AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 4 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

প্রশ্ন ৬। যোগান রেখা নির্ধারণকারী কারকগুলি ব্যাখ্যা করো।

অথবা, 

যোগানের পরিবর্তনের কারণগুলি ব্যাখ্যা করো।

উত্তরঃ যোগান রেখা নির্ধারণকারী কারকগুলি হল:

(১) কারিগরি উন্নতি: উৎপাদন পদ্ধতি ও শিল্পগত কলাকৌশল উন্নত হলে কম উৎপাদন ব্যয়ে অধিক উৎপাদন সম্ভব হবে। ফলে যোগান বৃদ্ধি পায়।

(২) করের প্রভাব: কোন দ্রব্যের ওপর কর ধার্য করা হলে এর দাম বৃদ্ধি ও যোগান হ্রাস উভয়েরই সম্ভাবনা থাকে। পক্ষান্তরে, কোন দ্রব্যের ওপর কর হ্রাস করা হলে এর দাম হ্রাস ও যোগান বৃদ্ধি উভয়েরই সম্ভাবনা থাকে।

(৩) উৎপাদকের নিজস্ব ভোগের আকাঙ্খার পরিবর্তন: উৎপাদকের নিজস্ব উৎপন্ন দ্রব্য ভোগের আকাঙ্খার পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হতে পারে। যেমন – কৃষকগণ যদি উৎপন্ন শাক-সব্জি, ফল-মূল নিজেরা কম ভোগ করে বাজারে বিক্রয় করতে অধিক আগ্রহী হয়, তবে যোগান বৃদ্ধি পাবে। পক্ষান্তরে, কৃষকরা যদি উৎপন্ন শস্য নিজেরাই বেশি ভোগ করে বাজারে কম বিক্রয় করতে চায়, তবে যোগান স্বাভাবিক ভাবেই কমে যাবে।

(৪) আবহাওয়ার পরিবর্তন: আবহাওয়ার পরিবর্তনের ফলেও যোগানের হ্রাস-বৃদ্ধি হয়ে থাকে। নিয়মিত এবং প্রয়োজনমত বৃষ্টিপাত হলে ফসল ভাল উৎপন্ন হয় এবং যোগান বৃদ্ধি পায়। অন্যদিকে অনাবৃষ্টি বা অতিবৃষ্টির দরুন ফসল নষ্ট হলে যোগানের পরিমাণ কমে যায়।

(৫) যোগাযোগ ব্যবস্থা: পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে যোগান বৃদ্ধি পায়।

(৬) উৎপাদন ব্যয়: বিভিন্ন উৎপাদনের উপাদানের ব্যয়ের পরিবর্তন হলে যোগানের পরিমাণের পরিবর্তন হয়।

প্রশ্ন ৭। পূর্ণ প্রতিযোগিতা বাজারে কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন ভারসাম্যের ক্ষেত্রে-

LMC = LMR = LAC = LAR

উপযুক্ত রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে দীর্ঘকালে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বাভাবিক লাভ অর্জন করে। কারণ, দীর্ঘকালে কোন উৎপাদন প্রতিষ্ঠান অতি স্বাভাবিক লাভ অর্জন করলে নতুন প্রতিযোগির আবির্ভাব ঘটবে এবং এতে যোগান বৃদ্ধি পেয়ে দাম হ্রাসপ্রাপ্ত হবে। ফলে গড় ব্যয় এবং গড় আয় সমান হবে। ঠিক সেভাবে দীর্ঘকালে উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষতি হলে দুর্বল প্রতিষ্ঠানগুলি উৎপাদন বন্ধ করে দেবে। এরূপ যোগান হ্রাস পেয়ে দাম বৃদ্ধি পাবে এবং উৎপাদন প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক লাভ অর্জন করবে। 

নিচের চিত্রে পূর্ণ প্রতিযোগিতা বাজারে দীর্ঘকালের ভারসাম্য অবস্থা দেখানো হলো-

ওপরের চিত্রে E হল ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে দীর্ঘকালীন গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক আয় সমান হয়েছে। এতে উৎপাদন প্রতিষ্ঠানসমূহ কেবল স্বাভাবিক লাভ অর্জন করেছে।

