SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share With You, The Complete Syllabus of SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ Question Answer in Bengali. সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই প্রশ্ন উত্তর Are you a Student of (Secondary Education Board of Assam). SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ Notes in Bengali Which you can Download PDF Notes SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ Solutions for free using direct Download Link Given Below in This Post.

SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ

Today’s We have Shared in This Post, SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ Solutions in Bengali for Free with you. SEBA Class 7 Science Chapter 16 জল একটি অমূল্য সম্পদ in Bengali Notes I Hope, you Liked The information About The Class 7th Science Question Answer in Bengali. if you liked SEBA Class 7 Science Textbook Question Answer in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

জল একটি অমূল্য সম্পদ

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। উক্তিটি শুদ্ধ হ’লে ‘T’ এবং ভুল হলে ‘F’ দ্বারা চিহ্নিত করো :

(ক) পৃথিবীর নদী এবং হ্রদগুলোতে যে পরিমাণ জল আছে তার চেয়ে অনেক বেশি পরিষ্কার জল ভূগর্ভে আছে । (T/F)

উত্তরঃ উক্তিটি সত্য। (T)

(খ) গ্রামাঞ্চলে বসবাসকারী লোকদের কাছে ‘জল সঞ্চয় করে রাখা একটি সমস্যা (T/F)

উত্তরঃ উক্তিটি মিথ্যা। (F)

(গ) মাঠে জলসিঞ্চনের একমাত্র উৎস হল নদীর জল (T/F)

উত্তরঃ উক্তিটি মিথ্যা। (F)

(ঘ) বৃষ্টিই হল জলের একমাত্র উৎস। (T/F)

উত্তরঃ উক্তিটি সত্য । (T)

প্রশ্ন ২। ভূগর্ভের জল পুনরায় কীভাবে ভরে উঠে।

উত্তরঃ বৃষ্টির জল এবং অন্য উৎস থেকে পাওয়া জল যেমন নদী এবং পুকুরের জল মাটির নীচে চুইয়ে প্রবেশ করে এবং খালি স্থানগুলি পূর্ণ করে। মাটির ভিতরে জল প্রবেশ করা প্রক্রিয়াটিকে আন্তঃ পরিস্রাবণ বলে। এরূপে এই প্রক্রিয়ার দ্বারা ভূগর্ভের জল পুনরায় ভর্তিকরণ হয়।

প্রশ্ন ৩। পঞ্চাশ ঘর মানুষের বসতিপূর্ণ এলাকায় দশটি নলকূপ আছে । ভূগর্ভের জলপৃষ্ঠে দীর্ঘ সময়ের প্রভাব কী হতে পারে?

উত্তরঃ পঞ্চাশ ঘর মানুষের মধ্যে দশটি নলকূপের দ্বারা জলের সংকুলান করতে এই নলকূপগুলি থেকে প্রচুর পরিমাণ জল পাম্প করে উত্তোলন করতে হবে। এতে ভূগর্ভস্থ জলের স্তর নীচের দিকে নামবে যদি না জলের স্তরটি প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা পরিপূর্ণ হয়। অতিরিক্ত জল আহরণ করার ফলে ভূগর্ভস্থ জলের স্তর নীচের দিকে নামতে থাকলে ওই অঞ্চলে জলের স্তরের ওপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে এবং এই অঞ্চলের লোকেরা ভবিষ্যতে জল সংকটের সম্মুখীন হবেন ।

প্রশ্ন ৪। তোমাকে একটি বাগান পরিচর্যা করতে বলা হল। জলের ব্যবহার তুমি কীভাবে কমাবে?

উত্তরঃ একটি বাগান পরিচালনা করার সময় বাগানে ব্যবহার করা জলের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। ড্রিপ পদ্ধতিতে বাগানে ব্যবহার করা জলের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। ড্রিপ পদ্ধতিতে বাগানে জল সিঞ্চন করলে জলের অপচয় রোধ হয়। ড্রিপ পদ্ধতি হল এমন একটি কৌশল যার দ্বারা প্রত্যক্ষভাবে উদ্ভিদের গোড়ায় সরু নল ব্যবহার করে জলের যোগান দেওয়া হয়।

S.L. No.সূচীপত্র
অধ্যায় -1উদ্ভিদের পরিপুষ্টি
অধ্যায় -2প্রাণীর পরিপুষ্টি
অধ্যায় -3তন্ত্র থেকে বস্ত্ৰ
অধ্যায় -4তাপ
অধ্যায় -5অম্ল , ক্ষার ও লবণ
অধ্যায় -6ভৌতিক ও রাসায়নিক পরিবর্তন
অধ্যায় -7আবহাওয়া , জলবায়ু এবং জলবায়ুর সঙ্গে প্রাণীর অভিযোজন
অধ্যায় -8বাতাস , ঝড়বৃষ্টি এবং ঘূর্ণিবায়ু
অধ্যায় -9মাটি
অধ্যায় -10জীবদেহে শ্বসন
অধ্যায় -11প্রাণী ও উদ্ভিদের পরিবহনতন্ত্র
অধ্যায় -12উদ্ভিদের প্রজনন
অধ্যায় -13গতি ও বল
অধ্যায় -14বিদুৎ প্রবাহ ও তার প্রভাব
অধ্যায় -15আলোক
অধ্যায় -16জল একটি অমূল্য সম্পদ
অধ্যায় -17বনাঞ্চল : আমাদের জীবনরেখা
অধ্যায় -18বর্জিত জলের গল্প

