AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র

ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। শূন্যস্থানে পূর্ণ করো।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতা ___ গ্রহণকারী।

উত্তরঃ দাম।

প্রশ্ন ২। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট রাজস্বের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে কোন শিল্প প্রতিষ্ঠান তার উৎপন্ন দ্রব্য বাজারে বিক্রয় করে অর্থ উপার্জন করে। এই উপার্জনই ওই প্রতিষ্ঠানের মোট রাজস্ব বা মোট আয়।

প্রশ্ন ৩। প্রান্তিক রাজস্বের সংজ্ঞা দাও।

উত্তরঃ এক একক অতিরিক্ত দ্রব্য বিক্রয় থেকে যে অতিরিক্ত আয় হয় তাকে প্রান্তিক রাজস্ব বা প্রান্তিক বিক্রি আয় বলে।

প্রশ্ন ৪। শূন্যস্থান পূর্ণ করো।

দাম গ্রহণকারী একটি প্রতিষ্ঠানের গড় আয় (AR) _____ এর সমান।

উত্তরঃ প্রান্তিক আয় (MR)।

প্রশ্ন ৫। আয় ব্যয় সমতা বিন্দু বা সমতাভঙ্গ বিন্দু কী?

উত্তরঃ কোন উৎপাদন প্রতিষ্ঠানের দীর্ঘকালে যে পরিমাণ উৎপাদনে মোট আয় এবং মোট ব্যয় যে বিন্দুতে সমান হয় তাকে আয় ব্যয় সমতা বিন্দু বলে।

প্রশ্ন ৬। যোগানের দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।

উত্তরঃ দাম পরিবর্তনের ফলে যে হারে যোগানের পরিমাণ পরিবর্তিত হয়, তাকেই যোগানের দাম স্থিতিস্থাপকতা বলা হয়।

প্রশ্ন ৭। উল্লম্ব যোগান রেখা বলতে কী বুঝায়?

উত্তরঃ উল্লম্ব যোগান রেখা দ্বারা পূর্ণাঙ্গ অস্থিতিস্থাপক যোগান বোঝা যায়।

প্রশ্ন ৮। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ ১। অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা।

২। উৎপাদিত দ্রব্যসমূহ সমজাতীয়।

প্রশ্ন ৯। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের গড় আয় রেখা অংকন করো। 

উত্তরঃ 

প্রশ্ন ১০। স্বাভাবিক লাভ কী?

উত্তরঃ যখন মোট আয় এবং মোট ব্যয় সমান থাকে, তখন লাভ শূন্য হয়। অর্থনীতিতে শূন্য লাভকে স্বাভাবিক লাভ বলে।

প্রশ্ন ১১। বন্ধনীর ভিতর থেকে শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করো।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল বিক্রেতা উৎপাদন করে_____। (পৃথকীকৃত দ্রব্য/ সমজাতীয় দ্রব্য/ উচ্চ মানের দ্রব্য)

উত্তরঃ সমজাতীয় দ্রব্য।

প্রশ্ন ১২। উত্তর লেখো। (শুদ্ধ না অশুদ্ধ)

(ক) বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা রেখা পূর্ণ অস্থিতিস্থাপক।

উত্তরঃ অসত্য।

(খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ক্রেতা বাজারের প্রচিলত দাম সম্পর্কে অবগত থাকে।

উত্তরঃ সত্য।

(গ) দাম গ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রান্তিক আয় বাজার দামের সমান হয়।

উত্তরঃ সত্য।

(ঘ) ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভের পরিমাণ হল মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য।

উত্তরঃ সত্য।

প্রশ্ন ১৩। শূন্যস্থান পূর্ণ করো।

একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক লাভের অতিরিক্ত অর্জন করা লাভকে বলা হয় _____লাভ।

উত্তরঃ অতি স্বাভাবিক।

প্রশ্ন ১৪। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্বাভাবিক লাভ অর্জন করা যোগান রেখার বিন্দুটিকে বলা হয়____ (কামবন্ধ বিন্দু/ ব্যাঘাত বিন্দু)।

উত্তরঃ ব্যাঘাত বিন্দু। 

প্রশ্ন ১৫। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভারসাম্য বিন্দুতে, P = AC = ____

উত্তরঃ P = AC = MC

প্রশ্ন ১৬। শূন্যস্থান পূর্ণ করো।

(ক) মোট বিক্রি আয় (TR) = P (দাম) x ___

উত্তরঃ দ্রব্যের পরিমাণ (Q)

