AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

প্রশ্ন ৩। গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

অথবা, 

সংজ্ঞা লেখো।

(i) মোট উৎপাদন। 

(ii) গড় উৎপাদন।

(iii) প্রান্তিক উৎপাদন।

গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক উপযুক্ত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ (i) মোট উৎপাদন: নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে, তাকে মোট উৎপাদন বলে।

(ii) গড় উৎপাদন: মোট উৎপাদনকে মোট পরিবর্তনশীল উপাদানের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকে গড় উৎপাদন বলে।

(iii) প্রান্তিক উৎপাদন: অন্যান্য সকল উপাদান স্থির থাকা অবস্থায় পরিবর্তনশীল উপাদানের এককের পরিবর্তনের ফলে উৎপন্নের পরিবর্তনকে প্রান্তিক উৎপাদন বলে।

গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপানের মধ্যে সম্পর্ক নিচের তালিকা ও চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো।

ভূমি শ্রমিকমোট উৎপাদন (TP) প্রান্তিক উৎপাদন (MP) গড় উৎপাদন (AP)
21888
22201210
23361612
24481212
2555711
2660510
276008.6
2856– 47

১। যখন গড় উৎপাদন বৃদ্ধি হয়, প্রান্তিক উৎপাদন > গড় উৎপাদন।

২। যখন গড় উৎপাদন = প্রান্তিক উৎপাদন হয়, তখন গড় উৎপাদন সর্বাধিক হয়।

৩। যখন গড় উৎপাদন হ্রাস পায়, প্রান্তিক উৎপাদন < গড় উৎপাদন।

৪। উৎপাদনের শুরুতে গড় ও প্রান্তিক উৎপাদন উভয়ই বৃদ্ধি পায়, তারপর উভয়ই হ্রাস পায়। কিন্তু প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের পূর্বে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে।

প্রশ্ন ৪। দেখাও যে, গড় স্থির ব্যয় রেখাটি আয়তীয় পরাবৃত্ত।

উত্তরঃ মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। উৎপাদন বৃদ্ধি হলেও মোট স্থিয় ব্যয় সমান থাকায় গড় স্থির ব্যয় হ্রাস পায় কিন্তু শূন্য হয় না। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গড় স্থির ব্যয় হ্রাস পায়। ফলে গড় স্থির ব্যয় রেখাটি নিম্নগামী হয় কিন্তু গড় স্থির ব্যয় রেখাটি কোন অক্ষকে স্পর্শ করে না। সুতরাং গড় স্থির ব্যয় রেখাটি আয়তকার পরাবলয় হয়।

প্রশ্ন ৫। গড় পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো।

অথবা, 

পরিবর্তনশীল ব্যয় কী? গড় পরিবর্তনশীল ব্যয়রেখা কেন U আকৃতির?

উত্তরঃ উৎপাদনের পরিমাণকে মোট পরিবর্তনশীল ব্যয় দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়।

নিচে তালিকা ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলঃ

উৎপাদনের একক মোট পরিবর্তনশীল ব্যয় (AVC) গড় পরিবর্তনশীল ব্যয়

00
11818
23015
34013.33
45213
56513
68213.67
710615.14
814017.5

গড় পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি U আকৃতির হয়। কারণ প্রথম অবস্থায় একটি প্রতিষ্ঠানের ব্যয় (AVC) বেশি থাকে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ব্যয় (AVC) ধীরে ধীরে কমে গিয়ে ন্যূনতম অবস্থায় পৌঁছায়, এরপর ধীরে ধীরে ব্যয় (AVC) বাড়তে থাকে।

প্রশ্ন ৬। নিচে একটি উৎপাদন ক্ষেত্রের মোট ব্যয়ের তালিকা দেওয়া হল। গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় (MC) অনুসূচি প্রস্তুত করো।

QTC
130
255
375
490
5110
6140
7180

উত্তরঃ আমরা জানি,

প্রশ্ন ৭। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন কার্য Q = 2L1/2 K1/2 দেওয়া আছে। 25 একক শ্রমিক (L) এবং 16 একক মূলধন (K) প্রয়োগ করে উৎপাদনের পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে,

শ্রমিক (L) = 25 একক

মূলধন (K) = 16 একক

তাহলে সমীকরণটি হল: Q = 2L1/2 K1/2

= 2 (25)1/2 (16)1/2

= 2 x 5 x 4

= 40 একক

∴ উৎপাদনের পরিমাণ (Q) = 40 একক।

প্রশ্ন ৮। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট উৎপাদন তালিকা নিচে দেওয়া হলো।

শ্রম (L)0123456
মোট উৎপাদন (TP) 02045658090 90

প্রতিষ্ঠানটির প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন নির্ণয় করো।

উত্তরঃ 

শ্রমিক (L)মোট উৎপাদন (TP)প্রান্তিক উৎপাদন (MP) গড় উৎপাদন (AP)
00
1202020
2452522.5
3652021.6
4801520
5901018
690015

প্রশ্ন ৯। একটি রেখাচিত্রের সাহায্যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও।

উত্তরঃ নীচে তালিকা ও চিত্রের সাহায্যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখানো হলো-

