Class 10 Social Science MCQ Chapter 12 মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Social Science MCQ Chapter 12 মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা, in Bengali Medium Students will find the SEBA Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali very useful for exam preparation. Class 10 Social Science Important Notes in Bengali, Class 10 Social Science MCQ Chapter 12 মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 10 Social Science Objective types Question Answer in Bengali, Class 10 Social Science MCQ and Short Type Question Answer by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board Social Science MCQ Chapter 12 মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 10 Social Science MCQ Chapter 12 মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা

NCERT Class 10 Social Science Multiple Choice Notes in Bengali, Class 10 Social Science Objective Types Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 10 Social Science MCQ Solution in Bengali, he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA MCQ Questions for Class 10 Social Science with answers pdf, will be able to solve all the doubts of the students. SEBA Class X Social Science MCQ Suggestion in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA Board HSLC Class 10 Social Science MCQ in Bengali Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. বিনিময় প্রথাকে মুদ্রার ক্রমবিকাশের _____ বলা যায়।

(a) প্রথম পর্যায়।

(b) দ্বিতীয় পর্যায়।

(c) তৃতীয় পর্যায়।

(d) অন্তিম পর্যায়।

Ans. (a) প্রথম পর্যায়।

2. পণ্য বিনিময় প্রথাতে দ্রব্যর বদলে দ্রব্যের বিনিময় ____ সংঘটিত হয়।

(a) পরোক্ষভাবে।

(b) প্রত্যক্ষভাবে।

(c) দুই ভাবেই।

(d) একটিও নয়।

Ans. (b) প্রত্যক্ষভাবে।

3. বিনিময় প্রথা কার্যকরী হওয়ার জন্য ___ ব্যক্তির অভাব পরস্পর পরিপূরক হতে হয়।

(a) একজন।

(b) দুজন।

(c) তিনজন।

(d) অনেক।

Ans. (b) দুজন।

4. ‘মুদ্রা যে কার্য করে তাহাই মুদ্রা’ উক্তিটি করেছিলেন ____।

(a) ওয়াকার।

(b) জয়ফ্রি ক্রাউথার।

(c) জন হিসে। 

(d) স্যামুয়েল সন।

Ans. (a) ওয়াকার।

5. কালো মুদ্রার উৎপত্তির কারণ হ’ল _____।

(a) মুদ্রায় কালো বাংলা গানের জন্য। 

(b) এই মুদ্রা পরিবহণ করতে হয়না।

(c) অর্থনৈতিক অপরাধ।

(d) একটিও নয়।

Ans. (c) অর্থনৈতিক অপরাধ।

6. মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ____ মুদ্রার যোগান কম-বেশি করতে পারে।

(a) বাণিজ্যিক ব্যাংক।

(b) কেন্দ্রীয় ব্যাংক।

(c) সরকার।

(d) একটিও নয়।

Ans. (b) কেন্দ্রীয় ব্যাংক।

7. অর্থনীতিবিদ ক্রাউথারের মতে ___ হ’ল ব্যাংকের পূর্বপুরুষ।

(a) ব্যাপারী।

(b) সোণারী।

(c) ঋণ দাতা মহাজন।

(d) সবকয়টি।

Ans. (d) সবকয়টি।

8. দেশের সমস্ত মানুষের মধ্যে প্রচলিত মুদ্রাকে _____ বলে।

(a) কাগুজে মুদ্রা।

(b) হিসাবের মুদ্রা।

(c) প্রকৃত মুদ্রা।

(d) ধাতু মুদ্রা।

Ans. (c) প্রকৃত মুদ্রা।

S.L. No.CONTENTS
প্রথম খণ্ড : ইতিহাস
1বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল
2মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম
3অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ
4ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ
5ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য
দ্বিতীয় খণ্ড : ভূগোল
6অর্থনৈতিক ভূগোলঃ বিষয়বস্তু এবং সস্পদ
7পরিবেশ এবং পরিবেশের সমস্যা
8পৃথিবীর ভূগোল
9অসমের ভূগোল
তৃতীয় খণ্ড : রাজনীতি বিজ্ঞান
10রাজনীতি বিজ্ঞান
11আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য
অর্থনীতি বিজ্ঞান
12মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা
13অর্থনৈতিক উন্নয়ন

