SEBA Class 9 Social Science MCQ Chapter 10 ভারতের রাজনৈতিক দল, in Bengali Medium Students will find the Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali, Class 9 Social Science Objective Types Question Answer very useful for exam preparation. SEBA Class 9 Social Science MCQ Chapter 10 ভারতের রাজনৈতিক দল The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 9 Social Science Important Notes in Bengali, Class 9 Social Science MCQ and Short Types Question Answer in Bengali by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board 9 Social Science MCQ Chapter 10 ভারতের রাজনৈতিক দল The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
SEBA Class 9 Social Science MCQ Chapter 10 ভারতের রাজনৈতিক দল
NCERT Class 9 Social Science Multiple Choice Notes in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 9 Social Science MCQ Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 9 Social Science Objective Types Suggestion in Bengali, MCQ Questions for Class 9 Social Science with answers pdf in Bengali, will be able to solve all the doubts of the students. Class IX Social Science MCQ Question Answer in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the HSLC Class 9 Social Science MCQ Textbooks Solution in Bengali are present on Roy Library’s website in a systematic order.
ভারতের রাজনৈতিক দল
তৃতীয় খণ্ড (ৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান)
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. বিশ্বের প্রথম রাজনৈতিক দল কোনে দেশে ছিল?
(ক) ভারতে।
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রে।
(গ) রাশিয়াতে।
(ঘ) ইংল্যাণ্ডে।
Ans: (ঘ) ইংল্যাণ্ডে।
2. নিচের কোনটি ভারতের প্রথম রাজনৈতিক দল ছিল?
(ক) ভারতীয় জনতা পার্টি।
(খ) ভারতীয় জাতীয় কংগ্রেস।
(গ) জনতা দল।
(ঘ) ভারতীয় কমিউনিষ্ট পার্টি।
Ans: (খ) ভারতীয় জাতীয় কংগ্রেস।
3. নিচের কোন দেশে একদলীয় সরকার ব্যবস্থা রয়েছে?
(ক) ইংল্যাণ্ড।
(খ) চীন।
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র।
(ঘ) সুইজারল্যাণ্ড।
Ans: (খ) চীন।
4. মার্কিন যুক্তরাষ্ট্রে পার্টি ব্যৱস্থা কি?
(ক) একদলীয়।
(খ) দ্বিপক্ষীয়।
(গ) বহুদলীয়।
(ঘ) উপরের সবগুলো।
Ans: (খ) দ্বিপক্ষীয়।
5. ভারতর জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়?
(ক) ১৮২৬ খ্ৰীঃত।
(খ) ১৯৮৫ খ্রীঃত।
(গ) ১৯৪২ খ্রী:ত।
(ঘ) ১৯৪৭ সালে।
Ans: (খ) ১৯৮৫ খ্রীঃত।
6. ভারতর কমিউনিষ্ট পার্টি কৰে গঠিত হয়?
(ক) ১৮২৬ খ্ৰীঃত।
(খ) ১৯২৪ খ্রী:ত।
(গ) ১৯৪২ খ্রীঃত।
(ঘ) ১৯৪৭ সালে।
Ans: (খ) ১৯২৪ খ্ৰীঃত।
7. তেলেও দেশম প্রভাবিত রাজ্য কি?
(ক) আসাম।
(খ) অন্ধ প্রদেশ।
(গ) মিজুরাম।
(ঘ) বিহার।
Ans: (খ) অন্ধ প্রদেশ।
8. আসাম গণ পরিষদ দ্বারা প্রভাবিত রাজ্যগুলি কি?
(ক) আসাম।
(খ) অন্ধ প্রদেশ।
(গ) অরুণাচল প্রদেশ।
(ঘ) পঞ্জাৱ।
Ans: (ক) আসাম।
9. অকালি দল দ্বারা প্রভাবিত রাজ্য কি?
(ক) আসাম।
(খ) বিহার।
(গ) পঞ্জাৱ।
(ঘ) রাজস্থান।
Ans: (গ) পঞ্জাৱ।
10. ভারতে প্রথম অ-কংগ্রেস সরকার কবে গঠিত হয়?
(ক) ১৯৪৭ সালে।
(খ) ১৯৫০ সালে ।
(গ) ১৯৭৭ সালে।
(ঘ) ২০০০ সালে।
Ans: (গ) ১৯৭৭ সালে।
11. ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কী?
