AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 3 উৎপাদকের আচরণ ও যোগান Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

প্রশ্ন ১৩। একটি প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয়ের পরিমাণ 200 টাকা। নীচের তালিকাটি সম্পূর্ণ করো।

উত্তরঃ আমরা জানি যে,

Output (a) উৎপাদনTCACTVCAVCMC
1300300100100300
2460230260130160
3750250550183.3290
4980245780195230

প্রশ্ন ১৪। নীচের তালিকা থেকে TFC, TVC, AVC, AFC, AC এবং MC অনুসূচী গণনা করো-

উৎপাদনের পরিমাণ0123456
মোট ব্যয়40100120130150190250

উত্তরঃ

QTCTFCTVCAVCAFCACMC
040400ααα
11004060604010060
2120408040206020
313040903013.343.310
41504011027.51037.520
5190401503083840
625040210356.641.660

প্রশ্ন ১৫। নীচের তালিকাতে একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় (TC) অনুসূচী দেওয়া আছে। মোট পরিবর্তনশীল ব্যয় (TVC), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC), গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় (MC) অনুসূচী গণনা করো।

উৎপাদনের পরিমাণ (Q)01234
মোট ব্যয় (TC)1040608095
QTCTFCTVCAVCACMC
110100αα
2401030304030
3601050253020
480107023.3326.6720
595108521.2523.7515

পাঠ্যপুস্তকের প্রশ্নাবলির উত্তর

প্রশ্ন ১। উৎপাদন সাপেক্ষের ধারণা ব্যাখ্যা করো।

অথবা, 

উৎপাদন অপেক্ষক কাকে বলে?

উত্তরঃ উৎপাদনের উপাদানের সংমিশ্রণের ফলে উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়, তাকে উৎপাদন সাপেক্ষ বা উৎপাদন ফলন বা উৎপাদন কার্য বলে।

গাণিতিকভাবে,

Q = f(L, K, D)

এখানে, Q = উৎপাদনের পরিমাণ

f = কার্যকরী সম্বন্ধ

L= শ্রমিক

K, D = উৎপাদনের উপাদান

প্রশ্ন ২। একটি যোগান উপাদানের মোট উৎপাদন কী?

উত্তরঃ নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, তাকে মোট উৎপাদন বলে।

প্রশ্ন ৩। একটি যোগান উপাদানের গড় উৎপাদন কী?

উত্তরঃ গড় উৎপাদন হল উৎপাদন কার্যে নিয়োজিত প্রতি একক পরিবর্তনশীল উপাদানের উৎপাদন।

প্রশ্ন ৪। একটি যোগান উপাদানের প্রান্তিক উৎপাদন কী?

উত্তরঃ উৎপাদন কার্যে অন্যান্য উপাদানের নিয়োগ অপরিবর্তিত রেখে পরিবর্তনশীল উপাদানের এক অতিরিক্ত একক নিয়োগ করার ফলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন হয়, তাকে উৎপাদনটির প্রান্তিক উৎপাদন বলা হয়।

প্রশ্ন ৫। একটি যোগান উপাদানের প্রান্তিক উৎপাদন ও মোট উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তরঃ মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নিচের তালিকার সাহায্যে দেখানো হলো-

পরিবর্তনশীল উপাদান (শ্রমিক)মোট উৎপাদনপ্রান্তিক উৎপাদন
166
22014
34828
47224
5808
6844
7840
8804

মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক-

১। যখন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়, মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়।

২। যখন প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়।

৩। যখন প্রান্তিক উৎপাদন শূন্য হয়, মোট উৎপাদন সর্বাধিক হয়।

৪। যখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, মোট উৎপাদনও হ্রাস পায়।

প্রশ্ন ৬। স্বল্পকাল ও দীর্ঘকালের ধারণাকে ব্যাখ্যা করো। 

উত্তরঃ স্বল্পকাল বলতে এমন একটি সময়কালকে বুঝায় যে সময়ের মধ্যে শুধুমাত্র পরিবর্তনশীল উপাদান বৃদ্ধি করে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা সম্ভব হয়।

দীর্ঘকাল বলতে এমন একটি সময়কালকে বুঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপাদান বৃদ্ধি করে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা সম্ভবপর হয়।

