AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার Question Answer in Bengali. The Complete Syllabus of AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার Notes in Bengali PDF Share with you. AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার Solutions in Bengali Which you Can Download PDF Notes HS 1st Year Economics Solutions in Bengali for using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

Today’s We have Shared in This Post AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার Suggestions with you. AHSEC Class 11 Economics Chapter 6 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার Questions Answers in Bengali I Hope, you Liked The information About The Class 11 Economics Textbook Solutions in Bengali. If you liked Class 11 Economics Textbook PDF Notes in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একচেটিয়া বাজার কী?

উত্তরঃ যে বাজার ব্যবস্থায় একজন বিক্রেতা থাকে, তাকে একচেটিয়া বাজার বলা হয়।

প্রশ্ন ২। একচেটিয়া বাজারের দ্রব্য সামগ্রী কী ধরনের?

উত্তরঃ বিকল্প দ্রব্য থাকে না।

প্রশ্ন ৩। একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠানের বাজার চাহিদা রেখা কী বোঝায়?

উত্তরঃ গড় আয়।

প্রশ্ন ৪। শূন্যস্থান পূর্ণ করো।

একচেটিয়া বাজারে যখন মোট আয় (TR) হ্রাস পায়, প্রান্তিক আয় (MR)_______।

উত্তরঃ ঋণাত্মক।

প্রশ্ন ৫। মুক্ত প্রবেশ এবং প্রস্থানের শর্তে অসংখ্য প্রতিষ্ঠান সমজাতীয় না হওয়া বিভিন্ন দ্রব্য উৎপাদন করা বাজার কাঠামোর নাম লেখো।

অথবা, 

কোন্ বাজারে বহু প্রতিষ্ঠান যে সামগ্রী উৎপাদন করে তার কোনো সমগুণবিশিষ্টতা নেই এবং প্রতিষ্ঠানের মুক্ত প্রবেশ ও প্রস্থান আছে?

উত্তরঃ একাধিকার প্রতিযোগিতামূলক বাজার।

প্রশ্ন ৬। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখীন হওয়া চাহিদা রেখা আনুভূমিক হয়।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ৭। স্বল্প সংখ্যক নিয়ন্ত্রিত বাজার (Oligopoly) কী?

উত্তরঃ যে বাজার কাঠামোতে অপ্রতিযোগিতামূলক দুই বা তিনজন উৎপাদনকারী থাকে, তারা সমগুণবিশিষ্ট বা পার্থক্য জনিত দ্রব্য বিক্রি করে, সেই ধরনের বাজারকে স্বল্প সংখ্যক নিয়ন্ত্রিত বাজার বা Oligopoly বলে।

প্রশ্ন ৮। দুই উৎপাদক নিয়ন্ত্রিত বাজার কী?

উত্তরঃ যে বাজার ব্যবস্থায় কেবলমাত্র দুইজন বিক্রেতা থাকে তাকে দুই উৎপাদক নিয়ন্ত্রিত বাজার বা দ্বিচেটিয়া বাজার বলা হয়।

প্রশ্ন ৯। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

একচেটিয়া ব্যবসায়ী হল দাম গ্রহণকারী।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ১০। শুদ্ধ না অশুদ্ধ লেখো।

কম প্রতিযোগিতামূলক বাজার কাঠামো এবং অধিক প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যমান।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ১১। সত্য না অসত্য লেখো।

একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত দ্রব্য সমগুণসম্পন্ন নয়।

উত্তরঃ সত্য।

প্রশ্ন ১২। বন্ধনীর ভিতর থেকে শুদ্ধ অর্থ বের করো।

একটি বিশেষ দ্রব্যের বাজারে একাধিক বিক্রেতা থাকে কিন্তু বিক্রেতার সংখ্যা সীমিত থাকে, সেই বাজারকে_______  বলা হয়। (একচেটিয়া বাজার/ দ্বিচেটিয়া বাজার/ স্বল্পবিক্রেতার বাজার)

উত্তরঃ স্বল্প বিক্রেতার বাজার (Oligopoly)।

প্রশ্ন ১৩। শূন্যস্থান পূর্ণ করো।

বিশেষ ধরনের স্বল্প বিক্রেতার বাজার যেখানে কেবল দুজন মাত্র বিক্রেতা থাকে, তাকে _______ বলে।

উত্তরঃ দ্বিচেটিয়া বাজার (Duopoly)।

প্রশ্ন ১৪। শূন্যস্থান পূর্ণ করো।

লাভ = TC – _______

উত্তরঃ TR.

