Class 12 Economics Chapter 5 সরকারি বাজেট এবং অর্থনীতি

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share With You, The Complete Bengali Medium Syllabus of AHSEC Class 12 Economics Chapter 5 সরকারি বাজেট এবং অর্থনীতি Question Answer in Bengali. Are you a Student of Class 12 Economics Chapter 5 সরকারি বাজেট এবং অর্থনীতি Notes in Bengali. Which you Can Download Class 12 Economics Chapter 5 সরকারি বাজেট এবং অর্থনীতি Solutions in Bengali for free using direct Download Link Given Below in This Post.

Class 12 Economics Chapter 5 সরকারি বাজেট এবং অর্থনীতি

Today’s We have Shared in This Post, Class 12 Economics Chapter 5 সরকারি বাজেট এবং অর্থনীতি Question Answer Bengali Medium for Free with you. HS 2nd Year Economics Notes in Bengali I Hope, you Liked The information About The HS 2nd Year Economics Question Answer in Bengali PDF. if you liked Assam AHSEC Solutions for Class 12 Economics in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

সরকারি বাজেট এবং অর্থনীতি

ক – অংশ (সমষ্টিগত অর্থবিজ্ঞান)

প্রশ্ন ১। অনাকর রাজস্বের একটি উদাহরণ দাও।

উত্তরঃ মাশুল ও জরিমানা।  

প্রশ্ন ২। মূলধনী ব্যয়ের একটি উদাহরণ দাও।

উত্তরঃ রাস্তা, সেতু, যন্ত্রপাতি ইত্যাদি নির্মাণ করতে যে ব্যয় হয় – তা মূলধনী ব্যয়।

প্রশ্ন ৩। সরকার কখন ঘাটতি বাজেট সৃষ্টি করে ?

উত্তরঃ সরকারি বাজেট প্রস্তাবে যখন সম্ভাব্য আয়ের তুলনায় প্রস্তাবিত ব্যয় বেশি দেখানো হয়, তখন সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে। আয়ের চেয়ে সম্ভাব্য ব্যয় অধিক হলেই ঘাটতি বাজেটের সৃষ্টি হয়।

প্রশ্ন ৪। রাজস্ব ঘাটতি কী ?

উত্তরঃ সরকারি বাজেটে যদি রাজস্ব খাতে আয়ের তুলনায় ব্যয় অধিক হয়, তখন তাকে রাজস্ব ঘাটতি বলে। রাজস্ব ঘাটতি = রাজস্ব ব্যয় – রাজস্ব আয়।

প্রশ্ন ৫। আর্থিক ঘাটতি কী ?

উত্তরঃ যদি সরকারের রাজস্ব প্রাপ্তি, পুরাতন ঋণ আদায় এবং অন্যান্য মূলধন প্রাপ্তির তুলনায় মোট ব্যয়ের পরিমাণ অধিক হয়, তখন তাকে আর্থিক ঘাটতি বা রাজকোষীয় ঘাটতি বলে।

আর্থিক ঘাটতি = মোট ব্যয় – রাজস্ব প্রাপ্তি – মূলধন প্রাপ্তি – সরকারি ঋণের পরিমাণ।

প্রশ্ন ৬। প্রাথমিক ঘাটতি কী ?

উত্তরঃ ফিসক্যাল বা আর্থিক ঘাটতি থেকে অতীতের ঋণের জন্য সুদ দেওয়ার অংশ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে প্রাথমিক ঘাটতি বলে।

প্রাথমিক ঘাটতি = আর্থিক ঘাটতি – সুদের পরিমাণ প্রদান।

প্রশ্ন ৭। সরকারি বাজেট কী ?  

উত্তরঃ সরকারের আয়-ব্যয়ের বার্ষিক খতিয়ানকে সরকারি বাজেট বলে।

প্রশ্ন ৮। রাজস্ব নীতি কী ?