উৎপাদন মোট ব্যয়গড় ব্যয়প্রান্তিক ব্যয়
1303030
2502520
3602010
4721812
5851713
61021717
71261824

ওপরের তালিকা থেকে স্পষ্ট প্রতীয়মান হয়-

১। যখন গড় ব্যয় কমে, তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের তুলনায় কম হয় অর্থাৎ MC < AC

২। যখন গড় ব্যয় স্থির থাকে, তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান হয় অর্থাৎ MC = AC

৩। যখন গড় ব্যয় বাড়ে, তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের তুলনায় বেশি হয় অর্থাৎ MC > AC

চিত্রের সাহায্যে এই সম্পর্কটি নিচে দেখানো হলোঃ

P বিন্দু পর্যন্ত প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখার নিম্নে অবস্থান করেছে। P বিন্দুতে গড় ব্যয় ন্যূনতম। এই বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখার সমান। P বিন্দুর পর থেকে গড় ব্যয় রেখা উর্ধগামী হয় এবং প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখার উপরে অবস্থান করে অর্থাৎ গড় ব্যয় রেখা বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখার উর্ধে অবস্থান করে।

প্রশ্ন ১০। কব ডগলাস (Cobb-Douglas) উৎপাদন ফলন কী?

উত্তরঃ কব ডগলাস (Cobb-douglas) উৎপাদন ফলন হল একটি সমগোত্রীয় উৎপাদন ফলন বা কার্য।

কব ডগলাস উৎপাদন ফলনটি হলো-

q = x₁ α x₂ β, এখানে q = উৎপাদন, x₁ ও x₂ উৎপাদনের দুটি উপাদান।

α + β এটি উৎপাদন ফলনটির মাত্রার ইঙ্গিত দেয়।

যদি α + β = 1 হয়, মাত্রার সমহার প্রতিদান কার্যকরী হবে।

যদি α + β > 1 হয়, মাত্রার ক্রমবর্ধমান প্রতিদান কার্যকরী হবে।

যদি α + β < 1 হয়, মাত্রার ক্রমহ্রাসমান প্রতিদান প্রযোজ্য হবে।

প্রশ্ন ১১। উৎপাদন পদ্ধতির হ্রস্বকাল এবং দীর্ঘকালের ধারণা দুটি ব্যাখ্যা করো।

উত্তরঃ ১। হ্রস্বকাল বা স্বল্পকাল বলতে সেই সময়কে বুঝায় যখন উৎপাদনের উপাদানগুলোকে পরিবর্তন করা যায় না। দীর্ঘকাল বলতে সেই সময়কে বুঝায় যখন উৎপাদনের সবগুলো উপাদানকে পরিবর্তন করা যায়।

২। স্বল্পকালে উৎপাদনের কিছু উপাদান স্থির এবং কিছু উপাদান পরিবর্তনশীল থাকে। কিন্তু দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান পরিবর্তনশীল।

৩। স্বল্পকালে ফার্ম তার আয়তন বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করতে পারে না। কিন্তু দীর্ঘকালে ফার্ম তার আয়তনের পরিবর্তন ঘটিয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারে।

৪। স্বল্পকালে নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না। কিন্তু দীর্ঘকালে নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারবে বা পুরাতন ফার্ম লোকসান হলে বাজার ত্যাগ করতে পারবে।

প্রশ্ন ১২। উৎপাদন ফলনের সাহায্যে উৎপাদন মাত্রার প্রতিদানের অর্থ ব্যাখ্যা করো।

উত্তরঃ দীর্ঘকালীন সময়ে কোন উৎপাদন প্রতিষ্ঠান সকল ধরনের উপকরণের পরিবর্তনের মাধ্যমে উৎপাদনে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে পারে। এক্ষেত্রে সকল ধরনের উপাদান একসঙ্গে একই অনুপাতে পরিবর্তনের ফলে যে হারে প্রতিদান পাওয়া যায়, তাকেই উৎপাদনের মাত্রাজনিত প্রতিদান বলা হয়।

উৎপাদন সাপেক্ষে সমীকরণ হলো-

q = f (X₁, X₂) এখানে, q = উৎপন্নের পরিমাণ

f = উৎপাদন ক্রিয়া

X₁, X₂ = দুটি উপাদান

প্রশ্ন ১৩। পরিবর্তনশীল উৎপাদন বিধির কার্যকারিতার কারণ ব্যাখ্যা করো।

অথবা, 

ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতার কারণগুলি লেখো।

উত্তরঃ পরিবর্তনশীল উৎপাদন বিধির কার্যকারিতার কারণগুলো হলো-

১। এই বিধি অপরিবর্তিত প্রযুক্তি স্বীকার্য হিসেবে গ্রহণ করেছে। উৎপাদনের কৌশলগত অবস্থা স্থির থাকে বলে এই বিধি কার্যকর হয়।

২। এই বিধি পরিবর্তনশীল উপাদানগুলির সবগুলি একক অভিন্ন হবে বলে অনুমান করেছে। ফলে এই বিধিটি কার্যকর হয়।

৩। পরিবর্তনশীল উৎপাদন বিধি কেবল স্বল্পকালেই প্রযোজ্য হয়, যেহেতু দীর্ঘকালে সব উপাদান পরিবর্তনশীল।

৪। ভূমি এবং শ্রম পূর্ণ পরিবর্ত নয়। ফলে উৎপাদনের প্রাথমিক স্তর অতিক্রম করার পর শুধু শ্রমিক বৃদ্ধি করলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এই কারণে বিধিটি কার্যকর হয়।

প্রশ্ন ১৪। একটি সম উৎপাদন রেখা বাম থেকে ডানে নিচের দিকে কেন নামে?

