AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

উৎপাদকের আচরণ ও যোগান

ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্য কী বোঝায়? 

উত্তরঃ উৎপাদনের জন্য যে সব উপাদান ব্যবহার করা হয়, সেগুলিকে বলা হয় উৎপাদনের উপকরণ (input) এবং যা উৎপন্ন হয় তাকে বলে চূড়ান্ত দ্রব্য (output)। তাই দেখা যায়, input কে output এ রূপান্তরিত করাই উৎপাদন প্রক্রিয়ার মূলকথা। সহজ কথায়, উৎপাদন এবং উৎপাদনের উপাদানসমূহের মধ্যে যে কার্যকরী সম্পর্ক আছে, তাকেই বলে উৎপাদন কার্য বা উৎপাদন ফলন।

প্রশ্ন ২। নিম্নলিখিত উৎপাদন কার্যটির অর্থ সরল করো।

উত্তরঃ     Q = f (X₁ X₂ ) Q 

এখানে,   Q = উৎপাদনের পরিমাণ

               f = কার্যকরী সম্পর্ক

               X₁ X₂ উৎপাদনের উপাদান।

প্রশ্ন ৩। উৎপাদনের দুটি উপাদান আছে – উপাদান 1 এবং উপাদান 2, উপাদন কার্যটি লেখো।

উত্তরঃ Q = f (উপাদান 1, উপাদান 2)

প্রশ্ন ৪। শুদ্ধ / অশুদ্ধ লেখো। 

দীর্ঘকালে কোন স্থির উপাদান থাকে না।

উত্তর শুদ্ধ।

প্রশ্ন ৫। গড় উৎপাদন কী ?

উত্তরঃ মোট উৎপাদনকে মোট পরিবর্তনশীল উপাদানের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকে গড় উৎপাদন বলে।

প্রশ্ন ৬। প্রান্তিক উৎপাদন কী ?

উত্তরঃ এক একক অতিরিক্ত পরিবর্তনশীল উপাদান নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিমাণ বৃদ্ধি ঘটে, তাকে প্রান্তিক উৎপাদন বলে।

প্রশ্ন ৭। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় কার্য বলতে কী বুঝায় ? 

উত্তরঃ ব্যয় কার্য বলতে উৎপন্নের সঙ্গে উৎপাদন ব্যয়ের কার্যকরণ সম্পর্ক বুঝায়।

                C = f (Q)

এখানে,     C = মোট ব্যয়

                Q = উৎপন্নের পরিমাণ

প্রশ্ন ৮। শূন্যস্থান পূর্ণ করো।

TC = _______ + TFC

উত্তরঃ TVC (মোট পরিবর্তনশীল ব্যয়)

প্রশ্ন ৯। গড় পরিবর্তনশীল উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দাও।

উত্তরঃ গড় পরিবর্তনশীল উৎপাদন ব্যয় হল প্রতি একক উৎপাদন সামগ্রীর মোট পরিবর্তনশীল ব্যয়।

গড় পরিবর্তনশীল উৎপাদন ব্যয় = মোট পরিবর্তনশীল ব্যয়/উৎপন্নের পরিমাণ

AVC = TVC/Q

প্রশ্ন ১০। সম উৎপাদন রেখা/ ISOQUANT কাকে বলে ?

উত্তরঃ যে রেখা কোন একটি নির্দিষ্ট পরিমাণের দ্রব্য দুটি পরিবর্তনীয় উপাদানের বিভিন্ন সমষ্টির সাহায্যে কীভাবে উৎপাদন করা যায়, তার নির্দেশ দেয়, সেই রেখাকে সম উৎপাদন রেখা বলে। Isoquant শব্দটি ল্যাটিন শব্দ Iso এবং quantus হতে উদ্ভূত হয়েছে। Iso অর্থ সমান, quantus অর্থ হল পরিমাণ। সুতরাং সম উৎপাদন রেখায় দুটি উপাদানের বিভিন্ন মিশ্রণ থেকে উৎপন্ন স্তর সমান হয়।

প্রশ্ন ১১। শূন্য উৎপন্ন স্তরে প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা কীভাবে করবে ? 

উত্তরঃ শূন্য উৎপন্ন স্তরে প্রান্তিক বায়ও শূন্য হয়।

যেহেতু Q = 0, MC = 0 (MC Marginal cost = প্রান্তিক ব্যয়)

প্রশ্ন ১২। শূন্যস্থান পূর্ণ করো।

AC = AVC + _____

উত্তরঃ AFC (গড় স্থির ব্যয়)

প্রশ্ন ১৩। 12 একক শ্রম নিয়োগ করে একটি প্রতিষ্ঠানের মোট উৎপন্ন হয় 60 একক। শ্রমের গড় উৎপাদন নির্ণয় করো।

উত্তরঃ এখানে,

              মোট উৎপাদন (TP) = 60 একক

              শ্রম (L) = 12

আমরা জানি,

              গড় উৎপাদন (AP) = TP/L

                                           = 60/12

                                           = 5 একক

প্রশ্ন ১৪। 10 একক শ্রম নিয়োগ করে একটি প্রতিষ্ঠানের মোট উৎপাদন হয় 70 একক। এক একক শ্রম বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি হয় 75 একক। তাহলে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো।

উত্তরঃ আমরা জানি,

                প্রান্তিক উৎপাদন MP = ΔΤΡ/ΔL                                                 

                                                 = 5/1

                                                 = 5 একক

         ∴   প্রান্তিক উৎপাদন = 5 একক

প্রশ্ন ১৫। একটি উৎপাদনের মোট ব্যয় 100 টাকা এবং এর উৎপাদনের পরিমাণ 10 একক। যদি 11 তম এককের প্রান্তিক উৎপাদন ব্যয় 15 টাকা হয়, তাহলে উৎপাদনের মোট ব্যয় কত হবে ?

