SEBA Class 10 Science MCQ Chapter 6 জীবন প্রক্রিয়া, Bengali Medium Students will find the SEBA Class 10 Science Multiple Choice Question Answer in Bengali very useful for exam preparation. Class 10 Science Important Notes in Bengali, Class 10 Science MCQ Chapter 6 জীবন প্রক্রিয়া The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 10 Science Objective types Question Answer in Bengali, Class 10 Science MCQ and Short Type Question Answer by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board Class 10 Science MCQ Chapter 6 জীবন প্রক্রিয়া The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
SEBA Class 10 Science MCQ Chapter 6 জীবন প্রক্রিয়া
NCERT Class 10 Science Multiple Choice Notes in Bengali, Class 10 Science Objective Types Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 10 Science MCQ Solution in Bengali, Class 10 Science Objective types in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA MCQ Questions for Class 10 Science with answers pdf, will be able to solve all the doubts of the students. SEBA Class X Science MCQ Suggestion in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA BOARD HSLC Class 10 Science MCQ in Bengali Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
জীবন প্রক্রিয়া
বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ
1. মানব দেহে বৃক্ক থাকে-
(a) পুষ্টির জন্য।
(b) শ্বসনের জন্য।
(c) রেচনের জন্য।
(d) পরিবহন তন্ত্রের অংশ।
উত্তরঃ (c) রেচনের জন্য।
2. উদ্ভিদের জাইলেম কলার কাজ হল-
(a) জল পরিবহন।
(b) খাদ্য পরিবহন।
(c) এমিনো এসিড পরিবহন।
(d) অক্সিজেন পরিবহন।
উত্তরঃ (a) জল পরিবহন।
3. স্বপোষিত পুষ্টির জন্য প্রয়োজন
(a) কার্বন ডাই-অক্সাইড এবং জল।
(b) ক্লোরোফিল।
(c) সূর্যালোক।
(d) উপরের সব কয়টি।
উত্তরঃ (d) উপরের সব কয়টি।
4. আমাদের লালায় থাকা উৎসেচকগুলিকে বলা হয়-
(a) অ্যামাইলেজ।
(b) লাইপেজ।
(c) ট্রিপসিন।
(d) পেপসিন।
উত্তরঃ (a) অ্যামাইলেজ।
5. কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি এর উৎপাদনে পাইরুভেটে ভাঙ্গন ঘটে-
(a) সাইটোপ্লাজমে।
(b) মাইটোকন্ড্রিয়াতে।
(c) ক্লোরোপ্লাষ্টে।
(d) নিউক্লিয়।
উত্তরঃ (c) ক্লোরোপ্লাষ্টে।
6. পাইরুভেট অণু ভাঙ্গিয়া CO₂, H₂O এবং শক্তি উৎপন্ন হওয়া বিক্রিয়াটি সম্পাদিত হয়-
(a) কোষ প্ররসতে।
(b) মাইটোকন্ড্রিয়াতে।
(c) হরিৎকণাতে।
(d) কোষকেন্দ্রে।
উত্তরঃ (b) মাইটোকন্ড্রিয়াতে।
7. প্রাণীর পুষ্টি-
(a) স্বপোষিত।
(b) পরপোষিত।
(c) পূর্ণগ্রাসী।
