AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 1 অর্থবিজ্ঞানের ভূমিকা Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

অর্থবিজ্ঞানের ভূমিকা

ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। দ্রব্য কী?

উত্তরঃ মানুষের অভাব পূরণ করে সন্তুষ্ট করতে পারে এমন সব ভৌতিক জিনিসকে অর্থবিজ্ঞানে দ্রব্য বলা হয়। যেমন চেয়ার, টেবিল, খাদ্য, বস্ত্র ইত্যাদি। 

প্রশ্ন ২। সেবা কী ?

উত্তরঃ মানুষের অভাব পূরণ করে সন্তুষ্ট করতে পারে এমন সব অভৌতিক জিনিসকে অর্থবিজ্ঞানে সেবা বলা হয়। যেমন- শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, পুলিশ, অধিবক্তা ইত্যাদির সেবা।

প্রশ্ন ৩। ব্যক্তির সংজ্ঞা দাও। 

উত্তরঃ ব্যক্তি হল অর্থনৈতিক একক যে কিছু উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যকলাপ করে থাকে। 

প্রশ্ন ৪। অর্থনীতিতে সম্পদ বলতে কী বোঝ ?

উত্তর। সম্পদ হল মানুষের পরিবেশের সেইসব বিষয় বা উপকরণ যা মানুষের চাহিদা পূরণ করে এবং সামাজিক উদ্দেশ্য সাধনে সহায়তা করে। অন্যভাবে, সকল অর্থনৈতিক দ্রব্যকেই সম্পদ বলা হয়।

প্রশ্ন ৫। একজন ব্যক্তির সম্পদের প্রয়োজন কেন ?

উত্তরঃ একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণের জন্য সম্পদের প্রয়োজন। সম্পদসমূহের সদ্ব্যবহারের ওপর মানবজাতির প্রগতি এবং ভবিষ্যৎ নির্ভর করে। 

প্রশ্ন ৬। অর্থনীতিতে পছন্দের সমস্যা সৃষ্টি করা কারকটির নাম লেখো। অথবা, অর্থনীতিতে ব্যবহৃত দুষ্প্রাপ্যতার ধারণাটির সংজ্ঞা দাও। 

উত্তরঃ অপ্রাচুর্য (Scarcity) অর্থাৎ মানুষের অভাব সীমাহীন হলেও অভাবমোচনকারী উপকরণগুলি চাহিদার তুলনায় খুবই সীমিত। উপকরণগুলি অপ্রাচুর্য থাকায় পছন্দের সমস্যার সৃষ্টি হয়।

প্রশ্ন ৭। শূন্যস্থান পূর্ণ করো।

______ সম্পদের বিন্যন্ত এবং চূড়ান্ত দ্রব্য ও সেবার বিতরণ হল যে কোনো অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা।

উত্তরঃ সীমিত।

প্রশ্ন ৮। সুযোগ ব্যয়কে _____ব্যয়ও বলা হয়। (শূন্যস্থান পূর্ণ করো)

উত্তরঃ আর্থিক বায়।

প্রশ্ন ৯। কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি বলতে কী বোঝ ?

উত্তরঃ যে অর্থব্যবস্থায় দেশের সমস্ত সম্পদের মালিকানা এবং দেশের সামগ্রিক উৎপাদন ও ভোগ ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা থাকে, তাকে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি বলে।

প্রশ্ন ১০। বাজার অর্থনীতি বলতে কী বোঝ ? 

উত্তরঃ যে অর্থব্যবস্থায় দেশের সামগ্রিক উৎপাদন ও বণ্টন ব্যক্তিগত মালিকানার থাকে, তাকে বাজার অর্থনীতি বলে।

প্রশ্ন ১১। মিশ্র অর্থনীতি কী ?

উত্তরঃ মিশ্র অর্থনীতি হল ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ। এই ব্যবস্থায় সরকারি খণ্ড ও বেসরকারি খণ্ড পাশাপাশি অবস্থান করে।

প্রশ্ন ১২। ভারতীয় অর্থনীতি কি কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি ?

উত্তরঃ না, ভারতীয় অর্থনীতি মিশ্র অর্থনীতি।

প্রশ্ন ১৩। অর্থনীতিতে বাজারের অর্থ কী ?

উত্তরঃ দ্রব্যকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে সামাজিক বা প্রতিষ্ঠানগত সম্পর্ক গড়ে উঠে, সেই সম্পর্ককেই অর্থনীতিতে বাজার বলা হয়।

প্রশ্ন ১৪। ইতিবাচক অর্থনৈতিক বিশ্লেষণ (Positive economic analysis) কী ?