উত্তরঃ অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিরতা আনার লক্ষ্যে সরকারের আয় ব্যয় এবং ঋণ নিয়ন্ত্রক ব্যবস্থাবলিকে রাজস্ব নীতি বলে।

প্রশ্ন ৯। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

আয়কর একটি পরোক্ষ কর।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ১০। শূন্যস্থান পূর্ণ করো।

রাজস্ব প্রাপ্তির তুলনায় অধিক রাজস্ব ব্যয়কে রাজস্ব …….. বলা হয়।

উত্তরঃ ঘাটতি।

প্রশ্ন ১১। সত্য না মিথ্যা লেখো।

(ক) বিক্রয় কর এক ধরনের প্রত্যক্ষ কর।

উত্তরঃ মিথ্যা।

(খ) প্রবেশ কর এক ধরনের পরোক্ষ কর।

উত্তরঃ সত্য।

প্রশ্ন ১২। কর রাজস্বের একটি উদাহরণ দাও।

উত্তরঃ আয় কর।

প্রশ্ন ১৩। সরকারি দ্রব্যের একটি উদাহরণ দাও।

উত্তরঃ রাস্তাঘাট, প্রতিরক্ষা, পার্ক।

প্রশ্ন ১৪। পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের একটি উদাহরণ দাও।

উত্তরঃ প্রতিরক্ষা ব্যয়।

প্রশ্ন ১৫। শূন্যস্থান পূর্ণ করো।

ডাকঘর সঞ্চয় হিসাব হল ……… র একটি উদাহরণ। (মূলধন প্রাপ্তি/মূলধন ব্যয়)

উত্তরঃ মূলধন প্রাপ্তি।

প্রশ্ন ১৬। Public goods অর্থাৎ (জনসাধারণ) য়ের দ্রব্য কী ?

উত্তরঃ যে সকল দ্রব্য ও সেবা সরকার সার্বজনীন ভোগের জন্য উৎপাদন করে, তাকে Public goods বা জনসাধারণের দ্রব্য বলে। যেমন – পার্ক, রাস্তাঘাট। এসকল দ্রব্যের কোনো মালিকানা থাকে না। এমনকী কাউকে বঞ্চিত করারও সুযোগ থাকে না।

প্রশ্ন ১৭। সুষম বাজেট কী ?

উত্তরঃ বাজেটে যখন সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয় সমান দেখানো হয়, তখন সেই বাজেটকে সুষম বাজেট (Balanced Budget) বলা হয়।

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। কর কী ?

উত্তরঃ কর হল জনসাধারণের ওপর আরোপ করা এক আইনগত বাধ্যতামূলক দেনা বা পরিশোধ।

প্রশ্ন ২। দুটি প্রত্যক্ষ করের উদাহরণ দাও।

উত্তরঃ আয় কর, সম্পদ কর, নিগম কর।

প্রশ্ন ৩। দুটি পরোক্ষ করের উদাহরণ দাও।

উত্তরঃ বিক্রি কর, প্রমোদ কর, আবগারি শুল্ক।

প্রশ্ন ৪। দুটি অনাকর রাজস্বের উদাহরণ দাও।

উত্তরঃ (১) সরকারি খণ্ডের লাভ। 

(২) সুদ প্রাপ্তি।

প্রশ্ন ৫। মূলধনী ব্যয় কী ?

উত্তরঃ সম্পদ সৃষ্টি করার খাতে ব্যয়কে মূলধনী ব্যয় বলে।

প্রশ্ন ৬। বাজেটের অর্থ লেখো।

অথবা, 

সরকারি বাজেট কী ?

উত্তরঃ সরকারি বাজেট হল কোনো এক বিত্তীয়  বছরে সরকারি আয় এবং ব্যয়ের এক বার্ষিক প্রতিবেদন।

প্রশ্ন ৭। FRBMA.  এর সম্পূর্ণ রূপটি লেখো।

উত্তরঃ Fiscal Responsibility and Budget Management Act 2003.

প্রশ্ন ৮। FRBMA কত সালে প্রণয়ন করা হয় ?

উত্তরঃ 2003 সালে।

প্রশ্ন ৯। ভারসাম্য বাজেটে গুণকের মূল্য কী হবে ?

