Class 10 Social Science MCQ Chapter 3 অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Social Science MCQ Chapter 3 অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ, in Bengali Medium Students will find the SEBA Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali very useful for exam preparation. Class 10 Social Science Important Notes in Bengali, Class 10 Social Science MCQ Chapter 3 অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 10 Social Science Objective types Question Answer in Bengali, Class 10 Social Science MCQ and Short Type Question Answer by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board Social Science MCQ Chapter 3 অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 10 Social Science MCQ Chapter 3 অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ

NCERT Class 10 Social Science Multiple Choice Notes in Bengali, Class 10 Social Science Objective Types Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 10 Social Science MCQ Solution in Bengali, he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA MCQ Questions for Class 10 Social Science with answers pdf, will be able to solve all the doubts of the students. SEBA Class X Social Science MCQ Suggestion in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA Board HSLC Class 10 Social Science MCQ in Bengali Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. _____মনে অসমে ইংরাজ দাস প্রথার বিলপ্তি ঘটায়। 

(a) ১৮৪০ সনে।

(b) ১৮৪১ সনে।

(c) ১৮৪৩ সনে।

(d) ১৮৪৫ সনে।

Ans: (c) ১৮৪৩ সনে।

2. মিফট মিলস ছিলেন ___।

(a) শিবসাগরের উপায়ুক্ত।

(b) নগাঁওয়ের সহকারী উপায়ুক্ত।

(c) কলিকাতা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ।

(d) গভর্ণর জেনারেলের প্রতিনিধি।

Ans: (c) কলিকাতা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ।

3. মফট মিলস অসমে এসেছিলেন ____ সনে।

(a) ১৮৫১।

(b) ১৮৫৩।

(c) ১৮৫৫।

(d) ১৮৫৭।

Ans: (b) ১৮৫৩।

4. কেঞারা ছিল ____।

(a) ব্রিটিশের এজেন্ট।

(b) মাড়ওয়াড়ী সুদখোর মহাজন শ্রেণী।

(c) ব্রিটিশের প্রতিবাদকারী।

(d) একটিও নয়।

Ans: (b) মাড়ওয়াড়ী সুদখোর মহাজন শ্রেণী।

5. অসমে ১৮৫৭ সনে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ___।

(a) গোমধর কোঁওর।

(b) লাচিত বরফুকন।

(c) গদাধর সিংহ।

(d) মণিরাম দেওয়ান।

Ans: (d) মণিরাম দেওয়ান।

6. ১৮৫৭ সনের বিদ্রোহে অসমের বিদ্রোহীরা কাকে পুনরায় আহোম সিংহাসনে বসাতে চেয়েছিল ____?

(a) চন্দ্রকান্ত সিংহকে।

(b) কন্দর্পিশ্বর সিংহকে।

(C) পুরন্দর সিংহকে।

(d) একটিও নয়।

Ans: (b) কন্দর্পিশ্বর সিংহকে।

7. আহোম কোঁওর কন্দর্পিশ্বর সিংহকে ____ জেলে রাখা হয়।

(a) বর্ধমান।

(b) আলিপুর।

(c) আন্দামান।

(d) ঢাকা।

Ans: (a) বর্ধমান।

8. ___ সনে ব্রিটিশে মণিরাম দেওয়ানকে সেরেস্তাদার হিসাবে যোরহাটে নিযুক্তি দেয়।

(a) ১৭২৮ সনে। 

(b) ১৭৯৮ সনে।

(c) ১৮২৮ সনে।

(d) ১৮৩৮ সনে।

Ans: (c) ১৮২৮ সনে।

9. মণিরাম দেওয়ানের পরিবার পুরুষাণুক্রমে ভোগ করে আসা রাজস্বের দায়িত্ব থেকে কোন ব্রিটিশ আমলাক বঞ্চিত করেছিল?

(a) জে ডব্লিউ কুইন্টন।

(b) ক্যাপ্তেন হলরেড।

(c) চিফ কমিশনার জেনকিনস।

(d) মফট মিলস।

Ans: (b) ক্যাপ্তেন হলরেড।

10. মণিরাম দেওয়ানকে কোন বাঙালী মোক্তাৰ সাহায্য করেছিলেন?

