SEBA Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ, in Bengali Medium Students will find the Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali, Class 9 Social Science Objective Types Question Answer very useful for exam preparation. Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 9 Social Science Important Notes in Bengali, Class 9 Social Science MCQ and Short Types Question Answer in Bengali by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
SEBA Class 9 Social Science MCQ Chapter 7 বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ
NCERT Class 9 Social Science Multiple Choice Notes in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 9 Social Science MCQ Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 9 Social Science Objective Types Suggestion in Bengali, MCQ Questions for Class 9 Social Science with answers pdf in Bengali, will be able to solve all the doubts of the students. Class IX Social Science MCQ Question Answer in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the HSLC Class 9 Social Science MCQ Textbooks Solution in Bengali are present on Roy Library’s website in a systematic order.
বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ
দ্বিতীয় খণ্ড (ভূগোল)
বহুবিকল্পী প্রশ্নোত্তর
1. ওজোন গ্যাসের স্তর কোথায় অবস্থিত?
(ক) ট্রপোস্ফিয়ার।
(খ) স্ট্রেটোস্ফিয়ার।
(গ) মেসোস্ফিয়র।
(ঘ) থার্মোস্ফিয়র।
Ans: (খ) স্ট্রেটোস্ফিয়ার।
2. বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কতটুকু অক্সিজেন থাকে?
(ক) ২০.৯৪ শতাংশ।
(খ) ২৯.০১ শতাংশ।
(গ) ৩২.৪৭ শতাংশ।
(ঘ) ৭৮.০৮ শতাংশ।
Ans: (ক) ২০.৯৪ শতাংশ।
3. বায়ুপ্রবাহের মূল কারণ হচ্ছে ________।
(ক) আর্দ্রতার তারতম্য।
(খ) চাপের তারতম্য।
(গ) মাধ্যাকর্ষণ শক্তি।
(ঘ) অপকেন্দ্রিক বল।
Ans: (খ) চাপের তারতম্য।
4. বাতাসের গতিবেগ নির্ণয় করার যন্ত্রটি হল ________।
(ক) উউণ্ডো ভ্যান।
(খ) এনিমোমিটার।
(গ) বিউফোর্টস্কেল।
(ঘ) হাইড্রোমিটার।
Ans: (খ) এনিমোমিটার।
5. বাতাসের গতিবেগের একক হল _________।
(ক) নট।
(খ) মিলিবার।
(গ) শতাংশ।
(ঘ) ডিগ্রি।
Ans: (ক) নট।
6. মৌসুমী বায়ু নীচের কোন শ্রেণীর অন্তর্গত?
(ক) স্থানীয় বাতাস।
(খ) প্রাথমিক বাতাস।
(গ) গৌণ বাতাস।
(ঘ) নিয়মিত বাতাস।
Ans: (গ) গৌণ বাতাস।
7. প্রাচ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলের ঘূর্ণীবায়ুর নাম হল ________।
(ক) সাইক্লোন।
(খ) হ্যারিকেন।
(গ) উইলী উইলী।
(ঘ) টাইফুন।
Ans. (ঘ) টাইফুন।
8. বায়ুর ঘনত্ব বাড়লে এর চাপ _________।
(ক) কমে।
(খ) বাড়ে।
(গ) একই থাকে।
(ঘ) উপরের একটিও নয়।
Ans: (খ) বাড়ে।
