SEBA Class 5 Environment Chapter 3 অসমের সাংস্কৃতি Question Answer in Bengali provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. is made for SEBA Board students. We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and BUY PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.
SEBA Class 5 Environment Chapter 3 অসমের সাংস্কৃতি
Here we will provide you Bengali Medium SEBA Class 5 Environment Chapter 3 অসমের সাংস্কৃতি Textbook Question Answer absolutely free of cost. If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.
অসমের সাংস্কৃতি
অনুশীলনী প্রশ্নোত্তর:
১। উত্তর লেখো–
(ক) অসমে বসবাসকরী জনগোষ্ঠীর নাম ।
উত্তরঃ অসমে বসবাসকরী জনগোষ্ঠীদের মধ্য বড়ো, কছাড়ি, দেউরি, তিওয়া,গারো,ডিমাসা,মিসিং এবং রাভা ইত্যাদি উল্লেখযোগ্য।এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তের হিন্দি, বাংলা, নেপালি ইত্যাদি ভাষা-ভাষী লোকও অসমের বাসিন্দা।
(খ) কয়েকটি অলঙ্কারের নাম।
উত্তরঃ কয়েকটি অলঙ্কারের হল―কেরু, জুনবিরি, ঢোলবিরি,গমখারু, লুকাপার, খুপাফুল, কানফুল, গলপতা, আংটি, থুরিয়া, ডুগডুগি, নাকফুল ইত্যাদি।
(গ) তিনটি নৃত্যের নাম।
উত্তরঃ তিনটি নৃত্যের নাম হল―দেউরি নৃত্যে, ঝুমুর নৃত্যে, খেরাই নৃত্যে।
(ঘ) প্রাচীন কালে অসমে এসেছে এমন তিনটি জনগোষ্ঠীর নাম।
উত্তরঃ প্রাচীন কালে অসমে এসেছে এমন তিনটি জনগোষ্ঠীর নাম হল– অষ্ট্রিক, তিব্বতধর্মী ও ককেশীয়।
(ঙ) চাল থেকে তৈরি চারটি খাদ্যবস্তুর নাম লেখো ।
উত্তরঃ চাল থেকে তৈরি চারটি খাদ্যবস্তুর নাম হল– চিড়া, মুড়ি, হুরুম ও খৈ ।
প্রশ্ন ২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও–
‘ক’ | ‘খ’ |
বড়ো | রিগু রিজাম্ফাই |
ডিমাসা | পিনিকামফ্লাক |
কার্বি | মেখেলা |
অসমীয়া | দখনা |
উত্তরঃ
‘ক’ | ‘খ’ |
বড়ো | দখনা |
ডিমাসা | রিগু রিজাম্ফাই |
কার্বি | পিনিকামফ্লাক |
অসমীয়া | মেখেলা |
প্রশ্ন ৩। শূন্যস্থান পূর্ণ করো―
(ক) খেরাই পূজা ____দের পালিত উৎসব ।
উত্তরঃ বড়ো ।
(খ) কার্বিদের সবচেয়ে বড়ো উৎসব_____এবং ____।
উত্তরঃ রংকার এবং হেচ্ছা ।
(গ) মিসিংরা_____পালন করে।
উত্তরঃ আলি-আই-লিগাঙ ।
(ঘ) ডিমাসাদের বড়ো উৎসব হচ্ছে _____এবং_____।
উত্তরঃ রাজিনিগাব্রা এবং হানিগাব্রা ।
প্রশ্ন ৪। অসমীয়া সাংস্কৃতি বলতে কী বুঝ।
উত্তরঃ অসমে বসবাসকারী সব জাতি- জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সঙ্গীত-নৃত্য, আচার ব্যবহার, সাজ-পোশাক, অলংকার, বিবাহের পদ্ধতির সঙ্গে ধর্মীয় ধ্যান-ধারণার সমন্বয় সাধিত হয়ে গড়ে উঠেছে যে বৃহত্তর সংস্কৃতি, তাকেই বলে অসমীয়া সাংস্কৃতি । এই অসমীয়া সাংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের অবদান উল্লেখযোগ্য।এই মহাপুরুষের আবির্ভাবের পরই অসমিয়া জাতির গঠন প্রক্রিয়া অধিক সংহত এবং গতিশীল হয়ে ওঠে।
প্রশ্ন ৫। অসমীয়া সাংস্কৃতিতে অধিক শক্তিশালী রূপে কোন মহাপুরুষ গড়ে তুলেছেন?অসমীয়া সাংস্কৃতিতে উক্ত মহাপুরুষের অবদানসমূহ কী কী ?
