SEBA Class 9 Maths MCQ Chapter 4 দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ

Join Roy Library Telegram Groups

SEBA Class 9 Maths MCQ Chapter 4 দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ in Bengali Medium Class 9 Maths Multiple Choice Questions With Answers in Bengali Students will find the very useful for exam preparation. Class 9th Mathematics Objective Types Question and Answer in Bengali The experts of Roy Library provide Class 9 Maths MCQ Suggestions in Bengali for every textbook to help students understand and learn the language quickly. SEBA Class 9 Maths MCQ Chapter 4 দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ by Roy Library helps students understand the literature lessons in the textbook. SEBA Class 9 Mathematics Important Notes in Bengali The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 9 Maths MCQ Chapter 4 দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ

Class 9 Maths MCQ Question Answer in Bengali, gives you a better knowledge of all the chapters. SEBA Class 9 Maths MCQ Chapter 4 দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ He experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA Class 9 Maths MCQ Solution in Bengali, will be able to solve all the doubts of the students. Class 9 Maths MCQ in Bengali Textbook PDF, provided are as per the Latest Curriculum and covers all the questions from the are present on Roy Library’s website in a systematic order.

দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ

Multiple Choice Questions With Answers

1. x = 5, y = 2 নিচের কোনটি রৈখিক সমিকরণের সমাধান –

(a) x + 2y = 7

(b) 5x + 2y = 7

(c) x + y = 7

(d) 5x + y = 7

Ans: (c) x + y = 7

2. নিচের কোনটি সমিকরণের সমাধান x = 2 এবং y = – 3 হবে?

(a) 3x – 2y = 5

(b) 6x + 2y = 6

(c) 3x + y = – 3

(d) 2x + 3y = 5

Ans: (c) 3x + y = – 3

3. y = 3x + 5 সমিকরনটির জন্য কোনটি সত্য –

(a) একটি অদ্বিতীয় সমাধান।

(b) শুধুমাত্র দুইটি সমাধান। 

(c) অসংখ্য সমাধান।

(d) ওপরের একটিও নয়।

Ans: (c) অসংখ্য সমাধান।

4. x – y = 0 এবং x+ y = 2 রেখা দুইটি কাটাকাটি করা বিন্দুটি হল –

(a) (2,2)

(b) (1,1)

(c) (1,0)

(d) (0,2)

Ans: (b) (1,1)

5. 3x + 2y = 6 সমীকরণের লেখে y অক্ষতে ছেদ করা বিন্দুটি হল।

(a) (2.0)

(b) (0.2)

(c) (0.3)

(d) (3.0)

Ans: (c) (0.3)

6. x + y = 2, x অক্ষ এবং y অক্ষ গঠন করা ত্রিভূজের কালি হবে –

(a) 1 বর্গ একক।

(b) 2 বর্গ একক।

(c) 4 বর্গ একক।

(d) 6 বর্গ একক।

Ans: (b) 2 বর্গ একক।

7. x + 2y = 4 সমিকরণটির একটি সমাধান হবে।

(a) (0,2)

(b) (2,0)

(c) (0,4)

(d) (4,1)

Ans: (a) (0,2)

8. 3x – 2y = 1 সমীকরণটি জন্য কোনটি সত্য –

(a) একটি অদ্বিতীয় সমাধান।

(b) দুইটি মাত্র সমাধান।

(c) অসংখ্য সমাধান।

(d) একটিও নয়।

Ans: (d) একটিও নয়।

9. নিচের কোনটি সমিকরণ দুটির চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ নয়?

(a) ax + by + c = 0

(b) ax2 + bx + c = 0

(c) 3x + 2y – 5 = 0

(d) 4x + 3 = 2 (y + 6)

Ans: (a) ax + by + c = 0

10. y = 2x রেখাই থাকা বিন্দুটি হল –

(a) (-1,1)

(b) (0,2)

(c) (1,0)

(d) (-1,-2)

Ans: (b) (0,2)

