Class 11 History Chapter 8 বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব

Join Roy Library Telegram Groups

Class 11 History Chapter 8 বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব, is a textbook prescribed by the Assam AHSEC Board Class 11 History Question Answer in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 11 History Chapter 8 বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 11 History Chapter 8 বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব are free to use and easily accessible.

Class 11 History Chapter 8 বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Assam AHSEC Class 11 History in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 11 History Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 11 History Notes in Bengali will be able to solve all the doubts of the students. Class 11 History Suggestion in Bengali, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 11 History Solution. Class 11 History Notes in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

 বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব

গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. আমেরিকার একটি প্রাচীন সভ্যতার নাম লেখ।

উত্তরঃ মায়া সভ্যতা।

2. মায়া সভ্যতা কখন প্রসার লাভ করেছিল?

উত্তরঃ প্রায় ১৫০০ বছর পূর্বে। 

3. মায়া সভ্যতায় বছরে কয়টি মাস ছিল?

উত্তরঃ ১৮ মাস।

4. মায়া সভ্যতার প্রতিটি মাস কত দিনের ছিল?

উত্তরঃ ২০ দিনের।

5. মায়া সভ্যতার মূল ভিত্তি কি ছিল?

উত্তরঃ শস্য চাষ ছিল মায়া সভ্যতার মূল ভিত্তি। 

6. ইনকা সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?

উত্তরঃ ইনকা মান কোকাপাকো।

7. ইনকাদের শহর মাচু পিচু (machu picchu) কখন পুনরাবিষ্কার হয়?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে। 

8. ইনকাদের রাজধানীর নাম কি?

উত্তরঃ কুজকো (cuzco)।

9. ইনকাদের অপর নাম কি?

উত্তরঃ কিউচুয়া (quechua)। 

10. ইনকা সাম্রাজ্যের ব্যাপ্তি কতটুকু ছিল?

উত্তরঃ ইকুয়েডোর থেকে চিলি পর্যন্ত প্রায় ৩০০০০ মাইল দীর্ঘ।

11. ইনকাদের উত্তম স্থাপত্যের একটি উদাহরণ লেখ। 

উত্তরঃ ইকুয়েডোর থেকে চিলি পর্যন্ত পথ যা পর্বত কেটে তৈরি করা।

12. ইনকা সভ্যতায় বছরে কত দিন ছিল?

উত্তরঃ ২৬০ দিন।

13. ‘আটাহু-য়ালপ’ কে ছিলেন? 

উত্তরঃ শেষ ইনকা শাসক।

14. আজটেক সভ্যতা কখন প্রসার লাভ করেছিল?

উত্তরঃ দ্বাদশ শতকে মায়া সভ্যতা পতনের পর।

15. আজটেক সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? 

উত্তরঃ ৩৮টি প্রদেশে।

16. আজটেকগণ কখন ক্ষমতা লাভ করে?

উত্তরঃ ১২২০ খ্রিস্টাব্দে। 

17. আজটেক সাম্রাজ্যের রাজধানীর নাম লেখ।

উত্তরঃ ‘টেনোইলান’ (১৩২৫ খ্রিস্টাব্দে মেক্সিকো হ্রদের কৃত্রিম দ্বীপে এই রাজধানী গড়ে ওঠে।

18. কার নামানুসারে মেক্সিকো দেশের নাম হয়? 

উত্তরঃ আজতেকদের দেবী মেক্সিটলির নামানুসারে মেক্সিকো নাম হয়। 

19. শেষ আজটেক শাসক কে ছিলেন?

উত্তরঃ কুয়ার্টেমোক।

20. দক্ষিণ আমেরিকার সবথেকে বড় স্থানীয় সভ্যতা কোনটি? 

উত্তরঃ পেরুর কিউচুয়া (Quechua) বা ইনকা (Inca) সভ্যতা।

21. ‘হুইজিলপোইলি’ (Huitzilopochtli) কি?

উত্তরঃ আজটেকদের বসন্ত উৎসব।

22. আরওয়াকিয়ান কোথায় বাস করত?

উত্তরঃ ক্যারিবিয়ান সাগরের দ্বীপপুঞ্জে।

23. দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা কার নামে নামকরণ করা হয়েছিল। 

উত্তরঃ আমেরিগো ভেসপুচির নামে।

24. কলম্বাস কোন্ দেশের লোক ছিলেন?

উত্তরঃ ইটালির।

25. ভাস্কো ডা গামা কোন দেশের লোক ছিলেন?

উত্তরঃ পর্তুগালের।

26. ভাস্কো ডা গামা কোন সালে ভারতে আসেন?

উত্তরঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে।

27. ভাস্কো ডা গামা ভারতের কোথায় প্রথম পদার্পণ করেন?

উত্তরঃ কালিকট বন্দরে।

28. ম্যাগেলান কোন দেশের লোক ছিলেন?

উত্তরঃ পর্তুগালের।

29. ফিলিপিনস দ্বীপপুঞ্জ কে আবিষ্কার করেন?

উত্তরঃ ম্যাগেলান।

30. ম্যাগেলান কোন খ্রিস্টাব্দে ফিলিপিনস দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন?

উত্তরঃ ১৫১৯ খ্রিস্টাব্দে।

31. দক্ষিণ আমেরিকা কে আবিষ্কার করেন?

উত্তরঃ ম্যাগেলান।

32. কলম্বাস প্রথম দক্ষিণ আমেরিকার কোন্ স্থানে স্পেনের পতাকা উত্তোলন  করেছিলেন? 