উত্তরঃ ভারসাম্য বাজেটে গুণকের মূল্য একের সমান হবে।

প্রশ্ন ১০। Octroi বা দ্বারদেয়  বলতে কী বোঝ ?

উত্তরঃ নগর-মহানগরীতে সামগ্রী প্রবেশ করার সময় সরকারের আরোপ করা করকে Octroi বা দ্বারদেয় বলে।

প্রশ্ন ১১। কোন্ কর ব্যবস্থায় ব্যক্তির আয় বৃদ্ধির সঙ্গে করের হারও বৃদ্ধি পায় ?

উত্তরঃ প্রগতিশীল কর ব্যবস্থায় (progressive  taxation) আয় বৃদ্ধির সঙ্গে করের হারও বৃদ্ধি পায়।

প্রশ্ন ১২। মুদ্রাস্ফীতির সময় সরকারকে কী প্রকার বাজেট প্রস্তুত করা উচিত ?

উত্তরঃ উদ্বৃত্ত বাজেট।

প্রশ্ন ১৩। এমন একটি করের নাম উল্লেখ করো যার সংঘাতে ও আপাতন একই ব্যক্তির ওপর পড়ে না।

উত্তরঃ বিক্রি কর।

প্রশ্ন ১৪। একটি করের নাম উল্লেখ করো যার আর্থিক বোঝ। করদাতা আরেকজনের ওপর চাপাতে পারে না ?

উত্তরঃ আয় কর।

প্রশ্ন ১৫। সাম্যনীতির ওপর কোন্ কর ব্যবস্থা প্রতিষ্ঠিত ?

উত্তরঃ প্রত্যক্ষ কর।

প্রশ্ন ১৬। করের আপাতন বলতে কী বোঝ ?

উত্তরঃ করের শেষ বোঝাকেই আপাতন বলা হয়।

প্রশ্ন ১৭। প্রত্যক্ষ কর বলতে কী বোঝায় ?

উত্তরঃ যে করের সংঘাত এবং বোঝা একই ব্যক্তির ওপর পড়ে অর্থাৎ করদাতা করের আর্থিক বোঝা আরেকজনের ওপর চাপাতে পারে না, সেই করকে প্রত্যক্ষ কর বলে। যেমন আয় কর, কর্পোরেট কর, দান কর ইত্যাদি।

প্রশ্ন ১৮। শুদ্ধ উত্তর বের করো।

(১) নিচের কোনটি সরকারের মূলধনী ব্যয় ?

(ক) পেনসন প্রদান। 

(খ) শেয়ার ক্রয়। 

(গ) উৎপাদনে ভর্তুকি প্রদান। 

(ঘ) অনুদান।

উত্তরঃ (খ) শেয়ার ক্রয়।

(২) নিচের কোনটি রাজস্ব ব্যয় ?

(ক) সুদ প্রদান। 

(খ) বিল্ডিং ক্রয়। 

(গ) মেশিন ক্রয়। 

(ঘ) রাজ্য সরকারকে ঋণ দান।

উত্তরঃ (ক) সুদ প্রদান।

(৩) নিচের কোন্‌টি প্রত্যক্ষ কর ?

(ক) সম্পদ কর। 

(খ) আবগারি শুল্ক। 

(গ) প্রমোদ কর। 

(ঘ) বিক্রি কর।

উত্তরঃ (ক) সম্পদ কর।

(৪) নিচের কোন্‌টি কর রাজস্ব ?

(ক) রপ্তানি শুল্ক। 

(খ) লাভ্যাংশ। 

(গ) সুদ। 

(ঘ) ফিজ।

উত্তরঃ (ক) রপ্তানি শুল্ক।

(৫) নিচের কোন্‌টি পরোক্ষ কর ?

(ক) সম্পদ কর। 

(খ) আয় কর। 

(গ) কর্পোরেশন কর। 

(ঘ) কাস্টম শুল্ক।

উত্তরঃ (ঘ) কাস্টম শুল্ক।

(৬) নিচের কোন্ ঘাটতি সরকারের ঋণের প্রয়োজনীয়তা নির্দেশ করে ?