9. যে মুদ্রা গ্রহণ না করলে আইন উলংঘন করা বুঝায়না সেই মুদ্ৰাই হ’ল ___।

(a) অবিহিত মুদ্রা।

(b) নিদর্শন মুদ্রা।

(c) আদেশ মুদ্রা।

(d) ঋণ মুদ্ৰা।

Ans. (a) অভিহিত মুদ্রা।

10. ‘মন্তে’ শব্দটির বদলে জার্মানরা ____ শব্দটি ব্যবহার করেছিল।

(a) Bank.

(b) Bench.

(c) Banck.

(d) Finance.

Ans. (c) Banck.

11. ১৯৫৬ সনে স্থাপিত সুইডেনের ___ সবচেয়ে পুরণো কেন্দ্রীয় ব্যাংক।

(a) সুইস ব্যাংক।

(b) ফেডারেল ব্যাংক।

(c) রিক্স ব্যাংক।

(d) একটিও নয়।

Ans. (b) ফেডারেল ব্যাংক।

12. ভারতবর্ষে _____ সনে ব্যাংক অব্ হিন্দুস্থান নামের প্রথম ব্যাংক স্থাপন করা হয়েছিল।

(a) ১৭৭০ সনে।

(b) ১৭৮০ সনে।

(c) ১৭৯০ সনে।

(d) ১৭৯৮ সনে।

Ans. (a) ১৭৭০ সনে।

13. স্থানীয় প্রচেষ্টার ভিত্তিতে ১৯২৬ সনে গড়ে উঠা অসমের প্রথম ব্যাংক হচ্ছে ____।

(a) লক্ষ্মী গ্রামীণ ব্যাংক।

(b) প্রাগজ্যোতিষ গ্রামীণ ব্যাংক।

(c) মিনি ব্যাংক।

(d) গুয়াহাটী ব্যাংক।

Ans. (d) গুয়াহাটী ব্যাংক।

14. ____ হচ্ছে একটি দেশের ব্যাংক ব্যবস্থার প্রধান ব্যাংক।

(a) বিত্ত মন্ত্রালয়।

(b) কেন্দ্রীয় ব্যাংক।

(c) ভারতীয় ষ্টেট ব্যাংক।

(d) বিশ্ব ব্যাংক।

Ans. (b) কেন্দ্রীয় ব্যাংক।

15. ‘কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকগুলির ব্যাংক’ উক্তিটি করেছিলেন ____।

(a) ওয়াকার।

(b) জন হিকস।

(c) জিয়ফ্রি ক্রাউথার।

(d) স্যামুয়েল সন।

Ans. (d) স্যামুয়েল সন।

16. কাগুজে মুদ্রা যোগান ধরার একমাত্র অধিকাব ____।

(a) ষ্ট্যাট ব্যাংকের।

(b) বাণিজ্যিক ব্যাংকের।

(c) কেন্দ্রীয় ব্যাংকের।

(d) বিশ্ব ব্যাংকের।

Ans. (c) কেন্দ্রীয় ব্যাংকের।

17. ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকে _____ সনে স্থাপিত হয়।

(a) ১৯২৮ সনে।

(b) ১৯৩৫ সনে।

(c) ১৯৪৫ সনে।

(d) ১৯৪৭ সনে।

Ans. (b) ১৯৩৫ সনে।

18. ১৯৬৪ সনে ____ ব্যাংক স্থাপন করা হয়।

(a) ভারতীয় ঔদ্যোগিক উন্নয়ন (IDBI)।

(b) নাবার্ড (NABARD)।

(c) ভারতীয় ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন ব্যাংক (SIDBI)।

