Hello Viewers Today’s We are going to Share With You, The Complete New Syllabus of AHSEC Class 11 History MCQ Chapter 2 লিখন পদ্ধতি এবং নগর জীবন Question Answer in Bengali Medium. AHSEC Class 11 Elective History Objective Type Solutions in Bengali 100% New Edition and Common Answer. As Per AHSEC New Syllabus. Are you a Student of AHSEC Class 11 History MCQ Chapter 2 লিখন পদ্ধতি এবং নগর জীবন Notes in Bengali Which you can Download PDF. AHSEC Class 11 Elective History Multiple Choice Question Answer in Bengali for free using direct Download Link Given Below in This Post.
AHSEC Class 11 History MCQ Chapter 2 লিখন পদ্ধতি এবং নগর জীবন
Today’s We have Shared in This Post, AHSEC Class 11 Elective History MCQS in Bengali Notes for Free with you. Elective History MCQ Class 11 Solutions. I Hope, you Liked The information About The Class 11th Elective History MCQ Question Answer in Bengali. If you liked Bengali Medium Class 11 Elective History MCQ Question Answer PDF Then Please Do Share this Post With your Friends as Well.
লিখন পদ্ধতি এবং নগর জীবন
MCQs |
১। কোন নদীর মধ্যেভাগে মেসোপটেমিয়ার নগরজীবনের সূত্রপাত হয়েছিল?
(a) গংগা ও যমুনা নদীর মধ্যেভাগে।
(b) কৃষ্ণা ও কাবেরী নদীর মধ্যভাগে।
(c) ইয়াংতজে ও মিসিসিপি নদীর মধ্যভাগে।
(d) ইউফ্রেটিস ও টাইগ্রীস নদীর মধ্যভাগে।
উত্তরঃ (d) ইউফ্রেটিস ও টাইগ্রীস নদীর মধ্যভাগে।
২। ‘মেসোপটেমিয়া’ শব্দটি কোন দুটি গ্রীক শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
(a) Mesos এবং Potamos.
(b) Mesos এবং Politicis.
(c) Main এবং Potamos.
(d) Meso এবং Potamos.
উত্তরঃ (a) (a) Mesos এবং Potamos.
৩। ‘Mesos’ শব্দর অর্থ কি?
(a) নদী।
(b) নগর।
(c) মধ্যেভাগ।
(d) সমৃদ্ধি।
উত্তরঃ (c) মধ্যেভাগ।
৪। ‘Potamos’ শব্দর অর্থ কি?
(a) নদী।
(b) সমৃদ্ধি।
(c) নগর।
(d) মধ্যেভাগ।
উত্তরঃ (a) নদী।
৫। ‘মেসোপটেমিয়া’ বর্তমান কোন দেশের অংশ?
(a) জাপান।
(b) ইরাক।
(c) ফ্রান্স।
(d) মালেশিয়া।
উত্তরঃ (b) ইরাক।
৬। কতো খ্রিস্টাব্দে উত্তর সিরিয়া, তুর্কি এবং ভূমধ্যসাগরীয় দেশে মেসোপটেমিয়ার পদ্ধতি ও সাহিত্যের বিস্তার ঘটেছিল?
(a) ১০০০ খ্রীষ্টপূর্বের পর।
(b) ২০০০ খ্রীষ্টপূর্বের পর।
(c) ৩০০০ খ্রীষ্টপূর্বের পর।
(d) ৪০০০ খ্রীষ্টপূর্বের পর।
উত্তরঃ (b) ২০০০ খ্রীষ্টপূর্বের পর।
৭। নিচের কোন কারনগুলির জন্য মেসোপটেমিয়ার সভ্যতা বিখ্যাত ছিল?
(a) রাজনীতি, অর্থনীতি।
(b) অর্থনীতি, জাদুবিদ্যা।
(c) দর্শনশাস্ত্র, অর্থশাস্ত্র
(d) জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র।
উত্তরঃ (d) জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র।
৮। কতো খ্রিস্টাব্দে ‘অ্যাসিরিয়ানারা’ উত্তরে তাদের সাম্রাজ্য স্থাপন করেছিল?
(a) ১০০০ খ্রীষ্টপূর্বে।
(b) ১১০০ খ্রীষ্টপূর্বে।
(c) ১২০০ খ্রীষ্টপূর্বে।
(d) ১৩০০ খ্রীষ্টপূর্বে।
উত্তরঃ (b) ১১০০ খ্রীষ্টপূর্বে।
৯। ‘অ্যাসিরিয়া’ অঞ্চলের প্রথম ভাষা কি ছিল?
(a) আক্কাদিয়ান।
(b) সুমেরিয়ান।
(c) অ্যারামিক।
(d) ইংরাজী।
উত্তরঃ (b) সুমেরিয়ান।
১০। কতো খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার ‘উর্ক’ ও ‘মারি’ এই দুই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য আরম্ভ হয়েছিল?
(a) ১৮৪০ খ্রিস্টাব্দে।
(b) ১৮৪৪ খ্রিস্টাব্দে।
(c) ১৮৪৬ খ্রিস্টাব্দে।
(d) ১৮৪৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (a) ১৮৪০ খ্রিস্টাব্দে।
১১। বাইবেলের বর্ণনা অনুযায়ী বন্যা কেনো সৃষ্টি করা হয়েছিল?
(a) পৃথিবীর জীবকে রক্ষা করার উদ্দেশ্যে।
(b) সমস্ত সৃষ্টিকে রক্ষা করার উদ্দেশ্যে।
(c) পৃথিবীকে সবুজ রাখার উদ্দেশ্যে।
(d) পৃথিবীর সমস্ত জীবকে ধ্বংস করার উদ্দেশে।
উত্তরঃ (d) পৃথিবীর সমস্ত জীবকে ধ্বংস করার উদ্দেশে।
১২। কতো খ্রিষ্টপূর্বাব্দে মেসোপটেমিয়া অঞ্চলে কৃষিকাজ আরম্ভ হয়েছিল?
(a) ১২০০ থেকে ১১০০ খ্রিষ্টপূর্বাব্দে।
(b) ৯০০০ থেকে ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দে।
(c) ৮০০০ থেকে ৭০০০ খ্রিষ্টপূর্বাব্দে।
(d) ৭০০০ থেকে ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দে।
উত্তরঃ (d) ৭০০০ থেকে ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দে।
১৩। ‘ব্রাঞ্জ’ নামের মিশ্র ধাতুটি তৈরী করতে কি কি ধাতুর ব্যবহার করা হয়েছে?
(a) স্বর্ণ ও রূপ।
(b) স্বর্ণ ও তামা।
(c) তামা ও এনিমিনিয়াম।
(d) তামা ও টিন।
উত্তরঃ (d) তামা ও টিন।
১৪। মেসোপটেমিয়ার প্রাচীনতম নগরী কতো খ্রীস্টপূর্বাব্দে সৃষ্টি হয়েছিল?
(a) ২০০০ খ্রীস্টপূর্বাব্দে।
(b) ৩০০০ খ্রীস্টপূর্বাব্দে।
(c) ৪০০০ খ্রীস্টপূর্বাব্দে।
(d) ৫০০০ খ্রীস্টপূর্বাব্দে।
উত্তরঃ (b) ৩০০০ খ্রীস্টপূর্বাব্দে।
১৫। মেসোপটেমিয়ার অস্ত্রশস্ত্র কি ধাতুর দ্বারা নির্মিত ছিল?
(a) তামা।
(b) টিন।
(c) পাথর।
(d) ব্রোঞ্জ।
উত্তরঃ (d) ব্রোঞ্জ।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.