S.L. NO.CONTENTS
Chapter – 1সংখ্যা প্রণালী
Chapter – 2বহুপদ রাশি
Chapter – 3স্থানাংক জ্যামিতি
Chapter – 4দুইটি চলকবিশিষ্ট রৈখিক সমীকরণ
Chapter – 5ইউক্লীডের জ্যামিতির ভূমিকা
Chapter – 6রেখা এবং কোণ
Chapter – 7ত্রিভুজ
Chapter – 8চতুর্ভুজ
Chapter – 9সামান্তরিক এবং ত্রিভুজের কালি
Chapter – 10বৃত্ত
Chapter – 11This Chapter is currently not available, I will update you very soon
Chapter – 12হিরোর সূত্র
Chapter – 13পৃষ্ঠকালি এবং আয়তন
Chapter – 14পরিসংখ্যা
Chapter – 15সম্ভাব্যতা

11. 3x – y = 6 সমীকরণের লেখে x অক্ষতে ছেদ করা বিন্দুর স্থানাংক হবে –

(a) (4,6)

(b) (2,0)

(c) (0,-6)

(d) (-2,6)

Ans: (b) (2,0)

12. 2x + 3y + 1 = 0 সমীকরণের লেখে নিচের কোনটি বিন্দু নয় –

(a) (1,-1)

(b) (4,-3)

(c) (-2,1)

(d) (2,1)

Ans: (d) (2,1)

13. 3x + 2x = 6 সমীকরণের লেখে y অক্ষকে ছেদ করা বিন্দুটি হল – 

(a) (2,0)

(b) (0,2)

(c) (0,3)

(d) (3,0)

Ans: (c) (0,3)

14. x = 1, y = 1 সমীকরণ 3x + ky = 6 র একটি সমাধান হয়, তাহলে k র মান হবে –

(a) – 3

(b) 3

(c) 2

(d) 4

Ans: (b) 3

15. যদি y = 2x ax সমীকরণটি ax+ by + c = 0 র আর্হিতে প্রকাশ করলে হবে –

(a) 2x – y = 0

(b) 2x – y + 0 = 0

(c) 2x + (-1) y+ 0 = 0

(d) 2x + y + 0 = 0

Ans: (c) 2x + (-1) y+ 0 = 0

16. 5x + 3 = – 6y সমীকরণের সমাধান হল –

(a) (-7, -3)

(b) (-3, -7)

(c) (3, -2)

(d) (3 ,7)

Ans: (c) (3, -2)

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

17. নিম্নে দেওয়া উত্তরগুলির মধ্যে কোনগুলি সত্য y= 3x + 5 হইতে পাওয়া যায় –

(a) একটি অদ্বিতীয় সমাধান।

(b) দুইটি মাত্র সমাধান। এবং

(c) অসংখ্য সমাধান।

Ans: সত্য। কারণ x – এর যেকোনো মানের জন্য y – এর মান পাওয়া যায়। আবার y – এর যেকোনো মানের জন্য x – এর মান পাওয়া যায়।

18. নিম্নে দেওয়া সমাধানসমূহের মধ্যে কোনটি – x – 2y = 4 – এর সমাধান এবং কোনটি সমাধান?

(a) (0.2)

(b) (2,0),

(c) (4,0),

(d) (√2,4√2

(e) (1,1)

Ans: (c) (4,0),

19. যদি x = 2, y = 1 সমীকরণ 2x + 3y = k – এর সমাধান হয় তাহা হইলে k- এর মান নির্ণয় কর।

Ans: x = 2, y = 1 সমীকরণ 2x + 3y = k – তে বসাইসা পাই –

2x + 3y = k 

⇒ 2 × 2 + 3 × 2 = k 

⇒ 4 + 3 = k = k = 7

∴ k = 7

20. যদি 2y = ax – 4 সমিকরণটির লেখটি (1,2) বিন্দুর মধ্যে দিয়ে গমণ করে তবে a এর মান নির্ণয় কর।

Ans: (1,2) বিন্দুর মধ্যে দিয়ে 2y = ax – 4 সমিকরণের লেখটি যায়।

∴ 2y = ax – 4

⇒ 2 × 2 = a (1) – 4

⇒ 4 = a – 4 

⇒ a = 8

We Hope the given SEBA নবম শ্ৰেণীর গণিত বহুবিকল্পী প্রশ্নোত্তর will help you. If you Have any Regarding, Class 9 Maths MCQ Notes in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top