিক যুগে প্রবেশ করে?
উত্তরঃ সপ্তদশ শতকে।
28. করে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ১৪৪৮ খ্রিস্টাব্দে।
29. কারা প্রথম কাগজ আবিষ্কার করে?
উত্তরঃ চীনারা।
30. মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে?
উত্তরঃ ক্যাক্সটন।
31. On Pleasure বইটির লেখক কে?
উত্তরঃ লরেঞ্জো ভাল্লা।
32. The Courtier বইটির লেখক কে?
উত্তরঃ বালথাসার কাস্টিগ্লিওনি।
33. প্রথম খ্রিস্টীয় রোমান শাসক/সম্রাট কে ছিলেন?
উত্তরঃ সম্রাট কনস্টানটাইন।
35. On the Dignity of Man বইটির লেখক কে?
উত্তরঃ জিওভান্নি পিকোডেল্লা মিরানডোলা।
36. The Civilization of the Renaissance in Italy বইটির লেখক কে?
উত্তরঃ জেকব বার্কহার্ড।
37. The Commonwealth and Government of Venice রচনাটি কার?
উত্তরঃ কার্ডিনাল গ্যাসপারো কন্টারিনি।
38. ‘Sistine Chapel Ceiling’ ছবিটি কে এঁকেছিলেন?
উত্তরঃ মাইকেল এঞ্জেলো।
39. ক্যালেন্ডারের প্রবর্তন কে করেছিল?
উত্তরঃ পোপ ত্রয়োদশ গ্রেগরি।
40. জার্মানিতে কৃষক বিদ্রোহ কখন হয়েছিল?
উত্তরঃ ১৫২৬ খ্রিস্টাব্দে।
41. লরেঞ্জো ভান্না কে ছিলেন?
উত্তরঃ নবজাগরণকালীন ইটালির একজন দার্শনিক ছিলেন লরেঞ্জো ভাল্লা। তিনি বিশ্বাস করতেন যে ইতিহাস নিয়ে চর্চা/পড়াশুনা করলে মানুষের জীবন পূর্ণতার দিকে এগিয়ে যায়।
42. ইবনে সিনা কে ছিলেন?
উত্তরঃ মধ্য এশিয়ার অন্তর্গত বুখারার একজন আরবীয় চিকিৎসক ছিলেন।
43. ১৫ শতকে ‘মানবতাবাদী’ বলতে কাদের বোঝানো হত?
উত্তরঃ ১৫ শতকের সুচনায় ব্যাকরণ, অলঙ্কারবিদ্যা, কবিতা, ইতিহাস, নৈতিক দর্শন ইত্যাদি বিষয়গুলিতে পারদর্শীদের মানবতাবাদী বলে আখ্যা দেওয়া হত।
44. সিসারো কে ছিলেন?
উত্তরঃ রোমান সম্রাট জুলিয়াস সিজারের সমসাময়িক আইনজীবী এবং প্রাবন্ধিক।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
1. আধুনিক যুগ কখন আরম্ভ হয়েছিল? এতে কি কি উপাদান অবদান যুগিয়েছিল?
উত্তরঃ আধুনিক যুগ সামস্ত প্রথা পতনের পর আরম্ভ হয়েছিল। এর প্রধান উপাদানসমূহ ছিল –বাণিজ্যের বিকাশ, শহর-নগরের আবির্ভাব, সমাজের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এবং নবজাগরণ।
2. নবজাগরণের দুইটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ নবজাগরণের দুইটি প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপঃ
(ক) ইটালির শহরগুলি ছিল নবজাগরণের প্রধান কেন্দ্রস্বরূপ।
(খ) স্থাপত্য, ভাস্কর্য ও সাহিত্যের বিকাশ ঘটে।
3. নবজাগরণের সময়কার দুজন বিখ্যাত মহিলার নাম লেখ।
উত্তরঃ নবজাগরণের সময়কার দুজন বিখ্যাত মহিলার হলেন-
(ক) ক্যাসেন্দ্রা ফিদেল। এবং
(খ) ইসাবেলা ডেপ্ট।
4. নবজাগরণকালীন ইটালির দুইজন বিখ্যাত ভাস্কর, স্থপতি ও চিত্রকরের নাম লেখ।
উত্তরঃ নবজাগরণকালীন ইটালির দুইজন বিখ্যাত ভাস্কর, স্থপতি ও চিত্রকরের নাম-
(ক) মাইকেল এঞ্জেলো। এবং
(খ) ফিলিপ্পো ব্রুনোলেসচি।
5. মাইকেল এঞ্জেলো কে ছিলেন? তাঁর একটি বিখ্যাত চিত্রের নাম উল্লেখ কর।
উত্তরঃ নবজাগরণকালীন ইটালির চিত্রাঙ্কন, ভাস্কর্য ও স্থাপত্য, তিনটিতেই সমান পারদর্শিতা থাকা একজন ব্যক্তিত্ব ছিলেন মাইকেল এঞ্জেলো।
তাঁর আঁকা একটি বিখ্যাত চিত্র হচ্ছে রোম শহরের ‘সিস্টিন চ্যাপেল’-এ আঁকা ছবি ‘দা পিটা’।
6. নবজাগরণের সন্তান’ বা ‘Renaissance Man’ বলতে কাকে বোঝানো হয়?