(খ) π (লাভ) = মোট বিক্রি আয় (TR) – ____

উত্তরঃ মোট ব্যয় (TC)

প্রশ্ন ১৭। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম গ্রহীতা কে? ক্রেতা/ বিক্রেতা/ প্রত্যেক ক্রেতা-বিক্রেতা।

উত্তরঃ প্রত্যেক ক্রেতা-বিক্রেতা।

S.L No.CONTENTS
ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2ভোক্তার আচরণ এবং চাহিদা
Chapter 3উৎপাদকের আচরণ ও যোগান
Chapter 4পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র
Chapter 5বাজার ভারসাম্য
Chapter 6অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ – অংশ (অর্থনীতিতে পরিসংখ্যান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2তথ্য সংগ্ৰহ
Chapter 3তথ্যরাশির সংবদ্ধকরণ
Chapter 4রাশিতথ্যের উপস্থাপন
Chapter 5কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
Chapter 6বিচ্যুতির পরিমাপ
Chapter 7সহসম্বন্ধ
Chapter 8সূচক সংখ্যা
Chapter 9পরিসংখ্যান হাতিয়ারের ব্যবহার

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। গড় বিক্রি আয় (AR) = মোট বিক্রি আয়/ _____

উত্তরঃ বিক্রিত বস্তুর সংখ্যা (Q)।

প্রশ্ন ২। পূর্ণ প্রতিযোগিতা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের গড় বিক্রি আয় রেখা____। (উর্ধগামী/ আনুভূমিক/ নিম্নগামী)

উত্তরঃ আনুভূমিক।

প্রশ্ন ৩। বিক্রেতাদের চাহিদা রেখা আনুভূমিক হলে তাকে _____ বলে। (একচেটিয়া বাজার/ একাধিকার প্রতিযোগি বাজার/ পূর্ণ প্রতিযোগিতা বাজার)

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজার।

প্রশ্ন ৪। বাজার দাম একটি____ দাম। (অতি হুম্বকালীন/ হ্রস্বকালীন/ দীর্ঘকালীন)

উত্তরঃ অতি হ্রস্বকালীন।

প্রশ্ন ৫। অতি হ্রস্বকালে বাজার যোগান রেখা___। (স্থিতিস্থাপক/ অস্থিতিস্থাপক/ পূর্ণ অস্থিতিস্থাপক)

উত্তরঃ পূর্ণ অস্থিতিস্থাপক।

প্রশ্ন ৬। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য দরকে ____  বলে। (বাজার দর/ স্বাভাবিক দর/ সংরক্ষণ দর)

উত্তরঃ স্বাভাবিক দর।

প্রশ্ন ৭। পূর্ণ প্রতিযোগিতা বাজারে___। (দাম প্রান্তিক > উৎপাদন ব্যয়/ দাম = প্রান্তিক উৎপাদন ব্যয়/ দাম < প্রান্তিক উৎপাদন ব্যয়)

উত্তরঃ দাম = প্রান্তিক উৎপাদন ব্যয়।

প্রশ্ন ৮। বস্তুর বাজার দর নির্ধারিত হয়___। (চাহিদার দ্বারা/ যোগানের দ্বারা/ উৎপাদন ব্যয়ের দ্বারা)

উত্তরঃ চাহিদার দ্বারা।

প্রশ্ন ৯। পূর্ণ প্রতিযোগিতা বাজারে,____। (গড় আয় > প্রান্তিক আয়/ গড় আয় = প্রান্তিক আয়/ গড় আয় < প্রান্তিক আয়)

উত্তরঃ গড় আয় = প্রান্তিক আয় (AR=MR)।

প্রশ্ন ১০। সুযোগ ব্যয়কে____ ব্যয়ও বলা হয়। (আর্থিক ব্যয়/ প্রকৃত ব্যয়/ অন্তর্নিহিত ব্যয়)

উত্তরঃ আর্থিক ব্যয়।

প্রশ্ন ১১। একক কর কী?

উত্তরঃ বিক্রি করা প্রতিটি দ্রব্যের ওপর সরকারের আরোপ করা করকে একক কর বলে।

প্রশ্ন ১২। কোন বাজার ব্যবস্থায় উৎপাদিত দ্রব্যসমূহ সমজাতীয় বা পূর্ণ সাদৃশ্যযুক্ত?

