Class 12 Economics Chapter 2 জাতীয় আয় গণনা

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share With You, The Complete Bengali Medium Syllabus of AHSEC Class 12 Economics Chapter 2 জাতীয় আয় গণনা Question Answer in Bengali. Are you a Student of Class 12 Economics Chapter 2 জাতীয় আয় গণনা Notes in Bengali. Which you Can Download Class 12 Economics Chapter 2 জাতীয় আয় গণনা Solutions in Bengali for free using direct Download Link Given Below in This Post.

Class 12 Economics Chapter 2 জাতীয় আয় গণনা

Today’s We have Shared in This Post, Class 12 Economics Chapter 2 জাতীয় আয় গণনা Question Answer Bengali Medium for Free with you. HS 2nd Year Economics Notes in Bengali I Hope, you Liked The information About The HS 2nd Year Economics Question Answer in Bengali PDF. if you liked Assam AHSEC Solutions for Class 12 Economics in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

জাতীয় আয় গণনা

ক – অংশ (সমষ্টিগত অর্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ‘An Enquiry into the nature and causes of the wealth of‌ Nation’ নামক গ্রন্থখানি কে লিখেছিলেন ?

উত্তরঃ অ্যাডাম স্মিথ।  

প্রশ্ন ২। চূড়ান্ত দ্রব্যের সংজ্ঞা লেখো।

উত্তরঃ যে দ্রব্য উৎপাদনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে শেষ ব্যবহারের উপযোগী হয়ে ওঠে তাকে চূড়ান্ত দ্রব্য বলে।

প্রশ্ন ৩। মোট বিনিয়োগ কী ?

উত্তরঃ উৎপাদন কার্যে ব্যবহৃত মূলধনজাত সামগ্রীর মোট পরিমাণকে মোট বিনিয়োগ বলে।

প্রশ্ন ৪। অবক্ষয়ের সংজ্ঞা দাও।

উত্তরঃ মূলধনজাত সামগ্রী উৎপাদন কার্যে ব্যবহার করলে ক্ষয়-ক্ষতি হয়। এই ক্ষয় ক্ষতিকে অবক্ষয় বা অবচয় বলে।

প্রশ্ন ৫। মোট আভ্যন্তরীণ উৎপাদন (GDP) বলতে কী বোঝ ? 

উত্তরঃ কোন নির্দিষ্ট আর্থিক বছরে দেশের ভিতরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রীকে একত্রিত করলে মোট আভ্যন্তরীণ বা ঘরোয়া উৎপাদন (GDP) পাওয়া যায়। এতে দেশের বাইরে অর্জিত আয়ের পরিমাণ ধরা হয় না।

প্রশ্ন ৬। মূলধনী দ্রব্যের দুর্ঘটনাজনিত ক্ষতি অবক্ষয়ের অন্তর্ভুক্ত হয় কি ?

উত্তরঃ মূলধনী দ্রব্যের দুর্ঘটনাজনিত ক্ষতি অবক্ষয়ের অন্তর্ভুক্ত হয় না। মূলধনী দ্রব্যের স্বাভাবিক ক্ষয়ক্ষতিই কেবলমাত্র অবক্ষয়ের অন্তর্ভুক্ত হয়।

প্রশ্ন ৭। শূন্যস্থান পূর্ণ করো।

কোন বছরে একটি অর্থনীতির চূড়ান্ত দ্রব্যের মোট উৎপাদন ভোগকার্য বা ……….  ব্যবহার করা হয়।

উত্তরঃ বিনিয়োগে।

প্রশ্ন ৮। সমষ্টিগত অর্থনৈতিক প্রতিকল্প (Macroeconomic Model) কী ?

উত্তরঃ একটি কাল্পনিক অর্থনীতির কার্যকলাপের বর্ণনা করাকে সমষ্টিগত অর্থনৈতিক প্রতিকল্প বুঝায়। সমষ্টিগত অর্থনৈতিক মডেলের সাহায্যে একটি অর্থনীতির বিভিন্ন কার্যকলাপের বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করা হয়, যদিও কতিপয় গুরুত্বপূর্ণ দিক ছাড়া অন্য কোন ধরনের বিষয়কে অন্তর্ভুক্ত করতে দেখা যায় না।

প্রশ্ন ৯। একটি প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কী ?

উত্তরঃ উৎপাদনের প্রতিটি পর্যায়ে উৎপন্ন দ্রব্যের মূল্য এবং উপাদানের মূল্যের যে পার্থক্য বের হয়, তা হল মূল্য সংযোজন। অর্থাৎ শিল্পের মোট উৎপন্নের মূল্য হতে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত মধ্যবর্তী দ্রব্যাদির মূল্যকে বিয়োগ করতে হবে।

প্রশ্ন ১০। একটি প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কার মধ্যে বণ্টন করে দেওয়া হয় ?

উত্তরঃ ভূমি, শ্রম, মুলধন এবং উদ্যোগীর মধ্যে মূল্য সংযোজন বিতরণ করে দেওয়া হয়।

প্রশ্ন ১১। শূন্যস্থান পূর্ণ করো।

(১) অবক্ষয় হল স্থায়ী মূলধনের …….. ।

উত্তরঃ উপভোগ।

(২) Y = C + I + G + NX সমীকরণে NX কী বোঝায় ?