উত্তরঃ অসমীয়া সাংস্কৃতিতে অধিক শক্তিশালী রূপে গড়ে তুলেছেন মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব।
অসমীয়া সাংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের অবদান অসীম।এই মহাপুরুষের আবির্ভাবের পরই অসমিয়া জাতির গঠন প্রক্রিয়া অধিক সংহত এবং গতিশীল হয়ে ওঠে।এই মহাপুরুষের আবদানের ফলেই অসমীয়া সমাজে এক শক্তিশালী অসমীয়া সাংস্কৃতি গড়ে ওঠে।
মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব ব্যতীত অসমীয়া সাংস্কৃতির কথা ভাবা যায় না।তিনি এক দিকে যেভাবে গীত-পদ,নাটক ইত্যাদির সৃষ্টি করেছেন তেমনি অন্যদিকে নিজস্ব উদ্ভাবনী দক্ষতার সাহায্য খোলা-তাল বা করতাল ইত্যাদির সৃষ্টি করে অসমিয়া সাংস্কৃতিকে এক স্বকীয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। শংকরদেব সৃষ্ট নামঘর এবং সত্ৰ অসমিয়া কৃষ্টির স্তম্ভস্বরূপ।তাঁর প্রবর্তিত সত্রীও নৃত্য সমগ্র ভারতে সম্মান লাভ করেছে।
Unit | সূচীপত্র | Link |
পাঠ – ১ | আমাদের পরিবেশ | Ans |
পাঠ – ২ | পরিস্থিতি তন্ত্র | Ans |
পাঠ – ৩ | অসমের সংস্কৃতি | Ans |
পাঠ – ৪ | প্রাকৃতিক সম্পদ | Ans |
পাঠ – ৫ | সম্পদ সংরক্ষণ | Ans |
পাঠ – ৬ | আবহাওয়া | Ans |
পাঠ – ৭ | আহারের প্রয়োজনীয়তা | Ans |
পাঠ – ৮ | জীবনধারণ প্রণালী | Ans |
পাঠ – ৯ | আমাদের সামাজিক সমস্যা | Ans |
পাঠ – ১০ | পরিবেশ প্রদূষণ | Ans |
পাঠ – ১১ | যাতায়াত | Ans |
পাঠ – ১২ | উদ্যোগ | Ans |
পাঠ – ১৩ | দুর্যোগ | Ans |
পাঠ – ১৪ | স্বাধীনতা আন্দোলনে অসমের ভূমিকা | Ans |
পাঠ – ১৫ | আমাদের সংবিধান | Ans |
পাঠ – ১৬ | গ্রাম পঞ্চায়েত | Ans |
পাঠ – ১৭ | আমাদের দেশ ভারতবর্ষ | Ans |
পাঠ – ১৮ | আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ | Ans |
প্রশ্ন ৬। সংক্ষিপ্ত টিকা লেখো–
(ক) উৎসব-অনুষ্ঠান।
(খ) বাদ্যযন্ত্র।
(গ) নৃত্য-গীত।
(ঘ) রীতি-নীতি।
উত্তরঃ (ক) উৎসব-অনুষ্ঠান :- বিহু অসম তথা অসমিয়া জাতীয় উৎসব। সেজন্য জাতি-ধর্ম নির্বিশেষে সব অসমীয়াই বিহু উৎসব পালন করেন। জাতীয় উৎসবের মাধ্যমেই জাতির সভ্যতা-সাংস্কৃতি প্রতিফলিত হয়।অসমের জাতীয় উৎসব বহু কৃষিভিত্তিক হওয়ার জন্য অসমের সব জনজাতি এই উৎসব পালন করেন।অবশ্য জনজাতিসমূহের কিছু নিজস্ব আলাদা রীতি-নীতি থাকে এবং বিহুগুলোও সামান্য আলাদাভাবে পালিত হয়। বড়োরা বৈশাগু এবং খেরাই পূজা পালন করেন।কার্বিরা রংকার এবং হেচ্ছা, মিসিংরা আলি-আই-লিগাঙ পালন করেন।ডিমাসাদের সবচেয়ে বড়ো উৎসব হচ্ছে রাজিনিগাব্রা এবং হানিগাব্রা । রাভরা বাইখো, দেউরিরা বৈশাগীত ইত্যাদি উৎসব পালন করেন । এই সব উৎসবেই কৃষির সঙ্গে জড়িত।এছাড়াও অসমে আরও কিছু ধর্মীয় এবং সামাজিক উৎসব পালন করা হয়।