উত্তরঃ দক্ষিণ আমেরিকার ওয়ানহানি নামক স্থানে।

বিষয়সূচী-পত্ৰ
ক-বিভাগ–(আদিম সমাজ)
অধ্যায় – ১মানব সভ্যতার ঊষালগ্ন
অধ্যায় – লিখন পদ্ধতি ও নগর জীবন
খ-বিভাগ–(সম্রাজ্য)
অধ্যায় – ৩তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন
অধ্যায় – ৪মধ্য ইসলামীয় ভূমি
অধ্যায় – ৫যাযাবর সাম্রাজ্য
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা
অধ্যায় – ৬তিনটি শ্রেণী
অধ্যায় – ৭পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
অধ্যায় – ৮বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব
ঘ- বিভাগ– আধুনিকতার পথে
অধ্যায় – ৯শিল্প বিপ্লব
অধ্যায় – ১০দেশীয় লোকদের স্থানচ্যুতি
অধ্যায় – ১১আধুনিকতার বিভিন্ন দিশা

33. মন্টিজুমা কে ছিলেন? 

উত্তরঃ আজটেকের রাজা ছিলেন।

34. পোর্তুগীজগণ দক্ষিণ আমেরিকার কোন গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল?

উত্তরঃ ব্রাজিল।

35. ‘ব্রাজিল’ নামের উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তরঃ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে ‘ব্রাজিলুড’ নামের এক জাতীয় গাছ থেকে ‘ব্রাজিল’ নামের উৎপত্তি। 

36. ব্রাজিল থেকে কখন দাস প্রথার অবসান ঘটেছিল?

উত্তরঃ ১৮৮৫ খ্রিস্টাব্দের মধ্যে। 

37. ব্রাজিলউড-এর ব্যবসা নিয়ে কোন্ দুই ইউরোপীয় দেশ সংঘর্ষে লিপ্ত হয়েছিল?

উত্তরঃ ফ্রান্স ও পর্তুগাল। পর্তুগালই জয়ী হয়। 

38. ব্রাজিলের পর্তুগীজ সরকারের রাজধানীর নাম কি ছিল?

উত্তরঃ বাহিয়া বা সালভাদোর।

39. ‘টোটনাক’ কারা?

উত্তরঃ ‘টোটকাক’ ছিল আজতেক সাম্রাজ্যে বাস করা একটি গোষ্ঠী। যারা সর্বাবস্থায় আজতেক শাসন থেকে বেড়িয়ে যেতে আগ্রহী ছিল।

40. চুম্বকীয় কম্পাস কখন আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ ১৩৮০ খ্রিস্টাব্দে।

41. বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠা করা হয়েছিল?

উত্তরঃ ১৬০০ খ্রিস্টাব্দে।

42.  ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠা করা হয়েছিল?

উত্তরঃ ১৬০২ খ্রিস্টাব্দে।

43. বিশ্বের দীর্ঘতম নদের নাম কি?

উত্তরঃ আমাজন। (ইহা দক্ষিণ আমেরিকার ব্রাজিল হয়ে বহমান)।

44. ‘কেনিউ’ (Canoe) কি? 

উত্তরঃ একপ্রকার নৌকা যা ফাঁপা গাছের গুড়ি কেটে তৈরি করা হত।

45. ‘মেক্সিকো’ শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে?

উত্তরঃ মেক্সিটলি শব্দ থেকে।

46. ইউরোপীয়রা কখন থেকে কম্পাসের ব্যবহার জানে? 

উত্তরঃ ১৩৪০ খ্রিস্টাব্দে।

47. Geography বইটির লেখক কে?

উত্তরঃ টলেমি।

48. কে প্রথম উত্তর আমেরিকায় উপস্থিত হয়? 

উত্তরঃ এগারো শতাব্দীতে নরওয়ের সমুদ্রদস্যুরা (The Vikings of Norway)।

49. কাকে ‘The Navigator’ বলা হয়?

উত্তরঃ পর্তুগালের রাজকুমার হেনরীকে ‘The Navigator’ বলা হয়। 

50. Imago Mundi বইটির লেখক কে?

উত্তরঃ ১৪১০ খ্রিস্টাব্দে কার্ডিলেন গিয়েরে ‘ডি’ এইলী। এই বইটি ভূগোল ও জ্যোতির্বিদ্যার উপর লিখিত বই।

51. ‘নাও’ (Nao) কি? সমুদ্রাভিজানে কলম্বাসের ব্যবহার করা নৌকা জাহাজগুলির নাম কি?

উত্তরঃ ‘নাও’ (Nao) বলতে স্পেনীয় ভাষায় বিশাল জাহাজকে বোঝায়। সমুদ্রযাত্রায় কলম্বাসের জলযানবহরটি ছিল খুব ছোট। এর মধ্যে ছিল একটি ছোট জাহাজ যার নাম ‘সান্তা মারিয়া’ এবং ‘পিটা’ ও ‘নিনা’ নামের দুটো হালকা জাহাজ।

52. True History of the Conquest of Mexico-এর লেখক কে? 

উত্তরঃ বার্নার্ড ডিয়াস ডেল কেসিলো।

53. Capitalism and Slavery বইটির লেখক কে?

উত্তরঃ এরিক উইলিয়ামস্।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. যে-কোন তিনটি আমেরিকীয় সভ্যতার নাম লেখ। 

উত্তরঃ তিনটি আমেরিকীয় সভ্যতার নাম নিম্নরূপঃ 

(ক) মায়া সভ্যতা।

(খ) আজটেক সভ্যতা।

(গ) ইনকা সভ্যতা।

2. মায়া সভ্যতা কখন ও কোথায় গড়ে উঠেছিল?