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে।

প্রশ্ন ১৩। উত্তর লেখো (শুদ্ধ না অশুদ্ধ)।

(ক) একজন উৎপাদক লাভ সর্বোচ্চ করতে অধিক পরিমাণ উৎপাদন করে যতক্ষণ পর্যন্ত প্রান্তিক আয় > প্রান্তিক ব্যয় হয়।

উত্তরঃ শুদ্ধ।

(খ) স্বাভাবিক লাভ ব্যয়ের একটি অংশ।

উত্তরঃ শুদ্ধ।

(গ) যখন মোট আয় মোট ব্যয় হয়, তখন উৎপাদক অতি স্বাভাবিক লাভ পায়।

উত্তরঃ অশুদ্ধ।

(ঘ) পূর্ণ প্রতিযোগিতা বাজারে, বিক্রেতার দ্রব্যের দাম বিভিন্ন থাকে।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ১৪। ক্ষণস্থায়ী সামগ্রীর একটি হ্রস্বকালীন যোগান রেখা অংকন করো।

উত্তরঃ 

প্রশ্ন ১৫। পূর্ণ প্রতিযোগিতা বাজারে দাম = গড় আয় (AR) =?

উত্তরঃ দাম = গড় আয় = প্রান্তিক আয়।

প্রশ্ন ১৬। পূর্ণ প্রতিযোগিতা বাজারে গড় আয় রেখার আকৃতি কী ধরনের?

উত্তরঃ অনুভূমিক।

প্রশ্ন ১৭। দীর্ঘকালে চাহিদা এবং যোগানের মধ্যে কোনটি অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ?

উত্তরঃ যোগান।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

প্রশ্ন ১। পূর্ণ প্রতিযোগিতা বাজারে একটি প্রতিষ্ঠানের মোট আয় রেখা অংকন করো এবং এর ঢালের সংজ্ঞা দাও।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে প্রতিষ্ঠান একটি দ্রব্যের সকল একক একই দামে বিক্রয় করে। ফলে মোট আয় রেখা (TR) স্থির হারে ঢালু হয়ে উপরে উঠে যায়।

প্রশ্ন ২। ধরা হল, উৎপাদিত সামগ্রীর প্রতিটি এককের দাম 5 টাকা। যদি প্রতিষ্ঠানটি 6 টি একক বিক্রি করে, তাহলে প্রতিষ্ঠানটির মোট আয়, প্রান্তিক আয় ও গড় আয় নির্ণয় করো।

উত্তরঃ মোট আয় (TR) = 5 x 6 = 30 টাকা

গড় আয় (AR) = 30/6 = 5 টাকা

প্রান্তিক আয় (MR) 5 টাকা (যেহেতু পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে AR=MR)

প্রশ্ন ৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের সর্বোচ্চ লাভ অর্জনের জন্য প্রতিষ্ঠানের যোগাত্মক উৎপাদন উৎপন্ন করার প্রয়োজনীয় শর্তসমূহ উল্লেখ করো।

উত্তরঃ সর্বোচ্চ লাভের দুটি গুরুত্বপূর্ণ শর্ত হলো-

(ক) প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে। (MR = MC)

(খ) প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয়রেখাকে নিম্ন দিক থেকে ছেদ করতে হবে।

প্রশ্ন ৪। একটি প্রতিষ্ঠানের যোগান রেখার নির্ধারক হিসাবে প্রযুক্তিগত উন্নতির ভূমিকা বর্ণনা করো।

উত্তরঃ প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দিক উন্নত হলে প্রতিষ্ঠানটি কম খরচে অধিক উৎপাদন করতে পারে। ফলে অধিক লাভের আশায় প্রতিষ্ঠানটি যোগান বৃদ্ধি করে। এই কারণে যোগান রেখা ডানদিকে স্থানান্তরিত হয়।

প্রশ্ন ৫। ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালাবন্ধ বিন্দু (Shut down point) কী?

