AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 5 বাজার ভারসাম্য Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

প্রশ্ন ৪। যোগান রেখার পরিবর্তনের ফলে বাজার ভারসাম্য কীভাবে পরিবর্তন হয় রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

অথবা, 

একটি দ্রব্যের যোগান রেখার স্থানান্তরে দ্রব্যটির ভারসাম্য দাম এবং উৎপাদনের পরিমাণকে কীভাবে প্রভাবিত করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ যদি পূর্বের দামে কোন দ্রব্যের যোগান বৃদ্ধি পায়, তাকে যোগান বৃদ্ধি বলা হয়। যোগান বৃদ্ধি পেলে যোগান রেখা ডানদিকে স্থানান্তরিত হয়।

মূল ভারসাম্য দর হল OP এবং ভারসাম্যের পরিমাণ OQ । নতুন যোগান রেখা S₁S₁ অপরিবর্তিত চাহিদা রেখা DD এবং নতুন যোগান রেখা S₁S₁ র ছেদবিন্দু B। এই B বিন্দুতে নতুন ভারসাম্য দাম OP₁ এবং নতুন ভারসাম্য পরিমাণ OQ₁ এর থেকে বোঝা যায় যখন যোগান হ্রাস পায়, ভারসাম্য দাম হ্রাস পায় এবং ভারসাম্যের পরিমাণ বৃদ্ধি পায়৷

যোগান হ্রাস বলতে মূল যোগান রেখা বামদিকে স্থানান্তর হওয়া বোঝায়। এই নতুন ভারসাম্য দাম মূল ভারসাম্য দাম থেকে অধিক হয়। নতুন ভারসাম্যের পরিমাণ QQ₁। নিচের চিত্রের সাহায্যে দেখানো হল।

চিত্র থেকে বোঝা যায় চাহিদা অনুসূচি একই থাকলে যোগান হ্রাস পেলে ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং ভারসাম্য পরিমাণ হ্রাস পায়।

প্রশ্ন ৫। ভারসাম্য দাম এবং পরিমাণে চাহিদা এবং যোগানের একই সময়ে পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো।

উত্তরঃ চাহিদা এবং যোগানের স্থানান্তর চারটি উপায়ে হতে পারে।

(১) চাহিদা এবং যোগান রেখা উভয়েই ডানদিকে স্থানান্তরিত হতে পারে। এই অবস্থায় ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পায় এবং ভারসাম্য দাম বৃদ্ধি, হ্রাস বা অপরিবর্তিত থাকতে পারে।

(২) চাহিদা এবং যোগান রেখা উভয়েই বামদিকে স্থানান্তরিত হতে পারে। এই অবস্থায় ভারসাম্য পরিমাণ হ্রাস পায় এবং ভারসাম্য দাম বৃদ্ধি, হ্রাস বা অপরিবর্তিত থাকতে পারে।

(৩) যোগান রেখা বামদিকে এবং চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হতে পারে। এই অবস্থায় ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং ভারসাম্য পরিমাণ বৃদ্ধি, হ্রাস বা একই থাকে।

(৪) যোগান রেখা ডানদিকে এবং চাহিদা রেখা বামদিকে স্থানান্তরিত হতে পারে। এই অবস্থায় ভারসাম্য দাম হ্রাস পায় এবং ভারসাম্য পরিমাণ বৃদ্ধি, হ্রাস বা একই থাকে।

প্রশ্ন ৬। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুক্ত প্রবেশ ও মুক্ত প্রস্থানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের ভারসাম্য দাম সর্বদা ন্যূনতম গড় ব্যয়ের সমান হয়, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের প্রবেশ এবং প্রস্থানে বাধা নেই, সেইজন্য দীর্ঘকালে প্রতিষ্ঠান কেবল স্বাভাবিক লাভ অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটির ভারসাম্য দাম এমন একটি অবস্থায় নির্ধারিত হয়, যেখানে দাম = নিম্নতম গড় ব্যয় (P = min AC)