(ক) প্রাথমিক ঘাটতি। 

(খ) ফিসক্যাল ঘাটতি। 

(গ) রাজস্ব ঘাটতি। 

(ঘ) বাজেট ঘাটতি।

উত্তরঃ (ক) প্রাথমিক ঘাটতি।

(৭) সীমা শুল্ক ধার্য করা হয় –

(ক) নির্দিষ্ট দ্রব্যের উৎপাদনের ওপর।

(খ) আমদানি রপ্তানিজাত দ্রব্যের ওপর।

(গ) ক্ষতিকারক দ্রব্যের বিক্রির ওপর।

(ঘ) উত্তরাধিকারি সম্পদের ওপর।

উত্তরঃ (খ) আমদানি রপ্তানিজাত দ্রব্যের ওপর।

(৮) করের সংঘাত বলতে বোঝায়

(ক) প্রাথমিক বোঝা। 

(খ) শেষ বোঝা। 

(গ) করভার।

উত্তরঃ (ক) প্রাথমিক বোঝা।

S.L No.CONTENTS
Chapter – 1সমষ্টিগত অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter – 2জাতীয় আয় গণনা
Chapter – 3মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা
Chapter – 4আয় নির্ধারণ
Chapter – 5সরকারি বাজেট এবং অর্থনীতি
Chapter – 6বৈদেশিক বাণিজ্যযুক্ত সমষ্টিবাদী অর্থনীতি
Chapter – 7স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতি ও ভারতীয় অর্থনীতি (1950-1990)
Chapter – 8উদারিকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়ণ: একটি মূল্যায়ন
Chapter – 9দারিদ্র্য
Chapter – 10ভারতের মানব মূলধন গঠন
Chapter – 11গ্রামোন্নয়ন
Chapter – 12কর্মসংস্থান
Chapter – 13পরিকাঠামো
Chapter – 14পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন
Chapter – 15ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহের তুলনামূলক উন্নয়ন অভিজ্ঞতা

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর 

প্রশ্ন ১। ধরা হল, সর্বমোট সরকারি ব্যয় G = 150 এবং কর রাজস্ব T = 0.2071 যদি জাতীয় আয়ের পরিমাণ (Y) 2000 হয়, সরকারি বাজেটের অবস্থা কী হবে?

উত্তরঃ দেওয়া আছে,

সরকারি ব্যয় (G) = 150

সরকারি আয় = 0.20Y

= 0.20 x 2000

= 400

সুতরাং, সরকারি বাজেট উদ্বৃত্ত হবে (400 – 150) = 250 টাকা

প্রশ্ন ২। সরকারি দ্রব্য এবং ব্যক্তিগত দ্রব্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

উত্তরঃ (১) সরকারি দ্রব্যের ব্যবহার ও উপযোগ কোনো বিশেষ উপভোক্তার কাছে সীমাবদ্ধ নয়। কিন্তু ব্যক্তিগত দ্রব্যের ব্যবহার ও উপযোগ বিশেষ উপভোক্তার কাছে সীমাবদ্ধ।

(২) সরকারি দ্রব্যের ক্ষেত্রে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ থাকে না। কারণ, সরকারি দ্রব্য ব্যবহারে কোন মাশুল আদায় করা হয় না। কিন্তু ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার মূল্য না দেন তাহলে তা তার উপভোগের আয়ত্বে আসবে না।

(৩) সরকারি দ্রব্যের উদাহরণ হল – সরকারি পার্ক, জাতীয় রাজপথ, প্রতিরক্ষা। ব্যক্তিগত দ্রব্যের উদাহরণ হল – খাদ্যসামগ্রী, কাপড়, মোবাইল ফোন, কম্পিউটার, শাকসব্জী, ফলমূল ইত্যাদি।

প্রশ্ন ৩। সরকারের আবণ্টন কার্য কী ?

উত্তরঃ একটি অর্থনীতির বিভিন্ন খণ্ডে সরকারকে সরকারি দ্রব্য ও পরিষেবার যোগান দিতে হয়, যাতে কল্যাণ ও বৃদ্ধি অর্জন করা যায়। একে বলা হয় সম্পদ প্রতিস্থাপন/ সরকারের আবণ্টন কার্য।

প্রশ্ন ৪। সরকারি বাজেটের উপাদানগুলো কী কী ?