প্রশ্ন ৭। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিধি। অধ্যাপক মার্শাল এই বিধিটি প্রথম উপস্থাপন করেছেন। অধ্যাপক মার্শালের মতে, ‘যদি কৃষি পদ্ধতির উন্নতি না ঘটে তাহলে জমি চাষের কার্যে মূলধন ও শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে, সাধারণত উৎপাদনের পরিমাণ অনুপাতের কম হারে বৃদ্ধি পায়।’ অর্থাৎ যে হারে মূলধন ও শ্রম বৃদ্ধি করা হয়, সেই হারে উৎপাদন বৃদ্ধি হয় না। সহজ কথায়, পরিবর্তনশীল একক বৃদ্ধি করার পর প্রান্তিক উৎপাদন হ্রাস পেলে একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলে।

নিচে চিত্র ও তালিকার সাহায্যে এই বিধিটি ব্যাখ্যা করা হলো-

জমি (বিঘা) শ্রমিক (একক) মোট উৎপাদন (কুইণ্টাল) প্রান্তিক উৎপাদন (কইণ্টাল)
515050
529040
5312030
5414525
5516520

চিত্র হতে বুঝা যায় যে, নির্দিষ্ট জমিতে শ্রম ও মূলধন বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। উৎপাদনের প্রতিদান হ্রাস পাওয়ার প্রবণতার নামই হল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।

প্রশ্ন ৮। পরিবর্তনশীল অনুপাতের বিধিটি কী?

উত্তরঃ অন্যান্য উপাদানগুলো স্থির রেখে একটিকে পরিবর্তন করে মোট উৎপাদনের পরিমাণের পরিবর্তন যে বিধি বিশ্লেষণ করে, তাকে পরিবর্তনশীল অনুপাত বিধি বলে। এই বিধির মতে, প্রথমে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে, পরবর্তীতে ধীরে ধীরে মোট উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পাবে।

প্রশ্ন ৯। একটি উৎপাদন সাপেক্ষ আয়তনজনিত স্থির প্রতিদান কখন সন্তুষ্ট করে?

উত্তরঃ নিজে কর।

প্রশ্ন ১০। একটি উৎপাদন সাপেক্ষ আয়তনজনিত বর্ধমান প্রতিদান কখন সন্তুষ্ট করে?

উত্তরঃ নিজে কর।

পশ্ন ১১। একটি উৎপাদন সাপেক্ষ আয়তনজনিত হ্রাসমান প্রতিদান কখন সন্তুষ্ট করে?

উত্তরঃ একটি উৎপাদন সাপেক্ষ আয়তনজনিত হ্রাসমান প্রতিদান সন্তুষ্ট করে, যখন সব যোগান উপাদানের আনুপাতিক বৃদ্ধির তুলনায় মোট উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন হ্রাস পায়।

প্রশ্ন ১২। ব্যয় সাপেক্ষকে সংক্ষেপে বর্ণনা করো।

উত্তরঃ ব্যয় এবং উৎপাদিত সামগ্রীর আনুপাতিক সম্বন্ধকে ব্যয় ফলন বা ব্যয় অপেক্ষক বলা হয়।

সাংকেতিকভাবে, ব্যয় ফলন হল-

C = f (q)

এখানে, C = ব্যয়

f = ফলন

q = সামগ্রীর পরিমাণ।

উদাহরণ- ধরা হল, একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান দুজন শ্রমিক L₁ এবং L₂, দুটি মেশিন K₁ এবং K₂ এবং 10 কিঃগ্রাঃ কাঁচামাল উৎপাদন কার্যে নিয়োগ করল। L₁ শ্রমিক K₁ মেশিন এবং L₂ শ্রমিক K₂ মেশিন দক্ষভাবে চালাতে পারে। এভাবে উৎপাদন প্রতিষ্ঠান 10 জোড়া জুতা প্রস্তুত করতে পারে। যদি L₁ শ্রমিক K₂ মেশিন এবং L₂ শ্রমিক K₂  মেশিন ব্যবহার করে, তাহলে ৪ জোড়া জুতা উৎপাদিত হয়। উৎপাদন ফলন উপাদানের যথার্থ ব্যবহারের মাধ্যমে সর্বাধিক উৎপাদন নিশ্চিত করে।

প্রশ্ন ১৩। একটি প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয়, মোট কী? এরা কী প্রকারে সম্পর্কিত?