উত্তরঃ একটি সম উৎপাদন রেখা এক নির্দিষ্ট পরিমাণের উৎপাদনের পরিমাণ প্রতিনিধিত্ব করে। উৎপাদক একটি উপাদানের পরিমাণ বৃদ্ধি করলে অন্য উপাদান হ্রাস করতে লাগে যাতে উৎপাদনের পরিমাণ একই থাকে। সেইজন্য একটি সম উৎপাদন রেখা বাম থেকে ডানে নিচের দিকে নামে।

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন ফলন Q = 5L1/2 K1/2 দেওয়া আছে। যখন প্রতিষ্ঠানটি 16 একক শ্রমিক (L) ও 36 একক মূলধন (K) নিয়োগ করে, তখন প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে,

L = 16, K = 36

Q = 5 L’1/2 K1/2

= 5.(16)1/2 (36)1/2

= 5 x 4 x 6

= 120

তাই উৎপাদনের পরিমাণ 120 একক।

প্রশ্ন ২। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন ফলন Q = 5L1/2 K1/2দেওয়া আছে। যখন প্রতিষ্ঠানটি 100 একক শ্রমিক (L) ও 100 একক মূলধন (K) নিয়োগ করে, তখন প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে,

L = 100, K = 100

Q = 5L1/2 K1/2

5 (100)1/2 (100)1/2

= 5 x 10 x 10

= 500

∴ উৎপাদনের পরিমাণ 500 একক।

প্রশ্ন ৩। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন ফলন Q = 5L + 2K দেওয়া আছে। যখন প্রতিষ্ঠানটি 0 একক শ্রমিক (L) ও 10 একক মূলধন (K) নিয়োগ করে, তখন প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে,

L = 0, K = 10

Q = 5L + 2K

= 5.0 + 2.10

= 20

∴ প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ 20 একক।

প্রশ্ন ৪। যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়কারী চারটি কারক বা উপাদান ব্যাখ্যা করো।

উত্তরঃ যোগানের স্থিতিস্থাপকতা নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভর করে।

১। উৎপাদন ব্যয়ের প্রকৃতি: উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি উৎপাদন ব্যয় কমতে থাকে, তাহলে যোগান হয় স্থিতিস্থাপক। কিন্তু উৎপাদনের যে ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি কার্য করে সেক্ষেত্রে যোগান-অস্থিতিস্থাপক হয়। কারণ দাম সামান্য বাড়লে উৎপাদকের মুনাফা তেমন একটা হয় না।

২। দ্রব্যের প্রকৃতি: স্থায়ী দ্রব্যের যোগান স্থিতিস্থাপক হয় কিন্তু ক্ষণস্থায়ী দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হয়। ডিম, দুধ, মাছ প্রভৃতি ক্ষণস্থায়ী দ্রব্যের দাম কম হলেও বিক্রয় করতে হয় নতুবা নষ্ট হয়ে যায়।

৩। উৎপাদনের উপাদান: যদি উৎপাদনের উপাদান যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, তাহলে যোগান হয় অস্থিতিস্থাপক। বিপরীতক্ষেত্রে যোগান স্থিতিস্থাপক হয়।

৪। বাজারের প্রকৃতি: যদি বাজার একচেটিয়া হয়, তাহলে যোগান অস্থিতিস্থাপক হয় কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগানের স্থিতিস্থাপকতা বেশি।

প্রশ্ন ৫। যোগান কী? যোগান নির্ভর করে এরকম তিনটি কারক লেখো।

উত্তরঃ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাজারে নির্দিষ্ট দামে বিক্রয়ের জন্য আনয়ন করা দ্রব্যের পরিমাণকে যোগান বলে।

যোগানকে প্রভাবিত করা কারকগুলো হলো-

১। যোগানের পরিমাণ সংশ্লিষ্ট দ্রব্যের দামের ওপর নির্ভর করে। দাম হল যোগানের প্রধান নির্ধারক। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে।

২। কৃষিজাত দ্রব্যের যোগান প্রকৃতির উপর বহুলাংশে নির্ভরশীল। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির দরুন কৃষিকার্য বিঘ্নিত হলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, ফলে যোগানের পরিমাণ হ্রাস পাবে।

৩। কলাকৌশলগত অবস্থার ওপরও যোগানের পরিমাণ নির্ভর করে থাকে। কলাকৌশলগত অবস্থা যত বেশি উন্নত হবে, যোগানের পরিমাণও তত বৃদ্ধি পাবে।

