Class 11 History Chapter 9 শিল্প বিপ্লব

Join Roy Library Telegram Groups

Class 11 History Chapter 9 শিল্প বিপ্লব, is a textbook prescribed by the Assam AHSEC Board Class 11 History Question Answer in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 11 History Chapter 9 শিল্প বিপ্লব The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 11 History Chapter 9 শিল্প বিপ্লব are free to use and easily accessible.

Class 11 History Chapter 9 শিল্প বিপ্লব

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Assam AHSEC Class 11 History in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 11 History Book PDF. The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 11 History Notes in Bengali will be able to solve all the doubts of the students. Class 11 History Suggestion in Bengali, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 11 History Solution. Class 11 History Notes in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

 শিল্প বিপ্লব

ঘ- বিভাগ– আধুনিকতার পথে

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. কার রাজত্বকালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল?

উত্তরঃ তৃতীয় জর্জের রাজত্বকালে। 

2. শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উত্তরঃ ব্রিটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ টোয়েনবি।

3. ইউরোপের কোন্ দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব আরম্ভ হয়েছিল?

উত্তরঃ ইংল্যান্ডে।

4. ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ১৭৮০-এর দশক থেকে ১৮৫০-এর দশকের মধ্যে। 

5. ইংল্যান্ডে দ্বিতীয় শিল্প বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ১৮৫০ খ্রিস্টাব্দের পর।

6. এশিয়ার কোন্ দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল?

উত্তরঃ জাপানে।

7. কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ অষ্টাদশ শতকে। 

8. উড়ন্ত মাকু” কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ জন কেই।

9. ‘স্পিনিং জেনি’ কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ জেমস হারগ্রীভস্।

10. স্টীম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ জেমস ওয়াট।

11. জেমস ওয়াট কখন স্টীম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ ১৭৬৯ খ্রিস্টাব্দে।

12. যন্ত্রচালিত তাঁত কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ এডমন্ড কার্টরাইট।

13. হস্তচালিত তাঁত কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ স্যামুয়েল ক্রম্পটন।

14. ‘ওয়াটার ফ্রেম’ কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ রিচার্ড আর্করাইট।

15. রেলইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ জর্জ স্টিফেনসন।

16. জর্জ স্টিফেনসন কখন রেলইঞ্জিন আবিষ্কার করেন?

উত্তরঃ ১৮১৪ খ্রিস্টাব্দে।

17. রেলগাড়ি সর্বপ্রথম কখন চালু হয়েছিল? 

উত্তরঃ ১৮২৫ খ্রিস্টাব্দে।

18. বাষ্পচালিত জাহাজ কখন চালু হয়েছিল? 

উত্তরঃ ১৮২৫ খ্রিস্টাব্দে।

19. ফ্যাক্টরি আইন কখন প্রণয়ন করা হয়েছিল?

উত্তরঃ ১৮৪৭ খ্রিস্টাব্দে।

20. Ten Hours Bill কি?

উত্তরঃ এর মাধ্যমে শ্রমিকদের জন্য প্রাত্যহিক দশ ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারণ করা হয়।

21. দশ ঘণ্টা আইন’ কখন প্রণয়ন করা হয়েছিল?

উত্তরঃ ১৮৪৭ খ্রিস্টাব্দে।

22. কোন্ আইনের দ্বারা শিশু ও মহিলাদের খনিতে কাজ করা বারণ করা হয়?

উত্তরঃ The Mines and Collieries Act, 1842.

23. বেলজিয়াম এবং জার্মানিতে কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ১৮৩০ খ্রিস্টাব্দে বেলজিয়ামে এবং ১৮৫০ খ্রিস্টাব্দে জার্মানিতে শিল্প বিপ্লব আরম্ভ হয়েছিল।

24. কোন উদ্যোগে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব আরম্ভ হয়েছিল?

উত্তরঃ হস্ততাঁত বা বস্ত্র উদ্যোগে। 

25. ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৬৯৪ খ্রিস্টাব্দে।

26. লৌহ উদ্যোগকে কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ দ্বিতীয় আব্রাহাম ডার্বি।

27. আর্নল্ড টয়েনবির মতে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ১৭৮০-১৮২০ খ্রিস্টাব্দের মধ্যে।

28. নিরাপদ বাতি কে আবিষ্কার করেন?

উত্তরঃ হামফ্রে ডেভি।

বিষয়সূচী-পত্ৰ
ক-বিভাগ–(আদিম সমাজ)
অধ্যায় – ১মানব সভ্যতার ঊষালগ্ন
অধ্যায় – লিখন পদ্ধতি ও নগর জীবন
খ-বিভাগ–(সম্রাজ্য)
অধ্যায় – ৩তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন
অধ্যায় – ৪মধ্য ইসলামীয় ভূমি
অধ্যায় – ৫যাযাবর সাম্রাজ্য
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা
অধ্যায় – ৬তিনটি শ্রেণী
অধ্যায় – ৭পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
অধ্যায় – ৮বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব
ঘ- বিভাগ– আধুনিকতার পথে
অধ্যায় – ৯শিল্প বিপ্লব
অধ্যায় – ১০দেশীয় লোকদের স্থানচ্যুতি
অধ্যায় – ১১আধুনিকতার বিভিন্ন দিশা

29. যন্ত্রচালিত তাঁত কে আবিষ্কার করেছিলেন? 

উত্তরঃ কার্টরাইট।

30. টেলিফোন কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃআলেকজান্ডার গ্রাহাম বেল ।

31. কে প্রথম লোহার চেয়ার তৈরি করেন?

উত্তরঃ জন উইলকিনসন (১৭৭০-এর দশকে)।

32. কারা কৃত্রিম খাল খনন করতেন?