(d) একটিও নয়।

Ans. (a) ভারতীয় ঔদ্যোগিক উন্নয়ন (IDBI)। 

19. ____ সনে নাবার্ড (NABARD) স্থাপন করা হয়। 

(a) ১৯৬২ সনে।

(b) ১৯৬৬ সনে।

(c) ১৯৭২ সনে।

(d) ১৯৮২ সনে।

Ans. (d) ১৯৮২ সনে।

20. ভারতীয় ক্ষুদ্র ব্যাংক (SIDBI) মুখ্য কার্যালয় _____ অবস্থিত।

(a) লক্ষ্ণৌ।

(b) দিল্লী।

(c) কৰ্ণাটক। 

(d) একটিও নয়।

Ans. (a) লক্ষ্ণৌ।

21. ভারতের প্রধান চৌদ্দটি বাণিজ্যিক ব্যাংক প্রথম রাষ্ট্রীয়করণ করা হয়েছিল ___।

(a) ১৯৬৯ সনে।

(b) ১৯৪৯ সনে।

(c) ১৯৯৫ সনে।

(d) ১৯৭৯ সনে।

Ans. (a) ১৯৬৯ সনে।

22. ২০১৪ সনের আগষ্ট মাস পর্যন্ত মোট ___ নিযুত লোক ব্যাংকের হিসাব খাতা খুলেছে।

(a) ১১০.৫ নিযুত।

(b) ১৮০.৫ নিযুত।

(c) ২১০.৫ নিযুত।

(d) ২৫০.৫ নিযুত।

Ans. (c) ২১০.৫ নিযুত।

23. আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটির নাম ____।

(a) রিজার্ভ ব্যাংক অব ইণ্ডিয়া।

(b) বিশ্ব ব্যাংক।

(c) ফেডারেল রিজার্ভ সিষ্টেম।

(d) ব্যাংক অব ইংল্যাণ্ড।

Ans. (c) ফেডারেল রিজার্ভ সিষ্টেম।

24. অসম সমবায় এপেক্স ব্যাংক লিমিটেড স্থাপিত হয় ____।

(a) ১৯৩৮ সনে। 

(b) ১৯৪৮ সনে।

(c) ১৯৪৫ সনে।

(d) ১৯৪৭ সনে।

Ans. (b) ১৯৪৮ সনে।

25. ২০১৪ সনে ভারতবর্ষে ____ টা আঞ্চলিক গ্ৰাম্য ব্যাংক কার্যকরী হয়ে আছে।

(a) ৩৭ টা। 

(b) ৪৭ টা।

(c) ৫৭ টা। 

(d) ৭৭ টা। 

Ans. (c) ৫৭ টা।

26. মুদ্রা ব্যবস্থায় সামগ্রীর পরিবর্তে সামগ্রীর প্রত্যক্ষ বিনিময় হয়। 

Ans. অশুদ্ধ। 

27. মুদ্রা জিনিস-পত্রের মূল্যের মাপকাঠি হিসাবে কার্য সম্পাদন করে।

Ans. শুদ্ধ। 

28. কাগজী বা ধাতু মুদ্রা আদেশি মুদ্রার উদাহরণ।

Ans. শুদ্ধ। 

29. মুদ্রার উপর যে সংখ্যা লিখা থাকে সেটি প্রদর্শিত মূল্য নয়।

Ans. অশুদ্ধ। 

30. মুলধনের অন্তর্গমন মুদ্রার সৃষ্টি করে।

Ans. অশুদ্ধ। 

31. চেক বিহিত মুদ্ৰা নয়।

Ans. শুদ্ধ। 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

32. বিহিত মুদ্রার একটি উদাহরণ দাও?

Ans. একটি একশ টাকার নোট।

33. আধুনিক যুগে বিনিময় প্রথার বিলুপ্তির প্ৰধান কারণ কি?

Ans. অভাবের পারস্পরিক সঙ্গতিহীনতা।

34. কাগজী মুদ্রা কাকে বলে?

Ans. কাগজী মুদ্রা বলতে সাধারণতঃ ব্যাংক নোট এবং সরকারী নোটকে বোঝানো হয় যা সর্বজনগৃহিত।

35. কাগজী মুদ্রার একটি সুবিধা উল্লেখ কর।

Ans. কাগজী মুদ্রাকে সহজে একজায়গা থেকে অন্য জায়গায় বহন করে নেওয়া যায়।

36. পণ্য বিনিময় প্রথা কি?