(a) মধুমল্লিক।

(b) মায়ারাম নাজির।

(c) মহবির মোক্তাব।

(d) শেখ ফর্মূদ আলি।

Ans: (a) মধুমল্লিক।

11. মণিরাম দেওয়ানের বিচার করেছিলেন?

(a) মফট মিলস।

(b) জে ডব্লিউ কুইন্টন।

(c) ক্যাপ্তেইন হলরেড।

(d) চিফ কমিশনার জেকিনস।

Ans: (c) ক্যাপ্তেইন হলরেড।

S.L. No.CONTENTS
প্রথম খণ্ড : ইতিহাস
1বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল
2মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম
3অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ
4ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ
5ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য
দ্বিতীয় খণ্ড : ভূগোল
6অর্থনৈতিক ভূগোলঃ বিষয়বস্তু এবং সস্পদ
7পরিবেশ এবং পরিবেশের সমস্যা
8পৃথিবীর ভূগোল
9অসমের ভূগোল
তৃতীয় খণ্ড : রাজনীতি বিজ্ঞান
10রাজনীতি বিজ্ঞান
11আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য
অর্থনীতি বিজ্ঞান
12মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা
13অর্থনৈতিক উন্নয়ন

12. মণিরাম দেওয়ানক গোপ্তার করে ___ প্ৰায় আড়াই মাস রাখা হয়।

(a) আলিপুর জেলে।

(b) যোরহাট ফেলে।

(c) আন্দামান জেলে।

(d) ঢাকা ফেলে।

Ans: (a) আলিপুর জেলে।

13. _____ কারাগারে মণিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়।

(a) আলিপুর। 

(b) যোরহাট।

(c) আন্দামান।

(d) ঢাকা।

Ans: (b) যোরহাট।

14. মণিরাম দেওয়ানকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয় ____ এ। 

(a) ১৮৫৮ সনের ২৬ ফেব্রুয়ারি।

(b) ১৮৫৭ সনের ১৫ আগষ্ট।

(c) ১৮৫৮ সনের ২৮ ফেব্রুয়ারি।

(d) ১৮৫৮ সনের ২৫ নভেম্বর।

Ans: (a) ১৮৫৮ সনের ২৬ ফেব্রুয়ারি।

15. মণিরাম দেওয়ানের সঙ্গে আর কাকে ফাঁসিকাঠে ঝুলানো হয়েছিল?

(a) পিয়লি ফুকন।

(b) বাহাদুর গাঁওবুঢ়া।

 (c) কমলা বরুয়া। 

(d) পিয়লি বরুয়া।

Ans: (d) পিয়লি বরুয়া।

16. ব্রিটিশ কোন সনে টিকিট কর প্রবর্তন করেছিল?

(a) ১৮৪৮ সনে।

(b) ১৮৫৮ সনে।

(c) ১৮৬৮ সনে।

(d) ১৮৭৮ সনে।

Ans: (b) ১৮৫৮ সনে।

17. কোন সনে আয়কর প্রবর্তন করা হয়েছিল?

(a) ১৮৫৮ সনে।

(b) ১৮৬০ সনে।

(c) ১৮৬৪ সনে।

(d) ১৮৬৮ সনে।

Ans: (b) ১৮৬০ সনে।

18. লেফটেন্যান্ট সিংগার ছিলেন ____।

(a) নগাঁওয়ের উপায়ুক্ত।

(b) চিফ কমিশনার।

(c) নগাঁওয়ের সহকারী উপায়ুক্ত।

(d) একটিও নয়।

Ans: (c) নগাঁওয়ের সহকারী উপাযুক্ত।

19. ফুলগুড়ির বৈওয়া কবে সংঘটিত হয়েছিল? 