প্রশ্ন ৬। প্রকাশ্য ও অপ্রকাশ্য (অন্তর্নিহিত) ব্যয়ের পার্থক্য লেখো। প্রতিটির একটি করে উদাহরণ দাও।

উত্তরঃ উৎপাদককে যে সকল ব্যয় নগদ অর্থে প্রদান করতে হয় অর্থাৎ সরাসরি বহন করতে হয়, তাকে প্রকাশ্য বা সুস্পষ্ট ব্যয় বলে। যেমন শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, মূলধনের সুদ ইত্যাদি।

যদি উৎপাদন প্রতিষ্ঠানের কিছু নিজস্ব উপকরণ উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, উৎপাদককে এগুলোর জন্য প্রত্যক্ষভাবে কোন ব্যয় বহন করতে হয় না। এধরনের ব্যয়কে অন্তর্নিহিত ব্যয় বা অপ্রকাশ্য ব্যয় বলে। যেমন – নিজস্ব জমির খাজনা, নিজস্ব মূলধনের সুদ ইত্যাদি।

প্রশ্ন ৭। যোগান ও মজুতের মধ্যে পার্থক্য দর্শাও।

উত্তরঃ অর্থবিজ্ঞানে যোগান শব্দটি একটি নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। কোন নির্দিষ্ট সময়ে বিক্রেতারা এক নির্দিষ্ট দামে কোন দ্রব্য যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে তাকে যোগান বলা হয়। অন্যদিকে, বিক্রেতার নিকট যে পরিমাণ দ্রব্য থাকে, তার মোট অংশকে মজুত বা স্টক বলে। যোগান মজুতের অংশ।

সহজে নষ্ট হওয়া দ্রব্যাদি যেমন – শাক, মাছ, দুধ ইত্যাদির ক্ষেত্রে যোগান ও মজুতের কোন পার্থক্য থাকে না। যেহেতু এগুলো ক্ষণস্থায়ী দ্রব্য দীর্ঘসময় মজুত করে রাখা যায় না।

প্রশ্ন ৮। যোগানের পরিমাণের পরিবর্তন এবং যোগানের পরিবর্তনের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তরঃ দামের পরিবর্তনের ফলে যোগানের যে পরিবর্তন হয় তাকে যোগানের পরিমাণের পরিবর্তন বলে। দামের পরিবর্তন ছাড়া উৎপাদন ব্যয়, আবহাওয়া, সরকারি নীতি ইত্যাদির পরিবর্তনের ফলে যোগানের যে হ্রাস-বৃদ্ধি ঘটে, তাকে যোগানের পরিবর্তন বলে। এরূপ হলে দাম স্থির থাকলেও বিক্রেতারা কম বেশি যোগান দেবে।

যোগানের পরিমাণের পরিবর্তনের বিষয়টি একটি যোগান রেখার দ্বারা ব্যাখ্যা করা যায়। কিন্তু যোগানের হ্রাস-বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করতে হলে একাধিক যোগান রেখার প্রয়োজন হয়। নিম্নে রেখাচিত্রে দেখানো হলো-

প্রশ্ন ৯। শ্রমের দক্ষতা কীসের ওপর নির্ভর করে – ব্যাখ্যা করো।

উত্তরঃ শ্রমের দক্ষতা বৃদ্ধিকারক উপাদানগুলি নিম্নে উল্লেখ করা হলোঃ

১। জলবায়ু: দেশের জলবায়ু শ্রম দক্ষতার একটি প্রধান উপাদান। ঠান্ডা আবহাওয়া অধিক পরিশ্রমের অনুকূল। তাই শীতপ্রধান অঞ্চলের শ্রমিকের দক্ষতা অধিক হয়। গ্রীষ্মপ্রধান দেশের শ্রমিকেরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে।

২। শিক্ষা: সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা উভয় প্রকারের শিক্ষাই শ্রমিকের দক্ষতা বৃদ্ধির সহায়ক। শিক্ষা মানুষের জ্ঞান ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায়।

৩। নৈতিক চরিত্র: চরিত্র একটি মহৎ গুণ। আত্মবিশ্বাসী নিয়মানুবর্তিতা গুণের অধিকারী ব্যক্তি নিজ কর্তব্যে অবহেলা করে না, তাই তার দক্ষতা স্বাভাবিকভাবেই বেশি হয়। পক্ষান্তরে, যে ব্যক্তি অলস এবং কর্তব্য সচেতন নয়, তার দক্ষতা কম হয়।

৪। কাজের পরিবেশ: কাজের পরিবেশ যদি স্বাস্থ্যকর এবং সুন্দর হয়, তাহলে শ্রমিকের মনে তৃপ্তির ভাব জাগে এবং দক্ষতা বাড়ে।

প্রশ্ন ১০। মূলধন কী? মূলধনের বৈশিষ্ট্যগুলো লেখো।

উত্তরঃ অর্থনীতিবিদ বম ওয়ার্কের মতে, উৎপাদনের উৎপাদিত উপাদানকে মূলধন বলে। সহজ কথায়, মূলধন হল সেই সম্পদ যা আয় উপার্জন করে বা আয় উপার্জনে সহায়ক বা আয় উপার্জনে নিযুক্ত থাকে। যেমন – মেশিন, গাড়ি, কাঁচামাল, ফ্যাক্টরি বিল্ডিং, জেরক্স মেশিন, রেললাইন ইত্যাদি।