উত্তরঃ স্থায়ী উপাদান ক্রয় করার জন্য উৎপাদকের সর্বমোট যে ব্যয় হয়, তাকে মোট স্থির ব্যয় (TFC) বলে। স্বল্পকালে উৎপাদনের পরিবর্তনে এই ব্যয় স্থির থাকে। যেমন – যন্ত্রপাতি বা মেশিন কেনার জন্য ব্যয়। পরিবর্তনশীল উপাদান ব্যবহার করার জন্য উৎপাদকের সর্বমোট যে ব্যয় হয়, তাকে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) বলে। উৎপাদন স্তরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন হয়।

বিভিন্ন উৎপাদন স্তরে মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের যোগফলকে মোট ব্যয় বলে।

মোট ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থির ব্যয়ের মধ্যে সম্পর্ক নিম্নে তালিকার সাহায্যে দেখানো হলো-

উৎপাদন মোট স্থির ব্যয় (TFC)মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) মোট ব্যয় (TC)
015015 + 0 = 15
115515 + 5 = 20
2151215 + 12 = 27
3152015 + 20 = 35
4152815 + 28  = 43
5153515 + 35 = 50
6154215 + 42 = 57

তালিকা থেকে বোঝা যায়- 

১। TC = TFC + TVC

২। উৎপাদনের বিভিন্ন স্তরে TFC অর্থাৎ মোট স্থির ব্যয় সমান থাকে।

৩। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) বৃদ্ধি পায়।

৪। উৎপাদন শূন্য স্তরে মোট স্থির ব্যয় ও মোট ব্যয় সমান থাকে।

প্রশ্ন ১৪। একটি প্রতিষ্ঠানের গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় ব্যয় কী? এরা কীভাবে সম্পর্কিত?

উত্তরঃ প্রতি একক স্থির ব্যয়কে গড় স্থির ব্যয় বলে। মোট স্থির ব্যয়কে উৎপন্নের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় (AFC) পাওয়া যায়।

∴ AFC = TFC/Q

এখানে, TFC = মোট স্থির ব্যয়

Q = উৎপন্নের পরিমাণ

AFC = গড় স্থির ব্যয়

প্রতি একক পরিবর্তনশীল ব্যয়কে গড় পরিবর্তনশীল ব্যয় বলে। মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপন্নের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) পাওয়া যায়।

∴ AFC = TFC/Q

এখানে, AVC = গড় পরিবর্তনশীল ব্যয়

TVC = মোট পরিবর্তনশীল ব্যয়

Q = উৎপন্নের পরিমাণ

প্রতি একক উৎপাদনের মোট ব্যয়কে গড় ব্যয় (AC) বলে। মোট ব্যয়কে উৎপন্ন দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়।

∴ AC = TC/Q

এই তিনটি ধারণা চিত্রের সাহায্যে দেখানো হলো-

সম্পর্ক-

১। AC = AFC + AVC

২। গড় ব্যয় (AC) এবং গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) কখনও সমান হয় না।

৩। গড় স্থির ব্যয় কখনও শূন্য হয় না।

৪। গড় স্থির ব্যয় নিম্নগামী হয় যেহেতু উৎপন্নের বিভিন্ন স্তরে মোট স্থির ব্যয় একই থাকে।

৫। গড় ব্যয় রেখা গড় পরিবর্তনশীল রেখাকে কখনও ছেদ করে না।

প্রশ্ন ১৫। গড় স্থির ব্যয় রেখাটি দেখতে কীরূপ? এটাকে কেন এরূপ লাগে?

উত্তরঃ গড় স্থির ব্যয় রেখাটি দেখতে আয়তীয় পরাবৃত্তের মত।

মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। উৎপাদন বৃদ্ধি হলেও মোট স্থিয় ব্যয় সমান থাকায় গড় স্থির ব্যয় হ্রাস পায় কিন্তু শূন্য হয় না। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গড় স্থির ব্যয় হ্রাস পায়। ফলে গড় স্থির ব্যয় রেখাটি নিম্নগামী হয় কিন্তু গড় স্থির ব্যয় রেখাটি কোন অক্ষকে স্পর্শ করে না। সুতরাং গড় স্থির ব্যয় রেখাটি আয়তকার পরাবলয় হয়।

প্রশ্ন ১৬। দীর্ঘকালে স্থির ব্যয় থাকতে পারে কি? যদি হয়, কেন?

উত্তরঃ দীর্ঘকালে স্থির ব্যয় থাকতে পারে না যেহেতু দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান পরিবর্তনশীল। শুধু স্বল্পকালে স্থির ব্যয় থাকে।

প্রশ্ন ১৭। স্বল্পকালীন প্রান্তিক ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং স্বল্পকালীন গড় ব্যয় রেখা দেখতে কীরূপ হয়?

উত্তরঃ পরিবর্তনশীল উপাদান বিধির কার্যকারিতার জন্য স্বল্পকালীন প্রান্তিক ব্যয় (SMC), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) এবং স্বল্পকালীন গড় ব্যয় রেখা (SAC) দেখতে U আকৃতির হয়।

প্রশ্ন ১৮। স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা গড় পরিবর্তনশীল ব্যয় রেখাকে গড় পরিবর্তনশীল ব্যয় রেখার ন্যূনতম বিন্দুতে ছেদ করে কেন?

