Hello Viewers Today’s We are going to Share Assam SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত Notes in Bengali PDF Download. SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত Solutions in Bengali. Which you Can Download PDF Notes Class 8 Science Textbook Question Answer in Bengali for using direct Download Link Given Below in This Post.
SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত
Today’s We have Shared in This Post SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত Suggestions in Bengali. SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত Notes PDF Download. I Hope, you Liked The information About The SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত If you liked SEBA Class 8 Science Chapter 17 তারকা ও সৌরজগত Then Please Do Share this Post With your Friends as Well.
তারকা ও সৌরজগত
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১-৩ এর মধ্যে শুদ্ধ উত্তর বেছে বের করো :
প্রশ্ন ১। নিচের কোনটি সৌরজগতের সদস্য নয়?
(ক) গ্রহাণুপুঞ্জ।
(খ) উপগ্রহ।
(গ) তারকামণ্ডল।
(ঘ) ধূমকেতু।
উত্তরঃ (গ) তারকামণ্ডল।
প্রশ্ন ২। নিচের কোনটি সূর্যের গ্রহ নয়?
(ক) সাইরিয়াস বা লুব্ধক।
(খ) বুধ।
(গ) শনি।
(ঘ) পৃথিবী।
উত্তরঃ (ক) সাইরিয়াস বা লুব্ধক ।
প্রশ্ন ৩। চন্দ্রকলার উৎপত্তির কারণ-
(ক) আমরা চন্দ্রের সেই অংশই দেখতে পাই যেখানে আলো প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসে।
(খ) চন্দ্র থেকে আমাদের দূরত্বের পরিবর্তনশীল।
(গ) পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠের একটি অংশের উপর পড়ে।
(ঘ) চন্দ্রের বায়ুমণ্ডলের ঘনত্ব স্থির নয়।
উত্তরঃ (গ) পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠের কেবল একটি অংশের উপর পড়ে।
প্রশ্ন ৪। শূন্যস্থান পূর্ণ করো।
(ক) সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ ____ ।
উত্তরঃ নেপচুন।
(খ) লাল রঙের গ্রহটি হল ____।
উত্তরঃ মঙ্গল।
( গ ) একগুচ্ছ তারকা আকাশে একটি আকৃতির মত মনে হয় তাকে বলে _____।
উত্তরঃ তারকাপুঞ্জ।
( ঘ ) নভোমণ্ডলীয় বস্তু যা গ্ৰহের চারিদিকে ঘুরে তাকে ____ বলে ।
উত্তরঃ উপগ্ৰহ ।
( ঙ ) দ্রুতগামী তারকা আসলে _____ নয় ।
উত্তরঃ তারা ।
( চ ) ____ এবং _____ এর কক্ষপথের মাঝখানে গ্ৰহাণুপুঞ্জ অবস্থিত ।
উত্তরঃ মঙ্গল, বৃহস্পতি ।
প্রশ্ন ৫। নীচের বাক্যগুলি সত্য ( T ) না মিথ্যা ( F ) লিখো ।
( ক ) ধ্রুব তারকা সৌরজগতের সদস্য ।
উত্তরঃ ( F )
( খ ) বুধ সৌরজগতের সবচেয়ে ছোটো গ্ৰহ ।
উত্তরঃ ( T )
( গ ) ইউরেনাস সৌরজগতের সবচেয়ে দূরের গ্ৰহ ।
উত্তরঃ ( F )
( ঘ ) lNSAT একটি কৃত্রিম উপগ্রহ ।
উত্তরঃ ( T )
( ঙ ) সৌরজগতে নয়টি গ্ৰহ আছে ।
উত্তরঃ ( F )
( চ ) তারামণ্ডলের কালপুরুষ কেবল দূরবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় ।
উত্তরঃ ( F )
প্রশ্ন ৬। স্তম্ভ A -র বস্তুগুলোর সঙ্গে এক বা ততোধিক স্তম্ভ B এর বস্তু মিলিয়ে লিখো ।
A | B |
( i ) অন্ত:গ্ৰহ | ( ক ) শনি |
