SEBA Class 6 Social in Bengali Chapter 8 আমাদের ভারতবর্ষ Question Answer Provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. Question Answer is made for Assam Seba Board students. SEBA Class 6 Social in Bengali Chapter 8 আমাদের ভারতবর্ষ Question Answer We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and buy PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.
SEBA Class 6 Social in Bengali Chapter 8 আমাদের ভারতবর্ষ
SEBA Class 6 Social in Bengali Chapter 8 আমাদের ভারতবর্ষ Question Answer Here we will provide you complete Bengali Medium SEBA Class 6 Social Science Suggestion in Bengali, SEBA Class 6 Social Science Question Answer in Bengali, SEBA Class 6 Social Science Notes in Bengali, SEBA Class 6 Social Science Solution in Bengali, SEBA Class 6 Social in Bengali Chapter 8 আমাদের ভারতবর্ষ Question Answer ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সাজেশন, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের সমাধান, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বই প্রশ্নোত্তর, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের PDF, ষষ্ঠ শ্ৰেণীর সমাজ বিজ্ঞান পাঠ্যক্রমের বাংলা প্রশ্নোত্তর Question Answer absolutely free of cost. SEBA Class 6 Social in Bengali Chapter 8 আমাদের ভারতবর্ষ Question Answer If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.
আমাদের ভারতবর্ষ
ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী )
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
(ক) উত্তর দাও।
প্রশ্ন ১। ভারতের প্রধান প্রাকৃতিক বিভাগগুলাে কী কী ?
উত্তরঃ ভারতের প্রাকৃতিক বিভাগগুলাে হল-
১। উত্তরের পার্বত্য অঞ্চল।
২। উত্তর ভারতের সমভূমি অঞ্চল।
৩। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল।
৪। উপকূলীয় নিম্নভূমি অঞ্চল।
প্রশ্ন ২। দক্ষিণ ভারতের চারটি প্রধান নদীর নাম লেখাে।
উত্তরঃ মহানদী, গােদাবরী, কৃষ্ণা, কাবেরী।
প্রশ্ন ৩। ভারতবর্ষের চার সীমায় অবস্থিত সাতটি রাষ্ট্রের নাম লেখাে।
উত্তরঃ নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কা।
৪। ভারতবর্ষে মােট কয়টি রাজ্য এবং কেন্দ্রীয়শাসিত অঞ্চল আছে ?
উত্তরঃ ভারতবর্ষে মােট ২৮টি রাজ্য এবং ৭টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে।
প্রশ্ন ৫। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনবসতি ঘন কেন ?
উত্তরঃ উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলটি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর পলিমাটি দ্বারা গঠিত। এই পলিমাটি কৃষির জন্য বিশেষ উপযােগী। কৃষিকার্যে ও নদীপথে যাতায়াতের সুবিধার জন্য এই অঞ্চলে জনবসতি ঘন ।