উত্তরঃ অর্থনীতির বিভিন্ন প্রক্রিয়াসমূহ কীভাবে কাজ করে, সেইভাবেই আলোচনা করাকে ইতিবাচক অর্থনৈতিক বিশ্লেষণ বা যথার্থ অর্থনৈতিক বিশ্লেষণ বলে। 

প্রশ্ন ১৫। আদর্শ/নীতিনির্ধারক অর্থনীতি (Normative) কী ?

উত্তরঃ অর্থনীতির বিভিন্ন প্রক্রিয়াসমূহ কীভাবে কাজ করা উচিত, সেইভাবে বিশ্লেষণ করাকে আদর্শ বা নীতিনির্ধারক অর্থনীতি বলে।

প্রশ্ন ১৬। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

(ক) সম্পদের অপ্রাচূর্যতা (Scarcity) পছন্দের সমস্যা সৃষ্টি করে। 

উত্তরঃ শুদ্ধ।

(খ) অর্থবিজ্ঞানে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায়।

উত্তরঃ অশুদ্ধ।

(গ) বাজার অর্থনীতিতে সকল অর্থনৈতিক কার্যকলাপ বাজারের মাধ্যমে সংগঠিত হয়।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ১৭। কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতিতে উৎপাদন, বিনিময়, ভোগ ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকে।

(ক) কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

(খ) বাজার।

(গ) সরকার।

উত্তরঃ (গ) সরকার।

প্রশ্ন ১৮। শুদ্ধ উত্তর বেছে বের করো।

(ক) বাস্তবে সকল অর্থব্যবস্থাই সমাজবাদী/ মিশ্র/ পুঁজিবাদী অর্থব্যবস্থা যেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করে এবং অর্থনৈতিক কার্যকলাপ মূলত বাজার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

উত্তরঃ মিশ্র।

(খ) ভারতীয় অর্থনীতি হল একটি পুঁজিবাদী/সমাজবাদী/মিশ্র অর্থনীতির দেশ।

উত্তরঃ মিশ্র।

প্রশ্ন ১৯। শূন্যস্থান পূর্ণ করো।

(ক) _____অর্থনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন পদ্ধতি কীভাবে কার্য করে, তা অধ্যয়ন করে।

উত্তরঃ (ক) ইতিবাচক/ বর্ণনামূলক।

(ক) _______অর্থনীতিতে চাহিদা এবং যোগানের বাজার শক্তির মাধ্যমে দ্রব্য এবং সেবার দর নির্ধারিত হয়।

উত্তরঃ বাজার/ পুঁজিবাদী। 

প্রশ্ন ২০। আধুনিক অর্থনীতির জনক হিসাবে সম্মানিত অর্থনীতিবিদের নাম লেখো।

উত্তরঃ অ্যাডাম স্মিথ। 

প্রশ্ন ২১। অর্থনৈতিক সমস্যার সংজ্ঞা দাও।

উত্তরঃ বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাবের মধ্যে কোনটি অভাব পুরণে অধিক গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে যে সকল সমস্যার সৃষ্টি হয়, তা-ই অর্থনৈতিক সমস্যা। 

প্রশ্ন ২২। অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করা সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ (১) সম্পদ সীমিত। আরও

(২) সীমিত সম্পদগুলি বিকল্প ব্যবহারযোগ্য।

প্রশ্ন ২৩। সম্পদ বৃদ্ধির দুটি উদাহরণ লেখো।

উত্তরঃ (ক) নতুন প্রাকৃতিক সম্পদের আবিষ্কার। আরও

(খ) আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা।

প্রশ্ন ২৪। প্রান্তিক সুযোগ ব্যয়/প্রান্তিক হস্তান্তর হারের সংজ্ঞা দাও। 

উত্তরঃ কোন উপাদান তার সর্বোত্তম বিকল্প ব্যবহার হতে যা উপার্জন করতে পারত, তা হল ওই উপাদানের প্রান্তিক সুযোগ বায়। দুষ্প্রাপ্যতার জন্যই এই তত্ত্বের যথেষ্ট গুরুত্ব আছে। 

প্রশ্ন ২৫। PPF রেখা অর্থাৎ উৎপাদন সম্ভাব্যতা সীমান্তরেখা ডানদিকে পরিবর্তন হওয়ার একটি কারণ লেখো। 

উত্তরঃ নতুন সম্পদের আবিষ্কার।

প্রশ্ন ২৬। অর্থবিজ্ঞানের দুষ্প্রাপ্যতার সংজ্ঞাটি কার ?