উত্তরঃ NX = নেট রপ্তানি (Net Exports) |

প্রশ্ন ১২। জাতীয় আয় গণনায় আমাদের কেন সংযোজিত মূল্য গণনা করা প্রয়োজন ?

উত্তরঃ জাতীয় আয় গণনায় মোট আভ্যন্তরীণ উৎপাদন বের করতে হয়। মোট আভ্যন্তরীণ উৎপাদন পরিমাপের জন্য সংযোজিত মূল্য গণনা করা প্রয়োজন।

প্রশ্ন ১৩। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

একটি প্রতিষ্ঠানের সংযোজিত মূল্য হল একটি প্রবাহমান চলক।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ১৪। মোট সংযোজিত মূল্য কী ? 

উত্তরঃ মোট সংযোজিত মূল্য হল কোন অর্থনীতির উৎপাদিত দ্রব্য ও সেবাসমূহের মূল্যের সমান। মোট সংযোজিত মূল্য মোট ঘরোয়া উৎপাদনের (GDP) সমান হয়।

প্রশ্ন ১৫। অর্থনৈতিক কর্মনিৰ্বাহক বা এজেণ্ট মানে কী ?

উত্তরঃ মানুষের অর্থনৈতিক কার্যকলাপ যে সকল ব্যক্তিরা সম্পাদন করে তাদেরকে অর্থনৈতিক প্রতিনিধি বলে। যেমন – পরিবার, ফার্ম বা সরকার হল অর্থনৈতিকয় কর্মনিৰ্বাহক।

প্রশ্ন ১৬। জাতীয় সম্পদ কী ?

উত্তরঃ ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদের সমষ্টিকে জাতীয় সম্পদ বলে। ব্যক্তি বিশেষের ধন সম্পত্তি, জমি-জমা, কোম্পানির শেয়ার, খনিজ ও বনজ সম্পদ, সরকারি শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি ঋণপত্র ইত্যাদি সবই জাতীয় সম্পদ।

প্রশ্ন ১৭। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

সম্পদ তালিকা হল এক মজুত চলক ( Stock ) কিন্তু সম্পদ তালিকার পরিবর্তন হল এক প্রবাহ চলক।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ১৮। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

সম্পদের তালিকা মূলধন হিসাবে ধরা হয়।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ১৯। অর্থাৎ মোট ঘরোয়া উৎপাদন গণনার ক্ষেত্রে মধ্যবর্তী দ্রব্যের মূল্য অন্তর্ভুক্ত করা হয় না কেন ?

উত্তরঃ মোট ঘরোয়া উৎপাদন হিসাব করার সময় শুধুমাত্র অন্তিম দ্রব্য সমূহের সমষ্টি বের করতে হবে। একই দ্রব্য যাতে একাধিক বার গণনা করা না হয়, তার জন্য মধ্যবর্তী বা অন্তর্বর্তী দ্রব্যগুলির মূল্য অন্তর্ভুক্ত করা হয় না।

প্রশ্ন ২০। নিচের সমীকরণের কোন্ অংশটিকে ঘাটতি বাজেট সূচায় ?

( I – S ) + (G – T) = M – X

উত্তরঃ (G – T) ঘাটতি বাজেট বোঝায়। (G – T) সরকারি ব্যয় সরকারের কর আয় থেকে কত বেশি তা পরিমাপ করে।

প্রশ্ন ২১। ( IS ) + ( G-T ) = M – X, এই সমীকরণের MX অংশ কী বোঝাচ্ছে ?

উত্তরঃ M – X বলতে বাণিজ্য ঘাটতি বোঝায়। M – X অর্থাৎ বাণিজ্য ঘাটতি দ্বারা কোন অর্থব্যবস্থার রপ্তানি আয়ের থেকে আমদানি ব্যয় বেশি বোঝায়।

প্রশ্ন ২২। শূন্যস্থান পূর্ণ করো। 

GNP = GDP + ……… 

(মোট জাতীয় উৎপাদন+ মোট ঘরোয়া উৎপাদন +………….)

উত্তরঃ GNP = GDP + NFIA (মোট জাতীয় উৎপাদন = মোট ঘরোয়া উৎপাদন + বিদেশ থেকে অর্জন করা শুদ্ধ আয়।)

প্রশ্ন ২৩। শূন্যস্থান পূর্ণ করো।

NNP = GNP – ………..

(শুদ্ধ জাতীয় উৎপাদন = মোট জাতীয় উৎপাদন  …….) 

উত্তরঃ NNP = GNP – Depreciation .

(শুদ্ধ জাতীয় উৎপাদন = মোট জাতীয় উৎপাদন – অবচয় পূরণ।)

প্রশ্ন ২৪। জাতীয় আয় কী ?

উত্তরঃ জাতীয় আয় হল দেশের সমগ্র মানুষের সৃষ্টি করা এবং দেশের ভিতরে বা বাইরের থেকে সৃষ্টি হওয়া সেই পরিমাণ আয় যা মুদ্রার সঙ্গে পরিমাপ করা যায়।

প্রশ্ন ২৫। GDP সংকোচক কী ?