উত্তরঃ এগারো থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত সময়কালে মায়া সভ্যতা উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছিল মেক্সিকোতে।

3. মারা সভ্যতার মানুষের তিনজন দেবদেবীর নাম লেখ। 

উত্তরঃ মায়া সভ্যতার মানুষের তিনজন দেবদেবী হলেন- বনদেবতা, বরুণদেবতা ও অগ্নিদেবতা। 

4. মায়া সভ্যতার মানুষের প্রধান উৎপাদিত খাদ্যসামগ্রীর নাম লেখ।

উত্তরঃ মায়া সভ্যতার মানুষের প্রধান উৎপাদিত খাদ্যসামগ্রীর হল- ধান, সিম, আলু, পেঁপে প্রভৃতি।

5. মায়া সভ্যতায় বছরে কয়টি দিন ও কয়টি মাস ছিল?

উত্তরঃ মায়া সভ্যতায় বছরে ২৬০ দিন ও ১৮ মাস ছিল। 

6. মায়া সভ্যতার দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ মায়া সভ্যতার দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ

(ক) মায়া সভ্যতা কৃষিভিত্তিক ছিল।

(খ) তারা ছবিভিত্তিক লেখা পদ্ধতি উদ্ভাবন করে। 

7. আজটেক কারা ছিল?

উত্তরঃ আজটেক হল দ্বাদশ শতকে উত্তর আমেরিকা হতে মধ্য মেক্সিকো উপত্যকায় চলে আসা মানুষ।

8. আজটেকাণ কখন ও কিভাবে ক্ষমতা লাভ করেছিল?

উত্তরঃ আজটেকগণ ১২২০ খ্রিস্টাব্দে টোলটেকদের ক্ষমতা ধ্বংস করে ক্ষমতা লাভ করেন।

9. কখন ও কোথায় আজটেক সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তরঃ দ্বাদশ শতাব্দীতে মধ্য আমেরিকার মেক্সিকোতে আজটেক সভ্যতা গড়ে ওঠে।

10. আজটেকদের ‘চিনামাপা’ কি ছিল?

উত্তরঃ ‘চিনামপা’ হল মেক্সিকো লেকের মধ্যে অবস্থিত কৃত্রিম দ্বীপসমূহ। এইগুলি আজটেকগণ কৃত্রিমভাবে তৈরি করেছিল।

11. ‘ক্যামিকেক’ (Calmecac) এবং ‘টেপোচকালি’ (Telpochcalli) কি?

উত্তরঃ উভয়ই আজতেকদের শিক্ষা প্রতিষ্ঠান। ‘ক্যামিকেক’ (Calmecac) হচ্ছে মান = অভিজাত সম্প্রদায়ের বাচ্চাদের জন্য এবং ‘টেপোচকালি’ (Telpochcalli) হচ্ছে সর্বসাধারণের বাচ্চাদের জন্য।

12. চিনাম্পা (Chinampa) কি? এইগুলির সৃষ্টি ও ভূমিকা কি ছিল?

অথবা,

আজটেকরা কৃষিজমি বৃদ্ধির জন্য কি উপায় অবলম্বন করত?

উত্তরঃ ‘চিনাম্পা’ হচ্ছে আজটেকদের তৈরি কৃত্রিম দ্বীপ। জমির পরিমাণ সীমিত থাকায় আজটেকরা পরিত্যক্ত জমিকে ফলনশীল ভূমিতে পরিণত করার কাজে জোর দিয়েছিল। এই চেষ্টায়ই বিরাট নল খাগড়ার মাদুর বুনে এবং এইগুলো কাদা ও গাছ-গাছালি দিয়ে আচ্ছাদিত করে মেক্সিকো হ্রদে কৃত্রিম দ্বীপের (চিনাম্পা) তৈরি করত। এইগুলিতে শহর ও কৃষিভূমি গড়ে উঠেছিল।

13. কে, কখন ইনকা সাম্রাজ্যের পত্তন করেছিলেন?

উত্তরঃ দ্বাদশ শতাব্দীতে মানকো কাপাক (Manco Capac) ইনকা সাম্রাজ্যের পত্তন করেন। ইনিই ছিলেন প্রথম ইনকা শাসক।

14. ইনকারণ কারা ছিলেন? কাজকোতে তাঁদের রাজধানী স্থাপন করা শাসকের নাম লেখ।

উত্তরঃ ইনকারা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ স্থানীয় জনগোষ্ঠী। ইনকা রাজা মেনকো কেপাদ বুজকোতে রাজধানী স্থাপন করেন। 

15. ইনকা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি কি কি ছিল?

উত্তরঃ ইনকা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি ছিল—টিনটিকাকা, ইকুয়েডোর, পেরু ও বলিভিয়া।

15. ১৫৩৪ খ্রিস্টাব্দে ইনকাগণ কেন বিদ্রোহ করেছিল? 

উত্তরঃ ইনকা শাসকদের অত্যাচারে, বিশেষত ইনকা সাম্রাজ্যের উত্তর ভাগে, এক বিদ্রোহী মাথা তুলে দাঁড়ায় এবং গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এই গৃহযুদ্ধ তাদের মধ্যে অনৈক্য ডেকে আনে এবং স্পেনীয় শাসক ফ্রান্সিসকো পিজারো এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে।

17. কলম্বাস কে ছিলেন?

উত্তরঃ কলম্বাস একজন ইটালির পরিভ্রমণকারী ছিলেন। সেই সময় স্পেনের সম্রাট তাকে সমুদ্রপথ আবিষ্কারের জন্য পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি আমেরিকা আবিষ্কার করেন। বাণিজ্য ও দাস ব্যবসা করাই ছিল স্পেনের রাজার প্রধান উদ্দেশ্য। 

18. কলম্বাস কোন্ দেশের মানুষ? তিনি কখন ইন্ডিজ-এ পৌঁছেছিলেন?