অসমীয়ারা নৃত্য-গীতসমূহের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করেন।এই সব নৃত্য-গীতসমূহের সঙ্গে নানান ধরণের বাদ্যযন্ত্র যেমন ঢোল, পেঁপা,গগনা, টকা ইত্যাদি ব্যবহার করা হয়।অসমের প্রচলিত নৃত্য-গীতসমূহের মধ্যে জিকির,মহখেদা গীত,নাও খেলর গীত,বিহু গীত,হুঁচরি, দেউরি নৃত্য, খেরাই নৃত্য, দেওধানী নৃত্য ইত্যাদি প্রধান।
(খ) বাদ্যযন্ত্র :- অসমে প্রচলিত বিভিন্ন ধরনের নৃত্যগীতসমূহের সঙ্গে ঢোল,পেঁপা,গগনা, টকা,সূতলি,খোল,তাল,দূতোরা,বাঁশি, শিঙা, বীনা টোকারী ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়।
(গ) নৃত্য-গীত :- অসমের প্রচলিত নৃত্য-গীতসমূহের মধ্যে জিকির,মহখেদা গীত,নাও খেলর গীত,বিহু গীত,হুঁচরি, দেউরি নৃত্য, খেরাই নৃত্য, দেওধানী নৃত্য ইত্যাদি প্রধান। অসমিয়া সাংস্কৃতির আরও অন্য দুটি নৃত্য হল –পুতুলনাচ এবং ওজাপানি।পুতুলনাচের সাহায্যে রামায়ণ মহাভারতের কাহানী রূপায়ন করা হয়।ওজাপানিঅসমের প্রাচীনকালের নৃত্য-গীতের অনুষ্ঠান ।
(ঘ) রীতি-নীতি :- প্রাচীনকাল থেকেই সমাজে কিছু রীতি-নীতি প্রচলিত আছে। কিছু কাজ-কর্ম বা নিয়ম-নীতি অনেকদিন দিন থেকেই ধারাবাহিক ভাবে চলে আসছে।এই রীতি-নীতিগুলো সমাজকে শৃঙ্খলাবদ্ধ ভাবে চলতে সাহায্য করে।যেমন―বাড়িতে অতিথি এলে পান-সুপারি, চা-জলখাবার পরিবেশন করা, পরিবারের কর্তা সহ বড়োদের সম্মান করা,কার্তিক সংক্রান্তি বা কাটি বিহুতে তুলসীর বেদী এবং চাষের জমিতে প্রদীপ প্রজ্বলন ইত্যাদি।
প্রশ্ন ৭। একটি শরাইয়ের ছবি অঙ্কন করো।
উত্তরঃ
ক্রিয়াকলাপ
প্রশ্ন ১। তোমাদের নিজ নিজ অঞ্চলে কোন কোন জনগোষ্ঠীর লোক বাস করেন ?
উত্তরঃ আমাদের নিজ নিজ অঞ্চলে বাস করা বিভিন্ন জনগোষ্ঠীর লোক হল বড়ো, কছাড়ি,দেউরি, তিওয়া, গারো,ডিমাসা, মিসিং, রাভা ইত্যাদি।
প্রশ্ন ২। অন্যান্য ভাষায় কথা বলে এমন ছাত্র-ছাত্রী তোমাদের বিদ্যালয়ে আছে কি ?যদি থাকে, তবে তারা কোন ভাষায় কথা বলে ?
উত্তরঃ আমাদের বিদ্যালয়ে অন্যান্য ভাষায় কথা বলে এমন ছাত্র-ছাত্রী হল―হিন্দি, নেপালি ইত্যাদি ।
প্রশ্ন ৩। তোমাদের অঞ্চলে পারম্পরিকভাবে প্রচলিত কিছু রীতি-নীতির উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ প্রাচীনকাল থেকেই আমাদের সমাজ পারম্পরিকভাবে কিছু রীতি-নীতি পালন করা প্রচলন আছে।এই রীতি-নীতিগুলো আমাদের সমাজকে শৃঙ্খলাবদ্ধভাবে চলতে সাহায্য করেছে।যেমন―সকাল-সন্ধ্যে বাড়িতে ধূপ-ধুনো দিয়ে পূজা করা,বাড়িতে অতিথি এলে পান-সুপারি, চা-জলখাবার পরিবেশন করা, পরিবারের কর্তা সহ বড়োদের সম্মান করা, কার্তিক সংক্রান্তি বা কাটি বিহুতে তুলসীর বেদী এবং চাষের জমিতে প্রদীপ প্রজ্বলন ইত্যাদি।
প্রশ্ন ৪। তোমাদের অঞ্চলে কোন কোন ভাষার লোক আছে ?