প্রশ্ন ৮। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ বিন্দু কী? চিত্রের সাহায্যে তা বুঝিয়ে দাও।

উত্তরঃ স্বল্পকালে উৎপাদন প্রতিষ্ঠানকে দুই ধরনের ব্যয় বহন করতে হয় – স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। প্রতিষ্ঠানগুলি হ্রস্বকালে যতক্ষণ পর্যন্ত দাম গড় পরিবর্তনশীল ব্যয়ের বেশি বা সমান থাকে, ততক্ষণ উৎপাদন কার্য চালাবে। কিন্তু দাম নিম্নতম বিন্দু থেকে কমে গেলে প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ করে দেবে। যদি প্রতিষ্ঠানটি গড় পরিবর্তনশীল ব্যয় অর্জন করতে সক্ষম হয়, তাহলে দাম গড় ব্যয় থেকে কম হলেও উৎপাদন কার্য চালিয়ে যাবে। কিন্তু দাম পরিবর্তনশীল ব্যয় থেকে কম হলে প্রতিষ্ঠান উৎপাদন কার্য বন্ধ করে দেবে, কারণ, এই অবস্থায় ক্ষতির পরিমাণ স্থির ব্যয় থেকে অধিক হবে। উৎপাদন কার্যের যে বিন্দুতে উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়, সেই বিন্দুকে কামবন্ধ বিন্দু বা বন্ধকরণ বিন্দু বলা হয়।

চিত্রে E হচ্ছে কামবন্ধ বিন্দু (Shut down point)।

প্রশ্ন ৯। ধরা হল, পূর্ণ প্রতিযোগিতা বাজারে একটি উৎপাদিত বস্তুর দাম 10 টাকা। নিচের দেওয়া তালিকার সাহায্যে মোট আয় (TR), প্রান্তিক আয় (MR) এবং গড় আয় (AR) নির্ণয় করো।

বিক্রির পরিমাণমোট আয় (TR) প্রান্তিক আয় (MR) গড় আয় (AR)
0
1
2
3
4
5
6
7

উত্তরঃ 

বিক্রির পরিমাণদাম (P) মোট আয় (TR) প্রান্তিক আয় (MR) গড় আয় (AR)
0100
110101010
210201010
310301010
410401010
510501010
610601010
710701010

প্রশ্ন ১০। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট ব্যয় (TC) এবং মোট আয় (TR) নিচের তালিকার মাধ্যমে দেওয়া হল। তার ভিত্তিতে নির্ধারণ করো।

বিক্রির পরিমাণমোট আয় (TR)মোট ব্যয় (TC)
0010
11015
22020
33024
44027
55029
66040
77060
88080
990105

(ক) উৎপাদিত বস্তুটির দাম।

(খ) উৎপাদনের প্রতিটি স্তরে লাভের সূচি।

(গ) ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভজনক উৎপাদনের স্তর।

উত্তরঃ (খ) উৎপাদনের প্রতিটি স্তরে লাভের সূচি নিম্নরূপ:

বিক্রির পরিমাণমোট আয়মোট ব্যয়লাভদাম
0010-1010
11015-510
22020010
33024610
440271310
550292110
660402010
770601010
88080010
990105-1510

(ক) উৎপাদিত বস্তুটির দাম 10 টাকা।

(গ) ব্যবসায়িক প্রতিষ্ঠান 5 টা একক উৎপাদন করলে সর্বোচ্চ লাভ অর্জন করতে পারে।

প্রশ্ন ১১। ধরা হল, প্রতিযোগিতামূলক বাজারে চারটি প্রতিষ্ঠান আছে। সবগুলি প্রতিষ্ঠানের যোগান রেখা একই ধরনের। বাজার যোগান অনুসূচি তৈরি করো।

দাম (টাকা)1020304050607080
SS (কেজি)050101520253035

উত্তরঃ 

দাম (টাকা)SS₁SS₂SS₃SS₄বাজার যোগান (Sₘ)
0100000
2050505050200
301010101040
401515151560
502020202080
6025252525100
7030303030120
8035353535140

