SEBA Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল, in Bengali Medium Students will find the SEBA Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali very useful for exam preparation. Class 10 Social Science Important Notes in Bengali, Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 10 Social Science Objective types Question Answer in Bengali, Class 10 Social Science MCQ and Short Type Question Answer by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
SEBA Class 10 Social Science MCQ Chapter 9 অসমের ভূগোল
NCERT Class 10 Social Science Multiple Choice Notes in Bengali, Class 10 Social Science Objective Types Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 10 Social Science MCQ Solution in Bengali, he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA MCQ Questions for Class 10 Social Science with answers pdf, will be able to solve all the doubts of the students. SEBA Class X Social Science MCQ Suggestion in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA Board HSLC Class 10 Social Science MCQ in Bengali Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.
অসমের ভূগোল
বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ
1. অসম রাজ্য এর পশ্চিম দিকর ভূখণ্ডের দ্বারা _____ র সাথে সংলগ্ন হয়ে আছে।
(a) ত্রিপরা।
(b) বাংলাদেশ।
(c) পশ্চিমবঙ্গ।
(d) মণিপুর।
Ans. (c) পশ্চিমবঙ্গ।
2. অসমের উত্তর দিকে পরিবেষ্টিত থাকা বিদেশী রাষ্ট্র টি _____।
(a) চীন।
(b) ভূটান।
(c) ম্যানমার।
(d) নেপাল।
Ans. (b) ভূটান।
3. অসমের দক্ষিণে থাকা বিদেশী রাষ্ট্র _____।
(a) বাংলাদেশ।
(b) ম্যানমার।
(c) ত্রিপুরা।
(d) শ্রীলংকা।
Ans. (a) বাংলাদেশ।
4. অসম ভারতবর্ষের মোট আয়তনের ____ শতাংশ দখল করে আছে।
(a) ২.১ শতাংশ।
(b) ২.২ শতাংশ।
(c) ২.৩ শতাংশ।
(d) ২.৪ শতাংশ।
Ans. (d) ২.৪ শতাংশ।
5. ২০১১ সনের তথ্যমতে, অসমের মোট জনসংখ্যার প্রায় _____ শতাংশ লোক গ্রামে বাস করে।
(a) ৮৮ শতাংশ।
(b) ৮৭.৯০ শতাংশ।
(c) ৮৬.৯০ শতাংশ।
(d) ৮৫.৯০ শতাংশ।
Ans. (d) ৮৫.৯০ শতাংশ।
6. অসমের সবচেয়ে জনবহুল শহর ____।
(a) ধুবড়ী।
(b) গুয়াহাটী।
(c) ডিব্ৰুগড়।
(d) শিলচর।
Ans. (b) গুয়াহাটী।
7. অসমের ৬ টি দ্বিতীয় শ্রেণীর শহরের মধ্যে সবচেয়ে জনবহুল শহর হচ্ছে ____।
(a) ধুবড়ী।
(b) শিলচর।
(c) ডিফু।
(d) তেজপুর।
Ans. (a) ধুবড়ী।
8. ১৯০০ সনে অসমের জনসংখ্যা ছিল ভারতের জনসংখ্যার _____ শতাংশ।
(a) ১.৩ শতাংশ।
(b) ১.১৮ শতাংশ।
(c) ১.৩৮ শতাংশ।
(d) ১.৫৮ শতাংশ।
Ans. (c) ১.৩৮ শতাংশ।
S.L. No. | CONTENTS |
প্রথম খণ্ড : ইতিহাস | |
1 | বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল |
2 | মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম |
3 | অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ |
4 | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ |
5 | ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য |
দ্বিতীয় খণ্ড : ভূগোল | |
6 | অর্থনৈতিক ভূগোলঃ বিষয়বস্তু এবং সস্পদ |
7 | পরিবেশ এবং পরিবেশের সমস্যা |
8 | পৃথিবীর ভূগোল |
9 | অসমের ভূগোল |
তৃতীয় খণ্ড : রাজনীতি বিজ্ঞান | |
10 | রাজনীতি বিজ্ঞান |
