Class 10 Social Science MCQ Chapter 2 মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Social Science MCQ Chapter 2 মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, in Bengali Medium Students will find the SEBA Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali very useful for exam preparation. Class 10 Social Science Important Notes in Bengali, Class 10 Social Science MCQ Chapter 2 মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 10 Social Science Objective types Question Answer in Bengali, Class 10 Social Science MCQ and Short Type Question Answer by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board Social Science MCQ Chapter 2 মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 10 Social Science MCQ Chapter 2 মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম

NCERT Class 10 Social Science Multiple Choice Notes in Bengali, Class 10 Social Science Objective Types Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 10 Social Science MCQ Solution in Bengali, he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA MCQ Questions for Class 10 Social Science with answers pdf, will be able to solve all the doubts of the students. SEBA Class X Social Science MCQ Suggestion in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA Board HSLC Class 10 Social Science MCQ in Bengali Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. ১৯১৭ সনে কোন ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়েছিল?

(a) গৌরবময় বিপ্লব

(b) ফরাসী বিপ্লব।

(c) রুশ বিপ্লব।

(d) সবুজ বিপ্লব।

উত্তরঃ (c) রুশ বিপ্লব।

2. ____ তারিখে গুজরাটের পোরবন্দর নামক স্থানে একটি স্বচ্ছল পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল।

(a) ১৮৫৯ সনের ২ অক্টোবর।

(b) ১৮৬৯ সনের ২ অক্টোবর।

(c) ১৮৭৯ সনের ২ অক্টোবর।

(d) ১৮৭১ সনের ২ অক্টোবর।

উত্তরঃ (b) ১৮৬৯ সনের ২ অক্টোবর।

3. মহাত্মা গান্ধী ______ এ দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলন আরম্ভ করেছিলেন?

(a) ১৮৮৩ সনে।

(b) ১৮৯০ সনে।

(c) ১৮৯১ সনে।

(d) ১৮৯৩ সনে।

উত্তরঃ (d) ১৮৯৩ সনে।

4. মহাত্মা গান্ধী ____ এ ব্যারিষ্টার (Barister-at-law) উপাধি নিয়ে ভারতে এসেছিলেন।

(a) ১৮৮১ সনে।

(b) ১৮৮৯ সনে

(c) ১৮৯১ সনে।

(d) একটিও নয়।

উত্তরঃ (c) ১৮৯১ সনে।

5. ‘নাটাল ইণ্ডিয়ান কংগ্রেস’ নামক রাজনৈতিক সংগঠনটি গড়ে তোলেন_____।

(a) মহাত্মা গান্ধী।

(b) সুভাষ বসু।

(c) এলেন অক্টেভিয়ান হিউম।

(d) রাসবিহারী বসু।

উত্তরঃ (a) মহাত্মা গান্ধী।

6. সত্যাগ্রহের কৌশল গান্ধী ____ এ সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন।

