Hello Viewers Today’s We are going to Share Assam SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ Notes in Bengali. SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ Solutions in Bengali. Which you Can Download PDF Notes SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ in Bengali Textbook Solutions for using direct Download Link Given Below in This Post.
SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ
Today’s We have Shared in This Post SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ Suggestions in Bengali. SEBA Class 7 Social Science Chapter 15 দিল্লির সুলতানগণ Notes in Bengali. I Hope, you Liked The information About The সপ্তম শ্ৰেণীর সমাজ বিজ্ঞান প্রশ্নোত্তর SEBA Class 7 Social Science Part – I Geography, Class 7 Social Science Part – II History, Class 7 Social Science Part – III Economics and Political Science. If you liked Then Please Do Share this Post With your Friends as Well.
দিল্লির সুলতানগণ
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। উত্তর লেখা।
(ক) সুলতানি রাজত্বকালে প্রথম রাজবংশটির নাম কী ?
উত্তরঃ সুলতানি রাজত্বকালের প্রথম রাজবংশটির নাম দাস বংশ।
(খ) দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম মহিলার নাম কী ?
উত্তরঃ দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম মহিলার নাম রাজিয়া সুলতানা।
(গ) খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতানের নাম কী ?
উত্তরঃ খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতানের নাম আলাউদ্দিন খিলজি।
(ঘ) ইবন বতুতা কে ছিলেন ?
উত্তরঃ ইবন বতুতা মরক্কোর পর্যটক ছিলেন।
(ঙ) সুলতানি যুগে রাজ্যের প্রধান মন্ত্রীকে কী বলা হত ?
উত্তরঃ সুলতানি যুগে রাজ্যের প্রধান মন্ত্রীকে উজির বলা হত।
প্রশ্ন ২। শুদ্ধ উত্তর নির্ণয় করাে।
(ক) কুতুবউদ্দিন/আলাউদ্দিন খিলজি দ্বিতীয় আলেকজাণ্ডার হওয়ার স্বপ্ন দেখেছিলেন।
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।
(খ) মহম্মদ-বিন-তােঘলক/সুলতানা রাজিয়া ব্রোঞ্জের মুদ্রা প্রচলন করেছিলেন।
উত্তরঃ মহম্মদ-বিন-তােঘলক।
(গ) গিয়াসুদ্দিন বলবন/ আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
উত্তরঃ আলাউদ্দিন খিলজি।
(ঘ) সুলতানি যুগের উচ্চপদস্থ আধিকারিকগণ ক্ষমতাশালী ছিলেন/ ছিলেন না।
উত্তরঃ ক্ষমতাশালী ছিলেন।
(ঙ) সুলতানদের কর ব্যবস্থায় উৎপন্ন শস্যের এক দ্বিতীয়াংশ/এক চতুর্থাংশ কর হিসেবে দিতে হত।
উত্তরঃ এক দ্বিতীয়াংশ।
প্রশ্ন ৩। শূন্যস্থান পূর্ণ করাে।
(ক) দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন __________।
উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক।
(খ) __________ জয় করা প্রথম সুলতান আলাউদ্দিন খিলজি।
উত্তরঃ দক্ষিণাত্য।
(গ) মহম্মদ-বিন-তাঘলক রাজ্যের রাজধানী দিল্লি থেকে __________ এ স্থাপন করেছিলেন।
উত্তরঃ দৌলতাবাদ।
(ঘ) পর্যটক ইবন বতুতা __________ থেকে ভারতবর্ষে এসেছিলেন।
উত্তরঃ মরক্কো।
(ঙ) দিল্লির সুলতানগণ __________ দেশের রাজসভার আদব কায়দা ভারতবর্ষে আমদনি করেছিলেন।
উত্তরঃ পারস্য।