9. মেসোস্ফিয়র এবং থার্মোস্ফয়রের মধ্যের সীমাকে ________ বলা হয়।
(ক) ট্রপোপোজ।
(খ) ষ্ট্ৰেটোপোজ।
(গ) মেসোপোজ।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) মেসোপোজ।
10. স্ট্রেটোস্ফিয়রের স্তরটি _________ শক্ত।
(ক) ৫০ কিঃ মিঃ।
(খ) ৩০ কিঃ মিঃ।
(গ) ৪০ কিঃ মিঃ।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) ৪০ কিঃ মিঃ।
11. উলম্বভাবে বায়ুমণ্ডলের উত্তাপ হ্রাস প্রাপ্ত স্তর গুলি হচ্ছে _________।
(ক) ষ্ট্রেটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার।
(খ) থার্মোস্ফিয়ার এবং ট্রলোস্ফিয়ের।
(গ) মেসোস্ফিয়ের এবং ট্রপোস্ফিয়ের।
(ঘ) মেক্সোস্ফিয়ের এবং থার্মস্ফিয়ের।
Ans: (গ) মেসোস্ফিয়ের এবং ট্রপোস্ফিয়ের।
12. অশ্ব অক্ষ্যাংশের বিস্তৃতি হচ্ছে _________।
(ক) ৫০°-৬০° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।
(খ) ৫০°-১০০° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।
(গ) ২৫°-৩৫° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।
(ঘ) উপরের একটিও নয়।
Ans: (গ) ২৫°-৩৫° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ।
13. হোমোস্ফিয়ারের উলগ্ন বিস্তৃতি হচ্ছে _________।
(ক) ৮০ কিঃ মিঃ।
(খ) ১০০ কিঃ মিঃ।
(গ) ১৩০ কিঃ মিঃ।
(ঘ) ২০০ কিঃ মিঃ।
Ans: (ক) ৮০ কিঃ মিঃ।
14. কোন শক্তির জন্য বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠের গায়ে লেগে আছে?
(ক) মহাকর্ষণ।
(খ) মাধ্যাকর্ষণ।
(গ) অপকেন্দ্রিক।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) মাধ্যাকর্ষণ।
15. গ্যাসসমূহের রাসায়নিক গঠনের উপর নির্ভর করে ভাগ করা বায়ুমণ্ডলের একটি স্তর হচ্ছে।
(ক) ট্রপোস্ফিয়ার।
(খ) স্ট্রেটোস্ফিয়ার।
(গ) থার্মোস্ফিয়ার।
(ঘ) একটিও নয়।
Ans: (ঘ) একটিও নয়।
16. বায়ুমণ্ডলে আর্গন আয়তন হিসাবে আছে।
(ক) ৭৮.০৮%
(খ) ২০.১৪%
(গ) ০.৯৩%
(ঘ) ০.০৩%
Ans: (গ) ০.৯৩%
17. হেটেরোস্ফিয়েরের নিম্ন সীমার নাম ________।
(ক) ট্রপোপোজ।
(খ) ষ্টেটোপজ।
(গ) মেসোপজ।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) মেসোপজ।
S.L. NO. | সূচী-পত্ৰ |
প্রথম খণ্ড | ইতিহাস |
পাঠ -১ | ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন |
পাঠ -২ | ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন |
পাঠ -৩ | মোয়ামরীয়া গণবিদ্ৰোহ |
পাঠ -৪ | মানের অসম আক্রমণ |
পাঠ -৫ | অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি |
দ্বিতীয় খণ্ড | ভূগোল |
পাঠ -৬ | ভূ-পৃষ্ঠের পরিবর্তন |
পাঠ -৭ | বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ |
পাঠ -৮ | ভারতবর্ষের ভূগোল |
পাঠ -৯ | অসমের ভূগোল |
তৃতীয় খণ্ড | ৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান |
পাঠ -১০ | ভারতের রাজনৈতিক দল |
পাঠ -১১ | সরকারের প্রকার বা শ্রেণী বিভাগ |
পাঠ -১২ | অর্থনীতির মৌলিক বিষয়সমূহ |