(a) দক্ষিণ আফ্রিকা।

(b) গুজরাট।

(c) চম্পারণে।

(d) একটিও নয়।

উত্তরঃ (a) দক্ষিণ আফ্রিকা।

7. _____ শব্দটি গান্ধীজী দক্ষিণ আফ্রিকায় প্রথম ব্যবহার করতে আরম্ভ করেছিলেন।

(a) সত্যাগ্রহ।

(b) গুজরাট।

(c) চম্পারণে।

(d) একটিও নয়।

উত্তরঃ (a) সত্যাগ্রহ।

8. সত্যাগ্রহের ভিত্তি হল_____।

(a) অহিংসা।

(b) স্বরাজ।

(c) সত্য।

(d) আগ্রহ।

উত্তরঃ (a) অহিংসা।

9. উত্তর প্রদেশের চৌরিচৌরার ঘটনা সংঘটিত হয়েছিল ______।

(a) ১৯১২ সনের ৫ ফেব্রুয়ারি।

(b) ১৯১৭ সনের ৫ ফেব্রুয়ারি।

(c) ১৯২২ সনের ৫ ফেব্রুয়ারি।

(d) ১৯৩২ সনের ৫ ফেব্রুয়ারি।

উত্তরঃ (c) ১৯২২ সনের ৫ ফেব্রুয়ারি।

10. ব্রিটিশ সরকার ১৯১৯ সনে ______ আইন প্রণয়ন করেছিল।

(a) রাওলাট আইন।

(b) ভারত শাসন আইন।

(c) সান্ধ্য আইন।

(d) ইণ্ডিয়ান রিলিফ এ্যাক্ট বা আইন।

উত্তরঃ (a) রাওলাট আইন।

11. ১৯১৯ সনের ৬ এপ্রিল হরতাল কার্যসূচীর মাধ্যমে _____ আন্দোলন আরম্ভ হয়েছিল।

(a) সত্যাগ্রহ বা অহিংস।

(b) ভারত ত্যাগ।

(c) অসহযোগ।

(d) স্বদেশী।

উত্তরঃ (a) সত্যাগ্রহ বা অহিংস।

S.L. No.CONTENTS
প্রথম খণ্ড : ইতিহাস
1বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল
2মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম
3অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ
4ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ
5ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য
দ্বিতীয় খণ্ড : ভূগোল
6অর্থনৈতিক ভূগোলঃ বিষয়বস্তু এবং সস্পদ
7পরিবেশ এবং পরিবেশের সমস্যা
8পৃথিবীর ভূগোল
9অসমের ভূগোল
তৃতীয় খণ্ড : রাজনীতি বিজ্ঞান
10রাজনীতি বিজ্ঞান
11আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য
অর্থনীতি বিজ্ঞান
12মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা
13অর্থনৈতিক উন্নয়ন

12. ____ কাছারী ত্যাগ করা উকিলদের পরিবারের ভরণ-পোষণের জন্য বার্ষিক এক লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

(a) মহাত্মা গান্ধী।

(b) ব্রিটিশ ভাইসরয়।

(c) শেঠ যমনালাল বাজাজ।

(d) বাল গঙ্গাধর তিলক।

উত্তরঃ (c) শেঠ যমনালাল বাজাজ।

13. সবরমতী আশ্রম এবং ডাণ্ডির মধ্যের দূরত্ব______  কিঃ মিঃ।

(a) ২১৫ কিঃ মিঃ।

(b) ৩১৫ কিঃ মিঃ।

(c) ৩৬৫ কিঃ মিঃ।

(d) ৩৮৫ কিঃ মিঃ।

উত্তরঃ (d) ৩৮৫ কিঃ মিঃ।

14. সবরমতী আশ্রম _____ এ অবস্থিত।

(a) অসমে।

(b) বিহারে।

(c) রাজস্থানে।

(d) গুজরাটে।

উত্তরঃ (d) গুজরাটে।

15. অনুগামী সহ গান্ধীর আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ডাণ্ডি নামক গ্রামের দিকে যাত্রার শুরু হয়েছিল_____।

(a) ১৯৩০ সনের ১২ মার্চ।

(b) ১৯৩০ সনের ১৭ মার্চ।

(c) ১৯৩১ সনের ২ মার্চ।

(d) ১৯৩১ সনের ১২ মার্চ।

উত্তরঃ (a) ১৯৩০ সনের ১২ মার্চ।

16. ‘খুদাই খিদমদগারস’ আন্দোলনটি চালিয়ে নিচ্ছিলেন ______।

(a) খান আব্দুল গফুর খান।

(b) মহম্মদ আলি জিন্না।

(c) ক্যাপ্টেন সোহান সিং।

(d) তুরস্কের রাষ্ট্রপ্রধান খলিফা।

উত্তরঃ (a) খান আব্দুল গফুর খান।

17. সীমান্ত গান্ধী নামে বিখ্যাত______।

(a) খান আব্দুল গফুর খান।

(b) মহম্মদ আলি জিন্না।

(c) তুরস্কের রাষ্ট্রপ্রধান খলিফা।

(d) একটিও নয়।

উত্তরঃ (a) খান আব্দুল গফুর খান।

18. ঐতিহাসিক গান্ধী-আরউইন চুক্তি সম্পন্ন হয় _______।

(a) ১৯৩০ সনের ১৫ মার্চ।

(b) ১৯৩০ সনের ২৫ মার্চ।

(c) ১৯৩১ সনের ৫ মার্চ।

(d) ১৯৩১ সনের ২৫ মার্চ।

উত্তরঃ (c) ১৯৩১ সনের ৫ মার্চ।

19. গান্ধীজী ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ শ্লোগান দিয়েছিলেন আন্দোলনের সময়______I

(a) সত্যাগ্রহ বা অহিংসা।

(b) ভারত ত্যাগ।

(c) অসহযোগ।

(d) আইন অমান্য।

উত্তরঃ (b) ভারত ত্যাগ।

20. ______ সনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক লণ্ডনে অনুষ্ঠিত হয়।

(a) ১৯১৩ সনে।

(b) ১৯২৩ সনে।

(c) ১৯৩১ সনে।

(d) একটিও নয়।

উত্তরঃ (c) ১৯৩১ সনে।

21. ______ কংগ্রেস থেকে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র প্রতিনিধি হিসাবে যোগদান করেছিলেন।