(ক) তেলেগু দেশম।
(খ) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
(গ) আসাম গণ পরিষদ।
(ঘ) উপরের কোনটি নয়।
Ans: (খ) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
12. UPA এর সম্পূর্ণ অর্থ কি?
(ক) ইউনাইটেড প্রডিন্স অ্যালায়েন্স।
(খ) ইউনাইটেড পিপল অ্যালায়েন্স।
(গ) ইউনাইটেড প্রগতিশীল জোট।
(ঘ) ইউনাইটেড পারপাস অ্যালায়েন্স।
Ans: (গ) ইউনাইটেড প্রগতিশীল জোট।
13. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সন্তাগতি কে ছিলেন?
(ক) উমেশ চন্দ্র ব্যানার্জী।
(খ) সুরেন্দ্র নাথ ব্যানার্জী।
(গ) মহাত্মা গান্ধী।
(ঘ) এনি বেসান্ট।
Ans: (ক) উমেশ চন্দ্র ব্যানার্জী।
14. নিচের কোনটি ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম নয়?
(ক) দ্রাবিড় মুন্নেথা কাজগম।
(খ) জনতা দল।
(গ) আকালি দল।
(ঘ) তেলেগু দেশন।
Ans: (খ) জনতা দল।
15. মোর্চা সরকারকে____নামেও জানা যায়।
(ক) গণতান্ত্রিক চরকার।
(খ) রাজ্য চরকার।
(গ) কোয়ালিশন সরকার।
(ঘ) কেন্দ্রীয় সরকার।
Ans: (গ) কোয়ালিশন সরকার।
16. মোর্চা সরকার____গণতন্ত্রেই সম্ভব।
(ক) একদলীয়।
(খ) দ্বি-দলীয়।
(গ) বহুদলীয়।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) বহুদলীয়।
17. ভারতে কেন্দ্রীয় সরকারের মোর্চা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল___।
(ক) ১৯৬৭ চনত।
(খ) ১৯৭৭ চনত।
(গ) ১৯৮৭ চনত।
(ঘ) ১৯১৯ চনত।
Ans: (খ) ১৯৭৭ চনত।
18. যে দেশে মোর্চা সরকার অবস্থিত তা হল____।
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র।
(খ) ব্রিটেইন।
(গ) চীন।
(ঘ) জাপান।
Ans: (ঘ) জাপান।
S.L. NO. | সূচী-পত্ৰ |
প্রথম খণ্ড | ইতিহাস |
পাঠ -১ | ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন |
পাঠ -২ | ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন |
পাঠ -৩ | মোয়ামরীয়া গণবিদ্ৰোহ |
পাঠ -৪ | মানের অসম আক্রমণ |
পাঠ -৫ | অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি |
দ্বিতীয় খণ্ড | ভূগোল |
পাঠ -৬ | ভূ-পৃষ্ঠের পরিবর্তন |
পাঠ -৭ | বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ |
পাঠ -৮ | ভারতবর্ষের ভূগোল |
পাঠ -৯ | অসমের ভূগোল |
তৃতীয় খণ্ড | ৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান |
পাঠ -১০ | ভারতের রাজনৈতিক দল |
পাঠ -১১ | সরকারের প্রকার বা শ্রেণী বিভাগ |
পাঠ -১২ | অর্থনীতির মৌলিক বিষয়সমূহ |
পাঠ -১৩ | মূল অর্থনৈতিক সমস্যাসমূহ |
19. ভারতের তৃতীয় রাজনৈতিক দল ছিল___।
(ক) হিন্দু মহাসভা।
(খ) মুসলিম লীগ।
(গ) ভারতীয় জাতীয় কংগ্রেস।
(ঘ) স্বরাজ পার্টি।
Ans: (ক) হিন্দু মহাসভা।
20. ভারতের চতুর্থ রাজনৈতিক দলটির নাম কি?
(ক) হিন্দু মহাসভা।
(খ) স্বরাজ পার্টী।
(গ) মুসলিম লীগ।
(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেস।
Ans: (খ) স্বরাজ পাটী।
21. ভারতের পঞ্চম রাজনৈতিক দলের নাম ______।
(ক) হিন্দু মহাসভা।
(খ) স্বরাজ পার্টী।
(গ) মুসলিম লীগ।
(ঘ) ভারতীয় সাম্যবাদ দ’ল।
Ans: (ঘ) ভারতীয় সাম্যবাদ দ’ল।
22. সোশ্যালিষ্ট পার্টির পূর্ব নাম ছিল _______।
(ক) সমাজতান্ত্রিক ফোরাম।
(খ) প্রজা সোসিয়ালিষ্ট।
(গ) স্বরাজ পার্টি।
(ঘ) মুসলিম লীগ।
Ans: (ক) সমাজতান্ত্রিক ফোরাম।
23. সমাজতান্ত্রিক ফোরাম প্রধানত____।
(ক) কমিউনিস্ট আদর্শ।
(খ) বিচ্ছিন্নতাবাদী দল।
(গ) কমিউনিস্ট গোষ্ঠী।
(ঘ) সমাজবাদী গোষ্ঠী।
Ans: (ক) কমিউনিস্ট দল।
24. স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়___।
(ক) ১২৩৪ সনে।
(খ) ১৯৪৭ সনে।
(গ) ১৯৫০ সনে।
(ঘ) ১৯৫২ সনে।
Ans: (ঘ) ১৯৫২ সনে।
25. ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম কি ছিল?