পাঠ -১৩ | মূল অর্থনৈতিক সমস্যাসমূহ |
18. বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম _________।
(ক) বেরোমিটার।
(খ) থার্মোমিটার।
(গ) হাইড্রোমিটার।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) বেরোমিটার।
19. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ গড় হিসাবে প্রতিবর্গ সেঃমিঃ এ প্রায় _________।
(ক) ৫ কিঃগ্রাঃ।
(খ) ১ কিঃগ্রাঃ।
(গ) ১.৫ কিঃগ্ৰাঃ।
(ঘ) ২ কিঃগ্রাঃ।
Ans: (খ) ১ কিঃগ্রাঃ।
20. অক্সিজেন স্তর থেকে হিলিয়াম স্তরের উচ্চতা প্রায় ________।
(ক) ৮০ কিঃ মিঃ।
(খ) ২০০ কিঃ মিঃ।
(গ) ৩৫৪০ কিঃ মিঃ।
(ঘ) ০০০০০ কিঃমিঃ।
Ans: (গ) ৩৫৪০ কিঃ মিঃ।
21. আমাদের চারপাশ _________ দ্বারা আবৃত।
(ক) বায়ু দ্বারা।
(খ) জলদ্বারা।
(গ) গ্যাস দ্বারা।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) বায়ু দ্বারা।
22. উপরিভাগের _________ বিতবন এবং সঞ্চালনায় সাহায্য করে।
(ক) তাপ শক্তির।
(খ) আলো শক্তির।
(গ) বায়ু শক্তির।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) তাপ শক্তির।
23. _________ র জন্য পৃথিবীতে বৃষ্টি হয়।
(ক) বায়ুমণ্ডল।
(খ) আলো শক্তির।
(গ) মেঘ।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) বায়ুমণ্ডল।
24. বায়ুমণ্ডল প্রায় _________ কিঃ মিঃ উচ্চতা পর্যন্ত বিস্তারিত হয়ে আছে।
(ক) ৮,০০০ কিঃ মিঃ।
(খ) ২,০০০ কিঃ মিঃ।
(গ) ৩,৫৪০ কিঃ মিঃ।
(ঘ) ১০,০০০ কিঃ মিঃ।
Ans: (ঘ) ১০,০০০ কিঃ মিঃ।
25. নাইট্রোজেন একপ্রকার _________গ্যাস।
(ক) সক্রিয়।
(খ) নিষ্ক্রিয়।
(গ) উভধর্মী।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) নিষ্ক্রিয়।
26. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তরটিই হচ্ছে _________।
(ক) থার্মোস্ফিয়ার।
(খ) হিটারোস্ফিয়ার।
(গ) ট্রপোস্ফিয়ার।
(ঘ) স্ট্রেটোস্ফিয়ার।
Ans: (গ) ট্রপোস্ফিয়ার।
27. ট্রপোস্ফিয়ের এবং ট্রেটোস্ফিয়েরের মধ্যের সীমাকে________ বলে।
(ক) ট্রপোপোজ।
(খ) ষ্ট্ৰেটোপজ।
(গ) ষ্ট্ৰেটোতোজ।
(ঘ) থার্মোপজ।
Ans: (ক) ট্রপোপোজ।
29. ঘনত্ব কমলে বায়ুর চাপ ________।
(ক) বাড়ে।
(খ) কমে।
(গ) একই থাকে।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) কমে।
29. আৰ্দ্ৰবায়ু থেকে শুষ্ক বায়ুর চাপ _________।
(ক) কম।
(খ) বেশি।
(গ) সমান।
(ঘ) নাই।
Ans: (খ) বেশি।
30. পৃথিবীর দুই মেরুতে বায়ুর চাপ _________।
(ক) কম।
(খ) অধিক।
(গ) সমান।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) অধিক।
31. বায়ু ________দিকে গতি করে।
(ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপে।
(খ) নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে।
(গ) নিম্নচাপ থেকে নিম্নচাপে।
(ঘ) উচ্চচাপ থেকে উচ্চচাপে।
Ans: (ক) উচ্চ চাপ থেকে নিম্নচাপে।
32. এক স্থানের বায়ু প্রকারে প্রভাব বিস্তার করা প্রধান শক্তিগুলির একটি হল _________।
(ক) বিদ্যুৎ শক্তি।
