Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন

Join Roy Library Telegram Groups

Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন, is a textbook prescribed by the Assam AHSEC Board Class 11 History Question Answer in Bengali Medium Students will find the solutions very useful for exam preparation. Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন The experts of The Roy Library provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন are free to use and easily accessible.

Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন

Bengali Medium Solutions by Roy Library helps students understand the literature lessons in the textbook. Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন The sole purpose of the solutions is to assist students in learning the language easily. Assam AHSEC Class 11 History in Bengali Question Answer, Gives you a better knowledge of all the chapters. Class 11 History Book PDF. Class 11 History Chapter 3 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন The experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 11 History Notes in Bengali will be able to solve all the doubts of the students. Class 11 History Suggestion in Bengali, Provided are as per the Latest Curriculum and covers all the questions from the Assam AHSEC Board Class 11 History Solution. Class 11 History Notes in Bengali Syllabus are present on Roy Library’s website in a systematic order.

 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন

খ-বিভাগ–(সম্রাজ্য)

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. রোম বা রোমান সাম্রাজ্য কয়টি মহাদেশে বিস্তৃত ছিল?

উত্তরঃ তিনটি মহাদেশে।

2. কোন সাগরের চারদিকে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল?

উত্তরঃ ভূমধ্যসাগর।

3. কোন সাগরকে রোম সাম্রাজ্যের ‘হৃদয়’ বলা হয়? 

উত্তরঃ ভূমধ্যসাগরকে।

4. রোমের সিনেটে সদস্যপদের ভিত্তি কি ছিল? 

উত্তরঃ সম্পদ ও পদবি।

5. রোমান সাম্রাজ্যে কারা সিনেট গঠন করতে? 

উত্তরঃ সমাজের অল্পসংখ্যক বিত্তবান অভিজাত শ্রেণী।

6. রোমানরা কাদের ‘বর্বর’ বলে অবিহিত করত? 

উত্তরঃ বিভিন্ন জার্মান উপজাতি, যেমন – ফ্রেঙ্ক, গোত ইত্যাদিকে।

7. রোমান সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন্ কোন্ ভাষা ব্যবহার করা হয়েছিল?

 উত্তরঃ গ্রিক ও ল্যাটিন ভাষা।

8. প্রাচীন রোম সাম্রাজ্যের যে-কোন একটি সামাজিক শ্রেণীর উল্লেখ কর।

উত্তরঃ সিনেটর।

9. রোমান সাম্রাজ্যের দুইজন কৃষি-সম্বন্ধীয় লেখকের নাম লেখ।

উত্তরঃ (ক) কলুমেল্লা। এবং 

(খ) প্লিনী জ্যেষ্ঠ।

10. প্লিনী জ্যেষ্ঠ (Pliny the Elder) কে ছিলেন?

উত্তরঃ প্লিনী জ্যেষ্ঠ (Pliny the Elder) ছিলেন রোমান সাম্রাজ্যের একজন জ্ঞানী ব্যক্তি। তিনি শ্রমিক গোষ্ঠী গঠন ও গোষ্ঠীবদ্ধ শ্রমিকদের শৃঙ্খলিত করে কাজ করানোকে সমালোচনা করেন।

11. Natural History বইটির লেখক কে?

উত্তরঃ প্লিনী জ্যেষ্ঠ (Pliny the Elder)।

12. প্রথম রোমান সম্রাট কে ছিলেন?

উত্তরঃ অগাস্টাস।

13. অগাস্টাস কখন রোম সম্রাট হয়েছিলেন?

উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭ অব্দে।

14. রোমে কি শাসনব্যবস্থা ছিল?

উত্তরঃ অগাস্টাস-প্রবর্তিত শাসনব্যবস্থা।

15. ‘প্রিন্সিপেইট’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ রোম সম্রাট অক্টাভিয়ান (অগাস্টাস)।

16. অক্টাভিয়ান কে ছিলেন?

উত্তরঃ অগাস্টাসের স্বপ্নদত্ত নাম।

17. রোম সাম্রাজ্যে মুখ্য নাগরিক’ হিসাবে কে বিবেচিত হতেন?

উত্তরঃ সম্রাট অগাস্টাস।

18. রোম সম্রাট অগাস্টাসের যুগ কিসের জন্য প্রসিদ্ধ ছিল?

উত্তরঃ শাস্তি স্থাপনের জন্য।

19. অগাস্টাস কে ছিলেন?

উত্তরঃ জুলিয়াস সীজারের দত্তক পুত্র এবং প্রথম রোমান সম্রাট।

20. প্রথম রোম সম্রাট অগাস্টাসের রাজত্বকাল কত? 

উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭ অব্দ থেকে ১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। 

21. রোম সাম্রাজ্য ও ইরানকে কি পৃথক করেছে?

উত্তরঃ ইউফ্রেটিস নদী সংলগ্ন একটি দীর্ঘ ভূখণ্ড।

বিষয়সূচী-পত্ৰ
ক-বিভাগ–(আদিম সমাজ)
অধ্যায় – ১মানব সভ্যতার ঊষালগ্ন
অধ্যায় – লিখন পদ্ধতি ও নগর জীবন
খ-বিভাগ–(সম্রাজ্য)
অধ্যায় – ৩তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের পত্তন
অধ্যায় – ৪মধ্য ইসলামীয় ভূমি
অধ্যায় – ৫যাযাবর সাম্রাজ্য
গ- বিভাগ–পরিবর্তনশীল পরম্পরা
অধ্যায় – ৬তিনটি শ্রেণী
অধ্যায় – ৭পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য
অধ্যায় – ৮বিভিন্ন সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব
ঘ- বিভাগ– আধুনিকতার পথে
অধ্যায় – ৯শিল্প বিপ্লব
অধ্যায় – ১০দেশীয় লোকদের স্থানচ্যুতি
অধ্যায় – ১১আধুনিকতার বিভিন্ন দিশা

22. টিবেরিয়াস কে ছিলেন?