বিষয় | সূচী-পত্ৰ ( ভূগােল GEOGRAPHY ) |
পাঠ -১ | ভূ-পৃষ্ঠে সময় গণনা |
পাঠ -২ | পৃথিবীর অভ্যন্তরভাগ |
পাঠ -৩ | পৃথিবীর উপরিভাগ এবং এর পরিবর্তন |
পাঠ -৪ | আমাদের পরিবেশ |
পাঠ -৫ | মানবসৃষ্ট পরিবেশ |
পাঠ -৬ | সম্পদ |
পাঠ -৭ | অসমের সম্পদ |
পাঠ -৮ | ভারতের উত্তর-পূর্বাঞ্চল |
পাঠ -৯ | ভারতবর্ষের জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদ, কৃষি এবং জনসংখ্যা |
বিষয় | ( ইতিহাস HISTORY ) |
পাঠ -১০ | মৌর্যযুগের পরবর্তী ভারতবর্ষ |
পাঠ -১১ | গুপ্তসাম্রাজ্যের উত্থান |
পাঠ -১২ | গুপ্তযুগের পরবর্তী ভারতবর্ষ |
পাঠ -১৩ | ঐতিহাসিক অসম |
পাঠ -১৪ | মধ্যযুগের ভারতবর্ষ |
পাঠ -১৫ | দিল্লির সুলতানগণ |
পাঠ -১৬ | মােগল রাজত্বকালে ভারতবর্ষ |
পাঠ -১৭ | ভারতবর্ষের সাংস্কৃতিক ক্ষেত্রে মােগলদের অবদান |
বিষয় | ( অর্থনীতি ECONOMICS & POLITICAL SCIENCE ) |
পাঠ -১৮ | আমাদের আশেপাশের বাজার |
পাঠ -১৯ | পরিকল্পনা, বাজেট ও উন্নয়ন |
পাঠ -২০ | অর্থনৈতিক উন্নয়নে সরকারের ভূমিকা |
পাঠ -২১ | শ্রমের সমমর্যাদা ও সমমূল্য |
পাঠ -২২ | গণতন্ত্র, নাগরিক, নাগরিকত্ব |
পাঠ -২৩ | নির্বাচন এবং নির্বাচনি প্রক্রিয়া |
পাঠ -২৪ | গণতন্ত্র এবং প্রচার মাধ্যম |
পাঠ -২৫ | প্রান্তীয় গােষ্ঠী এবং গণতান্ত্রিক অধিকার |
প্রশ্ন ৪। সুলতানি শাসনকালের রাজবংশগুলাের নাম ক্রমানুসারে লেখাে-
সৈয়দ বংশ, খিলজি বংশ, ললাদি বংশ, দাস বংশ, তােঘলক বংশ।
উত্তরঃ দাস বংশ, খিলজি বংশ, তােঘলক বংশ, সৈয়দ বংশ এবং লােদি বংশ।
প্রশ্ন ৫৷ পৃথু এবং বঙ্গের শাসনকর্তা বখতিয়ার খিলজির মধ্যে হওয়া যুদ্ধের কারণ কী ছিল ?
উত্তরঃ কুতুবউদ্দিনের সেনাপতি মহম্মদ ইবন বখতিয়ার খিলজি বঙ্গের শাসনকর্তা ছিলেন। চীনদেশ জয় করার জন্য তাকে কামরূপের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কামরূপের রাজা পৃথু এই তুর্কি অভিযানে বাধা দেন। তাদের মধ্যে এক সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে বখতিয়ার খিলজি পরজিত হয়ে বঙ্গদেশে ফিরে যেতে বাধ্য হন।
প্রশ্ন ৬। ৫০টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলাের উত্তর লেখো-
(ক) সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থার উল্লেখযােগ্য দিকসমূহ।
উত্তরঃ সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থার উল্লেখযােগ্য দিকসমূহ নিম্নে আলােচনা করা হল-
(i) সুলতানগণ বিশেষ করে সুলতান ইলতুৎমিস প্রশাসক নির্বাচনের ক্ষেত্রে সম্রান্ত মানুষ অথবা ভূস্বামীদের নিয়ােগ করার পরিবর্তে সামরিক সেবার জন্য ক্রয় করা দাসদেরই প্রাধান্য দিয়েছিলেন। সুলতানগণ এই দাসদের অতি সাবধানে একটি রাজ্যের একটি রাজনৈতিক কার্যালয় পরিচালনার প্রশিক্ষণ দিয়েছিলেন। কেননা এই দাসগণ সম্পূর্ণরূপে তাদের প্রভুর ওপর অর্থাৎ সুলতানদের ওপর নির্ভরশীল ছিল। তাই সুলতানগণ তাদের ওপর নির্ভর করতে পেরেছিলেন। ইলতুৎমিসের মতাে খিলজি এবং তােঘলক সুলতানগণও এ ধরনের দাসদের প্রাধান্য দিয়েছিলেন।
(ii) তােঘলক বংশের সুলতান মহম্মদ বিন তেঘলক প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন করেছিলেন। তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন বলে জানা যায়। এই পরিবর্তনের ফলে সৈন্যবাহিনী থেকে শুরু করে উচ্চপদস্থ প্রশাসক, কর্মচারী, ব্যবসায়ী, আদালত এবং জনসংখ্যার কিছু অংশকেও নতুন রাজধানীতে স্থানান্তরিত করতে হয়েছিল, এছাড়াও তিনি সােনা-রূপার মুদ্রার পরিবর্তে ব্রোঞ্জের মুদ্রার প্রচলন করার নির্দেশ দিয়েছিলেন।