উত্তরঃ মূল্যস্তর পরিবর্তনের ফলে মোট ঘরোয়া উৎপাদন অর্থাৎ GDP এর পরিবর্তন পরিমাপ করাকে GDP সংকোচক বলে।

প্রশ্ন ২৬। আধুনিক অর্থবিজ্ঞানের প্রতিষ্ঠাপক বা স্তুপয়িতা কে ?

উত্তরঃ আধুনিক অর্থবিজ্ঞানের প্রতিষ্ঠাপক বা স্থপয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

প্রশ্ন ২৭। ধরা হল, বাজার দামে একটি দেশের GDP হল 950 কোটি টাকা। যদি অবক্ষয়ের পরিমাণ 100 কোটি টাকা হয়; তাহলে বাজার দামে NDP নির্ণয় করো।

উত্তরঃ বাজার দামে NDP = বাজার দামে GDP – অবক্ষয়ের পরিমাণ

                                       = 950 কোটি – 100 কোটি টাকা

                                       = 850 কোটি টাকা।

প্রশ্ন ২৮। উপভোগ্য সামগ্রী কাকে বলে ?

উত্তরঃ যে দ্রব্য বা পণ্য চূড়ান্ত উপভোক্তারা উপভোগ করে অথবা যেটি উপভোক্তার তাৎক্ষণিক চাহিদা পূরণ করে তাকে উপভোগ্য সামগ্রী বা ভোগ্য পণ্য বলে। যেমন খাদ্যদ্রব্য, কাপড় ইত্যাদি।

প্রশ্ন ২৯। ভিত্তিবর্ষ কাকে বলে ?

উত্তরঃ যে বৎসরের দরদাম বাস্তব GDP গণনা করার জন্য ব্যবহৃত হয়, সেই বছরকে ভিত্তি বর্ষ ( Base Year ) বলে। ভিত্তি বর্ষের দাম সূচককে 100 ধরা হয়।

প্রশ্ন ৩০। উপভোক্তার দর সূচক কী ?

উত্তরঃ জীবনধারণের ব্যয় সূচককে উপভোক্তার দর সূচক বলে। এই সূচক প্রস্তুত করার ক্ষেত্রে জনসাধারণের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ গ্রহণ করা হয়। দুটি পৃথক সময়ে একই শ্রেণির মানুষের ভোগব্যয়ের তুলনা করাই হল উপভোক্তার দর সূচকের উদ্দেশ্য।

প্রশ্ন ৩১। সম্পদ তালিকা বা মজুদ ভাঙার কী ?

উত্তরঃ অর্থনীতিতে একটি প্রতিষ্ঠান অবিক্রিত চূড়ান্ত দ্রব্য বা অর্ধ চূড়ান্ত দ্রব্য বা কাঁচামালের যে অংশ একটি বছর থেকে পরবর্তী বছরে টেনে নিয়ে যায়। তাদেরকে মজুদ ভাণ্ডার বা সম্পদ তালিকা বলে। সাধারণতঃ সম্পদ তালিকা মূলধন হিসাবে ধরা হয়।

প্রশ্ন ৩২। শুদ্ধ সংযোজিত মূল্য কী ?

উত্তরঃ মোট সংযোজিত মূল্য থেকে মূলধনজাত দ্রব্যের ক্ষয় ক্ষতি বিয়োগ করলে শুদ্ধ বা নিগুট সংযোজিত মূল্য পাওয়া যায়।

প্রশ্ন ৩৩। কী অবস্থায় একটি দেশের GDP, GNP-এর সমান হতে পারে ?

উত্তরঃ GNP গণনার ক্ষেত্রে বিদেশ থেকে লব্ধ নেট উপাদান আয় (NFIA) অন্তর্ভূক্ত হয়। বিদেশ থেকে অর্জিত নেট উপাদান আয় যোগ না করলে একটি দেশের GDP, GNP-র সমান হবে।

S.L No.CONTENTS
Chapter – 1সমষ্টিগত অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter – 2জাতীয় আয় গণনা
Chapter – 3মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা
Chapter – 4আয় নির্ধারণ
Chapter – 5সরকারি বাজেট এবং অর্থনীতি
Chapter – 6বৈদেশিক বাণিজ্যযুক্ত সমষ্টিবাদী অর্থনীতি
Chapter – 7স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতি ও ভারতীয় অর্থনীতি (1950-1990)
Chapter – 8উদারিকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়ণ: একটি মূল্যায়ন
Chapter – 9দারিদ্র্য
Chapter – 10ভারতের মানব মূলধন গঠন
Chapter – 11গ্রামোন্নয়ন
Chapter – 12কর্মসংস্থান
Chapter – 13পরিকাঠামো
Chapter – 14পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন
Chapter – 15ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহের তুলনামূলক উন্নয়ন অভিজ্ঞতা

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। শুদ্ধ উত্তরটি বেছে বের করো।

(১) জাতীয় আয়ের ‘জাতীয়’ শব্দটি নিচের কোনটির সাথে জড়িত ?