উত্তরঃ রোমান সম্রাট।

23. ট্রাজান কে ছিলেন?

উত্তরঃ প্রখ্যাত রোম সম্রাট।

24. কোন রোমান সম্রাট ভারত অভিযান বা বিজয়ের পরিকল্পনা করেছিলেন। 

উত্তরঃ সম্রাট ট্রাজান।

25. রোমান সাম্রাজ্য কোন্ বিখ্যাত মরুভূমি সংলগ্ন ছিল?

উত্তরঃ আফ্রিকার সাহারা মরুভূমি।

26. কোন দুটি নদী রোম সাম্রাজ্যের উত্তর দিকের সীমানা নির্ধারণ করেছিল?

উত্তরঃ রাইন ও ডেনিয়ুব।

27. ‘এহ্মোবারে’ কি ছিল?

উত্তরঃ রোম সাম্রাজ্যে মদ, জলপাই তেল প্রভৃতি বহনকারী পাত্র।

28. এশিয়া মহাদেশে রোম সাম্রাজ্য বিস্তৃত ছিল কি?

উত্তরঃ না।

29. Ta Chin কি?

উত্তরঃ চীনারা ইরানীয় সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্যকে Ta Ch’in বা বৃহৎ পশ্চিম বলে সম্বোধন করত।

30. প্রিন্সেপ কি?

উত্তরঃ ল্যাটিন ভাষায় প্রিন্সেপ বলতে মুখ্য নাগরিককে বোঝায়।

31. সিনেট কি?

উত্তরঃ রোমে সম্ভ্রান্তশালী ব্যক্তিদের দ্বারা শাসিত একটি পরিচালন সংস্থা।

32. ডেনারিয়াস কি?

উত্তরঃ সাড়ে চার গ্রাম ওজনের রৌপ্যমুদ্রা।

33. সলিডাস কি?

উত্তরঃ সাড়ে চার গ্রাম ওজনের স্বর্ণমুদ্রা।

34. স্পেক্টাকুলা কি?

উত্তরঃ রোমে জনগণের মনোরঞ্জনের জন্য তৈরি খোলা থিয়েটার।

35. সাসানিয়ো কারা?

উত্তরঃ ইরানীয় সাম্রাজ্যের আদি শাসকগণ

36. ‘Annal’ বলতে কি বোঝ?

উত্তরঃ রোমান সাম্রাজ্যের সমসাময়িক লেখকদের বছর অনুসারে লিখিত ইতিহাসকে ‘Annal’ বলা হত।

37. ৬৯ খ্রিস্টাব্দকে কেন রোমান সাম্রাজ্যের ইতিহাসে ‘কুখ্যাত বছর’ হিসাবে গণ্য করা হয়?

উত্তরঃ কারণ এই বছর অতি অল্পদিনের মধ্যে চারজন সম্রাট সিংহাসনে আরোহণ করেন।

38. রোমান নগরজীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ গণস্নানাগারের অস্তিত্ব। 

39. শাহপুর ১ম ছিলেন?

উত্তরঃ শাহপুর ১ম ছিলেন  একজন ইরানীয় শাসক। তিন ভাষায় লেখা একটি শিলালিপিতে তিনি দাবি করেছিলেন যে তিনি রোমান সেনাকে পরাজিত করে রোমান সাম্রাজ্যের পূর্বাংশের রাজধানী এন্টিয়োক দখল করেন।

40. ‘মাপালিয়া’ (Mapalia) কি?

উত্তরঃ নুমিডিয়ার মেষপালক ও যাযাবরদের তৈরি এক বিচিত্র ‘রনের স্থানান্তরযোগ্য কুঁড়েঘর হচ্ছে ‘মাপালিয়া’।

41. ‘কাস্টেলা’ (Castella) কি?

উত্তরঃ সেন্টিকভাষী কৃষকরা পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্রামগুলিকে ‘কাস্টেলা’ বলত।

42. ‘ওলিম্পিওডরাস’ কে ছিলেন?

উত্তরঃ পঞ্চম শতাব্দীর একজন রোমান ঐতিহাসিক ছিলেন ‘ওলিম্পিওডরাস’।

43. ইউরোপে কখন ‘মধ্যযুগ’ সূচিত হয়?

উত্তরঃ অষ্টম শতাব্দীতে ‘উত্তর রোমান’ শাসন প্রতিষ্ঠাকে মধ্যযুগের সূচনা বলে গণ্য করা হয়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

1. রোমান সাম্রাজ্যের বিস্তৃতি কতটুকু ছিল? 

উত্তরঃ এক বিস্তৃত অঞ্চলের উপর রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল। বর্তমান ইউরোপের বহুলাংশ, পশ্চিম এশিয়ার উর্বর জমির অধিকাংশ ও উত্তর আফ্রিকা নিয়ে বোমান সাম্রাজ্যের বিস্তৃতি ছিল।

2. রোম সাম্রাজ্য কোন্ তিন মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল?

উত্তরঃ রোম সাম্রাজ্য নিম্নোক্ত তিন মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিলঃ

(ক) বর্তমান ইউরোপ।

(খ) পশ্চিম এশিয়া।

(গ) উত্তর আফ্রিকার বৃহদাংশ।

3. উত্তর ও দক্ষিণ দিকে রোম সাম্রাজ্যের সীমানা কি দ্বারা নির্ধারিত ছিল? 

উত্তরঃ রোম সাম্রাজ্যের সীমানা উত্তর দিকে রাইন ও ডেনিউব নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এবং দক্ষিণ দিক বিশাল সাহারা মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল।

4. রোম শাসক অগাস্টাসকে ‘প্রধান নাগরিক’ বলে গণ্য করা হত কেন?

উত্তরঃ রোম সম্রাট অগাস্টাস নিজেকে চূড়ান্ত শাসক বলে মনে করতেন না। এইজন্য তাকে ‘প্রধান নাগরিক’ বলা হত।

5. সম্রাট অগাস্টাসের শাসনকালকে কেন অগাস্টাসের যুগ’ বলে অবিহিত করা হয়?