উত্তরঃ কলম্বাস ইটালিয় নাবিক। তিনি ১৪৯২ খ্রিস্টাব্দের ১২ই এপ্রিল ইন্ডিজ-এ পৌঁছেছিলেন। 

19. কলম্বাস কর্তৃক আবিষ্কৃত দুইটি মহাদেশের নাম লেখ।

উত্তরঃ কলম্বাস কর্তৃক আবিষ্কৃত দুইটি মহাদেশের নাম হল – 

(ক) উত্তর। এবং 

(খ) দক্ষিণ আমেরিকা।

20. কলস্থান মোট কতবার সমুদ্রাভিযানে গিয়েছিলেন। তার বিশাল সাফল্যের স্মৃতি কোথায় আছে? 

উত্তরঃ সর্বমোট চারবার সমুদ্রাভিযানের মাধ্যমে কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জ, বৃহত্তর এনটাইলস, দক্ষিণ আমেরিকার মূল ভূ-খণ্ড ও তার উপকূল দখল বা অধিকার করেন।

কলম্বাসের বিশাল সাফল্য শুধুমাত্র তার স্মৃতি রক্ষা করছে- 

(ক) আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি ছোট জেলার নাম, তার নামানুসারে কলম্বিয়া। এবং 

(খ) দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে একটি ছোট দেশ কলম্বিয়া।

21. দুইজন পর্তুগীজ নাবিকের নাম লেখ।

উত্তরঃ দুইজন পর্তুগীজ নাবিকেরা নাম হল – 

(ক) ম্যাগেলান। ও 

(খ) ভাস্কো ডা গামা।

22. কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন? তিনি তার সমুদ্রাভিযানে কোন দেশীয় শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন?

উত্তরঃ কলম্বাস ছিলেন একজন ইটালিয় নাগরিক। কলম্বাস তার সমুদ্রাভিযানে স্পেনদেশীয় শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেন। 

23. মধ্য ও দক্ষিণ আমেরিকায় স্পেনীয় সাম্রাজ্য স্থাপন করা ব্যক্তি কারা?

অথবা,

কলম্বাসের পর আমেরিকাতে স্পেনীয় সাম্রাজ্য সম্প্রসারণে সবথেকে বড় ভূমিকা নেওয়া স্পেনীয়দের নাম লেখ। 

উত্তরঃ (ক) হার্নান কর্টেজঃ ইনি মধ্য আমেরিকার আজতেক সাম্রাজ্য (মেক্সিকো) দখল করেন।

(খ) ফ্রান্সিসকো পিজারোঃ ইনি দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্য দখল করেন। স্পেনীয় শাসকের হয়ে।

24. কসমোগ্রাফি কি ছিল?

উত্তরঃ কসমোগ্রাফি ছিল বিশ্বব্রহ্মাণ্ডের মানচিত্র অঙ্কনের বিজ্ঞান। 

25. দক্ষিণ আমেরিকাকে বর্তমানে ল্যাটিন আমেরিকা বলা হয় কেন ?

উত্তরঃ দক্ষিণ আমেরিকাকে বর্তমানে ল্যাটিন আমেরিকা বলা হয় কারণ এই মহাদেশে বহুল প্রচলিত দুটি ভাষা স্প্যানিশ ও পর্তুগীজ ল্যাটিন ভাষার অন্তর্গত। 

26. কোন্ দুইটি জাতি সর্বপ্রথম আটলান্টিক মহাসাগর অভিযান আরম্ভ করেন?

উত্তরঃ যে দুইটি জাতি সর্বপ্রথম আটলান্টিক মহাসাগর অভিযান আরম্ভ করে তারা হল— 

(ক) স্প্যানিশ। এবং 

(খ) পর্তুগীজ।

27. পোর্তুগীজ ও স্পেনের ভ্রমণকারীগণ কখন দক্ষিণ আমেরিকায় এসেছিল? 

উত্তরঃ পোর্তুগীজ ও স্পেনের ভ্রমণকারীগণ ১৫শ ও ১৬শ শতকের মধ্যে দক্ষিণ আমেরিকায় এসেছিল।

28. দক্ষিণ আমেরিকার ভৌগোলিক পরিসর কী ধরনের ছিল?

উত্তরঃ পেরু অঞ্চল উচ্চভূমি অঞ্চল, ইকুয়েডর উচ্চ-পার্বত্য অঞ্চল, উত্তর চিলি, পশ্চিম, বলিভিয়ার পশ্চিম অংশ এবং আর্জেন্টিনার পশ্চিম অংশকে নিয়ে দক্ষিণ আমেরিকা অবস্থিত ছিল।

29. আমেরিকা বা নতুন বিশ্বে আবিষ্কৃত সভ্যতা/সংস্কৃতিগুলি করা প্রকার? উদাহরণ সহ প্রকারভেদ লেখ।

উত্তরঃ আমেরিকাতে নিম্নোক্ত দু ধরনের সভ্যতা বা সংস্কৃতি লক্ষ্য করা যায়ঃ

(ক) ক্যারিবীয় অঞ্চল ও ব্রাজিল ছিল মূলত ছোট ভরণপোষণ-নির্ভর অর্থনীতি।

(খ) কিছু ছিল শক্তিশালী রাজতান্ত্রিক রাজ্য। যেগুলির ভিত্তি ছিল উন্নত ধরনের কৃষি ব্যবস্থা এবং খনিজ সম্পদ। মধ্য আমেরিকার আজতেক ও মায়া এবং পেরুর ইনকারা এই শ্রেণীর অন্তর্গত।

30. আবাদীকরণ বলতে কী বোঝ?

উত্তরঃ পরিত্যক্ত ভূমি কৃষির জন্য ও বসবাসের জন্য উপযোগী করে তোলাকে আবাদীকরণ বলা হয়।

31. দক্ষিণ এবং মধ্য আমেরিকাতে ইউরোপীয়দের অভিযান এবং বসতি স্থাপনের ফলাফল লেখ।

অথবা,

আমেরিকাকে চাষাবাদ ও খনিশিল্পে ইউরোপীয়দের অংশগ্রহণে কি প্রত্যন্ত ফলাফল দেখা দেয়?