(ক) অর্থনৈতিক সীমা।

(খ) ভৌগোলিক সীমা।

(গ) স্থায়ী/স্থানীয় বাসিন্দা। 

(ঘ) নাগরিক।

উত্তরঃ (গ) স্থায়ী/স্থানীয় বাসিন্দা।

(২) উৎপাদিত দ্রব্যের মূল্য থেকে মধ্যবর্তীকালীন ব্যয় এবং পরোক্ষ কর বাদ দিলে, আমরা পাই –

(ক) বাজার দরে মোট মূল্য সংযোজন।

(খ) উপাদান ব্যয়ে মোট মূল্য সংযোজন।

(গ) উপাদান ব্যয়ে নেট/ নিগুট  মূল্য সংযোজন।

উত্তরঃ (খ) উপাদান ব্যয়ে মোট মূল্য সংযোজন।

(৩) উৎপাদিত মূল্য থেকে স্থির মূলধনের ক্ষয়ক্ষতি এবং মধ্যবর্তীকালীন ব্যয় বাদ দিলে আমরা পাই –

(ক) বাজার দরে মোট মূল্য সংযোজন।

(খ) উপাদান ব্যয়ে মোট মূল্য সংযোজন।

(গ) বাজার দরে নিট/শুদ্ধ মূল্য সংযোজন।

উত্তরঃ (গ) বাজার দরে নিট/শুদ্ধ মূল্য সংযোজন।

(৪) মূল্য সংযোজন পরিমাপটি কার অবদান –

(ক) বাসিন্দার।

(খ) একটি উৎপাদন গোটের।

(গ) একজন উদ্যোক্তার।

(ঘ) একজন শ্রমিকের।

উত্তরঃ (খ) একটি উৎপাদন গোটের ।

(৫) একটি দেশের জাতীয় আয় কোনটির সাথে এক ?

(ক) বাজার দরে মোট জাতীয় উৎপাদন।

(খ) উৎপাদন ব্যয়ে শুদ্ধ জাতীয় উৎপাদন।

(গ) উপাদান ব্যয়ে মোট জাতীয় উৎপাদন।

(ঘ) বাজার দরে শুদ্ধ জাতীয় উৎপাদন।

উত্তরঃ (খ) উৎপাদন ব্যয়ে শুদ্ধ জাতীয় উৎপাদন।

(৬) বাজার দরে শুদ্ধ মূল্য সংযোজন হতে বাজার দরে মোট মূল্য সংযোজন বৃদ্ধির পরিমাণ –

(ক) পরোক্ষ কর।

(খ) বাজসাহায্য।

(গ) বিদেশ থেকে প্রাপ্ত নিট উপাদান আয়।

(ঘ) স্থির মূলধনের ক্ষয়ক্ষতি।

উত্তরঃ (ঘ) স্থির মূলধনের ক্ষয়ক্ষতি।

(৭) রাষ্ট্রীয় উৎপাদন এবং মোট ঘরোয়া উৎপাদনের পার্থক্য হল –

(ক) রপ্তানি।

(খ) প্রাপ্ত উপাদান আয় – বিদেশে পরিশোধ করা উপাদান আয়।

(গ) বিদেশ থেকে অর্জিত উপাদান আয়।

উত্তরঃ (খ) প্রাপ্ত উপাদান আয় – বিদেশে পরিশোধ করা উপাদান আয়?

(৮) অন্তিম ব্যয় এই ক্ষেত্রে ব্যয় বুঝায় –

(ক) কেবল উপভোগ।

(খ) কেবল বিনিয়োগ।

(গ) উপভোগ ও বিনিয়োগ উভয় ক্ষেত্রে।

উত্তরঃ (গ) উপভোগ ও বিনিয়োগ উভয় ক্ষেত্রে।

(৯) বাজার দরে ঘরোয়া উৎপাদন, উৎপাদন ব্যয়ে ঘরোয়া উৎপাদন থেকে কতটুকু বেশি ?

(ক) বিদেশ থেকে অর্জিত শুদ্ধ উপাদান আয়।

(খ) স্থির মূলধনের ক্ষয়ক্ষতি।

(গ) নেট পরোক্ষ কর।

উত্তরঃ নেট পরোক্ষ কর।

(১০) জাতীয় আয় হল ………….. ।

(ক) প্রকৃত মূল্য।

(খ) উৎপাদন মূল্য।

(গ) মুদ্রাগত মূল্য।

(ঘ) সামগ্রী মূল্য।

উত্তরঃ (গ) মুদ্রাগত মূল্য।

(১১) মোট জাতীয় উৎপাদন মানে –

(ক) GNP + Net factor income

(খ) GNP + Gross factor income

(গ) NNP + Personal income

উত্তরঃ (ক) GNP + Net factor income

(১২) সকল উৎপাদন প্রতিষ্ঠানে উৎপাদন করা দ্রব্য ও সেবার মোট মূল্য নির্ণয় করা পদ্ধতিকে বলা হয় – 

(ক) ব্যয় পদ্ধতি।

(খ) উৎপাদন পদ্ধতি।

(গ) আয় পদ্ধতি।

উত্তরঃ (খ) উৎপাদন পদ্ধতি।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর 

প্রশ্ন ১। ধরা হল, একটি দেশের GDP হল 1100 কোটি টাকা (বাজার দরে)। তদুপরি বিদেশ থেকে প্রাপ্ত উপাদান আয় হল 150 কোটি টাকা এবং অবক্ষয় ৪০ কোটি টাকা। এখন যদি পরোক্ষ করে সরকারি সাহায্যের পরিমাণ 120 কোটি টাকা হয়, তাহলে জাতীয় আয় নির্ণয় করো।