প্রশ্ন ১২। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি উৎপাদিত বস্তুর দাম 20 টাকা নিম্নের তালিকার সাহায্যে মোট আয় (TR), প্রান্তিক আয় (MR) এবং গড় আয় (AR) নির্ণয় করো।

বিক্রয়ের পরিমাণ: 0 1 2 3 4 5 6 7 8

TR: 

MR:

AR:

উত্তরঃ 

বিক্রির পরিমাণদামমোট আয় (TR)প্রান্তিক আয় (MR)গড় আয় (AR)
0200
120202020
220402020
320602020
420802020
5201002020
6201202020
7201402020
8201602020

প্রশ্ন ১৩। নিম্নের তালিকায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট ব্যয় (TC) দেওয়া হয়েছে। যদি উৎপাদিত দ্রব্যের দাম 25 টাকা হয়, তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠান কী পরিমাণ দ্রব্য উৎপাদন করবে? মোট স্থির ব্যয় কী হবে?

উৎপাদনের পরিমাণ (Q)01234567
মোট ব্যয় (TC)1035557090120150200

উত্তরঃ 

উৎপাদনের পরিমাণমোট আয়মোট ব্যয়লাভ
0010-10
12535-10
25055-5
375705
41009010
51251205
61501500
7175200-25

ব্যবসা প্রতিষ্ঠান 4 একক দ্রব্য উৎপাদন করবে। এই দ্রব্যের মোট স্থির ব্যয় 10 টাকা।

প্রশ্ন ১৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালীন দাম AC-র সমান বা ততোধিক হতে হবে – উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্য করো।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা বাজারে দীর্ঘকালে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বাভাবিক লাভ অর্জন করে। কারণ, দীর্ঘকালে কোন উৎপাদন প্রতিষ্ঠান অতি স্বাভাবিক লাভ অর্জন করলে নতুন প্রতিযোগির আবির্ভাব ঘটবে এবং এতে যোগান বৃদ্ধি পেয়ে দাম হ্রাসপ্রাপ্ত হবে। ফলে গড় ব্যয় এবং গড় আয় সমান হবে। ঠিক সেভাবে দীর্ঘকালে উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষতি হলে দুর্বল প্রতিষ্ঠানগুলি উৎপাদন বন্ধ করে দেবে। এরূপ যোগান হ্রাস পেয়ে দাম বৃদ্ধি পাবে এবং উৎপাদন প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক লাভ অর্জন করবে। 

নিচের চিত্রে পূর্ণ প্রতিযোগিতা বাজারে দীর্ঘকালের ভারসাম্য অবস্থা দেখানো হলো-

ওপরের চিত্রে E হল ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে দীর্ঘকালীন গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক আয় সমান হয়েছে। এতে উৎপাদন প্রতিষ্ঠানসমূহ কেবল স্বাভাবিক লাভ অর্জন করেছে।

পাঠ্যপুস্তকের প্রশ্নাবলির উত্তর

প্রশ্ন ১। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট আয়, বাজার দাম এবং এই প্রতিষ্ঠানের বিক্রিত সামগ্রীর পরিমাণ কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত?

উত্তরঃ মোট উৎপন্ন দ্রব্য বিক্রি করে উৎপাদন প্রতিষ্ঠান যে আয় করে তাকে মোট আয় (TR) বলে। অর্থাৎ প্রতি একক দ্রব্যের দামকে দ্রব্যের একক সংখ্যা দ্বারা গুণ করলেই মোট আয় পাওয়া যায়।

∴ মোট আয় = প্রতি একক দ্রব্য x দ্রব্যের একক সংখ্যা

TR = P x Q

প্রশ্ন ২। পূর্ণ প্রতিযোগিতা বাজারে দাম গ্রহণকারী উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয় রেখা কেন উর্ধগামী সরলরেখা হয়? এই রেখা কেন মূলবিন্দুর মধ্যে দিয়ে অতিক্রম করে?