উত্তরঃ সম্রাট অগাস্টাসের শাসনকালকে ‘অগাস্টাসের যুগ’ বলে অবিহিত করা হয় তার শাসনকালের তাৎপর্য বোঝাতে। কারণ অগাস্টাসের শাসনকালেই-

(ক) রোমান সাম্রাজ্যের পত্তন ঘটে। 

(খ) আভ্যন্তরীণ হিংসা ও অশান্তি দূর হয়। 

(গ) সাম্রাজ্যের প্রভূত পরিসর বৃদ্ধি পায়। 

(ঘ) অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি সূচিত হয়। এবং 

(৩) রাজনৈতিক স্থায়িত্ব ও পরিকাঠামো নিশ্চিত হয়।

তাই, রোমান সাম্রাজ্যের অগ্রগতিতে অগাস্টাসের শাসনকালের গুরুত্ব বোঝাবার জন্য তার শাসনকালকে এই অধিকার দেওয়া হয়। 

6. রোমের রাজনৈতিক ইতিহাসের প্রধান তিনজন নিয়ন্ত্রক কে কে?

উত্তরঃ রোমের রাজনৈতিক ইতিহাসের প্রধান তিনজন নিয়ন্ত্রক হলেন- 

(ক) সম্রাট। 

(খ) অভিজাতবর্ণ। এবং 

(গ) সেনাবাহিনী।

7. রোম ইতিহাসের তিনটি উৎসের উল্লেখ কর। 

উত্তরঃ রোম ইতিহাসের তিনটি উৎসের নাম হল-

(ক) সাহিত্য। 

(খ) দলিলপত্র। এবং 

(গ) পুরাতাত্ত্বিক নিদর্শন।

8. রোমের নিকট প্রাচ্য’ বলতে কি বোঝ?

উত্তরঃ “নিকট প্রাচ্য’ বলতে ভূমধ্যসাগরীয় এলাকার রোম সাম্রাজ্যভুক্ত এলাকা বোঝায়। এই এলাকার মধ্যে সিরিয়া, প্যালেস্টাইন ও আরব অন্তর্ভুক্ত।

9. রোম সাম্রাজ্যের চারটি ঘনবসতিপূর্ণ এলাকার নাম লেখ (ইটালি ও মিশর হতে দুটি করে)।

উত্তরঃ রোম সাম্রাজ্যের চারটি ঘনবসতিপূর্ণ এলাকার নাম – 

(ক) ইটালির কেম্পানিয়া ও সিসিলি। এবং 

(খ) মিশরের ফাইউম ও গেলিলি।

10. রোম সাম্রাজ্যের চারটি সামাজিক শ্রেণী উল্লেখ কর।

উত্তরঃ রোম সাম্রাজ্যের চারটি সামাজিক শ্রেণীর নাম হল- 

(ক) সিনেটর। 

(খ) নাইট। 

(গ) জনগণের সম্মানিত শ্রেণী। এবং 

(ঘ) দাস। 

11. রোমান সাম্রাজ্যে সিংহাসনারোহণ পদ্ধতি কেমন ছিল?

উত্তরঃ পারিবারিক উত্তরাধিকারের সূত্রেই সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচিত হত— সেক্ষেত্রে স্বাভাবিক বা দত্তক যাই হোক গ্রহণযোগ্য ছিল। সেনাবাহিনী বা সিনেট উভয়ই এই প্রথার বিরোধিতা করেনি।

12. রোমান সেনাবাহিনীর দুইটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ রোমান সেনাবাহিনী দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপঃ

(ক) রোমান সেনাবাহিনী পেশাদারী ও বেতনভোগী ছিল।

(খ) রোমান সৈন্যদের ২৫ বছর কাজ করতে দেওয়া হত। 

13. রোমান সম্রাটের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন ছিল?

উত্তরঃ রোমান সাম্রাজ্যে সম্রাট ছিলেন ক্ষমতার উৎস। কিন্তু সেনাবাহিনী ছিল একক সর্ববৃহৎ সংগঠিত প্রতিষ্ঠান। সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সম্রাটদের ভাগ্য নির্ধারণে যথেষ্ট ভূমিকা নিত। কখনও সেনাবাহিনী সম্রাটের দ্বারা অবহেলিত বোধ করলে আন্দোলন করত। তাই রোমান সম্রাটরা সর্বাবস্থায় সামরিক বাহিনীর সাথে বোঝাপড়ার মাধ্যমে চলার নীতি অবলম্বন করতেন। অন্যথায় বোঝাপড়ার অভাবে সৃষ্টি হত গৃহযুদ্ধ, যা কখনও কাঙ্খিত ছিল না।

14. গুরুত্বপূর্ণ পরবর্তী রোমান সাম্রাজ্যের নাম উল্লেখ কর। 

উত্তরঃ গুরুত্বপূর্ণ পরবর্তী রোমান সাম্রাজ্য হল- 

(ক) স্পেনের ভিসিগোথ সাম্রাজ্য। 

(খ) গাউলের ফ্রাঙ্ক সাম্রাজ্য। এবং 

(গ) ইটালির লোম্বার্ড সাম্রাজ্য।

15. রোম সাম্রাজ্যে শিক্ষার অবস্থা কিরূপ ছিল?

উত্তরঃ রোম সাম্রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষিতের হার বিভিন্ন প্রকার ছিল। কয়েক শ্ৰেণী; যেমন—সেনাবাহিনী, সামরিক অফিসার, সম্পত্তির ম্যানেজারদের মধ্যে শিক্ষার হার অধিক ছিল। 

16. প্রজাতান্ত্রিক রোমান সাম্রাজ্যে উত্তরাধিকার নিয়ম কি কি রূপ ছিল ?

উত্তরঃ সেটি পরিবারের উপর নির্ভর করত। স্বাভাবিক বা দত্তক সন্তান উভয় পরিবার দ্বারা স্বীকৃত হত। টিবেরিয়াস অগাস্টাস-এর দত্তক পুত্র ছিলেন। 

17. রোমান সাম্রাজ্যের উচ্চশ্রেণীর লোকের ভাষা কি ছিল?