উত্তরঃ ‘নবজাগরণের সন্তান’ বা ‘Renaissance Man’ বলতে এমন ব্যক্তিদেরই বোঝানো হত যাদের বহুমুখী প্রতিভা ছিল। তারা এক একজন একাধারে পণ্ডিত, কূটনীতিজ্ঞ, চিত্রকর এবং ধর্মতাত্ত্বিক ছিলেন।
7. মাইকেল এঞ্জেলোর অমর সৃষ্টিগুলি কি কি?
অথবা,
মাইকেল এঞ্জেলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত টাকা লেখ।
উত্তরঃ নবজাগরণকালীন ইটালির একজন বিখ্যাত ব্যক্তিত্ব মাইকেল এঞ্জেলো। তিনি চিত্রাঙ্কন, ভাস্কর্য ও স্থাপত্যে সমানভাবে পারদর্শী ছিলেন। তার বিখ্যাত সৃষ্টি হচ্ছে-
(ক) রোম শহরের Sistine Chapel-এর ছাদে আঁকা চিত্র।
(খ) ‘The Picta’ নামের ভাস্কর্য। এবং
(গ) সেন্ট পিটার্স চার্চের গম্বুজের নকশা।
8. ছাপাখানার আবিষ্কারক কারা? ইউরোপে প্রথম মুদ্রিত পুস্তক কোনটি?
অথবা,
ছাপাখানা কে আবিষ্কার করেছিলেন? প্রথম ছাপা বইটির নাম লেখ।
উত্তরঃ গুটেনবার্গ ও চেস্টার হলেন ছাপাখানা আবিষ্কারক। বাইবেল হল প্রথম মুদ্রিত-পুস্তক।
9. মানবতাবাদী ধ্যান-ধারণা মানুষের মধ্যে পরিচালিত করতে কোন দুইটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
উত্তরঃ মানবতাবাদী ধ্যান-ধারণা মানুষের মধ্যে পরিচালিত করতে যে দুইটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা হল-
(ক) স্কুল-কলেজে মানবতাবাদী বিষয়সমূহ পঠন-পাঠন শুরু হয়।
(খ) শিল্পকলা, ভাস্কর্য এবং সাহিত্য মানবতাবাদী ধ্যান-ধারণা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
10. মানব সংস্কৃতি দুইটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ মানবতাবাদী সংস্কৃতির দুইটি বৈশিষ্ট্য হচ্ছে—
(ক) মানুষের মধ্যে ধর্মের উন্মাদনা হ্রাস পাওয়া। এবং
(খ) ক্ষমতা ও অর্থ সর্বস্ব মানব জীবনের চিন্তাধারা দূর হওয়া।
11. যে-কোন দুইজন মানবতাবাদী লেখকের নাম লেখ।
উত্তরঃ দুইজন মানবতাবাদী লেখক হলেন—
(ক) ফ্রান্সিসকো বারবারো। এবং
(খ) লরেঞ্জো ভাল্লা।
12. দুইজন খ্রিস্টান মানবতাবাদীর নাম লেখ।
উত্তরঃ দুইজন খ্রিস্টান মানবতাবাদী হলেন—
(ক) টমাস মোর। এবং
(খ) ইরাসমাস। (প্রথমজন ইংলন্ডের ও দ্বিতীয়জন হল্যান্ডের)।
13. ক্ষমাপত্র বা পাপমোচন পত্র কি ছিল?