চিত্রের সাহায্যে নিচে দেখানো হল।

ওপরের চিত্রে E বিন্দুতে প্রতিষ্ঠানটি ভারসাম্য লাভ করেছে। প্রতিষ্ঠানটি কেবল স্বাভাবিক লাভ অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রশ্ন ৭। বাজার অতিরিক্ত চাহিদা (Excess demand) এবং অতিরিক্ত যোগান (Excess supply) ধারণা দুটি বুঝিয়ে লেখো।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চলিত বাজার দরে বাজার চাহিদা যদি বাজার যোগানকে অতিক্রম করে, তাহলে অতিরিক্ত চাহিদার উদ্ভব হয়। অন্যদিকে বাজার যোগান যদি বাজার চাহিদা থেকে বেশি হয় তাহলে অতিরিক্ত যোগান উদ্ভব হয়। অতিরিক্ত চাহিদা বা যোগান থাকা অবস্থায় বাজার ভারসাম্যতা প্রতিষ্ঠিত হয় না।

If at any price market demand is greater than market supply, it is said excess demand in the market.

Yᵈ > Yˢ (এখানে, Yˢ = বাজার যোগান

Yᵈ = বাজার চাহিদা)

It at any price market supply is greater than market demand, it is said excess supply in the market.

Yˢ > Yᵈᵇ(Yˢ = বাজার যোগান

Yᵈ = বাজার চাহিদা)

প্রশ্ন ৮। দরের উচ্চতম সীমা মানে কী? ভারসাম্য দামের ক্ষেত্রে দামের উচ্চতম সীমার প্রভাব ব্যাখ্যা করো। গ্রাহকের ক্ষেত্রে দামের উচ্চতম সীমার দুটি প্রতিকূল প্রভাব উল্লেখ করো।

উত্তরঃ কোন বস্তু বা সেবার সরকার দ্বারা নির্ধারিত দামের উচ্চ সীমাকে দরের উচ্চতম সীমা বলে। অত্যাবশ্যকীয় দ্রব্যের ওপর সাধারণত সর্বোচ্চ দাম সীমা ধার্য করা হয়।

যখন বাজারে দামের উচ্চতম সীমা ধার্য করা হয়, তখন অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয় এবং বাজার ভারসাম্য অর্জন করতে পারে না।

গ্রাহকের ক্ষেত্রে দামের উচ্চতম সীমার দুটো প্রতিকূল প্রভাব হল।

(১) বণ্টন ব্যবস্থার দুর্বলতার জন্য গ্রাহকদেরকে নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন – লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন সামগ্রী সংগ্রহ করা, ইচ্ছার বিরুদ্ধে নিম্নমানের রেশন সামগ্রী ক্রয় করা, নির্ধারিত সময়ের মধ্যেই রেশন সংগ্রহ করা ইত্যাদি।

(২) বণ্টন ব্যবস্থার অদক্ষতার জন্য নিয়ন্ত্রিত দামের দ্রব্যের ঘাটতি বৃদ্ধি পায়, দেশে কালোবাজারের উদ্ভব ঘটে এবং দামবৃদ্ধির প্রবণতা আরও বেড়ে যায়।

প্রশ্ন ৯। ‘ভারসাম্য দামের নিম্নে দামের উচ্চসীমা আরোপ করলে, অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়।’ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

অথবা, 

ভারসাম্য দামের ক্ষেত্রে দামের উচ্চতম সীমার প্রভাব ব্যাখ্যা করো।

উত্তরঃ দামের উচ্চসীমা উৎপাদন ব্যয় অপেক্ষা কম হলে উৎপাদকরা ওই দ্রব্যের উৎপাদন বন্ধ করবে। ফলে যোগান হ্রাস পাবে এবং দ্রব্যের ঘাটতি আরও বৃদ্ধি পাবে। 