(a) সীমান্ত গান্ধী।

(b) মহাত্মা গান্ধী।

(c) এ্যানি বেসান্ত।

(d) একটিও নয়।

উত্তরঃ (b) মহাত্মা গান্ধী।

22. ১৯৩২ সনে সাম্প্রদায়িক বিভাজন ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম______।

(a) ক্লিমেট এ্যাটলি।

(b) টনি ব্লেয়ার।

(c) রামসে ম্যাকডোনাল্ড।

(d) উইনষ্টন চার্চিল।

উত্তরঃ (c) রামসে ম্যাকডোনাল্ড।

23. মুসলিম লীগ ‘মুক্তি দিবস’ হিসাবে পালন কবে _____।

(a) ১৯৩৯ সনের ২২ ডিসেম্বর।

(b) ১৯৩৮ সনের ২২ ডিসেম্বর।

(c) ১৯৩৮ সনের ২ ডিসেম্বর।

(d) ১৯৩৮ সনের ১২ ডিসেম্বর।

উত্তরঃ (a) ১৯৩৯ সনের ২২ ডিসেম্বর।

24. ব্রিটিশ ভাইসরয় লর্ড ওয়াভেল বিখ্যাত ‘আগষ্ট প্রস্তাব’ (August Offer) ঘোষণা করেন_____।

(a) ১৯৩০ সনের আগষ্টে।

(b) ১৯৩৭ সনের আগষ্টে।

(c) ১৯৪০ সনের আগষ্টে।

(d) ১৯৪৭ সনের আগষ্টে।

উত্তরঃ (c) ১৯৪০ সনের আগষ্টে।

25. ‘আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ এই বিখ্যাত বাণীটি _____এর।

(a) সীমান্ত গান্ধী।

(b) মহাত্মা গান্ধী।

(c) এ্যানি বেসান্ত।

(d) সুভাষচন্দ্র বসু।

উত্তরঃ (d) সুভাষচন্দ্র বসু।

26. ‘দিল্লী চলো সত্যাগ্রহ’ তথা আন্দোলনে প্রথম গ্রেপ্তার বরণ করা সত্যাগ্রহী ছিলেন _____।

(a) মহাত্মা গান্ধী।

(b) আচার্য বিনোবা ভাবে।

(c) সুভাষচন্দ্র বসু।

(d) একজনও না।

উত্তরঃ (b) আচার্য বিনোবা ভাবে।

27. নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ত্যাগ আন্দোলনের আরম্ভণি কয়েছিল _____ এ।

(a) ১৯৪০ সনের আগষ্ট মাসে।

(b) ১৯৪০ সনের জুন মাসে।

(c) ১৯৪২ সনের আগষ্ট মাসে।

(d) ১৯৪৭ সনের আগষ্ট মাসে।

উত্তরঃ (c) ১৯৪২ সনের আগষ্ট মাসে।

28. রাওলাট আইন বলবৎ করা হয়েছিল_____।

(a) ১৯১৪ সনের ৪ এপ্রিল থেকে।

(b) ১৯১৯ সনের ১৮ মার্চ থেকে।

(c) ১৯৪২ সনের ২৬ জানুয়ারি থেকে।

(d) ১৯৪৭ সনের ১৫ আগষ্ট থেকে।

উত্তরঃ (b) ১৯১৯ সনের ১৮ মার্চ থেকে।

29. ১৯৪২ সনের মার্চ মাসে বিদেশবাসী ভারতীয়দের নিয়ে টোকিও একটি সভায়_____ গঠন করা হয়েছিল।

(a) ভারতীয় স্বতন্ত্র লীগ।

(b) আজাদ হিন্দ।

(c) মুসলিম লীগ।

(d) ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মি।

উত্তরঃ (a) ভারতীয় স্বতন্ত্র লীগ।

30. ____ তারিখ, সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারতের প্রাদেশিক সরকার (যাকে আজাদ হিন্দ সরকার ও বলা হয়) গঠন করে ব্রিটিশ মুক্ত ভারত গঠনের সংকল্প গ্রহণ করে।

(a) ১৯৪০ সনের ১১ অক্টোবর।

(b) ১৯৪১ সনের ২১ অক্টোবর।

(c) ১৯৪২ সনের ১ অক্টোবর।

(d) ১৯৪৩ সনের ২১ অক্টোবর।

উত্তরঃ (d) ১৯৪৩ সনের ২১ অক্টোবর।

31. মুসলিম লীগ পাকিস্তানকে সাকার রূপে পাবার জন্য ‘প্রত্যক্ষ দাবী দিবস’ (Direct Action Day) পালন করে _____ তারিখে।