উত্তরঃ দাম গ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের AR এবং MR স্থির থাকে। সেইজন্য বিক্রির পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট আয় (TR) একই হারে বৃদ্ধি পায়।

TR = P x Q এই সরলরৈখিক সমীকরণের জন্য মোট আয় রেখা উর্ধমুখী ঢালযুক্ত সরলরেখা হয়। উৎপাদন যখন শূন্য থাকে, মোট আয় শূন্য থাকে। ফলে মোট আয় রেখা উৎপত্তি বিন্দুতে শূন্য থাকে। বিক্রির পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোট আয় রেখা মূলবিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করে উর্ধগামী হয়।

প্রশ্ন ৩। মূল্য রেখা (Price Line) কী?

উত্তরঃ মূল্য রেখা হল আনুভূমিক সরলরেখা, যা পূর্ণ প্রতিযোগিতা বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠানের বাজার দর নির্দেশ করে। নিম্নে রেখাচিত্রের সাহায্যে দেখানো হল।

প্রশ্ন ৪। একটা দাম গ্রাহক প্রতিষ্ঠানের বাজার দাম এবং প্রান্তিক বিক্রয়লব্ধ আয়ের কী সম্পর্ক?

উত্তরঃ দাম গ্রহণকারী প্রতিষ্ঠানের বাজার দর এবং প্রান্তিক বিক্রয়লব্ধ আয় সমান থাকে। কারণ, প্রতিষ্ঠান দ্রব্যের অতিরিক্ত একক নির্দিষ্ট দামে বিক্রয় করতে হয়।

প্রশ্ন ৫। একটি দাম গ্রাহক প্রতিষ্ঠানের বাজার দাম এবং গড় বিক্রয়লব্ধ আয়ের কী সম্পর্ক?

উত্তরঃ প্রতিষ্ঠানের মোট বিক্রয়লব্ধ আয়কে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় বিক্রয়লব্ধ আয় পাওয়া যায়।

AR = TR/Q

TR = P x Q

AR = P x Q/Q

AR = P

অর্থাৎ দাম গ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাজার দর এবং গড় আয় পরস্পর সমান।

প্রশ্ন ৬। যোগান উপাদানের দাম (Input Price) একটি ফার্মের যোগান রেখাকে কীভাবে প্রভাবিত করে?

উত্তরঃ উপাদানের দাম বৃদ্ধি যোগান রেখাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ: যদি শ্রমিকের মজুরির হার বৃদ্ধি পায়, তখন উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এই অবস্থায়.প্রতিষ্ঠানটির প্রান্তিক ব্যয় বৃদ্ধি পাবে। ফলে প্রতিষ্ঠানের যোগান রেখা বামদিকে সরে যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি পূর্বের দামে কম সামগ্রী যোগান দেবে।

প্রশ্ন ৭। স্বল্পকালে একটি প্রতিষ্ঠানের যোগান রেখা কীরূপ হয়?

উত্তরঃ অপেক্ষাকৃত স্থিতিস্থাপক।

প্রশ্ন ৮। দীর্ঘকালে একটি প্রতিষ্ঠানের যোগান রেখা কীরূপ হয়?

উত্তরঃ পূর্ণ স্থিতিস্থাপক।

প্রশ্ন ৯। দীর্ঘকালে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে একটি প্রতিষ্ঠান ধনাত্মক স্তরে উৎপাদন করতে পারে কি যদি বাজার দাম ন্যূনতম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে কম হয়?

উত্তরঃ 

ওপরের রেখাচিত্র হতে আমরা বুঝতে পারি, দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতা বাজারে একটি প্রতিষ্ঠান লাভ সর্বোচ্চ করণের জন্য যদি বাজার দাম ন্যূনতম গড় ব্যয় থেকে কম হয়, তাহলে ধনাত্মক স্তরে উৎপাদন করতে পারে না। যদি কোন প্রতিষ্ঠান দীর্ঘকালে ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সে উৎপাদন বন্ধ করবে। অর্থাৎ দীর্ঘকালে দাম গড় ব্যয়ের অধিক বা সমান হতে হবে।

প্রশ্ন ১০। একটি বস্তুর বাজার দাম 5 টাকা থেকে 20 টাকায় বৃদ্ধি হওয়ায় যোগানের পরিমাণ 15 একক বৃদ্ধি হল। যোগান স্থিতিস্থাপকতা 0.5 হলে, প্রারম্ভিক যোগান ও অন্তিম যোগানের পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ দেওয়া আছে,

প্রারম্ভিক দাম (P) = 5 টাকা

নতুন দাম (P₁) = 20 টাকা

প্রারম্ভিক যোগান (Q) = ?