প্রশ্ন ১৫। একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্মুখীন হওয়া চাহিদা রেখা হল______। (পূর্ণ স্থিতিস্থাপক/পূর্ণ স্থিতিস্থাপক নয়)

উত্তরঃ পূর্ণ স্থিতিস্থাপক নয়।

প্রশ্ন ১৬। একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে উৎপাদন করা বস্তুর ‘ব্র্যাণ্ড নামের’ তাৎপর্য কী?

উত্তরঃ ব্র্যাণ্ড নাম (Brand name) দ্বারা প্রতিষ্ঠানরা দ্রব্যের ভিন্নতা ভোক্তার কাছে প্রকাশ করে থাকে।

প্রশ্ন ১৭। একাধিকার প্রতিযোগিতা বাজারের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ দ্রব্য পৃথকীকরণ।

প্রশ্ন ১৮। হ্যাঁ বা না লেখো।

একজন একচেটিয়া ব্যবসায়ী অধিক দামে বিপুল পরিমাণে দ্রব্য বিক্রি করতে পারবে কি?

উত্তরঃ না।

প্রশ্ন ১৯। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা হল (ARC/ MRC/ TRC)

উত্তরঃ ARC

প্রশ্ন ২০। অপ্রতিযোগিতার বাজারের অন্তর্গত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গড় আয় এবং প্রান্তিক আয় রেখার আকৃতি কী ধরনের?

উত্তরঃ গড় আয় > প্রান্তিক আয় (AR > MR)।

S.L No.CONTENTS
ক – অংশ (ব্যষ্টিগত অৰ্থবিজ্ঞান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2ভোক্তার আচরণ এবং চাহিদা
Chapter 3উৎপাদকের আচরণ ও যোগান
Chapter 4পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূত্র
Chapter 5বাজার ভারসাম্য
Chapter 6অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ – অংশ (অর্থনীতিতে পরিসংখ্যান)
Chapter 1অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter 2তথ্য সংগ্ৰহ
Chapter 3তথ্যরাশির সংবদ্ধকরণ
Chapter 4রাশিতথ্যের উপস্থাপন
Chapter 5কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ
Chapter 6বিচ্যুতির পরিমাপ
Chapter 7সহসম্বন্ধ
Chapter 8সূচক সংখ্যা
Chapter 9পরিসংখ্যান হাতিয়ারের ব্যবহার

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। উৎপাদন ব্যয় কাকে বলে?

উত্তরঃ একটি দ্রব্য উৎপাদন করতে হলে উৎপাদনের বিভিন্ন উপাদানগুলি নিয়োগ করতে হয়। এই উপাদানগুলি হল ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদন কার্যে ব্যবহৃত এই সকল উপাদানের মূল্যকেই উৎপাদন ব্যয় বলে।

প্রশ্ন ২। শূন্যস্থান পূর্ণ করো।

বিক্রেতার চাহিদা রেখা আনুভূমিক হলে তাকে______ বলে। (একচেটিয়া ব্যবসায়/ পূর্ণ প্রতিযোগিতা/ একাধিকার প্রতিযোগিতা)

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা।

প্রশ্ন ৩। একচেটিয়া বাজারের গড় বিক্রি আয় রেখা_______। (নিচের দিকে নেমে যায়/ আনুভূমিক/ ওপরের দিকে উঠে যায়)

উত্তরঃ নিচের দিকে নেমে যায়।

প্রশ্ন ৪। একচেটিয়া বাজারে ______ (গড় বিক্রি আয় > প্রান্তিক বিক্রি আয়/ প্রান্তিক গড় বিক্রি আয় = প্রান্তিক বিক্রি আয়/ গড় বিক্রি আয় < প্রান্তিক বিক্রি আয়)

উত্তরঃ গড় বিক্রি আয় > প্রান্তিক বিক্রি আয়।

প্রশ্ন ৫। উত্তর লেখো (শুদ্ধ না অশুদ্ধ)

(ক) একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার সংখ্যা কম।

উত্তরঃ অশুদ্ধ।

(খ) একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে নিকটতম বিকল্প সামগ্রীর কেনা বেচা সম্পন্ন হয়।