উত্তরঃ সাধারণত জমিদার শ্রেণীর লোক তাদের অধীনস্থ খনি, পাহাড়, জঙ্গল বা মহালের গুরুত্ব ও ব্যবসায়িক চাহিদা বৃদ্ধির জন্য কৃত্রিম খাল খনন করতেন।

33. ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়?

উত্তরঃ ১৭৮১–১৪ খ্রিস্টাব্দে।

34. ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল?

উত্তরঃ ‘স্বাধীনতা’, ‘সমতা’ ও ‘ভ্রাতৃত্ব’। 

35. Corn Law কি?

উত্তরঃ ব্রিটিশ সংসদ পাশ করা এই আইনে বলা হয় যে যতদিন পর্যন্ত ব্রিটেনে দ্রব্যের মূল্য একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায় ততদিন পর্যন্ত স্বল্পমূল্যে খাদ্যবস্তু আমদানি বন্ধ থাকবে। 

36. নেড লুড কে ছিলেন?

উত্তরঃ নেড লুড একজন প্রাক্তন সেনা আধিকারিক ছিলেন। যিনি লুডিজম বলে প্রতিবাদের এক নতুন ধারার সূচনা করেছিলেন।

37. ‘পিটারলো’ কোন যুদ্ধের নামানুকরণে? 

উত্তরঃ ওয়াটারলুর যুদ্ধ, যা ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয়।

38. Crystal Palace কোথায়?

উত্তরঃ লন্ডনে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

 1. ‘শিল্প বিপ্লব’ বলতে কী বোঝ?

উত্তরঃ ১৭৮০ খ্রিস্টাব্দ থেকে ১৮৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকার্য, নানাপ্রকার বৈজ্ঞানিক দ্রব্য ও যন্ত্রের আবিষ্কার, যান্ত্রিক শক্তির সাহায্যে অল্প সময়ে অধিক শিল্পোৎপাদ ও যানবাহন ব্যবস্থার বিরাট পরিবর্তন সাধিত হওয়ার ফলে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে অভুতপূর্ব পরিবর্তন সাধিত হয়। একেই শিল্প বিপ্লব বলে।

2. প্রথম শিল্প বিপ্লব কি?

উত্তরঃ ১৭৮০ খ্রিস্টাব্দ থেকে ১৮৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডের শিল্পে ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছিল। একে প্রথম শিল্প বিপ্লব বলে।

3. ‘শিল্প বিপ্লব’ শব্দটি করে কিভাবে আরম্ভ হয়েছিল?

উত্তরঃ ফরাসি দার্শনিক জর্জ মিসলেট এবং জার্মান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলস শি বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। ব্রিটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ আর্নল্ড টয়েনবি সর্বপ্রথম এই কথাটি ব্যবহার করেছিলেন।

4. দ্বিতীয় শিল্প বিপ্লব কি?

উত্তরঃ দ্বিতীয় শিল্প বিপ্লবের আবির্ভাব ১৮৫০ খ্রিস্টাব্দের পরে ঘটেছিল। এই বিপ্লবে রাসায়নিক এবং বৈদ্যুতিক শিল্পে বিশেষ প্রসার ঘটেছিল। এই সময়ে ব্রিটেন বিশ্বের প্রধান শক্তি হিসাবে ছিল না। জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র মুখ্য ভূমিকায় ছিল। 

5. ‘শিল্প বিপ্লব’ কথাটি ব্যবহার করা কয়েকজন পণ্ডিতের নাম উল্লেখ কর।

উত্তরঃ শিল্পবিপ্লব কথাটি ফ্রান্সের জর্জেস মিসেলেট, জার্মানির ফ্রেডারিক এঙ্গেলস এবং ইংল্যান্ডের দার্শনিক ও অর্থনীতিবিদ পণ্ডিত টয়নবি ব্যবহার করেছিলেন।

6. শিল্প বিপ্লবের পর শ্রমিকদের অবস্থার উন্নতিকল্পে গৃহীত যে-কোন দুইটি ব্যবস্থা উল্লেখ কর। 

উত্তরঃ শিল্প বিপ্লবের পর শ্রমিকদের অবস্থার উন্নতিকল্পে নিম্নোক্ত দুইটি ব্যবস্থা গ্রহ করা হয়েছিলঃ

(ক) ফ্যাক্টরি আইন প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের কাজের সীমা ধার্য করে দেওয়া হয়।

(খ) একটি নির্দিষ্ট বয়সের শিশুদের নীচের বয়সের শিশুদের ফ্যাক্টরিতে কাজ করানো বারণ করা হয়।

7. শিল্পোদ্যোগ গড়ে ওঠার ফলে জন্মলাভ করা দুইটি অর্থনৈতিক ব্যবস্থার নাম উল্লেখ কর।

উত্তরঃ শিল্পোদ্যোগ গড়ে ওঠার ফলে জন্মলাভ করা দুইটি অর্থনৈতিক ব্যবস্থা হল- 

(ক) উপনিবেশিকতাবাদ। এবং 

(খ) ধনতন্ত্রবাদ। 

8. ইংল্যান্ডের শিল্পবিপ্লবকালীন গুরুত্বপূর্ণ শহরের নাম লেখ।

উত্তরঃ শিল্পবিপ্লবকালীন ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ শহরগুলি হল- 

(ক) লাংকেশিয়ার। 

(খ) ইয়র্কশিয়ার।

(গ) ম্যানচেস্টার। 

(খ) ডাবিশিয়ার। 

(ঙ) বার্মিংহাম ইত্যাদি।

9. কৃষি বিপ্লব কি ছিল? 