উত্তরঃ অধ্যাপক রবিন্স।

S.L No.CONTENTS
ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2ভোক্তার আচরণ এবং চাহিদা
Chapter 3উৎপাদকের আচরণ ও যোগান
Chapter 4পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র
Chapter 5বাজার ভারসাম্য
Chapter 6অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ – অংশ (অর্থনীতিতে পরিসংখ্যান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2তথ্য সংগ্ৰহ
Chapter 3তথ্যরাশির সংবদ্ধকরণ
Chapter 4রাশিতথ্যের উপস্থাপন
Chapter 5কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
Chapter 6বিচ্যুতির পরিমাপ
Chapter 7সহসম্বন্ধ
Chapter 8সূচক সংখ্যা
Chapter 9পরিসংখ্যান হাতিয়ারের ব্যবহার

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। অর্থনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? 

উত্তরঃ গ্রিক ভাষা।

প্রশ্ন ২। অর্থনীতি শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে ? 

উত্তরঃ অর্থবিজ্ঞান (Economics) শব্দটি গ্রিক শব্দ ‘Oikonomia’ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন ৩। ‘Micro’ এবং ‘Macro’ শব্দ দুটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে ? 

উত্তরঃ ‘Micro’ শব্দটি গ্রিক শব্দ ‘Mikros’ এবং ‘Macro’ শব্দটি গ্রিক শব্দ ‘Makros’ থেকে এসেছে।

প্রশ্ন ৪। ‘Micro’ এবং ‘Macro’ শব্দের অর্থ লেখো।

উত্তরঃ Micro = ছোট, Macro = বৃহৎ।

প্রশ্ন ৫। “Economics is a science of choice” অর্থাৎ ‘অর্থবিজ্ঞান হল নির্বাচনের বিজ্ঞান’- উক্তিটি কে করেছিলেন ? 

উত্তরঃ অধ্যাপক রবিন্স। 

প্রশ্ন ৬। অর্থনীতিকে ‘নিরপেক্ষ বিজ্ঞান’ বলে কে অভিহিত করেছিলেন ?

উত্তরঃ লায়নেল রবিন্স।

প্রশ্ন ৭। “Economics should not only be light bearing but also fruit bearing” অর্থাৎ ‘অর্থবিজ্ঞান শুধু আলোবাহক নয় ফলপ্রদও হতে হবে’- উক্তিটি কার ?

উত্তরঃ এ. সি. পিগু।

প্রশ্ন ৮। লক্ষ্যসমূহের মধ্যে অর্থবিজ্ঞান নিরপেক্ষ। উক্তিটি কে করেছিলেন ?

উত্তরঃ লায়নেল রবিন্স।

প্রশ্ন ৯। 1776 সালে প্রকাশিত An Enquiry into the Nature and causes of wealth of Nations বইটির রচয়িতা কে ?

উত্তরঃ অ্যাডাম স্মিথ।

প্রশ্ন ১০। অর্থনৈতিক সমস্যার মূল কারণ কী ?

উত্তরঃ অর্থনৈতিক সমস্যা মূলত অপ্রাচুর্য এবং নির্বাচনের সমস্যা হতে উদ্ভূত।

প্রশ্ন ১১। “অর্থনীতি সম্পদের বিজ্ঞান” – এই সংজ্ঞা কে প্রদান করেছেন ? 

উত্তরঃ অ্যাডাম স্মিথ।

প্রশ্ন ১২। অর্থবিজ্ঞানের কী ধরনের বিশ্লেষণে উচিত, অনুচিত, ভাল-মন্দ’ প্রভৃতি ব্যবহৃত হতে পারে ?

উত্তরঃ আদর্শ/ নীতি নির্ধারক অর্থনৈতিক বিশ্লেষণে।

প্রশ্ন ১৩। পরিকল্পিত অর্থব্যবস্থা সর্বপ্রথম কোন্ দেশে চালু হয়েছিল ?

উত্তরঃ পূর্বতন সোভিয়েত ইউনিয়নে।

প্রশ্ন ১৪। মিশ্র অর্থনৈতিক পদ্ধতি অনুসরণ করা একটি দেশের নাম লেখো।

উত্তরঃ ভারতবর্ষ।

প্রশ্ন ১৫। ১৯৯৮ সালে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় অর্থনীতিবিদের নাম লেখো।

উত্তরঃ অমর্ত্য সেন।

প্রশ্ন ১৬। অভাব মানে কী ?