(d) মৃতজীবী পোষী পুষ্টি।
উত্তরঃ (b) পরপোষিত।
8. নীচের কোনটি একপ্রকার অন্তঃপরজীৱী-
(a) মাছি।
(b) মশা।
(c) জোঁক।
(d) প্লাজমোডিয়াম ভাইভেক্স।
উত্তরঃ (d) প্লাজমোডিয়াম ভাইভেক্স।
9. কার্বোহাইড্রেট একপ্রকার-
(a) শক্তি উৎপাদনকারী।
(b) দেহগঠনকারী।
(c) দেহসংরক্ষক।
(d) অ্যান্টিবডী।
উত্তরঃ (a) শক্তি উৎপাদনকারী।
10. নীচের কোনটি বিপাককার্য নিয়ন্ত্রিত করা পুষ্টিদ্রব্য-
(a) কার্বোহাইড্রেট।
(b) স্নেহদ্রব্য।
(c) ভিটামিন।
(d) প্রোটিন।
উত্তরঃ (c) ভিটামিন।
11. নীচের কোনটি শর্করা প্রাণীদেহে পাওয়া যায় অথচ উদ্ভিদে পাওয়া যায় না-
(a) গ্লুকোজ।
(b) ফ্রুকটোজ।
(c) মলটোজ।
(d) লেকটোজ।
উত্তরঃ (d) লেকটোজ।
S.L. NO. | সূচী-পত্ৰ |
পাঠ -১ | রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ |
পাঠ -২ | এসিড, ক্ষার ও লবণ |
পাঠ -৩ | ধাতু এবং অধাতু |
পাঠ -৪ | কার্বন এবং ইহার যৌগ |
পাঠ -৫ | মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাজন |
পাঠ -৬ | জীবন প্রক্রিয়া |
পাঠ -৭ | নিয়ন্ত্রণ ও সমন্বয় |
পাঠ -৮ | জীবের প্রজনন কিভাবে হয় |
পাঠ -৯ | বংশগতি এবং বিবর্তন |
পাঠ -১০ | আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ |
পাঠ -১১ | মানুষের চোখ এবং বর্নময় বিশ্ব |
পাঠ -১২ | বিদ্যুত |
পাঠ -১৩ | বিদ্যুত প্রবাহের চুম্বকীয় প্রভাব |
পাঠ -১৪ | শক্তির উৎস |
পাঠ -১৫ | আমাদের পরিবেশ |
পাঠ -১৬ | প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা |
12. কোন প্রকার যৌগ আমাদের শরীরে অ্যান্টিবডি গঠন করে?
(a) প্রোটিন।
(b) ভিটামিন।
(c) কার্বোহাইড্রেট।
(d) লিপিড।
উত্তরঃ (a) প্রোটিন।
13. উৎসেচকগুলি নীচের কোনটির দ্বারা গঠিত-
(a) ভিটামিন।
(b) স্নেহদ্রব্য।
(c) প্রোটিন।
(d) কার্বোহাইড্রেট।
উত্তরঃ (c) প্রোটিন।
14. নীচের কোনটি দাঁত এবং অস্থির গঠনে প্রয়োজন-
(a) সোডিয়াম।
(b) পটাসিয়াম।
(c) ক্যালসিয়াম।
(d) সালফার।
উত্তরঃ (c) ক্যালসিয়াম।
15. শুধুমাত্র দুধেই পাওয়া একশর্করা হ’ল-
(a) গ্লুকোজ।
(b) ফ্রুকটোজ।
(c) গেলেকটোজ।
(d) মলটোজ।
উত্তরঃ (c) গেলেকটোজ।
16. নীচের কোনটি পাচক উৎসেচক আন্ত্রিক রসে পাওয়া যায়-
(a) রেনিন।
(b) ট্রিপসিন।
(c) ইরেপসিন।
(d) পেপসিন।
উত্তরঃ (b) ট্রিপসিন।
17. মানুষের খাদ্যনলীর কোন অংশে খাদ্য শোষণ হয়?
(a) ডিওডেনাম।
(b) পাকস্থলী।
(c) ক্ষুদ্রান্ত।
(d) কলন।
উত্তরঃ (c) ক্ষুদ্রান্ত।
18. নীচের কোনটি জীব মানুষের শরীরে কলেরা রোগ সৃষ্টিকারী জীব-
(a) কৃমি।
(b) পতংগ।
(c) ব্যাক্টেরিয়া।
(d) প্রটোজোয়া।
উত্তরঃ (c) ব্যাক্টেরিয়া।
19. উদ্ভিদের ক্ষেত্রে অধিকতর ব্যবহারের জন্য এক আভ্যন্তরীণ শক্তি নিম্নোক্ত কোন ধরণের রূপে সঞ্চিত শক্তির ভাণ্ডার হিচাবে থাকে?