(ক) ডি এম. কে (দ্রাবিড় মুনেত্র কাজগম)।
(খ) তেলেগু দেশম পার্টি।
(গ) আকালি দল।
(ঘ) আসাম গণ পরিষদ।
Ans: (ক) ডি এম কে (দ্রাবিড় মুনেত্র কাজগম)।
26. কোন নির্বাচনের পর ভারতে আঞ্চলিক মতাদর্শের উদ্ভৱ হয়?
(ক) প্রথম সাধারণ নির্বাচন।
(খ) দ্বিতীয় সাধারণ নির্বাচন।
(গ) তৃতীয় সাধারণ নির্বাচন।
(ঘ) চতুর্থ সাধারণ নির্বাচন।
Ans: (ঘ) চতুর্থ সাধারণ নির্বাচন।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
27. একদলীয়া সরকার ব্যবস্থা সহ একটি দেশের নাম বলুন।
Ans: চীন।
28. মার্কিন যুক্তরাষ্ট্রে পার্টি সিস্টেম কি?
Ans: দ্বিদলীয় ব্যবস্থা।
29. রাজনৈতিক দলের দুটা বৈশিষ্ট্য লেখ।
Ans: রাজনৈতিক দলগুলোর দুটি বৈশিষ্ট্য রয়েছে –
(ক) নীতি আদর্শ ও পরিকল্পনা।
(খ) ক্ষমতা দখল।
30. মনমোহন সিংয়ের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের মোর্চা সরকারের নাম কী ছিল?
Ans: ইউ,পি,এ (ইউনাইটেড প্রগতিশীল জোট)।
31. ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কী?
Ans: ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
32. ইউ. পি. এ. (U.P.A.) র সম্পূর্ণ অর্থ লিখা?
Ans: ইউনাইটেড প্রগতিশীল জোট।
33. ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি?
Ans: ভারতীয় জাতীয় কংগ্রেস।
34. ১৯৭১ সালে কেন্দ্রে জনতা দলের নেতৃত্বাধীন সরকারের প্রধান কে ছিলেন?
Ans: মোরারজি দেশাই।
35. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
Ans: উমেশ চন্দ্র ব্যানার্জী।
36. কোন দেশে সর্বপ্রথম রাজনৈতিক দল শুরু হয়?
Ans: ইংল্যাণ্ডে।
37. কার দিনে ইংল্যাণ্ডের পিউরিটানরা পার্লামেন্টে একসঙ্গে কাজ শুরু করেছিল?
Ans: রানী এলিজাবেথের আমলে।
38. কার নেতৃত্বে কংগ্রেসের প্রথম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Ans: উমেশ চন্দ্র ব্যানার্জির নেতৃত্বে প্রথমবারের মতো বোম্বেতে (বর্তমান মুম্বাই) কংগ্রেস মহাসভা অনুষ্ঠিত।
39. ভারতীয় মুসলিম লীগ কত সালে শুরু হয়?
Ans: ১৯০৬ সনে।
40. হিন্দু মহাসভা কত সালে সঠিত হয়?
Ans: ১৯১৬ সনে।
41. একটি রাজনৈতিক দলের নাম বলুন।
Ans: ভারতীয় জনতা পার্টি।
42. দ্বিদলীয় ব্যৱস্থায় কয়টি রাজনৈতিক দল থাকতে পারে।
Ans: দুই দল।
43. বহুদলীয় ব্যবস্থায় রাজনৈতিক দলের সংখ্যা কত?
Ans: দুইটির বেশি।
44. ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
Ans: ইন ১৯৫২ সনে।
45. ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল?
Ans: প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে পঞ্চাশটিরও বেছি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল।
46. ১৯৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কয়টি জাতীয় রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল?
Ans: ১৪ টি দল।
47. ভারতের প্রথম মোর্চা সরকার কবে গঠিত হয়?
Ans: ইন ১৯৭৭ সনে।
48. ভারতে প্রথম মোর্চা সরকার গঠনের নেতৃত্ব দেন কে?
