SEBA Class 9 Science MCQ in Bengali Chapter 15 খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন

Join Roy Library Telegram Groups

SEBA Class 9 Science MCQ in Bengali Chapter 15 খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন, in Bengali Medium Students will find the Class 9 Science Multiple Choice Question Answer in Bengali, Class 9 Science Objective Types Question Answer very useful for exam preparation. SEBA Class 9 Science MCQ in Bengali Chapter 15 খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 9 Science Important Notes in Bengali, Class 9 Science MCQ and Short Types Question Answer in Bengali by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Class 9 Science MCQ in Bengali Chapter 15 খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 9 Science MCQ in Bengali Chapter 15 খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন

NCERT Class 9 Science Multiple Choice Notes in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 9 Science MCQ Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 9 Science Objective Types Suggestion in Bengali, MCQ Questions for Class 9 Science with answers in Bengali, will be able to solve all the doubts of the students. Class IX Science MCQ Question Answer in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA Class 9 Science MCQ Textbooks Solution in Bengali are present on Roy Library’s website in a systematic order.

খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন

MCQ (Multiple Choice Question Answer)

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. চাণভূমির সাথে সম্পর্কিত ______।

(a) হাঁস-মুরগি।

(b) মৎস্য চাষ।

(c) মৌমাছ পালন।

(d) গবাদি পশু।

Ans: (c) মৌমাছ পালন।

2. নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম এর উদাহরণ______।

(a) ম্যাক্রোনিউট্রিয়েন্টস।

(b) মাইক্রো-নিউট্রিয়েন্টস।

(c) সার।

(d) উভয়ই (ক) এবং (খ)।

Ans: (d) উভয়ই (ক) এবং (খ)।

3. খরিফ মৌসুম _____।

(a) ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিস্তৃত।

(b) জুলাই থেকে নভেম্বর।

(c) নভেম্বর থেকে এপ্রিল।

(d) জুন থেকে অক্টোবর।

Ans: (d) জুন থেকে অক্টোবর।

S.L. NO.সূচী-পত্ৰ
পাঠ -১আমাদের পরিবেশে থাকা পদার্থ
পাঠ -২আমাদের চারপাশে থাকা পদার্থ কি বিশুদ্ধ
পাঠ -৩অনু এবং পরমাণু
পাঠ -৪পরমাণুর গঠন
পাঠ -৫জীবনের মৌলিক একক
পাঠ -৬কলা
পাঠ -৭জীবের বৈচিত্ৰ্য
পাঠ -৮গতি
পাঠ -৯বল এবং গতি বিষয়ক সূত্ৰসমূহ
পাঠ -১০মহাকৰ্ষণ
পাঠ -১১কার্য এবং শক্তি
পাঠ -১২শব্দ
পাঠ -১৩আমরা অসুস্থ হই কেন
পাঠ -১প্রাকৃিতিক সম্পদ
পাঠ -১খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন

4. নিচের কোনটি আগাছা প্রতিরোধক পরিমাপ_____।

(a) আন্তঃফসল।

(b) ফসলের ঘূর্ণন।

(c) সময়মত বপনের ফসল।

(d) এই সব।

Ans: (d) এই সব।

5. নিম্নলিখিত থেকে খরিফ ফসল নির্বাচন করুন_____।

(a) ভুট্টা।

(b) গম।

(c) ধান।

(d) সয়াবিন।

Ans: (b) গম।

6. নিচের কোন মৌমাছির মধু সংগ্রহের ক্ষমতা বেশি_____।

(a) ভারতীয় মৌমাছি।

(b) ছোট্ট মৌমাছি।

(c) শিলা মৌমাছি।

(d) ইতালিয়ান মৌমাছি।

Ans: (d) ইতালিয়ান মৌমাছি।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

7. কিছু উদ্ভিদের নাম বলুন যা থেকে তেল উৎপন্ন হয়।

Ans: সরিষা, সূর্যমুখী, ক্যাস্টর ধর্ষণের বীজ, বাদাম থেকে তেল উৎপন্ন হয়।

8. প্রাণীদের থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য কি কি?

Ans: প্রাণীদের থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাবার হল।

9. কেন খাদ্য উৎপাদন বৃদ্ধি ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

Ans: ভারতের জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ কারণ ভরতে কৃষি এখনও রয়েছে।

10. দুটি পদ্ধতির নাম দাও যার মাধ্যমে ফসলের জাতা উন্নত করা যায়।

Ans: ফসলের জাতগুলিকে এর দ্বারা উন্নত করা যেতে পারে- 

(ক) শস্য উৎপাদন ব্যবস্থাপনা। 

(খ) বীজ এবং ফসলের বৈজ্ঞানিক সংরক্ষণ।

11. কোনটি মিশ্র ফসল?