উত্তরঃ গড় পরিবর্তনশীল ব্যয় রেখার স্থির ও ন্যূনতম বিন্দুতে, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা ও গড় পরিবর্তনশীল ব্যয় রেখা পরস্পর সমান হয় অর্থাৎ SMC = AVC। এইজন্য SMC রেখা AVC রেখার ন্যূনতম বিন্দুতে পরস্পর ছেদ করে।

প্রশ্ন ১৯। স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে কোন্ বিন্দুতে কাটে?

উত্তরঃ স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে স্বল্পকালীন গড় ব্যয় রেখার ন্যূনতম বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে।

প্রশ্ন ২০। স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা কেন U-আকৃতির?

উত্তরঃ নিজে কর।

প্রশ্ন ২১। দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় দেখতে কীরূপ?

উত্তরঃ দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় এবং দীর্ঘকালীন গড় ব্যয় উভয়ই U আকৃতির।

প্রশ্ন ২২। নিম্নলিখিত তালিকায় শ্রমের মোট উৎপাদন অনুসূচি দেওয়া হয়েছে। তদনুরূপ শ্রমের গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদন (MP) অনুসূচি বের করো।

Lমোট উৎপাদন (TP)
00
115
235
350
440
548

উত্তরঃ 

শ্রমিক (L)মোট উৎপাদন (TP)গড় উৎপাদন (AP)প্রান্তিক উৎপাদন (MP)
00
1151515
23517.520
35016.6715
44010– 10
5489.608

প্রশ্ন ২৩। নিচের তালিকাতে শ্রমের গড় উৎপাদন (AP) অনুসূচি দেওয়া হয়েছে। মোট উৎপাদন (TP) এবং প্রান্তিক উৎপাদন (MP) অনুসূচি বের করো। (যখন শ্রম নিয়োগ শূন্যস্তরে ছিল তখন মোট উৎপাদনও শূন্য ছিল)

Lগড় উৎপাদন (AP)
12
23
34
44.25
54
63.5

উত্তরঃ 

শ্রম (L) গড় উৎপাদন (AP)মোট উৎপাদন (TP) প্রান্তিক উৎপাদন (MP)
1222
2364
34126
44.25175
54203
63.5211

প্রশ্ন ২৪। নিচের তালিকাতে শ্রমের প্রান্তিক উৎপাদন অনুসূচি দেওয়া হয়েছে। এটাও দেওয়া হয়েছে যে নিয়োগের শূন্যস্তরে শ্রমের মোট উৎপাদন শূন্য। শ্রমের মোট উৎপাদন এবং গড় উৎপাদনের অনুসূচি গণনা করো।

শ্রমিক (L)প্রান্তিক উৎপাদন (MP)
13
25
37
45
53
61

উত্তরঃ 

শ্রমিক (L)প্রান্তিক উৎপাদন (MP)মোট উৎপাদন (TP)গড় উৎপাদন (AP)
1333
2584
37155
45205
53234.60
61244

প্রশ্ন ২৫। নিচের দেওয়া তালিকা একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় অনুসূচি দেখাচ্ছে। এই প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয় অনুসূচিটি কী? প্রতিষ্ঠানটির মোট পরিবর্তনশীল ব্যয়, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয় এবং স্বল্পকালীন প্রান্তিক ব্যয় অনুসূচিকে গণনা করো।

QTC
010
130
245
355
470
590
6120

উত্তরঃ 

(Q)(TC)(TFC)(TVC)(SMC)(SAC)
01010
13010202030
24510351522.5
35510451018.33
47010601517.50
59010802018
6120101103020
গড় স্থির ব্যয় (AFC) = TFC/Qগড় পরিবর্তনশীল ব্যয় (AVC) = TVC/Q
1020
517.50
3.3315
2.5015
216
1.6718.33

প্রশ্ন ২৬। নিম্নলিখিত তালিকা একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় অনুসূচি দিচ্ছে। এটাও দেওয়া হয়েছে যে গড় স্থির ব্যয় উৎপন্নের 4 এককে 5 টাকা হয়। মোট পরিবর্তনশীল ব্যয় (TVC), মোট স্থির ব্যয় (TFC), গড় পরিবর্তনশীল ব্যয় (AVC), গড় স্থির ব্যয় (AFC), স্বল্পকালীন গড় ব্যয়, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় (SMC) বের করো।

