AHSEC Class 11 History MCQ Chapter 9 শিল্পবিপ্লব

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share With You, The Complete New Syllabus of AHSEC Class 11 History MCQ Chapter 9 শিল্পবিপ্লব Question Answer in Bengali Medium. AHSEC Class 11 Elective History Objective Type Solutions in Bengali 100% New Edition and Common Answer. As Per AHSEC New Syllabus. Are you a Student of AHSEC Class 11 History MCQ Chapter 9 শিল্পবিপ্লব Notes in Bengali Which you can Download PDF. AHSEC Class 11 Elective History Multiple Choice Question Answer in Bengali for free using direct Download Link Given Below in This Post.

AHSEC Class 11 History MCQ Chapter 9 শিল্পবিপ্লব

Today’s We have Shared in This Post, AHSEC Class 11 Elective History MCQS in Bengali Notes for Free with you. Class 11 Elective History Multiple Choice Solutions in Bengali Medium. I Hope, you Liked The information About The Class 11th Elective History MCQ Question Answer in Bengali. If you liked Bengali Medium Class 11 Elective History MCQ Question Answer PDF Then Please Do Share this Post With your Friends as Well.

শিল্পবিপ্লব

MCQs

১। মিছেলেট কোন দেশের পণ্ডিত ছিলেন?

(a) ফরাসী দেশের পণ্ডিত ছিলেন।

(b) জার্মানীর পণ্ডিত ছিলেন।

(c) ইটালির পণ্ডিত ছিলেন।

(d) ভারতীয় পণ্ডিত ছিলেন।

উত্তরঃ (a) ফরাসী দেশের পণ্ডিত ছিলেন।

২। ‘ইংল্যান্ডের শিল্পবিপ্লব’ নামের বইটি কতো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল?

(a) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

(b) ১৮৮৪ খ্রিস্টাব্দে।

(c) ১৯৮৪ খ্রিস্টাব্দে।

(d) ১৮৮২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (b) ১৮৮৪ খ্রিস্টাব্দে।

৩। আব্রাহাম দার্বের প্রথম ধতুবিদ্যার আবিস্কার কতো খ্রিস্টাব্দে হয়েছিল?

(a) ১১০৯ খ্রিস্টাব্দে।

(b) ১৭০০ খ্রিস্টাব্দে।

(c) ১৭০৯ খ্রিস্টাব্দে।

(d) ১৮০৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (c) ১৭০৯ খ্রিস্টাব্দে।

৪। ‘The flying shuttle loom’ নামের যন্ত্রটির নমুনা কে তৈরি করেছিলেন?

(a) জন কে।

(b) হারগ্রিভস।

(c) রিচার্স আর্করাইট।

(d) সেমুয়েল ক্রম্পটন।

উত্তরঃ (a) জন কে।

৫। ‘ওয়াটার ফ্রেম’ নামক যন্ত্রটি কে আবিষ্কার করেছিলেন?

(a) সেমুয়েল ক্রম্পটন।

(b) রিচার্স আর্করাইট।

(c) হারগ্রিভস।

(d) এডমন্ড কার্টরাইড।

উত্তরঃ (b) রিচার্স আর্করাইট।

৬। রিচার্স আর্করাইট ‘ওয়াটার ফ্রেম’ নামক যন্ত্রটি কতো খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন?

(a) ১৭৮৯ খ্রিস্টাব্দে।

(b) ১৮৬৯ খ্রিস্টাব্দে।

(c) ১৯৮৯ খ্রিস্টাব্দে।

(d) ১৭৬৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (d) ১৭৬৯ খ্রিস্টাব্দে।

৭। কতো খ্রিস্টাব্দে প্রথম ইংলিশ কৃত্রিম নালা নির্মাণ করা হয়েছিল?

(a) ১৭৬১ খ্রিস্টাব্দে।

(b) ১৭১৬ খ্রিস্টাব্দে।

(c) ১৪৬৯ খ্রিস্টাব্দে।

(d) ১৫৪৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (a) ১৭৬১ খ্রিস্টাব্দে।

৮। ১৭৬১ খ্রিস্টাব্দে নির্মিত প্রথম ইংলিশ কৃত্রিম নালার নির্মিতা কে ছিলেন?

(a) এডমন্ড কার্টরাইড।

(b) জেমস ব্রিন্ডলি।

(c) হারগ্রিভস।

(d) সেমুয়েল ক্রম্পটন।

উত্তরঃ (b) জেমস ব্রিন্ডলি।

৯। ১৭৬০ সাল থেকে ১৭৯০ সালের মধ্যে কয়টি নালা নির্মাণের কাজ শুরু হয়েছিল?

(a) ১৫ টি।

(b) ২৫ টি।

(c) ২৩ টি।

(d) ১৩ টি।

উত্তরঃ (b) ২৫ টি।

১০। স্টিফেনসন রকেট নামে ব্যক্তিটি কতো খ্রিস্টাব্দে ‘Locomotive’ নামের যন্ত্রটি আবিষ্কার করেছিলেন?

(a) ১৪১৮ খ্রিস্টাব্দে।

(b) ১৮১৪ খ্রিস্টাব্দে।

(c) ১৫১৪ খ্রিস্টাব্দে।

(d) ১৫১৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (b) ১৮১৪ খ্রিস্টাব্দে।

১১। ‘The Blucher’ নামে পরিচিত যন্ত্রটির নির্মাতা কে ছিলেন?

(a) এডমন্ড কার্টরাইড।

(b) সেমুয়েল ক্রম্পটন।

(c) রিচার্স আর্করাইট।

(d) জর্জ স্টিফেনশন।

উত্তরঃ (d) জর্জ স্টিফেনশন।

১২। স্টকতো এবং ডার্লিংটন শহরের মধ্যে কতো খ্রিস্টাব্দে কতো খ্রিস্টাব্দে তৈরি করেছিল?

(a) ১৮৫২ খ্রিস্টাব্দে।

(b) ১৮২৫ খ্রিস্টাব্দে।

(c) ১৯৫২ খ্রিস্টাব্দে।

(d) ১৯২৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (b) ১৮২৫ খ্রিস্টাব্দে।

১৩। ‘Society of Arts’ এর প্রতিষ্ঠা কতো খ্রিস্টাব্দে হয়েছিল?

(a) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

(b) ১৭৯৪ খ্রিস্টাব্দে।

(c) ১৭৬৪ খ্রিস্টাব্দে।

(d) ১৭৫৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (d) ১৭৫৪ খ্রিস্টাব্দে।

১৪। বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক কে ছিলেন?

(a) টমাস সেভারী।

(b) জর্জ স্টিফেনশন।

(c) সেমুয়েল ক্রম্পটন।

(d) এডমন্ড কার্টরাইড।

উত্তরঃ (a) টমাস সেভারী।

১৫। ‘Hard Times’ উপন্যাসটি কার লেখা?

(a) বুরখার্ট।

(b) ড্যান্টে আলিগিয়েরি।

(c) পিয়েরে ডি এইলী।

(d) চার্লস ডিফেন্স।

উত্তরঃ (d) চার্লস ডিফেন্স।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top