(a) শ্বেতসার।
(b) গ্লুকোজ।
(c) গ্লাইকোজেন।
(d) ফ্লুক্টোজ।
উত্তরঃ (a) শ্বেতসার।
20. অবাত শ্বসন সম্পন্ন হয়-
(a) মাইটোকোন্ড্রিয়াত।
(b) ক্লোরোপ্লাষ্টে।
(c) কোষকেন্দ্রে।
(d) কোষ প্ররসে।
উত্তরঃ (d) কোষ প্ররসে।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
21. লালার প্রধান দুইটি কার্য উল্লেখ কর।
উত্তরঃ (i) লালার দ্বারা খাদ্যদ্রব্য পাচিত হয়।
(ii) লালার দ্বারা খাদ্যের ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীবকে ধ্বংস করে।
22. মানুষের লালাটি গ্রন্থিগুলির নাম লিখ।
উত্তরঃ মানুষের লালাটি গ্রন্থিগুলির নাম হইল—
(ক) পেরটিড গ্রন্থি।
(খ) সাবমেক্সিলারী গ্রন্থি।
(গ) সাবলিংগুয়েলি গ্রন্থি।
23. পাকস্থলীর পাচন প্রক্রিয়ায় প্রোটিন উৎসেচকটির নাম কি?
উত্তরঃ পেপসিন।
24. পাকস্থলী রসে থাকা উপাদানগুলির নাম লিখ।
উত্তরঃ পাকস্থলী রসে থাকা উপাদানগুলির নাম হইল যথাক্রমে পেপসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি।
25. পাচক উৎসেচকবিহীন একটি পাচক রসের নাম লিখ।
উত্তরঃ পিত্তরস।
26. অগ্ন্যাশয় রসের প্রোটিন বিশ্লেষণকারী এবং স্নেহবিশ্লেষণকারী উৎসেচকের নাম লিখ।
উত্তরঃ প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক— ট্রিপসিন। স্নেহবিশ্লেষণকারী উৎসেচক— অগ্ন্যাশয় লাইপেজ।
27. আন্ত্রিক রসের প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচকের নাম লিখ।
উত্তরঃ ইরেপসিন।
28. পাকস্থলীতে খাদ্যের কোন্ উপাদানটির পাচন হয়?
উত্তরঃ খাদ্যের প্রোটিন অংশ।
29. লালায় অবস্থিত পাচক উৎসেচকের নাম লিখ।
উত্তরঃ লালার মধ্যে টায়েলিন (Ptyalin) নামক একপ্রকার পাচক উৎসেচক থাকে।
30. পাকস্থলীতে খাদ্যের কোন্ উপাদানটির পাচন হয়?
উত্তরঃ খাদ্যের প্রোটিন অংশ।
31. শোষণ বলিতে কি বুঝ? অন্ত্রের কোন অংশে শোষণের হার সবচাইতে বেশি?
উত্তরঃ পাচনের পর খাদ্যের বড় অণুগুলি খুবই সরল এবং এই সরল অণুগুলি এতই ইহার খাদ্যনালির দেওয়ালের মধ্য দিয়া রক্তে প্রবেশ করে। ইহাকেই বলে খাদ্যের শোষণ ক্ষুদ্রান্ত্রে সরল খাদ্যসমূহের শোষণের হার বেশি।
32. অগ্ন্যাশয় রসে অবস্থিত প্রোটিন পাচক উৎসেচকের নাম লিখ।
উত্তরঃ অগ্ন্যাশয় রসে অবস্থিত তিনটি প্রোটিন পাচক উৎসেচক হইল: ট্রিপ্সিন, কাইমট্রিপসিন এবং কার্বোক্সিপেপ্টাইডেজ।
33. চর্ম দ্বারা শ্বাস-প্রশ্বাস চালানো দুই প্রকার প্রাণীর নাম লিখ।
উত্তরঃ কেঁচো এবং জোঁক।
34. চিংড়ি মাছের শ্বসন অঙ্গটির নাম কি?
উত্তরঃ চিংড়ি মাছের শ্বসন অঙ্গটির নাম হইল –ফুলকা।
35. ব্যাঙাচির শ্বসন অঙ্গটির নাম কি?
উত্তরঃ ফুলকা।
36. অ্যামিবা কোন্ কোষাঙ্গ দ্বারা শ্বসন কার্য চালায়?
উত্তরঃ কোষাবরণ দ্বারা অ্যামিবা শ্বসন কার্য সমাধা করে।
37. অবাত শ্বসন কি অবস্থায় সংঘটিত হয়?