উত্তরঃ এখানে, GDPMP = 1100 কোটি টাকা

NFIA (বিদেশ থেকে প্রাপ্ত উপাদান আয়) = 150 কোটি টাকা

অবক্ষয় = 80 কোটি টাকা

নেট পরোক্ষ কর = 120 কোটি টাকা

জাতীয় আয় = GDPMP – অবক্ষয় – নেট পরোক্ষ কর + NFIA

= 1100 – 80 – 120 + 150

= 1100 + 150 – 80 – 120

= 1250 – 200

= 1050 কোটি টাকা।

প্রশ্ন ২। ধরা হল, একটি দেশের NNP (শুদ্ধ জাতীয় উৎপাদন) 1600 কোটি টাকা (বাজার দরে)। যদি পরোক্ষ কর 100 কোটি টাকা এবং সরকার থেকে ভর্তুকির পরিমাণ 80 কোটি টাকা হয়, তাহলে জাতীয় আয় বের করো।

উত্তরঃ এখানে, NNPMP = 1600 কোটি টাকা

মোট পরোক্ষ কর = 100 কোটি টাকা

ভর্তুকি = 80 কোটি টাকা

জাতীয় আয় = NNPMP  — পরোক্ষ কর + ভর্তুকি

= 1600 – 100 + 80

= 1680 -100

= 1580 কোটি টাকা।

প্রশ্ন ৩। কোন অর্থনীতির একটি নির্দিষ্ট বৎসরে নামিক GNP-র মূল্য 2800 কোটি টাকা। সেই বছর GNP ভিত্তি বৎসরের দামে গণনা করলে হবে 3200 কোটি টাকা। শতাংশের হিসাবে বছরের GNP সংকোচক নির্ণয় করো। ভিত্তি বর্ষ ও বিবেচনাধীন বৎসরের মধ্যে কি মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে ?

উত্তরঃ নামিক GNP ( Nominal GNP) = 2800 কোটি টাকা 

বাস্তব GNP (Real GNP) = 3200 কোটি টাকা

না, ভিত্তি বছর এবং বিবেচনাধীন বছরের মধ্যে মূল্যস্তর বৃদ্ধি পায়নি। প্রকৃতপক্ষে, দাম 87% এ হ্রাস পেয়েছে।

প্রশ্ন ৪। নামিক GNP র মূল্য কোন একটি দেশের নির্দিষ্ট বছরে 4000 কোটি টাকা। সেই একই দেশের GNP র পরিমাণ স্থির মূল্যে হল 3500 কোটি টাকা। শতকরা হিসাবে GNP সংকোচক নির্ণয় করো।

উত্তরঃ নামিক GNP (Nominal GNP) = 4000 কোটি টাকা

বাস্তব GNP (Real GNP) = 3500.কোটি টাকা

প্রশ্ন ৫। একটি নির্দিষ্ট বৎসরে একটি দেশের সঞ্চয়ের তুলনায় ব্যক্তিগত বিনিয়োগের আধিক্য ছিল 3000 কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ছিল (- 800) কোটি টাকা। দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ কত ছিল ?

উত্তরঃ উদ্ধৃত্ত বিনিয়োগ (I – S) = 3000 কোটি টাকা

বাজেট ঘাটতি (G – T) = – 800 কোটি টাকা

বাণিজ্য ঘাটতি (M – X) = ?

আমরা জানি,

M – X = (I – S ) + (G – T )

= 3000 + (- 800)

= 3000 – 800

= 2200 কোটি টাকা

প্রশ্ন ৬। মধ্যবর্তী দ্রব্যের ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তরঃ যে সকল দ্রব্য উৎপাদক পুনরায় বিক্রি করার জন্য ক্রয় করে, সেই সকল দ্রব্যকে মধ্যবর্তী দ্রব্য বলে। উদাহরণস্বরূপ চিনির কলের মালিক চিনি উৎপাদনের জন্য আখ ক্রয় করে। চিনির কলের মালিকের কাছে আখ হল মধ্যবর্তী দ্রব্য। কারণ, সে আখ থেকে চিনি উৎপাদন করে পুনরায় বাজারে বিক্রয় করবে। 

সহজ কথায়, যে সকল দ্রব্য অন্য পণ্য দ্রব্যের উৎপাদন প্রক্রিয়ায় নিঃশেষিত হয়, সেই সকল দ্রব্যকে মধ্যবর্তী দ্রব্য বলে।

প্রশ্ন ৭। বিনিয়োগ কী ? মোট বিনিয়োগ ও শুদ্ধ বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তরঃ বিনিয়োগ হল এক প্রবাহ ধারণা। মূলধন যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয়, সেটাকে বিনিয়োগ বলে। এক লাখ টাকা জমা থাকলে সেটাই মূলধন, কিন্তু এ টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে বস্তু উৎপাদনের একটি কারখানা প্রতিষ্ঠা করা হলে তখনই তা বিনিয়োগ হবে। এই বিনিয়োগ থেকে নিয়মিত উৎপাদন এবং উপার্জন হবে। তাই বিনিয়োগকে প্রবাহমান বলা হয়েছে।