উত্তরঃ ক্ষমাপত্র মধ্যযুগের ইউরোপের গির্জা বিক্রি করত। গির্জা কর্তৃপক্ষ এই যুক্তি দেখাত যে এই ক্ষমাপত্র ক্রয় করলে সমগ্র জীবনে কৃত পাপ হতে পরিত্রাণ পাওয়া যায়। গির্জাগুলি ক্ষমাপত্র বিক্রির মাধ্যমে অধিক অর্থ আদায় করত।
14. ইতিহাস সম্পর্কে Jacob Burckhardt এর অভিমত কি ছিল?
উত্তরঃ তাঁর মতে, ইতিহাস লেখার ব্যাপারে রাজনীতিই সব এবং শেষ কথা নয়। ইতিহাস ততটাই সংস্কৃতিনির্ভর, যতটা রাজনীতি।
15. ঐতিহাসিক সম্পর্কে Leopold von Rouke এর অভিমত কি ছিল?
উত্তরঃ তাঁর মতে ঐতিহাসিকের প্রাথমিক কর্তব্যই হচ্ছে নানা তথ্য ও সরকারি ফাইল ঘেটে নানা দেশ ও রাজনীতির ইতিহাস রচনা করা।
16. ইউরোপীয় ইতিহাস জানার উপাদানগুলি কি কি?
উত্তরঃ চতুর্দশ শতকের পর ইউরোপীয় ইতিহাস জানার উপাদানগুলি যথাক্রমে মুদ্রিত পুস্তক, চিত্র, দলিল, ভবন, অট্টালিকা, স্থাপত্য এবং কাপড় বোনা।
17. The New Testament কি?
উত্তরঃ দ্য নিউ টেস্টামেন্ট’ হল বাইবেলের সেই অধ্যায়টি যেখানে যীশু খ্রিস্টের জীবন ও তাঁর শিক্ষা এবং তাঁর প্রারম্ভিক অনুসারীদের নিয়ে আলোচনা করা হয়েছে।
18. লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?
উত্তরঃ তিনি ছিলেন বিখ্যাত ইটালিয় দার্শনিক। তিনি একাধারে ছিলেন চিত্রশিল্পী, বৈজ্ঞানিক, গণিতজ্ঞ ও সংগীতবিশারদ। তাঁর দুটি অনবদ্য ছবির নাম ‘মোনালিসা’ ও ‘দ্য লাস্ট সাপার’। তিনি একটি উড়ন্ত মেশিনের নক্সাও তৈরি করেছিলেন।
19. লিওনার্দো দা ভিঞ্চির দুইটি কালজয়ী ছবির নাম লেখ।
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চির দুইটি কালজয়ী ছবি হল—
(ক) মোনালিসা। এবং
(খ) প লাস্ট সাপার।
20. ‘Classical’ স্থাপত্য বলতে কি বোঝ?
উত্তরঃ তৎকালীন সময়ে রোমের ইতিহাস জানার উদ্দেশ্যে প্রত্নতাত্ত্বিকরা রোম নগরীর ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোর খননকার্যে নিয়োজিত হয়েছিলেন। এই খননকার্য এক নতুন স্থাপত্যরীতি উদ্ভবের উৎসাহ জুগিয়েছিল যা ‘ক্ল্যাসিকাল স্থাপত্য’ হিসাবে পরিচিত।
21. আবিষ্কারের যুগ বলতে কি বোঝ?
উত্তরঃ পঞ্চদশ শতকের শেষার্ধ থেকে ষোড়শ শতকের প্রথমার্ধ পর্যন্ত সময়রে ‘আবিষ্কারের যুগ’ হিসাবে আখ্যায়িত করা হয়। এই সময়। বিভিন্ন নতুন বাণিজ্য পথ এবং নতুন স্থান আবিষ্কৃত হয়েছিল।
22. কাউন্টার রিফরমেশন কি?