( ii ) বহি:গ্ৰহ | ( খ ) ধ্রুব তারকা |
( iii ) তারামণ্ডল | ( গ ) সপ্তর্ষিমণ্ডল |
( iv ) পৃথিবীর উপগ্ৰহ | ( ঘ ) চন্দ্র ( ঙ ) পৃথিবী ( চ ) কালপুরুষ ( ছ ) মঙ্গল |
উত্তরঃ
A | B |
( i ) অন্ত:গ্ৰহ | ( ঙ ) পৃথিবী ( ছ ) মঙ্গল |
( ii ) বহি:গ্ৰহ | ( ক ) শনি |
( iii ) তারামণ্ডল | ( গ ) গ্ৰেট্ বিয়ার |
( iv ) পৃথিবীর উপগ্ৰহ | ( চ ) কালপুরুষ ( ঘ ) চন্দ্র |
প্রশ্ন ৭। আকাশের কোনদিকে তোমরা শুক্রকে দেখতে পাবে যদি সেটা সন্ধ্যাতারা রূপে দেখা যায় ।
উত্তরঃ পশ্চিম আকাশে বিচরণ করে ।
S.L. No. | সূচীপত্র |
অধ্যায় -1 | শস্য উৎপাদন ও পরিচর্যা |
অধ্যায় -2 | অনুজীব সমূহঃ শত্ৰু ও মিএ |
অধ্যায় -3 | কৃত্রিম তন্তু ও প্লাষ্টিক |
অধ্যায় -4 | পদার্থ: ধাতু ও অধাতু |
অধ্যায় -5 | কয়লা ও পেট্রোলিয়াম |
অধ্যায় -6 | দহন ও শিখা |
অধ্যায় -7 | উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ |
অধ্যায় -8 | কোষ – গঠন ও কার্য |
অধ্যায় -9 | প্রাণীর প্রজনন |
অধ্যায় -10 | বয়ঃসন্ধির দোরগোড়ায় |
অধ্যায় -11 | বল ও চাপ |
অধ্যায় -12 | ঘর্ষণ |
অধ্যায় -13 | শব্দ |
অধ্যায় -14 | বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফলাফল |
অধ্যায় -15 | কিছু প্রাকৃতিক পরিঘটনা |
অধ্যায় -16 | আলোক |
অধ্যায় -17 | তারকা ও সৌরজগত |
অধ্যায় -18 | বায়ু ও জল প্রদূষণ |
প্রশ্ন ৮। সৌরজগতের সবচেয়ে বড় গ্ৰহের নাম কী?
উত্তরঃ বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্ৰহ ।
প্রশ্ন ৯। তারকামণ্ডল কী? দুটি তারামণ্ডলের নাম লিখো ।
উত্তরঃ অনেকগুলি তারা একসাথে থেকে একটি বিশেষ আকৃতি ধারণ করে অবস্থান করে । এই একসাথে অবস্থান কর তারাগুলিকে তারকাপুঞ্জ বলে । তারকাপুঞ্জের আকৃতি মানুষের ব্যবহার করা আকৃতির সঙ্গে সাদৃশ্য আছে ।
সপ্তর্ষিমণ্ডল ও কালপুরুষ তারকাপুঞ্জের উদাহরণ।
প্রশ্ন ১০। ( a ) উর্ষা মেজর । এবং
( b ) কালপুরুষের উজ্জ্বল তারকার অবস্থান দেখিয়ে চিত্র অংকন করো ।
উত্তরঃ
প্রশ্ন ১১। গ্ৰহ ছাড়া অন্য দুটো বস্তুর নাম লিখো যারা সৌরজগতের সদস্য?
উত্তরঃ ধূমকেতু ও গ্ৰহাণুপুঞ্জ হল অন্য দুটি বস্তু যারা সৌরজগতের অংশ ।
প্রশ্ন ১২। উর্ষা মেজর দ্বারা কিভাবে ধ্রুব তারকা অবস্থান নিরূপণ করবে ব্যাখ্যা করো ।
উত্তরঃ সপ্তর্ষিমণ্ডল চিনলে ধ্রুবতারাকে সহজেই খুঁজে বের করা যায়। সপ্তর্ষিমণ্ডল শেষের দিকের দুটি তারকের প্রথম লক্ষ্য করি । এই তারা দুটির মধ্য দিয়ে অতিক্রম করা একটি সরলরেখা কল্পনা করি । এই কাল্পনিক রেখাটিকে উত্তর দিকে বাড়িয়ে দিলে একটি তারাকে স্পর্শ করে । এটিই ধ্রুবতারা । ধ্রুবতারাকে উত্তর আকাশে সারা বছর একই জায়গায় থাকতে দেখা যায়।
প্রশ্ন ১৩। আকাশের সকল তারকাই কি চলাচল করে? ব্যাখ্যা করো ।
উত্তরঃ আকাশের তারাগুলি গতি করে না । পৃথিবী তার নিজ অক্ষদণ্ডে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে । পৃথিবীর এই আবর্তন গতির জন্য তারাগুলিকে সন্ধ্যায়বেলা পূর্ব আকাশে উদিত হতে এবং ভোরবেলা পশ্চিম আকাশে অস্ত যেতে দেখা যায় ।
প্রশ্ন ১৪। কেন নক্ষত্রের দূরত্ব আলোকবর্ষে প্রকাশ করা হয়? একটি তারকা পৃথিবী থেকে আটআলোকবর্ষ দূরে অবস্থিত বলতে তোমরা কি বোঝ?