উত্তরঃ শুদ্ধ।

(গ) Monopolistic competition নামটা দিয়েছেন চেম্বারলিন।

উত্তরঃ শুদ্ধ।

(ঘ) Imperfect competition (অপূর্ণ প্রতিযোগিতা) নাম দিয়েছেন জোয়ান রবিনসন।

উত্তরঃ শুদ্ধ।

(ঙ) একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় রেখা আনুভূমিক।

উত্তরঃ অশুদ্ধ।

(চ) স্বল্পকালীন মেয়াদে একাধিকার প্রতিযোগির ক্ষতি হতে পারে না।

উত্তরঃ শুদ্ধ।

(ছ) একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে অস্বাভাবিক লাভ সম্ভব।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ৬। শুদ্ধ উত্তর বেছে বের করো।

পূর্ণ প্রতিযোগিতা বাজারে

(a) বিসদৃশ উৎপাদক থাকে।

(b) সদৃশ উৎপাদক থাকে।

(c) উদ্বৃত্ত উৎপাদন থাকে।

উত্তর। (b) সদৃশ উৎপাদক থাকে।

প্রশ্ন ৭। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR এবং MR রেখা

(a) OX অক্ষের সমান্তরাল।

(b) ঊর্ধ্বমুখী।

(c) নিম্নমুখী।

উত্তরঃ (a) OX অক্ষের সমান্তরাল।

প্রশ্ন ৮। একচেটিয়া বাজারে AR এবং MR রেখা

(a) ঊর্ধ্বমুখী।

(b) উল্লম্ব।

(c) নিম্নমুখী।

উত্তর। (c) নিম্নমুখী।

প্রশ্ন ৯। একাধিকার বাজারে উৎপাদনকারী

(a) দামের পরিবর্তন করে।

(b) উৎপাদনের বিভেদকরণ করে।

(c) বিক্রির ভিন্নতা আনে।

উত্তরঃ (c) বিক্রির ভিন্নতা আনে।

প্রশ্ন ১০। পূর্ণ এবং বিশুদ্ধ প্রতিযোগিতার মধ্যে কে পার্থক্য নিরূপণ করেছিল?

(a) অধ্যাপক মার্শাল।

(b) পিগু।

(c) চেম্বারলিন।

উত্তরঃ (c) চেম্বারলিন।

প্রশ্ন ১১। একাধিকার প্রতিযোগিতা তত্ত্ব ‘Theory of Monopolistic competition’ গ্রন্থের রচয়িতা হল –

(a) রবিনসন।

(b) চেম্বারলিন।

(c) হিকস্।

উত্তরঃ (b) চেম্বারলিন।

প্রশ্ন ১২। অপূর্ণ প্রতিযোগিতা ‘Imperfect competition’ গ্রন্থের রচয়িতা কে?

(a) রবিনসন।

(b) ডেলটন।

(c) চেম্বারলিন।

উত্তরঃ (a) রবিনসন।

প্রশ্ন ১৩। বিভিন্নতাকরণ একচেটিয়া বাজারে সম্ভব হয় যখন –

(a) ব্যয় রেখা ঊর্ধ্বমুখী হয়।

(b) ব্যয় রেখা নিম্নমুখী হয়।

(c) চাহিদা স্থিতিস্থাপকতা আলাদা আলাদা হয়।

উত্তরঃ (c) চাহিদা স্থিতিস্থাপকতা আলাদা আলাদা হয়।

প্রশ্ন ১৪। চেটেরিছ পেরিবাস (Ceteris Paribus) শব্দের অর্থ হল

(a) সরকারি হস্তক্ষেপ না থাকা।

(b) অন্য সকল অবস্থা একই থাকা।

(c) বিধি ব্যবস্থা স্থির না থাকা।

উত্তরঃ (b) অন্য সকল অবস্থা একই থাকা।

প্রশ্ন ১৫। মজুরির হার বৃদ্ধি পেলে সুযোগ ব্যয় –

(a) বাড়ে।

(b) কমে।

(c) একই থাকে।

উত্তরঃ (b) কমে।

প্রশ্ন ১৬। একচেটিয়া ব্যবসায়ী

(a) দাম গ্রহণকারী (Price taker)।

(b) দাম প্রস্তুতকারী (Price maker)।

(c) বাজার দাম গ্রহিতা।

উত্তরঃ (b) দাম প্রস্তুতকারী।

প্রশ্ন ১৭। ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভারসাম্য লাভ করা শর্ত হল-

(a) AR = MR

(b) AC = MC

(c) MR = MC

উত্তরঃ (c) MR = MC

প্রশ্ন ১৮। উৎপাদন ফলন মানে

(a) Qx = f (L, K)

(b) Qy = f (L, O)

(c) QM = f (L₁, K)

উত্তরঃ (a) Qx =f (L, K)

প্রশ্ন ১৯। যোগান মানে

(a) আকাংখিত বস্তু।

(b) অতিরিক্ত পরিমাণ।

(c) আবশ্যকীয় পরিমাণ।

উত্তরঃ (a) আকাংখিত বস্তু।

প্রশ্ন ২০। একচেটিয়া বাজারের চাহিদা রেখা

(a) নিম্নগামী।

(b) ঊর্ধ্বগামী।

(c) সমান্তরাল।

উত্তরঃ (a) নিম্নগামী।

প্রশ্ন ২১। কোন বাজারে পরিবহন ব্যয় শূন্য?