S.L. No. | সূচিপত্র |
পাঠ | ভূগোল খণ্ড ( আমাদের পৃথিবী ) |
পাঠ-১ | সৌরজগতে আমাদের পৃথিবী |
পাঠ -২ | পৃথিবীর আকার ও আকৃতি |
পাঠ -৩ | পৃথিবীর গতি |
পাঠ -৪ | পৃথিবীর প্রধান মণ্ডলসমূহ |
পাঠ -৫ | ভূগোল অধ্যয়নের উপকরণ- মানচিত্র |
পাঠ -৬ | পৃথিবীর প্রধান ভূ-অবয়ব |
পাঠ -৭ | অসম: জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদ, বন্যপ্রাণী ও কৃষি |
পাঠ -৮ | আমাদের ভারতবর্ষ |
পাঠ | ইতিহাস খণ্ড ( আমাদের অতীত ও ঐতিহ্য ) |
পাঠ – ৯ | কী, কোথায়, কখন ও কিভাবে |
পাঠ -১০ | আদি প্রস্তর যুগ |
পাঠ -১১ | আদিম মানুষের জীবিকা ও স্থায়ী বসবাস (নব্য প্রস্তর যুগ) |
পাঠ -১২ | প্রাচীন নাগরিক সভ্যতা |
পাঠ -১৩ | বৈদিক সভ্যতা |
পাঠ -১৪ | মহাজনপদ |
পাঠ -১৫ | নতুন ভাবের অভ্যুদয় |
পাঠ -১৬ | মৌর্য সাম্রাজ্য মহামতি অশােক ও কৌটিল্যের অর্থশাস্ত্র |
পাঠ | অর্থনীতি ও রাজনীতি খণ্ড (আমাদের অর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবন) |
পাঠ -১৭ | আমাদের মৌলিক প্রয়ােজনসমূহ |
পাঠ -১৮ | উন্নত জীবনের প্রয়োজনসমূহ |
পাঠ -১৯ | জীবন ধারণের মান উন্নয়নে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২০ | কৃষি, শিল্পোদ্যোগ এবং সেবাখণ্ডে প্রযুক্তির প্রভাব |
পাঠ -২১ | সরকারের ধারণা ও বিভিন্ন ধরনের সরকার |
পাঠ -২২ | গণতন্ত্র এবং এর নীতিসমূহ |
পাঠ -২৩ | কেন্দ্রীয় এবং রাজ্য সরকার |
পাঠ -২৪ | স্থানীয় স্বায়ত্ত শাসনব্যবস্থা |
প্রশ্ন ৬। ভারতবর্ষের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে কী কী পার্থক্য আছে ?
উত্তরঃ ভারতবর্ষের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্যগুলো নিম্নরূপ-
পূর্ব উপকূলের সমভূমি | পশ্চিম উপকূলের সমভূমি |
১। পূর্ব উপকূলের সমভূমি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। | ১। পশ্চিম উপকূলের সমভূমি আরব সাগরের তীরে অবস্থিত। |
২। এই উপকূল উত্তর থেকে দক্ষিণে একটানা সমতল ও প্রশস্ত। | ২। এই উপকূল উত্তর থেকে দক্ষিণে একটানা সমতল নয়; সঙ্কীর্ণ। |
৩। পূর্ব উপকূলে অনেকগুলো ব-দ্বীপ আছে। এখানকার মাটি উর্বর ও কৃষিকাজে সমৃদ্ধ। | ৩। পশ্চিম উপকূলের সমভূমি সংকীর্ণ ও মাটি কর্কশ ;ব-দ্বীপ নেই কৃষিকাজে সমৃদ্ধ নয়। |
৪। এই উপকূলে তটরেখা অভগ্ন; এখানে বন্দরের সংখ্যাও কম। | ৪। এই উপকূলের তটরেখা ভগ্ন ;ফলে এই উপকূলে বন্দরের সংখ্যা বেশি। |
৫। পূর্ব উপকূলে হ্রদ বা উপহ্রদের সংখ্যা বেশি। | ৫। পশ্চিম উপকূলে হ্রদ বা উপহ্রদের সংখ্যা কম। |
৬। এই উপকূল ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের সঙ্গে মিশেছে। | ৬। এই উপকূল বিশেষ ঢালু নয় ;কিছুটা খাড়া প্রকৃতির। |
প্রশ্ন ৭। ভারতবর্ষকে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কেন ?