উত্তরঃ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রান্তিক ব্যয় রেখার যে বিন্দুতে দাম গড় পরিবর্তনশীল ব্যয়ের সমান হয়, তাকে তালাবন্ধ বিন্দু বা উৎপাদন বন্ধের বিন্দু বলে। তালাবন্ধ বিন্দুতে উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদন কার্য বন্ধ করতে হয়।

প্রশ্ন ৬। একটি ব্যবসা প্রতিষ্ঠানের ‘আয় ব্যয় সমতা বিন্দু’র অর্থ ব্যাখ্যা করো।

উত্তরঃ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক লাভ অর্জন করা যোগান রেখার বিন্দুটিকে আয় ব্যয় সমতা বিন্দু বলে।

এই বিন্দুতে P = MR = APC

(এখানে P = দাম

MR = প্রান্তিক আয়

APC = গড় উৎপাদন ব্যয়)

প্রশ্ন ৭। পূর্ণ প্রতিযোগিতা বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেন দাম গ্রহণকারী আখ্যা দেওয়া হয়?

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে উৎপাদিত দ্রব্যসামগ্রী পূর্ণ সাদৃশ্যযুক্ত। ফলে বিক্রেতাকে একই দামে বিক্রয় করতে হয়। এইজন্য এই পূর্ণ প্রতিযোগিতা বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দাম গ্রহণকারী বলা হয়।

প্রশ্ন ৮। স্বাভাবিক লাভের ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তরঃ স্বাভাবিক লাভ হল উৎপাদন প্রতিষ্ঠানের ন্যূনতম লাভ যা উৎপাদন প্রতিষ্ঠানকে পরবর্তী উৎপাদন কার্য অব্যাহত রাখতে সাহায্য করে। স্বাভাবিক লাভ প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যয়ের সমান হয়।

প্রশ্ন ৯। একটি প্রতিষ্ঠান স্বাভাবিক লাভ করে যখন-

(i) AR > AC 

(ii) AR = AC 

(iii) AR < AC 

(iv) MR = MC

উত্তরঃ (ii) AR = AC

প্রশ্ন ১০। অস্বাভাবিক লাভের সংজ্ঞা লেখো।

উত্তরঃ যোগাত্মক আর্থিক লাভকে অস্বাভাবিক লাভ বলে। অস্বাভাবিক লাভ হল মোট ব্যয়ের অতিরিক্ত আয়।

অতিরিক্ত প্রশ্নোত্তর 

প্রশ্ন ১। বাজারের সংজ্ঞা দাও।

উত্তরঃ সাধারণ অর্থে বাজার বললে একটি জায়গাকে বোঝায়, যেখানে ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু অর্থবিজ্ঞানে বাজার শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা নয়। অর্থবিজ্ঞানে বাজার বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে এক নির্দিষ্ট সময়ে এক নির্দিষ্ট দামে কোন একটি বস্তুর ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রয় বিক্রয় হয়। স্টক বাজার, অনলাইন বাজার ইত্যাদি কয়েকটি বাজারের উদাহরণ।

প্রশ্ন ২। যোগান (Supply) কী?

উত্তরঃ উৎপাদনের যে অংশটি বাজারে বিক্রির জন্য আনা হয়, সেই অংশটিকে যোগান বলে।

প্রশ্ন ৩। দর (Price) কী?

উত্তরঃ কোন বস্তুর মুদ্রা মুল্যই হল বস্তুটির দর বা দাম। অর্থাৎ বস্তুর বিনিময় মূল্যই হল দাম। যেমন- একটি বইয়ের মূল্য ১০০ টাকা, একটি কম্পিউটারের মূল্য ৩০০০০ টাকা ইত্যাদি।

প্রশ্ন ৪। উৎপাদন ক্রিয়া কী?

উত্তরঃ উৎপাদনকারীর ব্যবহার করা উৎপাদনের উপাদানসমূহ এবং দ্রব্যের উৎপাদনের মধ্যে থাকা সম্পর্ককে উৎপাদন ক্রিয়া বলে।

সুত্রমতে, q = f (L, K)

এখানে, q হল উৎপাদনের পরিমাণ

L হল শ্রম

K হল মূলধন

প্রশ্ন ৫। ভারসাম্য দাম কী?

উত্তরঃ কোনো একটি দ্রব্যের ভারসাম্য দাম হল এমন একটি দাম যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। ভারসাম্য দাম ব্যবসা প্রতিষ্ঠানের ন্যূনতম গড় ব্যয়ের সমান হয়।

প্রশ্ন ৬। দাম রেখা কী?

উত্তরঃ একটি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের বাজার মূল্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে সম্পর্ক প্রদর্শন করা এক আনুভূমিক রেখাকে দাম রেখা বলে।

প্রশ্ন ৭। দাম নিয়ন্ত্রণ কী?