উত্তরঃ অষ্টাদশ শতকে বৈজ্ঞানিক পদ্ধতি এবং নূতন যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিকার্য ও কৃষি উৎপাদনে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়েছিল। এই প্রক্রিয়াকেই কৃষি বিপ্লব বলে।

10. অষ্টাদশ শতকে কৃষি বিপ্লবের দুইটি কারণ উল্লেখ কর।

উত্তরঃ অষ্টাদশ শতকে কৃষি বিপ্লবের দুইটি কারণ নিম্নরূপঃ

(ক) কৃষিখণ্ডে নুতন বৈজ্ঞানিক গবেষণা আরম্ভ হয়েছিল।

(খ) নূতন যন্ত্রপাতি ব্যবহারের ফলে স্বপ্ন সময়ে জমি চাষ ও শস্য সংগ্রহ সম্ভব হয়েছিল। এর ফলে কৃষি উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পায়।

11. কৃষি বিপ্লবের দুইটি সুফল উল্লেখ কর। 

উত্তরঃ কৃষি বিপ্লবের দুইটি সুফল নিম্নরূপঃ 

(ক) মানুষ ধনী হতে থাকে এবং তাদের জীবনযাত্রার মানদণ্ড উন্নত হয়।

(খ) ক্ষুদ্র চাষির স্থানে বৃহৎ চাষির আবির্ভাব ঘটে।

12. কৃষি বিপ্লবের দুইটি কুফল উল্লেখ কর। 

উত্তরঃ কৃষি বিপ্লবের দুইটি কুফল নিম্নরূপঃ 

(ক) বৃহৎ জমিদার ভূমিহীন কৃষকদের শোষণ করতে আরম্ভ করে।

(খ) সৃতি কাপড়ের উদ্যোগ ধ্বংসপ্রাপ্ত হয়।

13. ইংল্যান্ডে প্রথমাবস্থায় কেন এবং কিভাবে খাল খনন করা হয়েছিল? 

উত্তরঃ ইংল্যান্ডের শহর ও নগরগুলিতে কমলা সরবরাহের জন্য প্রথমাবস্থায় খাল খনন করা হয়েছিল। এর কারণ হল কয়লার পরিধি ও ওজন অধিক থাকায় এর পরিবহণ রাস্তা অপেক্ষা মালপথে কম ব্যয়সাপেক্ষ ও কম সময়সাপেক্ষ।

14. ১৮৩০-এর দশকে খাল ব্যবহারে কি কি সমস্যা দেখা দিয়েছিল? 

উত্তরঃ ১৮৩০-এর দশকে খাল ব্যবহারে নিম্নোক্ত সমস্যা দেখা দিয়েছিলঃ

(ক) খানপথের কোন কোন স্থানে জলযানের যানজট জলযান চলাচলে বাধা সৃষ্টি করেছিল।

(খ) খালে বরফ জমা, বন্যা অথবা খরার সময় জলের পরিমাণ হ্রাস খাল ব্যবহারের সময় হ্রাস করেছিল।

15. কোন্ সময়কাল Canal Mania বা ‘কৃত্রিম খাল উন্মত্ততা’ নামে পরিচিত?

উত্তরঃ জ১৭৬০ থেকে ১৭৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে ২৫টি কৃত্রিম নালা নির্মাণের গুরু হয়। এই সময়কাল ইংল্যান্ডের ইতিহাসে Canal Mania বা ‘করিম নালা তৈরির উচ্চতা” নামে পরিচিত।

16. কৃত্রিম খাল খননের কারণ কি কি?

উত্তরঃ প্রাথমিক অবস্থায় কৃত্রিম খাল নির্মাণ করা হত কয়লা খনি থেকে শহরে কয়লা পৌঁছানোর জন্য, কারণ- 

(ক) খালের মাধ্যমে যাত্রার খরচ কম ছিল। এবং 

(খ) সড়কপথে চার অপেক্ষাকৃত সময়সাপেক্ষ ছিল।

17. কৃত্রিম খালের ব্যবহারে কি কি সমস্যা ছিল? সংক্ষেপে লেখ 

উত্তরঃ কৃত্রিম খালের ব্যবহারের ক্ষেত্রে সমস্যাগুলি নিম্নরূপঃ 

(ক) মাত্রাধিক যানের ব্যবহারে যাতায়াত সময়সাপেক্ষ হয়ে ওঠে।

(খ) কন্যা বা শীতের সময় জমে যাওয়ার যাতায়াত বাধাগ্রস্থ হয়।

18. খাল নির্মাণের দুটি ফলাফল উল্লেখ কর।

উত্তরঃ খাল নির্মাণের দুটি ফলাফল নিম্নরূপঃ 

(ক) খাল খননের ফলে উদ্যোগসমূহে কালা সরবরাহ সুবিধাজনক হয়।

(খ) খালসমূহ নূতন নূতন বাজার স্থাপনে সহায়তা করেছিল।

19. ইংল্যান্ডের কোথায় কে এবং কখন প্রথম খাল খনন করেছিলেন? 

উত্তরঃ জেমস্‌ বিউগুলে ১৭৬১ খ্রিস্টাব্দে ওয়ার্সলে নামক স্থানে সর্বপ্রথম খাল খনন করেছিলেন। 

20. বার্মিংহাম শহর কিভাবে গড়ে উঠেছিল?

অথবা,

কৃত্রিম খালের সংগমস্থল কিভাবে শহরের বিকাশ করেছিল লেখ। 

উত্তরঃ কৃত্রিম নালার সংগমস্থলে বাজার তৈরির জন্য নতুন শহরের বিকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায় বার্মিংহাম শহর তৈরি হয়েছিল কৃত্রিম নালার ঠিক সংগমস্থলে। বার্মিংহাম লন্ডন শহরের সাথে যুক্ত ছিল ব্রিস্টল চ্যানেল, এবং মারসি ও হাম্বার নদীগুলির মাধ্যমে।

21. বাষ্পচালিত ইঞ্জিন কে এবং কখন আবিষ্কার করেছিলেন? 

