AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

ভোক্তার আচরণ এবং চাহিদা

ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। উপযোগিতার সংজ্ঞা দাও।

উত্তরঃ বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগিতা বলে।

প্রশ্ন ২। একজন ভোক্তার উপযোগিতা কী বোঝায় ? 

উত্তরঃ উপযোগিতা একজন ভোক্তার সন্তুষ্টি বোঝায়।

প্রশ্ন ৩। একজন ভোক্তার জন্য নির্ধারিত বাজেট কী ? অথবা, ভোক্তার বাজেট সংহতি (Budget Set) বলতে কী বোঝায় ?

উত্তরঃ চলতি বাজার দামে ভোক্তা নিজের আয়ের সাহায্যে দ্রব্যসামগ্রীর একক ক্রয় করতে সক্ষম হয়, সেই পরিমাণ এককগুলোই হল বাজেট সংহতি।

প্রশ্ন ৪। বাজেট রেখা কী?

উত্তরঃ একজন ভোক্তা নির্দিষ্ট আয় এবং দুটি সামগ্রীর নির্দিষ্ট দামে সামগ্রী দুটির সকল সম্ভাব্য বান্ডিল বা জোট ক্রয় করাকে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হলে তাকে বাজেট রেখা বলে।

প্রশ্ন ৫। বাজেট রেখার ঢাল বলতে কী বোঝ ?

উত্তরঃ নির্দিষ্ট আয়ে যদি ভোক্তা একটি দ্রব্য বেশি কিনতে চায়, তাহলে অন্য দ্রব্যটি কম কিনতে হয়, এটা প্রতিফলিত করে বাজেট রেখার ঢাল। Px যদি X সামগ্রীর দাম হয় এবং Py যদি Y সামগ্রীর দাম হয়, তাহলে বাজেট রেখার ঢাল হবে Px/Py

প্রশ্ন ৬। বাজেট রেখার নিচের বিন্দুসমূহ কী বুঝায় ?

উত্তরঃ বাজেট রেখার নিচের বিন্দুসমূহ দ্বারা এমন একটি বাণ্ডিলকে বোঝায় যার দাম ভোক্তার আয় থেকে কম।

প্রশ্ন ৭। দুটি সামগ্রীর বিকল্পীকরণ হার (rate of substitution) কী পরিমাপ করে? 

উত্তরঃ একটি সামগ্রীর অতিরিক্ত এক একক সংগ্রহ করতে ভোক্তা অন্য সামগ্রীর যে পরিমাণ ত্যাগ করতে হয়, সেই পরিমাণটি হল বিকল্পীকরণ হার।

প্রশ্ন ৮। নিরপেক্ষ রেখা কেন নিম্নগামী ঢালযুক্ত ?

অথবা, 

নিরপেক্ষ রেখা নিচের দিকে নত হয়ে যায় কেন ?

উত্তরঃ একটি সামগ্রীর ভোগ বৃদ্ধি করলে ভোক্তা অন্য সামগ্রীর ভোগ হ্রাস করতে হয়। এই বিপরীতমুখী সম্পর্কের জন্য নিরপেক্ষ রেখা নিচের দিকে নত হয়ে যায়। 

প্রশ্ন ৯। উপভোক্তার ‘বিচারবুদ্ধি সম্পন্ন আচরণ’ কীসের ইঙ্গিত বহন করে ? 

উত্তরঃ উপভোক্তা সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে চায়। সে তার সীমিত সম্পদ এমনভাবে ব্যবহার করে যাতে এই সীমিত আয় থেকে সর্বাধিক তৃপ্তি লাভ করতে পারে। 

প্রশ্ন ১০। শুদ্ধ অংশ বের করো। 

ভোক্তার অগ্রাধিকারের শীর্ষ বিন্দুটি বাজেট রেখার ওপরে/ বাজেট রেখার নীচে/ বাজেট রেখাত থাকে। 

উত্তরঃ বাজেট রেখাত।

প্রশ্ন ১১। ধরা হল, X এবং Y দুটি চলক। X এর মূল্যের ওপর Y এর মূল্য নির্ভর করে। এখানে Y কে কী চলক বলা যায় ? 