উত্তরঃ কোন বস্তু থেকে উপযোগিতা লাভের আকাঙ্খা সৃষ্টি হওয়াকে অভাব বলে। উদাহরণস্বরূপ দৈনন্দিন ব্যস্ততার মধ্যে অবসাদ দূর করার জন্য যদি গান শোনার আকাঙ্খা সৃষ্টি হয়, তাকে অভাব বলা হয়। 

প্রশ্ন ১৭। ব্যক্তিগত অর্থবিদ্যার অপর নাম কী ?

উত্তরঃ মূল্যতত্ত্ব।

প্রশ্ন ১৮। ব্যক্তিগত অর্ধশাস্ত্র কী ?

উত্তরঃ যে অর্থবিজ্ঞানে ব্যক্তি বা শিল্প প্রতিষ্ঠানের আর্থিক কার্যের আলোচনা করা হয়, তাকে ব্যক্তিগত অর্থশাস্ত্র বলে।

প্রশ্ন ১৯। সমষ্টি অর্র্থবিজ্ঞান কী ?

উত্তরঃ যে অর্থবিজ্ঞানে আর্থিক কার্যের সমষ্টিগত আলোচনা করা হয়, তাকে সমধিগত অর্থবিজ্ঞান বলে।

প্রশ্ন ২০। অর্থনৈতিক ব্যবস্থা কী ? 

উত্তরঃ যে প্রক্রিয়ায় অর্থনৈতিক কার্যকলাপ সংগঠিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

প্রশ্ন ২১। উপযোগিতা কী?

উত্তরঃ দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগিতা বলে।

প্রশ্ন ২২। বাজার কাকে বলে ?

উত্তরঃ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ের সম্পর্ককে বাজার বলে। 

প্রশ্ন ২৩। কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি অনুসরণ করা একটি দেশের নাম লেখো।

উত্তরঃ চীন দেশ।

প্রশ্ন ২৪। বাজার অর্থনীতি অনুসরণ করা একটি দেশের নাম লেখো।

উত্তরঃ আমেরিকা।

প্রশ্ন ২৫। প্রান্তিক সুযোগ ব্যয় (MO) কী ?

উত্তরঃ একটি দ্রব্যের উৎপাদন ব্যয় হল অন্য একটি দ্রব্য উৎপাদনের পরিত্যক্ত সুযোগ। সহজ কথায়, একটি দ্রব্য অধিক পরিমাণে পেতে হলে অন্য দ্রব্যের কিছু পরিমাণ ছাড়তে হয়।

প্রশ্ন ২৬। উৎপাদন সম্ভাবনা সীমারেখার নীচে অবস্থিত একটি বিন্দু কী বোঝায় ?

উত্তরঃ এটি একটি অর্থনীতিতে সম্পদের অর্ধব্যবহৃত অবস্থা বোঝায়।

প্রশ্ন ২৭। উৎপাদন সম্ভাব্য রেখা কী নির্দেশ করে ?

উত্তরঃ উপকরণের পূর্ণ নিয়োগ অবস্থায় কোনো দেশ দুটি দ্রব্যের যে বিভিন্ন সম্মিলন উৎপাদন করতে পারে তা উৎপাদন সম্ভাব্য রেখা নির্দেশ করে।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। দ্রব্য ও সেবার উদাহরণ সহ সংজ্ঞা দাও এবং পার্থক্য নির্ণয় করো। 

উত্তরঃ মানুষের চাহিদা মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত সামগ্রীকে দ্রব্য বলে। যেমন – বই, কলম, চেয়ার, গ্লাস, লাঙ্গল ইত্যাদি দ্রব্য। 

কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সুবিধার্থে যে কাজ করে তাকে সেবা বলে। যেমন, শিক্ষকের শিক্ষাদান, চিকিৎসকের রোগী দেখা, নর্তকীর নৃত্য পরিবেশন ইত্যাদি হল সেবা।

দ্রব্য হল দৃশ্যমান বস্তু কিন্তু সেবা হল অদৃশ্যমান বস্তু। দ্রব্যকে স্পর্শ করা যায় কিন্তু সেবাকে স্পর্শ করা যায় না। দ্রব্য হল বস্তুগত সামগ্রী, যা মানুষের অভাব পুরণ করে কিন্তু সেবা হল আর্থিক কার্য, যা মানুষের কাজে লাগে। 

প্রশ্ন ২। মিশ্র অর্থনীতিতে অর্থনৈতিক কার্যসমূহ কীভাবে সংগঠিত হয় ?