উত্তরঃ জর্জ স্টিফেনসন নামে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ১৮১৪ খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। 

22. ইংল্যান্ডের কোন দুটি শহরের মধ্যে প্রথম রেল পরিষেবা চালু হয়েছিল?

উত্তরঃ ১৮২৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটন শহরের মধ্যে সর্বপ্রথম রেল চলেছিল।

23. রেলপথ যোগাযোগের সুবিধা কি হয়?

উত্তরঃ রেলপথ যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলি নিম্নরূপঃ 

(ক) কম ব্যয়বহুল পরিবহণ ব্যবস্থা। 

(খ) সারা বছর যোগাযোগ সম্ভব।

(গ) দ্রুত পরিবহণ ব্যবস্থা।

24. উড়ন্ত মাকু বা তাঁতশাল বিষয়ে সংক্ষেপে লেখ। 

উত্তরঃ জন কেই ১৭৩০ খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু বা ভাতশাল নির্মাণ করেছিলেন। এই তাঁতশালে অতি কম সময়ের মধ্যে অনেক বস্ত্র উৎপাদন করা সম্ভব হয়েছিল। 

25. স্পিনিং জেনির বিষয়ে সংক্ষেপে লেখ।

উত্তরঃ জেন হাবীবস ১৭৬৫ খ্রিস্টাব্দে এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের মাধ্যমে একজন লোক একসঙ্গে প্রচুর পরিমাণ সুতা তৈরি করতে পারত।

26. কে এবং কখন প্রথম লোহার সেতু তৈরি করেন?

উত্তরঃ ১৭৭৯ খ্রিস্টাব্দে তৃতীয় আব্রাহাম ডার্বি কোলব্রুকডেইলে নামক জায়গায় সিবারণ নদীর উপর পৃথিবীর প্রথম লোহার সেতু তৈরি করেন।

27. দি ব্লুটস্থেস কি ছিল?

উত্তরঃ ১৮১৪ খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন আবিষ্কৃত বাষ্পচালিত ইঞ্জিনটির নাম ছিল  দি  ব্লুটস্থেস। এই ইঞ্জিন দ্বারা চালিত গাড়িখানা ত্রিশ টন ওজনের মাল ঘণ্টায় চার মাইল বেগে ‘ওখ” পার্ট বহন করে সকলকে চমৎকৃত করেছিল।

28. কোন সময়কালকে ক্ষুদ্রতর রেল উস্মত্ততা এবং বৃহত্তর রেল উচ্চতা’ বলে। আখ্যায়িত করা হয়?

উত্তরঃ ১৮৩৩-১৮৩৭ খ্রিস্টাব্দকে ‘ক্ষুদ্রতর রেল উন্মত্ততা এবং ১৮৪৮-5889 খ্রিস্টাব্দকে বৃহত্তর রেল উম্মত্ততা’ বলে আখ্যায়িত করা হয়।

29. শিল্পবিপ্লবকালীন আবিষ্কারকদের বৈশিষ্ট্যগুলি লেখ। 

উত্তরঃ শিল্পবিপ্লবকালীন আবিষ্কারকদের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপঃ 

(ক) অধিকাংশ আবিষ্কারকই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত ছিলেন না।

(খ) আবিষ্কারগুলি ছিল মূলত কৌতূহল, আগ্রহ ও সময় উপযোগী পদক্ষেপের ফল নাকি বিজ্ঞানভিত্তিক গবেষণার ফসল।

30. কখন এবং কোথায় Society of Arts প্রতিষ্ঠিত হয় ? 

উত্তরঃ ১৭৫৪ খ্রিস্টাব্দে ইংলন্ডে Society of Arts প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সভ্যরা বক্তৃতার মাধ্যমে মানুষের মধ্যে বৈজ্ঞানিক চেতনার উন্মেষ ঘটাতে চেয়েছিলেন। 

31. ব্রিটিশ সংসদ কখন Combination Act দুটি পাশ করে? এর শর্তগুলি কি কি?

উত্তরঃ ১৭৯৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ সংসদ যুগ্ম আইন প্রণয়ন করেছিল। এগুলির শর্ত হচ্ছে- 

(ক) রাজা, সরকার ও সংবিধানের বিরুদ্ধে মতপ্রকাশ লিখিত বা মৌখিক যেভাবেই হোক বেআইনি বলে ঘোষণা করা হয়।

(খ) পঞ্চাশজন লোক একসঙ্গে কোথাও কোন জনসভায় মিলিত হওয়া বেআইনি ঘোষণা করা হয় ইত্যাদি।

32. Enclosure কি?

উত্তরঃ Enclosure বা অধিগ্রহণের মাধ্যমে ১৭৭০ খ্রিস্টাব্দ থেকে বহু ক্ষুদ্র ক্ষুদ্র খামার হৎ ভূস্বামীদের অঞ্চলের সঙ্গে সংযোজন করা হয়, যাতে শক্তিশালী ভূস্বামী-নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলা যায়।

এর ফলে সাধারণ গ্রামীণ কৃষক জীবিকার সন্ধানে শহরের কারখানায় যোগ দেয়, কিন্তু মেশিনের ব্যবহার শুরু হলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে।

33. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় গ্রামের মানুষ কেন শহরমুখী হয়েছিল?

উত্তরঃ শিল্প বিপ্লবের ফলে বৃহৎ শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ফলে গ্রাম্য কুটির শিল্পের অবনতি ঘটে এবং গ্রামের মানুষ বেকার হয়ে পড়ে। সেই জন্য জীবিকা নির্বাহের তাড়নায় যমের লোক শহরের ভারী ও বৃহৎ উদ্যোগসমূহে কাজে যোগদান করে। এর ফলে গ্রামের লোক শহরমুখী হয়। 

34. শিল্প বিপ্লবকালে উদ্যোগপতিগণের অবস্থা কিরূপ হয়েছিল? 