নিচে চিত্রের সাহায্যে বিষয়টি বোঝানো হল।

এই চিত্রে DD এবং SS কোন দ্রব্যের স্বাভাবিক চাহিদা ও যোগান রেখা। দামের উচ্চসীমা নির্ধারণ না করা হলে দ্রব্যটির ভারসাম্য দাম হবে OP এবং ভারসাম্য যোগান হবে OQ। এখন ধরা যাক্, সরকার দ্রব্যটির সর্বোচ্চ দাম OP₁ এ বেধে দিল। উক্ত রেখাচিত্রে দেখা যায়, এই নিয়ন্ত্রিত দামে বিক্রেতারা মাত্র OQ₁ পরিমাণ বিক্রয় করতে চায়। কিন্তু ক্রেতারা কিনতে চায় OQ₂ পরিমাণ। সুতরাং চাহিদার তুলনায় যোগানের ঘাটতি হবে Q₁Q₂ পরিমাণ। সুতরাং আমরা বুঝতে পারলাম ভারসাম্য দামের নিচে দামের উচ্চসীমা আরোপ করলে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়।

প্রশ্ন ১০। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি প্রতিষ্ঠানের চাহিদা এবং যোগান কার্য নিচে দেওয়া হল।

D = 50 – 2P

= – 25 + 3P

যেখানে P = দাম, D = চাহিদা, S = যোগান।’ ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ আমরা জানি যে, ভারসাম্য অবস্থায়,

D = S

= 50 – 25 = -25 + 3P

= – 2P – 3P = – 50 – 2P

= – 5P = -75

= P = 15

ভারসাম্য দাম (P) = 15 টাকা

ভারসাম্য পরিমাণ (D) = 50 – 2P = 50 – 2 x 15 = 50 – 30 = 20

∴ ভারসাম্য পরিমাণ = 20

প্রশ্ন ১১। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা এবং যোগান নিচে দেওয়া হল –

D = 100 – P, S = – 30 + 4P

(ক) ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।

(খ) যদি সরকার প্রতি একক উৎপাদনে 5 টাকা কর আরোপ করে তাহলে ভারসাম্য দাম ও পরিমাণে কীরূপ প্রভাব পড়বে?

উত্তরঃ (ক) ভারসাম্য অবস্থায়,

D = S

= 100 – P = – 30 + 4P

= – P – 4P = – 30 -100

= – 5P = – 130

= P = 26

∴ ভারসাম্য দাম (P) 26 টাকা

ভারসাম্য পরিমাণ (D) = 100 – P

= 100 – 26

= 74

(খ) কর প্রয়োগ করলে নতুন যোগান হবে,

SN = – 30 + 4(P – 5)

= – 30 + 4P – 20

= – 50 + 4P

এখন ভারসাম্য অবস্থায়,

D = SN

= 100 – P = -50 + 4P

= 100 + 50 = 4P + P

= 150 = 5P

= P = 30

ভারসাম্য দাম (P) = 30 টাকা

ভারসাম্য পরিমাণ (D) = 100 – P

= 100-30

= 70

∴ ভারসাম্য দাম বৃদ্ধি হবে এবং ভারসাম্য পরিমাণ হ্রাস পাবে।

প্রশ্ন ১২। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্গত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা ও যোগান ফলন নিম্নরূপ:

Qd = 200 – 2P ও Qₛ = – 100 + 3P

(ক) ভারসাম্য পরিমাণ ও দর নির্ণয় করো।

(খ) ব্যয় বৃদ্ধির জন্য যদি Qₛ = -200 + 3P হয়, তাহলে ভারসাম্য দর ও পরিমাণের কী পরিবর্তন হবে?

উত্তরঃ (ক) ভারসাম্য অবস্থায়,

Qd = Qₛ

= 200 – 2P = – 100 + 3P

= – 2P – 3P = – 100 – 200

= – 5P = – 300

= P = 60

∴ ভারসাম্য দাম (P) = 60 টাকা

ভারসাম্য পরিমাণ (Qd) = 200 – 2P

= 200 – 2 x 60

= 200 – 120

= 80

(খ) এবার ভারসাম্য অবস্থায়, 

Qd = Qₛ

= 200 – 2P = – 200 + 3P

= – 2P – 3P = – 200 – 200

= – 5P = – 400

= P = 80

∴ ভারসাম্য দাম (P) = 80 টাকা

ভারসাম্য পরিমাণ (Qd) = 200 – 2P

= 200 – 2 x 80

= 200 – 160

= 40

∴ ভারসাম্য পরিমাণ (Qd) = 40

প্রশ্ন ১৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা ও যোগান ফলন নিম্নোক্ত ধরনের।