উত্তরঃ রোমান সাম্রাজ্যের উচ্চশ্রেণীর লোকের ভাষা ছিল গ্রিক।

18. রোমান সাম্রাজ্যের প্রধান অঙ্গ কি ছিল? 

উত্তরঃ রোমান সাম্রাজ্যের প্রধান অঙ্গ ছিল সৈন্যবাহিনী। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি। করে ঐতিহাসিকরা বলেন যে চতুর্থ শতাব্দীতে রোমে প্রায় ছয় লক্ষ সেনা ছিল এবং এই সেনারা সম্রাটের ভাগ্য নির্ধারণ করতে পারত।

19. ২৭ খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাসের শাসনকালে প্রজাতন্ত্রের প্রকৃতি কিরূপ ছিল। 

উত্তরঃ অগাস্টাসের শাসনকালে প্রজাতন্ত্রের নামে অভিজাততন্ত্রই বলবৎ ছিল এবং এই অভিজাততান্ত্রিক শাসনব্যবস্থার মূলে ছিল সিনেট, যা ছিল ধনী ব্যক্তি ও অভিজাত পরিবারের সদস্যদের দ্বারা তৈরি। 

20. রোমানরা প্রধানত কী কী দ্রব্য আমদানি করত?

উত্তরঃ রোমানরা প্রধানত মদ, গম, জলপাই তেল প্রভৃতি আমদানি করত।

21. রোমান সাম্রাজো ভূমধ্যসাগরের গুরুত্ব কেমন ছিল?

উত্তরঃ রোমান সাম্রাজ্যে পশ্চিমে স্পেন থেকে পূর্বে সিরিয়া পর্যন্ত বিস্তৃত সমুদ্র ইউরোপ ও আফ্রিকাকে বিভাজিত করেছিল। এটা হচ্ছে ভূমধ্যসাগর, যা ছিল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। এর উত্তর-দক্ষিণ ও অন্যদিকে রোমান শাসকের আধিপত্য ছিল, যা সাম্রাজ্যের সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করেছিল।

22. রোমান সাম্রাজ্যের ইতিহাসের শ্রেণীবিভাজন কি কি?

উত্তরঃ তৃতীয় শতাব্দীকে বিভাজনকাল ধরে রোমান সাম্রাজ্যের ইতিহাসকে দু-ভাগে ভাগ করা হয়—

(ক) তৃতীয় শতাব্দীর পূর্ববর্তী সময়কে আদি / প্রথম / প্রাচীন রোমান সাম্রাজ্য। এবং 

(খ) তৃতীয় শতাব্দীর পরবর্তী সময়কে ‘শেষ রোমান সাম্রাজ্য’। 

23. সিনেটের সঙ্গে রোমান সম্রাটের সম্পর্কের কি ধারণা পাওয়া যায়? সংক্ষেপে লেখ।

উত্তরঃ রোমান সাম্রাজ্যের সমস্ত লিখিত তথ্যই সিনেটের সদস্যদের লিখিত। এ থেকে অনুমান করা যায় সিনেটের সঙ্গে সম্পর্কের নিরিখে সম্রাটদের মূল্যায়ন করা হত। লিখিত বর্ণনা থেকে জানা যায় সম্রাটরা সিনেটের ক্ষমতা ও প্রভাব নিয়ে সন্দেহপ্রবণ ছিলেন। যার ফলে সিনেটকে নিয়ন্ত্রণে রাখতে তারা সিনেটের প্রতি বিদ্বেষী, পক্ষপাতপূর্ণ ও অমানবিক আচরণ করতেন। কিন্তু সিনেটের কর্তৃত্ব অস্বীকার করতেন না।

24. রোমান সাম্রাজ্যে ইটালির আধিপত্য খর্ব হলে কোন্ কোন্ অঞ্চলের প্রাধান্য বেড়ে যায়?

উত্তরঃ ইটালির প্রাধান্য খর্ব হলে ভূমধ্যসাগরীয় সমৃদ্ধ, সম্পদশালী ও নগরকেন্দ্রিক অংশগুলো, যেমন—

(ক) দক্ষিণ স্পেন। 

(খ) আফ্রিকা। ও 

(গ) পূর্ব উপকূলীয় এশীয় অঞ্চলের প্রাধান্য স্থাপিত হয় রোমান সাম্রাজ্যে। 

25. রোমান সাম্রাজ্যের কয়েকটি ভূমধ্যসাগর উপকূলীয় সমৃদ্ধশালী শহরের নাম লেখ। 

উত্তরঃ রোমান সাম্রাজ্যের কয়েকটি ভূমধ্যসাগর উপকূলীয় সমৃদ্ধশালী শহর হল কার্থেজ (Carthage), আলেকজান্দ্রিয়া (Alexandria), অ্যান্টিয়োক (Antioch) ইত্যাদি।

26. রোমান সাম্রাজ্যে রুপার মুদ্রা ও সোনার মুদ্রার নাম কি ছিল? 

উত্তরঃ রুপার মুদ্রাকে বলা হত ‘ডেনারিয়াস’ (Denarius), যা তৈরি হত ৪.৫ গ্রাম নির্ঘাত রুপা দিয়ে।  সোনার মুদ্রাকে বলা হত ‘সলিডাস’ (Solidus), যা তৈরি হত ৪.৫ গ্রাম নিখাত সোনা দিয়ে।

27. রোমান সাম্রাজ্যে নগরজীবনে আমোদ-প্রমোদের কি উদাহরণ পাওয়া যায়? সংক্ষেপে লেখ।

উত্তরঃ রোমান নগরজীবনে আমোদ-প্রমোদের একটি উল্লেখযোগ্য উপাদান ছিল। গণ-স্নানাগার। এছাড়াও নগরবাসীদের জন্য নানারকম আমোদ-প্রমোদের ব্যবস্থা ছিল। একটি তথ্য থেকে জানা যায় যে বছরের প্রায় ১৭৬ দিন বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হত।

28. প্রথম শতাব্দীতে ক্রীতদাসদের অভাবের কারণ কি? এই সংকট সমাধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল?