মূলধনের বৈশিষ্ট্যগুলো হলো-

১। মূলধন মানবসৃষ্ট। মানুষের পরিশ্রম ও কর্মপ্রচেষ্টা থেকে মূলধনের সৃষ্টি হয়।

২। মূলধন গতিশীল। প্রয়োজনবোধে মূলধনকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা যায়।

৩। মূলধনের যোগান দাম আছে। সুদের হারের হ্রাস বৃদ্ধির দ্বারা মূলধনের যোগান প্রভাবিত হয়।

৪। মূলধন উৎপাদনশীল। মূলধন ব্যবহার করলে উৎপাদন বিশেষভাবে বৃদ্ধি পায়।

প্রশ্ন ১১। যোগান পরিবর্তনের কারণগুলি লেখো।

উত্তরঃ নিম্নলিখিত কারণে যোগান পরিবর্তন হয়-

১। উৎপাদন পদ্ধতির পরিবর্তন: উৎপাদন পদ্ধতি ও শিল্পগত কলাকৌশল উন্নত হলে পূর্বের তুলনায় কম উৎপাদন ব্যয়ে অধিক উৎপাদন সম্ভব হবে। এর ফলে পূর্বেকার দামে অধিক দ্রব্য যোগান দেওয়া সম্ভব হবে।

২। আবহাওয়ার প্রভাব: কৃষিজাত পণ্যের ক্ষেত্রে যোগান আবহাওয়ার উপর বহুলাংশে নির্ভরশীল। সময়মত উপযুক্ত পরিমাণে বৃষ্টিপাত হলে কৃষিপণ্যের যোগান বাড়বে। আবার বন্যা বা খরার ফলে শস্য নষ্ট হলে কৃষিজাত দ্রব্যের যোগান কমে যাবে।

৩। ভোগের আকাঙ্খার পরিবর্তন: কৃষকরা যদি উৎপন্ন শস্য নিজেরাই বেশি ভোগ করে বাজারে কম বিক্রয় করতে চায়, তাহলে যোগান স্বাভাবিকভাবেই কমে যাবে।

৪। করের অভাব: কোন দ্রব্যের ওপর কর ধার্য করা হলে ওর দাম বৃদ্ধি ও যোগান হ্রাস উভয়েরই সম্ভাবনা থাকে। পক্ষান্তরে, কোন দ্রব্যের ওপর কর হ্রাস করা হলে ওর দাম হ্রাস ও যোগান বৃদ্ধি উভয়েরই সম্ভাবনা থাকে।

প্রশ্ন ১২। যোগান অনুসূচীর সাহায্যে যোগান বিধিটি ব্যাখ্যা করো।

উত্তরঃ উৎপাদনের যে অংশটি বাজারে বিক্রির জন্য আনা হয় সে অংশটিকে যোগান বলা হয়। যোগান বিধি হল- কোন দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, আবার দাম কমলে ওই দ্রব্যটির যোগানের পরিমাণ হ্রাস পাবে। দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে এই প্রত্যক্ষ সম্পর্কে যোগান বিধি বলে। 

নিচে যোগান অনুসুচীর সাহায্যে যোগান বিধিটি দেখানো হল-

দ্রব্যের দাম (টাকা) যোগানের পরিমাণ (একক)
10.0040
8.0035
6.0025
4.0015
2.0010
1.005

উল্লিখিত যোগানসূচী দেখাচ্ছে যতই দ্রব্যটির দাম কমছে, ততই যোগানের পরিমাণ কমছে।

প্রশ্ন ১৩। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদন ফলন Q = 5L1/2 K1/2 দেওয়া আছে। 25 একক শমিক এবং 9 একক মূলধন বিনিয়োগ করলে প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ (Q) নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে,

L = 25, K = 9

Q = 5 L’1/2 K1/2

= 5.(25)1/2 (9)1/2

= 5 x 5 x 3

= 75

প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ হবে 75 একক।

প্রশ্ন ১৪। একটি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ফলনটি হলো Q = 2L1/2 K²। প্রতিষ্ঠানটি প্রাচুর্য 16 একক L উপাদানের প্রয়োগে 200 একক দ্রব্য উৎপাদন করতে চাইলে প্রয়োজনীয় K উপাদানের পরিমাণ গণনা করো। (Q = উৎপাদনের পরিমাণ, K = মূলধন, L = শম)।

উত্তরঃ দেওয়া আছে,

L= 16

Q = 200

K = ?

এখানে, Q = 2L1/2 K²

200 = 2(16)1/2 K²

200 = 2 x 4 x K²

200 = 8K²

K² = 200/8

K² = 25

K = 5

∴ প্রতিষ্ঠানটির মুলধনের পরিমাণ হবে 5 একক।

প্রশ্ন ১৫। গড় ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা লেখো এবং এই রেখা দুটি অঙ্কন করো। এই রেখা দুটি পরস্পরকে কেন স্পর্শ করতে পারে না?