উত্তরঃ সরকারি বাজেটের দুটি অংশ থাকে – রাজস্ব বাজেট এবং মূলধনী বাজেট। 

সরকারি বাজেটের দুটি উপাদান হল – 

(ক) বাজেট রাজস্ব। 

(খ) বাজেট ব্যয়।

প্রশ্ন ৫। সরকারের বিতরণ কার্য ব্যাখ্যা করো।

উত্তরঃ জাতীয় আয়ের সুষম বণ্টনের জন্য সরকার সমাজের উচ্চ বিত্তদের কাছ থেকে কর সংগ্রহ করে এবং সেই অর্জিত কর রাজস্ব থেকে দরিদ্র শ্রেণির সুবিধার্থে বিভিন্ন জনকল্যাণ মূলক কার্য সম্পাদন করে। এটিই হল সরকারের বিতরণ কার্য।

প্রশ্ন ৬। 2005-06 বাজেট বর্ষে দুরকম নতুন করের সূচনা করা হয়। দুরকম কর কী কী?

উত্তরঃ বাজেট বর্ষে প্রবর্তিত নতুন কর হল –

(1) Value Added Tax/ভ্যাট

(2) Fringe Benefit Tax

প্রশ্ন ৭। সরকারি বাজেটের মূলধন প্রাপ্তির উপাদানগুলো কী কী ?

উত্তরঃ সরকারি বাজেটের মুলধন প্রাপ্তি বা মূলধনী খাতে আয়ের উপাদানগুলো হল-

(১) সরকারি ঋণ উদ্ধার অর্থাৎ পূর্বেকার ঋণের টাকা ফেরত আদায়।

(২) বাজার থেকে সংগৃহীত ঋণ।

(৩) অংশপত্র বিক্রির প্রাপ্তি।

(৪) সরকার ভবিষ্য নিধি (PF), পোষ্ট অফিস সঞ্চয় প্রকল্প ও জাতীয় সঞ্চয় প্রকল্প ইত্যাদি থেকে নেওয়া ঋণ।

প্রশ্ন ৮। সরকারি বাজেটের পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের তিনটি প্রধান বিষয় উল্লেখ করো।

উত্তরঃ সরকারি বাজেটের পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের তিনটি প্রধান বিষয় হল –

(১) সরকারি কর্মচারীদের বেতন ও পেনসন।

(২) প্রতিরক্ষা ব্যয়।

(৩) সরকারি ঋণের প্রদেয় সুদ।

প্রশ্ন ৯। সরকারি বাজেটে রাজস্ব হিসাবে কী থাকে ?

উত্তরঃ রাজস্ব হিসাবে বা রাজস্ব বাজেটে দুটি অংশ থাকে – রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব ব্যয়। রাজস্ব সংগ্রহের মধ্যে আছে কর রাজস্ব এবং অনাকর রাজস্ব। রাজস্ব ব্যয়ের মধ্যে আছে রাজস্ব আদায়ের জন্য সর্বপ্রকারের ব্যয়, কর্মচারীদের বেতন ইত্যাদি। অর্থনৈতিক সেবা প্রকল্প, রাস্তাঘাট নির্মাণের ব্যয়, আইন শৃঙ্খলা রক্ষার ব্যয় ইত্যাদি রাজস্ব বাজেটের ব্যয়ের অন্তর্ভুক্ত।

প্রশ্ন ১০। সরকারি কর আরোপের মাধ্যমে পুনর্বণ্টনের উদ্দেশ্যটি স্পষ্ট করো।

উত্তরঃ কর ব্যবস্থার মাধ্যমে আধুনিককালে প্রায় সকল দেশেই আয় ও সম্পদ বণ্টনের অসমতা দূর করার প্রচেষ্টা চলছে। ধনী ও বিত্তশালী লোকদের আয় ও সম্পদের উপর চড়া হারে কর ধার্য করে সংগৃহীত রাজস্ব স্বল্প আয়ের ব্যক্তিদের কল্যাণ বৃদ্ধির জন্য শিক্ষা, জনস্বাস্থ্য, শ্রমকল্যাণ, দারিদ্র দূরীকরণ কর্মসূচি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে সরকারি ব্যয়ের সংস্থান রাখলে দেশের আয় ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করা সম্ভব। এধরনের প্রগতিশীল কর ব্যবস্থাই পুনর্বণ্টনের উদ্দেশ্য সাধিত করে।