উত্তরঃ প্রোটেস্টান্ট আন্দোলনের প্রতিক্রিয়া হিসাবে রোমান ক্যাথলিক চার্চের যে আন্দোলন গড়ে তুলেছিল তাকেই ‘কাউন্টার রিফরমেশন’ বলা হয়।
23. মার্টিন লুথার কে ছিলেন এবং তিনি ইউরোপের কোন্ দেশের লোক ছিলেন?
উত্তরঃ মার্টিন লুথার ইউরোপের সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। তিনি জার্মানির লোক ছিলেন।
24. মার্টিন লুথারের দুইজন সহযোগীর নাম লেখ।
উত্তরঃ মার্টিন লুথারের দুইজন সহযোগীর নাম হলেন –
(ক) জিন কেলভিন। এবং
(খ) উলরিক উইংলি।
25. চতুর্দশ শতকে কলা, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ ইটালিয় বা ইউরোপীয় শহরের নাম লেখ।
উত্তরঃ চতুর্দশ শতকে কলা, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ ইটালিয় বা ইউরোপীয় শহর হল—ফ্লোরেন্স, ভেনিস, রোম এবং জেনোয়া।
26. চতুর্দশ শতকে ইটালিয় শহরগুলিতে কি কি শাসনব্যবস্থা প্রচলিত ছিল?
উত্তরঃ (ক) প্রজাতন্ত্র (ফ্লোরেন্স ও ভেনিশে প্রজাতন্ত্র ছিল)। এবং
(খ) রাজপরিবার শাসিত সভা শহর (Court city)।
27. চতুর্দশ শতক পরবর্তী ইটালির শহরগুলির বৈশিষ্ট্যগুলি লেখ।
উত্তরঃ চতুর্দশ শতক পরবর্তী ইটালির শহরগুলির বৈশিষ্ট্যগুলি হচ্ছে-
(ক) যাজকরা রাজনৈতিকভাবে দুর্বল ছিলেন।
(খ) সামন্ত প্রভুরাও সবল ছিলেন না। এবং
(গ) শহরগুলোর শাসনের ক্ষেত্রে ধনী ব্যবসায়ীরা ও মুদ্রা জমাকারীরা বিশেষ ভূমিকা।
28. চতুর্দশ শতকে ইউরোপের ইতিহাসচর্চার মুখ্য উপাদানগুলি কি কি?
উত্তরঃ চতুর্দশ শতক থেকে ইউরোপের ইতিহাসচর্চার বিভিন্ন উপাদান পাওয়া যায়: যেমন-
(ক) মুদ্রিত পুস্তক।
(খ) রঙিন চিত্র।
(গ) ভাস্কর্য। এবং
(ঘ) স্থাপত্য।
তাছাড়াও ইউরোপ ও আমেরিকার বিভিন্ন যাদুঘরে বা সংগ্রহশালায় সংরক্ষিত উপাদান।
29. জেকব বার্কহার্ড (Jacob Burckhardt) কে ছিলেন? সংক্ষেপে লেখ।
উত্তরঃ জেকব বার্কহার্ড ছিলেন সুইজারল্যান্ড-এর ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ। তার মতে ইতিহাসচর্চার ক্ষেত্রে রাজনীতি শেষ কথা নয়, বরং ইতিহাস ততটাই। সংস্কৃতিনির্ভর যতটা রাজনীতি।
30. শিক্ষার ব্যবস্থা পরিবর্তনে পেট্রার্ক-এর অবস্থান লেখ।
উত্তরঃ চতুর্দশ শতকে শিক্ষাব্যবস্থায় এক ব্যাপক পরিবর্তন দেখা যায়। ইটালিতে এর মুখ প্রভাষক ছিলেন ফ্রান্সিসকো পেট্রার্ক। তার মতে, গ্রীক ও রোমানদের ইতিহাস না জানলে প্রাচীন সভ্যতা সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ থাকবে। তাই তিনি প্রাচীন লেখকদের বই পড়তে বিশেষ গুরুত্ব দিতেন।