(iii) দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক নিজের সাম্রাজ্যের সুপরিচালনার জন্য রাজধানী লাহােরে স্থানান্তরিত করেছিলেন। খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খিলজিও প্রশাসনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছিলেন। আলাউদ্দিন খিলজি বহু অঞ্চ ল সফলভাবে জয় করে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। আলাউদ্দিন খিলজি সােনার মুদ্রা প্রচলন করে তাতে নিজের নাম খােদাই করেছিলেন। এর মাধ্যমে তিনি নিজেকে দ্বিতীয় আলেকজাণ্ডার হিসেবে ঘােষণা করেছিলেন।
(iv) সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন তথা নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মহম্মদ-বিন-তােঘলকের শাসনকালই বেশি উল্লেখযােগ্য।
(v) আগের সুলতানদের মতাে খিলজি এবং তােঘলক সুলতানগণ নিজ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল শাসন করার জন্য সেনাধ্যক্ষ নিযুক্তি দিয়েছিলেন। এই অঞ্চলগুলােকে ইষ্টা এবং এর অধিকারীগণকে ‘ ইটাদার’ বা ‘মুক্তি’ বলা হত। এই মুক্তিদের কাজ ছিল অধিকৃত অঞ্চলগুলােতে সামরিক অভিযান চালানাের সাথে সাথে আইন-শৃঙ্খলা বজায় রাখা। এর বিনিময়ে তাদের জন্য নির্ধারিত অঞ্চলগুলাে থেকে বেতন বাবদ কর সংগ্রহ করত। এই মুক্তি বা ইটাদারগণের মতাে অন্যান্য উচ্চপদস্থ কিছু আধিকারিকগণ সুলতানদের শাসনকার্যে সাহায্য করত।
(খ) সুলতানি যুগের ভূমি ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা।
উত্তরঃ ভূমি ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অন্যান্য সুলতানগণের তুলনায় আলাউদ্দিন খিলজি অধিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি জমির পরিমাণের ওপর ভিত্তি করে কর নির্ধারণ করেছিলেন। উৎপন্ন সামগ্রীর এক-দ্বিতীয়াংশ কর হিসেবে গ্রহণ করতেন। সুলতানের অধীনস্থ শাসনকর্তাগণ ভূমির মাপ-জোখ করার সঙ্গে সঙ্গে সে-সবের হিসেবও অত্যন্ত সাবধানতার সঙ্গে রেখেছিলেন। কয়েকজন বয়স্ক ভূস্বামী কর-সংগ্রহকারী হিসেবেও কাজ করেছিলেন। তখনকার সময়ে তিন ধরনের কর আদায়ের ব্যবস্থা ছিল। উৎপন্ন শস্যের কর, গরু-মহিষ ইত্যাদির কর এবং বাড়ি-ঘরের কর। তােঘলক বংশের সুলতান মহম্মদ বিন তােঘলক তার সাম্রাজ্যের উর্বর জমির উপর বিশেষ কর আরােপ করেছিলেন বলে জানা যায়।
দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুস্থির রাখতে হলে বাজার নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। তাই আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণের জন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দিওয়ান-ই-রিয়াসত এবং ‘সাহান ই-মণ্ডি নামের দুজন আধিকারিকের ওপর বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল। এর ওপরেও তিনি বাজার ব্যবস্থায় নজর রাখার জন্য গুপ্তচরও নিয়ােগ করেছিলেন। তার সময়ে নতুন ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিদের নাম পঞ্জিভুক্ত করতে হত।
(গ) আলাউদ্দিন খিলজি কেন কোনাে ব্যক্তিকে নিজে খাদ্যসামগ্রী মজুত করতে অনুমতি দেননি ?