(a) ১৮৫১ সনে।

(b) ১৮৫৬ সনে।

(c) ১৮৬১ সনে।

(d) ১৮৬৩ সনে।

Ans: (c) ১৮৬১ সনে।

20. ফুলগুড়ির কৃষক বিদ্রোহে মৃত কৃষকের সংখ্যা ছিল _____।

(a) ৮০ জন।

(b) ৭২ জন। 

(c) ৬৫ জন।

(d) ৫৪ জন।

Ans: (d) ৫৪ জন। 

21. রঙিয়ার কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

(a) ১৮৬১ সনের ১৭ সেপ্টেম্বর।

(b) ১৮৭১ সনের ১৭ ডিসেম্বর।

(c) ১৮৯৩ সনের ২৪ ডিসেম্বর।

(d) ১৮৯৪ সনের ১৭ সেপ্টেম্বর।

Ans: (c) ১৮৯৩ সনের ২৪ ডিসেম্বর।

22. লসিমার কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

(a) ১৮৬১ সনের ১৭ সেপ্টেম্বর।

(b) ১৮৭১ সনের ১৭ ডিসেম্বর।

(c) ১৮৯৩ সনের ২৪ ডিসেম্বর।

(d) ১৮৯৪ সনের ২১ সেপ্টেম্বর।

Ans: (d) ১৮৯৪ সনের ২১ সেপ্টেম্বর।

23. পথরুঘাটের কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

(a) ১৮৯৪ সনের ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি।

(b) ১৮৯৪ সনের ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি।

(c) ১৮৯৪ সনের ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি।

(d) একটিও নয়।

Ans: (b) ১৮৯৪ সনের ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি।

24. ১৮৬১ সনের জয়ন্তীয়া বিদ্রোহের নেতৃত্ব কে

দিয়েছিল _____।

(a) ওকিয়া-নংবাহ।

(b) টিকেন্দ্রজিত।

(c) রাজা রাজেন্দ্র সিংহ।

(d) সম্বোধন কছারী।

Ans: (a) ওকিয়া-নংবাহ।

25. ১৮৮১ সনে উত্তর কাছারের জনজাতীয় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন _____?

(a) ওকিয়া-নংবাহ।

(b)  টিকেন্দ্রজিত।

(c) রাজা ৰাজেন্দ্ৰ সিংহ।

(d) সম্বোধন কছারী।

Ans: (d) সম্বোধন কারী।

26. ১৮৫৭ সনের বিদ্রোহে বিদ্রোহ দমনের নামে ১৮৫৭-৫৮ সনে ব্রিটিশ সরকারের ক্ষতি রাজেট _____ পর্যন্ত বৃদ্ধি হয়েছিল।

(a) ৩২ মিলিয়ন পাউণ্ড।

(b) ২৬ মিলিয়ন পাউণ্ড।

(c) ২০ মিলিয়ন পাউণ্ড।

(d) ১৪ মিলিয়ন পাউণ্ড।

Ans: (d) ১৪ মিলিয়ন পাউণ্ড।

27. ১৮৭৮ সনে নাগারা কোন ব্রিটিশ আমলাকে তার নিরাপত্তারক্ষীসহ হত্যা করে স্বাধীনতার আবেগের পরিচয় দিয়েছিল ____? 

(a) ডামান্টক।

(b) জে. ডব্লিউ. কুইন্টন।

(c) লেফট্যানান্ট সিংগার।

(d) একটিও নয়।

Ans: (a) ডামান্টক।

28. ব্রিটিশ সরকারের রাজস্ব সংগ্রহের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত করেছিল _____ কে।

(a) সাধারণ প্রজা তথা কৃষকদের।

(b) জমিদার দের।

(c) কেঞাদের।

(d) একটিও নয়।

Ans: (a) সাধারণ প্রজা তথা কৃষকদের 

29. _____ মনে ব্রিটিশ সরকার পোস্ত চাষ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল?