উত্তরঃ দেওয়া আছে,

       10 একক উৎপাদনের মোট ব্যয় = 100 টাকা 

       11 তম এককের প্রান্তিক ব্যয় = 15 টাকা

∴   মোট ব্যয়ের পরিমাণ = (100 + 15) টাকা

                                     = 115 টাকা

পশ্ন ১৬। সত্য না মিথ্যা লেখো।

(ক) উৎপাদন প্রক্রিয়ায় একজন উৎপাদক বা একটি প্রতিষ্ঠান বিভিন্ন যোগান যেমন ভূমি, শ্রম, কাচামাল প্রভৃতি একত্রিত করে দ্রব্যসামগ্রী উৎপাদন করে।

উত্তরঃ সত্য।

S.L No.CONTENTS
ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2ভোক্তার আচরণ এবং চাহিদা
Chapter 3উৎপাদকের আচরণ ও যোগান
Chapter 4পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র
Chapter 5বাজার ভারসাম্য
Chapter 6অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ – অংশ (অর্থনীতিতে পরিসংখ্যান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2তথ্য সংগ্ৰহ
Chapter 3তথ্যরাশির সংবদ্ধকরণ
Chapter 4রাশিতথ্যের উপস্থাপন
Chapter 5কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
Chapter 6বিচ্যুতির পরিমাপ
Chapter 7সহসম্বন্ধ
Chapter 8সূচক সংখ্যা
Chapter 9পরিসংখ্যান হাতিয়ারের ব্যবহার

প্রশ্ন ১৭। সত্য-মিথ্যা বলো।

(ক) একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের রাজস্ব অর্জন করাকে লাভ বলে।

উত্তরঃ মিথ্যা।

প্রশ্ন ১৮। সত্য-মিথ্যা বলো।

(ক) একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্য হচ্ছে প্রতিষ্ঠানটির ব্যবহৃত সামগ্রীর এবং প্রতিষ্ঠান দ্বারা উৎপাদিত সামগ্রীর মধ্যে সম্পর্ক।

উত্তরঃ সত্য।

প্রশ্ন ১৯। শুদ্ধ অংশটি বেছে বের করো।

(ক) অন্যান্য সকল উপাদান স্থির থাকা অবস্থায় উপাদান পরিবর্তনের প্রতি এককে উৎপন্নের পরিবর্তনকে (প্রান্তিক উৎপাদন/মোট উৎপাদন/গড় উৎপাদন) বলে। 

উত্তরঃ প্রান্তিক উৎপাদন।

প্রশ্ন ২০। শুদ্ধ অংশটি বেছে বের করো।

(ক) যখন সব উপাদানের অনুপাতিক বৃদ্ধির তুলনায় অনুপাত থেকে কম উৎপন্ন বৃদ্ধি হয়, তাকে বলা হয় (ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান/ ক্রমবর্ধমান মাত্রাবৃদ্ধির প্রতিদান)

উত্তরঃ ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান।

প্রশ্ন ২১। আয়তনজনিত প্রতিদান/ মাত্রাবৃদ্ধির প্রতিদান কী ? 

উত্তরঃ কোন শিল্প প্রতিষ্ঠান যদি সকল উপাদান পরিবর্তনের মাধ্যমে মোট উৎপাদন বৃদ্ধি করে, তাহলে সেই বৃদ্ধির পরিমাণ করার নীতিকে আয়তনজনিত প্রতিদান/মাত্রাবৃদ্ধির প্রতিদান বলে। 

প্রশ্ন ২২। সমহার মাত্রাবৃদ্ধির প্রতিদান বা আয়তনজনিত স্থির প্রতিদান বিধি কী ?

উত্তরঃ উপাদানগুলি যে হারে বৃদ্ধি পায়, মোট উৎপাদন যদি একই হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাকে সমহার মাত্রাবৃদ্ধির প্রতিদান/আয়তনজনিত স্থির প্রতিদান বিধি বলে।

প্রশ্ন ২৩। ক্রমবর্ধমান মাত্রাবৃদ্ধির প্রতিদান বা আয়তনজনিত ক্রমবর্ধমান প্রতিদান বিধি কী ?

উত্তরঃ উপাদানগুলি যে হারে বৃদ্ধি পায়, মোট উৎপাদন যদি তার থেকে বেশি হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমবর্ধমান মাত্রাবৃদ্ধির প্রতিদান বা আয়তনজনিত ক্রমবর্ধমান প্রতিদান বিধি বলে।

প্রশ্ন ২৪। আয়তনজনিত হ্রাসমান প্রতিদান / ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান কী ?

উত্তরঃ উপাদানগুলি যে হারে বৃদ্ধি পায়, মোট উৎপাদন যদি তার থেকে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান বা আয়তনজনিত হ্রাসমান প্রতিদান (decreasing returns to scale) বলে। 

প্রশ্ন ২৫। শূন্যস্থান পূর্ণ করো।

(ক) গড় ব্যয় (AC) = মোট ব্যয় (TC)/ ___

উত্তরঃ AC = TC/Q

(খ) মোট ব্যয় (TC) = মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) + ____

উত্তরঃ TC = TVC + TFC

প্রশ্ন ২৬। শূন্যস্থান পূর্ণ করো।

(ক) প্রতিষ্ঠানের দ্বারা ব্যবহৃত উৎপাদন এবং উৎপাদিত উৎপন্নের মধ্যে সম্পর্ককে _____ বলে।

উত্তরঃ উৎপাদন কার্য / উৎপাদন ফলন। 

প্রশ্ন ২৭। উৎপন্ন সৃষ্টির জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের _______ নিয়োগ প্রয়োজন।

উত্তরঃ উপাদান।

প্রশ্ন ২৮। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

(ক) উৎপাদন প্রক্রিয়ায় উপভোক্তা উপাদান একত্রিত করে এবং উৎপন্নের সৃষ্টি করে।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ২৯। সম-উৎপাদন রেখা কী কী নির্দেশ করে ? 