উত্তরঃ সরকার কর্তৃক অত্যাবশ্যকীয় দ্রব্যসামগ্রীর সর্বোচ্চ দাম বা সর্বনিম্ন দাম বেঁধে দেওয়াকে দাম নিয়ন্ত্রণ বলে।

প্রশ্ন ৮। দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী?

উত্তরঃ দাম নিয়ন্ত্রণের প্রকৃত উদ্দেশ্য হল দ্রব্যমূল্যের স্থিরতা রক্ষা করে উপভোক্তা ও উৎপাদকের স্বার্থ সংরক্ষিত করা।

প্রশ্ন ৯। পূর্ণ প্রতিযোগিতা বাজারে কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা রেখা পূর্ণ স্থিতিস্থাপক কেন?

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে যেহেতু দ্রব্যের দাম নির্দিষ্ট, দ্রব্য সমজাতীয় এবং দ্রব্যগুলি পূর্ণ পরিবর্ত দ্রব্য, সেইহেতু প্রত্যেক বিক্রেতা যে চাহিদা রেখার সম্মুখীন হয় তা পূর্ণ স্থিতিস্থাপক হয়। অর্থাৎ কোন বিক্রেতা দ্রব্যের দাম সামান্য বৃদ্ধি করলে দ্রব্যের চাহিদা শূন্যে পরিণত হবে।

প্রশ্ন ১০। শিল্প প্রতিষ্ঠানের ভারসাম্যের দুটি শর্ত লেখো।

উত্তরঃ ১। প্রান্তিক আয় (MR) প্রান্তিক ব্যয়ের সমান হতে হবে।

২। প্রান্তিক ব্যয় রেখা (MC) প্রান্তিক আয় রেখাকে নিচে থেকে ছেদ করতে হবে।

প্রশ্ন ১১। বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্যগুলি কী কী? 

উত্তরঃ ১। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। 

২। সমগুণসম্পন্ন বস্তু।

৩। নতুন উৎপাদন প্রতিষ্ঠানের অবধি প্রবেশ।

প্রশ্ন ১২। উৎপাদন প্রতিষ্ঠানের যোগান রেখার প্রভাব বিস্তার করার দুটি কারক উল্লেখ করো।

উত্তরঃ ১। প্রযুক্তিগত প্রগতি।

২। উপাদানের দর।

প্রশ্ন ১৩। উৎপাদন মাত্রার মিতব্যয়িতা বলতে কী বোঝ?

উত্তরঃ বৃহৎ মাত্রায় দ্রব্যাদি উৎপাদন করলে ব্যয় সংক্ষেপের কতকগুলি সুবিধা লাভ করা সম্ভব হয়। এই সমস্ত সুযোগ সুবিধাকে উৎপাদন মাত্রার মিতব্যয়িতা বলা হয়।

উদাহরণস্বরূপ: দক্ষ শ্রমিকের যোগান বৃদ্ধি পায়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়।

প্রশ্ন ১৪। পূর্ণ প্রতিযোগিতা বাজারের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয় বিক্রয় করে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতা বাজার বলে আখ্যা দেওয়া হয়।

প্রশ্ন ১৫। বর্তমান বাজার ব্যবস্থা কেন পূর্ণ প্রতিযোগী নয়?

উত্তরঃ ১। বর্তমান বাজারে ক্রয় বিক্রয়ের দ্রব্যগুলি পূর্ণ সাদৃশ্যযুক্ত নয়।

২। দ্রব্যের গুণগত পার্থক্য, পরিবহন ব্যয় ইত্যাদি কারণে বাজার ব্যবস্থায় একই দাম সম্ভব নয়।

প্রশ্ন ১৬। অতি স্বল্পকাল মানে কী?

উত্তরঃ যে সময়ে বাজারে দ্রব্যের যোগান সম্পূর্ণ স্থির থাকে, সেই সময়কালকে অতি স্বল্পকাল বলা হয়।

প্রশ্ন ১৭। একটি প্রতিষ্ঠানের রাজস্ব বা আয় এবং লাভের মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ একটি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট বিত্তীয়বর্ষে তার প্রস্তুত করা দ্রব্য বিক্রি করে যা উপার্জন করবে, তা সেই প্রতিষ্ঠানের রাজস্ব বা আয় হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে, উৎপাদনের উপাদানগুলির পারিতোষিক দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাহাই লাভ হিসেবে বিবেচিত হবে।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর

প্রশ্ন ১। প্রমাণ করো যে, প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি দ্রব্যসামগ্রীর দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা অধিক হলে সর্বোচ্চ লাভ অর্জন করতে পারে না।

উত্তরঃ প্রতিযোগিতামূলক বাজারে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ লাভ অর্জন করতে হলে কয়েকটি শর্ত অনুসরণ করতে হয়।

১। সামগ্রীটির বাজার দর এবং উৎপাদন স্তর প্রান্তিক ব্যয়ের সমান হতে হবে।

২। প্রান্তিক ব্যয় রেখা দাম রেখাকে নিচ থেকে ছেদ করতে হবে।

৩। স্বল্পকালে বাজার দর, গড় পরিবর্তনশীল উৎপাদন ব্যয়ের অধিক সমান হতে হবে। দীর্ঘকালে বাজার দর গড় উৎপাদন ব্যয়ের সমান হতে হবে।

রেখাটিতে OQ উৎপাদনে B বিন্দুতে দাম রেখা প্রান্তিক ব্যয়ের সমান হয়েছে। ফলে B বিন্দুতে প্রতিষ্ঠানের লাভের পরিমাণ সর্বোচ্চ হয়েছে।

প্রশ্ন ২। সুযোগ ব্যয়ের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ স্পষ্ট করো।

উত্তরঃ কোন উপাদান তার সর্বোত্তম বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন করতে পারত তা হল সেই উপাদানের সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ – এক প্রকার জমিতে ধান বা পাট দুটিই চাষ করা যেতে পারে। কিন্তু একটি চাষ করলে অন্যটি চাষ করা যাবে না। মনে করি, ধান চাষ করলে ৫ হাজার টাকা মূল্যের ধান পাওয়া যাবে, অন্যদিকে পাট চাষ করলে ৪ হাজার টাকা মূল্যের পাট পাওয়া যায়। তাহলে ৫ হাজার টাকার ধানের সুযোগ ব্যয় হবে ৪ হাজার টাকার পাট।

প্রশ্ন ৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন প্রতিষ্ঠানের হ্রস্বকালীন যোগান রেখা অংকন করো ও ব্যাখ্যা করো।

উত্তরঃ বাজারে বিভিন্ন দামে প্রতিষ্ঠান বা বিক্রেতাগণ যে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দিতে প্রস্তুত থাকে তা দেখানোর জন্য যে তালিকা প্রস্তুত করা হয় তাকে বাজার যোগানসূচি বলা হয়। বাজার যোগানসূচিকে যখন চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়, তখন তাকে বাজার যোগান রেখা বলা হয়। হ্রস্বকালীন যোগান রেখা অপেক্ষাকৃত অস্থিতিস্থাপক হয় অর্থাৎ দাম পরিবর্তন অপেক্ষা যোগানের পরিমাণের পরিবর্তনের হার কম কিন্তু পরিমেয় হয়।

নিম্নে একটি অনুসূচির সাহায্যে বিষয়টি উপস্থাপন করা হলো-

দামA – এর যোগানের পরিমাণB – র যোগানের পরিমাণ বাজার যোগান
2314
4527
67310
89413

প্রশ্ন ৪। স্বাভাবিক লাভ এবং অতি স্বাভাবিক লাভের মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ ১। স্বাভাবিক লাভের ক্ষেত্রে গড় আয় এবং গড় ব্যয় সমান হয়। কিন্তু অতি স্বাভাবিক লাভের ক্ষেত্রে গড় আয় গড় ব্যয় থেকে অধিক হয়।

২। স্বাভাবিক লাভে পরিচালনা ব্যয় অন্তর্ভুক্ত থাকে। কিন্তু অতি স্বাভাবিক লাভে পরিচালনা ব্যয়ের সঙ্গে অতিরিক্ত লাভও অন্তর্ভুক্ত থাকে।

৩। কোনো একটি দ্রব্য উৎপাদনে কোনো একটি প্রতিষ্ঠানে আশা করা নিম্নতম পারিতোষিককে স্বাভাবিক লাভ বলে। এইজন্য স্বাভাবিক লাভকে ব্যয়ের উপাদান হিসাবে গণ্য করা হয়। ধনাত্মক লাভকে অতি স্বাভাবিক লাভ বলে। সুতরাং অতি স্বাভাবিক লাভ ব্যয়ের অংশ নয়।