11 | আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য |
অর্থনীতি বিজ্ঞান | |
12 | মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা |
13 | অর্থনৈতিক উন্নয়ন |
9. কুড়ি শতকের শুরুরদিকে ১৯০১ সনে অসমে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিঃ মিঃ এ _____ জন।
(a) ৩৬ জন।
(b) ৪২ জন।
(c) ৫৫ জন।
(d) ৫৮ জন।
Ans. (b) ৪২ জন।
10. ২০১১ সনে অসমে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ _____ জন।
(a) ১৯৮ জন।
(b) ২৮৮ জন।
(c) ৩০৮ জন।
(d) ৩৯৮ জন।
Ans. (d) ৩৯৮ জন।
11. ব্রহ্মপুত্র উপত্যকায় অসমের মোট জনসংখ্যার কত অংশ লোকে বাস করে।
(a) ৬৫ শতাংশ।
(b) ৭৫ শতাংশ।
(c) ৮৫ শতাংশ।
(d) ৯৫ শতাংশ।
Ans. (c) ৮৫ শতাংশ।
12. ২০১১ সনের তথ্যমতে, অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ এ ____ জন।
(a) ১৫০২ জন।
(b) ১২২০ জন।
(c) ১১০২ জন।
(d) ১০০৮ জন।
Ans. (a) ১৫০২ জন।
13. বরাক উপত্যকায় অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক বাস করে ____।
(a) ২৫ শতাংশ।
(b) ২১ শতাংশ।
(c) ১৮ শতাংশ।
(d) ১১ শতাংশ।
Ans. (d) ১১ শতাংশ।
14. ২০১১ সনের তথ্যমতে, অসমের বরাক উপত্যকায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ এ ____ জন।
(a) ৫২৫ জন।
(b) ৫৪৫ জন।
(c) ৬৬৭ জন।
(d) ৬৮৮ জন।
Ans. (b) ৫৪৫ জন।
15. ২০১১ সনের তথ্যমতে, অসনের মধ্যে অধিক জনসংখ্যার জিলা হিসাবে স্বীকৃত জিলা হচ্ছে ____।
(a) ধুবড়ী।
(b) নগাঁও।
(c) কামরূপ মহানগর।
(d) বঙাইগাঁও।
Ans. (b) নগাঁও।
16. ২০১১ সনের তথ্যমতে, অসমের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার জিলা হিসাবে স্বীকৃত জিলাটি ____।
(a) কাৰ্বি আংলং।
(b) ডিমা হাসাও।
(c) হাইলাকান্দি।
(d) ধেমাজী।
Ans. (b) ডিমা হাসাও।
17. ২০১১ সনের তথ্যমতে, অসমের মধ্যে সবচেয়ে বেশি ঘন বসতিপূর্ণ জিলা বলে বিবেচিত কামরূপ (মেট্রো) জিলাটিত জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ____।
(a) প্রতি বর্গ কিঃ মিঃ এ ১০১০ জন।
(b) প্রতি বর্গ কিঃ মিঃ এ ২০১০ জন।
(c) প্রতি বর্গ কিঃ মিঃ এ ২০২১ জন।
(d) প্রতি বর্গ কিঃ মিঃ এ ২০৩০ জন।
Ans. (b) প্রতি বর্গ কিঃ মিঃ এ ২০১০ জন।
18. অসমে আগত প্রথম জনগোষ্ঠী ছিল _____।
(a) অষ্ট্রিক।
(b) মঙ্গোলিয়।
(c) মিসিং।
(d) বড়ো।
Ans. (a) অষ্ট্রিক।
19. জনসংখ্যার ভিত্তিতে অসমের দ্বিতীয় বৃহৎ জনজাতি হচ্ছে ____।
(a) বড়ো।
(b) মিসিং।
(c) কাৰ্বি।
(d) রাভা।
Ans. (b) মিসিং।
20. জনসংখ্যার দিক দিয়ে অসমের বৃহৎ জনজাতি হচ্ছে ____।
(a) বড়ো।
(b) মিসিং।
(c) রাভা।
(d) কাৰ্বি।
Ans. (a) বড়ে।
21. জেমি নাগারা আমাসের কোন স্থানে বাস করে?
(a) ডিমা হাসাও জিলায়।
(b) কোকরাঝার জিলায়।
(c) কার্বি আংলং জিলায়।
(d) করিমগঞ্জ জিলায়।
Ans. (a) ডিমা হাসাও জিলায়।
22. আসনে বর্তমানে বাস করা কলিতা, কায়স্থ, বাহ্মণ ইত্যাদি অজনজাতীয় জাতির লোকরা _____ জনগোষ্ঠীর।
(a) অষ্ট্ৰিক।
(b) ককেশিয় জনগোষ্ঠীর।
(c) মঙ্গোলীয় জনগোষ্ঠীর।
(d) একটিও নয়।
Ans. (b) ককেশিয় জনগোষ্ঠীর।
23. অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় বসতি বিস্তার করে বৈদিক সভ্যতা এবং সংস্কৃতির ভিত্তি স্থাপন করা জনগোষ্ঠীর হচ্ছে ____।
(a) অষ্ট্ৰিক।
(b) ককেশিয়।
(c) মঙ্গোলীয়।
(d) আহোম।
Ans. (b) ককেশিয়।
24. প্রায় তের শতাব্দীর শুরুতে মহম্মদ বিন বখ্তিয়াব খিলজির নেতৃত্বে অসমে প্রবেশ করা ইসলাম ধর্মাবলম্বী লোকরা কোন মূলের?