প্রশ্ন ৫। ভূগর্ভের জলপৃষ্ঠের জল নিঃশেষকরণের জন্য দায়ী কারকগুলো ব্যাখ্যা করো।

উত্তরঃ জলের স্তর হ্রাস পাওয়ার জন্য দায়ী কারকগুলি হল –

(১) জনসংখ্যা বৃদ্ধি : জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গৃহনির্মাণ, দোকান, কার্যালয়, রাস্তাঘাট, পায়ে হাটার পথ ইত্যাদির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় । অপরদিকে মুক্ত এলাকাসমূহ যেমন উদ্যান, খেলাধুলার মাঠ ইতাদির পরিমাণ কমে যায়। এর ফলস্বরূপ ভূগর্ভে বৃষ্টির জল প্রবেশ করার পরিমাণও কমে যাচ্ছে। তাছাড়া নির্মাণ কার্যের জন্য বৃহৎ মাত্রায় জলের প্রয়োজন হয়। কখনও ভূগর্ভের জল এই কার্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে । এর ফলে জলের স্তরের অবক্ষয় ঘটছে ।

(২) উদ্যোগ খণ্ডের বৃদ্ধি : সকল প্রকার উদ্যোগগুলিতে জল ব্যবহার করা হয় ।উদ্যোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । বেশিরভাগ উদ্যোগে ব্যবহার করা জল মাটির নীচ থেকে আহরণ করা হয় এবং এতে জলের স্তরের অবক্ষয় ঘটে।

(৩) কৃষিভিত্তিক কার্যকলাপ : ভারতবর্ষের বেশিরভাগ কৃষকেরা শস্যে জলের যোগান দেওয়ার জন্য বৃষ্টির ওপর নির্ভরশীল । কোনো কোনো স্থানে নালার দ্বারা শস্যে জলের যোগান দেওয়া হয় । অনিয়মিত বৃষ্টিপাতের জন্য এই পদ্ধতিতে জলের যোগান দিতে ব্যাঘাত ঘটে । সেজন্য কৃষকেরা জলের যোগানের জন্য ভূগর্ভের জল ব্যবহার করে থাকেন। জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিকার্যের ওপর অত্যধিক চাপ পড়ায় ভূগর্ভের জলের ব্যবহারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলস্বরূপ ভূগর্ভের জলস্তরের অবক্ষয় ঘটার অপর একটি বিশেষ কারণ হল বনাঞ্চল ধ্বংসকরণ এবং ভূগর্ভে জল চুইয়ে প্রবেশ করা মাটির অভাব ।

প্রশ্ন ৬। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো :

(ক) লোকেরা ভূগর্ভস্থ জল ________এবং ________ মধ্য দিয়ে তোলে ।

উত্তরঃ দমকল, হস্তচালিত পাম্প ।

(খ) জলের তিন অবস্থা হল ________, ________ এবং________ ।

উত্তরঃ কঠিন, তরল, গ্যাসীয়।

(গ) পৃথিবীর জল বহনকারী স্তরটি হল ________ ।

উত্তরঃ জলপৃক্ত (Aquifer)।

(ঘ) মাটিতে জল চুইয়ে যাওয়ার প্রক্রিয়াকে ________ বলা হয় ।

উত্তরঃ আন্তঃ পরিস্রাবণ ।

প্রশ্ন ৭। নীচের কোন্‌টি জল কমে যাওয়ার জন্য দায়ী নয়?

(ক) শিল্পোদ্যোগের ব্যাপক বৃদ্ধি।

(খ) জনসংখ্যা বৃদ্ধি।

(গ) অত্যধিক বৃষ্টিপাত।

(ঘ) জলসম্পদের অব্যবস্থাপনা।

উত্তরঃ অতি বৃষ্টি।

প্রশ্ন ৮। সঠিক উত্তরটি বেছে বের করো। মোট জলের পরিমাণ একই থাকে –

(ক) পৃথিবীর হ্রদ এবং নদীগুলোর জল সব সময় সমান থাকে ।

(খ) ভূগর্ভস্থ জল সব সময় সমান থাকে।

(গ) সমুদ্র এবং মহাসাগরে জল সব সময় সমান থাকে।

(ঘ) পৃথিবীর মোট জল সব সময় সমান থাকে।

উত্তরঃ (ঘ) পৃথিবীর মোট জল সব সময় সমান থাকে।

প্রশ্ন ৯। জলচক্রের সঙ্গে জড়িত প্রক্রিয়াগুলি একটি চিত্রের সাহায্যে লেবেল করে দেখাও?