D = 25 – 5P, S = – 5 + 10P

যেখানে D = চাহিদার পরিমাণ, S = যোগানের পরিমাণ এবং P = দর।

ভারসাম্য দর, ভারসাম্য চাহিদা এবং ভারসাম্য যোগান নির্ণয় করো।

উত্তরঃ প্রশ্নমতে,

D = 25 – 5P

S = -5 + 10P

ভারসাম্য অবস্থায়,

D = S

= 25 – 5P = – 5 + 10P

∴ ভারসাম্য দাম = 2 টাকা

ভারসাম্য চাহিদার পরিমাণ = 15

ভারসাম্য যোগানের পরিমাণ = 15

প্রশ্ন ১৪। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা ও যোগান ফলন নিম্নরূপ:

D = 75 – 5P এবং S = 50 + P

যেখানে D = চাহিদার পরিমাণ, S = যোগানের পরিমাণ এবং P দর।

ভারসাম্য দাম, ভারসাম্য চাহিদা এবং ভারসাম্য যোগান নির্ণয় করো।

উত্তরঃ প্রশ্নমতে,

D = 75 – 5P

S = 50 + P

ভারসাম্য অবস্থায়,

D = S

= 75 – 5P = 50 + P 

= – 5P – P = 50 -75

= – 6P = -25

= P = 4.17 টাকা

∴ ভারসাম্য দাম = 4.17 টাকা

ভারসাম্যা চাহিদা, (D)

= 75 – 5P

= 75 – 5 x 4.17

= 75 – 20.8

= 54.2

ভারসাম্য যোগান (S) = 50 + P

= 50 + 4.2

= 54.2

প্রশ্ন ১৫। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান ফলন নিম্নরূপ:

একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা এবং Qd = 100 – 3P এবং Qs = 200 + 3P

(ক) ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো।

(খ) যদি বর্ধিত ব্যয়ের জন্য যোগান ফলন Qs = – 380 + 3P হয়, তাহলে ভারসাম্য দর ও পরিমাণের কী পরিবর্তন হবে?

উত্তরঃ (ক) ভারসাম্য অবস্থায়,

Qd = Qs

= 100 – 3P = – 200 + 3P

= – 3P – 3P = – 200 – 100

= – 6P = – 300

= P = 50

∴ ভারসাম্য দাম (P) = 50 টাকা

ভারসাম্য পরিমাণ (d) = 100 – 3P

= 100 – 3 x 50

= 100 – 150

= – 50

(খ) এবার ভারসাম্য অবস্থায়,

Qd = Qs

= 100 – 3P = – 380 + 3P

= – 3P – 3P = – 380 – 100

= – 6P = – 480

= P = 80

∴ ভারসাম্য দাম = 80 টাকা।

ভারসাম্য পরিমাণ = 100 – 3P

= 100 – 3 x 80

= 100 – 240

= -140

প্রশ্ন ১৬। একটি দ্রব্যের ভারসাম্য দরের উপরে চাহিদা পরিবর্তনের প্রভাব দেখাও যদি-

(ক) দ্রব্যটির যোগান পূর্ণ স্থিতিস্থাপক হয়।

(খ) দ্রব্যটির যোগান পূর্ণ অস্থিতিস্থাপক হয়।

উত্তরঃ (ক) যখন দ্রব্যের যোগান পূর্ণ স্থিতিস্থাপক হয়, তখন দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পেলে দাম একই থাকবে কিন্তু যোগান বৃদ্ধি পাবে। আবার, সেইক্ষেত্রে দ্রব্যটির চাহিদা হ্রাস পেলেও দাম একই থাকবে কিন্তু যোগান হ্রাস পাবে। তাই, দ্রব্যের যোগান পূর্ণ স্থিতিস্থাপক হলে চাহিদা পরিবর্তনের ফলে যোগান হ্রাস বৃদ্ধি হবে কিন্তু দাম সমান থাকবে।