(খ) আলোক শক্তি।
(গ) মাধ্যাকর্ষণ শক্তি।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) মাধ্যাকর্ষণ শক্তি।
33. একটি স্থানের চাপের মান বেশি হলে বায়ুর গতি বেগ ________।
(ক) একই থাকে।
(খ) বৃদ্ধি পায়।
(গ) হ্রাস পায়।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) বৃদ্ধি পায়।
34. এক স্থান থেকে অন্য একতি স্থানে প্রবাহিত বায়ুর গতি মাধ্যকর্ষণ শক্তির ফলে কিরকম হয়।
(ক) সরল বৈধিক।
(খ) কিছুটা বক্রাকার।
(গ) বৃত্তকার।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) কিছুটা বক্রাকার।
35. কর্ষণ শক্তি বাতাসের গতিবেগে _________।
(ক) ক্রিয়া করেনা।
(খ) ধনাত্মকভাবে ক্রিয়া করে।
(গ) ঋণাত্মকভাৱে ক্রিয়া করে।
(ঘ) একটিও নয়।
Ans: (গ) ঋণাত্মকভাৱে ক্রিয়া করে।
36. বাতাসের সঠিক দিক নির্ণয় করা যন্ত্রটির নাম _________।
(ক) উইণ্ডোভ্যান।
(খ) এনিমোমিটার।
(গ) বিউফোর্টস্কেল।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) উইণ্ডোভ্যান।
37. প্রাথমিক বায়ুপ্রবাহের অন্তর্গত একরকমের বায়ু হল _________।
(ক) বাণিজ্য বায়ু।
(খ) মৌসমী বায়ু।
(গ) উপত্যকা বায়ু ।
(ঘ) একটিও নয়।
Ans: (ক) বাণিজ্য বায়ু।
38. চক্রবাত একধরনের _________।
(ক) প্রাথমিক বায়ুপ্রবাহ।
(খ) গৌণ বায়ু প্রবাহ।
(গ) স্থানীয় বায়ু প্রবাহ।
(ঘ) একটিও নয়।
Ans: (খ) গৌণ বায়ু প্রবাহ।
39. জলবায়ু বাড়ে _________।
(ক) দিনের বেলা জলভাগ থেকে স্থলভাগে।
(খ) রাতের বেলা জলভাগ থেকে স্থলভাগে।
(গ) দিনের স্থলভাগ থেকে জলভাগে।
(ঘ) রাতের বেলা স্থলভাগ থেকে জলভাগে।
Ans: (ক) দিনের বেলা জলভাগ থেকে স্থলভাগে।
40. আমাদের চারপাশ বায়ু দ্বারা আবৃত আছে নাই।
Ans: আছে।
41. বায়ুমণ্ডল/সূর্যের আলোর জন্যই পৃথিবীতে বৃষ্টি হয়।
Ans: বায়ুমণ্ডলের জন্য।
42. নাইট্রোজেন একধরণের সক্রিয়/নিষ্ক্রিয় গ্যাস।
Ans: নিষ্ক্রিয় গ্যাস।
43. ঘনত্ব কমলে বায়ুর চাপ বাড়ে / কমে।
Ans: কমে।
44. পৃথিবীর দুই মেরুতে বায়ুর চাপ কম/বেশি।
Ans: বেশি।
45. আৰ্দ্ৰবায়ু থেকে শুষ্ক বায়ুর চাপ কম/বেশি।
Ans: বেশি।
46. মেরুদেশিয় উচ্চচাপ মণ্ডলের বায়ুতে জলীয় বাষ্প অধিক/থাকেনা।
Ans: থাকেনা।
47. দুটি জায়গার মধ্যের চাপের পার্থক্য বেশি হলে বায়ু প্রবাহের গতিবেগ বেশি/কম হয়।
Ans: বেশি হয়।
48. বায়ুমণ্ডলের চাপ বা ওজন মূলত অপকেন্দ্রিক/মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভরশীল।
Ans: মাধ্যাকর্ষণ শক্তির।
49. বাণিজ্য বায়ু / পশ্চিমী বায়ু বেশী পরিবর্তনশীল।
Ans: পশ্চিমী বায়ু।
50. প্রতীপ ঘূর্ণীবায়ুর কেন্দ্রে চাপ সর্বোচ্চ সর্বনিম্ন হয়।
Ans: সর্বোচ্চ হয়।
51. প্রতীপ ঘূর্ণীবায়র ফলে আবহাওয়ার পরিবর্তন কম/বেছি হয়।
Ans: কম হয়।
52. জলবায়ু দিনে / রাতে বাড়ে।
Ans: দিনে।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
53. পৃথিবীপৃষ্ঠে কয়টি চাপবলয় আছে?