উত্তরঃ সম উৎপাদন রেখা কোন একটি নির্দিষ্ট পরিমাণের দ্রব্য দুটি পরিবর্তনীয় উপাদানের বিভিন্ন সমষ্টির সাহায্যে কীভাবে উৎপাদন করা যায়, তার নির্দেশ দেয়। 

প্রশ্ন ৩০। সম-উৎপাদন রেখার ঢাল _____। (ধনাত্মক/ ঋণাত্মক শূন্য)। (উপযুক্ত বিকল্পের সাহায্যে শুন্যস্থান পূর্ণ করো)

উত্তরঃ ঋণাত্মক।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। বাজারকালীন যোগান রেখাটির আকৃতি কী ধরনের ? অথবা, ক্ষণস্থায়ী সামগ্রীর একটি অতি হ্রস্বকালীন যোগান রেখা অংকন করো।

বাজারকালীন যোগান রেখার আকৃতি উল্লম্ব অর্থাৎ দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক। 

প্রশ্ন ২। উল্লম্ব যোগান রেখা কী ইঙ্গিত করে ?

উত্তরঃ উল্লম্ব যোগান রেখা পূর্ণ অস্থিতিস্থাপক যোগান বুঝায় অর্থাৎ দামের পরিবর্তনে যোগানের কোন পরিবর্তন হয় না।

প্রশ্ন ৩। উৎপাদন কার্যে ব্যবহৃত তিনটি পরিবর্তনশীল উপাদানের নাম লেখো।

উত্তরঃ শ্রমিক, কাঁচামাল, শক্তি।

প্রশ্ন ৪। উপাদানের প্রতিদান কী? 

উত্তরঃ স্থায়ী উপাদান অপরিবর্তিত থাকা অবস্থাতে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন ঘটলে উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে উপাদানের প্রতিদান বলে। 

প্রশ্ন ৫। তিনটি স্থির উপাদান লেখো।

উত্তরঃ যন্ত্রপাতি, কারখানা, ভূমি।

প্রশ্ন ৬। মোট উৎপাদন সর্বাধিক হলে প্রান্তিক উৎপাদন কী হবে?

উত্তরঃ শূন্য হবে।

প্রশ্ন ৭। কব ডগলাক্স উৎপাদন অপেক্ষকটি উল্লেখ করো।

উত্তরঃ    

প্রশ্ন ৮। শুদ্ধ উত্তরটি বেছে বের করো। 

১। উপাদানের প্রতিদানের বিকল্প নাম হল ―

(a) আনুপাতিক পরিবর্তনশীলতার বিধি।

(b) সমানুপাতিকতার নীতি।

(c) ক্রমহ্রাসমান অনুপাত নীতি।

উত্তরঃ (a) আনুপাতিক পরিবর্তনশীলতার নীতি। 

প্রশ্ন ১। ব্যয় ফলনে _____ র সম্পর্ক বুঝায়–

(a) দাম এং সামগ্রী।

(b) ব্যয় এবং সামগ্রী।

(c) আয় এবং সামগ্রী।

উত্তরঃ (b) ব্যয় এবং সামগ্রী।

প্রশ্ন ১০। মোট ব্যয় মানে –

(a) হ্রস্বকালীন দীর্ঘকালীন ব্যয়।

(b) মুদ্রা ব্যয় + প্রকৃত ব্যয়।

(c) মোট স্থির ব্যয় + মোট পরিবর্তনশীল ব্যয়।

উত্তরঃ (c) মোট স্থির ব্যয় + মোট পরিবর্তনশীল ব্যয়। 

প্রশ্ন ১১। হ্রস্বকালীন ব্যয় রেখা হল –

(a) U আকৃতির।

(b) V আকৃতির।

(c) মূল বিন্দুর মধ্য দিয়ে উত্তল।

উত্তরঃ (a) U আকৃতির। 

প্রশ্ন ১২। ‘ভোগ উদ্বৃত্তের’ ধারণাটি দিয়েছিলেন –

(a) মার্শাল।

(b) পিগু।

(c) অ্যাডাম স্মিথ।

উত্তরঃ (a) মার্শাল।

প্রশ্ন ১৩। গড় স্থির ব্যয় (AFC) রেখা পাওয়া যায় –

(a) AFC = ABC/Q

(b) AFC = TFC/Q

(c) AFC = TP/Q

উত্তরঃ (b) AFC = TFC/Q

প্রশ্ন ১৪। কোন একটি বস্তুর যোগান সাধারণতঃ প্রভাবিত হয় ―

(a) ভোক্তার আয়ের দ্বারা। 

(b) উৎপাদন ব্যয়ের দ্বারা।

(c) বস্তুটির উপযোগিতার দ্বারা।

উত্তরঃ (b) উৎপাদন ব্যয়ের দ্বারা।

প্রশ্ন ১৫। যোগান রেখা যদি উল্লম্ব হয়, তাহলে স্থিতিস্থাপকতা –

(a) শূন্য হয়।

(b) একের চেয়ে কম হয়। 

(c) অসীম।

উত্তরঃ (a) শূন্য হয়।

প্রশ্ন ১৬। সম উৎপাদন রেখা মূলবিন্দুর দিকে 

(a) উত্তল। 

(b) অবতল।

(c) সমতল।

উত্তরঃ (a) উত্তল।

প্রশ্ন ১৭। যখন মোট উৎপাদন রেখা উর্ধগামী থাকে, তখন প্রান্তিক উৎপাদন ___থাকে।

(a) ধনাত্মক। 

(b) ঋণাত্মক।

(c) অপরিবর্তিত।

উত্তরঃ (a) ধনাত্মক।

প্রশ্ন ১৮। মোট উৎপাদন রেখা নিম্নগামী হলে, প্রান্তিক উৎপাদন রেখা…….. 