উত্তরঃ দক্ষিণ ও মধ্য আমেরিকাতে ইউরোপীয়দের অভিযান ও বসতি স্থাপন ওই অঞ্চলের আদি অধিবাসী ও তাদের সংস্কৃতির জন্য ধ্বংসাত্মক পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। দাস ব্যবসার সূচনা হয়। যার ফলে ইউরোপীয়রা আফ্রিকার ক্রীতদাসদের চাষাবাদ ও খনি শিল্পের কাজের জন্য আমেরিকায় বিক্রি করা শুরু করেছিল।

32. টুপিনম্বা কারা? তারা কেন কৃষিনির্ভর ছিল না? 

উত্তরঃ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের ব্রাজিল-এর প্রাচীন অধিবাসী হচ্ছে টুপিনম্বারা। টুপিনস্বারা লোহার ব্যবহার জানত না। ফলে লোহার যন্ত্র ব্যবহার করে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ তাদের অজানা ছিল। তাছাড়া যে অঞ্চলে বসবাস করত সেখানে প্রচুর পরিমাণ ফলমূল, শাকসবজি এবং মাছ পাওয়া যেত, ফলে কৃষিকাজের উপর তারা নির্ভরশীল ছিল না।

33. টুপিনস্বাদের জীবনশৈলীর দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ টুপিনম্বাদের জীবনশৈলীর দুটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ 

(ক) টুপিনম্বারা লোহার ব্যবহার জানত না এবং কৃষিনির্ভর ছিল না।

(খ) তাদের জীবনধর্ম, শাসনব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ছিল না, তারা সম্পূর্ণ স্বাধীন ছিল।

34. মধ্য আমেরিকায় গড়ে ওঠা সভ্যতাগুলি কি কি? এই সভ্যতাগুলির ভিত্তি কি ছিল?

উত্তরঃ মধ্য আমেরিকায় মেক্সিকোতে মায়া সভ্যতা এবং আজটেক সভ্যতা, আবার পেরুতে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। পর্যাপ্ত পরিমাণে শস্য উৎপাদনের উদ্বৃত্ত মধ্য আমেরিকার সভ্যতার মূল ভিত্তি ছিল। 

35. আরাওয়াক লুকেয়ো কারা? তারা কোথায় বাস করত ?

উত্তরঃ আরাওয়াক লুকেয়ো হচ্ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অর্থাৎ বর্তমান বাহামা এবং বৃহত্তর এন্টিলস্-এর আদি অধিবাসী। 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আদি অধিবাসী আরাওয়াক লুকেয়োরা একসময় হিংস্র ক্যারিব উপজাতিদের দ্বারা বিতাড়িত হয়ে ক্ষুদ্রতর এন্টিলস্-এ আশ্রয় নেয়।

36. আরাওয়ার্কদের জীবিকার মূল উৎস কি ছিল?

উত্তরঃ আরাওয়াকরা শিকার, মাছ ধরা এবং কৃষিকাজের মাধ্যমে শস্য, মিষ্টি আলু ইত্যাদি উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করত। 

37. অনুর্বর ভূমিকে চাষের উপযোগী করে তুলতে ইনকারা কি পদ্ধতি অবলম্বন করত? 

উত্তরঃ অনুর্বর ভূমিকে চাষের উপযোগী করে তুলতে ইনকারা নিম্নোক্ত উপায় অবলম্বন করতঃ

(ক) টিলাভূমি থাক থাক করে কেটে চাষ করা হত। 

(খ) পয়ঃপ্রণালীর সুসংহত ব্যবস্থা ও বিকাশ করেছিল।

(গ) উন্নত সেচ ব্যবস্থার প্রচলন ছিল।

38. ‘Quipu’ বা ‘কিউপ’ কি?

উত্তরঃ ইনকা সভ্যতায় হিসাব রাখার পদ্ধতির নাম ছিল ‘কিউপু’। এই পদ্ধতিতে রশি যার একদিকে একটি একটি করে গাঁট ছিল যেগুলিকে এক একটি গণনার একক হিসাবে ধরা হত। 

39. ইউরোপীয়রা আটলান্টিক মহাসাগর পার হয়ে দক্ষিণ আমেরিকা বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সমুদ্রাভিযানে যাওয়ার পিছনে কি কি কারক সহায়ক ছিল?

উত্তরঃ পঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকা বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সমুদ্রাভিযানে যাওয়ার পিছনে নিম্নোক্ত মুখ্য কারক ছিলঃ

(ক) কম্পাসের ব্যবহার।

(খ) সমুদ্র যাত্রার জন্য ব্যবহার্য জাহাজগুলোর গুণগত মান ও আকার বৃদ্ধি। যার ফলে দীর্ঘ সমুদ্রযাত্রা ও প্রতিরক্ষার রসদ নিয়ে যাওয়া সম্ভব হয়। 

(গ) তাছাড়া ভ্রমণ সাহিত্যের বহুল প্রচলন, বিশ্বতত্ত্ব ও ভূগোল-সম্বন্ধীয় বইপত্রের প্রচার ও প্রসারের ফলে পঞ্চদশ শতাব্দী থেকে মানুষের মনে অজানাকে জানার আগ্রহ বৃদ্ধি পায়। 

40. ১৫-শতাব্দীর সমুদ্রাভিযানে মুখ্য ভূমিকা নেওয়া ইউরোপীয় দেশগুলি কি কি? 