উত্তরঃ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়।
38. গ্লুকোজের অবাত শ্বসনে কি কি উপাদান সৃষ্টি হয়?
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড, ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি উপাদান সৃষ্টি হয়।
39. কোষের ভিতর গ্লুকোজ অণু এবং অক্সিজেনের মধ্যে হওয়া বিক্রিয়াটিকে কি বলা হয়?
উত্তরঃ জারণ বিক্রিয়া।
40. প্রশ্বাসে আমরা কি গ্যাস ত্যাগ করি?
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড।
41. উদ্ভিদের পাতা শ্বসনের জন্য অক্সিজেন কিভাবে যোগান ধরে?
উত্তরঃ পাতায় থাকা পত্ররন্ধ্রের মধ্য দিয়া বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় আহরণ করে।
42. বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডই শ্বসনের জন্য অক্সিজেন কিভাবে আহরণ করে?
উত্তরঃ শ্বসনের জন্য অক্সিজেন বায়ুমণ্ডল থেকে ব্যাপন প্রক্রিয়ায় আহরণ করে।
43. শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত সামগ্রী কি কি?
উত্তরঃ CO₂, জল এবং ATP।
44. পাতায় থাকা সবুজ বিন্দুগুলির নাম লেখো। এগুলো কি কার্য প্রদর্শন করে?
উত্তরঃ সবুজ রং এর বিন্দুগুলি হইল হরিৎকণা (chloroplast) নামক কোষ অংগাণু যেমানে পত্রহরিৎগুলি ছড়াইয়া থাকে। এইগুলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে অত্যাবশ্যকীয়।
45. উচ্চস্তরের উদ্ভিদের পরিবহন তন্ত্রের অঙ্গসমূহ কি কি?
উত্তরঃ উচ্চস্তরের উদ্ভিদের পরিবহন তন্ত্রের অংগসমূহ হল, জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা।
46. কোন্ স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা কোষকেন্দ্র যুক্ত?
উত্তরঃ উটের লোহিত রক্তকণিকা কোষকেন্দ্র যুক্ত।
47. বাম এবং ডান অলিন্দ-নিলয় পথে থাকা ভালভ্ দুইটির নাম কি?
উত্তরঃ বাম অলিন্দ এবং বাম নিলয় পথে থাকা ভালভূট্টির নাম বাইকাস্পিড এবং ডান অলিন্দ-নিলয় পথে থাকা ভালভটির নাম ট্রাইকাস্পিড ভালভ্।
48. দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত বহন করে এনে হৃৎপিণ্ডে যোগান ধরা শিরার নাম কি?
উত্তরঃ ঊধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা।
49. মানুষের রক্তে প্লাজমা ও রক্ত কণার অনুপাত কি?
উত্তরঃ 55 : 45 বা 11 : 9
50. অ্যান্টিবডি গঠন করা শ্বেতরক্ত কণিকাটির নাম কি?
উত্তরঃ লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে।
51. পরিবহনে তন্ত্রের দুইটি প্রধান কার্য উল্লেখ কর।
উত্তরঃ পরিবহন তন্ত্রের দুইটি প্রধান কার্য হইল—
(ক) খাদ্য দ্রবোর পরিবহন।
(খ) নাইট্রোজেনজাতীয় রেচন দ্রব্যের পরিবহন।
52. উচ্চস্তরের উদ্ভিদের পরিবহণতন্ত্রের অংগসমূহ কি কি?