উত্তরঃ 

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। বিশ্ব জল দিবস কেন উদযাপন করা হয়?

উত্তরঃ জল সংরক্ষণের বিষয়ে সকলের মনোযোগ আকর্ষণ করার জন্যই প্রতি বৎসর 22 মার্চ এই দিনটিতে বিশ্ব জল দিবস উদযাপন করা হয় ।

প্রশ্ন ২। বিশ্ব জল দিবস হিসাবে কোন তারিখটি উদযাপন করা হয়?

উত্তরঃ 22 মার্চ দিনটিকে বিশ্ব জল দিবস হিসাবে উদযাপন করা হয়।

প্রশ্ন ৩।‌ রাষ্ট্র সংঘের মতে একজন ব্যক্তির জন্য প্রতিদিন সর্বনিম্ন কতটুকু পরিমাণ জলের প্রয়োজন?

উত্তরঃ 50 লিটার ।

৪। আমাদের ব্যবহারের উপযোগী জল কোনটি?

উত্তরঃ স্বাদু বা নির্মল জল ।

প্রশ্ন ৫। পৃথিবীর উপরিভাগের কত শতাংশ জল দ্বারা আবৃত ?

উত্তরঃ প্রায় 71%.

প্রশ্ন ৬। পৃথিবীতে জীবের ব্যবহার উপযোগী জলের পরিমাণ শতাংশ হিসাবে কত লেখো।

উত্তরঃ পৃথিবীর মোট জলের পরিমাণের 0.006%. (প্রায়) ।

প্রশ্ন ৭। জলচক্র সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তরঃ জলচক্রের দ্বারা জলভাগ লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা অক্ষত অবস্থায় আছে। জল জলচক্রের মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় ইহাকে একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর কোনো কোনো স্থানে তিনটি রূপে দেখতে পাওয়া যায় । যথা – কঠিন, তরল এবং গ্যাসীয়। তুষার এবং বরফের টুকরা হিসাবে কঠিন অবস্থায় জল পৃথিবীর মেরু অঞ্চলে, উচ্চ পর্বতের চূড়ায় এবং হিমবাহে পাওয়া যায় । তরল জল সাগর, মহাসাগর, নদী হ্রদ এবং ভূগর্ভে পাওয়া যায়। গ্যাসীয় অবস্থায় জল জলীয় বাষ্পের আকারে আমাদের বায়ুমণ্ডলে থাকে। জলের এই তিনটি অবস্থা অবিচ্ছিন্নভাবে চক্রাকারে চলে থাকার জন্যই জলকে ক্রমাগত ব্যবহার করার পরও পৃথিবীতে জলের পরিমাণ একই থাকে।

প্রশ্ন ৮। জলচক্রের সঙ্গে জড়িত প্রক্রিয়াগুলি একটি চিত্রের সাহায্যে‌ লেবেল করে দেখাও?

উত্তরঃ

1. ভূগর্ভস্থ জল।

2. বাষ্পীভবন।

3. ঘনীভবন।

4. মেঘ।

5. প্রস্বেদন।

6. আন্তঃ পরিস্রাবণ।

7. বৃষ্টিপাত।

প্রশ্ন ৯। আন্তঃ পরিস্রাবণ কাকে বলে?

উত্তরঃ মাটির ভিতরে জল চুইয়ে প্রবেশ করা প্রক্রিয়াটিকে আন্তঃপরিস্রাবণ বলা হয়।

প্রশ্ন ১০।‌ জলপৃক্ত বলতে কী বোঝ?

উত্তরঃ এমন কিছু স্থান আছে যেখানে জল স্তরের নীচে ভূগর্ভের জল কঠিন শিলাস্তরের মধ্যে জমা হয়ে থাকে । এটিকে বলা হয় জলপৃক্ত ।

প্রশ্ন ১১। বৃষ্টির জল আহরণ বলতে কী বোঝ?

উত্তরঃ বেশিরভাগ জল আমরা বৃষ্টি থেকে পাই এবং সেই জল প্রবাহিত হয়ে অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় । এটি হলো প্রাকৃতিক অমূল্য সম্পদের অপচয় । বৃষ্টির জল ব্যবহার করে ভূগর্ভের জলের পরিমাণ বজায় রাখা যায়। এই পরিঘটনাকে জল আহরণ বা বৃষ্টির জল বলা হয় আহরণ ।

প্রশ্ন ১২।‌ ব্যক্তিগত পর্যায়ে জলের অপচয় কীভাবে ঘটে?

উত্তরঃ ব্যক্তিগত পর্যায়ে জলের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে জলের অপচয় হয় । আমরা প্রায় সকলেই না জেনে বা জেনেও দাঁত পরিষ্কার করা, দাড়ি কাটা, কাপড় ধোয়া স্নান করা, এবং অন্যান্য অনেক কাজে জলের অপচয় করে থাকি । জল অপচয়ের একটি বৃহৎ উৎস হলো জল যোগান দেওয়া টেপ থেকে লিকেজ হয়ে বেরিয়ে আসা জল ।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top