উত্তরঃ নির্ভরশীল চলক।

প্রশ্ন ১২। X এবং Y দুটি চলক। Y এর মূল্য X এর মূল্যের উপর নির্ভরশীল। X এবং Y চলকের মধ্যে কার্যকরী সম্পর্ক দেখাও।

উত্তরঃ Y = f (x)

প্রশ্ন ১৩। শূন্যস্থান পূর্ণ করো:

(ক) চাহিদারেখার ঢাল সেই ____ পরিমাপ করে, যেখানে দামের সঙ্গে চাহিদার পরিবর্তন হয়। 

উত্তরঃ দামের হার।

(খ) অর্থনীতিতে সাধারণতঃ ধরা হয় যে, উপভোক্তা একজন ____ ব্যক্তি।

উত্তরঃ বিচার বুদ্ধি সম্পন্ন। 

(গ) উপভোক্তার অগ্রাধিকারের জন্য যে সকল বান্ডিলের সেট থাকে, সেইগুলোকে _____ সংহতি বলা হয়।

উত্তরঃ বাজেট।

প্রশ্ন ১৪। অর্থনীতিতে একটি কার্যের লেখচিত্রে অংকনের জন্য নির্ভরশীল চলকটি উল্লম্ব (Vertical) রেখায় পরিমাপ করা হয়। (শুদ্ধ না অশুদ্ধ লেখো।)

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ১৫। চাহিদা কাৰ্য কী ?

উত্তরঃ একটি দ্রব্যের চাহিদা এবং ওই দ্রব্যের চাহিদা নির্ধারণকারী কারকগুলোর মধ্যে কার্যকরণ সম্পর্ককে চাহিদা কার্য বা চাহিদা অপেক্ষক বলে।

প্রশ্ন ১৬। স্বাভাবিক দ্রব্য কী ?

উত্তরঃ আয় বাড়ার সাথে সাথে যে সব বস্তুর চাহিদা বৃদ্ধি পায়, সেগুলোকে স্বাভাবিক দ্রব্য বলে। যেমন – দুধ, ফলমূল।

প্রশ্ন ১৭। নিকৃষ্ট দ্রব্য বা নিম্নমানের দ্রব্য কী ? 

উত্তরঃ যে সকল বস্তুর চাহিদা আয় বৃদ্ধির সাথে হ্রাস পায়, সেগুলো নিকৃষ্ট বা নিম্নমানের দ্রব্য। যেমন – মোটা চাল।

প্রশ্ন ১৮। পরিপূরক দ্রব্যের সংজ্ঞা দাও।

উত্তরঃ কোন একটি অভাব পূরণের জন্য যখন একাধিক দ্রব্যের চাহিদা হয়, তখন ওই সকল দ্রব্যকে পরিপূরক চাহিদা বা যুগ্ম চাহিদা বলে। 

প্রশ্ন ১৯। পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও। 

উত্তরঃ কালি ও কলম, মটরগাড়ি ও পেট্রল, চা, চিনি ও দুধ, বালি ও সিমেন্ট, জুতা ও মোজা।

প্রশ্ন ২০। শুদ্ধ উত্তরটি বেছে বের করো।

একটি দ্রব্যের চাহিদা তার (বিকল্প/ পরিপূরক) দ্রব্যের দামের বিপরীতদিকে সাধারণত গতি করে।

উত্তরঃ পরিপূরক।

প্রশ্ন ২১। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

চাহিদার স্থিতিস্থাপকতা একটি বিশুদ্ধ সংখ্যা।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ২২। একটি দ্রব্যের পাঁচটি একক ভোগ করে একজন ভোক্তা মোট উপযোগিতা লাভ করল 60। চারটি একক ভোগ করে লাভ করা মোট উপযোগিতা ছিল 56। তার প্রান্তিক উপযোগিতা নির্ণয় করো।

উত্তরঃ এখানে,

5 এককের মোট উপযোগিতা 60 

4 এককের মোট উপযোগিতা ছিল 56

∴ প্রান্তিক উপযোগিতা  = 60 – 56/ 5 – 4 = 4         

প্রশ্ন ২৩। যদি একটি দ্রব্যের দাম 10% বৃদ্ধি হয় এবং সর্বমোট ব্যয় যদি অপরিবর্তিত থাকে, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কত হবে ? 

