Class 4 Environment Chapter 1 পরিবার

Join Roy Library Telegram Groups

Class 4 Environment Chapter 1 পরিবার, is a textbook prescribed by the Assam SEBA Board Class 4 Environment in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 4 Environment Chapter 1 পরিবার The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 4 Amader Paribesh Question Answer are free to use and easily accessible.

Class 4 Environment Chapter 1 পরিবার

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. SEBA Class 4 Environment in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 4 Environment Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 4 Environment Question Answer PDF will be able to solve all the doubts of the students. SEBA Class 4 Environment Suggestion, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam SEBA Board Class 4 Environment in Bengali Notes. Class 4 Environment in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

পরিবার

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। সংক্ষিপ্ত উত্তর দেওঃ‌

(ক) কোনো পরিবার কে পরিচালনা করেন ?

উত্তরঃ পরিবারের অভিভাবক কোনো পরিবার পরিচালনা করেন।

(খ) অনিতাদের পরিবারের সদস্য কয়জন ?

উত্তরঃ অনিতাদের পরিবারের সদস্য ৯ জন।

১। অনিতা। 

২। অনিতার বাবা।

৩। অনিতার মা।

৪। অনিতার ঠাকুরদা।

৫। অনিতার ঠাকুরমা।

৬। অনিতার কাকা।

৭। অনিতার কাকিমা।

৮। অনিতার পিসি।

(গ) অনিতাদের পরিবার কোন ধরনের পরিবারের অন্তর্গত ?

উত্তরঃ অনিতাদের পরিবার হল একান্নবর্তী পরিবারের অন্তর্গত।

(ঘ) শশাঙ্কদের পরিবারটি কোন ধরনের পরিবার ?

উত্তরঃ একক পরিবার।

S.L. No.সূচি-পত্র
অধ্যায় -১পরিবার
অধ্যায় -২উৎসব
অধ্যায় -৩জল
অধ্যায় -৪জাতীয় দিবস
অধ্যায় -৫বায়ু
অধ্যায় -৬উদ্ভিদ ও পরিবেশ
অধ্যায় -৭জীব ও পরিবেশ
অধ্যায় -৮ভিন্ন ভিন্ন পরিবেশের উদ্ভিদ
অধ্যায় -৯পরিযায়ী – পাখি
অধ্যায় -১০বীজাণু ও রোগ
অধ্যায় -১১আকস্মিক দুর্ঘটনা
অধ্যায় -১২প্রাকৃতিক সম্পদ
অধ্যায় -১৩শস্য উৎপাদন ও সংরক্ষণ
অধ্যায় -১৪আমাদের ক্ষুদ্র শিল্প
অধ্যায় -১৫গ্রহ ও নক্ষত্রের কথা
অধ্যায় -১৬কম্পিউটার ও যোগাযোগ
অধ্যায় -১৭আমাদের রাজ্যটি
অধ্যায় -১৮আমাদের জেলাসমূহের কিছু কথা

প্রশ্ন ২। শুন্যস্থান পুরণ করো —

(ক) সমাজের প্রাথমিক একক হল __________। 

উত্তরঃ পরিবার।

(খ) কোনো পরিবার শৃংখলাবদ্ধভাববে চলার জন্য , প্রতিটি পরিবারের নিজ নিজ __________ থাকে।

উত্তরঃ নিতি-নিয়ম।

(গ) শশাঙ্ক সুন্দর __________ আঁকে।

উত্তরঃ ছবি।

(ঘ) শিক্ষিকা মহোদয় শশাঙ্ককে গল্প __________ দ্বারা বোঝান।

উত্তরঃ ইঙ্গিত ও অঙ্গভঙ্গি।

প্রশ্ন ৩। উত্তর লেখো —

(ক) একক পরিবার বলতে কি বোঝ ?

উত্তরঃ যে পরিবারে কেবল বাবা – মা ও তাদের ছেলেমেয়েরা একসঙ্গে থাকে, সেই পরিবারকে একক পরিবার বলে।

(খ) শশাঙ্ক কেন আকার ইঙ্গিত দ্বারা কথা বলে ?

উত্তরঃ শশাঙ্ক আকার ইঙ্গিত দ্বারা কথা বলে কারণ সে ভাল করে কথা বলতে পারে না।

(গ) একান্নবর্তী পরিবার বলতে কি বুঝ ?

উত্তরঃ যে পরিবারে ঠাকুরদা – ঠাকুরমা , কাকা, কাকিমা, পিসি, মা ও বাবা এবং তাদের ছেলে মেয়েরা একসঙ্গে থাকে সেই পরিবারকে একান্নবর্তী পরিবার বলে।

(ঘ) শশাঙ্ক বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে কি কাজ করে ?