একটি নির্দিষ্ট বছরে স্থায়ী সম্পত্তি ক্রয় বাবদ ব্যয় এবং তৎসঙ্গে মজুত ভাঙার যোগ করলেই মোট বিনিয়োগ বুঝায়। যন্ত্রপাতি, উৎপাদনের সাজ সরঞ্জাম, কলকারখানা, পরিবহন সামগ্রী, রাস্তাঘাট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি প্রকৃত মূলধন ব্যয় করার জন্য যে ব্যয় করা হয়, তাকে মোট বিনিয়োগ বলে। 

সাংকেতিকভাবে,

মোট বিনিয়োগ = স্থায়ী সম্পত্তির খাতে ব্যয় + মজুত ভাণ্ডার শুদ্ধ বিনিয়োগ বলতে অতিরিক্ত মূলধন সামগ্রীর পরিমাণকে বুঝায়। শুদ্ধ বিনিয়োগ মূলধনী মজুতের ক্ষয়ক্ষতির পুনঃস্থাপন অন্তর্ভুক্ত করে না। অতিরিক্ত বাস্তব মূলধন সৃষ্টির নামই হল শুদ্ধ বিনিয়োগ।

সাংকেতিকভাবে,

শুদ্ধ বিনিয়োগ = মোট বিনিয়োগ – অবচয়।

প্রশ্ন ৮। একটি সরল অর্থনীতিতে আয়ের চক্রীয় প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তরঃ একটি সরল অর্থনীতিতে প্রতিটি- উৎপাদনের উপাদান সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট পরিমাণ আয় লাভ করে। তারা কোনো সঞ্চয় করে না। কারণ তাদের আয় উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য ও সেবা ক্রয় করার জন্য ব্যয় করে। এভাবে উৎপাদন থেকে অর্জিত আয়ের পরিমাণ দ্রব্য ক্রয় এবং সেবার ব্যয়ের সাথে এক হয়। যার ফলে একটি অর্থনীতিতে মোট আয় উৎপাদন প্রতিষ্ঠান এবং উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপাদানের সাথে চক্রীয়ভাবে প্রবাহিত হয়ে থাকে।

প্রশ্ন ৯। মূল্য সংযোজন, মোট মূল্য সংযোজন এবং শুদ্ধ মূল্য সংযোজনের ধারণা ব্যাখ্যা করো।

উত্তরঃ একটি প্রতিষ্ঠানের মূল্য সংযোজন হল প্রতিষ্ঠানটির উৎপাদন মূল্য এবং মধ্যবর্তী দ্রব্যের মূল্যের পার্থক্য। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উৎপাদন মূল্য থেকে মধ্যবর্তী দ্রব্যের মূল্য বাদ দিলে মূল্য সংযোজন বের করা যায়। মূল্য সংযোজনের সঙ্গে প্রতিষ্ঠানটির বিনিয়োগ কার্যে মূলধনের ক্ষয়ক্ষতির মূল্য অন্তর্ভুক্ত করলে মোট মূল্য সংযোজন পাওয়া যায়। আবার, মোট সংযোজিত মূল্য থেকে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ বিয়োগ করলে শুদ্ধ মূল্য সংযোজন পাওয়া যায়।

প্রশ্ন ১০। মোট সংযোজিত মূল্য এবং শুদ্ধ সংযোজিত মূল্যের মধ্যে পার্থক্য দর্শাও।

উত্তরঃ (১) মোট সংযোজিত মূল্য হল ব্যাপক ধারণা কিন্তু শুদ্ধ সংযোজিত মূল্য হল সংকীর্ণ ধারণা।

(২) মোট সংযোজিত মূল্যে মূলধনের ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত থাকে কিন্তু শুদ্ধ সংযোজিত মূল্যে মূলধনের ক্ষয়ক্ষতি বাদ দিতে হয়।

প্রশ্ন ১১। একটি ব্যবসা প্রতিষ্ঠান বছরে 500 টাকার দ্রব্য উৎপাদন করে, এর জন্য 250 টাকার মধ্যবর্তী দ্রব্য ব্যবহার করে। প্রতিষ্ঠানটির বার্ষিক মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ যদি 20 টাকা হয়, তাহলে প্রতিষ্ঠানটির মোট মূল্য সংযোজন ও নেট মূল্য সংযোজন গণনা করো।

উত্তরঃ দেওয়া আছে,

উৎপাদন মূল্য = 500 টাকা

মধ্যবর্তী দ্রব্যের মূল্য = 250 টাকা

স্থির মুলধন ভোগ = 20 টাকা

তাহলে,

মোট মূল্য সংযোজন = উৎপাদন মূল্য – মধ্যবর্তী দ্রব্যের মূল্য

= 500 – 250

= 250 টাকা

নেট মূল্য সংযোজন = মোট মূল্য সংযোজন – স্থির মূলধন ভোগ

= 250 – 20

= 230 টাকা।

প্রশ্ন ১২। সম্পদের তালিকা বা মজুত ভাণ্ডার (Inventory) ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তরঃ Inventory অর্থাৎ মজুত ভাণ্ডার হল উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদিত দ্রব্যের একটি অংশ যা ভোগে ব্যবহার না করে এক বছর হতে অন্য বছরে টেনে নিয়ে যায়।