উত্তরঃ গড় ব্যয় হল দ্রব্যের ইউনিট পিছু উৎপাদন ব্যয়। অর্থাৎ মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ দিলেই গড় ব্যয় পাওয়া যায়।

সুতরাং গড় ব্যয় (AC) = মোট উৎপাদন ব্যয়/ মোট উৎপাদনের পরিমাণ

অনুরূপভাবে, মোট পরিবর্তনশীল ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ দিলে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। কাজেই

গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) = মোট পরিবর্তনীয় ব্যয়/ মোট উৎপাদনের পরিমাণ

কোনো উৎপাদনের পরিমাণের গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয় যোগ করলেই ওই উৎপাদনের পরিমাণের গড় ব্যয় পাওয়া যায়। সেজন্য উভয় রেখা পরস্পরকে স্পর্শ করতে পারে না।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর 

প্রশ্ন ১। একটি কাল্পনিক অনুসূচির সাহায্যে মোট উৎপাদন (TP), গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদন (MP) ব্যাখ্যা করো।

উত্তরঃ একটি নির্দিষ্ট পরিমাণ উপাদানের সাহায্যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে তাকে মোট উৎপাদন (TP) বলে।

তাই, TP = ΣMP অথবা, TP = AP x N

এখানে TP = মোট উৎপাদন

ΣMP = প্রান্তিক উৎপাদনের যোগফল

AP = গড় উৎপাদন

N = পরিবর্তনশীল এককের সংখ্যা

মোট উৎপাদনকে পরিবর্তনশীল উপাদানের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উৎপাদন (AP) বলে।

তাই, AP = TP/N

এখানে, AP = গড় উৎপাদন

TP = মোট উৎপাদন

N = পরিবর্তনশীল এককের সংখ্যা

উৎপাদন প্রক্রিয়ায় একটি অতিরিক্ত উপাদান ব্যবহার করার ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন (MP) বলে।

MP = ΔΤΡ/ΔN

MP = প্রান্তিক উৎপাদন

ΔTP = মোট উৎপাদনের পরিবর্তন

ΔN = উপাদানের যোগান পরিবর্তন

অনুসূচির সাহায্যে TP, AP ও MP বোঝানো হলো-

শ্রমিকের সংখ্যা (L) মোট উৎপাদন (TP)গড় উৎপাদন (AP) প্রান্তিক উৎপাদন (MP)
00
1888
2201012
32484
42460
5204– 4

প্রশ্ন ২। চিত্রের সাহায্যে দেখাও যে, মোট ব্যয়, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের উল্লম্ব যোগফল।

উত্তরঃ মোট স্থির ব্যয় (TFC) এবং মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) কে যোগ করলেই মোট ব্যয় পাওয়া যায়।

TC = TFC + TVC

অর্থাৎ, মোট ব্যয় = মোট স্থির ব্যয় + মোট পরিবর্তনশীল ব্যয় নিচে তালিকা ও চিত্রের সাহায্যে বিষয়টি স্পষ্টভাবে বোঝানো হলো। উৎপাদনের

পরিমাণTFCTVCTC
060060
16040100
26076136
360102162
460132192
560170230
660222282

চিত্রে OX অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY অক্ষে মোট ব্যয়, মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয় দেখানো হল। স্থির ব্যয় যেহেতু উৎপাদনের পরিমাণের সাথে সম্পর্কহীন, সেহেতু স্থির ব্যয় রেখা OX অক্ষের সমান্তরাল হয়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট ব্যয় বৃদ্ধি পায়।

মোট উৎপাদন ব্যয় রেখা এবং মোট স্থির ব্যয় রেখার মধ্যবর্তী এলাকা দ্বারা মোট পরিবর্তনশীল ব্যয় বুঝানো হয়েছে। এই এলাকা উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। উৎপাদনের পরিমাণ শূন্য হলে পরিবর্তনশীল ব্যয়ও শূন্য হয়। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে পরিবর্তনশীল ব্যয় রেখা ও স্থির ব্যয় রেখার মধ্যে দূরত্ব দীর্ঘতর হয়। TFC এবং TVC কে উল্লম্বভাবে যোগ করলেই আমরা TC পাই।

প্রশ্ন ৩। হ্রস্বকালীন প্রান্তিক ব্যয় (SMC), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) এবং গড় ব্যয়ের (AC) মধ্যে সম্পর্ক রেখাচিত্রের সাহায্যে দেখাও।

উত্তরঃ স্বল্পকালীন প্রান্তিক ব্যয় (SMC), স্বল্পকালীন গড় ব্যয় (SAC) এবং গড় পরিবর্তনশীল (AVC) রেখার আকৃতি ইংরেজি অক্ষর U -এর মত হয়। উৎপাদনের প্রাথমিক স্তরে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকরী হওয়ায় গড় পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায় এবং অবশেষে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য হওয়ায় গড় পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়। ফলে AVC রেখা U আকৃতির হয়। স্বল্পকালীন অবস্থায় উৎপাদনের গড় ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। ক্রমবর্ধমান উৎপাদন বিধির জন্য উৎপাদনের শুরুতে গড় ব্যয় হ্রাস পায় কিন্তু উৎপাদনের শেষের দিকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির জন্য গড় ব্যয় বৃদ্ধি পায়।

