SEBA Class 6 Social in Bengali Chapter 3 পৃথিবীর গতি Question Answer Provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. Question Answer is made for Assam Seba Board students. SEBA Class 6 Social in Bengali Chapter 3 পৃথিবীর গতি Question Answer We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and buy PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.
SEBA Class 6 Social in Bengali Chapter 3 পৃথিবীর গতি
SEBA Class 6 Social in Bengali Chapter 3 পৃথিবীর গতি Question Answer Here we will provide you complete Bengali Medium SEBA Class 6 Social Science Suggestion in Bengali, SEBA Class 6 Social Science Question Answer in Bengali, SEBA Class 6 Social Science Notes in Bengali, SEBA Class 6 Social Science Solution in Bengali, SEBA Class 6 Social in Bengali Chapter 3 পৃথিবীর গতি Question Answer ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সাজেশন, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সমাধান, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বই প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের PDF, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বাংলা প্রশ্নোত্তর Question Answer absolutely free of cost. SEBA Class 6 Social in Bengali Chapter 3 পৃথিবীর গতি Question Answer If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.
পৃথিবীর গতি
ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী )
প্রশ্ন ১। ২০০৮ সালের পরে অধিবর্ষ কোনটি ?
উত্তরঃ ২০১২ সন।
প্রশ্ন ২। ২০০০ সালের পূর্বের দশটি অধিবর্ষ কোগুলাে ?
উত্তরঃ ১৯৬০, ১৯৬৪, ১৯৬৮, ১৯৭২, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। নীচের প্রশ্নের উত্তর দাও।
(ক) পৃথিবীর মেরুদণ্ডটি কক্ষপথে কত ডিগ্রি কোণ করে আছে ?
উত্তরঃ ৬৬ ১/২°
(খ) পৃথিবী নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে ?
উত্তরঃ ২৪ ঘণ্টা (সূক্ষ্ম হিসেবে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেণ্ড)।
(গ) আলােকবৃত্ত কাকে বলে ?
উত্তরঃ পৃথিবীর উপর আলাে পড়া অংশ এবং আলাে না পড়া অংশ, অর্থাৎ দিন ও রাত্রি হওয়া অংশ দুটোকে একটি কাল্পনিক বৃত্ত দুভাগ করেছে। এই বৃত্তটিকে আলােকবৃত্ত বলে।
(ঘ) বছরের কোন্ তারিখে বিষুবরেখার ওপর সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে ?
উত্তরঃ ২১ শে মার্চ, ২৩ শে সেপ্টেম্বর।
প্রশ্ন ২। নীচের প্রশ্নগুলাের সংক্ষিপ্ত উত্তর দাও-
(ক) আহ্নিক গতি ও বার্ষিক গতি বলতে কী বােঝ ?
উত্তরঃ পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্বে ২৪ ঘণ্টায় একপাক ঘােরে। পৃথিবীর নিজ মেরুদণ্ডের এই ঘােরাকে আবর্তন বা আহ্নিক গতি বলে।
পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যের চারদিকে ঘােরাকে পরিভ্রমণ বা বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে।
S.L. No. | সূচিপত্র |
পাঠ | ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী ) |
পাঠ-১ | সৌরজগতে আমাদের পৃথিবী |
পাঠ -২ | পৃথিবীর আকার ও আকৃতি |
পাঠ -৩ | পৃথিবীর গতি |
পাঠ -৪ | পৃথিবীর প্রধান মণ্ডলসমূহ |
পাঠ -৫ | ভূগোল অধ্যয়নের উপকরণ- মানচিত্র |
পাঠ -৬ | পৃথিবীর প্রধান ভূ-অবয়ব |
পাঠ -৭ | অসম: জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদ, বন্যপ্রাণী ও কৃষি |
পাঠ -৮ | আমাদের ভারতবর্ষ |
পাঠ | ইতিহাস খণ্ড ( আমাদের অতীত ও ঐতিহ্য ) |
পাঠ – ৯ | কী, কোথায়, কখন ও কিভাবে |
পাঠ -১০ | আদি প্রস্তর যুগ |
পাঠ -১১ | আদিম মানুষের জীবিকা ও স্থায়ী বসবাস (নব্য প্রস্তর যুগ) |
পাঠ -১২ | প্রাচীন নাগরিক সভ্যতা |
পাঠ -১৩ | বৈদিক সভ্যতা |
পাঠ -১৪ | মহাজনপদ |
পাঠ -১৫ | নতুন ভাবের অভ্যুদয় |
পাঠ -১৬ | মৌর্য সাম্রাজ্য মহামতি অশােক ও কৌটিল্যের অর্থশাস্ত্র |
পাঠ | অর্থনীতি ও রাজনীতি খণ্ড (আমাদের অর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবন) |
পাঠ -১৭ | আমাদের মৌলিক প্রয়ােজনসমূহ |
পাঠ -১৮ | উন্নত জীবনের প্রয়োজনসমূহ |
পাঠ -১৯ | জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২০ | কৃষি, শিল্পোদ্যোগ এবং সেবাখণ্ডে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২১ | সরকারের ধারণা ও বিভিন্ন ধরনের সরকার |
পাঠ -২২ | গণতন্ত্র এবং এর নীতিসমূহ |
পাঠ -২৩ | কেন্দ্রীয় এবং রাজ্য সরকার |
পাঠ -২৪ | স্থানীয় স্বায়ত্ত শাসনব্যবস্থা |
(খ) আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন-রাত্রি কীভাবে হয়- বুঝিয়ে লেখাে।
উত্তরঃ পশ্চিম থেকে পূর্বে অবিরত আবর্তনের ফলে আমরা সূর্যকে পূর্বদিকে উঠতে এবং পশ্চিমদিকে অস্ত যেতে দেখি। পৃথিবী গােলাকার হওয়ার ফলে আবর্তনের সময়ে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে পড়ে, সেই অংশ আলাে পায় এবং তার বিপরীত অংশ অন্ধকারে থাকে। এর ফলে আলােকিত অংশে দিন এবং অন্ধকার অংশে রাত্রি হয়।
(গ) অধিবর্ষ বলতে কী বোঝ ?