সাধারণ সম্পদের তালিকা বা মজুত ভাণ্ডার তিন ধরনেরঃ-

(১) অব্যবহৃত কাঁচামাল।

(২) অর্ধসমাপ্ত দ্রব্য।

(৩) অবিক্রিত অন্তিম দ্রব্য।

প্রশ্ন ১৩। বৎসরের শুরুতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে 80 টাকার একটি সম্পদ তালিকা ছিল। বৎসরে প্রতিষ্ঠান 500 টাকা মূল্যের দ্রব্য সামগ্রী উৎপাদন করে 400 টাকা মূল্যের দ্রব্য বিক্রয় করল। বৎসরটিতে প্রতিষ্ঠানের সম্পদ তালিকার পরিবর্তন নির্ণয় করো।

উত্তরঃ প্রতিষ্ঠানটির মজুত চলক = 80 টাকা

বছরটির মোট উৎপাদন = 500 টাকা

বিক্রি হল = 400 টাকা

অবিক্রিত দ্রব্যের মূল্য = 500 – 400 = 100 টাকা

বৎসরের শেষে সম্পদ তালিকার পরিবর্তন হল = 80 + 100 = 180 টাকা।

প্রশ্ন ১৪। মজুত ভাণ্ডারের অপরিকল্পিত পরিবর্তনের একটি কাল্পনিক উদাহরণ দাও। অথবা, সম্পদ তালিকায় অপরিকল্পিত পুঞ্জীকরণের একটি কাল্পনিক উদাহরণ দাও।

উত্তরঃ মনে করি, একটি নির্দিষ্ট বৎসরের শুরুতে একটি প্রতিষ্ঠানের মজুত ভাণ্ডার ছিল 50 একক পূর্ববর্তী সামগ্রী। সেই বৎসর প্রতিষ্ঠানটি আরও 500 একক দ্রব্য বিক্রয়ের লক্ষ্য মাত্রা নিয়ে নতুন 500 একক দ্রব্যসামগ্রী উৎপাদন করল। কিন্তু উৎপাদিত সামগ্রীর 500 এককের মধ্যে মাত্র 400 একক দ্রব্য বিক্রয় করতে পারল। ফলে প্রতিষ্ঠানটির সম্পূর্ণ বছরে পূর্ববর্তী সামগ্রীর পরিমাণ হবে = 50 + (500 – 400) = 150 একক।

এভাবে অপ্রত্যাশিতভাবে মজুত ভাণ্ডারে যে অতিরিক্ত 100 একক দ্রব্য যুক্ত হল এটাই হল মজুত তালিকায় অপরিকল্পিত পুঞ্জীকরণের উদাহরণ।

প্রশ্ন ১৫। নিচের দেওয়া রূপটির ভিত্তিতে মোট ঘরোয়া উৎপাদনের ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তরঃ মোট ঘরোয়া উৎপাদন (GDP) = মোট মূল্য সংযোজন (GVA)। এই দুটি ধারণা সমান। প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় খণ্ডের মূল্য সংযোজন করে মোট সংযোজিত মূল্য বের করা হয়। এর মধ্যে মূলধনের ক্ষয়-ক্ষতি অন্তর্ভুক্ত থাকে। যদি N সংখ্যক প্রতিষ্ঠান থাকে তাহলে GDP হবে I থেকে N পর্যন্ত সংখ্যাভুক্ত সকল প্রতিষ্ঠানের মোট মূল্য সংযোজনের যোগফল।

প্রশ্ন ১৬। নিচের দেওয়া রূপটির ভিত্তিতে শুদ্ধ বা নেট ঘরোয়া উৎপাদনের ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তরঃ শুদ্ধ বা নেট ঘরোয়া উৎপাদন (NDP) = শুদ্ধ বা নেট মূল্য সংযোজন ( NVA )। নেট মূল্য সংযোজন প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় খণ্ডের মূল্য সংযোজন করে বের করা হয়। এর মধ্যে মূলধনের ক্ষয়-ক্ষতি অন্তর্ভূক্ত থাকে। যদি N সংখ্যক প্রতিষ্ঠান থাকে, তাহলে NDP হবে 1 থেকে N. পর্যন্ত সংখ্যাভুক্ত সকল প্রতিষ্ঠানের শুদ্ধ মূল্য সংযোজনের সমষ্টি।

প্রশ্ন ১৭। মোট ঘরোয়া উৎপাদন থেকে মোট জাতীয় উৎপাদন কীভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো।

উত্তরঃ একটি দেশের উৎপাদন হওয়া চূড়ান্ত দ্রব্যের বাজার মূল্যকে সেই দেশের মোট ঘরোয়া উৎপাদন (GDP) বলে। একটি বিত্তীয়  বছরে দেশের আভ্যন্তরীণ বাজারে  উৎপাদন হওয়া মোট সামগ্রী এবং সেবার মুদ্রা মূল্যকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।

মোট ঘরোয়া উৎপাদনের সঙ্গে বিদেশ থেকে অর্জিত নেট আয়ের পরিমাণ যোগ করলে মোট জাতীয় উৎপাদন পাওয়া যায়।

প্রশ্ন ১৮। জাতীয় ব্যয়যোগ্য আয় কী?