উত্তরঃ প্রথম শতাব্দীতে যুদ্ধবিগ্রহ কমে এসে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ফলে রোমান সাম্রাজ্যে ক্রীতদাসের অভাব দেখা দেয়, কারণ যুদ্ধ বন্দীদেরই ক্রীতদাস হিসাবে ব্যবহার করা হত। এই সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নেওয়া হয় তা হল—

(ক) ক্রীতদাসদের প্রজনন বৃদ্ধির প্রতি মনোযোগী করা। এবং 

(খ) ঠিকা শ্রমিকের ব্যবহার। 

29. রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলে ক্রীতদাসের নিয়ন্ত্রিত ব্যবহারের কারণ লেখ।

উত্তরঃ ক্রীতদাস ব্যবহার ছিল যথেষ্ট ব্যয়সাপেক্ষ, কারণ সারা বছর তাদের ভরণপোষণ দিতে হত। আবার ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগে এদের মৃত্যুতে যথেষ্ট ক্ষতি হত, যার পূরণ সম্ভব হত না। তাই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ক্রীতদাসের নিয়ন্ত্রিত ব্যবহার দেখা যায়।

30. মুক্ত শ্রমিক ও ক্রীতদাসের মধ্যে পার্থক্য কি কি? 

উত্তরঃ মুক্ত শ্রমিক ও ক্রীতদাসের মধ্যে নিম্নলিখিত পার্থক্য ছিলঃ

(ক) ক্রীতদাস ব্যবহার ছিল ব্যয়সাপেক্ষ, কারণ এদের সম্পূর্ণ ভরণপোষণ দিতে হত। কিন্তু মুক্ত শ্রমিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পারিশ্রমিকে কার্য সম্পাদন করে দিত।

(খ) মুক্ত শ্রমিকরা বিশেষ কাজে কর্মদক্ষ ছিল, কিন্তু ক্রীতদাসের ক্ষেত্রে এই অবকাশ কম ছিল।

(গ) মুক্ত শ্রমিক প্রয়োজন অনুসারে ব্যবহার সম্ভব, কিন্তু ক্রীতদাসের ক্ষেত্রে এই প্রশ্ন ছিল না। 

(ঘ) ক্রীতদাস থেকে মুক্ত শ্রমিক হওয়া সম্ভব ছিল, কিন্তু এর বিপরীত সম্ভব ছিল না।

31. রোমান সাম্রাজ্যের কয়েকজন শাসকের নাম লেখ।

উত্তরঃ রোমান সাম্রাজ্যের কয়েকজন শাসকের নাম হল অগাস্টাস, ট্রাজান, খেলিনাস, কনস্টেনটাইন প্রমুখ।

32. কয়েকজন রোমান বা ইটালীয় দেবদেবীর নাম লেখ।

উত্তরঃ কয়েকজন রোমান বা ইটালীয় দেবদেবীর নাম হল জুপিটার, জুনো, মিন এবং মার্স। 

33. প্যাট্রিশিয়ান বলতে কি বোঝ?

উত্তরঃ রোমের অভিজাত শ্রেণীর লোকদের প্যাট্রিশিয়ান বলা হত। সাধারণত।জমিদার ও শিল্পপতিদেরকে এই নামে আখ্যায়িত করা হত।

34. প্লেবিয়ান কাদের বলা হত?

উত্তরঃ রোমের নিম্নশ্রেণীর মানুষদের প্লেবিয়ান বলা হত। সাধারণত কৃষক, শ্রি শিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সৈনিকরা এই শ্রেণীভুক্ত ছিল। 

35. প্যাক্স রোমানা বলতে কি বোঝ?

উত্তরঃ রোমের শাস্তি ও সমৃদ্ধির সময়কে ‘প্যাক্স রোমানা’ বলা হয়। সম্রাট অগাস অক্টাভিয়ান-এর সময়কালকে প্যাক্স রোমানা হিসাবে আখ্যায়িত করা হয়।

36. ‘প্যাপিরাস’ কি? রোমান সাম্রাজ্যের ইতিহাসচর্চায় এর গুরুত্ব কি?

উত্তরঃ মিশরে নীল নদের তীরে নলখাগড়া জাতীয় বিশেষ এক ধরনের গুল্ম জ যার নাম ছিল প্যাপিরাস। প্যাপিরাস ব্যবহার করে তৈরি হত এক ধরনের বিশেষ জিনিস, যা ছিল কাগা মতো। সে সময় লেখার কাজে এর ব্যাপক ব্যবহার ছিল। তাই প্যাপিরাসে তৎকা মানুষের বহু দলিল, হিসাবপত্র ও চিঠি আবিষ্কৃত হয়েছে, যা তৎকালীন রোমান সাম্রাে বিভিন্ন দিক ফুটিয়ে তোলে।

37. ‘গ্বেলিনাস’ কে ছিলেন? সিনেটকে নিয়ন্ত্রণ করতে তিনি কি পদে নিয়েছিলেন? 