উত্তরঃ চাহিদার স্থিতিস্থাপকতা হবে 1 (এক)।

প্রশ্ন ২৪। ভোক্তার বাজেট সীমাবদ্ধতা মানে কী ? 

উত্তরঃ ভোক্তা আয়ের সমান বা কম দামে যে কোন বান্ডিল কিনতে পারবে অর্থাৎ ভোক্তা X₁ X₂ দ্রব্যের সেট কিনতে পারবে যতক্ষণ পর্যন্ত P₁ X₁ + P₂ X₂ < M. এই সমীকরণের অসমতাকে ভোক্তার বাজেট সীমাবদ্ধতা বলে। এটি ভোক্তার সর্বোচ্চ উপযোগিতা লাভে বাধা হয়ে দাঁড়ায়।

প্রশ্ন ২৫। দুটি দ্রব্যের মধ্যে বিকল্পকরণের হারের অর্থ কী ?

উত্তরঃ ভোক্তা অন্য দ্রব্যের অতিরিক্ত একক লাভের জন্য একটি দ্রব্য কতটুকু ত্যাগ করতে ইচ্ছুক থাকে তার হারকে বিকল্পকরণের হার দ্বারা বোঝানো হয়। সাংকেতিকভাবে,

MRSxy = ∆Y/∆X

MRS = বিকল্পকরণের হার।

∆Y = Y প্রব্যের পরিমাণ পরিবর্তন।

∆X = X দ্রব্যের পরিমাণ পরিবর্তন।

প্রশ্ন ২৬। উত্তল অগ্রাধিকার কী ?

উত্তরঃ যদি MRS ক্রমহ্রাসমান হয়, একজন ভোক্তার অগ্রাধিকার/পছন্দ হবে উত্তল। অর্থাৎ যখন X দ্রব্যের মাত্রা বৃদ্ধি হতে থাকবে তখন Y এবং X দ্রব্যের মধ্যে প্রতিকল্পনের হার হ্রাস পেতে থাকবে।

প্রশ্ন ২৭। নিরপেক্ষ রেখা কী ?

উত্তরঃ চাহিদা রেখার একটি বক্রে যে সব বিন্দুতে ভোক্তা উদাসীন থাকে তাকেই নিরপেক্ষ রেখা বলে। নিরপেক্ষ রেখার সব বিন্দুতে ভোক্তা সমান সন্তুষ্টি লাভ করে।

প্রশ্ন ২৮। গিফেন দ্রব্য কী ? 

উত্তরঃ গিফেন দ্রব্য হল অতি নিম্নমানের দ্রব্য, যানের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায় না। কারণ ভোক্তা তার অতিরিক্ত ক্রয় ক্ষমতা উন্নতমানের দ্রব্য ক্রয় করতে ব্যয় করে। যেমন – মোটা চাল।

S.L No.CONTENTS
ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2ভোক্তার আচরণ এবং চাহিদা
Chapter 3উৎপাদকের আচরণ ও যোগান
Chapter 4পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র
Chapter 5বাজার ভারসাম্য
Chapter 6অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ – অংশ (অর্থনীতিতে পরিসংখ্যান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2তথ্য সংগ্ৰহ
Chapter 3তথ্যরাশির সংবদ্ধকরণ
Chapter 4রাশিতথ্যের উপস্থাপন
Chapter 5কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
Chapter 6বিচ্যুতির পরিমাপ
Chapter 7সহসম্বন্ধ
Chapter 8সূচক সংখ্যা
Chapter 9পরিসংখ্যান হাতিয়ারের ব্যবহার

প্রশ্ন ২৯। উপভোক্তার একটি বাজেট রেখা অংকন করো।

উত্তরঃ         

প্রশ্ন ৩০। একটি দ্রব্যের 10 একক ভোগ করার পর একজন ভোক্তার মোট উপযোগ হয় 80, 11 একক ভোগ করার পর তার প্রান্তিক উপযোগ হল 9; 11 একক ভোগ করার পর তার মোট উপযোগ নির্ণয় করো।

উত্তরঃ 11 একক ভোগ করার পর মোট উপযোগ 89.