পক্ষান্তরে অতিরিক্ত এক একক উৎপাদন করলে যে অতিরিক্ত ব্যয় হয় তা হচ্ছে প্রান্তিক ব্যয়। স্বল্পকালে উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে শুধু মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়। অতএব এক একক উৎপাদন বাড়ানো হলে যে পরিমাণ মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে তা-ই হল প্রান্তিক ব্যয়। এই কারণে প্রান্তিক ব্যয়ের মধ্যে শুধু পরিবর্তনশীল 

ব্যয়ের অংশ থাকে, স্থির ব্যয়ের কোন অংশ থাকে না। গড় ব্যয়ের ন্যায় প্রান্তিক ব্যয় প্রথমে হ্রাস পায় এবং পরে তা বৃদ্ধি পায়। সুতরাং প্রান্তিক ব্যয় রেখাটিও U -আকৃতির হবে।

আমরা SRMC, SRAC এবং AVC এই তিনটির সম্পর্ক রেখাচিত্র দ্বারা বুঝতে পারি।

এখানে, SRMC = স্বল্পকালীন প্রান্তিক ব্যয়

SRAC = স্বল্পকালীন গড় ব্যয়

AVC = গড় পরিবর্তনশীল ব্যয়

প্রশ্ন ৪। একটি প্রতিষ্ঠানের স্বল্পকালীন সর্বমোট উৎপাদন ব্যয় (TC) দেওয়া হয়েছে। মোট স্থির ব্যয় (TFC), মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) গড় স্থির ব্যয় (AFC), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) এবং গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় (MC) অনুসূচি নির্ধারণ করো।

QTC
010
140
260
380
495
5110
6130
7160

উত্তরঃ আমরা জানি,

QTCTFCTVCAFCAVCACMC
010100ααα
140103010304030
26010505253020
38010703.3323.3326.6720
49510852.521.2523.7515
5110101002202215
6130101201.672021.6720
7160101501.4221.4222.8530

প্রশ্ন ৫। একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্য নিচে দেওয়া হলো-

Q = 2L + 3K

যেখানে K = মূলধন

L = শ্রম

(ক) উৎপন্নের সর্বাধিক স্তর নির্ণয় করো, যেখানে L = 5 এবং K = 10 হয়।

(খ) উৎপন্নের সর্বাধিক স্তর নির্ণয় করো, যেখানে L = 6 এবং K = 0 হয়।

উত্তরঃ (ক) উৎপন্নের সর্বাধিক স্তর যখন L = 5, K = 10 হয়।

(খ) উৎপন্নের সর্বাধিক স্তর নির্ণয় করো, যেখানে Q = 2L + 3K

= 2(5) + 3(10)

= 10 + 40

= 50 একক

(খ) উৎপন্নের সর্বাধিক স্তর যখন L = 6 এবং K = 0 হয়।

Q = 2L + 3K

= 2(6) + 3(0)

= 12 + 0

= 12 একক

প্রশ্ন ৬। একটি প্রতিষ্ঠানের উৎপাদন ফলন দেওয়া হলো-

Q = 5K² L²

(ক) যেখানে K = 0, L = 6, উৎপাদনের পরিমাণ বের করো।

(খ) যেখানে K = 2, L = 3, উৎপাদনের পরিমাণ বের করো।

উত্তরঃ (ক) উৎপাদনের পরিমাণ যখন K = 0 এবং L = 6 হয়,

Q = 5K² L²

= 5 (0)² (6)²

= 0 একক

(খ) উৎপাদনের পরিমাণ যখন K = 2 এবং L = 3 হয়,

Q = 5K² L²

= 5(2)² (3)²

= 5.4.9

= 180 একক

প্রশ্ন ৭। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হ্রস্বকালীন গড় ব্যয় (AC) তালিকা নিচে দেওয়া হলো।

(ক) মোট ব্যয় তালিকা (TC) এবং প্রান্তিক ব্যয় তালিকা (MC) বের করো।

(খ) যদি মোট স্থির ব্যয় (TFC) 10 টাকা হয়, তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) এবং গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) নির্ণয় করো।

QAC
130
225
320
415
518
625
730

উত্তরঃ আমরা জানি যে,

প্রশ্ন ৮। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হ্রস্বকালীন মোট ব্যয় (TC) নিচে দেওয়া হল। মোট পরিবর্তনশীল ব্যয় (TVC), মোট স্থির ব্যয় (TFC), গড় ব্যয় (AC), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) এবং প্রান্তিক ব্যয় (MC) নির্ণয় করো।