উত্তরঃ গ্বেলিনাস ছিলেন রোমান সম্রাট। সিনেটকে নিয়ন্ত্রণ করতে এবং সিনেট যাতে ক্ষমতাশালী হয়ে না ওঠে এজন্য তিনি সিনেটরদের সামরিক বাহিনীতে নিযুক্তি রদ করেছিলেন। 

38. পম্পেই নগরীর গুরুত্ব লেখ।

উত্তরঃ পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের একটি উন্নত নগর। ৭৯ খ্রিস্টাব্দে আগ্নেয়গি উদগীরণে ধ্বংসপ্রাপ্ত এই নগরে সাধারণ শিক্ষিতের সংখ্যা যথেষ্ট ছিল। নগরীর প্র সড়কগুলোর পার্শ্ববর্তী দেওয়ানের গায়ে বিজ্ঞাপনের ও নানা স্থানে দেওয়াল লিখ প্রমাণ পাওয়া যায়।

39. Amphorae এবং Dressel 20 কি?

উত্তরঃ রোমান সাম্রাজ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে সূরা ও অলিভ অয়েল বহন পাত্রের নাম হচ্ছে ‘Amphorae’।

Dressel 20 স্পেনের একটি বিশেষ পাত্র। এটি অলিভ অয়েল রাখার জন্য ও পরিব ব্যবহার করা হত।

40. রোমান সাম্রাজ্যে তরল পদার্থ বা জলপাইয়ের তেল (অলিভ অয়েল) বহনে ব্যবহার করা দুটি পাত্রের নাম লেখ।

উত্তরঃ তরল পদার্থ বহনের উপযোগী দুটি পাত্রের নাম হল – 

(ক) Amphorae, এবং 

(খ) Dressel 201

41. রোমান সাম্রাজ্যে স্পেনের ওলিভ অয়েলের চাহিদার কারণ কি?

উত্তরঃ অলিভ অয়েল বাজারজাত করবার ব্যাপারে স্পেনীয় উৎপাদকেরা ইতালীয়দের চাইতে বেশি সফল হয়েছিলেন। স্পেনীয় ওলিভ অয়েলের চাহিদা ছিল সবথেকে বেশি। স্পেনীয় উৎপাদকেরা কম দামে তুলনামূলকভাবে উৎকৃষ্ট মানের তেল বাজারজাত করবার ফলে এটা সম্ভব হয়েছিল।

42. টিবেরিয়াস কে ছিলেন?

উত্তরঃ টিবেরিয়াস ছিলেন দ্বিতীয় রোমান সম্রাট। তিনি সম্রাট অগাস্টাসের নিজের পুত্র ছিলেন না। কিন্তু শান্তিপূর্ণ উত্তরাধিকারের স্বার্থে অগাস্টাস তাকে দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন।

43. কলুমেল্লা (Columella) কে ছিলেন? শ্রমিক পরিচালনায় তার কি পরামর্শ ছিল? 

উত্তরঃ কলুমেল্লা ছিলেন প্রথম শতাব্দীর একজন কৃষি-সম্বন্ধীয় লেখক। তিনি পরামর্শ দিয়েছিলেন যে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য চাষের কাজে ব্যবহৃত সরঞ্জাম ভূস্বামীদের প্রয়োজনের অপেক্ষা বিগুণ পরিমাণ মজুত রাখা উচিত। কারণ ক্রীতদাসের সংখ্যার স্বল্পতা বা সময়ের অপচয়ের ফলে এই সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি পায়।

44. কে, কখন এবং কিভাবে ‘দারা’ শহর প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ পঞ্চম শতাব্দীর শেষ দিকে রোমান সম্রাট এনাস্টেসিয়াস সমস্ত পূর্বাঞ্চল থেকে বেশি পারিশ্রমিক দিয়ে শ্রমিক নিয়োগ করে তিন সপ্তাহের মধ্যে সাম্রাজ্যের পূর্ব সীমান্তে ‘দ্বারা’ নগরীর নির্মাণকার্য শেষ করেছিলেন।

45. ‘Late Roman Aristocracy’ বা ‘পরবর্তী রোমান সম্রান্তশ্রেণী’ বলতে কি বোঝ? 

উত্তরঃ চতুর্থ শতাব্দীর প্রথম ভাগে রোমান সম্রাট কনস্টেনটাইনের রাজ্যত্বকালে সমাজের প্রথম দুই শ্রেণী—সিনেটর ও অশ্বারোহী একত্রিত হয়ে একটি সম্ভ্রান্ত শ্রেণী তৈরি করে এবং এই শ্রেণীর মোট সদস্য সংখ্যার অন্তত অর্ধেক ছিল আফ্রিকা বা পূর্বাঞ্চলের। এই নতুন শ্রেণীগোষ্ঠীই ‘পরবর্তী রোমান সম্রান্তশ্রেণী’ বা ‘Late Roman Aristocracy’ নামে পরিচিত।

46. উত্তর রোমান’ বলতে কাদের বোঝানো হয়?

উত্তরঃ ষষ্ঠ শতাব্দীতে উত্তর দিক থেকে আগত জার্মানদেশীয় নানা উপজাতি গোষ্ঠী রোমান সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্য দখল করায় সে অঞ্চলের খণ্ডিকরণ হয়। নতুনভাবে প্রতিষ্ঠিত এই সকল রাজ্যগুলিকে ‘উত্তর রোমান’ বলে বর্ণনা করা হয়।

এইগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পেনে ভিসিগোথরা, মলে ফ্রেঙ্করা এবং লোম্বার্ডরা। 

47. পরবর্তী রোমান সাম্রাজ্যে রৌপ্যমুদ্রা ব্যবস্থা কেন নষ্ট হয়? এর ফলাফল লেখ।

উত্তরঃ ‘পরবর্তী’ রোমান সাম্রাজ্যে রৌপ্যমুদ্রা ব্যবস্থা ভেঙে পড়ার কারণ হচ্ছে স্পেনের রুপার খনিগুলি নিঃশেষ হওয়া, রাজ্যের হাতে পর্যাপ্ত পরিমাণ রুপার ঘাটতি। তবে সম্রাট কনস্টেনটাইন স্বর্ণমুদ্রাকেন্দ্রীক মুদ্রা ব্যবস্থা প্রচলন করলে এই নতুন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়। 

48. রোমান সম্রাট ডায়োকেটিয়ান রোমান সাম্রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে কি কি পদক্ষেপ নিয়েছিলেন?