(a) ধনাত্মক হবে।

(b) ঋণাত্মক হবে।

(c) অপরিবর্তিত থাকবে।

উত্তরঃ (b) ঋণাত্মক হবে।

প্রশ্ন ১৯। যদি গড় উৎপাদন ব্যয় একই থাকে, তাহলে প্রান্তিক উৎপাদন ব্যয়।

(a) সমান থাকবে। 

(b) বৃদ্ধি পাবে। 

(c) কমবে।

উত্তরঃ (a) সমান থাকবে।

প্রশ্ন ২০। সাধারণত যখন কোন শিল্পের উৎপাদন বৃদ্ধি হয়, তখন গড় স্থির ব্যয় ………

(a) অনুপাতে বৃদ্ধি পায়।

(b) প্রথমে কমে এবং পরে সবেগে বৃদ্ধি পায়।

(c) অবিরাম কমতে থাকবে।

উত্তরঃ (c) অবিরাম কমতে থাকবে।

প্রশ্ন ২১। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকরী হওয়া উৎপাদনের উপাদানটির নাম লেখো।

উত্তরঃ ভূমি।

প্রশ্ন ২২। মোট ব্যয় রেখা ―

(a) উর্ধগামী।

(b) নিম্নগামী।

(c) আয়তীয় পরাবৃত্ত।

উত্তরঃ (a) উর্ধগামী।

প্রশ্ন ২৩। যখন গড়ে ব্যয় স্থির থাকে ―

(a) MC > AC 

(b) MC < AC

(c) MC = AC

উত্তরঃ (c) MC = AC

প্রশ্ন ২৪। পরিবর্তনশীল অনুপাত বিধি প্রযোজ্য হয় ___ এর উপর।

(a) কৃষি।

(b) শিল্প।

(c) ব্যবসা বাণিজ্য।

উত্তরঃ (a) কৃষি।

প্রশ্ন ২৫। অন্তর্নিহিত ব্যয়ের অন্তর্ভুক্ত –

(a) কাঁচামালের জন্য ব্যয়।

(b) মূলধনের সুদ।

(c) কৃষক নিজের জমিতে কৃষিকার্য।

উত্তরঃ (c) কৃষক নিজের জমিতে কৃষিকার্য।

প্রশ্ন ২৬। স্থির ব্যয়ের অন্য নাম –

(a) পরিপূরক ব্যয়। 

(b) প্রকৃত ব্যয়।

(গ) মুখ্য ব্যয়।

উত্তরঃ (a) পরিপুরক ব্যয়।

প্রশ্ন ২৭। পরিবর্তনশীল ব্যয়ের অন্য নাম –

(a) মুখ্য ব্যয়।

(b) পরোক্ষ ব্যয়। 

(c) স্থায়ী ব্যয়।

উত্তরঃ (a) মুখ্য বায়। 

প্রশ্ন ২৮। প্রতিদান বিধি আনুপাতিক পরিবর্তন নির্দেশ করে

(a) একটি উপাদান।

(b) তিনটি উপাদান। 

(c) সব উপাদান।

উত্তরঃ (a) একটি উপাদান। 

প্রশ্ন ২৯। স্বল্পকালে গড় ব্যয়ের আকৃতি –

(a) U আকৃতির।

(b) V আকৃতির।

(c) L আকৃতির। 

উত্তরঃ (a) U আকৃতির।

প্রশ্ন ৩০। ক্রমবর্ধমান প্রতিদান বিধি কার্যকরী হয় সাধারণতঃ

(a) বৃহৎ শিল্প।

(b) ক্ষুদ্র শিল্পে।

(c) কৃষিক্ষেত্রে।

উত্তরঃ (a) বৃহৎ শিল্প। 

প্রশ্ন ৩১। স্থিয় ব্যয়ের একটি উদাহরণ দাও।

উত্তরঃ যন্ত্রপাতি বাবদ ব্যয়।

প্রশ্ন ৩২। গড় পরিবর্তনশীল ব্যয়ের থেকে গড় মোট ব্যয় অধিক কেন ? 

উত্তরঃ গড় পরিবর্তনশীল বয় ও গড় ছির বয়ের সমষ্টি হল গড় মোট ব্যয়। পরিবর্তনশীল বায়ের সঙ্গে স্থির বায় যোগ হওয়ায় গড় মোট ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় থেকে অধিক।

প্রশ্ন ৩৩। সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানসম্পন্ন একটি দ্রব্যের ক্ষেত্রে দর পরিবর্তনের প্রভাব কী হবে? 

উত্তরঃ সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান সম্পন্ন একটি দ্রব্যের দাম বাড়লে বা কমলেও যোগানের পরিমাণ একই থাকে। 

প্রশ্ন ৩৪। উপাদানসমূহের দর বৃদ্ধি যোগান রেখার কী ধরনের স্থানান্তর সাক্ষা করবে ?

উত্তরঃ উপাদানসমূহের দর বৃদ্ধি হলে যোগান রেখা বামদিকে স্থানান্তরিত হবে।

প্রশ্ন ৩৫। মোট উৎপাদন শূন্য হলে, মোট পরিবর্তনশীল ব্যয় ____ হবে। (শন্যস্থান পূর্ণ করো) 

উত্তরঃ শূন্য।

প্রশ্ন ৩৬। গড় উৎপাদন রেখার আকৃতি কীরূপ ? 

উত্তরঃ U- আকৃতির। 

প্রশ্ন ৩৭। একটি প্রতিষ্ঠানের প্রান্তিক ব্যয় রেখা এবং যোগান রেখার সম্পর্ক কী ?

উত্তরঃ নির্দিষ্ট দামে উৎপাদকেরা যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে যোগান রেখা তা প্রতিফলিত করে। প্রান্তিক ব্যয় রেখাও তাহাই নির্দেশ করে।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। উপাদান এবং উৎপাদনের মধ্যে পার্থক্য নিরূপণ করো।

উত্তরঃ কোন বস্তু উৎপাদন করার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয়, সেগুলিকে উৎপাদনের উপাদান বলা হয়। অর্থবিজ্ঞানে চারটি উপাদানের উল্লেখ আছে – ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।

উপযোগিতা সৃষ্টিকারী দ্রব্যের বিনিময় মূল্য থাকলে তখন তাকে উৎপাদন বলে। উৎপাদন উপাদানের ওপর নির্ভরশীল। যেমন – বীজকে কৃষিকার্যের মাধ্যমে ফসলে রূপান্তরিত করা, কাঁচামালকে উৎপন্ন দ্রব্যে রূপান্তরিত করা।

প্রশ্ন ২। স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। অথবা, উৎপাদনের স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান বলতে কী বোঝ ? উদাহরণসহ লেখো।

উত্তরঃ স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদানের মধ্যে পার্থক্য নিম্নরূপ:

(১) স্থির উপাদানগুলো উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না। উৎপাদন বাড়লে বা কমলে স্থির উপাদান একই থাকে। কিন্তু পরিবর্তনশীল উপাদানগুলো উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে। উৎপাদন বাড়লে পরিবর্তনশীল উপাদান বাড়বে, উৎপাদন কমলে পরিবর্তনশীল উপাদান কমবে।

