SEBA Class 9 Social Science MCQ Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন

Join Roy Library Telegram Groups

SEBA Class 9 Social Science MCQ Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন, in Bengali Medium Students will find the Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali, Class 9 Social Science Objective Types Question Answer very useful for exam preparation. Class 9 Social Science MCQ Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 9 Social Science Important Notes in Bengali, Class 9 Social Science MCQ and Short Types Question Answer in Bengali by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board 9 Social Science MCQ Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 9 Social Science MCQ Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন

NCERT Class 9 Social Science Multiple Choice Notes in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 9 Social Science MCQ Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 9 Social Science Objective Types Suggestion in Bengali, MCQ Questions for Class 9 Social Science with answers pdf in Bengali, will be able to solve all the doubts of the students. Class IX Social Science MCQ Question Answer in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the HSLC Class 9 Social Science MCQ Textbooks Solution in Bengali are present on Roy Library’s website in a systematic order.

ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন

প্রথম খণ্ড (ইতিহাস)

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. আনন্দ মঠ’ গ্রন্থের রচয়িতা কে?

(a) রবীন্দ্রনাথ ঠাকুর।

(b) রাজা রামমোহন রায়।

(c) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

(d) বাল গঙ্গাধর তিলক।

Ans: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

2. ‘বন্দে মাতরম’ গীতটির রচয়িতা _______।

(a) রবীন্দ্রনাথ ঠাকুর।

(b) স্বামী বিবেকানন্দ।

(c) বঙ্কিম চন্দ্ৰ চ্যাটার্জী।

(d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

Ans: (c) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

3. দেশীয় ভাষার সংবাদ পত্র নিষিদ্ধকরণ আইন কোন গভর্ণর জেনারেল এবং ভাইসরয়ের আমলে গ্রহণ করা হয়েছিল।

(a) লর্ড কার্জন।

(b) লর্ড রিপন।

(c) লর্ড লিটন।

(d) লর্ড ডালহৌসি।

Ans: (c) লর্ড লিটন।

4. টেলিগ্রাফ লাইনে আগ্রাকে কলকাতার সাথে সংযোগ করা হয়।

(a) ১৮৩৯ সনে।

(b) ১৮৫১ সনে।

(c) ১৮৫৩ সনে।

(d) ১৮৫৭ সনে।

Ans: ১৮৫৩ সনে।

5. ১৮৫৩ সনের ১৬ এপ্রিলে উদ্বোধন হওয়া বোম্বে এবং থানের মধ্যের প্রথম রেল লাইনটির দৈর্ঘ্য ছিল ______।

(a) ৫০ কিঃ মিঃ।

(b) ৪৫ কিঃ মিঃ।

(c) ৩৯ কিঃ মিঃ।

(d) ৩২ কিঃ মিঃ।

Ans: (d) ৩২ কিঃ মিঃ।

6. ১৮৫৪ সনে কেন্দ্রীয় পূর্ত বিভাগ খোলা গভর্ণর জেনারেল ছিলেন ________।

(a) লর্ড রিপন।

(b) লর্ড ডালহৌসি।

(c) লর্ড ষ্ট্যালিন।

(d) লর্ড কার্জন।

Ans: (b) লর্ড ডালহৌসি।

7. বোম্বে প্রেসিডেন্সির ডেক্কান এডুকেশন সোসাইটি গঠন করা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন________।