(a) ১৮৫৭ সনে।

(b) ১৮৫৯ সনে।

(c) ১৮৬১ সনে।

(d) ১৮৬৬ সনে।

Ans: (c) ১৮৬১ সনে।

30. ____ সনে মণিপুরে সিংহাসন লাভের জন্য রাজ পরিবারের সদস্যদের মধ্যে এক গৃহ কোন্দলের সূচনা হয়েছিল?

(a) ১৮৯০ সনে।

(b) ১৮৫১ সনে।

(c) ১৮৬১ সনে।

(d) ১৮৬৬ সনে।

Ans: (a) ১৮৯০ সন।

31. ব্রিটিশ শাসনকালে সংঘটিত পাহাড়ীয়া জনজাতীয় বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল _____।

(a) মাইবং।

(b) উত্তর কাছাড়।

(c) মণিপুর।

(d) কোহিমা।

Ans: (a) মাইবং।

32. মণিপুর গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন _____।

(a) মহারাজ কীর্তিচন্দ্র। 

(b) মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহ।

(c) জেনারেল টেণ্ডাল।

(d) সেনাপতি টিকেন্দ্রজিত।

Ans: (d) সেনাপতি টিকেন্দ্রজিত।

33. ব্রিটিশরা টিকেন্দ্রজিতের মাথার মূল্য ঘোষণা করেছিল _____।

(a) ৫০০ টাকা।

(b) ৫০০০ টাকা।

(c) ৫০,০০০ টাকা।

(d) ৫,০০,০০০ টাকা। 

Ans: (b) ৫০০০ টাকা।

34. অসমের চীফ কমিশনার জে ডব্লিউ কুইন্টনকে _____ সনে হত্যা করা হয়েছিল।

(a) ১৮৯০ সনে।

(b) ১৮৫৯ সনে।

(c) ১৮৬১ সনে।

(d) ১৮৬৬ সনে।

Ans: (a) ১৮৯০ সনে।

35. অসনের চীফ কমিশনার জে ডব্লিউ কুইন্টনকে কারা হত্যা করেছিল _____। 

(a) মণিপুরিরা।

(b) টিকেন্দ্রজিত।

(c) রাজা রাজেন্দ্র সিংহ।

(d) সম্বোধন কছারী।

Ans: (a) মণিপুরিরা। 

36. ব্রিটিশের অনুগত আহোম রাজা ছিলেন ____।

(a) পুরন্দর সিংহ।

(b) কন্দর্পেশ্বর সিংহ।

(c) গোমধৰ কোঁত্তর।

(d) গদাধর কোঁত্তর।

Ans: (a) পুৰন্দৰ সিংহ।

37. মণিরাম দেওয়ানের ফাঁসির দিনছিল ১৮৫৮ মনের _____।

(a) ২০ জানুয়ারি।

(b) ২৬ ফেব্রুয়ারি।

(c) ১৫ ফেব্রুয়ারি।

(d) ২৪ ফেব্রুয়ারি।

Ans: (b) ২৬ ফেব্রুয়ারি।

38. জয়ন্তীয়া রাজ্য ইংরাজের দখলে যায় _____।

(a) ১৮৩০ সনে।

(b) ১৮৪৫ সনে।

(c) ১৮৩৫ সনে।

(d) ১৮৬১ সনে।

Ans: (c) ১৮৩৫ সনে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

39. কোন সনে মফট মিলস অসমে এসেছিলেন?

Ans: ১৮৫৩ সনে।

40. লসিমা কোথায় অবস্থিত।

Ans: অবিভক্ত কামরূপ জেলার সরুক্ষেত্র মৌজার বাজালী অঞ্চলে অবস্থিত।

41. মণিরাম দেওয়ানের বিচার কে করেছিল?

Ans: ক্যাপ্টেন হলরেড।

42. পথরুঘাটের কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

Ans: ১৮৯৪ সনের ২৬ জানুয়ারি থেকে ২৮ তারিখ পর্যন্ত।

43. লেফট্যানন্ট সিঙ্গার কে ছিলেন?

Ans: লেফট্যানেন্ট সিঙ্গার ছিলেন নগাঁওয়ের সহকারী উপায়ুক্ত।

44. ফুলগুড়ির যাওয়া কবে সংঘটিত হয়েছিল? 