(a) সিন্ধু-আর্যমূলের।
(b) সিন্ধু-দ্রাবিড় মূলের।
(c) ইঙ্গো-আর্যমূলের।
(d) একটিও নায়।
Ans. (a) সিন্ধু-আর্মমূলের।
25. ১২২৮ খ্রীষ্টাব্দে কার নেতৃত্বে উত্তর ম্যানমারের সান মালভূমি থেকে পাটকাই পর্বত পার হয়ে আহোমরা আসামে আসে?
(a) লেংদনের নেতৃত্বে।
(b) চ্যু-কা-ফার নেতৃত্বে।
(c) লাচিতের নেতৃত্বে।
(d) একটিও নয়।
Ans. (b) চ্যু-কা-ফার নেতৃত্বে।
26. জনসংখ্যার হিসাবে অসমে কোন ধর্মাবলম্বী
লোকের সংখ্যা বেশি?
(a) মুসলমান ধর্মাবলম্বী।
(b) হিন্দু।
(c) খ্ৰীষ্টান।
(d) একটিও নয়।
Ans. (b) হিন্দু।
27. অসমের পথ পরিবহণ ব্যবস্থার মধ্যে মোট কত প্রকারের পথ আছে।
(a) সাত প্রকারের।
(b) ছয় প্রকারের।
(c) পাঁচ প্রকারের।
(d) চার প্রকারের।
Ans. (a) সাত প্রকারের।
28. অসমের রেল পরিবহণ ব্যবস্থার দায়িত্বে থাকা রেল মণ্ডলটি ____।
(a) মধ্য রেল মণ্ডল।
(b) উত্তর-পূর্ব সীমান্ত রেল মণ্ডল।
(c) দক্ষিণ-পশ্চিম সীমান্ত রেল মণ্ডল।
(d) দক্ষিণ-পূর্ব সীমান্ত রেল মণ্ডল।
Ans. (b) উত্তর-পূর্ব সীমান্ত রেল মণ্ডল।
29. উত্তর-পূর্ব সীমান্ত রেল মণ্ডলের মুখ্য কার্যালয় ____ অবস্থিত।
(a) গোরক্ষপুর।
(b) চেন্নাইতে।
(c) গুয়াহাটীর মালিগাঁও।
(d) নতুন দিল্লী।
Ans. (c) গুয়াহাটীর মালিগাঁও।
30. ভারতের মোট জলসম্পদের কত শতাংশ অসমে জলপথ সৃষ্টি করেছে ___।
(a) প্রায় ২২ শতাংশ।
(b) প্রায় ৩০ শতাংশ।
(c) প্রায় ৩২ শতাংশ।
(d) প্রায় ৪২ শতাংশ।
Ans. (c) প্রায় ৩২ শতাংশ।
31. ব্রহ্মপুত্রের নাব্য জলপথটির দৈর্ঘ্য ____।
(a) ৮৭১ কিঃ মিঃ।
(b) ৮৯১ কিঃ মিঃ।
(c) ৮৯৫ কিঃ মিঃ।
(d) ৮৯৭ কিঃ মিঃ।
Ans. (b) ৮৯১ কিঃ মিঃ।
32. বরাকের নাব্য জলপথের দৈর্ঘ্য ___।
(a) ২৭১ কিঃ মিঃ।
(b) ২৬১ কিঃ মিঃ।
(c) ১৫৫ কিঃ মিঃ।
(d) ১২১ কিঃ মিঃ।
Ans. (d) ১২১ কিঃ মিঃ।
33. ভারত সরকার দ্বারা ২০১৩ সনে দেশের ষষ্ঠ রাষ্ট্রীয় জলপথ হিসাবে স্বীকৃত নাৰ্য্য জলপথ হল ____।
(a) ব্রহ্মপুত্রের নাব্য জলপথ।
(b) বরাকের নাব্য জলপথ।
(c) সুবনশিরির নাব্য জলপথ।
(d) একটিও নয়।
Ans. (b) বরাকের নাব্য জলপথ।
34. ভারত সরকার ১৯৯৮ সনে বিদেশের দ্বিতীয় রাষ্ট্রীয় জলপথ হিসাবে স্বীকৃত নাব্য জলপথ ____।