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে।

প্রশ্ন ২২। সামগ্রীর পৃথকীকরণ কী প্রকার বাজার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?

উত্তরঃ একাধিকার প্রতিযোগিতামূলক বাজার।

প্রশ্ন ২৩। কোন্ প্রকার বাজারে চাহিদা রেখা অনির্ণেয় হয়?

উত্তরঃ দ্বিচেটিয়া বাজারে (duopoly)।

প্রশ্ন ২৪। ভারসাম্যতার একটি শর্ত আছে, যা পূর্ণ প্রতিযোগিতা বাজার, একচেটিয়া বাজার এবং একাধিকার প্রতিযোগিতা বাজার – সকল ক্ষেত্রেই প্রযোজ্য হয়। শর্তটি কী?

উত্তরঃ প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয় (MR = MC)।

প্রশ্ন ২৫। কী প্রকার বাজারে দামের পার্থক্যকরণ সম্ভব?

উত্তরঃ একচেটিয়া বাজারে।

প্রশ্ন ২৬। চেম্বারলিনের দেওয়া বাজার তত্ত্বটির নাম কী?

উত্তরঃ একাধিকার প্রতিযোগিতা বাজার।

প্রশ্ন ২৭। কোন্ সময় কালে বাজার দর লক্ষ্য করা যায়?

উত্তরঃ অতি স্বল্পকালে।

প্রশ্ন ২৮। যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে তাকে কী বলে?

উত্তরঃ একচেটিয়া বাজার।

প্রশ্ন ২৯। চাহিদা রেখা যখন স্থিতিস্থাপক হয়, তখন প্রান্তিক আয় (MR) এর মান কী হবে?

উত্তরঃ ধনাত্মক (Positive)।

প্রশ্ন ৩০। নতুন প্রতিষ্ঠান উদ্যোগে প্রবেশ করতে কে উৎসাহ প্রদান করে?

উত্তরঃ অস্বাভাবিক লাভ।

প্রশ্ন ৩১। কোন্ বাজার ব্যবস্থায় নির্দিষ্ট যোগান রেখা থাকে না?

উত্তরঃ একচেটিয়া বাজারে।

প্রশ্ন ৩২। কোন বাজারে স্বল্পকালে ও দীর্ঘকালে মুনাফা ধনাত্মক থাকে?

উত্তরঃ একচেটিয়া বাজারে।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একজন একচেটিয়া ব্যবসায়ীর প্রান্তিক আয় এবং চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক দেখাও।

উত্তরঃ একচেটিয়া ব্যবসায়ীর প্রান্তিক আয় যখন যোগাত্মক হয়, চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা একের অধিক হবে এবং প্রান্তিক আয় যখন ঋণাত্মক হয়, চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা এক এর নিচে হবে।

প্রশ্ন ২। ‘দীর্ঘকালে ব্যবসায়িক প্রতিষ্ঠান লাভ অর্জন করতে পারে না কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।’ কেন?

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একাধিকার বাজারে প্রবেশ বা প্রস্থানে কোন বাধা নেই, সেইজন্য দীর্ঘকালে এই ধরনের বাজার ব্যবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানের লাভ শূন্য হবে। কিন্তু একচেটিয়া বাজারে প্রবেশ বা প্রস্থানে বাধা থাকে। সেইজন্য দীর্ঘকালে একচেটিয়া বাজারে প্রতিষ্ঠান লাভ অর্জন করতে পারে।

প্রশ্ন ৩। তুমি কি মনে কর বিশুদ্ধ একচেটিয়া ফার্ম অস্থিত্ববিহীন? যুক্তি দর্শাও।

উত্তরঃ হ্যাঁ, একচেটিয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশ্ব বাজারে অস্তিত্ববিহীন। কারণ, প্রত্যেক বস্তুরই কোন না কোন বিকল্প আছে। অর্থব্যবস্থা গতিশীল। প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন বস্তু উৎপাদিত হচ্ছে।