নিচে চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হল:

উপরের চিত্রে, যখন চাহিদা বেড়েছে, যোগানের পরিমাণ OQ থেকে OQ1 এ বৃদ্ধি পেয়েছে কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে, যখন চাহিদা কমেছে, যোগানের পরিমাণ OQ থেকে OQ2 এ হ্রাস পেয়েছে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে।

(খ) যখন দ্রব্যের যোগান পূর্ণ অস্থিতিস্থাপক হয়, তখন দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পাবে কিন্তু যোগান অপরিবর্তিত থাকবে, আবার, দ্রব্যটির চাহিদা হ্রাস পেলে দাম কমবে কিন্তু যোগান একই থাকবে। তাই, দ্রব্যের যোগান পূর্ণ অস্থিতিস্থাপক হলে চাহিদা পরিবর্তনের ফলে দামের হ্রাস বৃদ্ধি হবে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হবে না। নিচের চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হল:

চাহিদা বৃদ্ধির সাথে সাথে দ্রব্যটির দাম OP থেকে বেড়ে OP₁ হয়েছে কিন্তু যোগান OS একই রয়েছে। আবার, চাহিদা কমার সাথে সাথে দ্রব্যটির দাম OP থেকে কমে OP₂ হয়েছে, কিন্তু যোগান অপরিবর্তিত রয়েছে।

পাঠ্যপুস্তকের প্রশ্নাবলির উত্তরঃ

প্রশ্ন ১। বাজার ভারসাম্য ব্যাখ্যা করো।

উত্তরঃ ভারসাম্য বলতে আমরা বুঝি এমন একটি আদর্শ অবস্থা যেখানে পৌঁছার জন্য ভোক্তা ও উৎপাদক উভয়েই চেষ্টা চালিয়ে যায়। বাজার ভারসাম্য হল এমন একটি অবস্থা যেখানে বাজার চাহিদা বাজার যোগানের সমান হয়। ভারসাম্য বাজারে দ্রব্যসামগ্রীর অধিক চাহিদা ও অধিক যোগান থাকে না।

প্রশ্ন ২। আমরা কখন বলি যে বাজারে কোন বস্তুর অতিরিক্ত চাহিদা আছে?

উত্তরঃ যদি কোন দামে বাজার চাহিদা বাজার যোগান থেকে বেশি হয়, তাহলে আমরা বলি অতিরিক্ত চাহিদা।

প্রশ্ন ৩। আমরা কখন বলি যে বাজারে কোন দ্রব্যের অতিরিক্ত যোগান আছে?

উত্তরঃ যদি কোন দামে বাজার যোগান বাজার চাহিদা থেকে বেশি হয়, তাহলে আমরা বলি অতিরিক্ত যোগান।

প্রশ্ন ৪। যদি বাজারে প্রচলিত দাম। 

(ক) ভারসাম্য দাম থেকে অধিক। 

(খ) ভারসাম্য দাম থেকে কম হয়, তাহলে এই অবস্থায় কী হবে?

উত্তরঃ (ক) প্রচলিত দাম ভারসাম্য দাম থেকে অধিক হলে বাজারে অতিরিক্ত যোগানের সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে কিছু সংখ্যক উৎপাদন প্রতিষ্ঠান তাদের দ্রব্য সামগ্রী বিক্রি করতে সক্ষম হবে না। ফলস্বরূপ, তাদের উৎপাদিত দ্রব্যের দাম হ্রাস করে চাহিদা বৃদ্ধিতে মনোনিবেশ করবে।

(খ) প্রচলিত দাম ভারসাম্য দাম থেকে কম হলে বাজারে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হবে। উৎপাদকরা যোগান হ্রাস করবে, ফলে দ্রব্যের ঘাটতি বৃদ্ধি পাবে। কালোবাজারের উদ্ভব ঘটবে এবং দাম বৃদ্ধির প্রবণতা তীব্রতর হবে। এই অবস্থায় দ্রব্য কেউ পাবে, আবার কেউ তা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে।