(a) ১৯৪৫ সনের ১৪ আগষ্ট।

(b) ১৯৪৬ সনের ১৬ আগষ্ট।

(c) ১৯৪৭ সনের ১০ আগষ্ট।

(d) ১৯৪৭ সনের ১৪ আগষ্ট।

উত্তরঃ (b) ১৯৪৬ সনের ১৬ আগষ্ট।

32. দেশের জন্য পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের ____ অধিবেশনে।

(a) ১৯২০ সনে কলকাতায়।

(b) ১৯২৯ সনে লাহোরে।

(c) ১৯৩১ সনে করাচীতে।

(d) ওপরের একটিও নয়।

উত্তরঃ (b) ১৯২৯ সনে লাহোরে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

33. গান্ধীজী নিজের রাজনৈতিক জীবন কোথায় আরম্ভ করেণ?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকাতে।

34. চম্পারণ সত্যাগ্রহ কোন সনে হয়েছিল?

উত্তরঃ ১৯১৭ সনে।

35. কোন সনে রাওলাট আইন গৃহীত হয়?

উত্তরঃ ১৯১৯ সনে।

36. অসহযোগ মানে কি বোঝায়?

উত্তরঃ ইংরাজদের সঙ্গে সমস্ত ধরণের কাজ-কর্মে অসহযোগ করাইছিল অসহযোগ নীতি বা অসহযোগ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য।

37. খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ কর।

উত্তরঃ মৌলানা মহম্মদ আলি, শওকত আলি।

38. কে, কত সনে সবরমতী আশ্রম গঠন করেছিলেন?

উত্তরঃ মহাত্মা গান্ধী ১৯১৫ সনে সবরমতী আশ্রম গঠন করেণ।

39. কত সনে ব্রিটিশ সংসদ সাইমন কমিশনকে ভারতে পাঠিয়েছিল?

উত্তরঃ ১৯২৭ সনে।

40. নেহরু রিপোর্টের প্রধান কর্ণধার কে ছিলেন?

উত্তরঃ নেহরু রিপোর্টের প্রধান খনিকর ছিলেন মতিলাল নেহরু।

41. ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয়?

উত্তরঃ খান আব্দুল গফুর খান।

42. বাংলাদেশের পূর্ব নাম কি ছিল?

উত্তরঃ পূর্ব পাকিস্তান।

43. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সনে আরম্ভ হয়?

উত্তরঃ ১৯৩৯ সনে।

44. আগষ্ট প্রস্তাব কে জারি করেণ?

উত্তরঃ লর্ড লিনথিগো।

45. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেণ?

উত্তরঃ সুভাষচন্দ্র বসু।

46. মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়?

উত্তরঃ ১৯৪৭ সনের ৩ জুন।

47. ১৯৪৪ সনে ভারতের কোথায় আজাদ হিন্দ ফৌজ ভারতের পতাকা উত্তোলন করে?

উত্তরঃ কোহিমায়।

48. মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম কি ছিল?

উত্তরঃ মোহন দাস করমচাঁদ গান্ধী।

49. অসহযোগ আন্দোলন কোন সন থেকে কোন সন অবধি চলেছিল?

উত্তরঃ ১৯২০ সন থেকে ১৯২২ সন পর্যন্ত।

50. খিলাফৎ সমিতি গঠনের উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ ইসলামের আধ্যাত্মিক গুরু খলিফাকে পূর্বের মর্যাদায় ফিরিয়ে আনা।

51. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ জওহরলাল নেহরু।

52. স্যার জন সাইমন কবে ভারতে এসেছিলেন?

উত্তরঃ ১৯২৮ সনে।

53. গান্ধী-আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়?

উত্তরঃ ১৯৩১ সনের ৫ মার্চ।

54. স্বতন্ত্র লীগের জন্ম কোথায় এবং কবে হয়েছিল?

উত্তরঃ ১৯৪২ সনের মার্চ মাসে টোকিওতে।

55. ভারতে ক্যাবিনেট মিশন কবে আসে?

উত্তরঃ ১৯৪৬ সনে।

56. বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ ১৯৭১ সনের মার্চ মাসে।

57. পাকিস্তানের প্রথম গভর্ণর জেনারেল ছিলেন?

উত্তরঃ মহম্মদ আলি জিন্না।

58. আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সুভাষচন্দ্র বসু।

59. রবীন্দ্রনাথ ঠাকুর কেন ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন?

উত্তরঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেণ।

60. বাল গঙ্গাধর তিলকের মৃত্যুদিনে মহাত্মা গান্ধী কি আরম্ভ করেছিলেন?