প্রশ্ন ৪। একচেটিয়া বাজারের সংজ্ঞা লেখো।

উত্তরঃ যে বাজার ব্যবস্থায় একমাত্র একজন উৎপাদনকারী থাকে, দ্রব্যটির কোন বিকল্প দ্রব্য থাকে না, নতুন উৎপাদনকারীর প্রবেশ অসম্ভব না হলেও কঠিন, সেই ধরনের বাজারকে একচেটিয়া বাজার বলে।

প্রশ্ন ৫। একাধিকার প্রতিযোগিতা বাজারের সংজ্ঞা দাও।

অথবা, 

একচেটিয়া প্রতিযোগিতামূলক বা একচেটিয়াধর্মী প্রতিযোগিতার বাজার কাকে বলে?

উত্তরঃ যে বাজার ব্যবস্থায় বহুসংখ্যক বিক্রেতা ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য বিক্রি করে এবং বিক্রেতার চলমানতার ওপর কোন বাধা নিষেধ থাকে না, সেই ধরনের বাজারকে একাধিকার প্রতিযোগিতা বাজার বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়।

প্রশ্ন ৬। ওলিগপলি বা স্বল্পবিক্রেতার বাজারের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে বাজার কাঠামো অপ্রতিযোগিতামূলক, বাজারে দ্রব্যের একাধিক বিক্রেতা থাকে কিন্তু বিক্রেতার সংখ্যা সীমিত থাকে, সেই ধরনের বাজারকে ওলিগপলি বা স্বল্পবিক্রেতার বাজার বলা হয়।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একচেটিয়া বাজারে AR > MR কেন?

উত্তরঃ একচেটিয়া বাজারে, বিক্রেতা হলো দর নির্মাতা (Price-maker)। বিক্রেতা সর্বাধিক মুনাফা অর্জনের জন্য দ্রব্যের দাম হ্রাস করতে হয়, যাতে বিক্রি বৃদ্ধি পায়। এইজন্য একচেটিয়া বাজারে AR > MR।

প্রশ্ন ২। একাধিকার প্রতিযোগিতামূলক বাজারের যে কোন দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ (১) দ্রব্য পৃথকীকরণ।

(২) মুক্ত প্রবেশ এবং প্রস্থান থাকে।

প্রশ্ন ৩। বাজারের সংজ্ঞা দাও।

উত্তরঃ দ্রব্যকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কার্যকরী সম্পর্ক স্থাপন করার ব্যবস্থাকে বাজার বলে।

প্রশ্ন ৪। অপূর্ণ প্রতিযোগিতা বাজারের তিনটি ভাগ উল্লেখ করো।

উত্তরঃ (১) একাধিকার প্রতিযোগিতামূলক বাজার।

(২) স্বল্প বিক্রেতার বাজার।

(৩) একচেটিয়া বাজার।

প্রশ্ন ৫। দুধরনের স্বল্প বিক্রেতার বাজারের নাম লেখো।

উত্তরঃ (১) বিশুদ্ধ স্বল্প বিক্রেতার বাজার (Pure Oligopoly)।

(২) দ্রব্যবিভেদ সম্বলিত স্বল্প বিক্রেতার বাজার (Differentiated Oligopoly)।

প্রশ্ন ৬। বাজারে বিক্রি হবে এমন দ্রব্যাদির বৈশিষ্ট্যের ভিত্তিতে পূর্ণ প্রতিযোগিতামূলক, একচেটিয়া এবং একাধিকার প্রতিযোগিতামূলক বাজারের পার্থক্য লেখো।

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার = সমজাতীয় দ্রব্য।

একচেটিয়া বাজার = বিকল্প দ্রব্যের অনুপস্থিতি।

একাধিকার প্রতিযোগিতামূলক বাজার = দ্রব্য পৃথকীকরণ/ ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য।

প্রশ্ন ৭। দ্রব্য পৃথকীকরণ বলতে কী বোঝ?