প্রশ্ন ৫। প্রতিষ্ঠানের স্থির সংখ্যা থাকা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ কীভাবে হয়? ব্যাখ্যা করো।

উত্তরঃ বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, ক্রেতার পক্ষপাতিত্বের অভাব, বাজার সম্বন্ধে ক্রেতা-বিক্রেতার পূর্ণ জ্ঞান ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের ফলে বাজার দাম নির্ধারিত হয়। বাজারে দুই পক্ষ থাকে – ক্রেতা ও বিক্রেতা। ক্রেতা দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ অনুসারে দ্রব্য ক্রয় করে। চাহিদা বিধি অনুসারে দ্রব্যের দাম অধিক হলে এর চাহিদা কম হয় এবং দাম কম হলে চাহিদা বেশি হয়। পক্ষান্তরে, বিক্রেতারা দ্রব্যের দাম ও প্রান্তিক ব্যয় অনুসারে দ্রব্যটির যোগান দেয়। যোগান বিধি অনুসারে, দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগান বাড়ে এবং দাম হ্রাস পেলে যোগান কমে।

নিচে তালিকা ও চিত্রের সাহায্যে বিষয়টি বোঝানো হল –

দ্রব্যের দামবাজার চাহিদাবাজার যোগান
5 টাকা100 একক20 একক
7 টাকা80 একক40 একক
9 টাকা60 একক60 একক (ভারসাম্য দাম)
11 টাকা40 একক80 একক
15 টাকা20 একক100 একক

ওপরের চিত্র থেকে বুঝতে পারলাম, বাজারে ক্রেতার চাহিদা ও বিক্রেতার যোগানের ঘাত প্রতিঘাতের ফলে ভারসাম্য দাম নির্ধারিত হয়। এই চিত্রে যখন দ্রব্যের দাম 9 টাকা তখন চাহিদা ও যোগান পরস্পর সমান হয়। অর্থাৎ E বিন্দুতে ভারসাম্যে উপনীত হয়। ভারসাম্য দাম হল 9 টাকা।

প্রশ্ন ৬। যখন বাজারে মুক্ত প্রবেশ এবং প্রস্থানের সুবিধা থাকে, তখন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের ভারসাম্যের সংখ্যা কীভাবে নির্ধারিত হয়?

উত্তরঃ যদি প্রতিষ্ঠানের অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুবিধা থাকে, তাহলে ভারসাম্য দাম সর্বদা প্রতিষ্ঠানের ন্যূনতম গড় ব্যয়ের সমাম হয় (P = min AC)। সুতরাং প্রতিষ্ঠান প্রচলিত বাজার দামে সবসময় স্বাভাবিক লাভ অর্জন করবে।

সাংকেতিকভাবে,

n₀ = Y₀/Yf

এখানে, n₀ = প্রতিষ্ঠানের ভারসাম্য সংখ্যা

Y₀ = ভারসাম্য দামে প্রতিষ্ঠানের যোগান

Yf = ভারসাম্য দামে বাজার যোগান

অর্থাৎ, প্রতিষ্ঠানের ভারসাম্য সংখ্যা = ভারসাম্য যোগানের পরিমাণ/প্রত্যেক প্রতিষ্ঠানের যোগান

প্রশ্ন ৭। দেওয়া আছে, লবণের চাহিদা এবং যোগান রেখা

Qd = 1000 – P, Qs = 700 + 2P

(ক) ভারসাম্য দর এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করো।

(খ) উপাদানের দাম বৃদ্ধির জন্য যোগান ফলন যদি Qs = 400 + 2P হয়, তাহলে ভারসাম্য দর ও পরিমাণের কী পরিবর্তন হবে?

(গ) যদি সরকার প্রতি একক লবণ বিক্রির ওপর 3 টাকা একক কর আরোপ করে তাহলে ভারসাম্য দাম ও পরিমাণে কীরূপ প্রভাব পড়বে?