উত্তরঃ শশাঙ্ক বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করে এবং খেলা- ধুলা করে।

প্রশ্ন ৪। নিচের সদস্যদের সম্পর্ক বেছে ‘ক ’ অংশের সঙ্গে ‘খ ’ অংশ মেলাও —

‘ক’‘খ’
বাবার দাদাপিসি
ঠাকুরদার বাবাজ্যাঠা
বাবার মামামা
মার ভাইমাতামহ
বাবার বোনঠাকুরমা
মার বাবাপ্রপিতামহ

উত্তরঃ 

‘ক’‘খ’
বাবার দাদাজ্যাঠা
ঠাকুরদার বাবাপ্রপিতামহ
বাবার মাঠাকুরমা
মার ভাইমামা
বাবার বোনপিসি
মার বাবামাতামহ

প্রশ্ন ৫। তোমাদের নিজ পরিবারের বিষয়ে পাঁচটি বাক্য লেখো।

উত্তরঃ আমাদের পরিবার হল একটি একক পরিবার। আমাদের পরিবারের সদস্য সংখ্যা চার। আমার বাবা পরিবারটির প্রধান বা অভিভাবক। বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। মা আমাদের পড়াশুনার যত্ন নেয়।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। অনিতাদের পরিবারের বর্ণনাকে ভিত্তি করে নীচের প্রশ্নগুলোর উত্তর দেও —

(ক) অনিতাদের পরিবারে কে কে আছে ?

উত্তরঃ অনিতাদের পরিবারে অনিতা ছাড়া তাঁর মা – বাবা, ঠাকুরদা- ঠাকুরমা, কাকা-কাকিমা, ও পিসি আছেন।

(খ) পরিবারে কোন্ কোন্ সদস্য ওর যত্ন নেন ?

উত্তরঃ পরিবারে  সদস্যগণের  মধ্যে  কাকা -কাকিমা , ঠাকুরদাদা – ঠাকুরমা, মা, পিসি অনিতার যত্ন নেন।

(গ) পরিবারের কোন্  কোন্ সদস্য উপার্জন করেন ?

উত্তরঃ অনিতাদের পরিবারে অনিতার বাবা ও কাকা উপার্জন করেন।

(ঘ) অনিতা ওর কাকার ছেলে জিন্টুর কীভাবে যত্ন নেয় ?

উত্তরঃ অনিতা ওর কাকার ছেলে জিন্টুর সঙ্গে খেলা করে, আদর করে, স্নান করায় ও কাপড়- চোপড় পরিয়ে ইত্যাদি ভাবে যত্ন নেয়।

(ঙ) অনিতাদের পরিবারের প্রধান বা অভিভাবক কে ?

উত্তরঃ অনিতাদের পরিবারের প্রধান বা অভিভাবক হলেন অনিতার ঠাকুরদা।

প্রশ্ন ২। পরিবারের ছবি দুটো দেখে, দলগতভাবে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেও —

দলে বসে আলোচনা করে বোলোঃ

(ক) দুটো পরিবার একই কী ? পরিবার দুটোর মধ্যে কী পার্থক্য দেখতে পাচ্ছ ?

উত্তরঃ না দুটো পরিবার একই নয়। পরিবার দুটোর মধ্য পার্থক্য হল —

(১) প্রথম পরিবারটি হল একক পরিবার এবং দ্বিতীয় পরিবারটি হল একান্নবর্তী পরিবার।

(২) প্রথম  পরিবারের সদস্য সংখ্যা কম এবং দ্বিতীয় পরিবারের সদস্য সংখ্যা বেশি।

(৩) প্রথম পরিবার বড়দের মধ্য শুধুমাত্র বাবা-মা আছেন। অপরদিকে বড়দের মধ্যে আছেন বাবা – মা, কাকা – কাকিমা এবং ঠাকুরদা – ঠাকুরমা।

(৪) প্রথম পরিবারে ভাই – বোনের সংখ্যা দুইজন। অপরদিকে দ্বিতীয় পরিবারে  ভাই – বোনের সংখ্যা তিনজন।

(খ) প্রথম পরিবারটির সদস্য কতজন ?

উত্তরঃ চারজন।

(গ) দ্বিতীয় পরিবারটির সদস্য কতজন ?

উত্তরঃ নয়জন।

প্রশ্ন ৩। (ক) তোমাদের পরিবারের সদস্য কে কে ? 