উত্তরঃ আমাদের অঞ্চলে বিভিন্ন ভাষার লোক আছে যেমন―বাঙ্গালী, অসমিয়া, হিন্দি, নেপালি ইত্যাদি।
প্রশ্ন ৫।তোমাদের জানা দুটো বাংলা বা অসমিয়া গল্প বইয়ের নাম লেখো।
উত্তরঃ দুটো বাংলা গল্প বইয়ের নাম―ঠাকুমার ঝুলি এবং খীরের পুতুল।
প্রশ্ন ৬। তোমাদের অঞ্চলে বসবাসকারী কয়েকটি জনগোষ্ঠীর সাজ-পোশাক এবং অলঙ্কারের নাম লেখো
উত্তরঃ আমাদের অঞ্চলে বসবাসকারী কয়েকটি জনগোষ্ঠীর সাজ-পোশাকের নাম নিম্ন উল্লেখ করা হয়েছে ।
জনজাতি | মহিলার সাজ-পোশাক | পুরুষের সাজ-পোশাক |
(১) বোড়ো | (১) দখনা | (১) গামছা |
(২) মিসিং | (২) এগে গাছর,রিবি গাছেঙ,গের | (২) মিবু গালোক,গনসা ওগান টাঙলি ঠানা, টাগলা, ফাগা |
(৩) তিওয়া | (৩) ছুসকাই, ফাসকাই | (৩) রিছা,রিমছাউ, গাইনহাউ,পাগড়ি |
(৪) কার্বি | (৪) পিনিকাম ফ্লাক, পেকক,বাকক,চেলেঙ। | (৪) ছুয়হংফর,চেলেঙ |
কয়েকটি অলঙ্কারের নাম হল :– কেরু, জোনবিরি, ঢোলবিরি, গামখারু,লোকাপার,খোপাফুল,কানফুল,গলপতা,আংটি,থুরিয়া, ডুগডুগি, নাকফুল ইত্যাদি।
প্রশ্ন ৭। নিচের কোন গীতের সঙ্গে কী কী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় লেখো―
বিহুগীত | বরগীত | জিকির | লোকগীত |
উত্তরঃ
বিহুগীত | পেঁপা, ঢোল,বাঁশি,গগনা,শিঙা ইত্যাদি। |
বরগীত | বাঁশি খোল ইত্যাদি। |
জিকির | পেঁপা, ঢোল ইত্যাদি। |
লোকগীত | তাল,বীণা,ঢোল বাঁশি। |
প্রশ্ন ৮। তোমরা কী কী উৎসব পালন করো লেখো।
উত্তরঃ নিজে নিজে লিখতে হবে।যেমন―বিহু, দোল,দুর্গাপুজো, লক্ষ্মীপুজো,কালীপুজো,বড় দিন ঈদ ইত্যাদি ।
অতিরিক্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। অসমিয়া সাংস্কৃতিতে কার অবদান উল্লেখযোগ্য ?
উত্তরঃ অসমিয়া সাংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদান উল্লেখযোগ্য ।
প্রশ্ন ২। শঙ্করদেব প্রবর্তিত নৃত্যের নাম কী ?
উত্তরঃ শঙ্করদেব প্রবর্তিত নৃত্যের নাম সত্রীও নৃত্য।
প্রশ্ন ৩। অসমের স্থানিয় ভাষা কী ?
উত্তরঃ অসমের স্থানিয় ভাষা অসমিয়া ।
প্রশ্ন ৪। একটি জাতির সাজ-পোশাক কি বহন করে ?
উত্তরঃ একটি জাতির সাজ-পোশাক সেই জাতির সাংস্কৃতির পরিচয় বহন করে।
প্রশ্ন ৫।অসমে বসবাসকারি বিভিন্ন জনজাতির সাজ-পোশাক সাধারণ কী রঙের হয় ?