উত্তরঃ ভারতবর্ষকে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কারণ-
(ক) এখানে বহু ভাষা-ভাষী লোকের বাস।
(খ) ভারতবর্ষে নানা ধর্মের লোক বসবাস করে।
(গ) এখানে বিভিন্ন জাতি-উপজাতি লোকের বাস। বিভিন্ন দেশের লোকেরাও এদেশে তাদের কলা-সংস্কৃতি নিয়ে এসেছে। প্রত্যেক জাতি উপজাতি নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে।
(ঘ) সাজ-পোশাক বিভিন্ন ধরনের।
(ঙ) খাদ্যাভ্যাস বিভিন্ন প্রকারের।
(চ) প্রাকৃতিক অঞ্চলও বিভিন্ন প্রকারের। সুউচ্চ পর্বতমালা, মরুভূমি, ব্যাপক সমতলভূমি, মালভূমি, উপকূল, দ্বীপ ইত্যাদি।
(ছ) সামাজিক রীতি-নীতি বিভিন্ন প্রকারের।
(খ) ডানদিকের সঙ্গে বাঁদিক রেখা টেনে মেলাও-
বামদিক | ডানদিক |
এভারেস্ট | ভারতের প্রতিবেশী রাষ্ট্র। |
তাপ্তি | স্বাস্থ্যকর স্থান। |
আন্দামান ও নিকোবর | পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। |
নেপাল | বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ। |
নৈনিতাল | দক্ষিণ ভারতের নদী। |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
এভারেস্ট | থিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। |
তাপ্তি | দক্ষিণ ভারতের নদী। |
আন্দামান ও নিকোবর | বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ। |
নেপাল | ভারতের প্রতিবেশী রাষ্ট্র। |
নৈনিতাল | স্বাস্থ্যকর স্থান। |
(গ) শূন্যস্থান পূর্ণ করো-
১। ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণে অবস্থিত স্থানটি হল __________ (কন্যাকুমারী/পণ্ডিচেরী)।
উত্তরঃ কন্যাকুমারী।
২। ভারতবর্ষকে __________ প্রায় সমান দুভাগে ভাগ করেছে (বিষুব রেখা/ মকরক্রান্তি রেখা/ কর্কটক্রান্তি রেখা)
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা।
৩। গঙ্গা নদীর উৎস হিমবাহ __________ (টামসুক খাম্বার/ গঙ্গোত্রী)
উত্তরঃ গঙ্গোত্রী।
৪। __________ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে।
(সুয়েজখাল/ পানামা যোজক/ পক প্রণালী)
উত্তরঃ পক্ প্রণালী।
(ঘ) ভূচিত্রাবলী বা মানচিত্রের সাহায্যে উত্তর বের করো-
১। আরব সাগরে পতিত দুটি নদীর নাম লেখো।
উত্তরঃ নর্মদা ও তাপ্তী।
২। হিমালয় পর্বতের একেবারে নিকটবর্তী তিনটি দেশের নাম লেখো।
উত্তরঃ নেপাল, ভুটান ও চীন।
৩। ভারতবর্ষের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রগুলো কী কী ?
উত্তরঃ শ্রীলঙ্কা, মালদ্বীপ।
৪। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল থেকে উৎপন্ন নদীগুলো শনাক্ত করে নাম লেখ।
উত্তরঃ পূর্ব-উপকূলের নদীগুলো হল- মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পালার, পেন্নার ইত্যাদি।
পশ্চিম উপকূলের নদীগুলো হল- নর্মদা, তাপ্তী, মাহী, সবরমতী, লনী ইত্যাদি।
(ঙ) মানচিত্র- ৭ অধ্যয়ন করে ভারতবর্ষের রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলসমূহের রাজধানীসহ একটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ
রাজ্য | রাজধানী |
১। রাজস্থান | জয়পুর। |
২। মধ্যপ্রদেশ | ভোপাল। |
৩। মহারাষ্ট্র | মুম্বাই। |
৪। উত্তর প্রদেশ | লক্ষ্ণৌ। |
৫। অন্ধ্রপ্রদেশ | হায়দ্রাবাদ। |