উৎপন্ন (Q)01234567
মোট ব্যয় (TC)2050759095110130160

উত্তরঃ আমরা জানি,

প্রশ্ন ৯। হ্রস্বকালীন গড় ব্যয় রেখা অংকন করো ও এর প্রকৃতি ব্যাখ্যা করো।

উত্তরঃ হ্রস্বকালে উৎপাদনকারী উপাদান, কাঁচামাল, শ্রমিক, স্থির উপাদান, বাজার ইত্যাদি ব্যবস্থা করে দ্রব্যসামগ্রী উৎপাদন করে। যন্ত্রপাতি, বিদ্যুৎ, উৎপাদন কৌশল ইত্যাদি ব্যবস্থা করতে যথেষ্ট ব্যয় হয়। সেজন্য হ্রস্বকালে প্রথম অবস্থায় উৎপাদন ব্যয় বেশি হয়। কিন্তু উৎপাদনের পরিমাণ সমহারে বৃদ্ধি পায় না। ধীরে ধীরে ব্যয়ের হার কমে উৎপাদনের পরিমাণ বাড়ে। একটা সময়ে, ব্যয় এবং উৎপাদন উভয়ই বৃদ্ধি হয়, কারণ চাহিদার পরিবর্তন হয়। এই সকল বিভিন্ন দিক যদি সংযোগ করা হয়, তাহলে আমরা দেখতে পারি যে, হ্রস্বকালে গড় ব্যয় রেখার আকৃতি চিত্রে দেখানো মত ইংরেজি U অক্ষরের মত হয়।

প্রশ্ন ১০। দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে নিচের দিকে নিম্নতম বিন্দুতে ছেদ করে। ব্যাখ্যা করো।

উত্তরঃ দীর্ঘকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে দীর্ঘকালীন গড় ব্যয় পাওয়া যায়।

LRAC = LRTC/Q

এখানে,

LR = দীর্ঘকালীন

AC = গড় ব্যয়

TC = মোট ব্যয়

Q = উৎপাদনের পরিমাণ

উৎপাদনের একটি অতিরিক্ত একক উৎপাদন করলে দীর্ঘকালীন মোট ব্যয়ের যে বৃদ্ধি হয়, তাকে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় বলে।

আয়তনজনিত ক্রমবর্ধমান প্রতিদান ও ক্রমহ্রাসমান প্রতিদানের জন্যই LRAC এবং LRMC এর U-আকৃতি এর মতই হয়।

প্রশ্ন ১১। একটি প্রতিষ্ঠানের ব্যয় ফলনের ধারণা ব্যাখ্যা করো।

উত্তরঃ ব্যয় এবং উৎপাদিত সামগ্রীর আনুপাতিক সম্বন্ধকে ব্যয় ফলন বা ব্যয় অপেক্ষক বলা হয়।

সাংকেতিকভাবে, ব্যয় ফলন হল-

C = f (q)

এখানে, C = ব্যয়

f = ফলন

q = সামগ্রীর পরিমাণ।

উদাহরণ- ধরা হল, একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান দুজন শ্রমিক L₁ এবং L₂, দুটি মেশিন K₁ এবং K₂ এবং 10 কিঃগ্রাঃ কাঁচামাল উৎপাদন কার্যে নিয়োগ করল। L₁ শ্রমিক K₁ মেশিন এবং L₂ শ্রমিক K₂ মেশিন দক্ষভাবে চালাতে পারে। এভাবে উৎপাদন প্রতিষ্ঠান 10 জোড়া জুতা প্রস্তুত করতে পারে। যদি L₁ শ্রমিক K₂ মেশিন এবং L₂ শ্রমিক K₂  মেশিন ব্যবহার করে, তাহলে ৪ জোড়া জুতা উৎপাদিত হয়। উৎপাদন ফলন উপাদানের যথার্থ ব্যবহারের মাধ্যমে সর্বাধিক উৎপাদন নিশ্চিত করে।

প্রশ্ন ১২। চিত্রসহ পরিবর্তনশীল উপাদান বিধিটি ব্যাখ্যা করো।

উত্তরঃ অন্যান্য উপাদানগুলো স্থির রেখে একটি পরিবর্তন করে মোট উৎপাদনের পরিমাণের পরিবর্তন যে বিধি বিশেষণ করে, তাকে পরিবর্তনশীল অনুপাত বিধি বলে৷ এই বিধির মতে, প্রথমে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে, পরবর্তীতে ধীরে ধীরে মোট উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পাবে।

পরিবর্তনশীল উৎপাদন বিধিটি একটি তালিকা ও চিত্রের সাহায্যে দেখানো হল-

উপরের তালিকায় স্পষ্ট প্রতিফলিত হচ্ছে, 3 জন শমিক নিয়োগ পর্যন্ত মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। শমের প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এই স্তরকে বলা হয় ক্রমবর্ধমান প্রতিদান। 

শমের চতুর্থ ইউনিট থেকে প্রান্তিক উৎপাদন কমতে শুরু করেছে; গড় উৎপাদন তখনও বাড়ছে। দ্বিতীয় স্তর শেষ হচ্ছে সেই বিন্দুতে যেখানে মোট উৎপাদন সর্বাধিক। এই স্তরকে ক্রমহ্রাসমান প্রতিদানের স্তর বলা হয়।

অষ্টম ইউনিট শমিক নিয়োগের সময় মোট উৎপাদন কমছে। তৃতীয় স্তরকে বলা হয় ঋণাত্মক প্রতিদানের স্তর কারণ এই স্তরে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক।

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top