উত্তরঃ পৃথিবী থেকে তারাগুলি কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত । এই বৃহৎ অক্টের দূরত্বগুলি সুবিধাজনকভাবে পড়া যায় না । সেজন্য তারাসমূহের মধ্যেকার দূরত্বকে আলোকবর্ষ এককে প্রকাশ করা হয় ।
আলোক এক বৎসরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে এক আলোকবর্ষ বলে । আলো প্রতি সেকেণ্ড তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে ।
আট আলোকবর্ষ = 8 × 365 ১/৪ × 24 × 60 × 3,00,000
= 7573824 × 10⁷ কিলোমিটার।
প্রশ্ন ১৫। বৃহস্পতিবার ব্যাস পৃথিবীর ব্যাস থেকে ১১ গুণ বড়ো, বৃহস্পতি ও পৃথিবীর আয়তনের অনুপাত বের করো। কয়টি পৃথিবীকে বৃহস্পতি ধারণ করতে পারবে।
উত্তরঃ নিজে চেষ্টা করো ।
প্রশ্ন ১৬। প্রজ্ঞান সৌরজগতের চিত্র নিচে অংকন করল ( চিত্র ১৭.২৯ ) এই চিত্র শুদ্ধ কি? যদি না হয়, শুদ্ধ করে আঁকো ।
উত্তরঃ নিজে করো ।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। পূর্ণিমা হতূ অপর পূর্ণিমা কতদিন লাগে?
উত্তরঃ এক পূর্ণিমা হতে অপর পূর্ণিমা হতে ২৯ দিন অল্প বেশী সময় লাগে । একে একমাস বলে।
প্রশ্ন ২। আকাশী বস্তু ( Celestial object ) কি?
উত্তরঃ আকাশে যে সকল বস্তু নিদির্ষ্ট কক্ষে ঘুরতে থাকে সেই বস্তুগুলিকে আকাশী বস্তু বলে। গ্ৰহ , নক্ষত্র, ইত্যাদি সবই আকাশী বস্তু।
প্রশ্ন ৩। পৃথিবীর কয়টি গতি ও কি কি?
উত্তরঃ পৃথিবীর গতি দুইটি যথা –
(১) পৃথিবী নিজের কক্ষে থেকে সূর্যকে পরিভ্রমণ করে।
( ২ ) পৃথিবী নিজের অক্ষে একবার ঘুরে আসাকে আবর্তন গতি বলে।
প্রশ্ন ৪। সূর্যের পরবর্তী পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবী থেকে এটির দূরত্ব আলোকবর্ষে কত?
উত্তরঃ সূর্যের পরবর্তী পৃথিবীর নিকটতম নক্ষত্র আলফা সেন্টোরাই । পৃথিবী থেকে এটির দূরত্ব 4.3 আলোকবর্ষে ।
প্রশ্ন ৫। আলোকবর্ষ কী?
উত্তরঃ আলোক এক বৎসরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে এক আলোকবর্ষ বলে । আলো প্রতি সেকেণ্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে । সেই হিসাবে এক আলোকবর্ষের দ্বারা 365 ১/৪ × 60 × 3,00, 000 কিলোমিটার নির্ণয় করা যায় । এই আলোকবর্ষের দ্বারাই নক্ষত্রাদির দূরত্ব নির্ণয় করা হয় ।
প্রশ্ন ৬। ধ্রুবতারাকে আকাশে একই জায়গায় স্থির থাকতে দেখা যায় কেন?