উত্তরঃ মিশ্র অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি খণ্ড একসঙ্গে কাজ করে। গুরুত্বপূর্ণ শিল্পগুলি সরকারি মালিকানায় থাকে। এই অর্থব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের ওপর সরকারি নিয়ন্ত্রণ থাকে। অকল্যাণকর দ্রব্যাদির উৎপাদন, কালোবাজারি, অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রতিরোধ করবার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। 

প্রশ্ন ৩। ক্ষুদ্র অর্থনীতি এবং বৃহৎ অর্থনীতির অর্থ লেখো। 

উত্তরঃ আর্থিক ব্যবস্থার বিভিন্ন খণ্ড বা একককে পৃথক পৃথক ভাবে অধ্যয়ন করাকে ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics বলে।

আর্থিক ব্যবস্থার বিভিন্ন খণ্ডের সামগ্রিক বিশ্লেষণকে বৃহৎ অর্থনীতি বা Macro Economics বলে। 

প্রশ্ন ৪। কেন্দ্রীয় পরিকল্পিত অর্থ ব্যবস্থার সংজ্ঞা দাও। 

উত্তরঃ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা ব্যক্তির পরিবর্তে সমগ্র সমাজের হস্তে ন্যস্ত থাকে, সেই অর্থব্যবস্থাকে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থব্যবস্থা বলা হয়। এই ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের উপযুক্ত ব্যবহার করে বিভিন্ন দ্রব্যাদির উৎপাদন, উৎপাদন পদ্ধতি, উৎপাদনের পরিমাণ, বণ্টন ও বিনিময় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশেই নির্ধারিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। 

প্রশ্ন ৫। বাজার অর্থনীতির যে কোনো তিনটি প্রাথমিক বৈশিষ্ট্য উল্লেখ করো। 

উত্তরঃ বাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হল :

(১) বাজার অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকে।

(২) বাজার অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা থাকে। 

(৩) বাজার অর্থব্যবস্থায় মুক্ত প্রতিযোগিতায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দ্রব্যের দাম নির্ধারিত হয়।

প্রশ্ন ৬। মিশ্র অর্থনীতির যে কোনো তিনটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ মিশ্র অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য হল : 

(১) মিশ্র অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি খণ্ড একসঙ্গে কাজ করে। 

(২) মিশ্র অর্থনীতিতে বেসরকারি ক্ষেত্রের ওপর সরকারি নিয়ন্ত্রণ থাকে।

(৩) মিশ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শিল্প ও প্রতিরক্ষা বিষয়ক ক্ষেত্রগুলি সরকারি মালিকানায় থাকে।

প্রশ্ন ৭। অর্থনৈতিক সমস্যা উদ্ভবের দুটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ (১) সম্পদের অপ্রাচুর্যতা। আরো

(২) পছন্দের সমস্যা।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। রবিন্সের দেওয়া অর্থবিজ্ঞানের সংজ্ঞাটি লেখো।

উত্তরঃ রবিন্সের মতে, ‘যে বিজ্ঞান মানুষের আচরণকে মানুষের অপরিসীম আশা এবং এর বিপরীতে বিকল্পভাবে ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যেকার সম্পর্ককে অধ্যয়ন করে, তা-ই অর্থবিজ্ঞান।’

প্রশ্ন ২। রবিন্সের অর্থবিজ্ঞানের সংজ্ঞাটির মৌলিক ধারণাগুলো কী কী? 

উত্তরঃ (১) মানুষের অভাব অসীম।

(২) অভাব পূরণের উপায় সীমিত।

(৩) সীমিত সম্পদগুলো বিকল্প ব্যবহারযোগ্য।

প্রশ্ন ৩। অধ্যাপক রবিন্সের লিখিত বইটির কী নাম এবং কোন্ সনে প্রকাশিত হয় ? 

উত্তরঃ অর্থনীতিবিদ রবিন্সের লিখিত বইটির নাম হল ‘An Essay on the nature and significance of Economic Science’। এটি 1932 সালে প্রকাশিত হয়। 

প্রশ্ন ৪। অধ্যাপক আলফ্রেড মার্শালের লিখিত বইটির কী নাম এবং কোন্ সনে প্রকাশিত হয় ?