Ans. একটি পণ্যের বদলে অন্য আরেকটি পণ্য গ্রহণের ব্যবস্থাকেই পণ্য বিনিময় প্রথা বলে।

37. মূদ্রার ক্রমবিকাশের প্রথম পর্যায় বলে কাকে বলা হয়? 

Ans. বিনিময় প্রথাকে মুদ্রার ক্রমবিকাশের প্রথম পর্যায় বলা যায়। 

38. একটি জিনিসের দাম বলতে কি বুঝ?

Ans. মুদ্রার রূপে প্রকাশিত জিনিসের বিনিময় মূল্যই হল জিনিসটির দাম।

39. বহুল অর্থে মুদ্রাকে কত প্রকারে ভাগ করতে পারি?

Ans. বহুল অর্থে মুদ্রা দুই প্রকারের– হিসাব-নিকাশের মুদ্রা এবং প্রকৃত মুদ্রা।

40. ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সনে স্থাপিত হয়েছিল?

Ans. ১৯৩৫ সনে।

41. কত সনে ভারতীয় রিজার্ভ ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়েছিল?

Ans. ১৯৪৯ সনে।

42. ভারতবর্ষের মান মুদ্রা কি?

Ans. টাকা।

43. ‘মুদ্রা যে কার্য করে তাহাই মুদ্রা’ কার উক্তি?

Ans. অর্থনীতিবিদ ওয়াকারের।

44. মুদ্রার প্রাথমিক কার্য কি?

Ans. বিনিময়ের মাধ্যম।

45. বর্তমান যুগে দ্রব্যের মূল্যাংকের প্রধান মাপকাঠি কি?

Ans. মুদ্ৰা। 

46. হিসাবের মুদ্রা বলতে কি বুঝায়?

Ans. দেশের হিসাব-পত্রের এবং কেনা-বেচা কার্যে ব্যবহৃত মুদ্রাকে হিসাবের মুদ্রা বলে।

47. প্রকৃত মুদ্রা কি?

Ans. বস্তুর কেনা-বেচা এবং ঋণ লেন-দেনের ক্ষেত্রে ব্যবহৃত মুদ্রাকে প্রকৃত মুদ্রা বলে।

48. পরিবর্তনীয় কাগজী মুদ্রা কি?

Ans. যে সমস্ত কাগজী মুদ্রাকে ধাতু বা ধাতুর পরিমান দিয়ে পরিবর্তন করতে পারা যায় সেরকম মুদ্রাকে পরিবর্তনীয় কাগজী মুদ্রা বলে।

49. অ-পরিবর্তনীয় কাগজী মুদ্রা কি?

Ans. ধাতু মুদ্রা বা ধাতুতে পরিবর্তন করাতে না পারা কাগজী মুদ্রাকে অ-পরিবর্তনীয় কাগজী মুদ্রা বলে।

50. প্রতীক মুদ্রা কাকে বলে?

Ans. মুদ্রার লিখিত মূল্য এর ধাতু মূল্য থেকে বেশী হলে তাকে প্রতীক মুদ্রা বা নিদর্শন মুদ্রা বলে।

51. আদেশ মুদ্রা কি?

Ans. সরকারের আদেশ অনুযায়ী প্রচলিত মুদ্রাকে আদেশ মুদ্রা বলে।

52. আদেশ মুদ্রা গুলোকে পূর্ণ-মুদ্রা বলতে পারা যায় কি?

Ans. না।

53. বিহিত মুদ্রা কি?

Ans. সরকার আইনের দ্বারা বলবৎ করা মুদ্রাকে বিহিত মুদ্রা বলে।

54. ঋণ মুদ্রা কি?

Ans. বাণিজ্যিক ব্যাংকগুলো দ্বারা সৃষ্টি করা আমানতকে আমানত বা ঋণ মুদ্রা বলে।

55. ধনাদেশ মুদ্রা কি?

Ans. লেনদেন কার্যে মুদ্রার মত ব্যবহার হলেও ধনাদেশ বিহিত বা প্রকৃত মুদ্রা নয়।

57. মুদ্রাস্ফীতি বলতে কি বুঝায়?

Ans. অবিরাম গতিতে দ্রব্য মূল্য স্তর বৃদ্ধি পেলে বা মুদ্রা মূল্য হ্রাস পেলে তাকে মূদ্রাস্ফীতি বলে।

58. মুদ্রা সংকোচন কি?