Qমোট ব্যয় (TC)
150
265
375
495
5130
6185

উত্তরঃ

Q(TC)(TFC)(TVC)(SAC)(SMC)(AFC)(AVC)
150203050502030
265204532.5151022.5
375205525106.6718.33
495207523.7520518.75
5130201102635422
61852016530.83553.3327.50

প্রশ্ন ২৭। নিচের তালিকাতে একটি প্রতিষ্ঠানের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটির মোট স্থির ব্যয় 100 টাকা। প্রতিষ্ঠানটির মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং স্বল্পকালীন গড় ব্যয় অনুসূচি বের করো।

Qপ্রান্তিক ব্যয়
0
1500
2300
3200
4300
5500
6800

উত্তরঃ 

Q(MC)(TFC)(TVC)(TC)(AVC)(SAC)
01000100
1500100500600500600
2300100800900400450
320010010001100333.33366.67
430010013001400325350
550010018001900360380
680010026002700433.33450

প্রশ্ন ২৮। ধরে নেই, একটি প্রতিষ্ঠানের উৎপাদন সাপেক্ষ হচ্ছে –

Q = 5L1/2 K1/2

সর্বোচ্চ সম্ভাব্য উৎপন্ন বের করো যা উৎপাদন প্রতিষ্ঠান করতে পারে 100 একক L এবং 100 একক K দ্বারা।

উত্তরঃ দেওয়া আছে,

L = 100, K = 100

Q = 5L1/2 K1/2

5 (100)1/2 (100)1/2

= 5 x 10 x 10

= 500

∴ উৎপাদনের পরিমাণ 500 একক।

প্রশ্ন ২৯। ধরে নাও, প্রতিষ্ঠানের উৎপাদন সাপেক্ষ হচ্ছে Q = 2L²K² সর্বোচ্চ উৎপন্ন বের করো। 5 একক L এবং 2 একক K দ্বারা সর্বোচ্চ সম্ভাবিত উৎপন্ন কী হবে, যা শূন্য একক L এবং 10 একক K দ্বারা প্রতিষ্ঠান উৎপাদন করতে পারে?

উত্তরঃ দেওয়া আছে,

Q = 2L²K²

L = 5 একক

K = 2 একক

Q = 2L²K²

= 2 (5)² (2)² 

= 2 x 25 x 4 

= 200 একক।

এখন, L = 0, K = 10 হলে সর্বোচ্চ উৎপাদন হবে

Q = 2L²K²

= 2 x 0² x 10²

= 2 x 0 x 100

= 0 একক

প্রশ্ন ৩০। একটি প্রতিষ্ঠানের জন্য শূন্য একক L এবং 10 একক k দ্বারা সর্বোচ্চ সম্ভাব্য উৎপন্ন বের করো, যখন এর উৎপাদন সাপেক্ষ হয় q = 5L + 2K.

উত্তরঃ দেওয়া আছে,

L = 0, K = 10

Q = 5L + 2K

= 5.0 + 2.10

= 20

∴ প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ 20 একক।

প্রশ্ন ৩১। একটি প্রতিষ্ঠানের হ্রস্বকালীন মোট ব্যয় অনুসূচী নিম্নে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের TFC, TVC, AFC, AVC, AC ও MC অনুসূচীগুলো নির্ণয় করো।

Q012345
TC103045557090

উত্তরঃ

QTCTFCTVCAFCAVCACMC
01010ααα
130102010203020
2451035517.522.515
35510453.331518.310
47010602.501517.515
59010802161820

প্রশ্ন ৩২। গড় স্থির ব্যয়ের সংজ্ঞা লেখো।

উত্তরঃ প্রতি একক স্থির ব্যয়কে গড় স্থির ব্যয় বলে। মোট স্থির ব্যয়কে উৎপন্নের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় (AFC) পাওয়া যায়।

সূত্রাকারে,

AFC = TFC/Q

এখানে, 

AFC = গড় স্থির ব্যয়

TFC = মোট স্থির ব্যয়

Q = উৎপন্নের পরিমাণ

প্রশ্ন ৩৩। একটি প্রতিষ্ঠান 4 একক দ্রব্য উৎপাদন করলে মোট ব্যয় হয় 40 টাকা এবং মোট পরিবর্তনশীল ব্যয় হয় 20 টাকা। গড় স্থির ব্যয় গণনা করো।

উত্তরঃ দেওয়া আছে,

উৎপাদনের পরিমাণ (Q) = 4 একক

মোট ব্যয় (TC) = 40 টাকা

মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) = 20 টাকা

মোট স্থির ব্যয় (TFC) = 40 – 20 

= 20 টাকা

গড় স্থির ব্যয় (AFC) = TFC/Q

= 20/4

= 5 টাকা

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top