উত্তরঃ শিল্প বিপ্লবের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্যোগপতিগণ ক্রমে ধনী থেকে ধনীতর হতে থাকে। তারা অতিরিক্ত লভ্যাংশ সমূহ বিভিন্ন স্থানে বিনিয়োগ করেছিল অন্যদিকে বিদ্যোগে উৎপাদনের সঙ্গে জড়িত কর্মী ও শ্রমিকগণ প্রকৃত মুনাফা থেকে বঞ্চিত হয়েছিল।

35. ১৭৯৩–১৮১৫ খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে সংঘটিত যুদ্ধের প্রভাব ইংল্যান্ডের উদ্যোগসমূহের উপর কি প্রকার ছিল? 

উত্তরঃ ১৭৯৩-১৮১৫ খ্রিস্টাব্দের সময়সীমাকে নেপোলিয়নের যুগ বলা হয়। এই সময়সীমার মধ্যে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্ট ‘মহাদেশীয় ব্যবস্থার’ মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছিল। এর ফলে ইংল্যান্ডের পণ্যসামগ্রীসমূহের রপ্তানি বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ইংল্যান্ডের উদ্যোগসমূহ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

36. উদ্যোগসমূহে নিয়োজিত মহিলা ও শিশুগণের অবস্থা কিরূপ ছিল? 

উত্তরঃ উদ্যোগসমূহে মহিলা ও শিশু শ্রমিকের অবস্থা অতি শোচনীয় ছিল। ১৭৫০ খ্রিস্টাব্দে ৫০ হাজার জনসংখ্যাবিশিষ্ট শহরের সংখ্যা দুটির বিপরীতে ১৮৫০ খ্রিস্টাব্দে এর সংখ্যা ২৯টিতে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু নগরসমূহে বর্ধিত জনসংখ্যার সঙ্গে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া লোকের জন্য প্রয়োজনীয় গৃহ, স্বাস্থ্য, বিধিসম্মত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ জলের যোগানের কোন ব্যবস্থা ছিল না। ফলে মহিলা শ্রমিকদের কম বয়সে মৃত্যু হয়েছিল। অন্যদিকে শিশুদের অধিকাংশই পাঁচ বছর বয়স হওয়ার পূর্বেই মৃত্যু কলেরা, টাইফয়েডের মতো মহামারী এবং বৃদ্ধ ও শিশু শ্রমিকের মৃত্যু ঘটেছিল। 

37. শিল্প বিপ্লব কোন ধরনের সমাজব্যবস্থা গড়ে তুলেছিল?

উত্তরঃ শিল্প বিপ্লব সমাজে ধনী ও গরিব নামে দুটি সমাজব্যবস্থার জন্ম দিয়েছিল। শিল্প বিপ্লবের ফলে সমাজে এক ধনী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এই শ্রেণীটি উৎপাদনের দিকসমূহ নিজে পরিচালনা করেছিল। উৎপাদিত সামগ্রীসমূহ অধিক দামে বিক্রি করে তারা অধিক ধনী হয়ে পড়েছিল।

অন্যদিকে উদ্যোগে জড়িত শ্রমিকগণ উৎপাদন প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে জড়িত ছিল, যদিও তারা প্রকৃত মুনাফা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে সমাজে শ্রেণীবৈষম্যের সৃষ্টি হয়েছিল।

38. উদ্যোগপতিরা তাদের কারখানাতে মহিলা এবং শিশু নিয়োগে পক্ষপাতিত্ব করার দুটি কারণ লেখ। করার

উত্তরঃ উদ্যোগপতিরা তাদের কারখানাতে মহিলা এবং শিশু নিয়োগে পক্ষপাতিত্ব দুটি কারণ নিম্নরূপঃ 

(ক) পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক দিতে হত। 

(খ) বেশি সময় এবং তাড়াতাড়ি কাজ করানো যেত।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেন যুদ্ধে জড়িত হয়ে থাকার ফলে তার উদ্যোগসমূহে কী ধরনের প্রভাব পড়েছিল? 

উত্তরঃ ফরাসী বিপ্লবের প্রভাব ইংল্যান্ডের শিল্পবিপ্লবের উপরও পড়েছিল এবং শুরু হয়েছিল রাজনৈতিক প্রতিবাদ। কল-কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল শ্রমিকরা তাদের ন্যায্য দাবী নিয়ে। এই পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণ করতে সরকার প্রতিবাদ দমনের আইন প্রণয়ন করে। এদিকে আবার ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধের মূল কারণ ছিল ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং এর ফলে—

(ক) ইংল্যান্ডের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে ধ্বংসের দিকে অগ্রসর হয়।

(খ) কল-কারখানা বন্ধ হয়ে পড়ে। 

(গ) বেকার সমস্যা বৃদ্ধি পায়। 

(ঘ) শ্রমিকরা কাজ অর্থাৎ উপার্জনের পথ হারায়। এবং 

(ঙ) নিত্যনৈমিত্তিক জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে যায় ইত্যাদি।

এইভাবে ১৭৯৩–১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ইঙ্গ-ফ্রান্স যুদ্ধের ফলে ইংল্যান্ডের উদ্যোগ ও অর্থনীতিকে প্রভাবিত করেছিল। 

2. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ উল্লেখ কর।

উত্তরঃ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ নিম্নরূপঃ 

(ক) পর্যাপ্ত পুঁজি বা মূলধন। 

(খ) পর্যাপ্ত কাঁচামালের যোগান।

(গ) পর্যাপ্ত পরিমাণ কয়লা ও লোহার বিশাল ভাণ্ডারের অবস্থান।

(ঘ) নুতন নুতন বৈজ্ঞানিক আবিষ্কার। 

(ঙ) ইংল্যান্ডে শিল্পোদ্যোগের অনুকূল জলবায়ু ও আবহাওয়া।

(চ) আর বিশেষ করে সুস্থির রাজনৈতিক ব্যবস্থা। 

3. শিল্প বিপ্লবের প্রধান ফলাফলসমূহ উল্লেখ কর।

উত্তরঃ শিল্প বিপ্লবের প্রধান ফলাফলসমূহ নিম্নরূপঃ 

(ক) শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্পের পরিবর্তে ভারী শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে যে সকল লোক বাড়িতে ক্ষুদ্র শিল্প পরিচালিত করত তারা বৃহৎ শিল্পে মজুরি ভিত্তিতে কাজ করত।

(খ) শিল্প বিপ্লবের পূর্বে অধিকাংশ গ্রামই কৃষি নির্ভরশীল ছিল। জনগণের প্রায় সকল প্রকার চাহিদাই গ্রামে মেটানো সম্ভব হত। কিন্তু শিল্প বিপ্লবের ফলে শহরগুলি অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কৃষকরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতে বাধ্য হয়। এইভাবে অধিকাংশ মানুষেরই জমির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

(গ) শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি, গৃহ, স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি নানা প্রকার পৌর সমস্যা সৃষ্টি করে।

(ঘ) শিল্প বিপ্লবের ফলে উৎপাদন অত্যধিক বৃদ্ধি পায়, ফলে স্বল্প দামে দ্রব্যসামগ্রী কেনা সম্ভব হয়।

(ঙ) শিল্প বিপ্লবের ফলে শ্রমিকরা কল-কারখানায় প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ সময় কাজ করতে হত। তারা স্বল্প মজুরি পেত। ফলে তাদের স্বাস্থ্যের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে।

4. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। 

উত্তরঃ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ 

(ক) শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল। অনুকূল নানা প্রকার উপাদানের জন্যই তা সম্ভব হয়েছিল।

(খ) শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্পের পরিবর্তে ভারী শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল।

(গ) শিল্প বিপ্লব যন্ত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছিল যা শিল্পোৎপাদন অভাবনীয়ভাবে বৃদ্ধি করে। 

(ঘ) ব্রিটেনের কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিবর্তিত হয়েছিল। কৃষকগণ শিল্প শ্রমিকে পরিণত হয়েছিল।

(ঙ) শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের অবস্থার অবনতি ঘটে। 

5. শিল্প বিপ্লব কথাটিকে যথাযথ নয় বলে গণ্য করা হয় কেন?

উত্তরঃ প্রগতির ইতিহাসে শিল্প বিপ্লব একটি উল্লেখযোগ্য ঘটনা। বিভিন্ন দেশের ইতিহাসে নানা ধরনের শিল্প বিপ্লবের উদাহরণ পাওয়া যায়। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব হয়। ১৯১৭ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ায়ও বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবগুলো হঠাৎ শুরু হয়েছিল; এর ফলে অনেক প্রাণহানিও ঘটেছিল। কিন্তু শিল্প বিপ্লব এই বিপ্লবগুলোর মতো হঠাৎ শুরু হয়নি। শিল্প-বাণিজ্যে এই পরিবর্তন ধীরে ধীরে ও ক্রমান্বয়ে এসেছিল। অন্যান্য বিপ্লবের মতো এই বিপ্লবে হিংসার আশ্রয় নিতে হয়নি। এই বিপ্লব ছিল শান্তিপূর্ণ। অনেকে এজন্য একে শিল্পের ক্রমবিকাশ অথবা বিবর্তন আখ্যা দিতে চান। এর ফলে সমাজ, অর্থনীতি ও রাজনীতির আমূল পরিবর্তন হয়। এই পরিবর্তনের দিকে লক্ষ্য করলে একে শিল্প বিবর্তন অপেক্ষা শিল্প বিপ্লব বলাই যুক্তিযুক্ত।

6. শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলসমূহ উল্লেখ কর। 

উত্তরঃ শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলসমূহ নিম্নরূপঃ 

(ক) শিল্প বিপ্লবের ফলে নূতন নূতন শহর গড়ে উঠল এবং অনেক পুরাতন পল্লী পরিত্যক্ত হল। 

(খ) দেশের মূলধন-দাতাগণ কারখানার মালিক হিসাবে শ্রমিকদের আরম্ভ করলেন।

(গ) স্ত্রী ও শিশুগণকে অল্প বেতনে খাটানো হত।

(ঘ) শ্রমিকগণকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হত। ফলে শ্রমিকগণের দৈহিক ও নৈতিক অবনতি ঘটতে লাগল।

(ঙ) যন্ত্রশিল্পে উৎপন্ন পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় হস্তশিল্পগুলির মৃত্যু ঘটতে লাগল; ফলে অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়ল। 

7. শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলসমূহ উল্লেখ কর।

উত্তরঃ শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলসমূহ নিম্নরূপঃ

(ক) অল্প সময়ে কম খরচে প্রচুর পরিমাণে বিভিন্ন সামগ্রী উৎপন্ন হওয়ার ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটল। 

(খ) শিল্পে উন্নত দেশগুলিতে প্রচুর অর্থাগম হল। 

(গ) যাতায়াতের উন্নতির সঙ্গে সঙ্গে এক দেশের উৎপন্ন দ্রব্য অন্য দেশে রপ্তানীর সুবিধা হল।

(ঘ) পৃথিবীর প্রায় সকল দেশকেই অর্থনৈতিক ক্ষেত্রে ইংল্যান্ডের উপর নির্ভর করতে হল।

(ঙ) বৃহদায়তন শিল্প গড়ে উঠল।

(চ) শিল্পক্ষেত্রে শ্রম বিভাজন নীতি চালু হল ও এর সুবিধাগুলি বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানগুলি ভোগ করবার সুযোগ পেল।

8. শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফলসমূহ উল্লেখ কর। 

উত্তরঃ শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফলসমূহ নিম্নরূপঃ 

(ক) অস্বাস্থ্যকর পরিবেশে থেকেও এবং নিজেদের জীবন বিপন্ন করেও যখন উপযুক্ত বেতন পেত না তখন শ্রমিকগণ নিজেদের অভাব-অভিযোগ দূর করবার জন্য করতে বাধ্য হল; যেমন- ইংল্যান্ডের চার্টিস্ট আন্দোলন। ফলে শ্রমিকদের মঙ্গলের জন্য কয়েকটি আইন প্রণয়ন করা হল।

(খ) এই আন্দোলনকে কেন্দ্র করেই গঠিত হল ট্রেড ইউনিয়ন। 

(গ) এই আন্দোলনকে কেন্দ্র করেই সমাজতন্ত্রবাদ উদ্ভব হয় এবং ক্রমে তা স্বীকৃতি লাভ করে। 

(ঘ) এই শিল্প বিপ্লবের ফলেই পাশ্চাত্য দেশগুলিতে ধনতান্ত্রিক সমাজব্যবস্থা প্রবর্তিত হয়।

(ঙ) কলকারখানায় পণ্যদ্রব্য বিক্রয়ের বাজারের জন্য এবং প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য বিভিন্ন জাতির মধ্যে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা আরম্ভ হল। এর ফলেই ঊনবিংশ শতাব্দীতে সাম্রাজ্যবাদ প্রকট হয়ে পড়ল এবং নানা যুদ্ধ-বিগ্রহ আরম্ভ হল।

9. ভারতে শিল্প বিপ্লবের প্রভাব কিরূপ ছিল? 

উত্তরঃ ইউরোপে সংঘটিত শিল্প বিপ্লব ভারতের অর্থনীতির উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। ইংল্যান্ডে উৎপন্ন কাপড় ভারতের বাজার দখল করে ফেলে। কুটির শিল্পজাত ভারতীয় কাপড় কলকারখানায় উৎপাদিত ইংল্যান্ডের কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিল না। ফলে ভারতের বস্ত্রশিল্পের অবনতি ঘটে এবং মানুষ ইংল্যান্ডে উৎপাদিত কাপড়চোপড় ব্যবহার করতে শুরু করে। ভারতে এভাবেই ইংল্যান্ডের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। ভারতবর্ষ ইংল্যান্ডের কাছে একটি লাভজনক বাজারে রূপান্তরিত হয়। পরবর্তীকালে কয়েকজন বণিক ভারতে কল-কারখানা স্থাপন করতে প্রয়াসী হন। ফলে ভারতেও কারখানাদি স্থাপন শুরু হয়। তা দেখে ভারতের শিল্পপতিরা এখানে কারখানাদি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। স্বদেশী আন্দোলনও ভারতীয় শিল্পপতিদের এ-ব্যাপারে উদ্যোগ স্থাপন করতে উৎসাহ দেয়। বস্ত্রশিল্পেই এর প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়।

10. বিশ্বের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের প্রভাব কিরূপ ছিল ? 

উত্তরঃ অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, সে বিপ্লব সেখানেই সীমাবদ্ধ হয়ে থাকল না। পার্শ্ববর্তী দেশগুলোতেও এর প্রভাব ছড়িয়ে পড়ে। ফ্রান্সেও সে সময় বিপ্লব শুরু হয়েছিল, তবে ইংল্যান্ডের সঙ্গে একই সময়ে সেখানে শিল্প বিপ্লব শুরু হয়নি। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ লুই ফিলিপের রাজত্বকালে ফ্রান্সে শিল্প বাণিজ্যের আমুল পরিবর্তন আসে। ইংল্যান্ডের মতো ফ্রান্সেও নতুন নতুন যন্ত্রপাতির সহায়তায় বিভিন্ন সামগ্রীর উৎপাদন ব্যবস্থা আধুনিকীকরণ করা হয়। কুটির শিল্পের পরিবর্তে সেখানেও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। হল্যান্ড এবং বেলজিয়ামেও শিল্প-বিপ্লবের প্রভাব বিস্তারিত হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মানীতে নানা ধরনের শিল্পানুষ্ঠান স্থাপিত হয়। ১৮৭০ খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সাধনের পরই সেখানে নতুন নতুন কল-কারখানা গড়ে ওঠে। এভাবে ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড। ও জার্মানিতে শিল্প-বাণিজ্যের আমূল পরিবর্তন হয়। উনিশ শতকের শেষভাগ পর্যন্ত ইউরোপের অন্যান্য দেশগুলোতেও শিল্প বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ে এবং সেখানেও নতুন নতুন শিল্প স্থাপিত হয়।

11. শিল্প বিপ্লব কি কি সামাজিক সমস্যার সৃষ্টি করেছিল?