(a) আনন্দরাম বৰুৱা।

(b) রবীন্দ্রনাথ ঠাকুর।

(c) গোপাল কৃষ্ণ গোখলে।

(d) সুরেন্দ্র নাথ ব্যানার্জী।

Ans: (c) গোপাল কৃষ্ণ গোখলে।

8. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন _______।

(a) উমেশ চন্দ্র ব্যানার্জী।

(b) বাল গঙ্গাধর তিলক।

(c) থমাস বেবিংটন মেকলে।

(d) এলেন অক্টোভিয়ান হিউম।

Ans: (d) এলেন অক্টোভিয়ান হিউম।

S.L. NO.সূচী-পত্ৰ
প্রথম খণ্ডইতিহাস
পাঠ -১ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন
পাঠ -২ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন
পাঠ -৩মোয়ামরীয়া গণবিদ্ৰোহ
পাঠ -৪মানের অসম আক্রমণ
পাঠ -৫অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি
দ্বিতীয় খণ্ডভূগোল
পাঠ -৬ভূ-পৃষ্ঠের পরিবর্তন
পাঠ -৭বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ
পাঠ -৮ভারতবর্ষের ভূগোল
পাঠ -৯অসমের ভূগোল
তৃতীয় খণ্ডৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান
পাঠ -১০ভারতের রাজনৈতিক দল
পাঠ -১১সরকারের প্রকার বা শ্রেণী বিভাগ
পাঠ -১২অর্থনীতির মৌলিক বিষয়সমূহ
পাঠ -১৩মূল অর্থনৈতিক সমস্যাসমূহ

9. ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল _______।

(a) ১৮৫৭ সনে।

(b) ১৯২২ সনে।

(c) ১৯৪৭ সনে।

(d) একটিও নয়।

Ans: (d) একটিও নয়।

10. কে ১৭৮০ সনে ইংরাজী ভাষার সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন _________।

(a) রাজা রামমোহন রায়।

(b) আগারকর।

(c) স্যার ডব্লিউ ডব্বিউ হান্টার।

(d) উইলিয়াম হিন্ধি।

Ans: (d) উইলিয়াম হিক্ক।

11. অস্ত্র আইন কত সনে বলবৎ হয়েছিল _________।

(a) ১৮৫৭ সনে।

(b) ১৮৭৮ সনে।

(c) ১৯০৫ সনে।

(d) ১৯৪২ সনে।

Ans: (b) ১৮৭৮ সনে।

12. এলবার্ট বিল প্রণয়নের সময় ভারতের গভর্ণর জেনারেল এবং ভাইসরয় ছিলেন ________।

(a) লর্ড কার্জন।

(b) লর্ড ডালহৌসি।

(c) লর্ড রিপন।

(d) লর্ড ক্যানিং।

Ans: (c) লর্ড রিপন।

13. দেশের জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠন পদ্ধতি কে কে Economic Drain বলেছিলেন ________।

(a) রমেশ চন্দ্র দত্ত। 

(b) দাদা ভাই নৌরজি।

(c) উইলিয়াম ডিগবি।

(d) একটিও নয়।

Ans: (b) দাদা ভাই নৌরজি।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

14. ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষণের প্রধান কারণ কি? সময় উল্লেখ কর।

Ans: সিপাহী বিদ্রোহ। ১৮৫৭ সন থেকে এই বিদ্রোহ আরম্ভ হয়েছিল।

15. আনন্দ মঠ উপন্যাসের রচয়িতা কে?

Ans: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। 

16. সারে জাহাসে অচ্ছা….. গানটির গীতিকার কে?

Ans: ইকবাল।

17. ভারতে সর্বপ্রথম রেল যাতায়াত কবে, কোথায় শুরু হয়েছিল?

Ans: ১৮৫৩ সনে বোম্বাই এবং থানের মধ্যে।

18. ভারতে সর্বপ্রথম কোথায় এবং কবে, টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয়েছিল?

Ans: ১৮৩৯ সনে কলিকাতা এবং ডায়মণ্ড হারবারের মধ্যে।

19. ভারতে সর্বপ্রথম ছাপাখানা কবে, কোথায় স্থাপিত হয়েছিল?

Ans: ১৭৯৭ সনে, শ্রীরামপুরে।

20. কলিকাতার প্রেসিডেন্সি কলেজ প্রথম কি নামে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

Ans: হিন্দু কলেজ।

21. লর্ড উইলিয়াম বেন্টিংকের দুটি উল্লেখযোগ্য সমাজ সংস্কারের বিষয়ে লিখ।

Ans: লর্ড উইলিয়াম বেন্টিংকে দুটি উল্লেখযোগ্য সংস্কার মূলক কার্য হচ্চে– সতীদাহ প্রথা বন্ধ করা এবং স্ত্রী শিক্ষার বিস্তার।

22. ভারতীয় সংবাদপত্রের ইতিহাসে প্রথম সংবাদ পত্র কোনটি?