উত্তরঃ একাধিকার বাজারের একটি মৌলিক বৈশিষ্ট্য হল দ্রব্য পৃথকীকরণ। দ্রব্যের পৃথকীকরণ প্রকৃত বা কাল্পনিক হতে পারে। ব্যবহৃত উপাদান, রং, ডিজাইন, গন্ধ, ব্র্যাণ্ড নাম ইত্যাদির ভিত্তিতে প্রকৃত পৃথকীকরণ হয়। তদ্রূপ ট্রেডমার্ক, বিজ্ঞাপন ইত্যাদির ভিত্তিতে কাল্পনিক পৃথকীকরণ হতে পারে। দ্রব্যগুলির এরূপ ভিন্নতাকে দ্রব্য পৃথকীকরণ বলে।

প্রশ্ন ৮। একাধিকার প্রতিযোগিতামূলক বাজারের প্রসঙ্গে বিক্রি ব্যয়ের অর্থ লেখো।

উত্তরঃ একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠান উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রি ব্যয় বহন করতে হয়। বিক্রি ব্যয় হল বিজ্ঞাপন বাবদ হওয়া খরচ। উৎপন্ন বস্তুকে ক্রেতার নিকট গ্রহণযোগ্য করার জন্য বা ক্রেতার মন জয় করার জন্য প্রচার করতে হয়। বিক্রি ব্যয় উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত।

প্রশ্ন ৯। একাধিকার প্রতিযোগিতা বাজারে কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানকে দু-প্রকারের ব্যয় বহন করতে হয়। এগুলো কী কী?

উত্তরঃ (১) উৎপাদন ব্যয়।

(২) বিক্রি ব্যয়।

প্রশ্ন ১০। ভেদকারী একচেটিয়া বাজার বলতে কী বোঝ?

উত্তরঃ যে বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠান একটি দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রয় করে, সেই বাজারকেই ভেদকারী একচেটিয়া বাজার বলা হয়।

প্রশ্ন ১১। দরযুদ্ধ (Price war) মানে কী?

উত্তরঃ দ্বিচেটিয়া বাজারে উৎপাদনকারীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে এবং অধিক ক্রেতা আকর্ষণ করার জন্য তুমুল প্রতিযোগিতার সৃষ্টি হয়। এরূপ প্রতিযোগিতাকে দর যুদ্ধ বলে।

প্রশ্ন ১২। একাধিকার প্রতিযোগিতা বাজারের দুটি বৈশিষ্ট্য লেখো, যা পূর্ণ প্রতিযোগিতা বাজারে পাওয়া যায় না।

উত্তরঃ (১) পৃথকীকৃত দ্রব্য।

(২) বিক্রি ব্যয়।

প্রশ্ন ১৩। সময়কালকে কয় ভাগে ভাগ করা যায়? এগুলো কী কী?

উত্তরঃ অধ্যাপক মার্শালের মতে সময়কাল তিন প্রকার-

(১) অতি হ্রস্বকাল (Very short period)।

(২) হ্রস্বকাল (Short period)।

(৩) দীর্ঘকাল (Long period)।

প্রশ্ন ১৪। একাধিকার প্রতিযোগিতা বাজারের বাজার জাত দুটি দ্রব্যের নাম লেখো।

উত্তরঃ টুথপেষ্ট, সাবান।

প্রশ্ন ১৫। একচেটিয়া উৎপাদিত দুটি দ্রব্য বা সেবার নাম লেখো।

উত্তরঃ (১) রেলবিভাগ।

(২) ডাক বিভাগ।

প্রশ্ন ১৬। একাধিকার প্রতিযোগিতা বাজারের দুটি বৈশিষ্ট্য লেখো, যা পূর্ণ প্রতিযোগিতা বাজারে পাওয়া যায়।

উত্তরঃ (১) উভয় বাজারে যথেষ্ট সংখ্যক বিক্রেতা থাকে।

(২) উভয় বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের প্রবেশ ও প্রস্থানে বাধা নেই।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একাধিকার প্রতিযোগিতা বাজারে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে হ্রস্বকালীন মূল্য এবং উৎপাদন নির্ধারণ করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হল সর্বাধিক লাভ করা। প্রতিষ্ঠানের সর্বাধিক লাভ হবে যখন MR = MC।

একাধিকার বাজারে দাম এবং পরিমাণ নির্ধারণ নিচের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হল –

ওপরের চিত্রে AR হল একাধিকার বাজারের গড় আয় রেখা, MR হল প্রান্তিক আয় রেখা, AC গড় ব্যয় রেখা এবং MC হল প্রান্তিক ব্যয় রেখা। চিত্রে OM উৎপাদনে MC রেখা MR রেখাকে P বিন্দুতে ছেদ করেছে। অতএব P হল ভারসাম্য বিন্দু। প্রতিষ্ঠানটি OM পরিমাণ দ্রব্য উৎপাদন করবে। OM উৎপাদনে প্রতি এককের দাম TM, প্রতি এককের গড় ব্যয় SM। একক প্রতি লাভ TS, ফলে মোট লাভ হবে QRST. সুতরাং স্বল্পকালে একাধিকার বাজারে ব্যবসা প্রতিষ্ঠান অস্বাভাবিক মুনাফা অর্জন করে।