31. ফ্লোরেন্সের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম লেখ।
উত্তরঃ ফ্লোরেন্সের কয়েকজন বিখ্যাত ব্যক্তি হলেন –
(ক) দাঁতে আলিঘিরীয়। এবং
(খ) জিওট্ট।
32. Giotto এবং Dante Alighieri কে ছিলেন?
উত্তরঃ Dante Alighieri ছিলেন একজন ইটালিয় লেখক, যার লেখার বিষয়বস্তু ছিল ধর্ম বিষয়ক।
Giottan ছিলেন ফ্লোরেন্সের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তার আঁকা ছবিগুলো পূর্বেকার শিল্পীদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং উন্নত ছিল।
33. দুইজন আরব মুসলিম শিক্ষাবিদ-এর নাম লেখ, যাদের ইউরোপীয়রা অনেক গুরুত্ব দিত।
উত্তরঃ ইউরোপীয়দের কাছে গুরুত্ব পাওয়া দুইজন আরব মুসলীম শিক্ষাবিদ হলেন—
(ক) ইবনে সিনা। এবং
(খ) আল রাজি।
34. (ক) ক্যাসেন্দ্রা ফিদেল। এবং
(খ) ইসাবেলা ডেস্ট- এর উপর সংক্ষিপ্ত টিকা লেখ।
উত্তরঃ (ক) ক্যাসেন্দ্রা ফিদেলঃ তিনি ছিলেন নবজাগরণকালীন ইটালির একজন ভেনিশীয় প্রজ্ঞাবান লেখিকা। তিনি মহিলাদের পুরুষের সমান সম্মানের ভাবনায় বিশ্বাস করতেন। তাঁর গ্রিক ও ল্যাটিন ভাষার উপর যথেষ্ট দখল ছিল। এর স্বীকৃতিস্বরূপ পাদোয়া বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
(খ) ইসাবেল ডেস্টঃ তিনি ছিলেন মার্চসা অব মন্টোয়া। তিনি তাঁর স্বামী অবর্তমানে রাজ্য শাসন করেছিলেন। মন্টোয়ার রাজসভাটি বৌদ্ধিক উজ্জ্বলতার জন্য বিখ্যাত হয়েছিল।
35. কখন, কে, কোথায় Society of Jesus’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৫৪০ খ্রিস্টাব্দে ইসনেয়াস লয়োলা, স্পেনে প্রটেস্টান্ট মতবাদের প্রচার-প্রসার রুখতে ‘Society of Jesus’ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সদস্যদের ‘Jesuit’ বলা হত।
36. Cosmographical Mystery এবং The Motion বইগুলির লেখক কে?
উত্তরঃ Cosmographical Mystery-এর লেখক কেপলার এবং ‘The Motton’ এর লেখক গ্যালিলিও।
37. চেস্টিন চ্যাপেল-এর চিত্রকার কে? এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ চেস্টিন চ্যাপেল-এর চিত্রকর মাইকেল এঞ্জেলো। এটি রোমে অবস্থিত।
38. (ক) আইজ্যাক নিউটন।
(খ) গ্যালিলিও।
(গ) পেট্রার্ক। এবং
(ঘ) রাফায়েল-এর উপর সংক্ষিপ্ত টিকা লেখ।
উত্তরঃ (ক) আইজ্যাক নিউটনঃ নবজাগরণের যুগের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন আইজ্যাক নিউটন। তিনি বিজ্ঞানচর্চার মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণের সূত্রটি তুলে ধরেছিলেন।
(খ) গ্যালিলিওঃ গ্যালিলিও ছিলেন নবজাগরণের যুগের একজন ইউরোপীয় বৈজ্ঞানিক। তিনি টেলিস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেন। এই যন্ত্রের আবিষ্কারের মাধ্যমে মহাসৈন্যের জ্ঞানচর্চায় এক নতুন দিগন্তের সূচনা হয়। এই যন্ত্রের মাধ্যমেই তিনি কোপারনিকাস মতবাদের যথার্থতা প্রমাণ করেছিলেন।
(গ) পেট্রার্কঃ নবজাগরণের যুগের একজন বিখ্যাত কবির নাম ছিল পেট্রার্ক। তাকেই প্রথম মানবতাবাদী হিসাবে পরিচিত করা হয়। ল্যাটিন ভাষায় আগ্রহ বৃদ্ধির জন্য তিনি অনেক রোমান লেখকের লেখা পুনঃপ্রকাশ করেছিলেন।
(ঘ) রাফায়েলঃ নবজাগরণের যুগের ইটালীয় একজন বিখ্যাত চিত্রকর। কবি, ভাস্কর, এবং স্থপতি ছিলেন রাফায়েল। তার চিত্রিত ম্যাডোনা বিশ্বের একটি দৃষ্টান্তমূলক চিত্রকার্যের নিদর্শন।
39. পাদুয়া ও বলোগ্না বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার প্রাধান্যের কারণ কি?