(a) ব্রহ্মপুত্রের নাব্য জলপথ।
(b) বরাকের নাব্য জলপথ।
(c) সুবনশিরির নাব্য জলপথ।
(d) গঙ্গার নাব্য জলপথ।
Ans. (a) ব্রহ্মপুত্রের নাব্য জলপথ।
35. ২০০৯-১০ সনের তথ্য মতে, অসমের মোট আয়তনের শতাংশ ___ মাটিতে চাষ করা হয়েচে।
(a) প্রায় ৩০ শতাংশ।
(b) প্রায় ৩৫ শতাংশ।
(c) প্রায় ৪০ শতাংশ।
(d) প্রায় ৪৫ শতাংশ।
Ans. (b) প্রায় ৩৫ শতাংশ।
36. ভারতের রাজ্যিক বন প্রতিবেদনের ২০১১ সনের তথ্য মতে, অসমের মোট আয়তন ____ শতাংশ বনাঞ্চল আছে।
(a) প্রায় ৩৪ শতাংশ।
(b) প্রায় ৪০ শতাংশ।
(c) প্রায় ৪৭ শতাংশ।
(d) প্রায় ৫১ শতাংশ
Ans. (a) প্রায় ৩৪ শতাংশ।
37. ২০১১ সনের লোকপিয়ল মতে, অসমের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ____ শতাংশ।
(a) ১.৫৮ শতাংশ।
(b) ১.৯৮ শতাংশ।
(c) ২.৩৮ শতাংশ।
(d) ২.৫৮ শতাংশ।
Ans. (d) ২.৫৮ শতাংশ।
38. অসমের মোট ধান চাষ করা মাটির প্রায় ৭০ শতাংশ মাটিতে ____ চাষ করা হয়।
(a) শালিধান।
(b) আউল ধানের।
(c) বড়ো ধান।
(d) একটিও নয়।
Ans. (a) শালিধান।
39. ভারতের মোট এণ্ডি উৎপাদনের অসমে উৎপাদন হয় ___ শতাংশ।
(a) প্রায় ৩৮ শতাংশ।
(b) প্রায় ৫০ শতাংশ।
(c) প্রায় ৩৫ শতাংশ।
(d) প্রায় ৬৫ শতাংশ।
Ans. (d) প্রায় ৬৫ শতাংশ।
40. ভারতবর্ষের মোট মুগা উৎপাদনের অসম উৎপাদন করে ___।
(a) ৫৬ শতাংশের থেকেও অধিক।
(b) ৭৭ শতাংশ থেকেও অধিক।
(c) ৮৯ শতাংশ থেকেও অধিক।
(d) ৯৭ শতাংশ থেকেও অধিক।
Ans. (d) ৯৭ শতাংশ থেকেও অধিক।
41. ভারতের মোট চা উৎপাদনের অর্ধেকের চেয়েও বেশি উৎপাদন করা রাজ্যটি ____।
(a) পশ্চিমবঙ্গ।
(b) অসম।
(c) তামিলনাডু।
(d) একটিও নয়।
Ans. (b) অসম।
42. ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র ___।
(a) ডিগবয়।
(b) বোম্বে।
(c) বারাউনি।
(d) দুলিয়াজান।
Ans. (a) ডিগবয়।
43. অসমে বিস্তৃতভাবে করা ধান চাষটি হল ___।
(a) আউল ধান।
(b) শালি ধান।
(c) বড়ো ধান।
(d) একটিও নয়।
Ans. (b) শালি ধান।
44. অসমে চূনা পাথর থাকা স্থান হল ___।
(a) ডিলাই পাহাড়।
(b) বোকাজান।
(c) নামরূপ।
(d) ধুবড়ী।
Ans. (a) ডিলাই পাহাড়।
45. অসমে সর্বপ্রথম করে রেলসেৱা আরম্ভ হয়?