উত্তরঃ ১৫-শতাব্দীর সমুদ্রাভিযানে মুখ্য ভূমিকা নেওয়া ইউরোপীয় দেশগুলি হল— 

(ক) পর্তুগাল। এবং 

(খ) স্পেন।

41. ব্রাজিলের কোন সম্পদ ইউরোপীয়দের আকর্ষিত করেছিল? এর ব্যবহার কি ছিল? 

উত্তরঃ ব্রাজিলের প্রাকৃতিক সম্পদ, বিশেষভাবে কাঠ, ইউরোপীয়দের আকর্ষিত করেছিল। গাছ থেকে চমৎকার লাল রঙ পাওয়া যেত, যা ইউরোপীয়দের বিশাল চাহিদা ছিল। ব্রাজিলউড গাছ, যে গাছের নামানুসারে ইউরোপীয়রা ওই স্থানের নাম দিয়েছিল। এই গাছ থেকে চমৎকার লাল রঙ পাওয়া যেত, যা ইউরোপীয়দের বিশাল চাহিদা ছিল।

42. ১৫ এবং ১৬ শতকের ইউরোপের দুজন স্বেচ্ছাচারী রাজা এবং তাদের দেশ দুটির নাম লেখ।

উত্তরঃ ১৫ এবং ১৬ শতকের ইউরোপের দুজন স্বেচ্ছাচারী রাজা হলেন একাদশ লুই ও সপ্তম হেনরী এবং তাদের দেশ দুটির নাম হল ফ্রান্স ও ইংল্যান্ড।

43. Voyages of Discovery বা আবিষ্কারের সমুদ্রযাত্রা বলতে কি বোঝ? এর পূর্ববর্তী সময় এ ধরনের কোন উদাহরণ পাওয়া যায় কি?

উত্তরঃ পঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয়দের দীর্ঘদিন যাবৎ চলতে থাকা অজানা গন্তব্যের উদ্দেশ্যে সমুদ্রাভিযান Voyages of Discovery বা আবিষ্কারের সমুদ্রযাত্রা নামে পরিচিত। 

এর পূর্ববর্তী সময়ও এ ধরনের উদাহরণ পাওয়া যায়। যখন আরবীয়, চীনা ও ভারতীয়রা সমুদ্র যাত্রায় অনেক দুর এগিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাবিকেরা প্রধান প্রধান সমুদ্রগুলি পাড়ি দিয়েছিল। 

44. পর্তুগাল কখন স্বাধীন হয়? সমুদ্রাভিযানে তাদের অগ্রণী ভূমিকার কারণ কি।

উত্তরঃ ১১৩৯ খ্রিস্টাব্দে পর্তুগাল স্পেনের নিকট থেকে স্বাধীন হয়।

মাছ শিকার ও সমুদ্র যাত্রার বিশেষ দক্ষতার জন্য পর্তুগাল সমুদ্রাভিযানে বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছিল। 

45. পর্তুগীজরা ব্রাজিল  উপকূলে কি ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল?

উত্তরঃ ফ্রান্সের সাথে সংঘর্ষের পর ব্রাজিল উপকূলকে পর্তুগীজরা উপনিবেশে পরিণত করে। ১৫৩৪ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা ব্রাজিল উপকূলকে ১৪টি বংশানুক্রমিক ক্যাপ্টেন শাসিত অঞ্চলে বিভক্ত করেন। পর্তুগীজরা যারা ওই ক্যাপ্টেন শাসিত অঞ্চলগুলোতে বাস করতে আগ্রহী ছিলেন তাদের জমির মালিকত্ব ও স্থানীয়দের দাসে পরিণত করার অধিকার দিয়েছিলেন।

46. ‘Reconquista’ বলতে কি বোঝ?

উত্তরঃ ১৪৯২ খ্রিস্টাব্দে সামরিক অভিযানের মাধ্যমে খ্রিস্টান রাজাদের দ্বারা আইবেরিয় উপদ্বীপকে আরব দখল মুক্ত করাকে বোঝায়। 

47. ‘এল ডোর এডো’ EL DORADO এর অর্থ কি? কোন্ জায়গা এই নামে পরিচিত?

উত্তরঃ ‘এল ডোর এডো’-এর অর্থ হচ্ছে সোনা ও রুপার রাজ্য। ইনকা সাম্রাজ্য ‘এল-ডোর-এডো’ নামে পরিচিত ছিল।

48. মধ্য আমেরিকায় গড়ে উঠেছিল স্পেনীয় উপনিবেশ এমন কয়টি দেশের নাম। লেখ।

উত্তরঃ মধ্য আমেরিকায় যেসব দেশে স্পেনীয় উপনিবেশ গড়ে উঠেছিল তা হল- 

(ক) মেক্সিকো। 

(খ) গুয়াটেমালা। 

(গ) নিকারাগুয়া। এবং 

(ঘ) হন্ডুরাস।

49. স্পেনীয় ও পর্তুগীজদের মধ্যে স্থানীয়দের দাস হিসাবে ব্যবহারের পার্থক্য কোথায়?

উত্তরঃ পর্তুগীজরা স্থানীয়দের দাসে পরিণত করেছিল কারণ তারা দুঃসহ এবং ক্লান্তিকর কাজে অনাগ্রহী ছিল। কিন্তু স্পেনীয়দের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা ওঠেনি কারণ স্পেনীয় উপনিবেশগুলিতে ও ইনকারা খনি ও চাষাবাদে অভ্যস্ত ছিল। তারা কোন ধরনের কাজ অস্বীকার করেনি। 

50. কখন এবং কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয়? 

উত্তরঃ ১৭৭৬ খ্রিস্টাব্দে উত্তর আমেরিকার ১৩টি উপনিবেশ ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্টি হয়। 

51. ইউরোপীয়রা আমেরিকা থেকে কি কি নতুন কৃষিদ্রব্যের সাথে পরিচিত হয়?