Ans: চারটি।
54. ভূ-পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উপরে তোলে হিসাবে গড় উত্তাপ হ্রাস হয়।
Ans: প্রতি কিঃ মিঃ উচ্চতায় ৬.৫০ সেলসিয়াস।
55. সাগর পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত ধরা হয়?
Ans: প্রতি বর্গ সেঃমিঃএ প্রায় ১ কিঃগ্রাঃ।
56. কিসের জন্য বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে?
Ans: মাধ্যাকর্ষণ শক্তির জন্যে।
57. হেটেরোস্ফিয়ারে গ্যাসসমূহের রাসায়নিক গঠন এক না আলাদা আলাদা?
Ans: আলাদা আলাদা।
58. কোন গ্যাস অতিবেগুণী রশ্মি শোষণ করে?
Ans: ওজোন গ্যাস।
59. বায়ুমণ্ডলের কোনটি স্তরে ওজোন গ্যাস আছে?
Ans: হেটেরোস্ফিয়েরে।
60. মেসোসস্ফিয়েরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
Ans: এই স্তরে উচ্চতা বাড়লে উত্তাপ কমতে শুরু করে।
61. হেটেরোস্ফিয়েরের নিম্নসীমা কী?
Ans: মেসোপোজ।
62. সাগরপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Ans: ২৯.৯২ ইঞ্চি বা ৭৬০ মিঃ মিঃ পারাস্তম্ভ।
63. মেসোস্ফিয়েরের উলম্ব বিস্তৃতি কত?
Ans: ৩০ কিঃ মিঃ।
64. বায়ুমণ্ডলে ক’ত শতাংশ অক্সিজেন আছে?
Ans: 20.৯৪ শতাংশ।
65. বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিঃ মিঃ হলে এক ‘নট’ হয়?
Ans: ১.৮৫৪ কিঃ মিঃ।
66. বিষুব অঞ্চলে উষ্ণতা কেন সর্বাধিক হয়।
Ans: সূর্যরশ্মি লম্বভাবে পড়ার জন্য।
67. পশ্চিমী বায়ু কোন দিকে থেকে প্রবাহিত হয়?
Ans: পশ্চিম দিক থেকে।
68. বাতাসের গতিবেগের একক কী?
Ans: নট। (Knot)
69. অশ্ব অক্ষাংশের অক্ষাংশ বিস্তৃতি কত?
Ans: দুটি গোলার্ধের ৩০° র থেকে ৩৫° অক্ষাংশের মধ্যে।
70. বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিঃ মিঃ হ’লে এক নট হয়।
Ans: ১.৮৫৪ কিঃ মিঃ।
71. ঘুর্ণী বায়ুর আরেকটি নাম কী?
Ans: চক্রবাত।
72. ক্রান্তীয় ঘূর্ণীবায়ুর উৎপত্তি কোন ঋতুতে হয়?
Ans: গ্রীস্মকালে।
73. বায়ুমণ্ডল কাকে বলে?