উত্তরঃ অসমে বসবাসকারি বিভিন্ন জনজাতির সাজ-পোশাক সাধাৰণত উজ্জ্বল রঙের হয়।
প্রশ্ন ৬। অসমিয়া সাংস্কৃতিতে কিসের গুরুত্ব অনেক বেশি ?
উত্তরঃ অসমিয়া সাংস্কৃতিতে অলঙ্কারের গুরুত্ব অনেক বেশি ।
প্রশ্ন ৭।অসমের জাতীয় উৎসবের নাম কী ?
উত্তরঃ অসমের জাতীয় উৎসবের নাম বিহু।
প্রশ্ন ৮। বোড়োরা কি পূজা পালন করে ?
উত্তরঃ বোড়োরা বৈশাগু এবং খেরাই পূজা পালন করে ।
প্রশ্ন ৯। ডিমাসাদের সবচেয়ে বড়ো উৎসব কী ?
উত্তরঃ ডিমাসাদের সবচেয়ে বড়ো উৎসবের নাম হচ্ছে রাজিনিগাব্রা এবং হানিগাব্রা ।
প্রশ্ন ১০।কোন নাচের সাহায্য রামায়ণ মহাভারতের কাহিনী রূপায়ন করা হয় ?
উত্তরঃ পুতুল নাচের সাহায্য রামায়ণ মহাভারতের কাহিনী রূপায়ন করা হয়।
প্রশ্ন ১১। পুতুল নাচের সাহায্য কি রূপায়ন করা হয় ?
উত্তরঃ পুতুল নাচের সাহায্য রামায়ণ মহাভারতের কাহিনী রূপায়ন করা হয়।
প্রশ্ন ১২। অসমের প্রাকৃতিক বাতাবরণ কিসের জন্য উপযোগী ?
উত্তরঃ অসমের প্রাকৃতিক বাতাবরণ ধান চাষের জন্য উপযোগী ।
প্রশ্ন ১৩। অসমের মানুষের প্রদান খাদ্য কী ?
উত্তরঃ অসমের মানুষের প্রদান খাদ্য হচ্ছে ভাত।
প্রশ্ন ১৪। অসমের মানুষ চাল থেকে কি কি খাদ্যবস্তু প্রস্তুত করে ?
উত্তরঃ অসমের মানুষ চাল থেকে চিড়া, মুড়ি, খৈ, হুরুম, সন্দেশ,করাই গুড়ি, কুমল চাউল, তিল পিঠা, খিলা পিঠা ইত্যাদি প্রস্তুত করে ।
প্রশ্ন ১৫। শূন্যস্থান পূর্ন করো―
(ক) শঙ্করদেব____ও____সৃষ্টি করেছেন।
উত্তরঃ গীত-পদ, নাটক।
(খ) শঙ্করদেব সৃষ্ট ____এবং____অসমিয়া কৃষ্টির স্তম্ভস্বরূপ।
উত্তরঃ নামঘর,সত্ৰ।
(গ) অসমিয়া ভাষার বিভিন্ন জনজাতিয়____শব্দ মিশ্রিত আছে।
উত্তরঃ ভাষাসমূহের।
(ঘ) সাধারণত অসমের মহিলারা____, _____ইত্যাদি পরিধান করেন।
উত্তরঃ রিহা, মেখেলা-চাদর।
প্রশ্ন ১৬। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও―
‘ক’ | ‘খ’ |
দখনা | ঠানা, টাগলা,ফাগা |
এগে গাছর, রিবি গাছেঙ ,গের | গামছা |
ছুসকাই, ফাসকাই | ছুয়হংকর,চেলেঙ |
রিগু রিজাম্ফাই,রিখাউছা জিসু | মিবু গালোক,গনসা, ওগান,টঙালি |
পিনিকাম ফ্লাক, পেকক, বাকক | রিছা,রিম ছাউ, গাইন থাউ,পাগড়ি |
উত্তরঃ
‘ক’ | ‘খ’ |
দখনা | গামছা |
এগে গাছর, রিবি গাছেঙ ,গের | মিবু গালোক,গনসা, ওগান |
ছুসকাই, ফাসকাই | ঠানা, টাগলা,ফাগা রিছা,রিম ছাউ, |
রিগু রিজাম্ফাই,রিখাউছা জিসু | মিবু গালোক,গনসা, ওগান,টঙালি |
পিনিকাম ফ্লাক, পেকক, বাকক | গাইন থাউ, পাগড়ি, ছয়হংফর, চেলেঙ |
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.