Ans: বেঙ্গল গেজেট।

23. অষ্টাদশ শতাব্দীর ইউরোপের কয়েকজন দার্শনিকের নাম উল্লেখ কর।

Ans: লক, হবস, বেনথাম, রুশো, মন্টেস্কো, কার্লমাক্স ইত্যাদি।

24. ঊনিশ শতকের কয়েকজন ভারতীয় চিন্তাবিদের নাম উল্লেখ কর?

Ans: আর. জি. ভাণ্ডারকর, এ, এস, আলতেকার, হেমচন্দ্র রায়চৌধুরী, রমেশ চন্দ্র মজুমদার, দয়ারাম সাহানী, বাল গঙ্গাধর তিলক ইত্যাদি।

25. উনিশ শতকের তিনটি সংবাদ পত্রের নাম লিখ।

Ans: বঙ্গদেশী (১৮৮১), সঞ্জীবনী (১৮৮৩) এবং কেশরী (১২২১)।

26. কে ১৭৮০ সনে ইংরেজী ভাষার সাপ্তাহিক কাগজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশ করেছিলেন?

Ans: উইলিয়াম হিক্কি।

27. কে ভারতবর্ষের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন?

Ans: লর্ড রিপন।

28. স্যার চার্লস উডের প্রেরণ পত্র কোন সনে প্রকাশ করা হয়েছিল?

Ans: ১৮৫৪ সনে।

29. স্যার চার্লস উডের প্রেরণ পত্র অনুযায়ী কোথায়, কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপন কর হয়েছিল?

Ans: কলিকাতা, মাদ্রাজ এবং বোম্বাইতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল।

30. ‘বন্দে মাতরম’ গানটিৰ রচয়িতা কে?

Ans: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

31. কংগ্রেসের প্রথম অধিবেশনে ভারতবর্ষের কত জন লোক উপস্থিত ছিল?

Ans: উমেশ চন্দ্র ব্যানার্জী।

33. কোন সনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল?

Ans: ১৮৮৫ সনে।

34. কংগ্রেসের প্রথম সম্পাদকের নাম কি ছিল?

Ans: এলেন অক্টোভিয়ান হিউম।

35. অস্ত্র আইন কে গ্রহণ করেছিলেন?

Ans: লর্ড লিটন।

36. অর্থনৈতিক নিষ্কাষণ তত্ত্বের প্রবক্তা কে?

Ans: দাদা ভাই নৌরজি।

37. ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মের পূর্বের চারটি সংস্থার নাম উল্লেখ কর।

Ans: ইণ্ডিয়ান এসোসিয়েশন, বোম্বে এসোসিয়েশন, বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি এবং পুনা সার্বজনিক সভা।

38. ডেক্কান এডুকেশন সোসাইটি গঠন করা একজনের নাম লিখ।

Ans: গোপাল কৃষ্ণ গোখলে।

নীচে দেওয়া প্রশ্ন শুদ্ধ কি অশুদ্ধ লিখ:

39. ব্রিটিশরা শাসন করার আগে ভারতবর্ষে রাষ্ট্রীয় সংহতি এবং একতা ছিল না।

Ans: শুদ্ধ।

40. স্যার চার্লস উডের প্রেরণ পত্র পাশ্চাত্য সংস্কারের প্রসারের বিরোধিতা করেছিল।

Ans: অশুদ্ধ।

41. ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আধুনিক শিক্ষা ভারতীয় মানুষের ধর্মীয় গোঁড়ামি বৃদ্ধি করেছিল।

Ans: অশুদ্ধ।

We Hope the given MCQ Questions for Class 9 Social Science With Answer in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Social Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top