Ans: মোরারজি দেশাইয়ের নেতৃত্বে।
49. ভারতের ইতিহাসে প্রথম বামপন্থী রাজনৈতিক দলের নাম কী?
Ans: ভারতের কমিউনিস্ট পার্টি।
50. ভারতের ইতিহাসে প্রথম বামপন্থী রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি কবে?
Ans: ইন ১৯২৪ সনে।
51. ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দলের নাম কী?
Ans: তামিলনাডু- ডি. এম. কে (দ্রাবিড় মুন্নেট্রা কাজগাম)।
52. আসামের একটি আঞ্চলিক দল আসাম গণ পরিষদ কবে জন্মগ্রহণ করে?
Ans: ইন ১৯৮৫ সনে।
53. কোন সর্বভারতীয় রাজনৈতিক দলটি বেশিরভাগ বছর ধরে ভারতে সংখ্যাগরিষ্ঠ দল ছিল?
Ans: ভারতীয় জাতীয় কংগ্রেস।
54. ভারতের দুটি বামপন্থী দলের নাম বলুন।
Ans: ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)।
55. দুটি দেশের নাম বলুন যেখানে বিরোধীদের শক্তিশালী ভূমিকা রয়েছে।
Ans: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যাণ্ড (গ্রেট ব্রিটেন)।
56. ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম?
Ans: ভারতীয় জাতীয় কংগ্রেস।
57. ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় কবে?
Ans: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
58. মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যাণ্ডে দ্বি-দলীয় ব্যবস্থা প্রচলিত। (হ্যাঁ বা না লিখুন)।
Ans: হ্যাঁ।
59. বর্তমান ভারতে দলীয় ব্যৱস্থা কি?
Ans: বহুদলীয় ব্যবস্থা।
60. ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মোর্চা চরকার প্রথম প্রধান মন্ত্রী।
Ans: অটল বিহারী বাজপেয়ী।
61. বহুদলীয় শাসনাধীন দুটি দেশের নাম বলুন?
Ans: (ক) ভারত।
(খ) বাংলাদেশ।
62. দ্বি-দলীয় ব্যবস্থায় একটি সুবিধা কি?
Ans. দুই-দলীয় ব্যৱস্থায় রাজনৈতিক সংকট ঘন ঘন হয় না।
63. রাজনৈতিক দলগুলো কি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য?
Ans: অপরিহার্য।
64. একটি রাজনৈতিক দলের অপরিহার্য বৈশিষ্ট্য কি?
Ans: চারটি।
65. একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর কাজ কী?
Ans: রাজনৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমের জনগণকে শিক্ষিত করা।
66. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনে নেতৃত্ব দেন কে?
Ans: আই. সি. এস. অফিসার এলেন অ্যাকটাভিয়ান হিউম নামে এক ব্যক্তি দ্বারা সূচনা করেন।
67. ভারতীয় সমিতি কোন সালে গঠিত হয়?
Ans: ইন ১৮৭৬ সনে।
68. চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বাধীন পার্টির নাম কি ছিল?
Ans: স্বরাজ পার্টি (১৯২২)।
69. কার্ল মাক্সের কমিউনিস্ট আদর্শকে নিয়ে গঠিত পার্টির নাম কি ছিল?
Ans: ভারতের কমিউনিস্ট পার্টি।
70. আঞ্চলিক দল গঠনের দুটি কারণ কি?
Ans: (ক) সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির বৈষম্যমূলক নীতি।
(খ) দেশের বিভিন্ন ভাষাগত ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে পার্থক্য।
71. তামিলনাড়ুর একটি আঞ্চলিক দলের নাম বলুন?
Ans: ডি. এম. কে।
72. পাঞ্জাবের একটি আঞ্চলিক দলের নাম বলুন?
Ans: অকালি দল।
73. মিজোরামের একটি আঞ্চলিক দলের নাম বলুন?
Ans: মিজো ন্যাশনাল ফ্রণ্ট।
74. মহারাষ্ট্রের একটি আঞ্চলিক দলের নাম লিখ।
Ans: শিবসেনা।
75. নাগাল্যাণ্ডর একটি আঞ্চলিক দলের নাম লিখ।
Ans: নাগাল্যাণ্ড পিপলস কনফারেন্স।
76. ভারতবর্ষের নতুন করে সৃষ্টি হওয়া রাজ্যটির নাম লিখ।
Ans: তেলেঙ্গানা রাজ্য।
77. ভারতবর্ষ বিরোধী দলের ভূমিকা কবে থেকে আরম্ভ হয়?