উত্তরঃ আমাদের পরিবারে সদস্যগণ হল মা – বাবা, বড় ভাই, ছোটো ভাই এবং দুইজন  বড়ো দিদি।

(খ) অনিতাদের ‘পরিবার বৃক্ষ ’টি দেখে তোমাদের নিজের নিজের ‘পরিবার বৃক্ষ ’ আঁকো।

উত্তরঃ নিজে নিজে চেষ্টা করো।

প্রশ্ন ৪। মনী, পরি ও জুরি তিনজন সহপাঠি ও তারা একসঙ্গে একটি ভাড়া ঘরে থাকে। এটি কি একটি পরিবার? যদি হয়ে থাকে, তবে কেন ?__________যদি না হয়, তবে, কেন ?__________

উত্তরঃ না, মনি, পরি ও জুরি তিনজন সহপাঠি ও তারা একসঙ্গে একটি ভাড়া ঘরে থাকে মাত্র।

এদের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক না থাকায় এটি একটি পরিবার নয়।

প্রশ্ন ৫। তোমাদের নিকটবর্তী  কোনো বাড়িতে গিয়ে সেই পরিবারের তথ্য গ্রহণ করো — (শিক্ষক – শিক্ষিকা বা অভিভাবকের সাহায্য নিবে)

(ক) পরিবারের সদস্য সংখ্যা কত ?

উত্তরঃ নয়জন।

(খ) পরিবারটি একক না একান্নবর্তী ?

উত্তরঃ একান্নবর্তী।

(গ) পরিবারটির প্রধান বা অভিভাবক কে ?

উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজে করার চেষ্টা করো।

(ঘ) পরিবারটির উপার্জনকারী সদস্য কয়জন ?

উত্তরঃ দুইজন।

(ঙ) পরিবারটিতে ১৫ বছরের কম বয়সের ছেলে – মেয়ের সংখ্যা কত ?

উত্তরঃ দুই।

(চ) পরিবারটিতে  বলতে ও শুনতে অসুবিধা হয় এমন ছেলে – মেয়ে আছে কি ?

উত্তরঃ না।

(ছ) ছেলে – মেয়েদের পড়াশুনার যত্ন কে নেয় ?

উত্তরঃ মা।

প্রশ্ন ৬। উত্তর লেখোঃ

(ক) আমরা প্রত্যেকেই কোথা থেকে জীবন আরম্ভ করি ?

উত্তরঃ আমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবার থেকে জীবন আরম্ভ করি।

(খ) কোনো পরিবারের অভিভাবকের কাজ কী ?

উত্তরঃ কোনো পরিবারের অভিভাবকের কাজ হলো পরিবারটি পরিচালনা করা । ছেলে-মেদের সকলকে যত্ন নেওয়া ও পরিবারের হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। এছাড়াও পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করাও অভিভাবকের কাজ।

(গ) কোন পরিবারের ছেলে – মেয়েরা কাদের সম্মান করে ও তাদের ছোটো – বড়ো কাজে সাহায্য করে ?

উত্তরঃ কোন পরিবারের ছেলে – মেয়েরা মা – বাবা এবং অন্য বড়দের সম্মান করে ও তাদের ছোটো – বড়ো কাজে সাহায্য করে।

(ঘ) কোন পরিবারের প্রত্যেক সদস্যকে নিজের ভূমিকা ও কর্তব্য পালন করতে হয় কেন ?

উত্তরঃ কোন পরিবারের প্রত্যেক সদস্যকে নিজের ভূমিকা ও কর্তব্য পালন করতে হয় পরিবার শান্তিপূর্ণভাবে চলার জন্য।

প্রশ্ন ৭। শুদ্ধ বাক্যটির পাশে ‘✓’ চিহ্ন দাও।

(ক) পরিবারসমূহ শৃঙ্খলাবদ্ধভেবে চলার জন্য কোনো নীতি – নিয়ম থাকে না। 

উত্তরঃ ×

(খ) একান্নবর্তী পরিবারের উপার্জনকর্তা একজন বা তার চেয়েও বেশি থাকতে পারে। 

উত্তরঃ ✓

(গ) একক পরিবারের মা – বাবা, ভাই – বোন , দাদা – দিদি, কাকা – কাকিমা , দাদু – ঠাকুরমা সবাই একসঙ্গে থাকতে পারে। 

উত্তরঃ ×

We Hope the given চতুর্থ শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর will help you. If you any Regarding, Class 4 Amader Paribesh Question Answer, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top