উত্তরঃ প্রতি চারবৎসর পর পর ফেব্রুয়ারী মাসে একদিন বাড়িয়ে ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন গণনা করা হয়। এভাবে যে বৎসরে একদিন বাড়ানাে হয়, সেই বৎসরটিকে অধিবর্ষ বা লি ইয়ার (Leap Year) বলা হয়।
(ঘ) কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তির পার্থক্য নিরূপণ করাে।
উত্তরঃ কর্কট সংক্রান্তিতে উত্তর গােলার্ধের সর্বত্র দিন সবচেয়ে বড়াে ও রাত্রি সবচেয়ে ছােট হয়। দক্ষিণ গােলার্ধে দিন সবচেয়ে ছােট ও রাত্রি সবচেয়ে বড়াে হয় এবং নিরক্ষরেখায় দিনরাত্রির দৈর্ঘ্য সমান থাকে। ২১ শে জুন তারিখে সূর্যের রশ্মি কর্কটক্রান্তির উপর সরাসরিভাবে পড়ে।
মকর সংক্রান্তিতে দক্ষিণ গােলার্ধে দিন সবচেয়ে বড়াে ও রাত্রি সবচেয়ে ছােট এবং উত্তর গােলার্ধে রাত্রি সবচেয়ে বড়াে ও দিন সবচেয়ে ছােট হয়। ২২ শে ডিসেম্বর সূর্যরশ্মি মকরক্রান্তিতে লম্বভাবে পড়ে।
(ঙ) পৃথিবীর বার্ষিক গতি না থাকলে ধরাপৃষ্ঠে কী ধরনের পরিবেশ বিরাজ করতাে- বুঝিয়ে লেখাে।
উত্তরঃ পৃথিবীর বার্ষিক গতি না থাকলে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটত না।
(চ) পৃথিবীর কক্ষপথ বলতে কী বােঝ ? কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে দেখাও।
উত্তরঃ পৃথিবী যে উপবৃত্তাকার পথে সূর্যের চারদিকে ঘােরে, সেই পথটিকে পৃথিবীর কক্ষপথ বলে।
প্রশ্ন ৩। শুদ্ধ উত্তরগুলােতে (✔) চিহ্ন দাও ?
(ক) পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণের গতিটির নাম কী ?
১। আহ্নিক গতি।
২। মেরুদণ্ড।
৩। বার্ষিক গতি।
উত্তরঃ বার্ষিক গতি ✔
(খ) বিষুবরেখায় সূর্যের আলাে কোন্ তারিখে সােজাসুজি পড়ে ?