প্রশ্ন ২। স্বল্পাধিকার বাজারের প্রাথমিক বৈশিষ্ট্যসমূহ লেখো।

উত্তরঃ স্বল্প সংখ্যক প্রতিযোগিতামূলক বাজারের (Oligopoly) বৈশিষ্ট্যসমূহ হল –

(১) এই বাজারে বিক্রেতার সংখ্যা দুজনের চেয়ে অধিক কিন্তু অসংখ্য নয়। বিক্রেতার সংখ্যা কম হওয়ায় প্রত্যেক বিক্রেতা দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

(২) এই বাজারে বিক্রয় করা বস্তু সমজাতীয় কিংবা পৃথকীকরণ হতে পারে। সমজাতীয় বস্তু বিক্রি করলে বিশুদ্ধ অলিগপলি হবে।

(৩) এই বাজারে বিক্রেতারা পরস্পর নির্ভরশীল হয় এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে।

(৪) এই বাজারে দামের নমনীয়তা থাকে না। যেহেতু কোন বিক্রেতা দামের পরিবর্তন করে চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে চায় না।

(৫) এই বাজারে নতুন প্রতিযোগী প্রবেশ করা কঠিন এবং সেইজন্য দীর্ঘকালে বিক্রেতারা অত্যধিক লাভ অর্জন করতে সক্ষম হয়।

(৬) এই বাজারে চাহিদারেখা অনির্ণেয়।

প্রশ্ন ৩। একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘকালে উৎপাদনের পরিমাণ ও দাম নির্ধারণ করে – ব্যাখ্যা করো।

উত্তরঃ একাধিকার বাজারে একচেটিয়া অধিকার নেই কিন্তু উৎপাদকের নিজস্ব নামের একচেটিয়া অধিকার বাস্তবে থেকে যায়। অতএব, একাধিকার প্রতিযোগী বাজারে একচেটিয়া আছে, প্রতিযোগীও আছে। এটা জেনে নিয়ে দাম নির্ধারণ প্রক্রিয়া নিচের রেখাচিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে 

দীর্ঘকালে ভারসাম্যের জন্য লক্ষ্য করা প্রয়োজন-

(ক) MR = MC

(খ) MR এর ঢাল MC এর ঢালের চেয়ে কম

(গ) AR = AC

প্রথম দুটো মুনাফা বৃদ্ধির নিয়ম সংক্রান্ত, তৃতীয়টি স্বাভাবিক লাভ সুনিশ্চিত করে।

চিত্রে E বিন্দু হল ভারসাম্য বিন্দু। OQ উৎপাদন স্তরে দীর্ঘকালে ভারসাম্যে উপনীত হল। এই উৎপাদন মাত্রায় গড় আয় এবং গড় ব্যয় সমান (QF = OP) শিল্প প্রতিষ্ঠান শুধু স্বাভাবিক লাভ অর্জন করবে। এই ভারসাম্যের অবস্থাটি হল

MR = MC এবং AR = AC

প্রশ্ন ৪। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলি কী কী?

উত্তরঃ একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলি হল –

(১) একজন উৎপাদনকারী বা বিক্রেতা থাকে।

(২) ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকে না।

(৩) নতুন উৎপাদন প্রতিষ্ঠান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

(৪) স্বাধীন দাম নির্ণয় প্রক্রিয়া থাকে।

(৫) চাহিদারেখা ঋণাত্মক ঢাল হয়।

(৬) অস্বাভাবিক লাভ অর্জন হয়।

প্রশ্ন ৫। একচেটিয়া ব্যবসায়ী হল দর-নির্মাতা। – ব্যাখ্যা করো।

উত্তরঃ একচেটিয়া বাজারে কোন দ্রব্যের একজন মাত্র বিক্রেতা থাকে। প্রকৃত অর্থে এর কোন বিকল্প দ্রব্য থাকে না। দাম প্রস্তুত করার ক্ষেত্রে একচেটিয়া বিক্রেতার পূর্ণ অধিকার থাকে। উপযুক্ত মাত্রায় উৎপাদন স্তর এবং দাম স্থির করার দায়িত্ব নিজেরই থাকে। সেইজন্য একচেটিয়া ব্যবসায়ীকে দাম নির্ণয়কারী বা দর নির্মাতা (Price maker) বলা হয়। বাস্তবে নানাবিধ সমস্যার জন্য একচেটিয়া ব্যবসায়ীর পক্ষে উচ্চহারে দাম নির্ধারণ অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না।

প্রশ্ন ৬। কোন একটি বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হিসাবে গণ্য করতে হলে কী কী শর্ত পূরণ করতে হবে?