(a) ১৮৮৪ সনে।
(b) ১৮৮৩ সনে।
(c) ১৮৮৪ সনে।
(d) ১৮৮৮ সনে।
Ans. (c) ১৮৮৪ সনে।
46. খাসিয়া এবং জয়ন্তীয়ারা ___।
(a) অষ্ট্ৰিক।
(b) দ্ৰাবিড়।
(c) আর্থ।
(d) মঙ্গোলীয় জনগোষ্ঠীয় লোক।
Ans. (a) অষ্ট্ৰিক।
47. অসমের প্রধান খাদ্য শস্য হল ___।
(a) গম।
(b) ধান।
(c) আটা।
(d) বার্লি।
Ans. (b) ধান।
48. অসমের চা উদ্যোগ পার্ক অবস্থিত ___।
(a) তেজপুর।
(b) বরপেটা।
(c) ছয়গাঁও।
(d) শিবসাগর।
Ans. (c) ছয়গাঁও।
49. অসমের সীমান্ত বাণিজ্য কেন্দ্র ___ অবস্থিত।
(a) মান কাছাড়।
(b) নলবারী।
(c) রঙিয়া।
(d) তেজপুর।
Ans. (a) মান কাছাড়।
অতি সংক্ষিপ্ত প্ৰশ্নোত্তর
50. ভারতবর্ষের মোট আয়তনের কত অংশ অসমে অবস্থিত?
Ans. ২.৪ শতাংশ অর্থাৎ প্রায় ৭৮,৪৩৮ বর্গ কিঃ মিঃ।
51. ২০১১ সনের ভারতের জনগননা মতে, ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ লোক অসমে বাস করে?
Ans. ২.৬ শতাংশ।
52. ২০১১ সনের জনগননা মতে, অসনের মোট জনসংখ্যা কত?
Ans. ৩১২.০৫ লাখ।
53. ২০১১ সনের জনগননা মতে, অসমের মোট জনসংখ্যার পুরুষ এবং মহিলার সংখ্যা কত?
Ans. ১৫৯.৩১ লাখ পুরুষ এবং ১৫২.৩৬ লাখ মহিলা।
54. ২০১১ সনের তথ্য মতে অসমের শিক্ষিতের হার কত?
Ans. ৭২.১৯ শতাংশ।
55. ২০১১ সনের জনগণনা মতে, অসমের লিঙ্গ অনুপাত কত?
Ans. প্রতি ১০০০ পুরুষের বিপরীত মহিলার সংখ্যা ৯৫৮।
56. ২০১১ সনের তথ্যমতে অসমে গ্রামে বাস করা লোক সংখ্যার হার কত?
Ans. ৮৫.১৩ শতাংশ।
57. ২০১১ সনের তথ্যমতে অসমে শহরে বাস করা লোকের সংখ্যার হার কত বৃদ্ধি পেয়েছে?
Ans. ১৪.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
58. ২০০১-১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Ans. ১৬.১১ শতাংশ।
59. অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাস করে?
Ans. ৮৫ শতাংশ।
60. অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক ব্ৰহ্মপুত্র উপত্যকার উজনি অসমে বাস করে?
Ans. ২১ শতাংশ।
61. অসমের মোট জনসংখ্যার কত অংশ লোক ব্রহ্মপুত্র উপত্যকার নিম্ন অংশে বসবাস করে?
Ans. প্রায় ৩৬ শতাংশ।
62. অসমের নিম্ন ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কত?
Ans. প্রতি বর্গ কিঃ মিঃ এ ৬৩১ জন।
63. ২০১১ সনের তথ্যমতে বরাক উপত্যকার জনসংখ্যার ঘনত্ব কত?
Ans. প্রতি বর্গ কিলোমিটারে ৫৪৫ জন।
64. অসমের জনসংখ্যার মোট কত অংশ বরাক উপত্যকায় বাস করে?
Ans. অসমের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ লোক বরাক উপত্যকায় বাস করে।
65. মানবসৃষ্ট সম্পদ কি?
Ans. প্রাকৃতিকভাবে প্রাপ্ত সম্পদ ছাড়াও বহু সম্পদ মানুষ নিজে প্রস্তুত করে। এরকম সম্পদকে মানব সৃষ্ট সম্পদ বলে।
66. সমাজ বিজ্ঞানীদের মতে অসমে আগমন ঘটা প্রথম জনস্রোত কি ছিল?
Ans. সমাজ বিজ্ঞানীদের মতে, সম্ভবতঃ অসমে আগমন ঘটা প্রথম জনস্রোত ছিল অষ্ট্রিক জনগোষ্ঠীয় লোকরা।
67. অষ্ট্রিকদের পরে অসমে আগমন ঘটা দ্বিতীয় জনস্রোত কি ছিল?