(২) স্থির উপাদানের উদাহরণ হল- ভূমি, যন্ত্রপাতি। পরিবর্তনশীল উপাদানের উদাহরণ হল কাঁচামাল, অস্থায়ী শ্রমিক।

(৩) স্থির উপাদান স্বল্পকালে পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল উপাদান স্বল্পকালেও পরিবর্তন হয়।

প্রশ্ন ৩। হ্রস্বকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

উত্তরঃ হ্রস্বকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য নিম্নরূপ :

(১) হ্রস্বকালে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির জন্য শুধু পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন করা যায়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন বৃদ্ধির জন্য সকল ধরনের স্থির ও সক্রিয়তা পরিলক্ষিত পরিবর্তনশীল উপাদানগুলোর পরিবর্তন করা যায়। 

(২) হ্রস্বকালে দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদার অধিক হয় কিন্তু দীর্ঘকালে যোগান এবং চাহিদা উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। 

প্রশ্ন ৪। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি লেখো। 

উত্তরঃ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মতে, অন্যান্য উপাদানগুলো অপরিবর্তিত রেখে যদি একটি পরিবর্তনশীল উপাদান ক্রমাগত বৃদ্ধি করা হয়, তাহলে পরিবর্তনশীল উপাদানের প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট স্তরের পর কমতে থাকবে। 

প্রশ্ন ৫। পরিবর্তনশীল অনুপাত বিধিটি লেখো।

উত্তরঃ অন্যান্য উপাদানগুলো স্থির রেখে একটিকে পরিবর্তন করে মোট উৎপাদনের পরিমাণের পরিবর্তন যে বিধি বিশ্লেষণ করে, তাকে পরিবর্তনশীল অনুপাত বিধি বলে। এই বিধির মতে, প্রথমে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে, পরবর্তীতে ধীরে ধীরে মোট উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পাবে।

প্রশ্ন ৬। কোন্ অবস্থায় উৎপাদন কার্য ক্রমবর্ধমান উৎপাদন (increasing returns to scale) নিশ্চিত করে?

উত্তরঃ উৎপাদনের প্রথম পর্যায়ে পরিবর্তনশীল উপাদানের পরিমাণ অপেক্ষা স্থির উপাদানের পরিমাণ অধিক হয়। এই কারণে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হয়। তা ছাড়াও উৎপাদনের উপাদানের অবিভাজনীয়তার জন্য প্রতিদান মাত্রা ক্রমবর্ধমান হয়। অবিভাজনীয়তা বলতে মেশিন, শ্রম, মূলধন, পরিচালনা প্রভৃতি উপাদান অতি ক্ষুদ্র আকারে না পাওয়াকে বুঝায়। কোন ব্যবসায় প্রতিষ্ঠান যখন বিস্তৃত হয়, তখন প্রতিদানের মাত্রা বৃদ্ধি পায়। কারণ, তখন অবিভাজনীয় উপাদানসমূহের সর্বোচ্চ ক্ষমতাকে প্রয়োগ করা যায়। 

প্রশ্ন ৭। উৎপাদন কার্য কখন ‘সমানুপাত প্রতিদান পরিমাণ (Constant returns to scale) নিশ্চিত করে?

উত্তরঃ ক্রমবর্ধমান প্রতিদান পরিমাণ অনন্তকাল চলতে পারে না। প্রতিষ্ঠানের আয়তন আরও বৃদ্ধি পেলে আভ্যন্তরীণ বায় সংক্ষেপ ও বাহ্যিক বায় সংক্ষেপের পরিবর্তে আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় বৃদ্ধি ঘটে। এই অবস্থায় উৎপাদনের ওপর প্রতিদান সমহারে বৃদ্ধি পায়। যার জন্য অপরিবর্তনীয় প্রতিদান মাত্রা কার্যকর হয়। অর্থাৎ উৎপাদন উপাদান সম্পর্ক সম অবস্থাতে থাকে।

প্রশ্ন ৮। হ্রস্বকালীন প্রান্তিক ব্যয় রেখা ‘U’ আকৃতির হওয়ার কারণ কী?

উত্তরঃ প্রথম অবস্থায় ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হওয়ায় প্রান্তিক ব্যয় কম থাকে এবং অবশেষে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকরী হওয়ায় প্রান্তিক বায় বৃদ্ধি পায়। এজন্য হ্রস্বকালীন প্রান্তিক ব্যয় রেখা ‘U’ আকৃতির হয়। 

প্রশ্ন ৯। সমউৎপাদন রেখা (Isoquant) কী? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন দিতে পারা উৎপাদনের উপাদানের বিভিন্ন মিশ্রণ বা জোট সমূহ প্রদর্শনকারী রেখাটিই হলো সম উৎপন্ন রেখা বা Isoquant

ওপরের রেখাচিত্রে তিনটি সম উৎপন্ন রেখা তিনটি পর্যায়ের উৎপাদন বোঝাচ্ছে।

q থেকে q₂ অধিক পরিমাণ উৎপাদন নির্দেশ করে। কিন্তু উপাদানের মিশ্রণে পার্থক্য থাকলেও একই সম উৎপন্ন রেখায় উৎপাদনের পরিমাণ একই থাকবে। 

প্রশ্ন ১০। 5 একক পরিবর্তনশীল উপাদান ব্যবহার করে যদি মোট উৎপাদন হয় 56, গড় উৎপাদন নির্ণয় করো। যদি পরিবর্তনশীল উপাদানকে আরও 1 এককে বাড়িয়ে দেওয়া হয়, তার ফলে মোট উৎপাদন হয় 57; তাহলে প্রান্তিক উৎপাদন কত হবে ?

