Hello Viewers Today’s We are going to Share the Complete New Syllabus of SEBA Class 6 Bengali Chapter 4 চলো গাছের চারা রোপন করি Question Answer As Per The SEBA New Syllabus. SEBA Class 6 Bengali Chapter 4 চলো গাছের চারা রোপন করি Solutions. SCERT Class 6 Bengali Questions and Answers PDF Download Are you a Student of SEBA Class 6 Bengali Chapter 4 চলো গাছের চারা রোপন করি PDF Which you can Download PDF Class 6 Bengali Questions and Answers PDF for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 4 চলো গাছের চারা রোপন করি
Today’s We have Shared in This Post, SEBA Class 6 Bengali Book PDF Solutions for Free. Class 6 Class 6 Science Solutions in Bengali. SEBA Class 6 Bengali Textbook Question Answer. Class 6 Ankuan Question Answer. I Hope, you Liked The information About The ক্লাস 6 বাংলা প্রশ্ন উত্তর If you liked Assam Board ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের প্রশ্ন উত্তর Then Please Do Share this Post With your Friends as Well.
চলো গাছের চারা রোপন করি
ক্রিয়াকলাপ – পাঠভিত্তিক |
১। নীচে দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বের করে বৃত্তটি পূর্ণ করো।
(i) নাটিকার প্রথম দৃশ্যে গুনগুন করে গান গাইতে গাইতে কে ছবি আঁকছিল?
(ক) সুমনা।
(খ) মনন।
(গ) ঋতুপর্ণ।
(ঘ) আকাশী।
উত্তরঃ (খ) মনন।
(i) সুমনা সবাইকে হাতে হাতে দা, কোদাল, শাবল, হাতুড়ি প্রভৃতি কেন নিয়ে আসতে বলেছিল?
(ক) গাছের চারায় জল দেওয়ার জন্য।
(খ) শুকনো গোবর গুড়ো করার জন্য।
(গ) গাছের চারা রোপণ করার জন্য।
(ঘ) গাছের চারাগুলো বেড়া দেওয়ার জন্য।
উত্তরঃ (গ) গাছের চারা রোপণ করার জন্য।
২। তুমি ওপরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কেন শুদ্ধ বলে বেছে নিয়েছ? সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বলো।
উত্তরঃ পাঠে উল্লেখিত ‘বন মহোৎসব’ পালন করার জন্য সকলে গাছের চারা রোপন করতে চাই। এই কাজের জন্য সুমন সবাইকে হাতে হাতে দা, কোদাল, শাবল হাতুড়ি প্রভৃতি নিয়ে আসতে বলেছিল।
৩। নীচে দেওয়া শব্দগুলির অর্থ অভিধান দেখে বের করো।
প্রদর্শনী, মহোৎসব, শীতল, কায়া, ধরণি, শাবল
উত্তরঃ প্রদর্শনী ― যেখানে বিভিন্ন বস্তু জনগণকে দেখানো হয়।
মহোৎসব ― বিরাট উৎসব।
শীতল ― ঠাণ্ডা।
কায়া ― ছায়া।
ধরণী ― পৃথিবী।
শাবল ― মাটি খোঁড়ার যন্ত্র বিশেষ।
৪। পাঠটির দ্বিতীয় ছবিতে কাহিনীর কোন কোন অংশ প্রকাশ পেয়েছে আলোচনা করে নীচের বাক্সে লিপিবদ্ধ করো।
উত্তরঃ একটি গাছের মূলে থাকা শিকড়গুলিতে রং করা আছে, চোখ-মুখ আঁকা রয়েছে। ওপরের কাটা অংশটা লাল রক্তের মতো। চোখের নীচের অংশ গাছটি কাটার সময় গড়িয়ে পড়া আধার শক্ত ফোঁটাগুলিতেও লাল রঙ দিয়েছে। এখানে ‘গাছের প্রাণ আছে’ এটি প্রকাশ পেয়েছে। গাছ কাটলে গাছের কষ্ট হয়। আমাদের উচিত বৃক্ষরোপন করা।
৫। নীচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) মনন কেন ছবি এঁকেছিল?
উত্তরঃ বন মহোৎসব সপ্তাহে প্রদর্শনীতে ছবি জমা দেওয়ার জন্য ছবি এঁকে ছিল।
(খ) গাছ আমাদের কী কী দেয় বলে মনন বলেছিল?
উত্তরঃ মনন বলেছিল গাছ আমাদের ফুল, ফল এবং ছায়া দেয়।
(গ) আকাশী যে ছবিটি এঁকেছিল সেখানে লাল রং দিয়ে কী বোঝানোর চেষ্টা করেছিল?
উত্তরঃ আকাশী যে ছবিটি এঁকেছিল সেখানে লাল রং রক্ত-এর প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছে। গাছ কাটলে গাছেরও মানুষের মতো রক্তক্ষরণ হয়। এই ভাবনায় প্রকাশ পেয়েছে।
(ঘ) ‘বন মহোৎসব’ সপ্তাহের সমাপ্তি সভা কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ‘বন মহোৎসব’ সপ্তাহের সমাপ্তি সভা জেলা গ্রন্থগারে অনুষ্ঠিত হবে।
(ঙ) পবন কাকাবাবু মননদের কী খাওয়াবেন বলেছিলেন?
উত্তরঃ পবন কাকাবাবু মননদের ছোলা আর নারকেল খাওয়াবেন বলেছিলেন।
(চ) ‘গাছের প্রাণ আছে’ এই কথাটি যিনি বলেছিলেন সেই বিজ্ঞানীর নাম কী?
উত্তরঃ ‘গাছের প্রাণ আছে’ ― এই কথাটি যিনি বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু।
৬। নীচে দেওয়া প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও:
(ক) মনন তার ছবির মাধ্যমে কী ভাব ফুটিয়ে তুলতে চেয়েছিল?