উত্তরঃ (ক) দেওয়া আছে,

Qd = 1000 – P

Qs = 700 + 2P 

ভারসাম্য অবস্থায়,

Qd = Qs

= 1000 – P = 700 + 2P

= – P – 2P = 700 – 1000

= -3P = -300

= P = 100

ভারসাম্য দর = 100 টাকা

ভারসাম্য পরিমাণ Qd = 1000 – P

= 1000 – 100

= 900

সুতরাং ভারসাম্য পরিমাণ = 900

(খ) উপাদানের যোগান বৃদ্ধির জন্য নতুন যোগান রেখা হল Qs = 400 + 2P, স্থির চাহিদা রেখা Qd = 1000 – P

ভারসাম্য অবস্থায়,

Qd = Qs

= 1000 – P = 400 + 2P

= – P p- 2P = 400-1000

= – 3P = – 600

= P = 200

নতুন ভারসাম্য দর = 200 টাকা

ভারসাম্য পরিমাণ (Qd) = 1000 – P

= 1000 – 200

= 800

উপাদানের দাম বৃদ্ধির ফলে ভারসাম্য দাম বৃদ্ধি হয়েছে এবং ভারসাম্য উৎপাদন হ্রাস পেয়েছে। লবণ অত্যাবশ্যকীয় দ্রব্য। সুতরাং উপাদানের দাম বৃদ্ধির ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে।

(গ) কর আরোপ করার পর নতুন যোগান হবে,

Qd = Qs

= 1000 – P = 700 + 2 (P – 3)

= 1000 – P = 700 + 2P – 6

= – P – 2P = 700 – 6 – 1000

= – 3P = – 306

= P = 102

ভারসাম্য দাম = 102 টাকা

∴ ভারসাম্য পরিমাণ,

Qd = 1000 – P

= 1000 – 102

= 898

প্রশ্ন ৮। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি বস্তুর চাহিদা ও যোগান ফলন নিম্নরূপঃ

Qd = 700 – P, Qs = 500 + 3P

দ্রব্যটির ভারসাম্য দর এবং ভারসাম্য যোগান নির্ণয় করো।

উত্তরঃ ভারসাম্য অবস্থায়,

= Qd = Qs

= 700 – P = 500 + 3P

= – P – 3P = 500 – 700

= – 4P = – 200

= P = 50

ভারসাম্য দর = 50 টাকা

ভারসাম্য পরিমাণ Qd = 700 – P

= 700 – 50

= 650

ভারসাম্য যোগান = 500 + 3P

= 500 + 3 x 50

= 500 + 150

= 650

ভারসাম্য যোগানের পরিমাণ = 650

প্রশ্ন ৯। বাজারে মুক্ত প্রবেশ এবং প্রস্থানের সুবিধা থাকা অবস্থায় X দ্রব্যের চাহিদা রেখা হল Qd = 700 – P; প্রতিষ্ঠানের যোগান রেখা হল Qs = 8 + 3P for P≥ 20 = 0 (0 ≤ P < 20)

(ক) P = 20 এর অর্থ কী?

(খ) কতদামে বাজারে X এর ভারসাম্য হবে?

(গ) ভারসাম্য পরিমাণ ও উৎপাদন প্রতিষ্ঠান সংখ্যা গণনা করো।

উত্তরঃ (ক) যখন বাজারে মুক্ত প্রবেশ এবং প্রস্থানের সুবিধা থাকে, দ্রব্যটির দাম হবে 20 টাকা। সুতরাং ভারসাম্য দাম 20 টাকা।

(খ) X দ্রব্যের ভারসাম্য দর হবে 20 টাকা। এই দামে বাজার চাহিদা এবং বাজার যোগান সমান।

(গ) Qd = 700 – P

= 700 – 20

= 680

∴ ভারসাম্য যোগান = 8 + 3P

= 8 + 3 x 20

= 8 + 60

= 68

প্রতি প্রতিষ্ঠানের ভারসাম্য পরিমাণ = 68 একক।

উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা = 680/68

= 10

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top