উত্তরঃ ধ্রুবতারা পৃথিবীর আক্ষের দিকে অবস্থিত । সেই জন্য ধ্রুভতারাকে আকাশে একই জায়গায় স্থির থাকতে দেখা যায়।
প্রশ্ন ৭। পূর্ণিমা এবং অমাবস্যা কাকে বলে?
উত্তরঃ অমাবস্যার পরের দিন চন্দ্রের একটা ক্ষুদ্র অংশ দৃশ্যমান হয়। এর পর থেকে প্রতিদিন চন্দ্রের দেখা পাওয়া অংশ উজ্জ্বলতা ক্রমশ বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে পনেরো দিনের দিন চন্দ্রটিকে সম্পূর্ণরূপে দেখা যায় ।
চন্দ্রকে সম্পূর্ণরূপে দেখতে পাওয়া এই দিনটিকে পূর্ণিমা বলে।
পূর্ণিমার পর থেকে প্রতিদিন চন্দ্রের দেখা পাওয়া অংশ এবং উজ্জ্বলতা ক্রমশ কমতে থাকে । এভাবে কমতে কমতে পনেরো দিনের দিন চন্দ্রকে একেবারেই দেখা যায় না অর্থাৎ অদৃশ্য হয়ে পড়ে। চন্দ্রকে দেখতে না পাওয়া এই দিনটিকে অমাবস্যা বলে।
প্রশ্ন ৮। চন্দ্রের পৃষ্ঠতল সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
উত্তরঃ চন্দ্রের পৃষ্ঠতল : চন্দ্রের পৃষ্ঠটি ধূলিময় এবং গাছপালাবিহীন। সেখানে অনেকগুলি ছোটো ছোটো গর্ত আছে। তাছাড়া বহু সংখ্যক খাড়া এবং উচ্চ পর্বতমালা আছে। চন্দ্রে কোনো বায়ুমণ্ডল নেই। সেখানে জলও নেই।
প্রশ্ন ৯। চন্দ্রপৃষ্ঠে সর্বপ্রথম কোন মহাকাশচারী এবং কত সালে পদার্পণ করেছিলেন?
উত্তরঃ ১৯৬৯ সালে ২১ জুলাই আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করেছিলেন।
প্রশ্ন ১০। সৌরজগত বলতে কী বুঝায়? সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের বিভিন্ন গ্রহের নাম লেখো।
উত্তরঃ ঘুরতে থাকা আকাশীয় বস্তুগুলি সৌরজগত গঠন করে। গ্রহ, ধূমকেতু, গ্রহানুপুঞ্জ, উল্কা ইত্যাদি বহু সংখ্যক আকাশীয় বস্তু দ্বারা সৌরজগত গঠিত।
সৌরজগতের আটটি গ্রহ আছে। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে এই গ্রহগুলি হলো—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
প্রশ্ন ১১। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি ।
প্রশ্ন ১২। সৌরজগতের কোন গ্ৰহকে লাল গ্ৰহ বলা হয়?
উত্তরঃ মঙ্গল ।
প্রশ্ন ১৩। মঙ্গল গ্ৰহের কয়টি উপগ্ৰহ আছে ? এদের নাম লেখো ।
উত্তরঃ মঙ্গল গ্রহের দুটি উপগ্ৰহ আছে । এদের নাম ডীমস্ ও ফোবস্ ।
প্রশ্ন ১৪। সৌরজগতের কোন গ্ৰহটিকে হলুদ বর্ণের নাম হলো ডীমস্ ও ফোবস্ ।
উত্তরঃ শনি ।
প্রশ্ন ১৫। শনি গ্ৰহটিকে অদ্ভুত সুন্দর দেখায় কেন?
উত্তরঃ শনি গ্ৰহে কয়েকটি বলয় আছে । এই বলয়গুলি থাকার জন্য শনি গ্ৰহকে অদ্ভুত সুন্দর দেখায় ।
প্রশ্ন ১৬। দিনের আলোর আকাশে তারাগুলি দেখা যায় না কেন?
উত্তরঃ দিনের বেলা সূর্যের আলোক খুব বেশি পরিমাণ থাকে বলে তারাগুলিকে দিনের আলোর আকাশে দেখা যায় না ।
প্রশ্ন ১৭। গ্ৰহ সূর্যকে কোনদিকে প্রদক্ষিণ করে?
উত্তরঃ গ্ৰহ সূর্যকে পশ্চিম হতে পূর্বদিকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে ।
প্রশ্ন ১৮। পরিভ্রমণ কাল বলতে কী বুঝ?