উত্তরঃ শিল্প বিপ্লবের ফলে সমাজে দুটি শ্রেণীর আবির্ভাব হয়। এক শ্রেণী বড় বড় শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলছেন, আর আরেকটি শ্রেণী সেই প্রতিষ্ঠানগুলোতে মজুরি করে দিন কাটাচ্ছেন। অর্থাৎ সমাজে মালিক ও শ্রমিক এই দুটি শ্রেণীর মানুষের সৃষ্টি হয়। একটি শ্রেণীর লোকেরা কোন কাজ না করেই লাভের বিরাট অংশ তথা সকল অংশ ভোগ করেন আর অন্য শ্রেণীর লোকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেও ভালোভাবে জীবন কাটাতে পারছেন না। মিলের মালিক তথা শিল্পপতিরা ক্রমান্বয়ে ধনী হতে থাকেন কিন্তু শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা অথবা অর্থনৈতিক অবস্থার কোন পরিবর্তন হয় না। মালিকরা শ্রমিকদের স্বার্থের প্রতি একটুও মনোযোগ না দেওয়ায় তারা শ্রমিক সঙ্ঘ গঠন করে নিজেদের ন্যায্য দাবি সাব্যস্ত করতে বাধ্য হন। যাতায়াতের উন্নতির জন্য শ্রমিকদের মধ্যে একতার ভাব গড়ে ওঠা সহজ হয়। কোন একটি কারখানায় শ্রমিক-মালিক সংঘর্ষের মতভেদ বা সংঘর্ষ অন্য কারখানায় প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে সরকারকে আইন প্রণয়ন করতে হয়। ফ্যাক্টরি আইন, দরিদ্র আইন এভাবেই প্রণীত হয়েছিল। এরপর শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য পার্লামেন্টে শ্রমিক দলের সৃষ্টি হয়। 

12. শিল্প বিপ্লব কি কি অর্থনৈতিক পরিবর্তন সূচিত করেছিল?

উত্তরঃ নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও খনিজ পদার্থের ব্যবহারের ফলে শিল্পজগতে বিপ্লবের সূচনা হয়। এগুলোর সহায়তায় বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্ম হয় এবং কম খরচে কম সময়ে অধিক সামগ্রী উৎপাদন করা সম্ভবপর হয়ে ওঠে। অতিরিক্ত সামগ্রী বিক্রির জন্য বিদেশের বাজারের দরকার হয়। এগুলোতে উৎপাদিত সামগ্রী বিদেশে পাঠাতে এবং বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে যাতায়াত ব্যবস্থা সুগম করাতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ বৈদেশিক বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ে। এর ফলে দেশের বাণিজ্যিক ব্যবস্থা ও যাতায়াতের ব্যবস্থার উন্নতি সাধিত হয়। কল-কারখানা গড়ে ওঠা স্থানগুলোতে এক-একটি শহরের জন্ম হয় এবং গ্রাম্য লোকেরা কাজের খোঁজে শহরে আসতে বাধ্য হন। মানুষ শহরমুখী হওয়ায় শহরের লোকসংখ্যাও বাড়তে থাকে। এর ফলে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান প্রভৃতির জন্য নতুন সমস্যা দেখা দেয়। শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা একান্ত আবশ্যক হয়ে পড়ে; তাঁদের স্বাস্থ্যরক্ষার জন্য এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক হয়ে পড়ে।

13. শিল্প বিপ্লবের ফলে কি কি রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল?

উত্তরঃ শিল্প বিপ্লবের ফলে রাজনৈতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। এর ফলে শ্রমিক ও মালিকের মধ্যে সম্পর্কের পরিবর্তন হয়। মালিকরা তাঁদের নিজেদের স্বার্থরক্ষার জন্য ব্যক্তিবাদী ভাবধারা সমর্থন করলেন। অপরদিকে শ্রমিকরা চাইলেন অর্থনৈতিক সমতা অর্থাৎ সমাজবাদ। অর্থাৎ এই বিপ্লবের ফলে ব্যক্তিবাদের নীতিতে প্রতিষ্ঠিত পুঁজিবাদ এবং সমাজবাদের মধ্যে সংঘর্ষের উপক্রম হয়। কার্ল মার্ক্স-এর রচনা দ্বারা তখন শ্রমিকরা প্রভাবান্বিত হন। তাঁদের মধ্যে রাজনৈতিক সচেতনতা দেখা দেয়। যাতায়াতের সুবিধার ফলে একটি দেশের শ্রমিকের সঙ্গে অন্যান্য দেশের শ্রমিকের সম্পর্ক সহজে গড়ে ওঠে। সারা পৃথিবীর শ্রমিক এক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ফলে পৃথিবীতে সাম্যবাদের প্রচার ও প্রতিপত্তি বাড়ার উপক্রম হয়। একদিকে সাম্যবাদ, অপরদিকে পুঁজিবাদ—এ । দুটি রাজনৈতিক ও অর্থনৈতিক আদর্শের মধ্যে প্রতিযোগিতা শুরু হল। এর ফলে সমগ্র পৃথিবীব্যাপী শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই শুরু হয়। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট মার্ক্সীয় সমাজবাদী ভাবধারার আদর্শের ভিত্তিতে পৃথিবীটাকে দুভাগে ভাগ করে দিল।

শিল্প বিপ্লবের ফলে সাম্রাজ্যবাদেরও সৃষ্টি হয়। শিল্প-বাণিজ্যে অগ্রসর দেশগুলোকে তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য বিদেশের বাজারের সন্ধান করতে হয়। কালক্রমে এই বিদেশি বাজারগুলোতে তাঁরা উপনিবেশ স্থাপন করেন। এভাবে নতুন নতুন উপনিবেশ স্থাপন করায় তাঁদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে। আর তখনই ‘ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত হয়। না’ অবস্থা এসে পড়ে। এদিকে সাম্রাজ্যের বিস্তারে জার্মানরাও চেষ্টা শুরু করেন। তাঁদের ধারণা হল— উপনিবেশের সংখ্যার উপরই একটি দেশের মান-মর্যাদা নির্ভর করে। এজন্য তাঁরা উপনিবেশ স্থাপন করতে উঠে-পড়ে লাগলেন। শান্তিপূর্ণভাবে এ কাজটি সম্ভব না হওয়ায় যুদ্ধের আশ্রয় নিতে হয়। ফলে পৃথিবীব্যাপী মহাযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলোর মধ্যে জার্মানদের উপনিবেশ স্থাপনের চেষ্টাও একটি অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়। শিল্প বিপ্লবের ফলে এভাবে পৃথিবীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top