৪। ব্যষ্টিবাদী অর্থনীতিতে শূন্য লাভ মানেই স্বাভাবিক লাভ। শূন্য থেকে বেশি লাভকে অতি স্বাভাবিক লাভ বলে।

প্রশ্ন ৫। সরকার একক কর (Unit Tax) আরোপ করার ফলে প্রতিষ্ঠানের যোগান রেখা কীভাবে প্রভাবিত হয় দেখাও।

উত্তরঃ সরকার একক কর প্রয়োগ করলে উৎপাদন প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ হ্রাস পায়। লাভের পরিমাণ কমার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি যোগান হ্রাস করে, তখন যোগান রেখা বামদিকে সরে যায়। নিম্নে চিত্রের সাহায্যে তা দেখানো হলো।

প্রশ্ন ৬। স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য দর্শাও।

উত্তরঃ যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণের হ্রাস-বৃদ্ধির ফলে পরিবর্তিত হয় না, তাকে স্থির ব্যয় বলে। এমনকী সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকলেও স্থির ব্যয় বহন করতে হয়। 

স্থির ব্যয়ের উদাহরণসমূহ হল-

১। ভূমি এবং কারখানা ঘরের ভাড়া বা নির্মাণ ব্যয়।

২। যন্ত্রপাতি বাবদ ব্যয়।

৩। স্থায়ী কর্মচারীদের বেতন।

উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি হওয়ার ফলে যে সকল উৎপাদন ব্যয় একই অনুপাতে পরিবর্তন হয়, সেইগুলিকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। 

পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণসমূহ হল – 

১। কাঁচামালের দাম।

২। অস্থায়ী শ্রমিকের মজুরি।

৩। ইলেকট্রিক বিল ইত্যাদি।

প্রশ্ন ৭। একটি প্রতিষ্ঠানের যোগান রেখা কী? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের হ্রস্বকালীন যোগান রেখা অংকন করো।

উত্তরঃ যোগান রেখা কোনো একটি বস্তুর দামের পরিবর্তনের ফলে এর যোগানের কী ধরনের পরিবর্তন হয়, তা প্রকাশ করে। সুতরাং যোগান রেখা হল যোগান অনুসূচির জ্যামিতিক উপস্থাপন।

নিম্নে হ্রস্বকালীন যোগান রেখা অংকন করা হলো:

প্রশ্ন ৮। যোগানের দর স্থিতিস্থাপকতা মানে কী? ধনাত্মক স্থিতিস্থাপক এবং শূন্য অস্থিতিস্থাপক যোগান রেখা অংকন করো।

উত্তরঃ কোন দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ওই দ্রব্যের যোগান যে পরিমাণে সাড়া দেয়, তাকেই যোগানের স্থিতিস্থাপকতা বলে।

Eₛ = ∆q/∆p x p/q 

এখানে, Eₛ = যোগানের স্থিতিস্থাপকতা

∆q = যোগানের পরিমাণের পরিবর্তন

∆p = দামের পরিবর্তন

q = পূর্বতন যোগানের পরিমাণ

p = পূর্বতন দাম

প্রশ্ন ৯। ধরা হল, পূর্ণ প্রতিযোগিতা বাজারে দুটি প্রতিষ্ঠান আছে। ১নং প্রতিষ্ঠানের যোগান রেখা SS₁ এবং ২নং প্রতিষ্ঠানের যোগান রেখা SS₂। নিচের তালিকার সাহায্যে বাজার যোগান রেখা অংকন করো।

দামSS₁SS₂
2 টাকা01
3 টাকা12
4 টাকা23
5 টাকা34
6 টাকা45
7 টাকা56
৪ টাকা67
9 টাকা78

উত্তরঃ

দাম (টাকা)SS₁SS₂বাজার যোগান (SSm)
2011
3123
4235
5347
6459
75611
86713
97815

প্রশ্ন ১০। ধরা হল, একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটি প্রতিষ্ঠান আছে এবং তিনটি প্রতিষ্ঠানের যোগান রেখা (SS₁) একই ধরনের। নিচের যোগান অনুসূচি থেকে বাজার যোগান রেখা অংকন করো।

দাম (টাকা)যোগান রেখা (কিঃ গ্রাম)
10
20
32
45
510
615
720
825

উত্তরঃ 

দাম (টাকা)SS₁SSₘ (বাজার যোগান)
100
200
326
4515
51030
61545
72060
82575

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top