উত্তরঃ বাজার দরে শুদ্ধ জাতীয় আয় এবং বিদেশ থেকে প্রাপ্ত হস্তান্তরযোগ্য আয়ের সমষ্টিই হল জাতীয় ব্যয় যোগ্য আয়। জাতীয় ব্যয় যোগ্য আয় শুদ্ধ বা মোট হতে পারে।

মোট জাতীয় ব্যয় যোগ্য আয় = GNPMP + বিদেশ থেকে প্রাপ্ত নেট হস্তান্তরযোগ্য আয় ।

শুদ্ধ জাতীয় ব্যয় যোগ্য আয় NNPMP + বিদেশ থেকে প্রাপ্ত নেট হস্তান্তরযোগ্য আয়।

প্রশ্ন ১৯। উৎপাদন ব্যয়ে নেট রাষ্ট্রীয় উৎপাদন কী ? অথবা, উৎপাদন ব্যয়ের ভিত্তিতে নেট (Net) জাতীয় উৎপাদন কী ?

উত্তরঃ কোন দেশে নির্দিষ্ট সময়ে উৎপাদনের বিভিন্ন উপাদানের সাহায্যে উৎপাদিত দ্রব্য ও সেবামূলক কাজকর্মের অর্থমূল্যের সমষ্টির সাথে বৈদেশিক বাণিজ্য হতে উপার্জিত‌ আয়কে যোগ করে যা পাওয়া যায় তাকেই উপাদান ব্যয়ের ভিত্তিতে নেট জাতীয়‌ উৎপাদন বলে। উপাদান ব্যয়ের ভিত্তিতে শুদ্ধ জাতীয় উৎপাদন জাতীয় আয়কেই বুঝায়।

প্রশ্ন ২০। প্রকৃত GDP এবং নামিক GDP এর মধ্যে পার্থক্য দর্শাও। 

উত্তরঃ একটি দেশে এক বছরের মধ্যে আভ্যন্তরীণ উৎস থেকে চূড়ান্ত পর্যায়ের উৎপন্ন দ্রব্য এবং সেবা কার্যাদির অর্থমূল্যকে স্থির মূল্যে অর্থাৎ ভিত্তিবর্ষের হিসাবে গণনা করলে প্রকৃত GDP গণনা করা যায়। কিন্তু চলতি দামে মোট ঘরোয়া উৎপাদন গণনা করাকে নামিক GDP (Nominal GDP) বলে।

দেশের উৎপন্ন স্তর বৃদ্ধি হলে প্রকৃত GDP বৃদ্ধি পাবে কিন্তু দেশের উৎপন্ন স্তর বৃদ্ধি না হয়েও নামিক GDP বাড়তে পারে। প্রকৃত GDP এর অন্য নাম হল GDP at constant prices (স্থির দামে GDP)। নামিক GDP এর অন্য নাম হল GDP a current price (প্রচলিত দামে GDP)।

প্রশ্ন ২১। মধ্যবর্তী দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্যের মধ্যে পার্থক্য কী ?

উত্তরঃ যে সকল দ্রব্য উৎপাদনের কাঁচামাল বা উপকরণ হিসাবে ব্যবহার করা হয়, সেগুলোকে মধ্যবর্তী বা অন্তর্বর্তী দ্রব্য বলে। অর্থাৎ উৎপাদক বস্তুই হল মধ্যবর্তী দ্রব্য।‌ যেমন টিন বা লোহার পাত যা মোটরগাড়ি তৈরি করতে ব্যবহার করা হয় তা হল মধ্যবর্তী দ্রব্যের উদাহরণ।

যে সকল দ্রব্য শেষ ব্যবহারের জন্য তৈরি করা হয়, তা  থেকে অন্য কোনো পর্যায়ে উৎপাদন সম্ভব নয়, তাকে চূড়ান্ত বা অন্তিম দ্রব্য বলে। অর্থাৎ ভোগ্য বস্তুই হল চূড়ান্ত দ্রব্য। খাদ্যদ্রব্য, ‘কাপড় হল অন্তিম দ্রব্যের উদাহরণ।

প্রশ্ন ২২। ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কী ?

উত্তরঃ সরকারকে কর প্রদান করার পর ব্যক্তিগত আয়ের যতটুকু অবশিষ্ট থাকে, তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য  আয় বলে। অন্যভাবে বলতে বলা যায়, ব্যক্তিগত আয়ের অংশ ভোগ অথবা সঞ্চয়ে পরিবার ব্যয় করে, তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য  আয় বসে।

প্রশ্ন ২৩। A অংশের সঙ্গে B অংশ মেলাওঃ

AB
(ক) বার্ষিক লাভ বা উৎপাদন(১) মজুত ধারণা
(খ) কারখানা ঘর বা যন্ত্রপাতি(২) মধ্যবর্তী দ্রব্য
(গ) অটোমোবাইল নির্মাণে ব্যবহৃত আকরিক লোহা(৩) প্রবাহ ধারণা

উত্তরঃ 

AB
(ক) বার্ষিক লাভ বা উৎপাদন(৩) প্রবাহ ধারণা
(খ) কারখানা ঘর বা যন্ত্রপাতি(১) মজুত ধারণা
(গ) অটোমোবাইল নির্মাণে ব্যবহৃত আকরিক লোহা(২)মধ্যবর্তী দ্রব্য

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top