উত্তরঃ অসহযোগ আন্দোলন।

61. কোন দুটি রাজনৈতিক দল ভারত ত্যাগ আন্দোলন নাকচ করে?

উত্তরঃ কমিউনিষ্ট দল, মুসলিম লীগ।

62. ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম কী?

উত্তরঃ র‍্যাক্লিফ লাইন।

63. ক্যাবিনেট মিশন প্রকল্পের সদস্য কে কে ছিলেন?

উত্তরঃ লর্ড পেট্রিক লরেন্স, স্যার ষ্ট্যাফার্ড ক্রিপস এবং এ. বি. আলেকজেণ্ডার।

64. কোন সনে গান্ধীজী অসহযোগ আন্দোলন স্থগিত রাখেন?

উত্তরঃ ১৯২২ সনে।

65. ‘ডাণ্ডি যাত্রা’ কি?

উত্তরঃ ১৯৩০ সনে গান্ধীজীর ‘লবণ’ সত্যাগ্রহ’র মাধ্যমে আইন অমান্য আন্দোলন আরম্ভ হয়েছিল। এটাকেই ডাণ্ডি যাত্রা বলা হয়।

66. স্বাধীন ভারতের প্রথম গভর্ণর জেনারেল কে?

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

67. কার কার নেতৃত্বে ভারতে খিলাফৎ আন্দোলনের সূচনা হয়েছিল?

উত্তরঃ মৌলানা শওকত আলি, মহম্মদ আলি এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে।

68. কবে ভারত থেকে ব্রিটিশ রাজত্বের অবসান হয়?

উত্তরঃ ১৯৪৭ সনের ১৫ আগষ্ট।

69. আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন কবে আরম্ভ হয়েছিল?

উত্তরঃ ১৯৩০ সনের মার্চে।

70. গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

71. সুভাষচন্দ্র বসু মহিলাদের নিয়ে যে সেনাবাহিনী গঠন করেছিলেন তার নাম কি?

উত্তরঃ ঝাঁসির রাণী রেজিমেন্ট।

72. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজী স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব বহনের জন্য এগিয়ে এসেছিলেন?

উত্তরঃ রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজী অনশনের পর স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব বহন করার জন্য আকর্ষিত হয়েছিলেন।

73. কোন সনে লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজর প্রস্তাব গ্রহণ করেছিল?

উত্তরঃ ১৯২৯ সনে।

74. ‘ইণ্ডিয়ান ইণ্ডিপেণ্ডেল লীগ’ কে গড়ে তুলেছিলেন?

উত্তরঃ রাসবিহারী বসু।

75. গান্ধীজীরে সত্যাগ্রহের ধারণা কার রচনার দ্বারা প্রভাবিত হয়েছিল?

উত্তরঃ লিও টলস্টয় এবং থরোর রচনার দ্বারা।

76. সত্যাগ্রহের কৌশল গান্ধীজী কোন দেশে সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকায়।

77. চৌরিচৌরার ঘটনা কবে সংঘটিত হয়?

উত্তরঃ ১৯২২ সনের ৫ ফেব্রুয়ারি।

78. মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষণা করা হয়?

উত্তরঃ ১৯৪৭ সনের ৩ জুন।

79. পূর্ণ স্বরাজের দাবী কংগ্রেসের কোন অধিবেশনে উত্থাপন করা হয়েছিল।

উত্তরঃ ১৯২৯ সনে লাহোরে জওহরলাল নেহরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে।

80. অসহযোগ আন্দোলনের নেতিবাচক দিক কি ছিল?

উত্তরঃ বিধানমণ্ডল, আদালত এবং সরকারী শিক্ষানুষ্ঠান— এই তিনটি বর্জন কার্যকে অসহযোগ আন্দোলনের নেতিবাচক দিক বলা যায়।

81. অসহযোগ আন্দোলন কত সন থেকে কত সন চলেছিল?

উত্তরঃ ১৯২০ সন থেকে ১৯২২ সন পর্যন্ত।

82. মুসলমানের জন্য আলাদা গৃহভূমির দাবি কে এবং কোথায় উত্থাপন করেণ?

উত্তরঃ মুসলিম লীগের লাহোর অধিবেশনে ১৯৪০ সনের মার্চ মাসে জিন্না তার সভাপতির ভাষণে দ্বিজাতি তত্ত্বের উপর গুরুত্ব আরোপ করে মুসলমানদের জন্য আলাদা গৃহভূমির দাবী উত্থাপন করেণ।

We Hope the given MCQ Questions for Class 10 Social Science With Answer will help you. If you Have any Regarding, Class 10 Social Science Multiple Choice Question and Answer, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top