৬। জম্মু ও কাশ্মীর | শ্রীনগর। |
৭। গুজরাট | গান্ধীনগর। |
৮। কর্ণাটক | বাঙ্গালোর। |
৯। বিহার | পাটনা। |
১০। উড়িষ্যা | ভূবনেশ্বর। |
১১। তামিলনাড়ু | চেন্নাই। |
১২। পশ্চিমবঙ্গ | কলকাতা। |
১৩। অরুণাচল প্রদেশ | ইটানগর। |
১৪। অসম | দিসপুর। |
১৫। হিমাচল প্রদেশ | সিমলা। |
১৬। পাঞ্জাব | চণ্ডীগড়। |
১৭। হরিয়ানা | চণ্ডীগড়। |
১৮। কেরল | তিরুবনন্তপুরম। |
১৯। মেঘালয় | শিলং। |
২০। মণিপুর | ইম্ফল। |
২১। মিজোরাম | আইজল। |
২২। নাগাল্যাও | কোহিমা। |
২৩। ত্রিপুরা | আগরতলা। |
২৪। সিকিম | গ্যাংটক। |
২৫। গোয়া | পানাজি। |
২৬। উত্তরাঞ্চল | দেরাদুন। |
২৭। ছত্তিশগড় | রায়পুর। |
২৮। ঝাড়খণ্ড | রাঁচি। |
কেন্দ্রীয়শাসিত অঞ্চল-
রাজ্য | রাজধানী |
১। দিল্লী | দিল্লী। |
২। পণ্ডিচেরী | পণ্ডিচেরী। |
৩। লাক্ষাদ্বীপ | কাভারাৰ্তী। |
৪। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | পোর্টব্লেয়ার। |
৫। দাদরা ও নগর হাভেলি | সিলভাসা। |
৬। চণ্ডীগড | চণ্ডীগড়। |
৭। দমন-দিউ | দমন। |
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ভারতবর্ষের চারিসীমা লেখ।
উত্তরঃ উত্তরে নেপাল, ভূটানসহ হিমালয় পর্বতমালা, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরবসাগর ও পাকিস্তান এবং পূর্বে বঙ্গোপসাগর ও মায়ানমার।
প্রশ্ন ২। ভারতবর্ষের জনসংখ্যা কত ?
উত্তরঃ ২০০১ সনের জনগণনা অনুযায়ী ১০০ কোটির বেশি (১০২ কোটি ৭০ লক্ষ ১৫ হাজার ২৪৭ জন)।
প্রশ্ন ৩। ভারতবর্ষ কোন্ গোলার্ধে অবস্থিত ?
উত্তরঃ উত্তর গোলার্ধে।
প্রশ্ন ৪। উত্তর ভারত দক্ষিণ ভারত অপেক্ষা শীতল কেন ?
উত্তরঃ (ক) উত্তর ভারত বিষুব অপেক্ষা দূরে অবস্থিত।
(খ) হিমালয় পর্বতমালার অবস্থিতি।
প্রশ্ন ৫। উচ্চতা অনুসারে হিমালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি ?
উত্তরঃ উচ্চতা অনুসারে হিমালয়কে তিন ভাগে ভাগ করা যায়।
(ক) উচ্চ হিমালয়।
(খ) নিম্ন হিমালয়।
(গ) বহিঃ হিমালয়।
প্রশ্ন ৬। কোন্ অংশটিকে বহিঃ হিমালয় বলা হয় ?
উত্তরঃ হিমালয়ের একেবারে দক্ষিণে থাকা অনুচ্চ পর্বতসারিকে বহিঃ হিমালয় বলে।
প্রশ্ন ৭। নিম্ন হিমালয় কোন্ অংশটিকে বলে ?
উত্তরঃ বহিঃ হিমালয়ের উত্তরে মধ্যম উচ্চতার পর্বতসারি নিম্ন হিমালয়ের শ্রেণিভুক্ত।
প্রশ্ন ৮। কোন্ অংশটিকে উচ্চ হিমালয় বলে ?
উত্তরঃ নিম্ন হিমালয়ের উত্তরে থাকা অংশটিকে উচ্চ হিমালয় বলে।
প্রশ্ন ৯। উচ্চ হিমালয়ে থাকা কয়েকটি পর্বতশ্রেণির নাম লেখ।
উত্তরঃ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজংঘা, মাকালু, ধবলগিরি, নাঙ্গা পর্বত, অন্নপূর্ণা, নামসাবাওঁরা ইত্যাদি।
প্রশ্ন ১০। উচ্চ হিমালয়ে থাকা দুটো হিমবাহের নাম লেখ।
উত্তরঃ গঙ্গোত্রী ও যমুনেত্রী।
প্রশ্ন ১১। হিমালয় পর্বতে থাকা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ কাশ্মীর উপত্যকা, কুলু, মানালি, নৈনিতাল, মুসৌরী, দার্জিলিং ও নেপালের কাঠমাণ্ডু।
প্রশ্ন ১২। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
উত্তরঃ ৮,৮৪৮ মিটার।
প্রশ্ন ১৩। কোন্ পর্বতারোহণকারী প্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন ?