Ans: ১৮৬১ সনে ফুলগুড়ির ধাওয়া সংঘটিত হয়েছিল।

45. গোমধর কোঁৱরের প্রধান সহযোগী কে ছিলেন?

Ans: ধনঞ্জয় পিয়লি বুঢ়াগোঁহাই।

46. ঝাঁসিতে ১৮৫৭ সনের বিদ্রোহের নেতা কে ছিলেন? 

Ans: রাগী লক্ষ্মীবাঈ।

47. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে?

Ans: লর্ড ডালহৌসি।

48. বশ্যতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ছিলেন?

Ans: লর্ড ওয়েলেসলি।

49. মণিরাম দেওয়ানের প্রকৃত নাম কি?

Ans: মণিরাম দত্ত বরভাণ্ডার বরুয়া।

50. মণিরাম কার অধীনে দেওয়ান ছিলেন? 

Ans: পুরন্দর সিংহের অধীনে।

51. ১৮৫৭ সনের বিদ্রোহ প্রথম কোথায় আরম্ভ হয়েছিল?

Ans: মীরাট শহরে।

52. উত্তর-পূর্ব ভারতের প্রথম কমিশনার কে ছিলেন?

Ans: ক্যাপ্টেন জেনকিনস।

53. ১৮৬১ সনে জয়ন্তীয়া বিদ্রোহের নেতৃত্ব কে নিয়েছিলেন?

Ans: ওকিয়া নংবা জয়ন্তীয়া বিদ্রোহের নেতৃত্ব নিয়েছিলেন।

54. কোন সনে অসমে দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছিল?

Ans: ১৮৪০ সনে।

55. অসমে স্থাপিত ব্রিটিশের রেজিমেন্ট দুটির নাম কি কি?

Ans: ফার্ষ্ট আসাম লাইট ইনফেন্ট্রি এবং সেকেণ্ড লাইট ইনফেন্ট্রি।

56. মণিরাম দেওয়ানকে কোথায় গ্রেপ্তার করা হয়েছিল?

Ans: মণিরাম দেওয়ানকে কলিকাতায় গ্রেপ্তার করা হয়েছিল।

57. ব্রিটিশ সরকার দ্বারা আরোপিত নতুন কর গুলোর নাম লিখ।

Ans: আয়কর ল্ক, মুদ্রাঙ্ক শুল্ক, অনুজ্ঞাপত্ৰ শুল্ক ইত্যাদি। 

58. দেশপ্রেমী ইউ টিরুত সিং কোন রাজ্যের ছিলেন?

Ans: খাসী পাহাড়ের।

59. ইংরেজ কাছাড় করে দখল করেছিল?

Ans: ১৮৫৪ সনে।

60. টিকেন্দ্রজিত কে ছিলেন?

Ans: টিকেন্দ্রজিত মণিপুরের বীর সেনাপতি ছিলেন।

61. মহারাণীর ঘোষণা পত্র কোথায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

Ans: এলাহাবাদ দরবারে।

62. পিয়লি ফুকনের পিতার নাম কি?

Ans: বদন চন্দ্র বরফুকন।

63. ভারতের সিপাহী বিদ্রোহের সময় ইংল্যাণ্ডের রাণী কে ছিলেন?

Ans: মহারাণী ভিক্টোরিয়া।

64. ব্রিটিশের দ্বারা আশ্রিত এবং স্বীকৃত একটি দেশীয় রাজ্যের নাম লিখ।

Ans: মণিপুর রাজ্য।

65. অসমের প্রথন কৃষক বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

Ans: ফুলগুড়িতে।

66. কোন সন্ধির দ্বারা অসম ইংরেজের অধীনে গিয়েছিল? 

Ans: ইয়াণ্ডানু সন্ধি।

67. তুলায়ান সেনাপতি কে?

Ans: তুলারান সেনাপতি ডিমাসা কাছারীদের নেতা ছিলেন।

68. কোন সনে খামটি রাজ্য ইংরাজ শাসনের সাথে স্মিথ হয়? 