উত্তরঃ দেশের আবশ্যকীয়, খাদ্যসামগ্রীর মূল্য নিধারণ করে আলাউদ্দিন খিলজি সাধারণ প্রজাকে সাহায্য করতেন। তার আগে আর কোনাে সুলত নই এ ধরনের প্রজাহিতকর কার্য করেননি। খাদ্য-শস্য কর হিসেবে গ্রহণ করে রাজভাণ্ডারে জমা করার ব্যবস্থা ছিল। তিনি বাজার ব্যবস্থায় দুনীতি রােধ করতে চেয়েছিলেন। তাই তিনি কোনাে ব্যক্তিকে নিজে খাদ্যসামগ্রী মজুত করতে অনুমতি দেননি। তিনি বাজার দুর্নীতিতে লিপ্ত দোষী ব্যক্তিদের কঠোর শাস্তিও প্রদান করতেন।
(ঘ) আলাউদ্দিন খিলজির রাজত্বকালে নতুন করে ব্যবসা করতে চাওয়া ব্যক্তিকে নাম পঞ্জিভুক্ত করে ব্যবসা করতে হত- মতামত দাও।
উত্তরঃ আলাউদ্দিন খিলজির রাজত্বকালে নতুন করে ব্যবসা করতে চাওয়া ব্যক্তিকে নাম পুঞ্জিভুক্ত করে ব্যবসা করতে হত। এর কারণ এই যে তিনি জানতেন যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুস্থির রাখতে হলে বাজার নিয়ন্ত্রণ করটা অত্যন্ত জরুরি। তিনি বাজার ব্যবস্থায় নজর রাখার জন্য এই ব্যবস্থা নিয়েছিলেন। এই কাজ করার জন্য তিনি দুজন আধিকারিকের ওপর বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব ন্যক্ত করেছিলেন এবং গুপ্তচর ও নিয়ােগ করেছিলেন। এর থেকে আমরা এই বুঝতে পারি যে আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণের জন্য এবং বাজার ব্যবস্থায় দুর্নীতি রােধ করবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এইসব তিনি জনগণের কল্যাণের জন্য করেছিলেন।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। (ক) তুর্কি আক্রমণকারীদের মধ্যে কোন্ কোন্ সুলতানের নাম উল্লেখযােগ্য ?
উত্তরঃ তুর্কি আক্রমণকারীদের মধ্যে সুলতান মামুদ, মহম্মদ ঘােরি প্রমুখের নাম উল্লেখযােগ্য।
(খ) তুর্কি আক্রমণকারীদের উত্তর-পশ্চিম ভারত আক্রমণের ফল কী হয়েছিল ?
উত্তরঃ তুর্কি আক্রমণকারীদের উত্তর-পশ্চিম ভারত আক্রমণের ফলে সমগ্র উত্তর-পশ্চিম ভারত অস্থির ও দুর্বল হয়ে গিয়েছিল এবং ভারতীয় রাজ্যগুলাের মধ্যে শত্রুতা বৃদ্ধি পেয়েছিল।
(গ) তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? এই যুদ্ধে কে বিজয়ী হয়েছিল ?