উত্তরঃ ১৯৫৩ সনের ১৯ শে মে তারিখে এড্মাণ্ড হিলারী ও টেনজিং নোর্গে।
প্রশ্ন ১৪। ব্রহ্মপুত্রের উপনদীগুলোর নাম লেখ।
উত্তরঃ সুবর্ণশিরি, দিয়াং, ধনশিরি, কপিলী, বড়নদী, মানস, বুড়ীদিহিং ইত্যাদি।
প্রশ্ন ১৫। ব্রহ্মপুত্রে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপটির নাম লেখ।
উত্তরঃ মাজুলি।
প্রশ্ন ১৬। নদী উপত্যকা কাকে বলে ?
উত্তরঃ কোনো একটি প্রধান নদী এবং এর উপনদীসমূহ দ্বারা সৃষ্টি করা সমতলভূমিকে নদী উপত্যকা বলে।
প্রশ্ন ১৭। থর মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে।
প্রশ্ন ১৮। রাজস্থানের প্রধান নদীর নাম লেখ।
উত্তরঃ লুনী।
প্রশ্ন ১৯। রাজস্থানের লবণাক্ত জলের হ্রদটির নাম কি ?
উত্তরঃ সম্বর।
প্রশ্ন ২০। কোন্ অংশটিকে দাক্ষিণাত্য মালভূমি বলে ?
উত্তরঃ উত্তর ভারতের সমভূমির দক্ষিণে থাকা ত্রিকোণবিশিষ্ট মালভূমি ভাগকেই দাক্ষিণাত্য মালভূমি বলে।
প্রশ্ন ২১। দাক্ষিণাত্য মালভূমি কতদূর পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি আরাবল্লী পর্বত থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।
প্রশ্ন ২২। দক্ষিণ ভারতে কার্পাস চাষ কোথায় করা হয় ?
উত্তরঃ মহারাষ্ট্রে।
প্রশ্ন ২৩। দক্ষিণ ভারতের কোন অঞ্চলে চা এবং কফির চাষ করা হয় ?
উত্তরঃ নীলগিরি পাহাড় অঞ্চলে।
প্রশ্ন ২৪। ভারতবর্ষের দক্ষিণে থাকা দুটি দ্বীপপুঞ্জের নাম লেখ।
উত্তরঃ লাক্ষাদ্বীপ, আমিনদিবি, মিনিকয় আরবসাগরে ; এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত।
প্রশ্ন ২৫। সুনামী কোন্ কোন্ স্থানে ক্ষতিসাধন করেছিল ?
উত্তরঃ ২০০৪ সনের প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগ সুনামী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তামিলনাড়ু উপকূলে যথেষ্ট ক্ষতিসাধন করেছিল।
প্রশ্ন ২৬। সুনামী কি ?
উত্তরঃ সাগরের নীচে হওয়া আগ্নেয়গিরি উদ্গিরণ বা ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া বিশাল সাগরীয় ঢেউকে সুনামী বলে।
প্রশ্ন ২৭। ভারতবর্ষের কয়টি ভাষাকে সরকারী কার্যে ব্যবহার করার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তরঃ ২২টি ভাষাকে।
প্রশ্ন ২৮। কোন্ ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তরঃ হিন্দী ভাষাকে।
প্রশ্ন ২৯। ‘আমরা এক ভারতীয়’ বলে পরিচয় দিয়ে গৌরব অনুভব করি কেন ?