উত্তরঃ কেমব্রিজ অর্থনীতিবিদ অধ্যাপক মার্শালের লিখিত বইটির নাম হল ‘Principles of Economics”। এটি 1890 সালে প্রকাশিত হয়। 

প্রশ্ন ৫। উৎপাদন সম্ভাবনা রেখার (PPC) দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ (ক) উৎপাদন সম্ভাবনা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। 

(খ) উৎপাদন সম্ভাবনা রেখা উৎসের মধ্য দিয়ে অবতল।

প্রশ্ন ৬। একটি অর্থনীতির আর্থিক কার্য কী কী ? 

উত্তরঃ কোনো একটি অর্থনীতির আর্থিক কার্য হলো উৎপাদন, উপভোগ বিনিময় এবং বিতরণ। 

নিম্নের ছকে দেখানো হল:

প্রশ্ন ৭। সম্পদের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার ?

উত্তরঃ সম্পদ হবার জন্য বস্তুর উপযোগিতা, অপ্রচুরতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা এই চারটি বৈশিষ্ট্য বা গুণ থাকতে হবে।

প্রশ্ন ৮। ব্যক্তিবাদী অর্থনীতি অধ্যয়নের দুটি উদাহরণ দাও।

উত্তরঃ (১) উপভোক্তার আচরণ তত্ত্ব। আরো

(২) উৎপাদন প্রতিষ্ঠানের দর নির্ধারণ তত্ব।

প্রশ্ন ৯। উৎপাদন সম্ভাবনা সীমারেখা (PPE) কখন ডানদিকে স্থানান্তরিত হয় ? 

উত্তরঃ (১) যখন অর্থনীতিতে সম্পদ বৃদ্ধি হয়।

(২) যখন অর্থনীতিতে প্রযুক্তিবিদ্যার উন্নতি সাধিত হয়।

প্রশ্ন ১০। একটি অর্থনীতিতে সম্পদের অর্ধব্যবহৃত অবস্থার দুটি উদাহরণ দাও।

উত্তর। (১) শ্রমিকের নিয়োগহীনতা।

(২) কারিগরি কৌশলের অদক্ষ বা আংশিক ব্যবহার।

প্রশ্ন ১১। সরকারি হস্তক্ষেপ কী? কোনো দ্রব্য বা সেবার উৎপাদন এবং বিতরণে সরকার কখন হস্তক্ষেপ করে ?

উত্তরঃ জনসাধারণের কল্যাণের জন্য যে কোনো ব্যবস্থাবলি এবং অর্থনৈতিক কার্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণকে সরকারি হস্তক্ষেপ বলে।

যদি সমাজের এক অংশ লোক উৎপাদিত বস্তু ও সেবার খুব অল্প অংশ পেয়ে থাকে, তাহলে তাঁদের বেঁচে থাকা বিপন্ন হয়ে উঠে, এই পরিস্থিতিতে সরকার কোনো দ্রব্য বা সেবার উৎপাদন এবং বিতরণে হস্তক্ষেপ করতে পারে।

প্রশ্ন ১২। উৎপাদন সম্ভাবনা রেখা কী ?

উত্তরঃ নির্দিষ্ট সম্পদ এবং প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো রেখাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে।

প্রশ্ন ১৩। বাজার অর্থনীতি থাকা দুটি দেশের নাম লেখো।

উত্তরঃ (১) আমেরিকা যুক্তরাষ্ট্র (USA)।

(২) ইংল্যাণ্ড (UK)।

প্রশ্ন ১৪। বিনিময় কী ?

উত্তরঃ বিনিময় হলো অর্থনৈতিক কার্যকলাপের এক গুরুত্বপূর্ণ অংশ। দ্রব্য বা সেবাকার্যের আদান প্রদানকে বিনিময় বলে। বাড়ি ভাড়া দেওয়া, শ্রম নিয়োগ করা, ভোগ্য দ্রব্য ক্রয় করা এগুলি বিনিময়ের দৃষ্টান্ত।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। উৎপাদন সম্ভাবনা সীমারেখা ধারণাটি উপযুক্ত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ একটি দেশের নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে সব ধরনের দ্রব্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে দুটি দ্রব্য কী কী সমন্বয়ে উৎপাদন করা যায়, তা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বর্ণনা করা যায়। নিম্নে তালিকা ও চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা দেখানো হল:

গমের উৎপাদন:

গম ও বস্ত্র উৎপাদনের বিভিন্ন পরিমাণগুলি A, B, C, D E সমন্বয়বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এই বিন্দুগুলিকে যোগ করে যে রেখাটি পাওয়া যায়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) বলে।

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top