উত্তরঃ

∴ গড় উৎপাদন = 11.2 একক

প্রান্তিক উৎপাদন = 1একক।

প্রশ্ন ১১। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির কার্যকারিতার পেছনে থাকা কারণ দুটি লেখো।

উত্তরঃ (১) ক্রমহ্রাসমান উৎপাদন বিধি সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় যেখানে উৎপাদনের কোন একটি উপাদান স্থির থাকে এবং অন্যান্য উপাদানসমূহের বৃদ্ধি হয়। যেমন – কৃষিক্ষেত্রে ভূমির যোগান স্থির থাকার ফলে এই বিধিটি কার্যকরী হয়।

(২) অপূর্ণ উপাদান বিকল্পের জন্যও এই বিধিটি কার্যকর হয়। যেমন – শ্রমের বিকল্প মূলধন সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। 

প্রশ্ন ১২। উৎপাদন ফলন কাকে বলে ?

উত্তরঃ উৎপাদনের উপাদানসমূহের সংমিশ্রণের ফলে যখন কোন সামগ্রীর উৎপাদন হয়। অথবা উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়, তাকে উৎপাদন ফলন বা উৎপাদন কার্য বলে।

সূত্রাকারে উৎপাদন ফলন হল –

Q = f (L, K, D)

Q = উৎপাদনের পরিমাণ

f = কার্যকরী সম্বন্ধ

L = শ্রমিক

K, D = উৎপাদনের অন্যান্য উপাদান।

প্রশ্ন ১৩। শ্রমিকের (L) মোট উৎপাদন নিচে দেওয়া হল। গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন তালিকা প্রস্তুত করো।

শ্রমিক (L)01234567
মোট উৎপাদন (TP)010254560738392

উত্তরঃ          

শ্রমিক (L)মোট উৎপাদন (TP)গড় উৎপাদন (AP)প্রান্তিক উৎপাদন (MP)
00
1101010
22512.515
3451520
4601515
57314.613
68313.810
79213.19

প্রশ্ন ১৪। নিচে শ্রমিকের গড় উৎপাদন দেওয়া হল (AP)। মোট উৎপাদন তালিকা (TP) এবং প্রান্তিক উৎপাদন (MP) তালিকা প্রস্তুত করো।

শ্রমিক (L)1234567
গড় উৎপাদন (AP) 10 111215151312

উত্তরঃ 

শ্রমিক (L) গড় উৎপাদন (AP) মোট উৎপাদন (TP) প্রান্তিক উৎপাদন (MP)
1101010
2112212
3123614
4156024
5157515
613783
712846

প্রশ্ন ১৫। শ্রমের প্রান্তিক উৎপাদন (MP) দেওয়া হল। মোট উৎপাদন তালিকা (TP) এবং গড় উৎপাদন তালিকা (AP) বের করো।

শ্রমিক (L)প্রান্তিক উৎপাদন (MP)
110
212
315
417
516
615
714
812

উত্তরঃ 

শ্রমিক (L) প্রান্তিক উৎপাদন (MP) মোট উৎপাদন (TP) গড় উৎপাদন (AP)
1101010
2122211
3153712.3
4175413.5
5167014
6158514.1
7149914.1
81211113.8

প্রশ্ন ১৬। 5 টি সামগ্রী (Q) উৎপাদন করতে মোট ব্যয় (TC) হয় 70 টাকা। যদি গড় স্থির ব্যয় (AFC) 4 টাকা হয়, গড় ব্যয় (AC) এবং গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে, মোট ব্যয় (TC) = 70 টাকা

উৎপাদনের পরিমাণ (Q) = 5 একক

গড় স্থির ব্যয় (AFC) = 4 টাকা

গড় ব্যয় (AC) = TC ÷ Q 

= 70 ÷ 5 

= 14 টাকা

গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) = AC – AFC

= 14 – 4 = 10 টাকা

তাই AC = 14 টাকা, AVC = 10 টাকা৷

প্রশ্ন ১৭। একটি ব্যবসা প্রতিষ্ঠানের 15 একক উৎপাদন করতে মোট স্থির ব্যয় 100 টাকা হয়। উৎপাদনের পরিমাণ 30 এককে বৃদ্ধি পেলে হ্রস্বকালীন স্থির ব্যয় কত হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তরঃ আমরা জানি, স্বল্পকালে উৎপাদন বাড়লে বা কমলে স্থির ব্যয় একই থাকে। এমনকী সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকলেও স্থির ব্যয় বহন করতে হয়। সুতরাং উৎপাদনের পরিমাণ 15 থেকে বৃদ্ধি হয়ে 30 একক হলেও স্থির ব্যয় সমান থাকবে অর্থাৎ হ্রস্বকালে স্থির ব্যয় হবে 100 টাকা।

প্রশ্ন ১৮। ডানদিকের সঙ্গে বাঁ দিক মেলাও:

AB
(a) পরিবর্তনশীল উৎপাদন বিধি(i) U আকৃতির
(b) উৎপাদন মাত্রার প্রতিদান(ii) হ্রস্বকাল
(c) দীর্ঘকালীন গড় ব্যয় রেখা(iii) দীর্ঘকাল

উত্তরঃ 

AB
(a) পরিবর্তনশীল উৎপাদন বিধি(ii) হ্রস্বকাল।
(b) উৎপাদন মাত্রার প্রতিদান(iii) দীর্ঘকাল।
(c) দীর্ঘকালীন গড় ব্যয় রেখা(i) U-আকৃতির।

প্রশ্ন ১৯। মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়-এর অর্থ লেখো।

উত্তরঃ স্থায়ী উপাদান ক্রয় করার জন্য উৎপাদনের সর্বমোট যে ব্যয় হয়, তাকে মোট স্থির ব্যয় বলে।

পরিবর্তনশীল উপাদান ব্যবহার করার জন্য উৎপাদকের সর্বমোট যে ব্যয় হয়, তাকে মোট পরিবর্তনশীল ব্যয় বলে।

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির দুটি সীমাবদ্ধতা লেখো।

উত্তরঃ (ক) উৎপাদন পদ্ধতি বা কৌশলের উন্নতি হলে এই বিধি কার্যকরী হয় না।

(খ) ক্রমহ্রাসমান উৎপাদন বিধি উৎপাদনের প্রাথমিক স্তরে কার্যকরী হয় না।

প্রশ্ন ২। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির দুটি অনুমান বা স্বীকার্য লেখো।

উত্তরঃ (ক) উৎপাদন কৌশলের পরিবর্তন হবে না।

(খ) পরিবর্তনশীল উপাদানের প্রতিটি একক সমজাতীয় হবে।

প্রশ্ন ৩। মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম কয় প্রকার ও কী কী?

