SEBA Class 9 বৈচিত্রপূর্ণ আসাম Chapter 9 চুটিয়াগণ

Join Roy Library Telegram Groups

SEBA Class 9 বৈচিত্রপূর্ণ আসাম Chapter 9 চুটিয়াগণ Solutions in Bengali provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. SEBA Class 9 বৈচিত্রপূর্ণ আসাম Chapter 9 চুটিয়াগণ Question Answer in Bengali is made for SEBA Board Students. We ensure that You can completely trust this content. SEBA Class 9 বৈচিত্রপূর্ণ আসাম Chapter 9 চুটিয়াগণ Notes in Bengali If you learn from us then don’t need to buy any other books for text book Solutions.

SEBA Class 9 বৈচিত্রপূর্ণ আসাম Chapter 9 চুটিয়াগণ

Here we will provide you Boichirapurna Assam complete Question Answer in Bengali Medium নবম শ্রেণীর বৈচিত্রপূর্ণ আসাম , SEBA Class 9 বৈচিত্রপূর্ণ আসাম Chapter 9 চুটিয়াগণ Suggestions If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.

বৈচিত্রপূর্ণ আসাম

[ চুটিয়াগণ ]

পাঠ্যভিত্তিক প্রশ্ন এবং উত্তর-

১। চুটিয়াদের আদি বাসস্থান কোথায় ছিল ?

উত্তরঃ হিমালয়ের উত্তরে মানস সরােবরের পূর্বে অবস্থিত স্বাত সরােবরের পাশ্ববর্তী অঞ্চলে চুটিয়াদের আদি বাসস্থান ছিল। সেখান থেকে তারা সােঅনসিরি নদীর পাড়ে পাড়ে পশ্চিমদিকে বর্তমান লখিমপুর অঞ্চলে উপনীত হয়।

২। চুটিয়া শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছিল ?

উত্তরঃ স্বাতিয়া শব্দ থেকে চুটিয়া শব্দের উৎপত্তি হয়েছিল।

৩। চুটিয়াদের একজন বীরাঙ্গনার নাম লেখাে।

উত্তরঃ চুটিয়াদের বীরাঙ্গনার নাম সতী সাধিনী।

৪। নিম্নলিখিত যে কোনাে একজন মানুষের সম্পর্কে সংক্ষেপে লেখাে।

S.L. No.Group – A সূচীপত্র
পাঠ – ১গৌরাঙ্গের বাল্যলীলা
পাঠ – ২খাই খাই
পাঠ – ৩ধূলামন্দির
পাঠ – ৪কবর
পাঠ – ৫মনসামঙ্গল
পাঠ – ৬প্রত্যুপকার
পাঠ – ৭ছুটি
পাঠ – ৮ডাইনী
পাঠ – ৯পিপলান্ত্ৰি গ্ৰাম
পাঠ – ১০অ্যান্টিবায়ােটিক ও পেনিসিলিনের কথা
পাঠ – ১১লড়াই
পাঠ – ১২আমরা
পাঠ – ১৩আগামী
পাঠ – ১৪আত্মকথা
পাঠ – ১৫ভারতবর্ষ
পাঠ – ১৬ব্যাকরণ
পাঠ – ১৭রচনা
S.L. No.Group – B বৈচিত্রপূর্ণ আসাম
পাঠ – ১আহােমগণ
পাঠ – ২কাছাড়ের জনগােষ্ঠী
পাঠ – ৩কারবিগণ
পাঠ – ৪কোচ রাজবংশীগণ
পাঠ – ৫গড়িয়া, মরিয়া ও দেশীগণ
পাঠ – ৬গারােগণ
পাঠ – ৭সাঁওতালগণ
পাঠ – ৮চা জনগােষ্ঠী
পাঠ – ৯চুটিয়াগণ
পাঠ – ১০ঠেঙাল কছারিগণ
পাঠ – ১১ডিমাসাগণ

(ক) সােনারাম চুটিয়া

(খ) ড. স্বর্ণলতা বরুয়া

(গ) চিদানন্দ শইকিয়া

(ঘ) কোষেশ্বর বরুয়া

উত্তরঃ (ক) সােনারাম চুটিয়া – বর্তমান যােরহাট জেলার কাকজান অঞ্চলের বাম কুকুরাচোয়া গ্রামে ১৯১৫ খ্রিস্টাব্দে সােনারাম চুটিয়া জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৫ সালে পাঁচটি বিষয়ে লেটার নম্বরসহ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কটন কলেজ থেকে সুখ্যাতি সহ বিজ্ঞান শাখায় স্নাতক হয়েছিলেন। তিনি সংস্কারকামী মনােভাবে উদ্বুদ্ধ হয়ে শ্ৰীমন্ত শংকরদেব সংঘে যােগদান করেন এবং নয়টি কার্যকাল পদাধিকারী হিসাবে কার্য সম্পাদন করেন। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থগুলি হল- অসমের বৈষ্ণব দর্শনের রূপরেখা, নামধর্ম প্রকাশ, মহাপুরুষ শ্রীহরিদেব চরিত, ভাগবত মাহাত্ম, মহাপুরুষীয়া ধর্ম জিজ্ঞাসা, বেদ ও মহাপুরুষীয়া ধর্ম ইত্যাদি। শ্ৰীমন্ত শংকরদেব সংঘ শ্ৰীমন্ত শংকরদেব মাধবদেব পুরস্কার এবং বৈষ্ণব পণ্ডিত’ উপাধি প্রদান করে জীবনজোড়া অবদানের প্রতি যথাযােগ্য স্বীকৃতি পেয়েছিলেন।