Ans: ১৮৪৩ সনে। 

69. ছট্টার সিং কে ছিলেন?

Ans: ছট্টার সিং ছিলেন নাংঘলৌর সিয়েন।

70. দলি পুরাণ কে লিখেছিলেন?

Ans: নরোত্তম দাস। 

71. জয়ন্তীয়া রাজ্য কোন সনে ইংরেজদের সাম্রােজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল?

Ans: ১৮৩৫ সনে। 

72. ইংরেজদের কোন নীতিসমূহ অসমীয়া সর্বসাধারণ মানুষের মনে তীব্র অসন্তুষ্টির সৃষ্টি করেছিল?

Ans: ব্রিটিশ সরকারের নতুন ভূমি রাজস্ব বৃদ্ধি নীতি এবং মুদ্ৰা অৰ্থনীতি।

73. “আসাম রায়ট” কি?

Ans: অসমে ১৮৯৩ সনের ডিসেম্বর মাস থেকে আরম্ভ হয়ে উনবিংশ শতিকার শেষ দশকের কৃষক বিদ্রোহসমূহকে আসান রায়ট বলা হয়।

74. পিয়লি ফুকন কখন বিদ্রোহ করেছিলেন? 

Ans: ১৮৩০ সনের ২৫ মার্চ।

75. লুসাইরা মিজো পাহাড়ে আসার আগে সেখানে কে শাসন করেছিল?

Ans: লুসাইরা মিজো পাহাড়ে আসার আগে তাতে কুকী জনগোষ্ঠী শাসন করেছিল।

76. গদাধর কোঁৱর কবে বিদ্রোহ করেছিলেন? 

Ans: ১৮২৮-৩০ খ্ৰীষ্টাব্দে। 

78. গারো পাহাড় কবে ইংরেজদের শাসনাধীন হয়?

Ans: ১৮৭৩ সনে।

79. পুরন্দর সিংহের ইংরেজরা পুনরায় করে সিংহাসনে বসিয়েছিল?

Ans: ১৮০৯ সনে।

80. তিরৎ সিং কে ছিলেন?

Ans: তিরৎ সিং ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করা একজন খাসি নেতা ছিলেন।

81. সমগ্র নাগাভূমিতে ইংরেজরা কবে প্রভুত্ব বিস্তার করে।

Ans: ১৮৭৮ সনে।

82. তাঁতিয়া টোপী কে ছিলেন?

Ans: মধ্য ভারতের বিদ্রোহের প্রধান নেত্রী ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈর সহকারী ছিলেন তাঁতিয়া টোপী।

83. টিকেন্দ্রজিতকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?

Ans: মণিপুরের পোলোফিল্ডে ক্রন্দনরত হাজার হাজার মণিপুৰী নর-নারীর সম্মুখে।

84. ব্রিটিশ সরকার কত সনে, কুকি বাহিনী গঠন করেছিল?

Ans: ১৮৮০ সানে।

85. পিয়লি ফুকন কত সনে বিদ্রোহ করেন?

Ans: ১৮৩০ সনের ২৫ মার্চ।

86. কোন সনে ভারতের শাসনভার ইংল্যাণ্ডের রাজার হাতে গিয়েছিল?

Ans: ১৮৫৭ সনের ভারত শাসন আইন মতে। 

87. পথরুঘাটের বিদ্রোহের সময় দরং জিলার উপায়ুক্ত কে ছিলেন?

Ans: জে. ডি. এণ্ডারসন।

88. গোমধর কোঁবর কে মৃত্যুর হাত থেকে কে রেহাই দিয়েছিলেন?

Ans: ক্যাপ্টেন নিউউইল।

89. কোন সনে টিকিট কর প্রবর্তন করা হয়েছিল?

Ans: ১৮৫৮ সনে।

We Hope the given MCQ Questions for Class 10 Social Science With Answer will help you. If you Have any Regarding, Class 10 Social Science Multiple Choice Question and Answer, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top