১। ২১ শে মার্চ।
২। ২১ শে জুন।
৩। ২২ শে ডিসেম্বর।
উত্তরঃ ২১ শে মার্চ ✔
(গ) পৃথিবীর উপরিভাগে ঋতু পরিবর্তনের কারণ-
১। বার্ষিক গতি।
২। আহ্নিক গতি।
৩। এই দুটো গতির একটিও নয়।
উত্তরঃ বার্ষিক গতি ✔
(ঘ) অধিবর্ষের মােট দিনের সংখ্যা হলাে-
১। ৩৬৫ দিন।
২। ৩৬৬ দিন।
৩। ৩৬৫ ১/২ দিন।
উত্তরঃ ৩৬৬ দিন ✔
(ঙ) মকর সংক্রান্তির দিনটি হল-
১। ২৩ সেপ্টেম্বর।
২। ২১ মার্চ।
৩। ২২ ডিসেম্বর।
উত্তরঃ ২২ ডিসেম্বর ✔
প্রশ্ন ৪। শূন্যস্থান পূর্ণ করাে-
(ক) পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর একপাক প্রদক্ষিণ করাকে __________ বলে।
উত্তরঃ আহ্নিক গতি।
(খ) পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করা পথটিকে __________ বলে।
উত্তরঃ বার্ষিক গতি।
(গ) __________ ঋতুতে দিন সবচেয়ে ছােট হয়।
উত্তরঃ ২১ জুন ও ২২ ডিসেম্বর (কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি)।
(ঘ) পৃথিবীর ঠিক মাঝখানে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযােগকারী কাল্পনিক রেখাটির নাম __________।
উত্তরঃ অক্ষ বা মেরুদণ্ড (Axis)।
(ঙ) মকরক্রান্তি বৃত্তটি পৃথিবীর __________ গােলার্ধে কল্পনা করা হয়েছে।
উত্তরঃ দক্ষিণ গােলার্ধে।
(চ) পৃথিবী নিজ কক্ষপথের সঙ্গে __________ কোণ করে হেলানাে থাকে।
উত্তরঃ ৬৬ ১/২°
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। পৃথিবীর গতি কাকে বলে ?
উত্তরঃ সৌরজগতের নক্ষত্র ও গ্রহগুলাে একটি অপরটিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের ফলে গ্রহগুলাে গতিশীল হয়! গ্রহ হিসাবে পৃথিবীও গতিশীল। পৃথিবীর এই গতির স্থান পরিবর্তন করাকেই পৃথিবীর গতি বলে।
প্রশ্ন ২। দৈনিক গতি কি ?
উত্তরঃ পৃথিবী ২৪ ঘণ্টায় একপাক ঘােরে। পৃথিবীর গতির এই নির্দিষ্ট সময়সীমাকে একদিন হিসেবে ধরা হয়। এজন্য পৃথিবীর এই গতিকে দৈনিক গতি বলা হয়।
প্রশ্ন ৩। কোপারনিকাস কি প্রমাণ করেছিলেন ?
উত্তরঃ ১৫১৪ খ্রিস্টাব্দে কোপারনিকাস প্রমাণ করেছিলেন যে, সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে।
প্রশ্ন ৪। বাস বা রেলগাড়িতে ভ্রমণ করার সময় বাইরের দিকে তাকালে কি মনে হয় ?
উত্তরঃ বাস বা রেলগাড়িতে ভ্রমণ করার সময় বাইরের দিকে তাকালে মনে হয় যেন গাছ-পালা, বাড়ি-ঘর ইত্যাদি পেছন দিকে দৌড়াচ্ছে।
প্রশ্ন ৫। পৃথিবী কোন্ স্থান থেকে আলাে ও তাপ পায় ?
উত্তরঃ সূর্য থেকে।
প্রশ্ন ৬। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরার পথটি কি আকারের ?
উত্তরঃ উপবৃত্তাকার।
প্রশ্ন ৭। অপসূর বলতে কি বোঝ ?
উত্তরঃ পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘোরার সময় কখনও পৃথিবী সূর্যের খুব কাছে আসে আবার কখনও বা সূর্য থেকে অনেক দূরে সরে যায়। ৪ জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়। এই দূরত্বটিকে অপসূর বলে।
প্রশ্ন ৮। অনুসূর বলতে কি বোঝ ?
উত্তরঃ ৩ জানুয়ারী তারিখে সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সবচেয়ে কম হয়, তখন একে অনুসূর বলা হয়।
প্রশ্ন ৯। বায়ুমণ্ডলের উত্তাপের হ্রাস-বৃদ্ধির ফলে কি হয় ?
উত্তরঃ বায়ুর চাপ ও আর্দ্রতার হ্রাস-বৃদ্ধি ঘটে।
প্রশ্ন ১০। ঋতু পরিবর্তন হওয়ার কারণ কি ?
উত্তরঃ সূর্যরশ্মির তীব্রতার তারতম্যের ফলে পৃথিবীর উপরিভাগে ঋতু পরিবর্তন হয়।
প্রশ্ন ১১। ঋতু পরিবর্তন মানুষের জীবনে কি প্রভাব বিস্তার করে ?
উত্তরঃ ঋতু পরিবর্তনের জন্য মানুষের পোশাক-পরিচ্ছদ, খাদ্য ইত্যাদির পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন উৎসব-পার্বন ইত্যাদি পালন করা হয়।
প্রশ্ন ১২। পৃথিবীর বার্ষিক গতির ফলে কি হয় ?
উত্তরঃ ঋতু পরিবর্তন হয়।
প্রশ্ন ১৩। পৃথিবীর পরিভ্রমণের ফলে হওয়া ঋতু পরিবর্তনের একটি চিত্র অঙ্কন কর।
উত্তরঃ পাঠ্যপুস্তকের চিত্র নং ৬ অঙ্কন কর।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.