Ans. আফ্রিকনের পর অসমে আগমন ঘটা দ্বিতীয় জনস্রোত ছিল তিব্বতীয়-বর্মন ভাষী মঙ্গোলীয়রা।
68. জনসংখ্যার দিক দিয়ে অসমের বৃহৎ জনজাতি কোনটি?
Ans. বড়োরা।
70. জনসংখ্যা হিসাবে অসমে কোন ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচেয়ে বেশি?
Ans. হিন্দু ধর্মাবলম্বী।
71. অনুসূচীকৃষ্ণ অসমের প্রধান ভাষা কি কি?
Ans. অসমীয়া এবং বাংলা।
72. অসমের রাজ্য ভাষা কি?
Ans. অসমীয়া।
73. অসমে সর্বপ্রথম রেল সেবা কবে আরম্ভ হয়?
Ans. ১৮৮৪ সনে।
74. অসমে সর্বপ্রথম কবে, কোথায় জাহাজ চলাচল শুরু হয়?
Ans. ১৮৪৯ সনে ব্ৰহ্মপুত্রে।
75. ২০১২-১৩ বর্ষের তথ্যমতে অসমে মোট পথের দৈর্ঘ্য কত?
Ans. ২০১২-১৩ বর্ষের তথ্যমতে অসমে মোট পথের দৈর্ঘ হচ্ছে ৫২,০৯৯.২২ কিঃমিঃ।
76. উত্তর-পূর্বে আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
Ans. লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর।
77. অসমের জনজাতিরা মূলতঃ কোন প্রজাতির লোক?
Ans. মঙ্গোলীয় প্রজাতির।
78. অসমে সর্বপ্রথম কোনস্থানে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল?
Ans. ডিগবয়।
79. তরল সোনা বলতে কি বোঝায়?
Ans. খনিজ তৈল সম্পদ।
80. ভারতবর্ষের মোট উৎপাদনের কত অংশ প্রাকৃতিক গ্যাস অসমে উৎপন্ন হয়?
Ans. ২৫ শতাংশ।
81. অসমের মোট ধান চাষের মাটির অংশে শালি ধানের চাষ করা হয়?
Ans. ৭০ শতাংশ।
82. অসমের কিছু প্রধান খাদ্যশস্যের নাম উল্লেখ কর।
Ans. ধান, গম, এবং নানা ধরনের শস্য।
83. পাট চাষ অসমের কোথায় করা হয়?
Ans. নিম্ন এবং মধ্য ব্রহ্মাপুত্র উপত্যকার প্লাবনভূমিতে।
84. ভারতের মোট এন্ডি উৎপাদনে অসমের কত অংশ থাকে?
Ans. ৬৫ শতাংশ।
85. ‘সোনালী সূতা’ বলতে কি বোঝায়?
Ans. মুগা সূতাকে ‘সোনালী সূতা’ বলা হয়।
86. ভারত বর্ষের মোট উৎপাদনের কত ভাগ মুগা সূতা শুধু অসমে উৎপাদিত হয়?
Ans. ৯৭ শতাংশ।
87. অসমে ২০১২ সনে উৎপাদিত চায়ের পরিমাণ কত?
Ans. ৫৯০ হাজার টন।
88. অসমের চা-শিল্প গড়ে দৈনিক কতজন লোক নিয়োজিত আছে?
Ans. ৬.৮৬ লাখেরও বেশী অধিক লোক।
89. ভারতের বেচি চা উৎপাদনে অসমের উৎপাদিত অংশ কত?
Ans. ২০০১ সনের থেকে ২০১২ সনের মধ্যে ভারতের মোট চা উৎপাদনের ৫১ থেকে ৫৩ শতাংশ চা অসম একা উৎপাদন করে গৌরব অর্জন করেছে।
90. রাজ্যের কুটির শিল্পে মীন উদ্যোগ খণ্ডের অবদান কত খানি?
Ans. দুই শতাংশ।
91. মার জনজাতির লোকেদের বসতিস্থল কত?
Ans. ডিমা হাসাও জেলা।
92. ২০১১ সনের তথ্যমতে পার্বত্য অঞ্চনটির জনসংখ্যার ঘনত্ব কত?
Ans. প্রতি বর্গ কিঃ মিঃ এ ৬৮ জন।
We Hope the given MCQ Questions for Class 10 Social Science With Answer will help you. If you Have any Regarding, Class 10 Social Science Multiple Choice Question and Answer, drop a comment below and We will get back to you at the earliest.
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.