উত্তরঃ কোনো গ্ৰহ তার নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে করে । যে সময় লাগে সেই সময়কে ওই গ্ৰহের পরিভ্রমণ কাল বলে ।
প্রশ্ন ১৯। ঘূর্ণন সময় বলতে কী বুঝ?
উত্তরঃ গ্ৰহগুলি সূর্যের চারদিকে পরিভ্রমণ করা ছাড়াও নিজের অক্ষের চারদিকে ঘূর্ণন করে । একটি সম্পূর্ণ ঘূর্ণনের জন্য গ্ৰহটির যে সময় লাগে তাকে এর ঘূর্ণন সময় বা ঘূর্ণন কাল বলে।
প্রশ্ন ২০। উপগ্ৰহ কী? একটি উফগ্ৰহের উদাহরণ দাও ।
উত্তরঃ গ্ৰহের চারদিকে পরিভ্রমণ করা বস্তুগুলিকে উপগ্ৰহ বলা হয় । চন্দ্র পৃথিবীর একটি উপগ্ৰহ ।
প্রশ্ন ২১। আন্তঃগ্রহ এবং বহিঃগুলি কী কী?
উত্তরঃ গ্রহগুলির মধ্যে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই চারটি অপর চারটি গ্রহের চেয়ে সূর্যের অধিক নিকটবর্তী থাকে। এই গ্রহগুলিকে আন্ত:গ্ৰহ বলে।
মঙ্গল গ্রহের কক্ষপথের বাইরে থাকা বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই চারটি গ্রহ আন্তঃগ্রহ চারটির চেয়ে অনেক বেশি দূরে অবস্থিত। এদেরকে বহি;গ্রহ বলে।
প্রশ্ন ২২। গ্রহাণুপুঞ্জ কাকে বলে?
উত্তরঃ মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মাঝখানে একটি বৃহৎ ব্যবধান আছে। এই খালি স্থানটিতে অনেকগুলি ছোটো বস্তু বা গ্রহকণিকা আছে যেগুলি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এদেরকে গ্রহাণুপুঞ্জ বলে।
প্রশ্ন ২৩। ধূমকেতু কী?
উত্তরঃ ধূমকেতুগুলি আমাদের সৌরজগতের একটি সদস্য। এগুলি সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এদের পরিভ্রমণের সময় সাধারণত দীর্ঘ হয়। ধূমকেতুগুলির সাধারণত একটি উজ্জ্বল মাথা এবং একটি দীর্ঘ লেজ থাকে। এটি যতই সূর্যের নিকটবর্তী হয় ততই তার লেজটি দীর্ঘ হয়ে পড়ে।
ধূমকেতুর লেজটি সর্বদা সূর্যের বিপরীত দিকে থাকে। অনেকগুলি ধূমকেতু আকাশে নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখতে পাওয়া যায়। এরূপ একটি ধূমকেতু হলো হেলীর ধূমকেতু। এটিকে আকাশে প্রায় ৭৬ বৎসর অন্তর অন্তর দেখা যায়। হেলির ধূমকেতুটি ১৯৮৬ সালে শেষ বারের মতো দেখা গিয়েছিল।
প্রশ্ন ২৪। হেলির ধূমকেতু আবার কখন দেখা পাওয়ার সম্ভাবনা আছে।
উত্তরঃ ২০৬১ সালে।
প্রশ্ন ২৫। উল্কা কী?
উত্তরঃ রাত্রিবেলা যখন আকাশ পরিষ্কার থাকে এবং আকাশে চন্দ্র থাকে না তখন কখন ও কখনও আগুনের ফুলকির মতো উজ্জ্বল আলোকরেখা আকাশে দেখতে পাওয়া যায়। এগুলিকে উল্কা বলে। উল্কাগুলি হলো কতকগুলি ছোটো বস্তু যেগুলি কখনও কখনও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। প্রবেশের সময় এদের তীব্র গতি থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে এগুলি তৎক্ষণাৎ জ্বলে ওঠে এবং বাষ্পীভূত হয়।
প্রশ্ন ২৬। উল্কাপিণ্ড বলতে কী বোঝ?