(খ) ড. স্বর্ণলতা বরুয়া – ড. স্বর্ণলতা বরুয়াউত্তর পূর্বাঞ্চলের একমাত্র মহিলা বুরঞ্জীবিদ হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন। চুটিয়া জাতীর বুরঞ্জী’র মুখ্য সম্পাদিকা A comprehensive History of Assam, Last Day of Ahom Monarchy – A History of Assam From 1769-1826 প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন। উল্লেখযােগ্য যে, এর Status of Women in Non-Tribal Societies of Assam নামক গবেষণাপত্রটি বিশেষ সমাদর লাভ করেছিল।

(গ) চিদানন্দ শইকিয়া – বর্তমান গােলাগাট জেলার দ গাঁও-এ ১৯২৪ খ্রিস্টাব্দে চিদানন্দ শ‍ইকিয়া জন্মগ্রহণ করেন। তিনি আজীবন শিক্ষাব্রতী, স্বাধীনতা সংগ্রামী সাম্যবাদী দর্শনের সমর্থক ছিলেন। তাঁর রচিত উল্লেখযােগ্য গ্রন্থ হল- ‘সােভিয়েত নারী, ‘সীমান্ত গান্ধী’, ‘মহর্ষি কার্লমার্ক্স’, ‘আগুনে পােড়া সােনা’, ‘শংকর বয়া’, ‘খেরিয়া ইত্যাদি। এছাড়াও তিনি বেশ কয়েকটি গ্রন্থ সম্পাদনা করেছিলেন। তিনি সােভিয়েত দেশ নেহরু পুরস্কার, সাহিত্যিক পেনশন এবং শিক্ষক পুরস্কার লাভ করেছিলেন। অসমের সাংবাদিকতার জগতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

(ঘ) কোযেশ্বর বরুয়া – লখিমপুর জেলার ঢলপুর মৌজার বরথেকেরাবাড়ি গ্রামে কোষেশ্বর বরুয়া জন্মগ্রহণ করেন। অসম সরকারের সাহিত্যিক পেনসন প্রাপক মানুষটি বিভিন্ন বিষয়ে গ্রন্থ প্রণয়ন করে অসমিয়া সাহিত্য জগৎকে আলােকিত করেছেন। তাঁর রচিত গ্রন্থরাজি হল-কলেজর দুবরি বন, অনুভব, লগন, আগন্তুক, প্রজন্মর উমানত ইত্যাদি কবিতা সংকলন। ধন্য জন্ম ভারতবরিষে, জননেতা ভীমবর দেউরি, ঐতিহাসিক বিবর্তনে অসমের চুটিয়া জনগােষ্ঠী, চুটিয়া রাজা রত্নধ্বজ পাল ইত্যাদি প্রধান। তাছাড়াও তিনি দু’খানা গানের সংকলন করেছিলেন। তিনি ড. আম্বেদকর ফেলােশিপ এবং অসম সরকারের প্রদান করা সতী সাধিনী পুরস্কার লাভ করেছিলেন।

৫। চুটিয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তরঃ অসমের আদিম জনগােষ্ঠীর ভিতরে চুটিয়াগণ অন্যতম। অহােম স্বৰ্গদেউ চুহুংমুং ডিহিঙীয়া রাজার রাজত্বকালে চুটিয়া রাজ্য অহােম রাজ্যের অন্তর্গত হয়। চুটিয়াদের বীরাঙ্গনা নারী সতী সাধনী। তিনি অহােমদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং অহােমদের বশ্যতা স্বীকার না করে মৃত্যুকেই শ্রেয় বলে চন্দনগিরি পর্বত থেকে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছিলেন।

হিমালয়ের উত্তরে মানস সরােবরের পূর্বে থাকা স্বাত সরােবরের পার্শ্ববর্তী অঞ্চলে চুটিয়াদের আদিম বাসস্থান ছিল। চুটিয়াদের রাজত্ব করা শদিয়া রাজ্যের পুরনাে নাম ছিল কুণ্ডিল নগর। চুটিয়াগণ নিজেদের বিদর্ভরাজ ভীষ্মক- এর বংশধর বলে পরিচয় দেন। এরা দেবী উপাসক। নরবলি সহযােগে তাম্ৰেশ্বরী দেবীর পুজো করতেন। স্বৰ্গদেও গৌরীনাথ সিংহের শাসনকাল থেকেই নরবলি প্রথা বন্ধ হয়েছিল।

চুটিয়াগণ ভাস্কর্য শিল্পেও ঋদ্ধ ছিলেন। মৃত পাখির সঙ্গে বিষ্ণুমূর্তি, শিব পার্বতীর মূর্তি, সূর্যের মূর্তি, তাম্বেশ্বরী মন্দির ইত্যাদি তাঁদের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় বহন করে। তাছাড়াও সােনার তৈরি ডুগডুগি, সােনালি গলপতা, সােনার কেরু, সােনা ও রূপার গামখারু, চন্দ্রহার, সােনার বেড়াল, তিনভাজের সিংহাসন ইত্যাদি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

চুটিয়া জনগােষ্ঠীর বহুলােক অসমিয়া জাতীর জীবনে অভূতপূর্ব অবদান রেখে গেছেন।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top