নতুন যোগান (Q₁) = ?

যোগানের স্থিতিস্থাপকতা (Eₛ) = 0.5

Es = Q₁ – Q/ P₁ – P x P/Q

= 0.5 = 15/20 – 5 x 5/Q

= Q = 10

∴ প্রারম্ভিক যোগান = 10 একক

নতুন যোগান = 10 একক + 15 একক

= 25 একক

প্রশ্ন ১১। 10 টাকা করে প্রতি একক বাজার দামে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় 50 টাকা হয়। বাজার দাম বেড়ে 15 টাকা হয় এবং প্রতিষ্ঠানের আয় 150 টাকা হয়। যোগানের মূল্য স্থিতিস্থাপকতা নির্ধারণ করো।

উত্তরঃ (১) যখন বাজার দাম (P) = 10 টাকা

আয় (TR) = 50 টাকা

∴ উৎপাদনের পরিমাণ (Q) = 50/10 = 5 একক

(২) যখন বাজার দাম (P) = 15 টাকা

আয় = 150 টাকা

∴ উৎপাদনের পরিমাণ = 150/15 = 10 একক

এখন পেলাম, P = 10, P₁ = 15

Q = 5 একক, Q₁ = 10 একক

যোগানের মূল্য স্থিতিস্থাপকতা Es = Q₁ – Q/P₁ – P x P/Q

= 10 – 5/ 15 – 10 x 10/5

= 5/5 x 10/5

= 2 (স্থিতিস্থাপক যোগান)

প্রশ্ন ১২। 10 টাকা বাজার দামে একটি প্রতিষ্ঠান 4 একক যোগান দিয়ে থাকে। বাজার দাম বেড়ে 30 টাকা হয়ে যায়। প্রতিষ্ঠানের মূল্য যোগান স্থিতিস্থাপকতা 1.25। নতুন দামে উৎপাদন প্রতিষ্ঠান কত পরিমাণ যোগান দেবে?

উত্তরঃ এখানে,

প্রারম্ভিক যোগান (Q) = 4 একক

প্রারম্ভিক দাম (P) = 10 টাকা

নতুন দাম (P₁) = 30 টাকা

যোগানের স্থিতিস্থাপকতা (Es) = 1.25

ΔP = 20 টাকা

যোগানের স্থিতিস্থাপকতা (Es) = ΔQ/ΔP x P/Q

= 1.25 = ΔQ/20 x 10/4

∴ ΔQ = 10 একক

∴ নতুন যোগানের পরিমাণ = 10 + 4 = 14 একক।

প্রশ্ন ১৩। নিম্ন তালিকায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট ব্যয় দেখানো হয়েছে। বস্তুর দাম 10 টাকা দেওয়া হয়েছে। প্রতি উৎপাদন স্তরের লাভ গণনা করো। লাভ সর্বোচ্চ স্তরের উৎপাদনের পরিমাণ বের করো।

দাম012345678910
মোট ব্যয়51522273138496381101123

উত্তরঃ 

দাম (টাকা)TC (টাকা)দাম (Given) মোট আয় (TR)লাভ (TR-TC)
05100-5
1151010-5
2221020-2
32710303
43110409
538105012
649106011
76310707
8811080-1
91011090-11
1012310100-23

লাভ সর্বোচ্চকারী উৎপন্ন হবে 5 একক, যেখানে প্রতিষ্ঠান 12 টাকা লাভ পায়।

প্রশ্ন ১৪। মোট আয় (TR) হল গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) বলতে কী বোঝ? সংক্ষেপে আলোচনা করো।