প্রশ্ন ১১। কাগজী কর বলতে কী বোঝ ? উদাহরণসহ উল্লেখ করো।

উত্তরঃ যে সকল প্রত্যক্ষ কর থেকে সরকার অল্প পরিমাণে রাজস্ব সংগ্রহ করে, সেগুলোকে কাগজী কর বলে। যেমন – সম্পত্তি কর, দান কর।

প্রশ্ন ১২। মূলধনী ব্যয়ের অন্তর্ভুক্ত তিনটি বিষয় উল্লেখ করো।

উত্তরঃ মূলধনী ব্যয়ের অন্তর্ভুক্ত তিনটি বিষয় হল –

(১) মেশিন ও যন্ত্রাংশ ক্রয়।

(২) সরকারি খণ্ডে বিনিয়োগ।

(৩) রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত রাজ্যকে প্রদেয় ঋণ ও অগ্রিম প্রদান।

(৪) ভূমি ও বাড়ি অধিগ্রহণ।

প্রশ্ন ১৩। ব্যক্তিগত দ্রব্য ও সরকারি দ্রব্যের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে সকল দ্রব্য ও সেবা টাকার মাধ্যমে বাজার থেকে ভোক্তা ক্রয় করে তাকে ব্যক্তিগত দ্রব্য বলে। পক্ষান্তরে, যে সকল দ্রব্য ও সেবা সরকার সার্বজনীন ভোগের জন্য উৎপাদন করে, তাকে সরকারি দ্রব্য বলে।

প্রশ্ন ১৪। সরকারি দ্রব্যের ক্ষেত্রে কীভাবে মুক্ত বিচরণ সমস্যা সৃষ্টি হয় – ব্যাখ্যা করো।

উত্তরঃ সরকারি দ্রব্যের কোন মালিকানা থাকে না, ফলে এসকল দ্রব্যের কোনো মাশুল আদায় করার সুযোগ থাকে না। এমনকী কাউকে বঞ্চিত করারও কোনো সুযোগ থাকেনা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Everybody’s property is nobody’s property অর্থাৎ সকলের সম্পত্তি কারও সম্পত্তি নয়। ফলে অবাধ ও মুক্ত ভোগের পরিণামে সরকারি দ্রব্য দ্রুত নষ্ট হয়। এভাবে সরকারি দ্রব্যের ক্ষেত্রে মুক্ত বিচরণ সমস্যা সৃষ্টি হয়।

প্রশ্ন ১৫। রাজস্ব ঘাটতির তাৎপর্য ব্যাখ্যা করো।

অথবা, 

রাজস্ব ঘাটতির ফলে উদ্ভব হওয়া চারটি পরিস্থিতি লেখো। 

উত্তরঃ সরকারি বাজেটে যদি রাজস্ব খাতে আয়ের তুলনায় ব্যয় অধিক হয়, তখন তাকে রাজস্ব ঘাটতি বলে। রাজস্ব ঘাটতির ফলে নিম্নলিখিত পরিস্থিতির উদ্ভব হয়।

(১) প্রশাসন পরিচালনায় সরকারি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি।

(২) সরকারের দায় বৃদ্ধি।

(৩) মুদ্রাস্ফীতি।

(৪) সরকারের ঋণের ভবিষ্যৎ বোঝা ও প্রদেয় সুদ অধিক হবে।

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। সরকারি ঋণ পরিশোধের যে কোনো চারটি পদ্ধতি লেখো।

উত্তরঃ সরকারি ঋণ পরিশোধের চারটি পদ্ধতি হল-

(১) সঞ্চিত তহবিল।

(২) বাজেট উদ্বৃত্ত।

(৩) মূলধনী কর।

(৪) মুদ্রা সৃষ্টি।

প্রশ্ন ২। মৃত ভার ঋণ (dead weight debts) কী ?