প্রশ্ন ৩১। একটি দ্রব্যের 10 একক ভোগ করার পর একজন ভোক্তার মোট উপযোগ হয় 70, ভোক্তা যদি দ্রব্যটির এক একক ভোগ হ্রাস করলে তার মোট উপযোগ হ্রাস পেয়ে 60 হয়। ভোক্তার প্রান্তিক উপযোগ নির্ণয় করো। 

উত্তরঃ     

প্রশ্ন ৩২। যদি চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ও দামের শতকরা পরিবর্তন পরস্পর সমান হয়, তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত হবে ?

উত্তরঃ চাহিদার দাম স্থিতিস্থাপকতা 1 হবে অর্থাৎ একক স্থিতিস্থাপক। 

প্রশ্ন ৩৩। যদি চাহিদার স্থিতিস্থাপকতা শূন্য হয় এবং দ্রব্যটির মূল্য 10% কম হয়, তা হলে চাহিদার পরিমাণের কতটুকু পরিবর্তন হবে ?

উত্তরঃ চাহিদার পরিমাণের কোন পরিবর্তন হবে না অর্থাৎ AQ = 0

প্রশ্ন ৩৪। চূড়ান্ত দ্রব্যের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে সকল দ্রব্য শেষ ব্যবহারের জন্য তৈরি করা হয় এবং তা থেকে অন্য কোন পর্যায়ে উৎপাদন সম্ভব নয়, তাকে চূড়ান্ত বা অন্তিম দ্রব্য বলা হয়।

প্রশ্ন ৩৫। ভোগ বালি কী?

উত্তরঃ উপভোক্তার নির্দিষ্ট আয় ও দ্রব্যগুলির মূল্য নির্ধারিত থাকায় ভোক্তা ওই সব মুল্য সমন্বয় ক্রয় করতে পারবে যার মূল্য তার নির্দিষ্ট আয়ের সমান বা তার থেকে কম। একে ভোগ বান্ডিল বলে।

প্রশ্ন ৩৬। একটি দ্রব্যের দামের পরিবর্তন সত্ত্বেও যদি চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন না হয়, তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত হবে?

উত্তরঃ শূন্য হবে।

প্রশ্ন ৩৭। যদি একটি দ্রব্যের প্রান্তিক উপযোগিতা প্রশ্নটির দরের অধিক হয় তাহলে উপভোতা দ্রব্যটির ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করবে। (শুদ্ধ না অশুদ্ধ লেখো)

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ৩৮। যদি X দ্রব্যের দাম বৃদ্ধি Y দ্রব্যের চাহিদা বৃদ্ধি করে, তাহলে দ্রব্য দুটি কীভাবে সম্পর্কিত ?

উত্তরঃ যদি X দ্রব্যের দাম বৃদ্ধি Y দ্রব্যের চাহিদা বৃদ্ধি করে, তাহলে দ্রব্য দুটি বিকল্প দ্রব্য। যেমন – চা ও কফি। যদি চায়ের দাম বাড়ে, তাহলে কফির চাহিদা বৃদ্ধি হবে।

প্রশ্ন ৩৯। বাজেট রেখা কী নির্দেশ করে ?