উত্তরঃ মোট আয় (TR) হল কোন উৎপাদন প্রতিষ্ঠানের সকল উৎপাদিত দ্রব্যের বিক্রয় থেকে প্রাপ্ত আয়। প্রতিটি দ্রব্যের মূল্যের সঙ্গে মোট বিক্রিত দ্রব্যের সংখ্যা দ্বারা পূরণ করে মোট আয় নির্ধারণ করা হয়।

সুতরাং, মোট আয় = প্রতি একক দ্রব্যের মূল্য x মোট বিক্রিত দ্রব্যের সংখ্যা।

মনে করি, প্রতি একক কলমের মূল্য 20 টাকা এবং মোট বিক্রিত কলমের সংখ্যা 200, তাহলে প্রতিষ্ঠানের মোট আয় হবে, 20 x 200 = 400 টাকা।

গড় আয় (AR) হল বিক্রিত প্রতি একক দ্রব্যের মূল্য। মোট বিক্রিত দ্রব্যের মূল্যকে মোট বিক্রিত দ্রব্যের একক দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তা গড় আয়। সুতরাং, গড় আয় = মোট আয় ÷ মোট বিক্রিত দ্রব্যের সংখ্যা। উদাহরণস্বরূপ, যদি 400 একক দ্রব্যের মোট আয় 2000 টাকা হয়, তাহলে প্রতি একক দ্রব্যের গড় আয় হবে 2000 ÷ 400 = 50 টাকা।

প্রান্তিক আয় (MR) হল কোন ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয়ের সঙ্গে অতিরিক্ত বিক্রিত এককের মূল্য যুক্ত হয়ে যে অতিরিক্ত আয়। উদাহরণস্বরূপ, 10 একক বিক্রিত দ্রব্যের মোট আয় 500 টাকা। এখন যদি উৎপাদক অতিরিক্ত একক দ্রব্য বিক্রয় করলে মোট আয় 540 টাকা হয়, তাহলে অতিরিক্ত একক দ্রব্যের প্রান্তিক আয় হবে 540 – 500 = 40 টাকা।

প্রশ্ন ১৫। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR, কিন্তু একচেটিয়া বাজারে AR > MR – ব্যাখ্যা করো।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা একই দামে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রয় করে। কোন বিক্রেতা নিজের ব্যক্তিগত চেষ্টায় দাম এবং চাহিদা প্রভাবিত করতে পারে না। তাকে প্রচলিত বাজার দামে উৎপাদিত দ্রব্য বিক্রয় করতে হয়। অধিক পরিমাণে বিক্রয় করার জন্য একজন বিশেষ বিক্রেতাকে দাম কমাতে হয় না। সেজন্য পূর্ণ প্রতিযোগিতামলক বাজারে গড় আয় রেখা বা চাহিদা রেখা অসীম স্থিতিস্থাপক এবং গড় আয় রেখার আকৃতি আনুভূমিক। গড় আয় সকল এককের ক্ষেত্রে সমান বলে গড় আয় = প্রান্তিক আয় (AR = MR)। একটি উদাহরণের সাহায্যে এটি ব্যাখ্যা করা যেতে পারে।

বিক্রির এককমোট আয়গড় আয়প্রান্তিক আয়
155
21055
31555
42055

ওপরের উদাহরণ থেকে দেখা যায় যে, বিক্রির পরিমাণ বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের গড় আয় সমানই থাকে। গড় আয় সর্বদা সমান বলে প্রান্তিক আয়ও গড় আয়ের সমান। একটি রেখাচিত্রে তা নিচে দেখানো হলো।

একচেটিয়া বাজারে বিক্রেতা নিজের উৎপাদিত দ্রব্যের দাম নিজেই নির্ধারণ করেন। তবে দাম বেশি হলে চাহিদা কম হয় এবং দাম কম হলে চাহিদা অধিক হয়। অধিক পরিমাণে বিক্রি করতে হলে তাকে দাম কমাতে হবে। সুতরাং প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিম্নে অবস্থান করে। অর্থাৎ একচেটিয়া বাজারে AR > MR.

নিম্নে বিষয়টি উদাহরণ ও রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হল:

বিক্রির পরিমাণ মোট আয়গড় আয়প্রান্তিক আয়
188
21476
31864
42052

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top