উত্তরঃ মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম তিন প্রকার-

(ক) সমহার মাত্রাবৃদ্ধির প্রতিদান।

(খ) ক্রমবর্ধমান মাত্রাবৃদ্ধির প্রতিদান।

(গ) ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান।

প্রশ্ন ৪। উৎপাদনের তিনটি স্তরের নাম লেখো।

উত্তরঃ শ্রমিক, কাঁচামাল, শক্তি।

প্রশ্ন ৫। মোট বিক্রি আয়ের সংজ্ঞা দাও।

উত্তরঃ কোন একটি উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্যসমূহ বিক্রয় করে যে আয় সংগ্রহ করে, তাকেই মোট বিক্রি আয় বলে।

সূত্রাকারে, TR = AR x Q

এখানে, TR = মোট বিক্রি আয়

AR = গড় আয়

Q = মোট বিক্রি হওয়া দ্রব্যের সংখ্যা।

উদাহরণস্বরূপ, কোন একজন বিক্রেতা 20 টাকা মূল্যে 100 টি বই বিক্রি করলে মোট বিক্রি আয়ের পরিমাণ হবে – 20 x 100 = 2000 টাকা।

প্রশ্ন ৬। গড় বিক্রি আয়ের সংজ্ঞা লেখো।

উত্তরঃ প্রতিটি একক বিক্রি করে যা পাওয়া যায়, তাকেই গড় বিক্রি আয় বা AR বলে৷

সূত্রাকারে, AR = TR/Q

এখানে, TR = মোট বিক্রি আয়

AR = গড় বিক্রি আয়

Q = মোট বিক্রি হওয়া দ্রব্যের সংখ্যা

উদাহরণস্বরূপ, কোন একজন বিক্রেতা 100 টি বই 2000 টাকায় বিক্রি করলে গড় বিক্রি আয় হবে 20 টাকা।

প্রশ্ন ৭। প্রান্তিক বিক্রি আয়ের (Marginal Revenue) সংজ্ঞা লেখো।

উত্তরঃ এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রয় করে যে অতিরিক্ত আয় হয়, তাকে প্রান্তিক বিক্রি আয় (Marginal Revenue) বলে।

সূত্রাকারে, MR = ΔTR/ΔQ

উদাহরণস্বরূপ, বিক্রেতা 20 টি বই বিক্রয় করে মোট বিক্রি আয় হল 2000 টাকা।

কিন্তু 21 টি বই বিক্রি করে যদি মোট বিক্রি আয়ের পরিমাণ 2018 টাকা হয়, তাহলে প্রান্তিক বিক্রি আয়ের পরিমাণ হবে 18 টাকা।

প্রশ্ন ৮। মাত্রার প্রতিদান কাকে বলে?

উত্তরঃ দীর্ঘকালীন অবস্থায় উপাদান এবং উৎপন্নের মধ্যে সম্পর্ককেই মাত্রার প্রতিদান বলে। মাত্রার প্রতিদান ব্যাখ্যার ক্ষেত্রে সকল উপাদানগুলো পরিবর্তনশীল বলে ধরে নিয়ে উপাদান-উৎপন্ন সম্পর্ক ব্যাখ্যা করা হয়।

প্রশ্ন ৯। উৎপাদন বিধি বা প্রতিদান বিধি কত প্রকার ও কী কী?

উত্তরঃ উৎপাদন বিধি তিন প্রকারের। 

সেগুলো হল-

(ক) ক্রমহ্রাসমান উৎপাদন বিধি।

(খ) ক্রমবর্ধমান উৎপাদন বিধি।

(গ) সমানুপাত উৎপাদন বিধি।

প্রশ্ন ১০। যোগানের সূত্র বা যোগান বিধি লেখো।

উত্তরঃ অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দাম বৃদ্ধি হলে এর যোগান বৃদ্ধি পাবে এবং দাম হ্রাস পেলে যোগানও হ্রাস পাবে। এভাবে যোগানের সূত্র প্রকাশ করা যায়।

প্রশ্ন ১১। যোগান বিধির দুটি অনুমান/ স্বীকার্য/ অভিধারণা লেখো।

উত্তরঃ (ক) দ্রব্যটির উৎপাদন ব্যয়ের কোন পরিবর্তন হয় না।

(খ) বিকল্প দ্রব্যের দামের কোন পরিবর্তন হয় না।

প্রশ্ন ১২। যোগান বিধির দুটি ব্যতিক্রম বা সীমাবদ্ধতা লেখো।

উত্তরঃ (ক) বিক্রেতার যদি হঠাৎ নগদ অর্থের প্রয়োজন হয়, তাহলে কম দামেও নজুত দ্রব্য বিক্রয় করতে পারে।

(খ) অতি দুষ্প্রাপ্য বস্তুর যোগান স্থির থাকে। দাম বাড়লেও যোগান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না।

প্রশ্ন ১৩। একক স্থিতিস্থাপক যোগান মানে কী?

উত্তরঃ দামের পরিবর্তন যে হারে হয়, যোগানের পরিবর্তন যদি একই হারে হয়, তখন একে বলা হয় একক স্থিতিস্থাপক যোগান।

প্রশ্ন ১৪। যোগানের দাম স্থিতিস্থাপকতা মানে কী?

উত্তরঃ দামের পরিবর্তিত অবস্থায় যোগানের যে পরিবর্তন সংঘটিত হয়, তাকে যোগানের দাম স্থিতিস্থাপকতা বলে। সূত্রাকারে বলা যায়,

যোগানের দাম স্থিতিস্থাপকতা = যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন/ দামের শতকরা পরিবর্তন

প্রশ্ন ১৫। যোগান নির্ধারককারী বিষয়সমূহ উল্লেখ করো।

উত্তরঃ (ক) সংশ্লিষ্ট দ্রব্যের দাম।

(খ) সম্পর্কিত দ্রব্যের দাম।

(গ) উপাদান সমূহের দাম।

(ঘ) কলাকৌশলগত অবস্থা।

প্রশ্ন ১৬। স্থিতিস্থাপক যোগান কাকে বলে?