উত্তরঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধ মহম্মদ ঘােরি এবং রাজা পৃথ্বিরাজের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মহম্মদ ঘেরি বিজয়ী হয়েছিল।
(ঘ) তুর্কি-আফগানদের উত্তর ভারত জয় করতে পারার মূলে কী ছিল ?
উত্তরঃ তুর্কি-আফগানদের উত্তর ভারত জয় করতে পারার মূলে ছিল উত্তর ভারতের রাজ্যগুলাের মধ্যে সম্মিলিত প্রচেষ্টার অভাব।
(ঙ) ভারতবর্ষের ইতিহাসে কোন্ সময়টিকে সুলতানি যুগ বলা হয় ?
উত্তরঃ ভারতবর্ষে তুর্কিগণ ১২০৬ খ্রিঃ থেকে ১৫২৬ খ্রিঃ পর্যন্ত তিনশাে বৎসরের বেশি সময় ধরে শাসন করেছিলেন। বেশ কয়টি সুলতানি রাজবংশের শাসন করার জন্য এই সময়কে সুলতানি যুগ বলা হয়।
(চ) কোন সুলতানের রাজত্বকালে দিল্লির সুলতানি শাসনের সম্প্রসারণ ঘটেছিল।
উত্তরঃ দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেকের রাজত্বকালে দিল্লির সুলতানি শাসনের সম্প্রসারণ ঘটেছিল।
(ছ) দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তরঃ দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ইলতুৎমিস ছিলেন।
(জ) দিল্লির বিখ্যাত কুতুবমিনার নির্মাণের কাজ কে আরম্ভ করেন ? এই মিনার নির্মাণের কাজ কার রাজত্বকালে সম্পূর্ণ হয় ?
উত্তরঃ দিল্লির বিখ্যাত কুতুব মিনার নির্মাণের কাজ আরম্ভ করেন সুলতান কুতুবউদ্দিন আইবেক।
এই মিনার নির্মাণের কাজ সম্পূর্ণ হয় ইলতুৎমিসের রাজত্বকালে।
(ঝ) দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম এবং একমাত্র মহিলার নাম কী ?
উত্তরঃ দিল্লির সিংহাসনে আরােহণকারী প্রথম এবং একমাত্র মহিলার নাম রাজিয়া সুলতানা।
(ঞ) দাস বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ দাস বংশের শেষ রাজা ছিলেন গিয়াসুদ্দিন বলবন।
(ট) গিয়াসুদ্দিন বলবনের রাজত্বকালে কোন্ পরিব্রাজক ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন ?
উত্তরঃ গিয়াসুদ্দিন বলবনের রাজত্বকালে প্রখ্যাত পরিব্রাজক মার্কো পােলাে ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন।
(ঠ) তােঘলক বংশের কোন সুলতানের শাসনকালে সবচেয়ে বেশি প্ৰজাহিতকর কাজ হয়েছিল ?
উত্তরঃ ফিরোজশাহ তােঘলকের শাসনকালে সবচেয়ে বেশি প্রজাহিতকর কাজ হয়েছিল।
(দ) মহম্মদ বিন ভােঘলক সম্পর্কে যা জান লেখাে।
উত্তরঃ সুলতানি যুগের তৃতীয় বংশটি হল তােঘলক বংশ। এই বংশের দ্বিতীয় সুলতান ছিলেন মহম্মদ বিন তেঘলক। তিনি প্রজার কল্যাণের জন্য অনেকগুলাে প্রকল্প করেছিলেন। তাঁর রাজত্বকালে মরক্কোর পর্যটক ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন। মহম্মদ বিন তােঘলকের পৃষ্ঠপােষকতায় দিল্লির বেগমপুরি মসজিদ নির্মাণ করা হয়েছিল।
(ধ) সৈয়দ বংশের দুই সুলতানের নাম লেখাে।
উত্তরঃ সৈয়দ বংশের দুই সুলতানের নাম- খিজির খাঁ এবং মােবারক গাই।
(ন) লােদি বংশের কোন সুলতান আগ্রায় নতুন রাজধানী নির্মাণ করেন ?