Ans: মিশ্র ফসল একই জমিতে একই সাথে দুই বা ততোধিক ফসল জন্মানো।

12. গবাদি পশুর দুটি প্রজাতির নাম বল যা রোগের প্রতি চমৎকার প্রতিরোধ ক্ষমতা দেখায়।

Ans: লাল সিন্ধিও সাহিওয়াল।

13. চারণভূমি বলতে কী বোঝ?

Ans: মৌমাছিদের কাছে অমৃত ও পরাগ সংগ্রহের জন্য পাওয়া ফুল যা চারণভূমি নামে পরিচিত।

14. আন্তঃফসলের ব্যবহার কি?

Ans: ফসল সরবরাহ করা পুষ্টির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং কীটপতঙ্গ প্রতিরোধা করে এবং রোগ ছড়ায়।

15. হাইব্রিডাইজেশন কাকে বলে?

Ans: হাইব্রিডিজেশন হল জিনগতভাবে ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে একটি ক্রসিং যাতে আরও ভালো বৈচিত্র্য পাওয়া যায়।

16. এপিকালচারা কি?

Ans: বাণিজ্যিকভাবে মধু আহরণেরা জন্য মৌমাছি পালনের প্রক্রিয়াকে এপিকালচার বলে।

17. যেকোনো দুটি আগাছার নাম লেখ।

Ans: পার্থেনিয়াম, জ্যাম্বিয়ম।

18. ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি?

Ans: উদ্ভিদের জন্য অধিক পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি উপাদানকে ম্যাক্রো-নিউট্রিয়েন্ট বলে। উদাহরণ নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়ম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার ইত্যাদি।

19. ভারতে জড়িত বিভিন্ন ধরনের শস্য উৎপাদন পদ্ধতির নাম বল।

Ans: ভারতে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন পদ্ধতি জড়িত।

শূন্যস্থান পূরণ করুন:

20. জীবিত প্রাণীদের বেঁচে থাকার জন্য______ খাদ্যের প্রয়োজন।

Ans: বায়ু, পানি।

21. খাদ্যকে প্রধানত_______ র খাদ্যে ভাগ করা যায়।

Ans: উদ্ভিদ বা প্রাণী।

22. প্রাণীদের দ্বারা উৎপাদিত কিছু খাদ্যদ্রব্য হল______।

Ans: মাংস।

23. ভারতীয় জনসংখ্যার অধিকাংশই জীবিকা নির্বাহের জন্য______ নির্ভরশীল।

Ans: কৃষির উপর।

24. টেকসই কৃষি হল_____ বন্ধুত্বপূর্ণ।

 Ans: পরিবেশ।

25. ______স্থাপনের জন্য কৃষি জমি সরিয়ে নেওয়া হচ্ছে।

Ans: মানব বসতি ও শিল্প।

26. _____এবং_______ কীটপতঙ্গ এবং আগাছা নিয়ন্ত্রণ করতে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাস ব্যবহার করুন।

Ans: জৈব কীটনাশক, জৈব হার্বিসাইড।

27. পোকামাকড় একটি একক প্রজাতির জন্য নির্দিষ্ট।

Ans: জৈব কীটনাশক।

28. নাইট্রোজেন, ফসফরাস এবং পটাসিয়ামকে______ বলা হয়।

Ans: ম্যাক্রোনিউট্রিয়েন্ট।

29. পশুর গোবর______হিসেবে ব্যবহার করা হয়।

Ans: জ্বালানি সার।

30. মহিষ গুলি তাদের দুধের জন্য এবং______ হিচাবেও প্রজনন করা হয়।

Ans: খরার প্রাণী।

31. মুরগি তাদের_______এর জন্য মুরগি পালন করা হয়।

Ans: মাংসও ও ডিম।

32. দুধ উৎপাদনকারী গবাদি পশুদের বলা হয়_____খামারের শ্রমের জন্য ব্যবহৃত পশুদের বলা হয়_____।

Ans: দুগ্ধজাত প্রাণী, খরা প্রাণী।

33. ______বিপ্লব খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে।

Ans: সবুজ।

We Hope the given MCQ Questions for Class 9 Science With Answer in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top