উত্তরঃ সম্রাট ডায়োক্লেটিয়ান তাঁর রাজত্বকালে রাষ্ট্রের পরিকাঠামোতে নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেনঃ

(ক) সাম্রাজ্যের প্রবল বিস্তৃতির ফলে অবস্থানিক ও অর্থনৈতিক দিক থেকে কম গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করেন।

(খ) সীমান্ত এলাকা যথেষ্ট শক্তিশালী করে গড়ে তোলেন।

(গ) সামরিক ও অসামরিক শাসনব্যবস্থার পৃথকীকরণ করেন।

49. সম্রাট কনস্টেনটাইনের তিনটি অবদান উল্লেখ কর।

উত্তরঃ সম্রাট কনস্টেনটাইনের তিনটি উল্লেখযোগ্য অবদান হচ্ছে—

(ক) ‘সলিডাস ‘ নামে ৪.৫ গ্রামের স্বর্ণমুদ্রার প্রচলন। 

(খ) তিনদিকে সমুদ্রবেষ্টিত কনস্টোন্টিনোপলে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন। এবং 

(গ) খ্রিস্টধর্মকে রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ 

1. রোম ইতিহাসের প্রধান উৎসসমূহ বর্ণনা কর।

উত্তরঃ রোম ইতিহাসের প্রধান উৎসসমূহকে প্রধানত নিম্নোক্ত তিন ভাগে ভাগ করা যায়ঃ

(ক) সাহিত্যঃ সমসাময়িককালের লেখকগণ কর্তৃক লিখিত চিঠিপত্র, ইতিহাস, বক্তব্য, ধর্মসভা, আইন প্রভৃতি সাহিত্যের অন্তর্ভুক্ত।

(খ) দলিলপত্রঃ শিলালিপি, মাতুলকে লিখিত লিপি, গাছের পাতায় লিখিত লিপি প্রভৃতি দলিলের অন্তর্ভুক্ত লিপিসমূহ সাধারণত শিলায় লেখা থাকে; ফলে অদ্যাবধি হয় অক্ষুণ্ণ আছে। গ্রিক ও ল্যাটিন ভাষায় লিখিত বহুলিপি সুরক্ষিত অবস্থায় আছে। শালপাতা ও ভোজপাতায় নানাপ্রকার বিবরণ ও তথ্যাদি লিখিত অবস্থায় থাকে।

(গ) পুরাতাত্ত্বিক নিদর্শনঃ পুরাতাত্ত্বিক নিদর্শনে বহু সংখ্যক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গুলির অধিকাংশই প্রত্নতাত্ত্বিক কর্তৃক আবিষ্কৃত। প্রাচীনকালের সৌধ, অট্টালিকা, অন্যান্য কাঠামো, মুদ্রা, মাটির বাসন, মোজেক, ভূচিত্রাবলী প্রভৃতি এর অন্তর্ভুক্ত। এই নিদর্শনগুলির প্রতিটি অতীতের রোম সাম্রাজ্যের নানা তথ্যাদি সরবরাহ করে।

2. রোমান সাম্রাজ্যের পূর্বকালে রোমে গণরাজ্যের ধারণা কি ছিল? কিভাবে রোমে গণরাজ্যের অবসান ঘটে?

অথবা,

রোম অঞ্চলে গণরাজ্য পদ্ধতির একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

উত্তরঃ রোমান সাম্রাজ্য পূর্ববর্তী রোম অঞ্চলে ‘গণরাজ্য’ ছিল এমন একটি শাসনব্যবস্থা যাতে মূল শাসন ক্ষমতা থাকত সিনেটের হাতে। সিনেট গঠিত হত অল্পসংখ্যক বিত্তবান পরিবারের সদস্যদের নিয়ে, যারা হতেন অভিজাত শ্রেণীর। তাই প্রকৃতপক্ষে গণরাজ্য ব্যবস্থা ছিল অভিজাত শ্রেণীর সরকার, যা পরিচালিত হত সিনেটের মাধ্যমে। অবশ্য সিনেটের সদস্যপদের জন্য পারিবারিক পটভূমির চাইতে বিত্ত এবং জীবিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হত। সদস্যরা সারাজীবনের জন্য এই পদ লাভ করতেন। ৫০০ খ্রিস্টপূর্ব থেকে ২৭ খ্রিস্টপূর্ব পর্যন্ত এই ব্যবস্থা প্রচলিত ছিল। ২৭ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের দত্তকপুত্র অক্টাভিয়ান এই ব্যবস্থা উৎখাত করেন এবং অগাস্টাস নাম গ্রহণ করে নতুন ব্যবস্থার প্রবর্তন করেন, যার নাম প্রিন্সিপেট।

3. রোম সাম্রাজ্য প্রসঙ্গে প্রিন্সিপেইট’ বলতে কি বোঝ? এতে সম্রাট ও সিনেট-এর মর্যাদা কিরূপ ছিল?

উত্তরঃ প্রিন্সিপেট’ হল খ্রিস্টপূর্ব ২৭ অব্দে প্রথম রোমান সম্রাট অগাস্টাস কর্তৃক প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা। অগাস্টাস যদিও শাসন কর্তৃত্বের প্রকৃত উৎস এবং একমাত্র শাসক ছিলেন, কিন্তু তিনি এই ধারণা বজায় রেখেছিলেন যে তিনি প্রকৃত শাসক নন। তিনি একজন প্রধান নাগরিক মাত্র। সিনেটকে সম্মানদানের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। রোম যখন গণৰাজ্য বা রিপাব্লিক ছিল তখন সিনেটই একমাত্র সংস্থা ছিল যা সমগ্র রোম সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত। শতাব্দীব্যাপী এই সংস্থার অস্তিত্ব ছিল। এই প্রতিষ্ঠান রোম সাম্রাজ্যের অভিজাত ও সম্পদশালী পরিবারের প্রতিনিধিত্ব করত। কিন্তু পরবর্তীকালে ইটালীয় বংশ, প্রধানত জমিদার এতে অন্তর্ভুক্ত হয়েছিল। সম্রাটগণ সিনেটের প্রতি কিরূপ আচরণ করতেন সেই অনুযায়ী তাদের শ্রেষ্ঠত্ব বিচার করা হত। সিনেটবিদ্বেষী সম্রাটগণকে নিকৃষ্ট বলে গণ্য করা হত।

4. প্রাচীন রোম সাম্রাজ্যে সেনাবাহিনীর ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর। 