উত্তরঃ নির্দিষ্ট আয়ে যদি ভোফা একটি দ্রব্য ঝে কিনতে চায়, তাহলে অন্য দ্রব্যটি কম কিনতে হয়, এটি প্রতিফলিত করে বাজেট রেখা। 

প্রশ্ন ৪০। বাজেট রেখার ঢাল হলো ______ (শূন্যস্থান পূর্ণ করো)

উত্তরঃ ঋণাত্মক নিম্নাভিমুখী।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

বন্ধনীর মধ্য হতে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করো :

প্রশ্ন ১। বাজারের চাহিদা রেখা ____। (নিম্নমুখী/ উর্দ্ধমুখী/ অনুভূমিক)

উত্তরঃ নিম্নমুখী।

প্রশ্ন ২। পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা ____। (অনুভূমিক/ উল্লম্ব/ নিম্নগামী)

উত্তরঃ অনুভূমিক।

প্রশ্ন ৩। পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা ____। (অনুভূমিক/ উল্লখ/ নিম্নগামী)

উত্তরঃ উল্লম্ব।

প্রশ্ন ৪। একক স্থিতিস্থাপকতায় যখন কোন একটি বস্তুর মূল্য 5% কমে, তখন এর চাহিদা বৃদ্ধি পায় ____। (5%/ 10%/ 20%)

উত্তরঃ 5%

প্রশ্ন ৫। একই শ্রেণিভূক্ত সামগ্রীর পরিমাণ বৃদ্ধির ফলে এর প্রান্তিক উপযোগিতা ____। (বৃদ্ধি পায়/ হ্রাস পায়/ একই থাকে) 

উত্তরঃ হ্রাস পায়। 

প্রশ্ন ৬। প্রান্তিক উপযোগিতা যখন____ মোট উপযোগিতা তখন সর্বাধিক। (শূন্য/ নিম্নতম/ সর্বাধিক) 

উত্তরঃ শূন্য।

প্রশ্ন ৭। ভোক্তার উদ্বৃত্তের ধারণাটি ____ এর সাথে জড়িত। (রবিন্স/ মার্শাল/ কেইনস) 

উত্তরঃ মার্শাল।

প্রশ্ন ৮। দুধ, চিনি ও চা পাতার চাহিদা হচ্ছে ____ এর একটি উদাহরণ। (যুগ্ম চাহিদা/ সংমিশ্রিত চাহিদা/ ব্যক্তিগত চাহিদা।)

উত্তরঃ যুগ্ম চাহিদা। 

প্রশ্ন ৯। ভোক্তার ভারসাম্যতা ধারণার উদ্ভাবক হলেন ____ (মার্শাল কেইনস/ জে. এস. মিল.)

উত্তরঃ মার্শাল।

প্রশ্ন ১০। বাজার চাহিদা হল ____ (সম্মিলিত চাহিদা/ গড় চাহিদা/ ব্যক্তিগত চাহিদা)

উত্তরঃ সম্মিলিত চাহিদা।

প্রশ্ন ১১। দর এবং চাহিদার সম্পর্ক ____ (ধনাত্মক/ ঋণাত্মক/ সদৃশ ধনাত্মক)

উত্তরঃ ঋণাত্মক।

প্রশ্ন ১২। ক্রমহ্রাসমান প্রান্তিক প্রতিকল্পতার হার নীতি উদ্ভাবন করেছিলেন ____ (গসেন/ রিকার্ডো/ রবিন্স)

উত্তরঃ গসেন।

প্রশ্ন ১৩। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয়ের প্রভাব ____ (ধনাত্মক/ ঋণাত্মক/ শূন্যের সমান)

উত্তরঃ ঋণাত্মক।

প্রশ্ন ১৪। তীর্ষক চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মূল্য হল ____ (এক থেকে কম/ একের সমান/ শূন্যের সমান) 

উত্তরঃ একের সমান।

প্রশ্ন ১৫। চাহিদা বিধি কার্যকরী হলে, চাহিদা রেখা ____ (নিম্নগামী হয়/ উর্দুগামী হয়/ সমান্তরাল হয়)।

উত্তরঃ নিম্নগামী হয়।

প্রশ্ন ১৬। নিকৃষ্ট বস্তুর ক্ষেত্রে, দামের প্রভাব ____ (ধনাত্মক/ ঋণাত্মক/ শূন্যের সমান) 