উত্তরঃ এই শহরগুলির মুখ্য পেশা ছিল বাণিজ্য, তাই ব্যবসা-বাণিজ্যর সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মনীতি ও লিখিত চুক্তি আবশ্যক ছিল। এইগুলি লিখে রাখা ও অনুবাদ করার জন্য। আইনি বিশেষজ্ঞদের প্রয়োজন ছিল।
40. ‘সংস্কৃতি’ বোঝাতে রোমান প্রাবন্ধিক সিসারো কি শব্দ ব্যবহার করেছিলেন?
উত্তরঃ ‘সংস্কৃতি’ শব্দ বোঝাতে সিসারো ‘Humanitus’ শব্দটি ব্যবহার করেছিলেন Humanitus থেকে পরবর্তীতে Humanities শব্দটি গ্রহণ করা হয়, যা ব্যাপক অর্থে। ধর্মীয় সম্পর্কহীন কলা শিক্ষাকে বোঝায়।)
41. (ক) ইবনে সিনা।
(খ) আল রাজি। এবং
(গ) ইবনে রুশদ কে ছিলেন?
উত্তরঃ (ক) ইবনে সিনাঃ মধ্য এশিয়ার অন্তর্গত বুখারার একজন আরবীয় চিকিৎসক ও দার্শনিক।
(খ) আল রাজিঃ চিকিৎসা জ্ঞানকোশের আরব লেখক।
(গ) ইবনে রুশদঃ স্পেনের একজন আরব দার্শনিক।
42. ইটালীয় শহর ফ্লোরেন্সের খ্যাতির কারণ লেখ।
উত্তরঃ ইটালীয় ফ্লোরেন্স শহর তার সমৃদ্ধি ও ধনসম্পদের জন্য বিখ্যাত ছিল। ১৫ শতাব্দীতে এই শহরের নাগরিকদের যশ-এর কারণে এই শহরটি একটি বৌদ্ধিক ও শৈল্পিক চর্চাকেন্দ্র হিসাবে বিশেষ খ্যাতি লাভ করে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
1. নবজাগরণ বলতে কি বোঝ?
উত্তরঃ খ্রিস্টিয় চতুর্দশ শতাব্দীতে পশ্চিম ইউরোপে রাজনীতি, সমাজনীতি এবং ধর্ম-বিষয়ক নূতন নূতন মতবাদ প্রচার হওয়ায় প্রাচীন সংস্কার ও বিশ্বাসের ভিত্তি শিথিল হতে থাকে। জনসাধারণের মধ্যে স্বাধীন চিন্তা ও চেতনার উন্মেষ হওয়ায় নুতন শিল্প ও সাহিত্য সৃষ্টির দিকে মানুষের দৃষ্টি পতিত হয়। ইতিহাসে এই আলোডনকে ‘রেনেসাঁ’ বা ‘নবজন্ম’ আখ্যা দেওয়া হয়েছে। মোটামুটিভাবে চতুর্দশ শতক হতে ষোড়শ শতকের মধ্যবর্তী সময়কে নবজাগরণের কাল বলে। বস্তুত আধুনিক ইউরোপের সূচনা নবজাগরণ হতেই আরম্ভ হয়। নবজাগরণে মানবতাবাদের গুরুত্ব বৃদ্ধি পায়। রক্ষণশীলতাবাদ আধুনিকতাবাদ দ্বারা প্রতিস্থাপিত হয়।
2. নবজাগরণের কয়েকটি কারণ উল্লেখ কর।
উত্তরঃ কয়েকটি কারণে নবজাগরণ ঘটেছিল। তন্মধ্যে নিম্নলিখিতগুলিই অন্যতমঃ
(ক) মধ্যযুগে ক্যাথলিক যাজকরা সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের উপর কর্তৃত্ব করতেন। সঙ্ঘারামগুলির কর্তৃত্ব ছাড়াও খ্রিস্টান রাজ্যগুলির উচ্চ রাজপদ তাদের অধিকারে থাকত। অনেক যাজক অন্যায় পন্থা অবলম্বন করে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়েছিলেন। ফলে জনসাধারণ তাদের ভক্তির পরিবর্তে অশ্রদ্ধা করত।