 অথবা, 

আমেরিকা থেকে কি কি নতুন কৃষিজ দ্রব্য ইউরোপীয়রা পৃথিবীর অন্যত্র নিয়ে যায় ? 

উত্তরঃ ইউরোপীয়রা আমেরিকা থেকে তামাক, আলু, আখ, রাবার, কোকো ইত্যাদি নতুন কৃষিদ্রব্যের সাথে পরিচিত হয়।

52. আমেরিকাতে ইউরোপীয়রা কেন জেসুট মিশনারীদের অপছন্দ করত?

উত্তরঃ আমেরিকাতে বিশেষ করে ব্রাজিলে ইউরোপীয়রা জেসুট মিশনারীদের অপছন্দ করত, কারণ—

(ক) জেসুটরা স্থানীয়দের প্রতি স্বাভাবিক মানবিক ব্যবহারের পক্ষে ছিল। এবং 

(খ) জেসুটরা দাসপ্রথার বিরুদ্ধে ছিল।

53. আমেরিকার ইনকা ও আজটেক সভ্যতা ইউরোপীয়দের নিকট পরাভূত হওয়ার কারণ কি?

উত্তরঃ আমেরিকার ইনকা ও আজটেক সভ্যতা ইউরোপীয়দের নিকট পরাভূত হওয়ার কারণ হচ্ছে—

(ক) ইউরোপীয়দের সমরকৌশলে উভয় সভ্যতার লোকেরা মানসিক ও শারীরিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল। এবং 

(খ) মূল্যবোধের পার্থক্যও একটি কারণ ছিল। স্থানীয়রা সোনা ও রুপার প্রতি ইউরোপীয়দের অত্যধিক লিখার ধারণা ছিল না।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. আমেরিকার সভ্যতাসমূহের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লেখ। 

উত্তরঃ আমেরিকার সভ্যতাসমূহের সাধারণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ 

(ক) তারা প্রস্তর শিল্প তৈরিতে অত্যন্ত দক্ষ ছিল। তাদের হাতিয়ার প্রস্তর নির্মিত ছিল। ধাতুর ব্যবহার কেবলমাত্র অলঙ্কার তৈরিতেই হত।

(খ) তারা সবাই কৃষিকার্য করত এবং ধান তাদের প্রধান শস্য ছিল।

(গ) তাদের পশুপালনের কোন অভিজ্ঞতা ছিল না। 

(ঘ)এই সভ্যতার মানুষ বাসনপত্র তৈরি ও কাপড় বোনায় বিরাট সাফল্য অর্জন করেছিল।

2. মায়া সভ্যতার প্রধান কৃতিত্বসমূহ কি কি ছিল? 

উত্তরঃ মায়া সভ্যতার প্রধান কৃতিত্বসমূহ নিম্নরূপঃ 

(ক) সৌর ক্যালেন্ডারের মতো মায়া বছরেও ৩৬৫ দিন ছিল। মায়ারা বছরকে ১৮ মাসে বিভক্ত করেন এবং প্রত্যেক মাসে ২০ দিন ছিল। 

(খ) গণিতে মায়া সভ্যতার বিশেষ অবদান পরিলক্ষিত হয়। তারা একটি বিশেষ চিহ্ন। হিসাবে শূন্যের ব্যবহার জানত।

(গ) মায়াদের নিজস্ব বর্ণমালা ছিল। তাদের বর্ণসমূহ ছবিভিত্তিক ছিল। 

(ঘ) মায়া সভ্যতার জনগণ স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পে অভিজ্ঞ ও দক্ষ ছিল। তার বিশাল পিরামিড, মন্দির ও পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিল।

(ঙ) মায়া সভ্যতার মানুষ মৃৎপাত্র ব্যবহার করত। 

3. মায়া সভ্যতার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ মধ্য আমেরিকার সভ্যতা মায়া সভ্যতার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ 

(ক) মায়া সভ্যতার মূল ভিত্তিই ছিল শস্য চাষ। 

(খ) শস্যের চাষ নির্ভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

(গ) উদ্বৃত্ত উৎপাদনকে স্থাপত্য, জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চায় বিনিয়োগ।

(ঘ) চিত্রভিত্তিক লিখন পদ্ধতির ব্যবহার ইত্যাদি।

4. ইনকা ও আজটেক সভ্যতার কৃতিত্ব উল্লেখ কর। 

উত্তরঃ ইনকা সভ্যতার কৃতিত্বঃ ইন্কা সভ্যতার প্রধান কৃতিত্বসমূহ নিম্নরূপঃ 

(ক) ইনকা সভ্যতায় একটি সুদক্ষ প্রশাসন ব্যবস্থা ছিল। সমগ্র ইনকা সাম্রাজ্য চার ভাগে বিভক্ত ছিল। প্রতিটি ভাগ একজন অভিজাত সম্প্রদায় কর্তৃক শাসিত হত।

(খ) ইনকা সাম্রাজ্যে বহু সংখ্যক শহর ও নগর ছিল। এই সকল শহর ও নগরে বিশালাকার প্রাসাদ ছিল।

(গ) চিত্রশিল্প ও হস্তশিল্পে ইনকা সভ্যতা অধিকতর উন্নত ছিল।

(ঘ) ইনকা সভ্যতার মানুষ সোনা, রূপা এবং ব্রোঞ্জ-এর অলঙ্কার তৈরি করতে জানত। হাতিয়ার তৈরিতে তারা ব্রোঞ্জ ব্যবহার করত। 

আজটেক সভ্যতার কৃতিত্বঃ আজটেক সভ্যতার প্রধান কৃতিত্বসমূহ নিম্নরূপঃ 

(ক) আজটেক সভ্যতা একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এই সাম্রাজ্য মোট ৩৮টি প্রদেশে বিভক্ত ছিল।

(খ) আজটেকদের নিজস্ব ক্যালেন্ডার ছিল। এই ক্যালেন্ডার অনুযায়ী বছরে ২৬০ দিন ছিল।

(গ) আজটেকগণ নরম ধাতু গলানোর উপায় জানত। 

(ঘ) তারা বিভিন্ন দেবদেবী; যেমন—সূর্য দেবতা, বারি দেবতা প্রভৃতির পূজার্চনা করত।

5. আজটেকদের শিক্ষানীতি কিরূপ ছিল? 