Ans: ১৯৭৭ সনে থেকে।
78. ভারতবর্ষে মোর্চা সরকার গুরুত্ব লাভ করার দুটি কারণ লিখ।
Ans: গুরুত্ব লাভ করার দুটা কারণ—
(ক) রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি।
(খ) একক রাজনৈতিক দলের প্রাধানা হ্রাস।
79. ভারতবর্ষে কোন সনে প্রথম মোর্চা সরকার গঠন হয়?
Ans: ১৯৭৭ সনে প্রথম মোর্চা সরকার গঠন হয়।
80. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সন থেকে কত সন পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য উভয়ে শাসন করেছিল।
Ans: ১৯৪৭ থেকে ১৯৬৭ সন অবধি।
81. চরণ সিংহের নেতৃত্বে কোন সনে মোর্চা সরকার গঠন হয়?
Ans: ১৯৭৯ সনে।
82. ২০১৪ সনের মে মাসে শপথ গ্রহণ করা সরকারটির প্রধান মন্ত্রীর নাম কী?
Ans: নরেন্দ্র মোদী।
83. কেন্দ্রে মোর্চা সরকার গঠন করা দুটি মিত্র জোটের নাম লিখ।
Ans: (ক) সংযুক্ত গণতান্ত্রিক মোর্চ। (United Progres- sive Alliance- UPA) ) খ) রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা (National Democratic Alliance- NDA)।
84. ১৯৩৮ সনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে সাম্যবাদী আদর্শ ভিত্তি করে জটে আসা দলটির নাম কী?
Ans: সোসিয়েলিষ্ট ফোরাম।
85. কৃষক মজদূর পার্টির সঙ্গে সামিল হয়ে গড়ে উঠা দলটি কি?
Ans: প্রজা সোসিয়েলিষ্ট।
86. আঞ্চলিক রাজনৈতিক দলের সোণালী দশক বলে কোন দশককে বলা হয়?
Ans: আশির দশককে।
87. গণতন্ত্র বিরোধী দলের দুটি কার্য উল্লেখ কর।
Ans: (ক) জনসাধারনের এবং দেশের স্বার্থকে সুরক্ষা দেওয়া এবং সংবিধানের পবিত্রতা রক্ষা করায় বিরোধী দলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করা উচিত।
(খ) শাসনে থাকা দলটি যেন জাতীয় স্বার্থের বিপরীতে জিয়ে কোনো কার্য করতে পারেনা তার প্রতি দৃষ্টি রাখতে হবে।
88. মোর্চা সরকার ব্যৱস্থা থকা একটি দেশের নাম উল্লেখ কর।
Ans: ভারতবর্ষ।
89. কোন দলর নেতৃত্বে ভারতে প্রথম মোর্চা সন্মিলিত সরকার গঠিত হয়েছিল।
Ans: জনতা দলের নেতৃতে ১৯৭৭ সনে।
90. এন ডি এ সরকারের সম্পূর্ণ অর্থ কী?
Ans: রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা। (National Demo- cratic Alliance)।
শুদ্ধা না ভুল লিখ:
91. ভারত বর্তমানে একটি একদলীয় ব্যবস্থা দ্বারা শাসিত।
Ans: অশুদ্ধ।
92. বিরোধী দলের কোনো ভূমিকা নেই।
Ans: অশুদ্ধ।
93. জনতা দলের নেতৃত্বে ভারতে প্রথম কংগ্রেসি সরকার গঠিত হয়েছিল।
Ans: শুদ্ধ।
94. দ্রাবিড় মুট্টো কাজাগাম দল একটি সর্বভারতীয় দ’ল।
Ans: অশুদ্ধ।
95. ভারত একটি একদলীয় সরকার ব্যৱস্থা সহ একটি দেশ।
Ans: অশুদ্ধ।
96. সাধারণ নির্বাচনের সময় পর্যন্ত কোনো স্বীকৃত বিরোধী দল ছিল না।
Ans: শুদ্ধ।
97. মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় ব্যৱস্থা হল একটি একদলীয় সরকার ব্যবস্থা।
Ans: অশুদ্ধ।
98. ১৯৪৭ সালে, ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু হয়েছিল।
Ans: অশুদ্ধ।
99. গণতন্ত্রে বিরোধী দলের কোনো ভূমিকা নেই।
Ans: অশুদ্ধ।
100. ভারতে প্রথম অ-কংগ্রেস সরকার জনতা দলের নেতৃত্বে গঠিত হয়েছিল।
Ans: শুদ্ধ।
101. ঝারখণ্ড মুক্তি মোর্চা একটি আঞ্চলিক দল।
Ans: শুদ্ধ।
We Hope the given MCQ Questions for Class 9 Social Science With Answer in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Social Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.