(খ) ইউরোপের সঙ্গে ধর্মযুদ্ধের ফলে এশিয়ার যোগাযোগ স্থাপিত হয়।
(গ) ক্যাক্সটন নামক জনৈক ইংরাজ ১৪৭৭ খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করার ফলে অল্প মুলো অধিক সংখ্যায় পুস্তক প্রকাশ হতে থাকে। ফলে জ্ঞান বিতরণে যাজকদের একচেটিয়া প্রাধান্যতা নষ্ট হয়ে যায়।
(ঘ) কনস্টানটিনোপলে তুর্কী অভিযান আরম্ভ হওয়ায় সেখানকার পণ্ডিতেরা প্রাচীন গ্রিক পণ্ডিতদের হাতেলেখা পুঁথিপত্র নিয়ে পশ্চিম ইউরোপে চলে যান।এই সকল পুস্তকাদি পাঠ করে জনসাধারণের মধ্যে নুতন ধারার জ্ঞান-বিজ্ঞানের আরম্ভ হল।
(ঙ) কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের ফলে পৃথিবীর আকার সম্বন্ধে বাইবেলের যে ভাষা এতদিন ক্যাথলিক যাজকরা করেছিলেন, তা যথার্থ নয় বলে প্রি হল। এর ফলে যাজকদের উপর জনসাধারণের আস্থা কমে যায়।
3. নবজাগরণের ফলাফল উল্লেখ কর।
উত্তরঃ নবজাগরণের কয়েকটি ফলাফল নিম্নরূপঃ
(ক) নবজাগরণের ফলে মানুষের মন হতে মধ্যযুগীয় কুসংস্কার দূর হয়।
(খ) নবজাগরণের ফলে বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়।
(গ) এই আন্দোলনের ফলে শিল্প, কলা ও ভাস্কর্যের অশেষ উন্নতি হয়।
(ঘ) নবজাগরণের ফলে মাতৃভাষার মাধ্যমে পুস্তক রচনা আরম্ভ হয়।
(ঙ) নবজাগরণের ফলে নূতন নূতন দেশ আবিষ্কার করা হয়।
4. নবজাগরণে অবদান যোগানকারী কয়েকজন ব্যক্তিত্বের নাম লেখ।
উত্তরঃ নবজাগরণে অবদান যোগানকারী কয়েকজন ব্যক্তিত্ব হলেন—
(ক) পেট্রার।
(খ) মাইকেল এঞ্জেলো।
(গ) রাফায়েল।
(ঘ) টমাস মোর।
(ঙ) ম্যাকিয়াভ্যালি।
(চ) লিয়োনার্দো দা ভিঞ্চি।
(ছ) ওইটেনবার্গ।
(জ) মার্টিন লুথার।
(ঝ) গ্যালিলিও,
(ঞ) কোপারনিকাস।
(ট) দান্তে। ও
(ঠ) ফ্রান্সিস বেকন।
5. নবজাগরণের যুগে বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতির প্রধান কারণসমূহ কি কি?
উত্তরঃ নবজাগরণের যুগে বিজ্ঞানে উন্নতির প্রধান কারণসমূহ নিম্নরূপঃ
(ক) নবজাগরণের ফলে মানুষের উপর গির্জার নিয়ন্ত্রণ হ্রাস হয়। মানুষ তখন হতে স্বাধীন চিন্তার সুযোগ লাভ করে।
(খ) মানবতাবাদের বিকাশ মানুষের মানসিক বিকাশে উৎসাহ দেয়।
(গ) দার্শনিকদের চিন্তাশক্তির উপায় পরিবর্তিত হয়।
(ঘ) জাতিভিত্তিক রাষ্ট্রের উত্থান এবং সামাজিক ব্যবস্থার বিকাশে বৈজ্ঞানিক আদর্শ উৎসাহিত করে।
(ঙ) নূতন নূতন দেশ আবিষ্কার মানুষের মনে নতুন কৌতূহলের সৃষ্টি করে, ফলে তাদের কার্যপদ্ধতি পরিবর্তিত হতে থাকে।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.