উত্তরঃ শিক্ষার ব্যাপারে আজটেকগণ অত্যন্ত সচেতন ছিল। তারা সকল বালক-বালিকাকে স্কুলে পাঠানো সুনিশ্চিত করেছিল। ক্যামিকেক-এ অভিজাত সম্প্রদায়ের বালক-বালিকারা আসত। তাদের সামরিক অথবা ধর্মীয় নেতা তৈরি করবার জন্য প্রশিক্ষণ দেওয়া হত। অন্যান্য বালক-বালিকাগণ নিকটবর্তী টেপোচকালিতে পড়াশুনা করত। সেখানে তারা ধর্ম, ইতিহাস, সংগীত প্রভৃতি অধ্যয়ন করত। বালকদিগকে কেবলমাত্র সামরিক শিক্ষাই নয়, কৃষি বিষয়েও শিক্ষা দেওয়া হত। বালিকাগণকে গার্হস্থ্য কার্যে প্রশিক্ষণ দেওয়া হত।

6. আজটেক এবং ইনকা সভ্যতার সাদৃশ্যমূলক বৈশিষ্ট্যসমূহের উল্লেখ কর। দেওয়া হত।

উত্তরঃ আজটেক ও ইনকা সভ্যতার মধ্যে সাধারণ বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ

(ক) উভয় সভ্যতাই ইউরোপীয় সভ্যতা থেকে অনেকাংশে পৃথক ছিল। 

(খ) ইউরোপীয় সমাজের বিপরীতে এই দুই সভ্যতার সকল মানুষের সম্পত্তির অধিকার ছিল; অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ সম্পত্তি ভোগ করত।

(গ) উভয় সভ্যতার লোকজন পুরোহিত সম্প্রদায়কে সম্মান করেছিল এবং স্বর্ণখচিত মন্দির নির্মাণ করেছিল।

(ঘ) উভয় সভ্যতার লোক ইউরোপীয়দের মতো সোনা ও রূপার মূল্য উপলব্ধি করতে পারেনি। 

7. আজটেকদের কৃষি ও জমির বন্দোবস্ত কেমন ছিল? সংক্ষেপে লেখ।

উত্তরঃ আজটেক সাম্রাজ্য ছিল গ্রাম ভিত্তিক। অধিকাংশ কৃষকই শস্য, বীন, স্কোয়াশ, লাউ, আলু ও অন্যান্য শস্য চাষ করত। কোন ব্যক্তিবিশেষ জমির মালিক ছিল না বরং এক একটি গোষ্ঠী মালিকানাধীন ছিল। যারা সার্বজনীন নির্মাণ কাজ পরিচালনা করত।

ইউরোপীয় ভূমিদাসদের মতো চাষিরা অভিজাত সম্প্রদায়ের মালিকানাধীন জমিগুলোর সঙ্গে যুক্ত ছিল, এবং ফসলের এক অংশের বিনিময়ে তারা এই জমিগুলোতে চাষাবাদ করত। তবে ক্রীতদাস প্রথা তেমন কঠিন ছিল না। তারা সহজেই তাদের স্বাধীনতা ফিরে পেত।

8. আজটেক সমাজে শ্রেণীবিভাজন কেমন ছিল? আজটেক সমাজের কোন শ্রেণী কি ভূমিকা পালন করত? সংক্ষেপে লেখ।

উত্তরঃ আজটেক সমাজব্যবস্থায় শ্রেণীবিভাজন ছিল ক্রমপর্যায়িক। এর 

(ক) অভিজাত শ্রেণী।

(খ) বণিক শ্রেণী। 

(গ) বিভিন্ন পেশায় জড়িত ব্যক্তিরা। এবং 

(ঘ) সাধারণ শ্রেণী ছিল মুখ্য।

তবে এই শ্রেণীগুলির মধ্যে সবথেকে বেশি ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিজাত শ্রেণির। অভিজাত বলতে তাদের বোঝানো হত যারা অভিজাত বংশে জন্মগ্রহণ করেছেন, অথবা ৰাজক সম্প্রদায়ভুক্ত অথবা যাদের এই পদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জন্মগতভাবে যারা অভিজাতশ্রেণীর অন্তর্গত ছিলেন তাদের সংখ্যা ছিল নগণ্য। কিন্তু তারা সরকারি কাজ, সেনাবাহিনীতে ও যাজক হিসাবে উচ্চপদ অলংকৃত করতেন। অভিজাত সম্প্রদায়ের সদস্যরা তাদের মধ্যে একজন নেতা নির্বাচন করতেন যিনি আমৃত্যু শাসন কাজে রত থাকতেন। তাকেই রাজা বলা হত, যিনি সূর্যের প্রতিনিধি হিসাবে পরিগণিত হতেন।

বণিকরা অনেক সুবিধা ভোগ করতেন এবং প্রায়ই দূত এবং গুপ্তচর হিসাবে দেশের সরকারকে সাহায্য করতেন। মেধাবি কারিগর, চিকিৎসক ও জ্ঞানী শিক্ষকরাও যথেষ্ট সম্মান পূর্বক তাদের ভূমিকা পালন করতেন। সাধারণ শ্রেণীর অবদান সর্বক্ষেত্রেই ছিল।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top