উত্তরঃ শূন্যের সমান।

প্রশ্ন ১৭। সুযোগ ব্যয়ের একটি অভিধারণা হল ____ (পূর্ণ প্রতিযোগিতার উপস্থিতি/ একচেটিয়া বাজারের উপস্থিতি/ একাধিকার বাজারের উপস্থিতি) 

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারের উপস্থিতি।

প্রশ্ন ১৮। প্রান্তিক উপযোগ হল ____ (প্রথম একক হতে প্রাপ্ত উপযোগিতা/ সকল একক হতে প্রাপ্ত উপযোগিতা/ একটি বেশি একক হতে উপযোগিতা)

উত্তরঃ একটি বেশি একক হতে প্রাপ্ত উপযোগিতা।

প্রশ্ন ১৯। কোন একটি দ্রব্যের চাহিদা প্রভাবান্বিত হয় ____ (সকল দ্রব্য/ সম্পর্কিত দ্রব্যের দ্বারা)

উত্তরঃ সম্পর্কিত দ্রব্যের দ্বারা।

প্রশ্ন ২০। ____ (স্বাভাবিক/ নিকৃষ্ট) দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বৃদ্ধি পেলে এর চাহিদা হ্রাস পায়।

উত্তরঃ নিকৃষ্ট দ্রব্য।

প্রশ্ন ২১। কোন একটি দ্রব্যের চাহিদা ____ (বৃদ্ধি/ হ্রাস) পায় যখন এর বিকল্প দ্রব্যের দাম বাড়ে। 

উত্তরঃ বৃদ্ধি পায়।

প্রশ্ন ২২। কোন একটি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, যখন এর পরিপূরক দ্রব্যের দাম ____ (হ্রাস পায়/ বৃদ্ধি পায়)

উত্তরঃ হ্রাস পায়। 

প্রশ্ন ২৩। দ্রব্যমূল্য হ্রাস পাওয়ার জন্য যদি চাহিদা হ্রাস পায়, তাহলে তাকে চাহিদার ____ (সম্প্রসারণ/ সংকোচন) বলা হয়।

উত্তরঃ সংকোচন।

প্রশ্ন ২৪। চাহিদা রেখা ডানদিকে স্থানান্তর হলে, এটিকে চাহিদার ____ (বৃদ্ধি হওয়া/ হ্রাস হওয়া) বুঝায়।

উত্তরঃ বৃদ্ধি হওয়া।

প্রশ্ন ২৫। চাহিদার হ্রাস হলে, চাহিদা রেখা ____ (বামদিকে/ ডানদিকে) স্থানান্তর হয়।

উত্তরঃ বামদিকে স্থানান্তর হয়।

প্রশ্ন ২৬। নিম্নের উক্তিগুলির মধ্যে কোনটি দামের সঙ্গে চাহিদা ও যোগানের সম্পর্ক সঠিকভাবে ব্যাখ্যা করে। 

(ক) যখন দাম বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণ হ্রাস পায় এবং চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়।

(খ) যখন দাম বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং চাহিদার পরিমাণ হ্রাস পায়।

(গ) যখন দাম বৃদ্ধি পায় তখন যোগান এবং চাহিদার পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়।

(ঘ) যখন দাম বৃদ্ধি পায় তখন যোগান এবং চাহিদার পরিমাণ উভয়ই হ্রাস পায়। 

 উত্তরঃ (খ) যখন দাম বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণ হ্রাস পায়।

প্রশ্ন ২৭। উপযোগ মানে – 

(ক) মূল্য সৃষ্টির ক্ষমতা।

(খ) মানুষের অভাব পূরণ করার ক্ষমতা। 

(গ) উপকারী বস্তু সৃষ্টি করার ক্ষমতা।

উত্তরঃ মানুষের অভাব পুরণ করার ক্ষমতা। 

প্রশ্ন ২৮। স্বাভাবিক পরিস্থিতিতে দাম এবং চাহিদার সম্পর্ক নিম্নের কোন উক্তিটি শুদ্ধভাবে প্রকাশ করে।

(ক) যখন দাম বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। 

(খ) যখন দাম বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ একই থাকে।

(গ) যখন দাম বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ হ্রাস পায়। 

উত্তরঃ (গ) যখন দাম বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ হ্রাস পায় ।

প্রশ্ন ২১। একজন ভোক্তার নিকট একটি দ্রব্যের প্রথমদিকের এককগুলো পরের দিকের এককগুলোর তুলনায় অধিকতর কাম্য – এই ঘটনাটি অর্থনীতির কোন বিধির সাথে জড়িত ?