উত্তরঃ ‘আমরা এক ভারতীয়’ বলে পরিচয় দিয়ে গর্ব অনুভব করি। ভারতীয় মানুষের সহনশীলতা, সহযোগিতা ও একতাই ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়ে সমগ্র বিশ্বে ভারতবর্ষ এক বিশেষ স্থান দখল করেছে।
প্রশ্ন ৩০। ভারতবর্ষের পশ্চিম উপকূলের এবং পূর্ব উপকূলের কয়েকটি প্রধান প্রধান বন্দরের নাম লেখ।
উত্তরঃ পশ্চিম উপকূলের প্রধান প্রধান বন্দরগুলো হল-
(ক) মুম্বাই।
(খ) জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা।
(গ) কাণ্ডালা।
(ঘ) মার্মাগাও।
(ঙ) নিউ ম্যাঙ্গালোর।এবং
(চ) কোচি।
পূর্ব উপকূলের প্রধান প্রধান বন্দরগুলো-
(ক) কলকাতা।
(খ) চেন্নাই।
(গ) বিশাখাপত্তনম্।
(ঘ) তুতিকোরিণ।
(ঙ) পারাদ্বীপ।এবং
(চ) এন্নোর।
প্রশ্ন ৩১। গঙ্গানদীর উপনদীগুলোর নাম লেখ।
উত্তরঃ গোমতী, রামগঙ্গা, ঘর্ঘরা, গণ্ডক, তাপ্তী, কোশী, যমুনা ও শোন।
প্রশ্ন ৩২। সিন্ধুনদের উপনদীগুলোর নাম লেখ।
উত্তরঃ শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা (ঝিলাম)।
প্রশ্ন ৩৩। সিন্ধুনদের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ প্রায় ২,৯০০ কি.মি.।
প্রশ্ন ৩৪। উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে ভারতের বিস্তৃতি কত ?
উত্তরঃ উত্তর-দক্ষিণে কাশ্মীর থেকে দক্ষিণে অবস্থিত কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব প্রায় ৩২০০ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিম অরুণাচল থেকে কচ্ছ অঞ্চলের প্রশ্চিমসীমা পর্যন্ত ২,৯০০ কিলোমিটার।
প্রশ্ন ৩৫। জনসংখ্যা অনুপাতে সমগ্র বিশ্বের মধ্যে ভারতের স্থান কত ?
উত্তরঃ দ্বিতীয়।
প্রশ্ন ৩৬। হিমালয় পর্বতমালার বিস্তৃতি কত ?
উত্তরঃ দৈর্ঘ্যে এই পর্বতমালা প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার এবং প্রস্থে ২৪০ থেকে ৫২০ কিলোমিটার পর্যন্ত।
প্রশ্ন ৩৭। হিমালয় পর্বত পশ্চিম ও পূর্ব কতদূর বিস্তৃত ?
উত্তরঃ পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচলের নাম্চাবারওয়া পর্যন্ত প্রসারিত।
প্রশ্ন ৩৮। শুদ্ধ না অশুদ্ধ লেখ।
(ক) লুনী দক্ষিণ ভারতের নদী।
উত্তরঃ অশুদ্ধ।
(খ) থর মরুভূমি রাজস্থানে অবস্থিত।
উত্তরঃ শুদ্ধ।
(গ) মহারাষ্ট্র পাটশিল্পের জন্য বিখ্যাত।
উত্তরঃ অশুদ্ধ।
(ঘ) ভারতবর্ষের মোট রাজ্যের সংখ্যা ২৮ টি।
উত্তরঃ শুদ্ধ।
প্রশ্ন ৩৯। দক্ষিণ ভারতের মালভূমির একটি চিত্র আঁক।
উত্তরঃ চিত্র নং ৫ অঙ্কন কর।
প্রশ্ন ৪০। ভারতবর্ষের মানচিত্র অঙ্কন করে গঙ্গা ও ব্রহ্মপুত্রের অববাহিকা দেখাও।
উত্তরঃ চিত্র নং এর সাহায্য নিয়ে আঁক।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.