Ans. অবিরাম গতিতে দ্রব্য মূল্যস্তর হ্রাস পাওয়া বা মূল্য বৃদ্ধি হওয়ার অবস্থাকে মুদ্রা সংকোচন বলে।

59. কোন সনে ভারতের ১৪ টি ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়?

Ans. ১৯৬৯ সনে।

60. বাজার অর্থনীতির মূল ভিত্তি কি?

Ans. মুদ্রা।

61. কালো টাকা বা কালো ধনের অর্থ কি?

Ans. কর ফাঁকি বা অবৈধ উপায়ে উপার্জন করা বেহিসাবী টাকা বা ধন কে কালো টাকা বলে।

62. ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

Ans. ভারতীয় রিজার্ভ ব্যাংক।

63. মান মুদ্রা কি?

Ans. মান মুদ্রা হচ্ছে একটি দেশের মুদ্রার একটি একক, যে এককের সঙ্গে মুদ্রার বাকী মূল্য সম্পর্কিত থাকে।

64. ব্যাংক আমানত কি?

Ans. বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে সৃষ্টি করা আমানতকে ব্যাংক আমানত বলে।

65. মুদ্রার যোগান বলতে কি বুঝায়?

Ans. কোনো এক বিশেষ সময়ে জনসাধারণের হাতে থাকা সমস্ত প্রকার মুদ্রাকে একসাথে মুদ্রার যোগান বলা হয়।

66. মুদ্রার অর্ন্তনিহিত মূল্য কি?

Ans. মুদ্রার অর্ন্তনিহিত মূল্য বলতে যে পরিমাণের ধাতু দিয়ে মুদ্রাটি প্রস্তুত করা হয় তাকে বোঝায়।

67. হিসাব-নিকাশের মুদ্রা কি?

Ans. যে মুদ্রার সাহায্যে হিসাব-নিকাশ চালানো হয়, সেই মুদ্রাই হচ্ছে হিসাব-নিকাশের মুদ্রা।

68. বাজারকেন্দ্রীক অর্থনীতি কি?

Ans. যে ব্যবস্থায় বাজারের চাহিদা এবং যোগানে উৎপাদন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ হয়, অথচ সরকারী নীতি নির্দেশনা করে না সেই ব্যবস্থাই হচ্ছে বাজার কেন্দ্রীক অর্থনীতি।

69. মধ্যযুগে ইটালীতে স্থাপিত ব্যাংকটির নাম কি?

Ans. ব্যাংক অব ভেনিস।

70. ভারতবর্ষে কত সনে প্রথম ব্যাংক স্থাপিত হয়?

Ans. ১৭৭০ সনে।

71. ভারতের প্রথম ব্যাংকের নাম কি?

Ans. ব্যাংক অব হিন্দুস্থান।

72. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?

Ans. ভারতীয় রিজার্ভ ব্যাংক।

73. ব্যাংক কি?

Ans. ব্যাংক একরকম বিতীয় প্রতিষ্ঠান যা ঋণের ব্যবসা করে। 

74. মুদ্রার একটি মূখ্য কর্ম উল্লেখ কর।

Ans. বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা।

75. অবিহিত মুদ্রার একটি উদাহরণ দাও?

Ans. চেক মুদ্রা।

76. বিনিময় প্রথা কি?

Ans. মুদ্রার ব্যবহার না করে ও জিনিসের বিপরীতে জিনিসের প্রত্যক্ষ বিনিময় হচ্ছে বিনিময় প্রথা।

77. চলিত আমানত কি?

Ans. যে আমানত সঞ্চয়কারী বা আমানতকারী যে কোনো সময় ব্যাংক থেকে তুলে আনতে পারে তাকে চলিত আমানত বলে।

78. সসীম বিহিত মুদ্রার সংজ্ঞা দাও।

Ans. যে বিহিত মুদ্রা দ্বারা সীমিত মূল্যের বিনিময় সম্পাদন করা যায়, তাকে সসীম বিহিত মুদ্রা বলে।

79. কাগজী মুদ্রা কি?