উত্তরঃ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। 

প্রশ্ন ৩০। একই ধরনের বস্তুর মজুত বৃদ্ধি হলে তার প্রান্তিক উপযোগিতা –

(A) বৃদ্ধি পায়। 

(B) সমান থাকে।

(C) শূন্য হয়।

(D) হ্রাস পায়।

উত্তরঃ (C) শূন্য হয়।

প্রশ্ন ৩১। কোন একটি নির্দিষ্ট বস্তুর ভোগ তার পরিতৃপ্তির বিন্দুতে প্রান্তিক উপযোগিতা-

(A) এককের সমান।

(B) মোট উপযোগের সমান।

(C) শূন্যের সমান। 

(D) ঋণাত্মক।

উত্তরঃ (C) শূন্যের সমান।

প্রশ্ন ৩২। ভোক্তা তার আয় বিন্যাসে (allocation) লক্ষ্য রাখে যাতে-

(A) মোট উপযোগিতা সর্বাধিক হয়।

(B) স্বল্প দামী দ্রব্য ক্রয় করা হয়। 

(C) দাম নিরপেক্ষভাবে পছন্দকৃত দ্রব্য ক্রয় করে।

উত্তরঃ (A) মোট উপযোগিতা সর্বাধিক হয়।

প্রশ্ন ৩৩। যদি চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা একের অধিক হয়, তাহলে দ্রব্যটি –

(A) নিত্যপ্রয়োজনীয়। 

(B) বিলাসী।

(C) নিম্নমানের।

উত্তরঃ (A) নিত্যপ্রয়োজনীয়।

প্রশ্ন ৩৪। সংখ্যাবাচক উপযোগিতা মার্গের (Cardinal Utility approach) প্রবক্তা হলেন-