উত্তরঃ লােদি বংশের সুলতান সিকন্দর লােদি আগ্রায় নতুন রাজধানী নির্মাণ করেন।
(প) রাজ্য বিস্তারের উদ্দেশ্যে সুলতানগণ কী কী করেছিলেন ?
উত্তরঃ রাজ্য বিস্তারের উদ্দেশ্যে সুলতানগণ তাদের সাম্রাজ্যের আশেপাশে অঞ্চলগুলাে নিজের নিয়ন্ত্রণে এনেছিলেন। এবং সেই অঞ্চলগুলাের শাসনকর্তাদের তাদের বশ্যতা স্বীকারে বাধ্য করেছিলেন।
(ফ) সুলতানি যুগে কয় ধরনের কর আদায়ের ব্যবস্থা ছিল ?
উত্তরঃ সুলতানি যুগে তিন ধরনের কর আদায়ের ব্যবস্থা ছিল- উৎপন্ন আস্যের কর, গরু-মহিষ ইত্যাদির কর এবং বাড়ি-ঘরের কর।
(ব) আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণের জন্য দুজন আধিকারিকের ওপর বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব ন্যস্ত করেছিলেন।এই দুই আধিকারিকদের কী বলা হত ?
উত্তরঃ এই দুই আধিকারিকদের ‘দিওয়ান-ই-রিয়াসত’ এবং ‘সাহান-ই-মণ্ডি’ বলা হত।
প্রশ্ন ২। শূন্যস্থান পূর্ণ করো।
(ক) __________ এবং __________ ওপর ভিত্তি করে আলাউদ্দিন খিলজি কর আরােপ করেছিলেন।
উত্তরঃ জমির পরিমাণ, উৎপন্ন সামগ্রীর।
(খ) ভারতবর্ষে তুর্কিগণ __________ খ্রিঃ থেকে __________ খ্রিঃ পর্যন্ত তিনশাে বসরের বেশি সময় ধরে শাসন করেছিলেন।
উত্তরঃ ১২০৬, ১৫২৬
(গ) সুলতান কুতুবউদ্দিনের সেনাপতি __________ খিলজি ছিলেন।
উত্তরঃ মহম্মদ ইবন-বখতিয়ার।
(ঘ) ইবন বতুতার লেখা __________ থেকে আমরা ভারতবর্যের বিষয়ে অনেক কথা জানতে পারি।
উত্তরঃ সফরনামা।
(ঙ) লােদি বংশের সুলতানগণ __________ ছিলেন।
উত্তরঃ আফগান-পাঠান।
প্রশ্ন ৩। বাঁদিকে শব্দগুলাের সাথে ডানদিকে শব্দগুলাে মেলাও-
বাঁদিক | ডানদিক |
জালালউদ্দিন খিলজি | হজরত মহম্মদের কন্যার বংশধর |
তােঘলক বংশ | কুতুবমিনার |
সৈয়দ বংশের রাজাগণ | দাস বংশ |
ইলতুৎমিস | ইব্রাহিম লােদি |
লােদি বংশ | আলাউদ্দিন খিলজি |
দ্বিতীয় আলেকজাণ্ডার | রাজসভা |
উকিলই-দার | মালিক কাফুর |
রাজিয়া সুলতানা | সফরনামা |
উত্তরঃ
বাঁদিক | ডানদিক |
জালালউদ্দিন খিলজি | মালিক কাফুর |
তােঘলক বংশ | সফরনামা |
সৈয়দ বংশের রাজাগণ | হজরত মহম্মদের কন্যার বংশধর |
ইলতুৎমিস | কুতুবমিনার |
লােদি বংশ | ইব্রাহিম লােদি |
দ্বিতীয় আলেকজাণ্ডার | আলাউদ্দিন খিলজি |
উকিলই-দার | রাজসভা |
রাজিয়া সুলতানা | দাস বংশ |
প্রশ্ন ৪। শুদ্ধ উত্তর নির্ণয় করাে।
(ক) কুতুবউদ্দিন আইবেক/ ইলতুৎমিস দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন বলে জানা যায়।
উত্তরঃ ইলতুৎমিস।
(খ) ধর্ম সম্বন্ধীয় এবং ন্যায় বিভাগের আধিকারিককে বলা হত সদর-উস-সদুর/আরিজ-ই-মাবালিক।
উত্তরঃ সদর-উস-সদুর।
(গ) দিল্লির সুলতান এবং তুর্কি-আফগান আধিকারিকদের মধ্যে সদ্ভাব ছিল/ছিল না।