Ans. কাগজী মুদ্রা বলতে সাধারণতে ব্যাংক নোট এবং সরকারী নোটকে বোঝানো হয় যা সর্বজন গৃহীত।

80. অসীম বিহিত মুদ্রা কি?

Ans. যে মুদ্রার সাহায্যে যে কোনো মূল্যের বিনিময় সম্পাদন করতে পারা যায় তাকে অসীম বিহিত মুদ্রা বলে।

81.পরিবর্তনীয় কাগজী মুদ্রা কি?

Ans. যে সমস্ত কাগজী মুদ্রাকে ধাতু মুদ্রা বা ধাতুর পরিমাণে পরিবর্তন করা যায় সেসব মুদ্রাকে পরিবর্তনীয় কাগজী মুদ্রা বলে।

82. প্রতিনিধিত্বমূলক কাগজী মুদ্রা কি?

Ans. কাগজী মুদ্রা প্রচলনের বিপরীতে ভাগ মূল্যের সোনা বা মূল্যবান ধাতু জমা রাখলে তাকে প্রতিনিধিত্বমূলক কাগজী মুদ্রা বলে। 

শূন্য স্থান পূর্ণ করঃ

83. _____ র অভাবই পরস্পর নির্ভরশীলতার কারণ।

Ans. আত্মনির্ভরশীলতা।

84. আদিম যুগে মানুষের প্রয়োজনসমূহ ____ ছিল। 

Ans. সীমিত।

85. বর্তমান বাজারের প্রতিটি সামগ্রীর মূল্য ___ মাধ্যমে প্রবেশ করা হয়।

Ans. মুদ্ৰা। 

86. মুদ্রা হ’ল ____ মূল্যের ভাণ্ডার। 

Ans. জিনিস পত্রের। 

87. _____ কে মুদ্রার ক্রমবিকাশের প্রথম পর্যায় বলা যায়।

Ans. বিনিময় প্রথা। 

88. কালো মুদ্রার উৎপত্তির কালত হ’ল ____।

Ans. অর্থনৈতিক অপরাধ।

89. মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ___ মুদ্রার যোগান কম বেশি করতে পারে।

Ans. কেন্দ্রীয় ব্যাংক।

90. ভারতবর্ষে ১৭৭০ সনে ___ নামের প্রথম ব্যাংক স্থাপিত হয়েছিল।

Ans. ব্যাংক অব হিন্দুস্থান।

91. ___ র মতে ব্যাপারী, সোনারী এবং ঋণ দাতা মহাজনরাই হ’ল ব্যাংকের পূর্বপুরুষ।

Ans. অর্থনীতিবিদ ক্রাউথার।

92. স্থানীয় প্রচেষ্টার ভিত্তিতে ১৯২৬ সনে গড়ে উঠা অসমের প্রথম ব্যাংক হচ্ছে ____। 

Ans. গুয়াহাটী ব্যাংক।

93. _____ হল একটির ব্যাংক ব্যবস্থার প্রধান ব্যাংক।

Ans. কেন্দ্রীয় ব্যাংক।

94. ___ সনে স্থাপিত সুইডেনের রিক্র ব্যাংক সবচেয়ে পুরণো কেন্দ্রীয় ব্যাংক।

Ans. ১৬৫৬।

95. ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক ___ স্থাপিত হয়।

Ans. ১৯৩৫ সনে।

96. _____ ভারতীয় ঔদ্যোগিক উন্নয়ন ব্যাংক (IDBI) ব্যাংক স্থাপন করা হয়।

Ans. ১৯৬৪ সনে। 

97. ___ সনে নাবার্ড (NABARD) স্থাপিত হয়।

Ans. ১১৮২ সনে। 

98. ভারতীয় ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন ব্যাংক (SIDBI) র মুখ্য কার্যালয় ___ এ অবস্থিত।

Ans. লক্ষ্ণৌতে।

99. ____ শব্দটির স্থানে জার্মান রা Bank শব্দটি ব্যবহার করেছিল।

Ans. মন্তে।

We Hope the given MCQ Questions for Class 10 Social Science With Answer will help you. If you Have any Regarding, Class 10 Social Science Multiple Choice Question and Answer, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top