উত্তরঃ উচ্চস্তরের উদ্ভিদের পরিবহণ তন্ত্রের অংগসমূহ হইল – জাইলমে ফ্লোয়েম।
53. প্রাণীর শরীরে উৎপাদিত নাইট্রোজেনজাতীয় রেচন পদার্থগুলির নাম লিখ।
উত্তরঃ প্রাণীর শরীরে উৎপাদিত নাইট্রোজেনজাতীয় রেচন পদার্থগুলি হইল— অ্যামোনিয়া, উরিয়া এবং ইউরিক অ্যাসিড।
54. নাইট্রোজেনজাতীয় বর্জিত পদার্থ অ্যামোনিয়ারূপে নিষ্কাশন করা যে-কোনো চারিটি প্রাণীর নাম লিখ।
উত্তরঃ মাছ, উভচর প্রাণী, গোলকৃমি, কেঁচো, পাখি ইত্যাদি।
55. অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড ছাড়া অন্য নাইট্রোজেনজাতীয় বর্জিত পদার্থগুলির নাম লিখ।
উত্তরঃ ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন ইত্যাদি।
56. স্তন্যপায়ী প্রাণীর মূত্রীষতন্ত্রের সংলগ্ন অঙ্গসমূহের নাম লিখ।
উত্তরঃ বৃক্ক, মূত্রনালি, মূত্রথলী এবং মূত্রপথ।
57. মানুষের এক একটি বৃক্কে কত সংখ্যক বৃদ্ধ নালিকা থাকে?
উত্তরঃ প্রতিটি বৃক্কে প্রায় দশ লক্ষ (মানুষের ক্ষেত্রে) চুলের ন্যায় কুণ্ডলীকৃত বৃক্কনালিকা বা নফ্রন দ্বারা গঠিত।
58. নেফ্রনের প্রধান অংশ দুইটি কি কি?
উত্তরঃ নেফ্রনের প্রধান অংশ দুইটি হইল –
(i) ম্যালপিজিয়াম বডি বা বৃক্ক কণিকা। এবং
(ii) বৃক্কীয় নালিকা।
59. মেরুদণ্ডী প্রাণীর বৃক্ক ব্যতীত অন্যান্য রেচন অঙ্গসমূহের নাম লিখ।
উত্তরঃ মেরুদণ্ডী প্রাণীর বৃক্ক ছাড়া অন্যান্য রেচন অঙ্গসমূহ হইল— চর্ম, ফুসফুস, যকৃৎ এবং অস্ত্র।
60. প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকা চার রকম খাদ্যের উৎসের নাম লেখ।
উত্তরঃ চাউল, আটা, ময়দা, চিনি, আলু ইত্যাদি।
61. কার্বোহাইড্রেট যৌগে কি কি মৌল থাকে?
উত্তরঃ কার্বোহাইড্রেট যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল থাকে।
62. কার্বোহাইড্রেটের সূক্ষ্মতম একককে কি বলে?
উত্তরঃ কার্বোহাইড্রেটের সূক্ষ্মতম একককে শর্করা বলে।
63. দুই প্রকার এক শর্করার নাম লিখ।
উত্তরঃ গ্লুকোজ, গেলেকটোজ, ফ্রুকটোজ।
64. দুধে থাকা এক শর্করাটির নাম লিখ।
উত্তরঃ গেলেকটোজ দুধে পাওয়া যায়।
65. প্রাণীদেহে আছে অথচ উদ্ভিদদেহে নেই, সেই এক-শর্করাটি কি?
উত্তরঃ গেলেকটোজ।
66. প্রাণীদেহে অবস্থিত দুই প্রকার বহু শর্করার নাম লিখ।
উত্তরঃ গ্লাইকোজেন এবং সেলুলোজ।
67. কোন প্রকার শর্করা মানুষ কার্বোহাইড্রেটের মুখ্য খাদ্যরূপে গ্রহণ করে?