উত্তরঃ ছিল না।
(ঘ) রাজ্যের প্রধান মন্ত্রীর দপ্তরকে বলা হত ‘দিওয়ান-ই-উজারত’/ ‘আমির-ই-হবিব’।
উত্তরঃ “দিওয়ান-ই-উজারত।
(ঙ) আলাউদ্দিন খিলজি তার শাসনকালে সােনার/রূপার মুদ্রা প্রচলন করে তাতে নিজের নাম খােদাই করেছিলেন।
উত্তরঃ সােনার।
ক্রিয়াকলাপ-
প্রশ্ন ১। ভারতের ইতিহাসে মহম্মদ বিন-তােঘলককে কেন অদূরদর্শী সুলতান বলা হয় ?
উত্তরঃ তােঘলক বংশের সুলতান মহম্মদ-বিন-তােঘলক প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন করেছিলেন। তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। এই পরিবর্তনের ফলে সৈন্যবাহিনী থেকে শুরু করে উচ্চপদস্থ প্রশাসক, কর্মচারী, ব্যবসায়ী, আদালত এবং জনসংখ্যার কিছু অংশকেও নতুন রাজধানীতে স্থানান্তরিত হতে হয়েছিল। এছাড়াও তিনি সােনা-রূপার মুদ্রার পরিবর্তে ব্রোঞ্জের মুদ্রার প্রচলন করার নির্দেশ দিয়েছিলেন। সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন তথা নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি বিশেষ নজর দিয়েছিলেন। তবুও তার প্রকল্পগুলাে কার্যকর এবং ফলপ্রসূ হয়নি। তাকে দৌলতাবাদ থেকে তার রাজধানী আবার দিল্লিতে স্থানান্তরিত করতে হয়েছিল। বার বার রাজধানী স্থানান্তরিত করার ফলে প্রজারা তাকে সমাদর করত না। তাই তাকে অদূরদর্শী সুলতান বলা হয়।
প্রশ্ন ২। সুলতানি আমলে কোন্ কোন্ ধাতুর মুদ্রা ব্যবহার করা হয়েছিল ?
উত্তরঃ সুলতানি আমলে সােনা, রূপা ও ব্রোঞ্জের মুদ্রা ব্যবহার করা হয়েছিল।
প্রশ্ন ৩। আলাউদ্দিন খিলজি কোন মুদ্রায় নিজের নাম খােদাই করিয়েছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি বহু অঞ্চ ল সফলভাবে জয় করে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। তিনি নিজেকে দ্বিতীয় আলেকজাণ্ডার হিসেবে ঘােষণা করার জন্য সােনার মুদ্রা প্রচলন করে তাতে নিজের নাম খােদাই করেছিলেন।
প্রশ্ন ৪। রাজা ভগবান প্রেরিত দূত উক্তিটির তাৎপর্য পাঠের সাহায্যে ব্যাখ্যা করাে। (শিক্ষকের সাহায্যে)
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেদের শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিয়ে উক্ত ক্রিয়াকলাপটি করবে।
(ঙ) আয়কর, বিক্রির আমাদের দেশের দুরকমের কর। এ ধরনের আরও কী কী করের মাধ্যমে আমাদের দেশে রাজস্ব সংগ্রহ করা হয় ? শিক্ষকের সাথে আলােচনা করে একটি তালিকা প্রস্তুত করাে।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেদের শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিয়ে উক্ত ক্রিয়াকলাপটি করবে।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.