উত্তরঃ মনন তার ছবির মাধ্যমে গাছের আর মানুষের মধ্যে সাদৃশ্য পূর্ণ ছবি এঁকেছিল। একটি গাছের দুদিকে দুটি ডাল। দুটি ডালের মাঝের অংশটি মানুষের মুখের মতো। চোখ, নাক, ঠোঁট এবং ঝাঁক বেঁধে থাকা পাতাগুলি চুলের মতো। “গাছের প্রাণ আছে’ এই ধারণা স্পষ্ট।
(খ) গাছের চারাগুলি রোপন করার পর সেগুলির পরিণতি কী হবে বলে সুমনা শঙ্কা প্রকাশ করেছিল? তার এই শঙ্কা কে, কীভাবে দূর হবে বলেছিল?
উত্তরঃ সুমনা ভেবেছিল চারাগুলি রোপণ করার পর সেগুলি গোরু-ছাগল এসে খেয়ে নেবে।
কিন্তু ঋতুপর্ণ বলে যে ক্লাবের নবীনদা, দীপদা, বাবুলদারা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দিলে আর কোনো ক্ষতি হবে না। এইভাবেই সব শঙ্কা দূর হয়।
(গ) মননরা কীভাবে গাছের চারা রোপন করার পরিকল্পনা করেছিল?
উত্তরঃ মননরা দা, কোদাল, গোবর, পচন সারের বস্তা, মগ, বালতি সব কিছু নিয়ে গর্ত করে চারা রোপন করার পরিকল্পনা করেছিল। চারাগুলি যাতে গোরু ছাগল না খেয়ে নিতে পারে সেইজন্য বেড়া দেওয়া হবে।
৭। কে, কাকে বলেছিল লেখো―
(ক) “আমাদের ছোটো ছোটো ভাই-বোনেরা, মানে শিশুশ্রেণির ছেলে-মেয়েরা নেচে নেচে একটা গান গাইবে তো!”
উত্তরঃ কথাটি ঋতুপর্ণ মননকে বলেছিল।
(খ) “তোমাদের বাড়িতে যে শুকনো গোবর গুঁড়ো করে রাখা আছে, সেখান থেকে ব্যাগ ভর্তি করে গোবর নিয়ে আসতে হবে।”
উত্তরঃ কথাটি মনন ঋতুপর্ণকে বলেছিল।
৮। এসো ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ মেলাই –
‘ক’ অংশ | ‘খ’ অংশ |
মালতি পিসিমণি | আমাদের ছোলা আর নারকেল খাওয়াবেন |
শনিবার জেলা গ্রন্থাগারে | এক কাঁদি গাছপাকা কলা পাঠিয়ে দেবেন |
ঘোষক বলবেন | “বন মহোৎসব’ সপ্তাহের সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে। |
পবন কাকাবাবু | শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে। |
জগৎ কাকাবাবুর স্ত্রী | কয়েকটা বিলিতি পেয়ারার চারা পাঠিয়ে দিয়েছেন। |
উত্তরঃ
‘ক’ অংশ | ‘খ’ অংশ |
মালতি পিসিমণি | “বন মহোৎসব’ সপ্তাহের সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে। |
শনিবার জেলা গ্রন্থাগারে | কয়েকটা বিলিতি পেয়ারার চারা পাঠিয়ে দিয়েছেন। |
ঘোষক বলবেন | শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে। |
পবন কাকাবাবু | আমাদের ছোলা আর নারকেল খাওয়াবেন |
জগৎ কাকাবাবুর স্ত্রী | এক কাঁদি গাছপাকা কলা পাঠিয়ে দেবেন |
৯। নাটকাটিতে যে চরিত্রগুলো আছে, সেই নাম খুঁজে বের করে একটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ চরিত্রগুলি হল-মনন, সুমনা, ঋতুপর্ণ, শায়েরা, বুধুয়া, মানাইশ্রী, রূপক, জুনেদ।
ভাষা-অধ্যয়ন |
১০। নীচের শব্দগুলি পাঠ করো এবং কোনটি কী পদ সেটি তালিকায় শ্রেণিভুক্ত করো:
মনন | চোখ | সে | এবং | আমি | দাও | বাসস্থান |
এসো | তারা | ভালো | যদি | আমরা | বেড়া | করো |
উত্তরঃ
১১। শব্দগুলি বহুবচনে প্রকাশ করো―
ছবি, আম, গাছ, পাখি, দিদি, জ্যাঠা, সে
উত্তরঃ ছবি ― সবগুলি।
দিদি ― দিদিরা।
আম ― আমগুলি।
জ্যাঠা ― জ্যাঠামশাইরা
গাছ ― গাছেরা।
সে ― তারা।
পাখি ― পাখিরা।
১২। বাক্য রচনা করো―
প্রদর্শনী, খেলার মাঠ, ধরনী, গ্রন্থাগার, চারাগাছ, বৈজ্ঞানিক
উত্তরঃ প্রদর্শনী ― প্রতি বৎসর বন মহোৎসব উপলক্ষে আমাদের বিদ্যালয়ে একটি প্রদর্শনী হয়।
খেলার মাঠ ― আমাদের পাড়ার খেলার মাঠে আমরা বিকালে খেলা, করি।
ধরনী ― ধরনী সবুজ থাকলে আমরা ভাল থাকব।
গ্রন্থাগার ― গ্রন্থাগার হলো প্রাণের ভাণ্ডার।
চারাগাছ ― বর্ষাকালে চারা গাছ লাগালে ভালো হয়।
বৈজ্ঞানিক ― জগদীশচন্দ্র বসু একজন বৈজ্ঞানিক ছিলেন।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.