উত্তরঃ ‘শ্বেতসার’ বা ‘স্টার্চ’কৈ মানুষে কার্বোহাইড্রেটের মুখ্য খাদ্য হিসাবে গ্রহণ করে।
শূন্যস্থান পূরণ কর:
68. যে ধরণের পুষ্টিতে জীবগুলি তাদের নিজস্ব খাদ্য তৈরি করে তাকে ______ পুষ্টি বলে।
উত্তরঃ স্বপোষিত।
69. যে ধরণের পুষ্টিতে জীবরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না তাকে _____পুষ্টি বলে।
উত্তরঃ পরপোষিত।
70. যে জীব ক্ষয়প্রাপ্ত জৈব উদ্ভিদ বা প্রাণী থেকে তার খাদ্য গ্রহণ করে তাকে বলা হয়_____।
উত্তরঃ মৃতজীবী।
71. অগ্নাশয়ের রসের কার্বোহাইড্রেট বিভাজনকারী এনজাইম_______ নামেও পরিচিত।
উত্তরঃ এমাইলোপসিন।
72. কাঠফুল ছত্রাকের পুষ্টিকে_____ পুষ্টি বলে।
উত্তরঃ মৃতজীবী।
73. উদ্ভিদে খনিজ লবণের অনুপস্থিতির কারণে তারা ________দেখায়।
উত্তরঃ কিছু অভাবজনিত লক্ষণ।
74. আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গনকে _______ বলে।
উত্তরঃ পৃথগীভবন।
75. সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হল একটি জটিল _______ এবং_______ রাসায়নিক বিক্রিয়া।
উত্তরঃ জারণ এবং বিজারণ।
76. _____ ষ্টার্চ সংশ্লেষণের কারখানা।
উত্তরঃ ক্লোরোফিল।
77. সানডিউ একপ্রকার ______ উদ্ভিদ।
উত্তরঃ পতঙ্গভোজী।
78. কলসী উদ্ভিদ একপ্রকার ______ উদ্ভিদ।
উত্তরঃ পতঙ্গভোজী।
79. গ্লাইকোলাইসিস হয় _____।
উত্তরঃ চাইটোপ্লাজমে।
80. গ্লুকোজ, ফ্রুক্টোজ, মলটোজ এবং শ্বেতসারকে একত্রে _______ বলে।
উত্তরঃ শর্করা।
81. ______ একপ্রকার উদ্ভিদজনিত এবং ______ এক প্রকার প্রাণীজনিত বহু শর্করা।
উত্তরঃ সেলুলোজ, গ্লাইকোজেন।
82. শ্বাসযন্ত্রের গ্যাসের বিনিময় প্রক্রিয়াক _______বলা হয়।
উত্তরঃ বাহ্যিক শ্বসন।
83. অ্যামিবা এবং অন্যান্য এককোষী প্রাণীতে শ্বাসযন্ত্রের গ্যাসের আদান প্রদান ঘটে ______।
উত্তরঃ কোষের ঝিল্লি।
84. কীটপতঙ্গের প্রধান শ্বাসঙ্গ হ’ল ______।
উত্তরঃ ট্রেকীয়া।
85. জৈব খাদ্যের জারণের জন্য_______ দরকার।
উত্তরঃ অক্সিজেনের।
86. শ্বাস প্রশ্বাস একটি ______ প্রক্রিয়া।
উত্তরঃ শারীরবৃত্তীয়।
87. _______ প্রোটিনের একক।
উত্তরঃ অ্যামিনো অ্যাসিড।
88. শরীর থেকে বর্জ্য পদার্থ নির্মূল করার প্রক্রিয়াকে_______ বলে।
উত্তরঃ রেচন।
89. অ্যামোনিয়া লিভারে ______রূপান্তরিত হয়।
উত্তরঃ ইউরিয়া।
90. বৃক্কের উত্তল অংশটি হইলো _______।
উত্তরঃ রেনাল ক্যাপসুল।
91. নখ এবং চুলে অবস্থিত প্রোটিনের নাম _________।
উত্তরঃ কেরাটিন।
92. ঘি, মাখন এবং তেলজাতীয় পদার্থকে একত্রে ________বলা হয়।
উত্তরঃ প্রাণীজ লিপিড।
93. দেহের বিপাকীয় ক্রিয়াকলাপে উৎপন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে _______অপসারণ করে।
উত্তরঃ রেচনে।
94. ________ অ্যামিনো অ্যাসিডের বিপাকের ফলে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ তৈরি হয়।
উত্তরঃ প্রোটিন।
95. দাঁত এবং হাড় গঠনে প্রয়োজনীয় মৌলটির নাম ________।
উত্তরঃ ক্যালসিয়াম।
96. জলজ প্রাণীরা _______তাদের মলত্যাগকারী পদার্থ হিসাবে অপসারণ করে।
উত্তরঃ এমোনিয়া।
97. _______হল সমস্ত স্তন্যপায়ী প্রাণী প্রধান মলত্যাগকারী অঙ্গ।
উত্তরঃ বৃক্ক।
We Hope the given MCQ Questions for Class 10 Science With Answer will help you. If you Have any Regarding, Class 10 Science Multiple Choice Question and Answer, drop a comment below and We will get back to you at the earliest.
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.