উত্তরঃ রোম সাম্রাজ্যে সেনাবাহিনী একটি অন্যতম প্রধান সংস্থা ছিল। প্রত্যেক সৈন্যকে ন্যূনতম ২৫ বছর কাজ করতে হত। বস্তুত বেতনভোগী সেনা রোম সাম্রাজ্যের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। সম্রাটের ভাগ্য নির্ধারণে সেনাবাহিনীর নিঃসন্দেহে একটি বিশেষ ক্ষমতা ছিল, কারণ তারা ছিল রোম সাম্রাজ্যে সর্বাপেক্ষা বড় প্রতিষ্ঠান। অপেক্ষাকৃত ভালো বেতন ও চাকুরির শর্তের দাবিতে সেনাবাহিনীতে প্রায়ই বিক্ষোভ দেখা দিত। অধিকাংশ ক্ষেত্রেই এই বিক্ষোভ বিদ্রোহে পরিণত হত। সিনেট কর্তৃক সেনাবাহিনী ভীত ও ঘূর্ণিত হত। এর কারণ হল তা হিংসাত্মক ঘটনার উৎস ছিল। সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের উপর নির্দিষ্ট সম্রাটের সাফল্য নির্ভর করত। সেনাবাহিনীর মধ্যে অনৈক্য দেখা দিলে তা গৃহযুদ্ধে পরিণত হত।

5. রোমান সাম্রাজ্যে সেনাবাহিনীর সাথে সিনেটের সম্পর্ক কেমন ছিল?

উত্তরঃ সিনেট ও সেনাবাহিনী ছিল রোমান সাম্রাজ্যের দুই স্তম্ভ। আবার সেনাবাহিনী ছিল সাম্রাজ্যের বৃহত্তম সংগঠিত প্রতিষ্ঠান। তাই স্বাভাবিকভাবে সম্রাটদের ভাগ্য নির্ধারণে তাদের যথেষ্ট ক্ষমতা ছিল, যে ক্ষমতা তারা প্রায়ই ব্যবহার করত তাদের বিভিন্ন স্বার্থে। তাই, সেনাবাহিনী ও সিনেটের মধ্যে সম্রাটের অধিক সংস্রব লাভের প্রতিযোগিতা ছিল, ফলে উভয়ের সম্পর্ক ভালো ছিল না। নিজের প্রয়োজনে সম্রাটও এই সম্পর্কের সুযোগ নিতেন। যেহেতু সেনাবাহিনী যে-কোন সময়ে অপ্রত্যাশিত অস্থিরতার সৃষ্টি করে থাকত তাই এদের প্রতি সিনেটের সদস্যদের ভীতি ও ঘৃণামিশ্রিত মনোভাব ছিল।

6. প্রাচীন রোম সাম্রাজ্যের প্রাদেশিক এবং স্থানীয় শাসনের তাৎপর্য কি ছিল?

উত্তরঃ প্রাচীন রোম সাম্রাজ্যের প্রাদেশিক এবং স্থানীয় শাসনের তাৎপর্যে নিম্নরূপঃ 

(ক) প্রাদেশিক শাসনঃ রোমান প্রত্যক্ষ শাসন ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় অনেকগুলি নির্ভরশীল রাজাশাসিত রাজ্য রোম সাম্রাজ্যের প্রদেশগুলিতে অধিকৃতের দ্বারা। পূর্বাঞ্চল এই প্রকার কাজে পরিপূর্ণ ছিল। ইউফ্রেটিস নদীর পশ্চিমদিকের রাজ্যসমূহ দ্বিতীয় শতকের প্রথমদিকে রোমদের দ্বারা গ্রাস হয়ে যায়। এই সকল রাজ্যের মধ্যে অধিকাংশই সম্পদশালী ছিল। বস্তুত, একমাত্র ইটালি ব্যতীত সাম্রাজ্যের সমগ্র ভূভাগ বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল।

(খ) স্থানীয় শাসনঃ সমগ্র সাম্রাজ্যে বহুসংখ্যক শহর ও নগর স্থাপিত হয়েছিল। সমগ্র রোম সাম্রাজ্য এই সকল নগর দ্বারা নিয়ন্ত্রিত হত। এই সকল নগর বা বৃহৎ শহরগুলি ছিল সাম্রাজ্যবাদী পদ্ধতির প্রকৃত ভিত্তি। এই কেন্দ্রগুলির মাধ্যমে সরকার সমগ্র দেশের কর সংগ্রহ করতে সমর্থ হতেন। এই করসমূহ সাম্রাজ্যের সম্পদের একটি প্রধান উৎস ছিল। 

7. প্রথম দুই শতাব্দীতে সাম্রাজ্য বিস্তারের জন্য রোমান সম্রাটদের নীতি কি ছিল?

উত্তরঃ প্রথম দুই শতাব্দীতে রোম সাম্রাজ্যের বিস্তারের জন্য অতি স্বল্প প্রচেষ্টা করা হয়েছিল। সম্রাট অগাস্টাসের কাছ থেকে টিবেরিয়াস রোমান সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে লাভ করেছিল। রোম সাম্রাজ্য ইতিপূর্বে এত বিশাল আকার ধারণ করেছিল যে শাসকগণ এর অধিকতর বিস্তার অপ্রয়োজনীয় মনে করতেন। অগাস্টাস শাসনকালকে সর্বাপেক্ষা শান্তিপূর্ণ কাল বলে গণ্য করা হয়, কারণ বহু বছর ব্যাপী আভ্যন্তরীণ সংগ্রাম, . বিদ্রোহ ও অশান্তি এবং শতাব্দী ব্যাপী সামরিক অভিযান ও বিজয়ের পর সাম্রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়। একমাত্র ইউফ্রেটিস নদীর পার্শ্ববর্তী এলাকায় ট্রাজান কর্তৃক অধিকারের পর সাম্রাজ্য বিস্তারের অভিযান আরম্ভ হলেও পরিশেষে তা পরিত্যক্ত হয়ে যায়।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top