উত্তরঃ কতকগুলি উল্কা বৃহৎ আকারের থাকে। এগুলি বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সম্পূর্ণরূপে জ্বলে বাষ্পীভূত হওয়ার পূর্বেই পৃথিবীপৃষ্ঠে এসে পড়ে। এভাবে যেসব উল্কা পৃথিবীতে পড়ে তাদেরকে উল্কাপিণ্ড বলে।
প্রশ্ন ২৭। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ কর।
উত্তরঃ পৃথিবী থেকে উৎক্ষেপণ কোনো বস্তু বা যান কোনো ইন্ধন ছাড়াই নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, সেই বস্তুকেই পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, সেই বস্তুকেই কৃত্রিম উপগ্রহ বলে।
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, দূরদর্শন এবং রেডিও সম্প্রচার ইত্যাদি কাজ যথাযথভাবে সম্পাদন করা যায়। তাছাড়া কৃত্রিম উপগ্রহগুলিকে দূর সংযোগ এবং দূর সংবেদনের জন্যও ব্যবহার করা হয়ে থাকে।
প্রশ্ন ২৮। ভারতের পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কী? সেটি কবে পাঠানো হয়েছিল?
উত্তরঃ ভারতের পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হলো আর্যভট্ট। এটি ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল পাঠানো হয়েছিল।
প্রশ্ন ২৯। কয়েকটি ভারতীয় উপগ্রহের নাম লেখো।
উত্তরঃ কয়েকটি ভারতীয় উপগ্রহের নাম, যথা – আর্যভট্ট, ভাস্কর, রোহিনী, আই. আর. এস কল্পনা ১, ইনসেট্ (INSAT), এডুসেট্ (EDUSAT) ইত্যাদি ।
প্রশ্ন ৩০। তারা ও গ্ৰহের মধ্যে পার্থক্য কি লিখ ।
উত্তরঃ
তারা | গ্ৰহ |
( i ) তারার নিজস্ব আলো আছে । | ( i ) গ্ৰহের নিজস্ব কোন আলো নেই অন্যের আলো প্রতিফলিত করে । |
( ii ) আকাশে তারা মিটমিট করে । | ( ii ) গ্ৰহের আলো স্থির । |
( iii ) তার অনেক বড় কিন্তু অনেক থাকার জন্য ছোট দেখায় । | ( iii ) তারার তুলনায় অনেক ছোট । |
( iv ) দুইটি তারার মধ্যে দূরত্ব প্রায় সমান থাকে। | ( iv ) গ্ৰহ দুটির মধ্যে দূরত্ব পরিবর্তন হয় । |
প্রশ্ন ৩১। চন্দ্রকলা কাকে বলে?
উত্তরঃ একটি সম্পূর্ণ মাসে দেখতে পাওয়া চন্দ্রটির উজ্জ্বল অংশের বিভিন্ন আকৃতিসমূহকে চন্দ্রকলা বলে ।
প্রশ্ন ৩২। চান্দ্রমাস কাকে বলে?
উত্তরঃ এক পূর্ণিমার পর পরবর্তী হতে ২৯ দিন থেকে সামান্য বেশি সময় লাগে । এই সময়টুকুকে এক চান্দ্রামাস বলা হয় ।
প্রশ্ন ৩৩। চন্দ্রের দুই প্রকার গতি কী কী লেখো? পৃথিবী হতে চন্দ্রের কেবল একটি দিক দেখতে পাওয়া যায়, ব্যাখ্যা কর ।
উত্তরঃ চন্দ্রের দুইপ্রকার গতি, যথা –
(১) চন্দ্র নিজ মেরুদণ্ডের চারদিকে আবর্তন করে।
(২) চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে।
চন্দ্রের আকৃতি গোলাকার হওয়া এবং চন্দ্রের আবর্তনকাল এর পরিক্রমণকালের সমান হওয়ার পৃথিবী হতে চন্দ্রের কেবল একটি দিক আমরা দেখতে পাই ।
FAQ
Question: Where can students find the Class 8 Science Bengali Textbook solutions for free?
Answer: Students can find the solutions for the Class 8 Science Bengali textbook for free on Roy Library’s website. Solutions for the textbook questions are concise and accurate. Students can find the solutions very helpful while studying for the examination.
Question: How can students use the solutions for exam preparation?
Answer: Students can use the solutions for the following:
- Students can use solutions for revising the syllabus.
- Students can use it to make notes while studying.
- Students can use solutions to understand the concepts and complete the syllabus.
IMPORTANT NOTICE
We have uploaded this Content by Roy Library. You can read-write and Share your friend’s Education Purposes Only. Please don’t upload it to any other Page or Website because it is Copyrighted Content.
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.