Ans: পৃথিবীপৃষ্ঠ থেকে উপর পর্যন্ত প্রসারিত হয়ে পৃথিবীর চারপাশে বায়ুর যে গ্যাসীয় আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে।
74. ওজোন গ্যাস জীব-জগতক কিভাবে রক্ষা করছে?
Ans: সূর্যের অতি বেগুনী রশ্মি জীব-জগতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই রশ্মি ওজোন গ্যাস শোষণ করে জীবজগতকে রক্ষা করছে।
75. বায়ুমণ্ডলের কত শতাংশ ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিঃ মিঃ ভিতরে আছে।
Ans: প্রায় ৯৭ শতাংশ।
76. হোমোস্ফিয়ারে বায়ুমণ্ডলের গ্যাসগুলোর বিশেষ গুণ কী?
Ans: এতে গ্যাসগুলোর রাসায়নিক গঠন প্রায় একহ হয়।
77. হোমোস্ফিয়েরের উচ্চতা কত?
Ans: ৮০ কিঃ মিঃ।
78. বায়ুমণ্ডলে নাইট্রোজেন কত শতাংশ আছে?
Ans: ৭৮.০৮ শতাংশ।
79. ভূ-পৃষ্ঠ থেকে প্রতি কিঃ মিঃ উচ্চাতায় গড়ে কতখানি বায়ুমণ্ডলের উত্তাপ হ্রাস পায়?
Ans: ৬.৪ সেন্টিগ্রেড।
80. বিষুবীয় এবং মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা কত?
Ans: বিষুবিয় অঞ্চলে ১৬ কিঃ মিঃ, মেরু অঞ্চলে ১০ কিঃ মিঃ।
81. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার ক্রিয়াকলাপ সংঘটিত হয়।
Ans: ট্রপোস্ফিয়েরে।
82. ট্রপোস্ফিয়েরর নিম্ন এবং উচ্চভাগের তাপ কত?
Ans: নিম্নভাগে ৬০° সেন্টিগ্রেড, উচ্চভাগে ০° সেণ্টিগ্রেড।
83. থার্মোস্ফিয়েরে কত পর্যন্ত উত্তাপ বৃদ্ধি পায়?
Ans: ১৬৫০° সেন্টিগ্রেড পর্যন্ত।
84. প্ৰতি ৯৮০ ফুট উচ্চতাতে বায়ুর চাপ কি হারে কমে?
Ans: ১ ইঞ্চি বা ৩৪ মিলিবার হারে কমে।
85. কোন অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলা হয়?
Ans: উপক্রান্তীয় অঞ্চলটিকে।
86. কোরিওলিস বলের মান বিষুব এবং মেরু অঞ্চলে কি রকম হয়।
Ans: বিষুব অঞ্চলে শূণ্য এবং মেরুতে সর্বোচ্চ হয়।
87. কোরিওলিস বলে উত্তর গোলার্ধেয় বাতাসকে কি দিকে বিক্ষেপিত করে।
Ans: ঘড়িৰ কাটাৰ দিকে ডানদিকে।
88. ঘর্ষণ শক্তির ফলে বাতাসের কি কি পরিবর্তন হয়?
Ans: ঘর্ষণ শক্তির হ্রাস-বৃদ্ধির জন্য বাতাসের গতিবেগের হ্রাস-বৃদ্ধি হয় এবং তাতে বাতাসের দিকের ও কিছু পরিবর্তন হয়।
89. দুটি স্থানের মধ্যের দূরত্ব বেশি হলে বায়ুপ্রবাহের গতিবেগ হয়।
Ans: কম।
90. প্রতীপ ঘূর্ণী বাতাসের চাপ এবং বায়ু প্রবাহের ঘূর্ণীবায়ুর ________।
Ans: বিপরীত।
We Hope the given MCQ Questions for Class 9 Social Science With Answer in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Social Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.