উত্তরঃ কোন একটি বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হিসেবে গণ্য করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে-

(১) অসংখ্য ক্রেতা-বিক্রেতা থাকতে হবে।

(২) মুক্ত প্রবেশ এবং প্রস্থানের সুবিধা থাকতে হবে।

(৩) ক্রেতার বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান থাকতে হবে।

(৪) পূর্ণ সাদৃশ্যযুক্ত দ্রব্য উৎপাদন করতে হবে।

(৫) দাম সর্বদা স্থির থাকতে হবে।

প্রশ্ন ৭। একাধিকার প্রতিযোগিতামূলক বাজারে একটি প্রতিষ্ঠানের হ্রস্বকালের আহরণ করা লাভ দীর্ঘকাল কেন থাকে না? ব্যাখ্যা করো।

উত্তরঃ একাধিকার বাজারে ব্যবসা প্রতিষ্ঠান স্বল্পকালে অস্বাভাবিক লাভ অর্জন করে। ফলে দীর্ঘকালে নতুন নতুন প্রতিষ্ঠান লাভের প্রতি মোহগ্রস্ত হয়ে বাজারে প্রবেশ করবে। দ্রব্যটির মোট চাহিদা অধিক সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হবে। ফলে বিক্রেতার লাভ হ্রাস পাবে। এইভাবে দীর্ঘকালে চাহিদা রেখা পরিবর্তন হয়ে গড় ব্যয় রেখার স্পর্শক হবে। সুতরাং একাধিকার প্রতিযোগিতামুলক বাজারে একটি প্রতিষ্ঠানের হ্রস্বকালের আহরণ করা লাভ দীর্ঘকালে থাকে না।

প্রশ্ন ৮। একটি উৎপাদন ক্ষেত্রের প্রান্তিক আয় (MR) সূচি নিচে দেওয়া হল। মোট আয় এবং গড় আয় নির্ণয় করো।

পরিমাণপ্রান্তিক আয়
120
218
317
416
512
68
75
82

উত্তরঃ

পরিমাণপ্রান্তিক আয় (MR)মোট আয় (TR)গড় আয় (AR)
1202020
2183819
3175518.3
4167117.7
5128316.6
689115.1
759613.7
829812.2

প্রশ্ন ৯। একচেটিয়া ব্যবসায়ীর মোট আয় অনুসূচি নিচে দেওয়া হল। প্রান্তিক আয় (MR) এবং চাহিদা সূচি (AR) নির্ণয় করো।

পরিমাণমোট আয় (TR)
120
239
357
472
585
696
7106
8114
9120
10125

উত্তরঃ

পরিমাণমোট আয় (TR)প্রান্তিক আয় (MR) চাহিদা/ গড় আয় (AR)
1202020
2391919.5
3571819
4721518
5851317
6961116
71061015.1
8114814.2
9120613.3
10125512.5

প্রশ্ন ১০। একটি উৎপাদন ক্ষেত্রের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) নিচে দেওয়া হল। ভারসাম্য উৎপাদন নির্ণয় করো।

পরিমাণ (Q)প্রান্তিক আয় (MR)প্রান্তিক ব্যয় (MC)
13025
22521
32218
42815
51212
6818
7525
8330

উত্তরঃ 

পরিমাণ (Q)প্রান্তিক আয় (MR)প্রান্তিক ব্যয় (MC)
13025
22521
32218
42815
51212
6818
7525
8330

উৎপাদন প্রতিষ্ঠান 5 নং একক উৎপাদনের সময় ভারসাম্য অবস্থায় উপনীত হয়েছে। যেহেতু এই স্তরে MR = MC হয়েছে।

প্রশ্ন ১১। একচেটিয়া ব্যবসায়ীর গড় আয় নিচে দেওয়া হল –

মোট আয় (TR) এবং প্রান্তিক আয় (MR) নির্ণয় করো।

উত্তরঃ 

পরিমাণ (Q)গড় আয় (AR = P) মোট আয় (TR) প্রান্তিক আয় (MR)
1404040
2387636
33510529
43212823
53015022
62816818
7251757
8221761

We Hope the given Economics Class 11 Bengali Medium Question Answer will help you. If you Have any Regarding AHSEC Board HS 1st Year Economics Question Answer in Bengali PDF download, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top