উত্তরঃ দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয় তা অপেক্ষা যোগানের পরিমাণের পরিবর্তন বেশি হলে সেই যোগানকে স্থিতিস্থাপক যোগান বলে।

প্রশ্ন ১৭। অস্থিতিস্থাপক যোগান কাকে বলে?

উত্তরঃ দাম পরিবর্তনের অনুপাত অপেক্ষা যোগান পরিবর্তনের অনুপাত যদি কম হয়, তাহলে সেই যোগানকে অস্থিতিস্থাপক যোগান বলে।

প্রশ্ন ১৮। যোগান রেখা কী?

উত্তরঃ যোগান অনুসূচি থেকে রৈখিক আকারে বিভিন্ন যোগানের পরিমাণ স্পর্শ করে যে রেখা অংকন করা হয় তাকে যোগান রেখা বলে। যোগান রেখা দ্রব্যের যোগানের পরিমাণ এবং দামের সম্পর্ক ব্যাখ্যা করে। দাম বাড়লে যোগান বাড়ে, আবার দাম কমলে যোগান কমে। ফলে যোগান রেখা উর্দ্ধগামী হয়।

প্রশ্ন ১৯। ‘উপাদানের প্রতিদান’ মানে কী?

উত্তরঃ যখন উৎপাদনের সকল উপাদান স্থির হারে থাকে, শুধু একটি উপাদানের হারের বৃদ্ধি বা হ্রাস করে উৎপাদনের পরিমাণ নিরূপণ করা হয়, তখন তাকে উপাদানের প্রতিদান বলা হয়। আধুনিক অর্থনীতিবিদরা একে পরিবর্তিত অনুপাত বিধি বলে উল্লেখ করেছেন।

প্রশ্ন ২০। উৎপাদকের আচরণ কী?

উত্তরঃ অর্থনীতিতে উৎপাদন কার্য বিশেষ গুরুত্বপূর্ণ। উৎপাদক ভোক্তার জন্যই দ্রব্য উৎপাদন করে। চাহিদাই উৎপাদনের সৃষ্টি করে। এক সামগ্রী থেকে অন্য সামগ্রী উৎপাদন করে ব্যবহারযোগ্য করে তোলার সামগ্রিক ব্যবস্থাকে উৎপাদকের আচরণ বলা হয়।

প্রশ্ন ২১। পরিবর্তনশীল অনুপাতের বিধিটির যে কোনো দুটি অভিধারণা লেখো।

উত্তরঃ পরিবর্তনশীল অনুপাত বিধির দুটি অভিধারণা হল-

(ক) এই বিধি অপরিবর্তিত প্রযুক্তি স্বীকার্য হিসাবে গ্রহণ করেছে।

(খ) এই বিধি পরিবর্তনশীল উপাদানের সবগুলি একক অভিন্ন হবে বলে অনুমান করেছে।

প্রশ্ন ২২। অস্থিতিস্থাপক যোগান কী? একটি অস্থিতিস্থাপক যোগান রেখা অঙ্কন করো।

উত্তরঃ দাম পরিবর্তনের অনুপাত অপেক্ষা যোগান পরিবর্তনের অনুপাত যদি কম হয়, তাহলে সেই যোগানকে অস্থিতিস্থাপক যোগান বলে।

প্রশ্ন ২৩। উৎপাদনের স্থির উপাদান এবং পরিবর্তনশীল উপাদান বলতে কী বোঝ?

উত্তরঃ উৎপন্ন সৃষ্টির জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপাদান নিয়োগ প্রয়োজন। যে সকল উপাদান উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না, তাকে স্থির উপাদান বলে। যেমন – ভূমি, কারখানা, যন্ত্রপাতি।

যে উপাদানগুলো উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে, তাকে পরিবর্তনশীল উপাদান বলে। যেমন – কাঁচামালের অস্থায়ী শমিক।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর

প্রশ্ন ১। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট উৎপাদন রেখা অঙ্কন করো এবং বর্ণনা করো।

উত্তরঃ নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে, তাকে মোট উৎপাদন (TP) বলে।

মোট উৎপাদন একটি তালিকা ও চিত্রের সাহায্যে বোঝানো হলো-

শ্রমিক নিয়োগমোট উৎপাদন (TP)
120
250
390
4120
5140
6150
7150
8140
9120

উপরের তালিকায় স্পষ্ট প্রতিফলিত হচ্ছে, 3 জন শ্রমিক নিয়োগ পর্যন্ত স্থির উপাদান ভূমির উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, তারপর 6 জন শ্রমিক নিয়োগ পর্যন্ত মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। ৪ নং শ্রমিক নিয়োগ থেকে মোট উৎপাদন হ্রাস পেয়েছে।

ওপরের চিত্রে TP হল মোট উৎপাদন রেখা। শ্রমিকের নিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট উৎপাদন রেখা ক্রমহ্রাসমান হারে উর্ধগামী হয় এবং এক নির্দিষ্ট বিন্দুর পর চিত্রে দেখানো মত নিম্নগামী হয়।

প্রশ্ন ২। দীর্ঘকালীন গড় ব্যয় এবং দীর্ঘকালীন প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও এবং চিত্রের সাহায্যে তাদের প্রকৃতি ব্যাখ্যা করো।

উত্তরঃ দীর্ঘকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে দীর্ঘকালীন গড় ব্যয় পাওয়া যায়।

LRAC = LRTC/Q

এখানে,

LR = দীর্ঘকালীন

AC = গড় ব্যয়

TC = মোট ব্যয়

Q = উৎপাদনের পরিমাণ

উৎপাদনের একটি অতিরিক্ত একক উৎপাদন করলে দীর্ঘকালীন মোট ব্যয়ের যে বৃদ্ধি হয়, তাকে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় বলে।

আয়তনজনিত ক্রমবর্ধমান প্রতিদান ও ক্রমহ্রাসমান প্রতিদানের জন্যই LRAC এবং LRMC এর U-আকৃতি এর মতই হয়।

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top