উত্তরঃ যে সকল ঋণের অর্থ থেকে কোনরূপ সম্পদের সৃষ্টি হয় না, তাকে মৃত ভার ঋণ বলা হয়। যেমন – যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য যে ঋণ করা হয়, তা মৃত ভার ঋণ।

প্রশ্ন ৩। করের ভাগ দুটি কী কী ?

উত্তরঃ (ক) প্রত্যক্ষ কর। 

(খ) পরোক্ষ কর।

প্রশ্ন ৪। রাজকোষীয় নীতি (Fiscal Policy) বলতে কী বোঝ ?

উত্তরঃ সরকারের ব্যয়, রাজস্ব এবং ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যখন সম্পদের নিয়োগ এবং পুঁজির প্রভাব ঘটিয়ে দেশের উপার্জন, আয়স্তর, নিয়োগ এবং উৎপাদনের ওপর প্রভাব বিস্তার করা হয়, তখন তাকে রাজকোষীয় নীতি বলা হয়।

প্রশ্ন ৫। ‘পূর্ণ নিয়োগ’ (Full employment) মানে কী? 

উত্তরঃ চলিত মজুরির হারে কাজ করতে ইচ্ছুক এবং কাজ করতে সক্ষম সকল ব্যক্তি যদি নিয়োগের সুবিধা লাভ করে তাকে পূর্ণ নিয়োগ অবস্থা বলা হয়। পূর্ণ নিয়োগ এমন এক অবস্থা যেখানে অস্বেচ্ছাকৃত বেকার থাকে না।

প্রশ্ন ৬। স্বেচ্ছাকৃত বেকার (Voluntary unemployment) কাকে বলে ?

উত্তরঃ যে সকল লোক প্রচলিত মজুরির হারে কাজ পাওয়া সত্বেও কাজ করতে ইচ্ছুক নয়, তাদেরকে স্বেচ্ছাকৃত বেকার বলে।

প্রশ্ন ৭। অস্বেচ্ছাকৃত বেকার (Involuntary unemployment) কাকে বলে ?

উত্তরঃ যে সকল লোক প্রচলিত মজুরির হারে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ করার সামর্থ থাকা সত্বেও কাজের সুযোগ পাচ্ছে না, তাদেরকে অস্বেচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বেকার বলে।

প্রশ্ন ৮। নিগম কর কী ?

উত্তরঃ আইনসংগতভাবে গঠিত বেসরকারি উদ্যোগ প্রতিষ্ঠানসমূহের আয়ের ওপর নির্ধারণ করা কর (Tax) হল নিগম কর।

প্রশ্ন ৯। পরোক্ষ করের দুটি সুবিধা উল্লেখ করো।

উত্তরঃ পরোক্ষ করের দুটি সুবিধা হল –

(১) পরোক্ষ কর সংগ্রহ করা সহজ। কারণ, এই কর দ্রব্যের দামের মধ্যে নিহিত থাকে।

(২) পরোক্ষ কর বস্তুর সাথে অন্তর্ভুক্ত হওয়ায় ক্রেতারা পরোক্ষ কর ফাঁকি দিতে পারে না।

প্রশ্ন ১০। পরোক্ষ করের দুটি অসুবিধা উল্লেখ করো।

উত্তরঃ পরোক্ষ করের দুটি অসুবিধা হল –

(১) আয়ের সঙ্গে পরোক্ষ করের সম্বন্ধ নেই। কারণ, ধনী দরিদ্র সকলেই দ্রব্যাদি কেনার সময় এই কর দিতে হয়। ফলে বিত্তশালী অপেক্ষা দরিদ্র শ্রেণির ওপরই পরোক্ষ করের বোঝা বেশি করে পড়ে।

(২) পরোক্ষ কর নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক নয়। কারণ, সাধারণ মানুষ বুঝতে পারে না যে সে সরকারকে কর প্রদান করছে।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top