(A) হিকস্।

(B) এলেন।

(C) মার্শাল।

উত্তরঃ (C) মার্শাল।

প্রশ্ন ৩৫। নিরপেক্ষ রেখা অধ্যয়ন ভিত্তি করে – 

(A) সংখ্যাবাচক উপযোগিতা মার্গের ওপর।

(B) ক্রমবাচক উপযোগিতা মার্গের ওপর।

(C) প্রান্তিক উপযোগিতা মার্গের ওপর। 

উত্তরঃ (B) ক্রমবাচক উপযোগিতা মার্গের ওপর।

প্রশ্ন ৩৬। নিরপেক্ষ রেখা সাধারণতঃ 

(A) উৎসের মধ্য দিয়ে অবতল।

(B) উৎসের মধ্য দিয়ে উত্তল।

(C) সরলরেখা। 

উত্তরঃ (B) উৎসের মধ্য দিয়ে উত্তল।

প্রশ্ন ৩৭। যখন স্থিতিস্থাপকতা এক, এটি বুঝায়

(A) শূন্য স্থিতিস্থাপকতা। 

(B) পূর্ণ স্থিতিস্থাপকতা।

(গ) একক পরিস্থিতি।

উত্তরঃ (C) একক স্থিতিস্থাপকতা।

প্রশ্ন ৩৮। নিরপেক্ষরেখার ঢাল (Slope ) দেখায় –

(A) ক্রমহ্রাসমান বিকল্পীকরণের হার। 

(B) দাম অনুপাত।

(C) উৎপাদন বিকল্পীকরণ।

উত্তরঃ (A) ক্রমহ্রাসমান বিকল্পীকরণের হার।

প্রশ্ন ৩৯। নিরপেক্ষ রেখার একটি প্রধান বৈশিষ্ট্য –

(A) পরস্পর দুটি রেখা ছেদ করে। 

(B) দুটি নিরপেক্ষরেখা পরস্পরকে ছেদ করে না।

(C) X অক্ষের সামন্তরিক।

উত্তরঃ (B) দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে না।

প্রশ্ন ৪০। প্রয়োজনীয় দ্রব্যের দামণত স্থিতিস্থাপকতা

(ক) অতিরিক্ত অবস্থাপক।

(B) কম স্থিতিস্থাপক। 

(C) শূন্য স্থিতিস্থাপক।

উত্তরঃ (B) কম স্থিতিস্থাপক।

প্রশ্ন ৪১। শুদ্ধ না অশুদ্ধ লেখোঃ

(a) চাহিদার অন্তর্নিহিত শক্তি হল উপযোগিতা। 

উত্তরঃ শুদ্ধ।

(b) একজন ভোক্তা একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ হ্রাস পায়।

উত্তরঃ অশুদ্ধ।

(c) একটি বস্তুর মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়।

উত্তরঃ শুদ্ধ।

(d) একটি বস্তুর বিকল্প দ্রব্য না থাকলে ওর চাহিদা অস্থিতিস্থাপক হয়।

উত্তরঃ শুদ্ধ।

(e) ভোক্তার উদ্বৃত্ত হল মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পূরণফল। 

উত্তরঃ অশুদ্ধ।

(f) চাহিদার স্থিতিস্থাপকতা হল চাহিদার শতকরা পরিবর্তন এবং দামের শতকরা পরিবর্তনের অনুপাত।

উত্তরঃ শুদ্ধ।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একজন ভোক্তার চাহিদা রেখা কী কী স্বীকার্যের/ অনুমিত ধারণার ওপর নির্ভর করে ?

উত্তরঃ চাহিদা রেখা অংকন করার সময় নিম্নলিখিত অনুমান ধরা হয় :

(i) দামের পরিবর্তনের সময় ক্রেতার রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদির কোন পরিবর্তন ঘটবে না।

(ii) ফেতার আর্থিক আয় অপরিবর্তিত থাকবে। 

(iii) দ্রব্যের দামের পরিবর্তনের সাথে পরিপূরক ও বিকল্প দ্রব্যটির দামের কোনরূপ পরিবর্তন ঘটবে না।

প্রশ্ন ২। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। 

উত্তরঃ দ্রব্যের দামের শতকরা পরিবর্তন এবং তার ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন দামের শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার দর স্থিতিস্থাপকতা বলে।

প্রশ্ন ৩। বাজেট রেখা কী? এটি কেন নিম্ন ঢালযুক্ত ?

উত্তরঃ বাজেট রেখা ঐসব বাণ্ডিলকে প্রতিনিধিত্ব করে যাতে ভোক্তার সম্পূর্ণ আয় খরচ হয়ে যায়। অর্থাৎ বাজেট রেখা হলো ভোক্তার আয়ের সমমানের দ্রব্যের সব বান্ডিল।

বাজেট রেখা নিম্নমুখী কারণ যদি উপভোক্তা এক একক অতিরিক্ত দ্রব্য X₁ উপভোগ করতে চায়, তাকে দ্রব্য X₂ এক একক ছাড়তে হবে। 

প্রশ্ন ৪। ভোক্তার একঘেয়ে পছন্দ/ একঘেয়ামী অগ্রাধিকার (Monotonic preference) কী ?

উত্তরঃ একজন ভোক্তার পছন্দ তখনই একঘেয়ে হয় যখন দুটি বান্ডিল বস্তু সামগ্রীর মধ্যে ভোক্তা এই বান্ডিলকে পছন্দ করে যার মধ্যে অন্যান্য বান্ডিলের তুলনায় অন্য কোন বস্তু কম না থেকে অন্তত একটি বিশেষ বস্তু অধিক থাকে।

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

1 thought on “AHSEC Class 11 Economics Chapter 2 ভোক্তার আচরণ এবং চাহিদা”

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top